মহামূল্যবান রত্ন রুবিকে কেন Life Changing Stone বলা হয়? Benefits Of Ruby Gemstone | King of Gemstone

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ส.ค. 2023
  • ​@astrosolution3309 #whatsapp9804836994 #mrsukritidan
    সবচেয়ে মহামূল্যবান রত্ন রুবিকে কেন " সাত রাজার ধন এক মানিক" বলা হয় ?
    RUBY THE KING OF GEMSTONE
    RUBY STONE | Price, Benefits, Origin of RUBY STONE (MAANIK
    (রুবী) রুবি পাথরের উপকারিতা - Cuni Ruby Stone Benefits
    Astrological Benefits Of Wearing Ruby Gemstone
    What is the benefit of wearing ruby stone?
    Which Rashi can wear ruby?
    Is ruby a good luck stone?
    negative effects of wearing ruby gemstone
    top 10 benefits of ruby stone
    Spiritual benefits of ruby gemstone
    Benefits of ruby gemstone in astrology
    Benefits of ruby gemstone for female
    changes after wearing ruby
    health benefits of ruby stone
    ruby stone benefits for marriage
    Ruby Gemstone: Benefits of Wearing Manik Stone
    রুবি পাথরের উপকারিতা
    চুনি ধারণ করলে কি হয়?
    চুনি পাথর কোথায় পাওয়া যায়?
    রুবি এর উপকারিতা
    রুবি কারা পরতে পারে
    Ruby Stone Benefits / Benefits of Ruby Stone (রুবি পাথরের
    রুবি পাথরের দাম কত
    স্টার রুবি পাথরের উপকারিতা
    চুনি পাথরের উপকারিতা
    রুবি পাথর কোন আঙ্গুলে
    রুবি পাথর শোধন করার নিয়ম
    রুবি পাথর ব্যবহারের নিয়ম
    চুনি পাথর কোন আঙ্গুলে
    রুবি পাথর চেনার উপায়
    চেতনার রঙে চুণী হয়ে উঠল লাল
    চুণী হচ্ছে সেই রত্ন, যার প্রভাবে আপনার সাইকিক চেতনার রং পরিবর্তিত হয়। আমাদের সূক্ষ্ম শরীরে যে সপ্তচক্র আছে, তার প্রথম চক্র যা গুহ্যদ্বারের কাছে অবস্থিত, যার “মূলাধার”, দীর্ঘকাল ঠিকমত চুণী ধারণ করতে পারলে আপনার কুণ্ডলিনী শক্তি জাগরিত হয়।
    মূলাধার নিয়ন্ত্রণ করে আমাদের অর্থ উপার্জনকে, আমদের যৌন ক্ষমতাকে, সন্তান উৎপাদনের ক্ষমতাকে এবং জাগতিক যত রকমের ভোগ-সুখ আছে তাকে।
    এ বার প্রথমেই আমরা জানব চুণীর উপাদান কী। চুণীর একটি রাসায়নিক যৌগ যার নাম অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইড ‘করান্ডাম’ শ্রেণির। যদিও এই একই উপাদান এবং এই করান্ডাম শ্রেণির অন্তর্গত নীলাও। তবে সামান্য মাত্রায় কিছু ইম্পিউরিটিস বা দূষণ থাকার জন্য চুণী আর নীলার মধ্যে রঙের প্রার্থক্যের সৃষ্টি হয়। যেমন, চুণীতে থাকে ইম্পিউরিটিস হিসেবে ‘ক্রোমিয়াম’ আর যার ফলে চুণী লাল রঙ ধারণ করে।
    চুণীর এই রঙের কারণে এর “স্পেকট্রাম কালার”-এর পরিবর্তন হয়। যেমন মুক্ত বাইরে থেকে দেখতে সাদা বা হাল্কা সাদাটে হলুদ, কিন্তু এর স্পেকট্রাম কালার “কমলা”। নীলা বাইরে থেকে দেখতে হাল্কা নীল, কিন্তু স্পেকট্রাম কালার বেগুনী। যদিও চুণীর বাইরের বর্ণ ও স্পেকট্রাম কালার একই- লাল।
    তবে চুণী নানা বর্ণের। যেমন, গাঢ় লাল, গোলাপী, ডালিমের দানার মতো রঙ ও পায়রার রক্তের বর্ণের মতো, যাকে ‘পিজিয়ান ব্লাড’ বলে। ক্রোমিয়াম-সহ নানা ‘ইম্পিউরিটিস’ থাকার কারণে নানা বর্ণ ধারণ করে। যদি এই ইম্পিউরিটিস না থাকত, এই কোরান্ডামটা হত জলের মতো রঙের।
    অবিশুদ্ধ চুণীকে দু’ভাবে ট্রিটমেন্ট করা হয় বিক্রির জন্য।
    (১) হিট ট্রিটমেন্ট এবং
    (২) ফ্র্যকচার ফিলিঙ
    চুণী হচ্ছে ক্রিস্টাল, তাই চুণীর ভিতর থাকে অসংখ্য চিড় থাকে। সেই সব চিড়গুলোকে লিড গ্লাস এবং ফ্লাক্স দ্বারা পূর্ণ করা হয়। এর পর কাটিং ও পালিশের মাধ্যমে চুণীর উজ্জ্বলতা বাড়ানোর চেষ্টা করা হয়।
    পৃথিবীর সবচেয়ে বড় সাইজের চুণীর নাম “১২৫ ওয়েস্ট রুবি”। এর ওজন ৮.২ পাউণ্ড বা ১৮৯৬ ক্যারেট।
    বাজারে বার্মিজ, সিংহলী, ব্যাঙ্কক, তাইল্যান্ড, পাকিস্থানি চুণী পাওয়া যায়। তার মধ্যে বার্মিজ চুণী সর্বশেষ্ঠ। হিরের পরেই রত্নের মধ্যে চুণীর মূল্য বেশী। কাঠিন্যের দিক থেকে হীরের পরই চুনির স্থান চুণীর হার্ডনেস -৯।
    চুণী কখন পরতে হয়ঃ (পরের সংখ্যায় বাকি অংশ)
    চুনি চেনা মোটেই সহজ ব্যাপার নয়। যে কোনও রত্ন কেনার সময় দুটি জিনিস মাথায় রাখবেন। এক, যে কোনও রত্ন তিন মাস পরে ফল দেয়। দুই, উপরত্ন ফল দেয় ছয় মাস পরে। জেনে নিন আসল চুনি কী ভাবে চিনবেন।
    ১। চুনি আসল হলে চোখের পাতায় রাখলে শীতলতা অনুভব করা যায়।
    ২। চুনি কাঁচা গরুর দুধে তিন চার ঘণ্টা রাখলে দুধের রঙ গোলাপি হয়ে যায়।
    ৩। রুপোর পাত্রে রেখে সূর্যালোকে ধরলে পাত্রটি রক্তবর্ণ ধারণ করে।
    ৪। পদ্মের কুঁড়িতে রাখলে পদ্ম দ্রুত ফোটে।
    চুনির আয়ুর্বেদিক শোধন করবেন কী ভাবে
    লেবুর রসমিশ্রিত জলে চব্বিশ ঘণ্টা ডুবিয়ে রাখতে হবে।
    চুনির প্রাপ্তিস্থান
    চুনা পাথরের ভেতর জন্মায় বলে এর নাম চুনি। মায়ানমার, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, তাইল্যান্ড ও শ্রীলঙ্কায় চুনি পাওয়া যায়।
    অ্যালুমিনিয়াম ও অক্সিজেন মিশ্রিত হয়ে তৈরি হয় অ্যালুমিনা। সেখান থেকে চুনির সৃষ্টি হয়। এর কাঠিন্য মাত্রা ৯, আপেক্ষিক গুরুত্ব ৩.৯৯, পরাবর্তন অনুপাত ১.৭৬৫ এবং ০.০০৮, বিকীর্ণতা অনুপাত ০.০১৮, দেখতে লাল (ডালিমের দানার মতো রঙ) এবং ষড়ভূজাকৃতী।
    রবির প্রতিকারে বার্মিজ চুনি ধারণ অবশ্য কর্তব্য। ধারণ করবেন রবিবারে। উপরত্ন- স্টার রুবি, গার্নেট।
    Music By -----
    ------------------------------
    Dreams by Firefl!es / mangesh-dongar. .
    Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    Free Download / Stream: bit.ly/dreams-fireflies
    Music promoted by Audio Library https:
    • Dreams - Firefl!es (No Copyright Music)
    ------------------------------
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 40

  • @bmgardenworld
    @bmgardenworld 9 หลายเดือนก่อน +3

    দাদা আপনি কিন্তু খুব ভালো করে বোঝান।thanx আমি কিন্তু বিশ্চিক রাশি জাতক আর আপনি যেগুলো বলেছেন বিশ্চিক রাশি সব সঠিক।

  • @DebashreeChakraborty
    @DebashreeChakraborty 10 หลายเดือนก่อน +3

    Dada ei rokom akta video pokhraj er upor banan

  • @user-tt5ft9gi5r
    @user-tt5ft9gi5r 4 หลายเดือนก่อน

    Sotti life change hoy

  • @subhadipray5948
    @subhadipray5948 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @prabirmajumder7331
    @prabirmajumder7331 หลายเดือนก่อน

    🙏🙏

  • @debdasghosh1694
    @debdasghosh1694 3 หลายเดือนก่อน

    Dada ami nilm paridhan Kari ti sun planet kharab rahu gostha to Ruby babohar kora ta pari na kintu ar patikhar korbo ki kora.karon sun planet kharab hai jibona andhokarer to ar akta suggestions daban.

  • @pritamchowdhury2395
    @pritamchowdhury2395 10 หลายเดือนก่อน

    apner chamber ta kothay?
    apni ki Mr. Dipjyoti Babu ke chenen?
    ar apnar visit ta jodi bolen valo hoy.

  • @ganeshchatterjee2173
    @ganeshchatterjee2173 4 หลายเดือนก่อน

    Sir bolchi 15 years chele ba meye koto ratthi ruby use korte parbe please reply din

  • @suprotimdas6156
    @suprotimdas6156 3 หลายเดือนก่อน

    Dada Ruby er sathe diamond pora Jai ki
    Second Ruby ki left hand e pora Jai ki ?

  • @Souvick_27
    @Souvick_27 10 หลายเดือนก่อน +2

    Pannar opor ekta full information video chai

  • @jewelbarman3065
    @jewelbarman3065 9 หลายเดือนก่อน +1

    Ruby works on Manipura Chakra only not on Muladhara chakra. Red Coral works on Muladhara Chakra.

  • @MadhumitaSantra-pn5nl
    @MadhumitaSantra-pn5nl 9 หลายเดือนก่อน

    Chunir theke Star robi valo ki ?

  • @sanjaybhowmik4516
    @sanjaybhowmik4516 5 หลายเดือนก่อน

    Dada, ki Belayer mull porlay hobay Rubi na poray. Birth date 21/1976 Assam Dist, Tinsukia birth place

  • @ArifKhan-ve9vm
    @ArifKhan-ve9vm 8 วันที่ผ่านมา

    দাদা আমার আয় উন্নতি ও ব‍্যবসা বানিজ‍্য কিছু হচ্ছে না। রাশি মেষ।শনির সমস্যা আছে।নীলা পরিধান করতাম।শনির সমস্যা মনে হচ্ছে কেটে গেছে।কিন্তু আয় উন্নতি কিছু হচ্ছে না।এখন রত্ন ব‍্যবহার করতে পারি।😢😢😢😢😢😢

  • @arnabchakraborty9549
    @arnabchakraborty9549 9 หลายเดือนก่อน

    Apnar kache kinte hole ki korte hobe?

  • @abhisekhghosh3941
    @abhisekhghosh3941 9 หลายเดือนก่อน

    Madagaskar rubi koto rothi nita hoba?

  • @swatimandal960
    @swatimandal960 6 หลายเดือนก่อน

    আমার দুটি জিনিস দরকার। দাম্পত্য জীবনের সুখ আর সন্তান যেন আমার কথা শোনে।

  • @QuotidianEpisodes3
    @QuotidianEpisodes3 10 หลายเดือนก่อน +1

    Meyera Ruby kon hate porbe?

  • @uttamdebnath6233
    @uttamdebnath6233 2 หลายเดือนก่อน

    দাদা আপানে কী ২no রুবি বিক্ক্রি করেন

  • @sonughost8267
    @sonughost8267 9 หลายเดือนก่อน

    Ami 36hajarer rubi kore chhi dada

  • @abhisekhghosh3941
    @abhisekhghosh3941 10 หลายเดือนก่อน +3

    Star rubi kmn?

  • @sudipmandal752
    @sudipmandal752 8 หลายเดือนก่อน

    দাদা আমার রুবি লাগবে, আফ্রিকান মাইন দাম কি রকম। কত করে রতি।

  • @Remo00001
    @Remo00001 9 หลายเดือนก่อน

    আমাকে একজন astrologer কুরুবিন্দুমনি দিয়েছেন যেটা আমি ধারণ করেছি একদম চুনী এর মত দেখতে , এটা কি রুবি ?

  • @mitalishaw7048
    @mitalishaw7048 8 หลายเดือนก่อน

    Dada ar dam koto

  • @lalmonirhat9311
    @lalmonirhat9311 8 หลายเดือนก่อน

    কুরিয়ার করে বাংলাদেশ পাঠা যাবে

  • @ashishpramanik4668
    @ashishpramanik4668 10 หลายเดือนก่อน +2

    চুনির থেকে কি star ruby ভালো??

  • @bikashnandi8613
    @bikashnandi8613 9 หลายเดือนก่อน

    দাদা লটারি পেতে কি রুবি পাথর কাজে লাগে

  • @khokonmazumder7449
    @khokonmazumder7449 10 หลายเดือนก่อน +1

    দাদা এই রুবিটা কেরেক আছে মানে লমভা ভাবে চোট খেয়েছে

    • @bisankacms
      @bisankacms 10 หลายเดือนก่อน

      A

  • @samirahman5648
    @samirahman5648 9 หลายเดือนก่อน

    This guy talks too much about fake ruby.

  • @MdRayhan-fe5hd
    @MdRayhan-fe5hd 9 หลายเดือนก่อน

    দাদা আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো আমি আমার জন্ম-চক টা আপনার দ্বরা বিচার করিয়ে একটা প্রতিকা দ্বারন করতে ছাই বাংলাদেশ থেকে বলছি কলের মাধ্যমে এবং whatsapp এর মাধ্যমে কোনভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারছিনা

  • @user-rs9dz9gm4d
    @user-rs9dz9gm4d 8 หลายเดือนก่อน +1

    আপনার কন্টাক্ট নাম্বারটা পেতে পারি