আমি একজন ভারতীয় বাঙালি, আজ রাজনৈতিক কারণে আমরা আলাদা, কিন্তু আমাদের সংস্কৃতিকে কেউই আলাদা করতে পারবে না। ইউটিউবে এই ভিডিওটা দেখে আমাদের যুবক বয়সের কথা মনে পড়ে গেল এবং মনে একটা শান্তির আনন্দ উপভোগ করলাম। এই ভিডিও উপস্থাপনের জন্য ধন্যবাদ এবং অংশগ্রহণকারী প্রত্যেককে আমার নমস্কার ।
একটা সময় ছিল যখন সাদা কালো সেই প্রথম টিভি আর এই অনুষ্ঠান দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেছে আজ। তবে অনুভূতি গুলো রয়ে গেছে টিভিতে না দেখা হলেও ইউটিউব এ কখন মিস করি না। 2002 থেকে দেখছি এই আপাকে খুব ভালো লাগে ❤️❤️❤️
এ ধরনের সৌহার্দ্য ও সম্প্রীতি শুধু গ্রাম বাংলায় দেখা যায়। অসাধারণ এ আয়োজন এর জন্য সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আনন্দে থাকুন নিরাপদে থাকুন এ দোয়া করি ।
বাংলার রুপ, প্রকৃতি ও পরিবেশের প্রতিচ্ছবি, সুস্ত বিনোদন, সাধারণ মানুষের জীবন রীতির অকৃত্রিম চিত্র, উপস্তাপিকার রুচিশীল পোশাক, ছন্দময় আবহ সঙ্গীত ও প্রাণবন্ত উপস্তাপনা, তাই প্যানোরমা ডকুমেন্টারী-সর্বদাই সেরা।
"এ বলে আমায় দ্যাখ্ !! ও বলে আমায় দ্যাখ্ !!" আপনার প্রতিটি অনুষ্ঠানেই একদিকে যেমন আপনার তথ্যে সমৃদ্ধ সুন্দর ও সাবলীল উপস্থাপনা, অন্যদিকে যাঁরা আড়ালে কাজ করছেন ... গ্রন্থনা, ক্যামেরায় দৃশ্য ধারণ ইত্যাদি এককথায় অসাধারণ!!! আসলে আপনার প্রতিটি অনুষ্ঠান শুধু দেখিই না, উপলব্ধি করি ... সবকিছুর সাথে একদম মিশে যাই ... সবজি আগে ধুয়ে পরে কাটতে হয়। কাটার পর ধুলে তো ভিটামিন বের হয়ে যায়!! ধন্যবাদ ।
সত্যি বলতে আবেগ ধরে রাখতে পারছি না, মন ভরে যাবার মতো দৃশ্য, এমন সুন্দর পরিবেশ এতো মায়া ভরা ভালবাসায় ঘেরা আমার সোনার গ্রাম বাংলা ছাড়া পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না
আধুনিক প্রযুক্তি কারনে আমাদের এই সহজ সরল জীবনটা আমরা কোথায় যেনো হারিয়ে ফেলেছি।বিলাসিতা আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্বকেই খেয়ে ফেলেছে। এই জীবনটা অনেক মিস করি।আমাদের বাংলা,আমাদের অহংকার। ডিজিটাল বাংলাদেশ বাংলা বানাতে গিয়ে আমাদের সোনার বাংলাটা হারিয়ে ফেলেছি। আমরা যে দিন কাটিয়েছি এখনকার জেনারেশন এর কাছে এগুলা রুপকথার গল্প ছাড়া কিছু নয় 😭
আহা!কি সুন্দর সহজ সরল আমাদের এই গ্রাম বাংলার দৃশ্য💝🥀।। দিনে দিনে আমরাই যেন আমাদের এই দৃশ্যগুলোকে হারিয়ে ফেলছি।💔 একদম শেষ দিকে একটি ছোট্ট বোন তার আরো ছোট ভাইকে খাইয়ে দিচ্ছিল এই দৃশ্যটা আসলেই দেখার মত 💝
সত্যি অপূর্ব সুন্দর লেগেছে। লেগেছে গ্রাম বাংলার মানুষের সহজ সরল খিচুড়ি রান্না আয়োজন। সত্যি খিচুড়ি রান্না দেখে বডড লোভ হচ্ছিল মনে মনে, আর কি করব, মনের আততা দিয়ে খানিকটা সাদ উপভোগ করে নিয়েছি।👌🙏🇮🇳
অসাধারণ আপা। সত্যি বলতে আবেগপ্রবণ হয়ে পড়লাম এটা দেখে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। ❤ তবে সত্যি বলতে বেগুনভাজার কাজ যিনি করছিলেন, আমি তার ওপর ক্রাশিত।🙈
আসলেই সত্যি অসাধারণ হয়েছে। শিতের সকালে গ্রামের খোয়াশা মাখা সকাল টি আসলেই খুব মিস করি। বিডি ওটি দেখে সেই আগের দিনের কথা গুলো মনে পরে গেল।আগে দেখতাম বিটিবিতে রোজ রোজ। খুব মিস করি। ধন্যবাদ আপু আপনাকে এইরকম একটি ভিডিও তুলে দরার জন্য।
কি যে মজা লাগলো।দেখতে দেখতে কখন যেন শেষ হয়ে গেল।ছোট বেলায় দেখা গ্রামের স্মৃতি গুলো যেন জীবন্ত হয়ে উঠেছিল চোখের সামনে। খুব পছন্দ করি আপু আপনার সব অনুষ্ঠান গুলো।
মাশাআল্লাহ দারুণ বিষয় নির্বাচন সাথে দক্ষ হাতের পাণ্ডুলিপি এবং পটিয়সী কুশীলব আর অসাধারণ নিপুন উপস্থাপন দারুন দারুণ এবং দারুণ এই চ্যানেলের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি,
Assalam Alaikum, I am from India and I like Bangladesh very much. If I ever get a chance, I will definitely go to the village of Bangladesh. I like the mosque of Bangladesh very much, what a beautiful mosque there is.
আপা আপনাকে হাজারো সালাম। আপনি একমাত্র বাঙালি নারী যিনি বাংলার রূপবৈচিত্র এতোসুন্দরভাবে ফুটে তোলেন। আল্লাহ আপনার নেক হায়াত বাড়ায় দিক
😊
আমি একজন ভারতীয় বাঙালি, আজ রাজনৈতিক কারণে আমরা আলাদা, কিন্তু আমাদের সংস্কৃতিকে কেউই আলাদা করতে পারবে না। ইউটিউবে এই ভিডিওটা দেখে আমাদের যুবক বয়সের কথা মনে পড়ে গেল এবং মনে একটা শান্তির আনন্দ উপভোগ করলাম। এই ভিডিও উপস্থাপনের জন্য ধন্যবাদ এবং অংশগ্রহণকারী প্রত্যেককে আমার নমস্কার ।
আমরা এক হতে চাই
❤❤❤
ঠিক
আপনি ভারতের কোন জায়গায় আছেন?
আমি বাংলাদেশ থেকে বলছি।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
অনেক অনেক দোয়া রইল আপনার জন্য।
এত সুন্দর উপস্থাপনা,আর গ্রাম বাংলার মানুষের আন্তরিকতা, ভ্রাতৃত্ব ,সব মিলিয়ে প্রোগ্রাম টা মন জুড়িয়ে দিল।
আমাদের মাতৃভূমি যে এত সুন্দর, ধন্য আমার জীবন, ধন্য আমার দেশ।
সুন্দর আয়োজন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ...............
একটা সময় ছিল যখন সাদা কালো সেই প্রথম টিভি আর এই অনুষ্ঠান দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেছে আজ। তবে অনুভূতি গুলো রয়ে গেছে টিভিতে না দেখা হলেও ইউটিউব এ কখন মিস করি না। 2002 থেকে দেখছি এই আপাকে খুব ভালো লাগে ❤️❤️❤️
💚😥💚
আমিও আপনার মতো ওনার প্রেমে পড়ে গেছি ছোটবেলা থেকে
আমমু তোমার কথাগুলি এতমিসটি ভুলতে পারিনা।
Tkhn AMR boyos chilo 1 bochor 🥰.. Amio Dekho 2005/2006 theke koto tuk mne ache 😌
চোখে পানি চোলে আসলো ভাই আপনার কথা গুলো শুনে সত্যই তখোন কার দিন গুলো ছিলো অসাধারণ
আর মানুষ গুলো ছিলো সহজ সরল
আপনার গ্রাম বাংলার অনুষ্ঠান দেখলে আমি কোথায় যেন হারিয়ে যাই। দেশকে অনেক ভালোবাসি
বিদেশে বসে এই ভিডিও দেখি আর ২ চোখের পানি অঝরে ঝড়ে, কখন যাবো আমার সোনার বাংলায়, মিছ ইউ মাতৃভূমি মা, 🌹🌹
Kon country te thaken apni☺️
ণ😊
আমাদের বাঙালি জাতির
হাজার বছরের ঐতিহ্য আরো
সমৃদ্ধি লাভ করবে এটাই কামনা,,,
কি যে ভাল লাগলো, মনে হচ্ছিল দৌড়ে গিয়ে আপনাদের কাজে হাত লাগাই ৷ সুন্দর গ্রাম্য পরিবেশে এত সুস্বাদু খিচুড়ি রান্না দেখে অভিভূত , কলকাতা ৷
আমাদের দেশটা কতই না সুন্দর!!
দেশে থাকতে সেটা বুঝতে পারতাম না।
মরুর বুকে থেকে তা বুঝতে পারছি।
খুব মিস করি মাতৃভূমিকে❤️❤️
আমি অনুভূতির গহীনে চলে গেছি।একই বলে নারীর টান।কি এক আদিম সুন্দর আমার দেশের গ্রাম।বিজয়ের ৫০ বছরে সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ অনুষ্ঠানটির সকল কলাকুশলীকে।
আপুর ভিডিও গুলো দেখলে ইমোশনাল হওয়া ছাড়া উপাই নেই,,,,ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ছোট ছোট মিস্টি মিস্টি কথাগুলো গ্রামীণ প্রকৃতির মাধুর্য মনে করায়ে দেয়❤️
এতো সুন্দর এতো মধুময় এতো মায়ামাখা এতো সাজানো এতো মাধুরী এতো প্রাণপ্রিয় এতো ভালোবাসা নিয়ে কথা বলো তুমি।শুধু মনটা দিয়ে শুনি আরদেখি যেন,প্রকৃতি আর তোমার কন্ঠে হারিয়ে যাই সেখানে।তোমার জন্য দোয়া রইলো।
ও আমার দেশের মাটি
সোনার চেয়েও খাঁটি🥰🥰
এ ধরনের সৌহার্দ্য ও সম্প্রীতি শুধু গ্রাম বাংলায় দেখা যায়। অসাধারণ এ আয়োজন এর জন্য সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আনন্দে থাকুন নিরাপদে থাকুন এ দোয়া করি ।
আসলেই অনেক অনেক ভালো লাগে.... এরকম বাংলার সবুজ-শ্যামল ঘেরা প্রকৃতি মিশ্রিত দৃশ্যপট যা দেখলে মনের কোনায় খুবই ভালো লাগা কাজ করে 😊😊
বাংলার রুপ, প্রকৃতি ও পরিবেশের প্রতিচ্ছবি, সুস্ত বিনোদন, সাধারণ মানুষের জীবন রীতির অকৃত্রিম চিত্র, উপস্তাপিকার রুচিশীল পোশাক, ছন্দময় আবহ সঙ্গীত ও প্রাণবন্ত উপস্তাপনা, তাই প্যানোরমা ডকুমেন্টারী-সর্বদাই সেরা।
মন টা ভালো হয়ে যাই এই রকম গ্রামীণ পরিবেশ দেখলে 😊😊😊😊😊
আপনার চ্যানেলের সুরেইতো আমি অন্য জগতে হারিয়ে যাই, ভিডিও আর কি দেখবো।আসলেই খুব সুন্দর আমাদের এই বাংলাদেশ,, মাশ-আল্লাহ❤️❤️❤️
"এ বলে আমায় দ্যাখ্ !!
ও বলে আমায় দ্যাখ্ !!"
আপনার প্রতিটি অনুষ্ঠানেই একদিকে যেমন আপনার তথ্যে সমৃদ্ধ সুন্দর ও সাবলীল উপস্থাপনা, অন্যদিকে যাঁরা আড়ালে কাজ করছেন ... গ্রন্থনা, ক্যামেরায় দৃশ্য ধারণ ইত্যাদি এককথায় অসাধারণ!!!
আসলে আপনার প্রতিটি অনুষ্ঠান শুধু দেখিই না, উপলব্ধি করি ... সবকিছুর সাথে একদম মিশে যাই ...
সবজি আগে ধুয়ে পরে কাটতে হয়। কাটার পর ধুলে তো ভিটামিন বের হয়ে যায়!!
ধন্যবাদ ।
আহ, আজ দশ বছর আর দেশে ফেরা হয়নি, খুব মিস করি, আমার বাংলাদেশকে। আমার চোখে পানি চলে এলো। আই লাভ বাংলাদেশ।
সত্যি বলতে আবেগ ধরে রাখতে পারছি না, মন ভরে যাবার মতো দৃশ্য, এমন সুন্দর পরিবেশ এতো মায়া ভরা ভালবাসায় ঘেরা আমার সোনার গ্রাম বাংলা ছাড়া পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না
আপা ভারত থেকে আপনার ভিডিও দেখি আর অনেক ভালো লাগে। সত্যি বলতে পিওর গ্রাম এর একটা বইচিত্র অসাধারন
আধুনিক প্রযুক্তি কারনে আমাদের এই সহজ সরল জীবনটা আমরা কোথায় যেনো হারিয়ে ফেলেছি।বিলাসিতা আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্বকেই খেয়ে ফেলেছে।
এই জীবনটা অনেক মিস করি।আমাদের বাংলা,আমাদের অহংকার। ডিজিটাল বাংলাদেশ বাংলা বানাতে গিয়ে আমাদের সোনার বাংলাটা হারিয়ে ফেলেছি।
আমরা যে দিন কাটিয়েছি এখনকার জেনারেশন এর কাছে এগুলা রুপকথার গল্প ছাড়া কিছু নয় 😭
"এ সম্প্রীতির দেখা শুধুমাত্র বাংলাদেশের গ্রামের মেলে"-সত্য কথা।
এই অনুষ্ঠান টা সম্পর্কে কি বলবো অসাধারণ অসাধারণ অসাধারণ "গ্রাম বাংলা কে অনেক ভালোবাসি "
কথা বলার মধ্যে যে কতো সৌন্দর্য্য থাকতে পারে তা আপনার কথা শুনলে বোঝা যায়। আমি ভারতের থেকে আপনাদের নিয়মিত দর্শক।
গ্রাম বাংলার প্রকৃতির পরিবেশ অার অাপনার উপস্থাপনায় অামি মুগ্ধ 💞💞💞💞💞
কি অপরূপ আমার বাংলাদেশ।😍😍😍আলহামদুলিল্লাহ।
গ্রাম মানেই আবেগ, স্নিগ্ধতা, প্রাকৃতিক মমতা.....
গ্রাম বাংলার এই সুন্দর জীবন যাপন উপস্থাপন করার জন্য ধন্যবাদ
আপনাকেও অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আশা করি এইভাবেই আমাদের পাশে এবং সাথে থাকবেন।
শীত তো আবার এসে গেলো,,,, শীত মানেই খিচুড়ি 🥰
সময়ের সাথে তাল মিলিয়ে গ্রামাঞ্চলও তার আপন রূপবৈচিত্র হারাতে বসেছে!
সত্যিই আবেগাপ্লুত হয়ে যাই এই প্রামাণ্যচিত্র গুলো দেখলে।
মূলত আপনার এই সব গ্রামীন ভিডিও দেখলে নিজের গ্রাম এর কথা মনে পড়ে। 👌
আহ্ কি সুন্দর পরিবেশ,শীতের সময় গ্রামের পরিবেশটা অন্য রকম 🥰🥰🥰🥰🥰
যতটা ভালো লাগে প্যানোরমা ডকুমেন্টারির অনুষ্ঠান গুলো,,,, তার থেকে বেশি ভালো লাগে আপুর উপস্থাপনা।।।।।
আমার প্রিয় অনুষ্ঠান। আপুকে ছোটবেলায় যেমন দেখেছি মনে হয় এখনো তেমনি। মাঝখানে আমার বয়স বেড়ে গেছে😌
কোনো কথা হবেনা । কলকাতায় বসেই জিভে জল আসছে ।
মাটির রাস্তা আর গ্রাম্য ঘর বাড়ি গুলো এক কথায় অসাধারণ সুন্দর যা বলে বুঝানো যায় না মনটা ভরে যায়💯💯💯💯💯💯💯💯💯
আপনার ভিডিও দেখলে ছোট বেলার সোনালী দিন গুলো মনে পড়ে যায়।এগিয়ে যাও আপু।।তোমার জন্য অনেক দোয়া রইলো।।❤️❤️
অনেক দিন পর আপনাকে দেখছি,কত যে ভালো লাগে আপনার এই কথা বলার ধরণ!!
আপার উপস্থাপনা এতো চমৎকার!!
আহ্........শীতকালীন এই আয়োজন, সত্যি ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ।
আমার প্রাণ জুড়িয়ে যায় গ্রাম বাংলার রূপ দেখে
ধন্যবাদ
আমি আমার সোনার বাংলাদেশ কে অনেক ভালোবাসি এবং খুব শ্রদ্ধা করি 💚😊 শীতের শাক সবজির মজাটাই আলাদা মাস আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর
খুব সুন্দর আয়োজন খিচুড়ি আর গ্রাম বাংলার চমৎকার সেতুবন্ধন। চমৎকার প্রানবন্ত উপস্থাপনা আপুর।
আহা!কি সুন্দর সহজ সরল আমাদের এই গ্রাম বাংলার দৃশ্য💝🥀।। দিনে দিনে আমরাই যেন আমাদের এই দৃশ্যগুলোকে হারিয়ে ফেলছি।💔
একদম শেষ দিকে একটি ছোট্ট বোন তার আরো ছোট ভাইকে খাইয়ে দিচ্ছিল এই দৃশ্যটা আসলেই দেখার মত 💝
বাহ্ যত দেখি ততই ভালো লাগে আপনাদের ভিডিও।
এত সুন্দর করে আমার মনে হয় না কেউ বাংলার রুপ সবার সামনে তুলে ধরতে পারছে।
গ্রাম হচ্ছে বাংলাদেশের প্রাণ। 🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️
অনেক সুন্দর সুসাদু,,সবজি,,খিচুড়ি অনেক সুন্দর আনন্দ হয়েছে ধন্যবাদ সবাইকে
Didi aami India theke bolchi apner sob episode gulo dekhi r amar bangladesher gram banglar roop khub bhalo lage r apner kothagulo khub bhalo lage sotti bangladesh khub sundor desh 🇮🇳❤🇧🇩
এই ভিডিও দেখে নিজের দেশ ও গ্রামের কথা মনে পড়ে গেল কতই না মিস করি নিজের গ্রাম ও নিজের দেশকে এই প্রবাসে বসে।
আমি গ্রামের পরিবেশের সাথে মিশে যাই আপনার ভিডিও মাধ্যমে, ধন্যবাদ ❤️
আপা সকলের সঙ্গে মিশতে পারে এজন্যই আপাকে ভালো লাগে। অসাধারণ ভালো মনের মানুষ।
ধন্যবাদ।
কত সুন্দর গ্রাম আমার জেলায় দেখে মন ভোরে গেলো
বিটিভি দেখার সেই পুরনো দিনগুলোর কথা মনে পরে গেল। আপুর ভয়েসটা সুন্দর।
যে সময় ছোট ছিলাম BTV তে দেখতাম এখোন আমি প্রবাসী
মাশা আল্লাহ্ দারুন হয়েছে আল্লাহুর নেয়ামত
Khub khub sundor oshadharon video Madam from kolkata
সত্যি অপূর্ব সুন্দর লেগেছে। লেগেছে গ্রাম বাংলার মানুষের সহজ সরল খিচুড়ি রান্না আয়োজন। সত্যি খিচুড়ি রান্না দেখে বডড লোভ হচ্ছিল মনে মনে, আর কি করব, মনের আততা দিয়ে খানিকটা সাদ উপভোগ করে নিয়েছি।👌🙏🇮🇳
ধন্যবাদ
অসাধারণ আপা।
সত্যি বলতে আবেগপ্রবণ হয়ে পড়লাম এটা দেখে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। ❤
তবে সত্যি বলতে বেগুনভাজার কাজ যিনি করছিলেন, আমি তার ওপর ক্রাশিত।🙈
অসাধারণ ।
খুব সুন্দর আয়োজন খিচুড়ি আর গ্রাম বাংলার চমৎকার সেতুবন্ধন।
ধন্যবাদ ❤👍
অসাধারন।তোমার এত সুন্দর ভিডিওটি দেখে অনেক স্মৃতি মনে পরে গেল।অনেক ধন্যবাদ তোমাকে শায়রী
আসলেই সত্যি অসাধারণ হয়েছে। শিতের সকালে গ্রামের খোয়াশা মাখা সকাল টি আসলেই খুব মিস করি। বিডি ওটি দেখে সেই আগের দিনের কথা গুলো মনে পরে গেল।আগে দেখতাম বিটিবিতে রোজ রোজ। খুব মিস করি। ধন্যবাদ আপু আপনাকে এইরকম একটি ভিডিও তুলে দরার জন্য।
গ্রামের সুখ শান্তি আনন্দ প্রাণ ভরে উপভোগ করি।
ইনশাআল্লাহ।
কি যে মজা লাগলো।দেখতে দেখতে কখন যেন শেষ হয়ে গেল।ছোট বেলায় দেখা গ্রামের স্মৃতি গুলো যেন জীবন্ত হয়ে উঠেছিল চোখের সামনে। খুব পছন্দ করি আপু আপনার সব অনুষ্ঠান গুলো।
This is the best Bangladeshi channel on youtube.Love this village videos.
আগে বিটিভিতে আপনাকে দেখতাম আপু তখন আমি অনেক ছোট.. সেই শীতল ভয়েজ আবার শুনতে পেরে মনে পড়ে গেলো ❤
অতীতের স্মৃতি গুলো মনে করিয়ে দিলেন। যখন গ্রামে ছিলাম এরকম অনেক সবজির চাষ করতাম
গ্রাম কি অদ্ভুত ময় এ ভালোবাসার কোন কমতি নয়!
খুভ মনে পড়ে সোনালী অতীতের গ্রামীণ দিনগুলো,, এখন শুধুই সৃতি,,,
ইশ যদি আবার ফিরে যেতাম সেই দিন গুলাতে 🤐🥺🥺 অনেক অনেক মিস করি অনেক দূরে বসে,
আবারও ফিরে যাব সেই গ্রামে ইনশাল্লাহ ❤️❤️❤️
ছোটবেলার কথা মনে পরলে. চোখে পানি চলে এলো..
সিরাজগঞ্জ এর কামরাংগা বেগুন খেতে অসাধারণ ।
অপরুপ সুন্দর আমার বাংলাদেশ। ধন্যবাদ এরুপ সুন্দর দৃশ্য দেখানোর জন্য।
অসাধারণ ! দেখে চোখ জুড়িয়ে গেল ।
কোলকাতা থেকে ছোট বেলার পিকনিকের কথা মনে পড়ল খুব সুন্দর ভাল লাগল nostalgic
যতটা না রান্না দেখতে ভালোবাসি তারচেয়ে ও বেশি শায়েরি আপুকে ভালোবাসি।
আপনার ভিডিওগুলো তে অথেনটিক গ্রাম বাংলার চিত্র গুলো অনুভব করি সেই সাথে ছোট বেলা মিস করি।
আপনার ভয়েস ও বর্ণনা শুনতেও ভালো লাগে ❤️
অসাধারণ কনসেপ্ট
খুব সুন্দর ভিডিও 📷 এত সুন্দর গ্রামের মনোরম দৃশ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ❤
ভালো লাগে আপনাদের কাজগুলো অসাধারণ এক কথায়।
বিটিভিতে আপনাকে দেখতাম ছোটবেলায়।আপনার ভয়েজ খুব সুন্দর। আর ভিডিওর দৃশ্যগুলো খুব সুন্দর।
Ki Opurbo Uposthapona.dekhe mon pran jurie gaelo.
ভারত থেকে
খুব ভালো লাগছে
আনন্দে বুকটা ভরে গেলো
ধন্যবাদ
Apni assadharon tropic tule dhoren. A lot of thanks to you.
ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো😪🥰
বাংলা ভাষা ভাষী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আপনার জন্য অসখ্য শুভকামনা রইল। বেঁচে থাকেন মানুষর হৃদয়ে হাজার বছর ধরে।
প্রতি টা ভিডিও দেখার চেষ্টা করি।মন চায় গ্রামে চলে যাই
অসাধারণ আপু 😍😍 যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে ই এই প্রামাণ্য চিত্র দেখি। আপনার উপস্থাপনা সত্যি ই অনেক সুন্দর।
বাংলাদেশের অহংকার শায়েরী আপু,
সত্যি অসাধারণ ছোট বেলার কথা মনে পড়ে গেলো,, গ্রাম মানে সুখ শান্তি গ্রাম অনেক ভালোলাগে তবুও যাওয়া হয়া ব্যাস্তার মাঝে মন ছুয়ে গেলো।
মাশাআল্লাহ
দারুণ বিষয় নির্বাচন
সাথে
দক্ষ হাতের পাণ্ডুলিপি
এবং
পটিয়সী কুশীলব
আর
অসাধারণ নিপুন উপস্থাপন
দারুন দারুণ এবং দারুণ
এই চ্যানেলের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি,
আপনার অনুষ্ঠান গুলো খুব ভাল লাগে!
গ্রাম বাংলার সৌন্দর্য কে তুলে ধরার জন্য ধন্যবাদ ❤
আমি ভারত থেকে আপনার মোটামুটি সব ভিডিও দেখেছি এই ভিডিও টাও দেখলাম খুব ভালো লাগলো
কী সুন্দর পরিকল্পনা আর উপস্থাপনা! ধন্যবাদ পুরো দলকে ❤️।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, 🇧🇩💓🇮🇳
অনেক অনেক সুন্দর একটা ভিডিও উপহার দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ
আপুর উপস্থাপনা বেশ সাবলীল আর অতিরিক্ত সাজ না থাকায় এত ভালো লাগে ভিডিও দেখতে।
একটা ঘোরের মধ্যে থেকে সম্পূর্ণ দেখা শেষ করলাম। আহ, আমার গ্রাম।
Assalam Alaikum, I am from India and I like Bangladesh very much. If I ever get a chance, I will definitely go to the village of Bangladesh. I like the mosque of Bangladesh very much, what a beautiful mosque there is.