হিন্দু ধর্মের লোক হয়েও কেন ইসলাম নিয়ে লিখেন? জবাব দিলেন পিনাকী ভট্টাচার্য

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • হিন্দু ধর্মের লোক হয়েও কেন ইসলাম নিয়ে লিখেন? জবাব দিলেন পিনাকী ভট্টাচার্য

ความคิดเห็น • 1.3K

  • @oliurrahman4674
    @oliurrahman4674 5 ปีที่แล้ว +1307

    ওনি একজন সত্যবাদী মানুষ, হিন্দু ধর্মের অনুসারী হলেও তার কথা এবং কাজের জন্য এদেশের মুসলমানরা তাকে সম্মান করবে চিরকাল, কিন্তু তিনিও আজকে সত্য কথা বলা ও লেখার জন্য জালিমদের জুলুমের শিকার হয়ে দেশের বাইরে থাকতে হচ্ছে, কোথায় আছেন দাদা আপনি জানিনা তবে যেখানেই থাকুন সৃষ্টিকর্তা যেন আপনাকে হেফাজতে রাখেন এটাই আমাদের দোয়া ও আপনার প্রতি ভালোবাসা।

    • @SAADSAAD-bi6og
      @SAADSAAD-bi6og 4 ปีที่แล้ว +6

      france

    • @DrMir-jk8cu
      @DrMir-jk8cu 4 ปีที่แล้ว +4

      Paris, France

    • @DrMir-jk8cu
      @DrMir-jk8cu 4 ปีที่แล้ว +13

      @চট্টলা এক্সপ্রেস -You're not polite at all, you're just abusing verbally a generous man like him. Your Language Please. Only because of the people like you in our MUSLIM community show up infidel, orthodox attitudes finally causing negative feedback upon us.

    • @SAADSAAD-bi6og
      @SAADSAAD-bi6og 4 ปีที่แล้ว +16

      @চট্টলা এক্সপ্রেস সে পরে ইরান তুর্কী তেও যাবে আর ধরম নিয়ে কোন বাড়াবাড়ি নয়,অমুসলিমরা বেশি পড়াশোনা করে আর মুসলিমরা এখন চেতনা ব্যবসায়ী ভন্ড

    • @SAADSAAD-bi6og
      @SAADSAAD-bi6og 4 ปีที่แล้ว +5

      @চট্টলা এক্সপ্রেস এখন ইউরোপএর মানুষ বেশি বুদ্ধিমান আর সুবিধা বেশি,জান বাচানো ফরজ তাই সে ফ্রান্সে গেসে

  • @AHMehediOfficial
    @AHMehediOfficial 3 ปีที่แล้ว +192

    একজন সত্যবাদী মানুষের কথা.. ও কথা বলার গঠন দেখলেই বুঝা যায় মানুষটা ভিতর থেকেই অনেক খাঁটি।
    স্যারের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল।

  • @musiccivic.manzur4427
    @musiccivic.manzur4427 4 ปีที่แล้ว +189

    পিনাকী ভট্টাচার্য কে যখন প্রথম ইউটিউবের মাধ্যমে জানতে পারি তার ভালো লাগার ভালো বাসার রাজনীতির ব্যক্তিটিকে তখন থেকে তার ভক্ত হোয়ে যাই।আপনার মত ব্যক্তিত্ব আমরা /আমার দল আশা করতে পারে।ধন্যবাদ। ভালো থাকুন। অনেক ভালো।

    • @thehardisgold7267
      @thehardisgold7267 4 ปีที่แล้ว +6

      @চট্টলা এক্সপ্রেস troll, go home and sleep. Idiot

    • @arnabsardar1003
      @arnabsardar1003 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/cBNfnC9e5F4/w-d-xo.htmlsi=Yw3UNPBnnoNncFy4

  • @viralnewsbd9752
    @viralnewsbd9752 3 ปีที่แล้ว +20

    উনার প্রশংসা যতই করা হবে কম হবে।।প্রিয় একটা মানুষ।উনার মত সত্যবাদী মানুষ আমাদের খুবই দরকার।♥️♥️♥️

  • @shirinmamataz7598
    @shirinmamataz7598 4 ปีที่แล้ว +284

    উনি একজন বিবেকবান, সত্যবাদী ও নির্ভিক!!

  • @bdviewers4159
    @bdviewers4159 4 ปีที่แล้ว +96

    মানুষের জন্য ধর্ম। আগে মানুষ হতে হবে। অসাধারণ বলেছে

  • @xXColdHandsXx
    @xXColdHandsXx 4 ปีที่แล้ว +1109

    পিনাকী ভট্টাচার্যকে কোন ধর্মের বা দলের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। উনি পুরো দেশের। যেখানেই থাকেন ভালা থাকবেন দাদা৷

    • @akjilani1798
      @akjilani1798 3 ปีที่แล้ว +10

      right

    • @dreammedical2577
      @dreammedical2577 3 ปีที่แล้ว +4

      রাইট

    • @golammortuza7793
      @golammortuza7793 3 ปีที่แล้ว +2

      কর্ম দুনিয়ার জন্য ধর্ম আখেরাতের জন্য। মৃত্যু মানুষ কে যখন কবর দেওয়া হয় পেরেস্তা এসে জিগ্গেস করে আপনি কোন ধর্ম পালন করতেন আপনার রব কে মহামাম্মাদুর রাসুলুল্লার ফটো দেখাইয়া পশ্ন করবে একে ছিনেন? উত্তর অনুযায়ী পরবর্তী পদক্ষেপ। এই খানে ধর্মই সবছেয়ে প্রয়োজন। ধর্ম পালন না করলে এই প্রশ্ন গুলার উত্তর দেওয়া সম্ভব নয়। যদি ধর্ম না থাকে পৃথিবীতে যত ভালো কাজ করেন কেয়ামতের মাঠে অসহায়

    • @xXColdHandsXx
      @xXColdHandsXx 3 ปีที่แล้ว +3

      @@golammortuza7793 ধর্মীয় হিসাব নিকাশ যার যারটা তার তার কাছে. আমার কবরে অন্য কেউ যাবে না. ধন্যবাদ

    • @golammortuza7793
      @golammortuza7793 3 ปีที่แล้ว

      @Abdal Muntaqeem আমার কোন লেখাতে ভুল ছিলো লেখাটা দেখলে বুঝতে পারতাম। না দেখে মন্তব্য করবোনা

  • @AbdulMomin-hh1hf
    @AbdulMomin-hh1hf 3 ปีที่แล้ว +98

    উনি একজন সত্যিকারের ন্যায়পরায়ণ মানুষ, মানবতাবাদী যাকে শুধুমাত্র ধর্মের বিচারে বিচার করা ঠিক না। আল্লাহ চাইলে তিনি তাঁকে দ্বীনের পথে কবুল করেও নিতে পারেন। দাদা যেখানেই থাকুন সুস্থ এবং ভাল থাকুন

    • @narayankar2284
      @narayankar2284 6 หลายเดือนก่อน

      যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণকরে তারা দুর্ভাগা। প্রায় সব ইসলাম প্রধাণ দেশগুলোতেই মুসলিম শাসকদের বিরুদ্ধে মুসলিমরা বিরোধীতা করে, নির্মমভাবে হত্যা করে। বাংলাদেশে মুজিব, জিয়া। পাকিস্থানে ইয়াহিয়া, ভুট্টো, বেনজির। শরীফকেও তাড়িয়েছিল, ইমারান জেলে। আফগানের শাসক পালিয়ে বেঁচেছে। ইরাকে সাদ্দামকে মরতে হলো দেশের লোকেরাই তার শত্রু।
      তাহলে মুসলিম শাসক অসরাধী, তাদের জনগণ তার অত্যাচারের ভাগীদার। ইসলাম শাসকেরা অত্যাচারী, তাই কি? ইসলাম তাদেরকি শিক্ষা দিল, প্রশ্ন এটাই।
      খৃষ্টান দেশে, বৌদ্ধদেশে, হিন্দুদেশে এই সমস্যা বিশেষ নেই। ভোটে শাসকে পরাজিত করে শাসক বদল করে। তাড়াতে হয় না, খুন করতে হয় না, জনগণকেও অত্যাচার বিশেষ সহ্য করতে হয় না।

    • @arnabsardar1003
      @arnabsardar1003 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/cBNfnC9e5F4/w-d-xo.htmlsi=Yw3UNPBnnoNncFy4

  • @mdjalaluddin5451
    @mdjalaluddin5451 4 ปีที่แล้ว +373

    উনি একজন সত্যবাদী । কালোকে কালো বলে, সাদাকে সাদা বলে। কোন ধর্মের তা বড় কথা নয় । সংসদে বেশির ভাগ মুসলমান থাকার পরও । সংসদে নামধারী মুসলিম বেশি মিথ্যাবাদী

    • @login3457
      @login3457 3 ปีที่แล้ว +1

      ইসলামের দৃষ্টিতে উনিকি বেহেশতে যেতে পারবেন?

    • @login3457
      @login3457 3 ปีที่แล้ว +1

      @@Evan-vn7yt তাহলে উনার ভালো কাজের প্রতিদান কি? ইসলামের তরফ থেকে

    • @md.tanvirrahman3490
      @md.tanvirrahman3490 3 ปีที่แล้ว

      @@login3457 never যদি উনি ইসলাম না গ্রহণ করেন

    • @md.tanvirrahman3490
      @md.tanvirrahman3490 3 ปีที่แล้ว +3

      @@login3457 আপনি S.S.C exam এ সকল বিষয়ে খুব ভাল mark পেলেন কিন্তুু অংকে fail করলেন তাহলে কি পরীক্ষায় pass করতে পারবেন?

    • @AhmedKhan-dc4os
      @AhmedKhan-dc4os 3 ปีที่แล้ว +5

      @@login3457 আল্লাহ তাকে দুনিয়াতেই তার কাজের প্রতিদান বা পুরস্কার দিবেন।

  • @explorer5365
    @explorer5365 4 ปีที่แล้ว +243

    এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষগুলো আমাদের দেশে তেমন নেই। পিনাকী ভট্টাচার্য সত্যিই আমাদের গর্ব।

    • @altrnatvthinker
      @altrnatvthinker 3 ปีที่แล้ว +2

      উনি শুধু বাক্তিত্ত শম্পন্ন ই নয় উনি মেধাবী ও ।

    • @altrnatvthinker
      @altrnatvthinker 3 ปีที่แล้ว

      @Hypo Critical Estimator তুমি খুব বেশী বুঝ ।আমাদের কে চেন তুমি আমরা কোথায় কি করেছি??? বা করি?? আরও লেখা পড়া করো ,শতি কথা তুমাদের সহ্য হয় না এই তো?

    • @altrnatvthinker
      @altrnatvthinker 3 ปีที่แล้ว

      @Hypo Critical Estimator shara দুনিয়া ঘুরে শুধু মূর্খ বাংলাদেশেই দেখেছি আপনাদের মত।আপ্নারা পজিটিভ চিন্তা করতে শিখেন নি ,আপনাদের মাথা এমন ভাবে নষ্ট হয়ে গেছে টা বলা বাহুল্য ,।এন্য্বে ইউ য়ার ফ্রি

    • @mdkashemkashem4901
      @mdkashemkashem4901 3 ปีที่แล้ว

      @Hypo Critical Estimator তোর মত বলদ আর কত টি আছে এই পৃথিবীতে

  • @md.mizanurrahaman4363
    @md.mizanurrahaman4363 4 ปีที่แล้ว +627

    আল্লাহ যেন এই ভদ্রলোকের ইনসাফের প্রতি ভালোবাসার প্রতিদানে তাকে ঈমানের নূর দিয়ে ধন্য করেন, এটাই প্রার্থনা।

    • @shafiuljewel6730
      @shafiuljewel6730 4 ปีที่แล้ว +1

      Salut tiger

    • @md.mizanurrahaman4363
      @md.mizanurrahaman4363 4 ปีที่แล้ว +26

      @চট্টলা এক্সপ্রেস মুসলমান মুনাফিকদের থেকে কাফেররা কম বিপদজনক।
      কাফেররা ইসলামের যতটা না ক্ষতি করেছে তার থেকে শত গুন ক্ষতি করেছে মুসলমানের লেবাসধারী শূয়োরের বাচ্চা মুনাফিকরা।

    • @চতুর্ভুজচতুর্ভুজ
      @চতুর্ভুজচতুর্ভুজ 4 ปีที่แล้ว

      @Muhammad ajijul Rahman প্রবাসী জীবন
      th-cam.com/video/RFjPwmxuAmk/w-d-xo.html

    • @mr.banglatv5626
      @mr.banglatv5626 4 ปีที่แล้ว

      আছ্ছালামু আলাইকুম আমার চ্যানেলে সাবিস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি th-cam.com/channels/Jt9TVXLDpf8OGEK8YDdlrA.html

    • @TheInfomoinul
      @TheInfomoinul 4 ปีที่แล้ว +4

      @চট্টলা এক্সপ্রেস apnar somosha ki ?

  • @roychowdhury4348
    @roychowdhury4348 4 ปีที่แล้ว +39

    Sri Dr. Pinaki Bhattacharya is a true human being who hurts when any human-being is hurt anywhere in the world and has the courage to speak truth to the power. May God always protect him and keep him safe.

  • @villagegameteam
    @villagegameteam 3 ปีที่แล้ว +117

    পিনাকী ভট্টাচার্যকে কোন ধর্মের বা দলের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। উনি পুরো দেশের। যেখানেই থাকেন ভালা থাকবেন ,উনি একজন সত্যবাদী

    • @arnabsardar1003
      @arnabsardar1003 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/cBNfnC9e5F4/w-d-xo.htmlsi=Yw3UNPBnnoNncFy4

  • @salimahmed8220
    @salimahmed8220 4 ปีที่แล้ว +150

    পিনাকী স্যার আমার শ্রদ্ধেয়। কারণ সে আমার স্যার ছিল একসময়। অনেক ভালো মানুষ সে।

    • @mohsinsujon100
      @mohsinsujon100 3 ปีที่แล้ว +2

      কোথায় পড়েছেন স্যার?

    • @salimullah2309
      @salimullah2309 2 ปีที่แล้ว +1

      Silen/Tini

    • @MxRakibyt9
      @MxRakibyt9 6 หลายเดือนก่อน

      আপনি ভাগ্যবান তাইলে

    • @biglelifestyletoffy7512
      @biglelifestyletoffy7512 6 หลายเดือนก่อน

      😂

    • @navifoursnavifours6490
      @navifoursnavifours6490 5 หลายเดือนก่อน

      ভাই কি বলেন স‍্যার ছিলেন 😁😁😏😏 পিনাকী স‍্যার একজন মুক্তিযোদ্ধা গবেষক বোকা বেটা

  • @anwarsadatmdarifulislam5069
    @anwarsadatmdarifulislam5069 2 ปีที่แล้ว +10

    গূটি কয়েক লেখক / সাংবাদিকদের মধ্যে আপনি আলাদা। তথ্য, যুক্তি, দালিলিক প্রমাণ সহ কথা বলেন যা, এক কথায় অসাধারণ। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।।

  • @drxet1359
    @drxet1359 4 ปีที่แล้ว +112

    আল্লাহ এই মানুষ টা আপনার দিনের হেদায়েত দান করুন। আমিন

  • @shahanarachowdhury1807
    @shahanarachowdhury1807 3 หลายเดือนก่อน +4

    এমন ন্যায়বোধ যার হৃদয়ে তিনি যে ধর্মের লোকই হন রাষ্ট্র পরিচালনায় তিনি নিরপেক্ষ ভূমিকা রাখবেন। প্রকৃত জ্ঞানী। সাম্প্রদায়িকতা তাকে স্পর্শ করতে পারেনি। খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। আমরা উনার মঙ্গল কামনা করি।

  • @sirajulhaque3423
    @sirajulhaque3423 2 ปีที่แล้ว +6

    Salute আপনার সুন্দর মন্তব্যের জন্য। আল্লাহ্ পাক তার পবিত্র কোরআনে জ্ঞান অর্জনের গুরুত্বারোপ করেছেন এই জন্যই যে একমাএ প্রকৃত জ্ঞানী ব‍্যক্তিই তাকে চিনতে পারে।

  • @shireenakhter7997
    @shireenakhter7997 2 ปีที่แล้ว +8

    একজন উচ্চ মর্যাদা সম্পন্ন উন্নত মানের অধিকারী মানুষের মতই কথা বলেন এরকম মানুষের সংখ্যা নেহায়েত ই অনেক কম !! দাদা কে ভালবাসি দাদার উচ্চ শিক্ষার মাপকাঠিতে !!

    • @arnabsardar1003
      @arnabsardar1003 3 หลายเดือนก่อน

      th-cam.com/video/cBNfnC9e5F4/w-d-xo.htmlsi=Yw3UNPBnnoNncFy4

  • @dinoBandhu-k4d
    @dinoBandhu-k4d 3 หลายเดือนก่อน +8

    উনি একজন সত্যবাদী,স্পষ্টবাদী,প্রতিবাদী বুদ্ধিমান জ্ঞানী,স্মৃতিশক্তিসম্পন্ন, সৎ, প্রখর প্রতিভান একজন সম্মানীয় ব্যাক্তি।

  • @aleyarahman8204
    @aleyarahman8204 4 ปีที่แล้ว +15

    উনি ওনার বিশ্বাস থেকে এবং জন্মগত ভাবে হিন্দু পরিবারে জন্ম গ্রহন করেছেন তাই উনার ধর্ম হিন্দুু তাই বলে উনার প্রতি আমাদের কোন শ্রদ্বার কমতি নেই। মানুষ হিসাবে উনার মানবতার যে দৃষ্টান্ত তা অনু করনীয়। তার প্রতি অফুরন্ত ভাল বাসা আর শুভ কামনা রইল।

    • @rakeshmondal3299
      @rakeshmondal3299 4 ปีที่แล้ว +1

      ধর্ম সনাতন হিন্দু জাতী

  • @fahadnurislam9333
    @fahadnurislam9333 3 ปีที่แล้ว +8

    গুণি মানুষ সব বোঝে তাই গুণি মানুষ সঠিক তদন্ত করার পাওয়ার রাখে। যে ধর্মের হোক না কেনো সৎ মানুষের সন্মান সারাজীবন। love u sir ❤️❤️😘😘❤️❤️

  • @shikanderali3393
    @shikanderali3393 4 ปีที่แล้ว +45

    সত্যবাদী মানুষেরা সবসময়ই মানবতার কথা বলে থাকে। মানবতার শ্রদ্ধা চিরন্তন।
    আমি একজন মুসলিম হিসাবে আল্লাহর কাছে পিনকি ভাইয়ের হেদায়েত কামনা করছি।

    • @harunal-rashid7278
      @harunal-rashid7278 3 ปีที่แล้ว +2

      মানবতার কথা বলেন তো ২১শে আগষ্ট ২০০৪ সালে আওয়ামী লীগের জনসভায় বিম্পি জামাতের গ্রেনেড হামলায় ২৪ জনকে হত‍্যা এবং শত শত আহত নিয়ে বলতে বলুন। তারপরই বুঝা যাবে তোমাদের মত পিনাকির অন্ধ ভক্তরা পিনাকির বিরুদ্ধে কত % উলটা কমেন্ট করে। শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে বলেই ছাগু সমাজ হন‍্যে হয়ে মারহাবা মারহাবা বলে ইউটিউবে ঢুইকা লাইন ধরে দাঁড়াইয়া লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকে।

    • @shikanderali3393
      @shikanderali3393 3 ปีที่แล้ว

      @@harunal-rashid7278
      কোন হত্যাযজ্ঞ'ই বিবেকবান কোন নাগরিকের কাম্যনয়।২১ গ্রেনেড হামলার রিপোর্টে যা বলা হয়েছে, 'হরকাতুল জিহাদ' নামে এক উগ্র সংগঠন এই হামলার জন্য দায়ী। একই সঙ্গে তারা দেশি-বিদেশি যোগাযোগ এবং সরকারের উদাসীনতা ও ক্ষেত্রবিশেষে সহযোগিতা বা পৃষ্ঠপোষকতায় একটি উগ্রপন্থী গোপন সংগঠন কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, সেটারও একটা বড় উদাহরণ হরকাতুল জিহাদ আল-ইসলামী (হুজি-বি) পরবর্তীতে আরো কিছু কার্জক্রম। ভাই, অনেক কথা,- কি জবাব দিব! আমদের এই সোনার বাংলাকে স্বরযন্ত্রের ইতিহাস বড় করুন। জেএমবি’র কথা মনে আছে! কারা অর্থায়ন করল? কি করে সম্ভব হল ৬৪ জেলায় একসাথে বোমা হামলা। পেছনে কারা? কি-বা তাদের উদ্যেশ্য? এর নেপথ্যে কে-বা কারা তার স্বরূপ উন্মোচনে দায়িত্বটা সরকারের!
      হারুন ভাই, পরিশেষে আপনার কাছে অনুরোধ, "ফলস ফ্ল্যাগ অপারেশন" সম্পর্কে কিছু ধারণা নিতে চেষ্টা করুণ। লাভবান হবেন।

    • @harunal-rashid7278
      @harunal-rashid7278 3 ปีที่แล้ว

      @@shikanderali3393 উগ্রপন্থী জঙ্গি জানোয়ার হুজি হরকাতুল জেহাদ বিম্পি জামাত রাজাকার এরা সবাই একই সন্ত্রাসী দল। এদেরকে বাংলাদেশের জনগণ ঘৃনা ভরে প্রত‍্যাক্ষান করেছে।

  • @KabirAhmed-p8m
    @KabirAhmed-p8m 2 หลายเดือนก่อน +1

    দাদা আদাব,দাদা আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি। আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগে।দাদা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো উপস্থাপন করে থাকেন।এই মুহুর্তে দেশের জন্য এমন কিছু কথা বলেন যেন সুশীল নাগরিক সতর্ক এবং উপকৃত হতে পারে।

  • @mumtazahmed2682
    @mumtazahmed2682 4 ปีที่แล้ว +9

    Dr. Bhatracharjee, you are an exceptional human being. You are an intellectual with conscience and u are carrying the burden of truth on tour shoulder for the oppressed and marginalised inthe ocean of ignorants n torturers. You carry on your mission the world at large will eventually follow u, please enlarge your movement and thinkings to universal appeal. You are a torch bearer of justice truth n intelligence

  • @MrEuroVlog
    @MrEuroVlog 6 หลายเดือนก่อน +22

    পিনাকী দাদা একজন মানুষ। উনি সৎ মানুষ,একজন সুরুচিসম্পন্ন একজন মানুষ।
    দাদা একজন বাস্তব জ্ঞান সম্পূর্ণ একজন মানুষ।
    উনি একজন সাহসী মানুষ।

    • @RKBarai-co9yi
      @RKBarai-co9yi 6 หลายเดือนก่อน

      তুমি এর ব্যপারে কচু জানো।এই পেনিস একটা ওষুধ বানিয়ে ছিলো তা খেয়ে মানুষ মারা গেছে,ঐ ওষুধ ল্যবে পরিক্ষা করে দেখল তার ভিতরে শুধু আটা দেওয়া।তার পরে ঐ কম্পানি খোঁজা শুরু করে জানতে পারে এটা মালিক পেনিস ভট্টাচার্য,তাই পালিয়ে গেছে বিদেশ পেনিস।

  • @JahangirAlom-yl6ic
    @JahangirAlom-yl6ic 4 ปีที่แล้ว +20

    আমি সাপ্রতি ফেসবুকে ওটার একটা ভিডিও দেখেছি, দেখেছিলাম যে একটা ইসলামি বই। ধন্যবাদ স্যার।

  • @NoorJannat-m2u
    @NoorJannat-m2u 6 หลายเดือนก่อน +6

    অন্যায়ের বিরুদ্ধে সত্য বলার সাহস আমি উনার পর দ্বিতীয় কাউকে দেখিনি।❤❤
    আল্লাহ আপনাকে দীর্ঘজীবন দান করুন আমীন

  • @faridakhatun8917
    @faridakhatun8917 4 ปีที่แล้ว +7

    Pinakee Babu, many many thanks for your valuable discussion.

  • @samsulalamsamsulalam7506
    @samsulalamsamsulalam7506 2 วันที่ผ่านมา +1

    আপনি মুসলিম হয়ে জান আপনার কাছে আর কিছু চাইনা মন খুলে দোয়া করবো❤️❤️🤲🤲

  • @galleryart3893
    @galleryart3893 3 ปีที่แล้ว +16

    পিনাকী দাদা একজন মানুষ। উনি সৎ মানুষ,একজন সুরুচিসম্পন্ন একজন মানুষ।
    দাদা একজন বাস্তব জ্ঞান সম্পূর্ণ একজন মানুষ।
    উনি একজন সাহসী মানুষ।
    একজন মানুষ মানুষ হতে হলে হিন্দু হতে হয় না,খ্রিষ্টান হতে হয় না,বৌদ্ধ হতে হয় না, মুসলিম হতে হয় না।
    Love you dada from my heart.
    যতদিন আপনার হায়াত আছে আল্লাহ যেন আপনাকে ততদিন সুস্থ ও সবলভাবে বাঁচিয়ে রাখে।
    আমিন........

  • @shasomratsardar9146
    @shasomratsardar9146 4 ปีที่แล้ว +9

    সবচেয়ে বড় কথা ওনি সাহসী এবং সত্যবাদী
    একজন মুসলিম হিসাবে আমার চাওয়া আল্লাহ ওনাকে সত্যধর্মে শামিল করে মৃত্যু বরন করার তৌফিক দান করুক,
    আমরা ওনাদের মত সত্যবাদী ন্যায় মানুষকে পরকালেও আমাদের পাশে চাই

  • @sohidullah9392
    @sohidullah9392 4 ปีที่แล้ว +22

    পৃথিবীতে দুটি পক্ষ। একটা সত্য ও ন‍্যয়। আর একটা মিথ্যা ও অন‍্যয়।

  • @sumonghosh804
    @sumonghosh804 3 ปีที่แล้ว +5

    উনি ধর্ম সমর্থন করে হিন্দু কিন্তু ধর্মের মধ্যে হিংসা বিদ্বেষ নিয়ে কথা বলেন উনি নাহলে নিজের নামই বদলে দিতেন

  • @m.rriday125
    @m.rriday125 3 ปีที่แล้ว +1

    আমি অনেক দিন যাবৎ আপনার অনুষ্ঠানগুলো দেখি, সত্যি অনুষ্ঠানে হৃদয়ের নির্যাস আছে।
    আপনার জন্য হৃদয়ের গভীর থেকে দোয়া এবং ভালোবাসা রইলো প্রিয় ভাই

  • @arafatahmed9468
    @arafatahmed9468 4 ปีที่แล้ว +8

    সত্যবাদি একজন মানুষ। ধন্যবাদ পিনাকি দাদা।

  • @SokalTricks355
    @SokalTricks355 4 หลายเดือนก่อน +1

    উনি আসলে সত্য আর ন্যায়ের পক্ষে 🥰 উনি যতটা পারেন অত্যাচারীত নিপীড়িত মানুষের পক্ষে উনি ধর্ম দেখে ভারতের মতো অন্যায়কে সমর্থন করে নাহ ❤ উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন ❤

  • @Tanzil.Sultan
    @Tanzil.Sultan 3 ปีที่แล้ว +3

    আমি ওনার সম্পর্কে জানতে অনেকটাই আগ্রহী ছিলাম আজকে উত্তরটা পেয়ে অনেক ভালো লাগছে ❤️

  • @MAnsaruddinMAnsarUddin
    @MAnsaruddinMAnsarUddin 5 หลายเดือนก่อน +2

    উনি সবার আগে দেখেন, আমি একজন বাংলাদেশি, দাদা সবার হয়ে সব সময় কথা বলেন, এক কথায় মানুষ মানুষের জন্য ❤️❤️❤️

  • @azrk7115
    @azrk7115 3 ปีที่แล้ว +14

    উনি একজন সত্যবাদী। আয়নার মত দেশের সংস্কৃতি ইতিহাস, রাজনীতি, ধর্মীয় বৈষম্য নিয়ে কথা বলেন।

  • @moziburrahman4219
    @moziburrahman4219 3 ปีที่แล้ว +1

    উনি কোন পক্ষের বা গোত্রের সমর্থক নয়। সত্যি কথা হল উনি ন্যায়ের পক্ষে হকের পক্ষে থাকা ন্যায়পরায়ণ একজন সচেতন বাংলাদেশী নাগরিক।

  • @greencomputersfm2785
    @greencomputersfm2785 4 หลายเดือนก่อน +3

    ওর হৃদয় পুড়ছে, খুব। মানুষদের ভালোবাসার হৃদয়।

  • @3xtn185
    @3xtn185 3 ปีที่แล้ว +1

    পিনাকী স্যার একজন অমাইক মানুষ।খুবই সত্যবাদী লোক স্যালুট জনাই স্যার আপনাকে

  • @alkarimtv.8047
    @alkarimtv.8047 5 หลายเดือนก่อน +4

    স্যার মৃত্যুর আগে হলেও ইসলাম কবুল করবেন বলে আসা করি। ইনশাআল্লাহ

  • @mamunhaider1505
    @mamunhaider1505 13 วันที่ผ่านมา

    ইয়া আল্লাহ আপনি হেফাজত করেন ইসলামের ছায়াতলে কবুল করুন আমীন ❤❤ পিনাকী স্যারের আল্লাহ কবুল করুন আমীন ❤❤❤

  • @আচুদামালাওন
    @আচুদামালাওন 3 ปีที่แล้ว +15

    সত্য ও ন্যায়ের পক্ষে থাকার জন্য স্যারকে সেলুট

  • @mahmoudalmamun498
    @mahmoudalmamun498 3 ปีที่แล้ว +17

    ওনি কোন ধর্মের সেটা গুরুপ্ত না দিয়ে দেশপ্রেম টা সব সময় গুরুপ্ত দেন ওনি বাংলাদেশের প্রতিটা নাগরিক থেকে স্যালট পাওয়ার যোগ্য একজন খাটি দেশপ্রেমিক

  • @naimulkabir6567
    @naimulkabir6567 3 ปีที่แล้ว +2

    মানবতার সেবায় নিয়োজিত ৷ একজন প্রকৃত ধার্মিক ৷

  • @punamgurung7322
    @punamgurung7322 4 ปีที่แล้ว +69

    I learned few new things from this man, may Allah guide him straight path.

    • @anarulislam1502
      @anarulislam1502 3 ปีที่แล้ว +1

      do' t mind pls. do u know what is the straight path. can u explain pls. tnk u so much.

  • @mohammadosama536
    @mohammadosama536 2 ปีที่แล้ว +1

    দাদা তোমাকে স্যালুট অলওয়েস তুমি আসলেই একজন অনেক ভালো মনের মানুষ

  • @robi8568
    @robi8568 3 ปีที่แล้ว +5

    আমি এক জন ভারতীয় ৷ এনার মত মানুষের খুবই প্রয়োজন ❣️❣️❤❤❤❤

  • @mdtariqulazmol4345
    @mdtariqulazmol4345 3 ปีที่แล้ว +13

    দাদা সত্য কথা বলেন , এটা তার নিজের দায়িত্ব নিয়েই বলেন । উনি হিন্দু সম্প্রদায়ের লোক বলে কি উনার ইমানি দায়িত্ব নেই ? নিশ্চয়ই আছে বলে উনি লেখেন , বলেন এক কথায় পিনাকী ভট্টাচার্য সত্য পথে সরভ থাকেন । একেই বলে দেশ প্রেমিক ।

    • @dilipdhar7320
      @dilipdhar7320 4 หลายเดือนก่อน

      সরব > বানানে নজর দিন।

  • @আজাদীআন্দোলন
    @আজাদীআন্দোলন 4 ปีที่แล้ว +10

    এমন বা কয় জন হিন্দু হবেন।ধন্যবাদ স্যার কে।

  • @anwarmamun2020
    @anwarmamun2020 4 ปีที่แล้ว +21

    It is so difficult to speak for Muslims coming from Hinduism. People are so prejudiced... he is an exception!

  • @ttkall3812
    @ttkall3812 3 ปีที่แล้ว +3

    সত্যিই পিনাকী স্যার একজন ভালো মানুষ | উনার সত্য সুন্দর কথা শুনলে চোঁখে জল এসে যায় |

  • @TrysTyFashionHousE
    @TrysTyFashionHousE 27 วันที่ผ่านมา

    উনি মানব ধর্মের মানুষ। যেটা সৎ উনি তার পক্ষ নেন। ভালোবাসা রইলো ভাই🥰🥰

  • @mohammadhelal8017
    @mohammadhelal8017 3 ปีที่แล้ว +7

    দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত করে এবং ইসলাম বুঝতে গ্রহণ করতে তাওফিক দান করে আমিন

  • @MahadiHasan-u3g
    @MahadiHasan-u3g 23 วันที่ผ่านมา

    আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভাল যেন হয় আপনার আমি আমার পঋ থেকে আমি আপনাকে ইসলাম এর দাওয়াত দিলাম ইন্শা আল্লাহ আল্লাহ পাক কবুল করুন আমিন আল্লাহুমা আমিন ❤❤❤❤❤

  • @MohammadFoyshal-h5j
    @MohammadFoyshal-h5j ปีที่แล้ว +3

    ধর্ম ট্রেনে আনার এখানে দরকার নেই সে এক জন মানবতাবাদী মানবতার প্রতি তার একটা দরদ আছে সে একজন মানুষ এটাই তার পরিচয় পিনাকি দাদার তার প্রতি মানবতাবাধী মানুষের অবিরাম ভালোবাসা ❤❤❤❤❤

  • @RaselAhmed-cv5zj
    @RaselAhmed-cv5zj 2 หลายเดือนก่อน

    পিনাকি দাদা অনেক বই পড়েন সেটা যেই ধর্মগ্রন্থেরই হোক,অসম্ভব জ্ঞানী একজন মানুষ পিনাকি দাদা,শুভ কামনা সবসময় দাদা!

  • @monzurkhan4002
    @monzurkhan4002 4 ปีที่แล้ว +17

    আমার পছন্দের একজন মানুষ । দাদা ভাল থাকবেন , আল্লাহর কাছে দোয়া করি , যেন আপনাকে হেদায়েত দান করেন এবং একদিন যেন সত্য ও ন্যায়ের ইসলাম ধর্মে ফিরে আসেন ।

  • @khokankhan1422
    @khokankhan1422 4 ปีที่แล้ว +14

    Selud you for positive mindset, all the very best.

  • @jahangiralam4803
    @jahangiralam4803 4 ปีที่แล้ว +12

    ভালো মানুষ কে ভালো জানতে হবে এবং সত্যিকারের কারিগর তিনি। ওনাকে সৃষ্টিকর্তা ভালো রাখুক

  • @IrfanHossen-ys6ch
    @IrfanHossen-ys6ch หลายเดือนก่อน +1

    আল্লাহ তায়ালা যেন উনাকে ইমানের আলোয় আরো আলোকিত করেন। আমিন।

  • @AsiaAkhter-m5v
    @AsiaAkhter-m5v 3 หลายเดือนก่อน +4

    মানুষের জন্য ধর্ম। আগে মানুষ হতে হবে। অসাধারণ বলেছে

  • @suraiyahaque5316
    @suraiyahaque5316 5 หลายเดือนก่อน

    Dr. Pinaki , I think you are the right person to wright true history about Bangladesh . That will help next generation , Please

  • @md.abulkalamazad5865
    @md.abulkalamazad5865 6 หลายเดือนก่อน

    একজন সত্যবাদী মানুষের কথা ও কথা বলার গঠন দেখলেই বুঝা যায় মানুষটা ভিতর থেকেই অনেক খাঁটি এবং সত্যবাদী। দাদার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল।

  • @truelife6051
    @truelife6051 4 ปีที่แล้ว +6

    উনি একজন সত্যি কার মানুষ

  • @Shefaly043
    @Shefaly043 หลายเดือนก่อน +1

    ❤ বীরশ্রেষ্ঠ মানুষ কখনো কখনোই ধর্ম বর্ণ নিয়ে কথা বলে না, বিপ্লবী নেতা পিনাকী ভট্টাচার্য স্যার সে কাজ করে যাচ্ছেন, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য,নির্বিশেষে সে সকলের প্রিয় মানুষ বিপ্লবী নেতা পিনাকী ভট্টাচার্য স্যার ❤ ইনকিলাব জিন্দাবাদ 👊 বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩

  • @md.sultankabir1050
    @md.sultankabir1050 6 หลายเดือนก่อน +13

    আল্লাহতালা আপনাকে মুসলিম হওয়ার তৌফিক দান করুক, আমিন।

    • @NKRisingtoinfinity
      @NKRisingtoinfinity 6 หลายเดือนก่อน

      she j dhormer e thakuk se j manobotay arek dhormer jonno momota ashche eitai onk.. sotto sotto e

    • @monirislam8025
      @monirislam8025 6 หลายเดือนก่อน

      আমিন

    • @layekahmed6044
      @layekahmed6044 6 หลายเดือนก่อน

      আমীন

  • @a.r.ahnaf.2690
    @a.r.ahnaf.2690 2 ปีที่แล้ว +2

    সত্যিকারের একজন মুসলমান এর চিন্তা,আদশ' এমনই হয় বা হওয়া উচিৎ।তিনি সত্য কথাটাই বলেছেন।

  • @skmaruf3121
    @skmaruf3121 4 ปีที่แล้ว +17

    এই লোক টাকে আমি অনেক পছন্দ করি , আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক, আপনাকে কবুল করে নিক

  • @FaridiJouf
    @FaridiJouf 5 หลายเดือนก่อน +1

    হিন্দু ধর্মের হলে ও উনি হক কথা বলে অনেক ভালো
    মানুষ ।

  • @minulislam5687
    @minulislam5687 4 ปีที่แล้ว +8

    এই অতিথি মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ

  • @nsns7497
    @nsns7497 4 หลายเดือนก่อน +1

    উনি ইনসাফ করে ভিত্তিক কথা বলেন। এই দেশে উনার মতো মানুষের বড় প্রয়োজন।

  • @profkhan5294
    @profkhan5294 4 ปีที่แล้ว +23

    He is a son of humanity..!

  • @mdyousuyousuf4921
    @mdyousuyousuf4921 4 ปีที่แล้ว +14

    [৩০:২৯] আর রুম
    بَلِ اتَّبَعَ الَّذينَ ظَلَموا أَهواءَهُم بِغَيرِ عِلمٍ فَمَن يَهدي مَن أَضَلَّ اللَّهُ وَما لَهُم مِن ناصِرينَ
    বরং যালিমরা জ্ঞান ছাড়াই তাদের খেয়াল খুশীর অনুসরণ করে। সুতরাং যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে হিদায়াত করবেন না আর তাদের জন্য কোন সাহায্যকারী নেই। [৩০:৩১] আর রুম
    مُنيبينَ إِلَيهِ وَاتَّقوهُ وَأَقيمُوا الصَّلاةَ وَلا تَكونوا مِنَ المُشرِكينَ
    তাঁর অভিমুখী হয়ে তাঁকে ভয় কর, সালাত কায়েম কর, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।

  • @MostafakamalMostafiz-rw1sk
    @MostafakamalMostafiz-rw1sk หลายเดือนก่อน

    মহান আল্লাহ আপনি পিনাকী দাদাকে ইসলাম ধর্মের জন্য কবুল করুন, এতো ভালো একজন মানুষ ৩৪ বছর বয়সে খুব কম দেখছি

  • @shahidsomc
    @shahidsomc 4 ปีที่แล้ว +13

    দোয়া করি আল্লাহ তাহালা আপনাকে মৃত্যুর পূর্বে যেন অবশই ঈমান নসিব করুক।

  • @TheRocknrolla12
    @TheRocknrolla12 4 ปีที่แล้ว +1

    Pinaki Bhattacharya r Historical Knowledge Oshadharon, ami Pulokito hoye unar kotha shuni......He is an Intellectual and as a True Intellectual his only loyalty is to Truth. Ami Pinaki Da ke Salute janacchi, unar moto elemdar howar chesta amader shoabar Korte hobe. Ekhon Mumin er Daitto Knowledge gain kore Allah ke Chena

  • @Shayla_Sultana
    @Shayla_Sultana 6 หลายเดือนก่อน

    কত বড় রাষ্ট্রীয় সম্পদ। উনাদের মতো সর্বোচ্চ সম্মানীয় লোক এতো গুলো বছর দেশ ছাড়া। ইনারা যোগ্য স্থানে থাকলে দেশ নি:সন্দেহে দেশ অনেক উন্নত সভ্য হতে পারতো।
    হায় আফসোস কিসের ভিতর ছিলাম আমরা। আল্লাহ আপনি সবাইকে দীর্ঘজীবি করুন।
    Hatts Of SIR❤️

  • @जयभारतमाता-ह9ह
    @जयभारतमाता-ह9ह 4 ปีที่แล้ว +5

    Virtue will be established. That is the victory of Bharatbarsh.

  • @MDMister-s8i
    @MDMister-s8i 3 หลายเดือนก่อน +1

    Allah apnake islamer saya tole asarmoto tawfik dik amin.❤❤

  • @JamilHasanShawon
    @JamilHasanShawon 3 ปีที่แล้ว +5

    এই লোকটা অমানবিক ভদ্র। ভালোবাসা এবং শ্রদ্ধা রইল স্যার আপনার প্রতি।

    • @monirahaque3534
      @monirahaque3534 3 ปีที่แล้ว

      Amanobik vodro kake bole??🤔🤔

    • @JamilHasanShawon
      @JamilHasanShawon 3 ปีที่แล้ว

      @@monirahaque3534 দয়া করে আপনার নামটা পরিবর্তন করুন। আপনি যেই ধর্মেরই হোন না কেন! আপনি যে ধর্মকে অবজ্ঞা করতে পারেন না। নিশ্চয়ই আপনার সৃষ্টিকর্তা তা পছন্দ করেন না।
      আপনার প্রশ্নের উত্তর না হয় পরেই দিলাম।

  • @nasimabegum3448
    @nasimabegum3448 6 หลายเดือนก่อน +1

    আল্লাহ পাক আপনাকে বরকতময় নেক দীর্ঘ জীবন দান করুন আমীন।

  • @imransafwan5525
    @imransafwan5525 3 หลายเดือนก่อน +1

    আমার সাথে অনেক হিন্দুদের পরিচয় আছে, কিন্তু উনি ব্যতিক্রম উনার ভিতরে বাংলাদেশ প্রেম রয়েছে!

    • @bbd2265
      @bbd2265 3 หลายเดือนก่อน

      Unar modhhe muslimder paa catar gin royese😂

  • @shaon_mia
    @shaon_mia 6 หลายเดือนก่อน +4

    অসাধারন একজন মানুষ

  • @FatemaAkther-l3n
    @FatemaAkther-l3n 6 หลายเดือนก่อน +2

    আল্লাহ পিনাকী দাদাকে একজন খাঁটি মুসলমান হিসেবে কবুল করুন। আমিন।

  • @KalluVai-r9x
    @KalluVai-r9x 5 หลายเดือนก่อน +3

    আলহামদুলিল্লাহ উনার ইন্টারভিউ শুনে খুব ভালো লাগলো যাদের বিভিন্ন বিষয় জ্ঞান আছে তারা তাদের জ্ঞানে সবাইকে আলোকিত করা উচিত উনার মত

  • @AshrafRoman
    @AshrafRoman 6 หลายเดือนก่อน +2

    ধর্মের দোহাই দিয়ে ন্যায় বাদী মানুষকে আলাদা করবেন না। উনি মানবতার প্রতিক হয়ে থাকুক এটাই কামনা।

  • @MdRiazul-fj2ij
    @MdRiazul-fj2ij 6 หลายเดือนก่อน +1

    হে আল্লাহ পিনাকী ভট্টাচার্য কে ইসলামের পথে কবুল করুন আমিন।

  • @arzubair
    @arzubair 3 ปีที่แล้ว +7

    আমার কেন জানি মনে হয় (আমি জানিনা, ব্যাস ধারণা) যে তিনি ইসলাম কবুল করেছেন। কিন্তু শয়তানের বলয় ছেড়ে এখনো বেরুতে পারেন নাই। আমাদের দু'আ থাকবে তাঁর জন্য।

  • @সময়অসময়-দ৯ছ
    @সময়অসময়-দ৯ছ 2 หลายเดือนก่อน +1

    পিনাকি স্যাররা আছে বলেই আমরা অনেক কিছু জানতে,শিখতে পাই।

  • @mdjihad-vl2gv
    @mdjihad-vl2gv 3 ปีที่แล้ว +5

    সাধুবাদ জানাই আপনাকে স্যার ❤️

  • @lutforrahman4093
    @lutforrahman4093 2 ปีที่แล้ว +3

    আল্লাহ উনাকে তার পথে চলার তৌফিক দান করেন।আমিন।

  • @harunrashid5848
    @harunrashid5848 3 ปีที่แล้ว

    সবচেয়ে বড় কথা উনি একজন সত্য ও সুন্দরের অনুসারী। উনি সত্যিকারের একজন উত্তম বাংলাদেশী। We should love him.

  • @amdadulhoque59
    @amdadulhoque59 4 ปีที่แล้ว +4

    Salute.. Dr. Pinaku vott.. Almighty God bless and safe you my mentor..

    • @login3457
      @login3457 3 ปีที่แล้ว

      উনিত মুসলিম না তাহলে আল্লাহ কেন উনাকে আশীর্বাদ করবেন বরং উনাকে অভিশাও দিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। মুসলিম হয়ে কি সব উল্টো পাল্টা বকছেন?

    • @login3457
      @login3457 3 ปีที่แล้ว

      @Fazle Rabby ইসলামের দৃষ্টিতে ভবিষ্যৎ বানী করা হারাম।

  • @info.myofficial
    @info.myofficial 6 หลายเดือนก่อน +1

    উনি বাংলাদেশের একজন দেশপ্রেমিক হিন্দু।যাকে দেশের কোটি মুসলমান ভালবাসে

  • @moshiurrahman5680
    @moshiurrahman5680 3 ปีที่แล้ว +18

    মাশাআল্লাহ -দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেনো তাকে মুসলিম বানিয়ে দেন যেনো সে জান্নাত লাভ করেন আমিন

    • @munirah9020
      @munirah9020 3 ปีที่แล้ว +1

      He was Muslim by born. So why dont u get it.now its matter of being a true Muslim

    • @Rajanya98765
      @Rajanya98765 2 ปีที่แล้ว

      সে মুসলিম হয়ে গেছে। আল্লতালা তাঁকে হেপায্ত করে জন্নতের টিকিট নিশ্চিত করেছেন।

  • @tso-gozaria464
    @tso-gozaria464 11 หลายเดือนก่อน

    বাংলাদেশের মানুষের হৃদয়ের ধ্বনি পিনাকী ভট্টাচার্য ❤❤❤Love Dada