আলিপুর জেল মিউজিয়াম পরিক্রমা | A visit to Alipore Jail Museum || Pranaram Bangla Youtube ♥️ Channel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 เม.ย. 2024
  • আলিপুর জেল মিউজিয়াম পরিক্রমা ||
    #Pranaram Bangla youtube ♥️ channel
    17.08.2023
    #alipurjailmuseum.
    #alipurjail
    আলিপুর মিউজিয়ামে ঘুরতে যেতে চান?
    জানুন খুঁটিনাটি
    আলিপুর মিউজিয়াম (Alipore Jail Museum) :
    ভারতীয় ইতিহাসের নানান টুকরো টুকরো ছবি তুলে ধরা হয়েছে এই সংগ্রহশালায়। আলিপুর জেলার ২১ ফুটের লাল রংয়ের দীর্ঘ প্রাচীরের ভেতরে কী আছে? তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের সীমা নেই।
    ১৯০৬ সালে আদি গঙ্গার পাড়ে তৈরি হয়েছিল এই জেল। এই সংশোধনাগারের মধ্যেই একসময় আটক ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু, বিধান চন্দ্র রায় থেকে শুরু করে যতীন্দ্র মোহন সেনগুপ্ত, দীনেশ গুপ্ত, রাধাচরণ পাল, প্রমোদ রঞ্জন চৌধুরীরা।
    কেমন ছিল তাঁদের কুঠুরি? কীভাবে থাকতেন তাঁরা? ফাঁসির মঞ্চ কেমন ছিল? একবার এই জেলের অন্দরে ঢুকলেই দেখে নেওয়া যাবে সব ইতিহাস। এমনকী ব্রিটিশদের সেই সময়কার ওয়াচ টাওয়ারও রয়েছে এই লাল প্রাচীরের মধ্যে।
    এখন প্রশ্ন হল এই মিউজিয়ামে (Alipore Jail Museum) ঢুকতে হলে কত টাকা দিতে হবে আপনাকে?
    শুধু মিউজিয়াম যদি দেখতে চান তো মাত্র ৩০ টাকা টিকিট কেটেই আপনি ঢুকতে পারবেন। তবে আপনি যদি লাইট ও সাউন্ড শো দেখতে চান তবে আলাদা করে ১০০ টাকার টিকিট কাটতে হবে।
    প্রতি মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকে এই মিউজিয়াম। সোমবার বন্ধ এই মিউজিয়াম। দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকে। আর আপনি যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চান তো প্রথম শো সন্ধ্যে ৭টা ও পরের শো রাত ৮টা।
    আপনি চাইলেই সারাদিন এই মিউজিয়ামের ভেতরেই কাটাতে পারবেন। ভেতরেই আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। কফি হাউস থেকে শুরু করে ফুড জোন রয়েছে। সবমিলিয়ে ইতিহাসের স্বাদ নিতে ঘুরে আসতেই পারেন আলিপুর মিউজিয়ামে।

ความคิดเห็น • 4

  • @manjushreebhattacharjee2942
    @manjushreebhattacharjee2942 2 หลายเดือนก่อน +2

    খুব ভালো লাগলো। ধন্যবাদ।👌👌👌👌👍👍👍👍

  • @subhasranjanmisra8910
    @subhasranjanmisra8910 2 หลายเดือนก่อน +1

    শ্রদ্ধেয় শ্রী পবিত্র কুমার সুরমহাশয়কে আমার হৃদয়ের আন্তরিক শ্রদ্ধা ও নমষ্কার জানাই।

  • @subhasranjanmisra8910
    @subhasranjanmisra8910 2 หลายเดือนก่อน +1

    আলিপুর জেল মিউজিয়াম কখনও দেখিনি। দেখার সুযোগ করে দেখতে হবে।

  • @sujataroy3688
    @sujataroy3688 2 หลายเดือนก่อน +1

    অভিনব উদ্যোগ ।🙏🙏