গ্রামে সবজি খিচুড়ি দিয়ে শীত উদযাপন | Winter Celebration at Village with Fresh Vegetables

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @shohelpatoary5663
    @shohelpatoary5663 3 ปีที่แล้ว +219

    আপা আপনাকে হাজারো সালাম। আপনি একমাত্র বাঙালি নারী যিনি বাংলার রূপবৈচিত্র এতোসুন্দরভাবে ফুটে তোলেন। আল্লাহ আপনার নেক হায়াত বাড়ায় দিক

    • @1s244
      @1s244 ปีที่แล้ว +2

      😊

  • @pranabdutta7427
    @pranabdutta7427 2 ปีที่แล้ว +180

    আমি একজন ভারতীয় বাঙালি, আজ রাজনৈতিক কারণে আমরা আলাদা, কিন্তু আমাদের সংস্কৃতিকে কেউই আলাদা করতে পারবে না। ইউটিউবে এই ভিডিওটা দেখে আমাদের যুবক বয়সের কথা মনে পড়ে গেল এবং মনে একটা শান্তির আনন্দ উপভোগ করলাম। এই ভিডিও উপস্থাপনের জন্য ধন্যবাদ এবং অংশগ্রহণকারী প্রত্যেককে আমার নমস্কার ।

    • @fozlarabbi2688
      @fozlarabbi2688 ปีที่แล้ว +3

      আমরা এক হতে চাই

    • @ParthoDas-r2v
      @ParthoDas-r2v ปีที่แล้ว +1

      ❤❤❤

    • @mahinmaidul
      @mahinmaidul ปีที่แล้ว +3

      ঠিক

    • @hasanmahmud9519
      @hasanmahmud9519 ปีที่แล้ว

      আপনি ভারতের কোন জায়গায় আছেন?

    • @HACraft170
      @HACraft170 ปีที่แล้ว +1

      আমি বাংলাদেশ থেকে বলছি।
      আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
      অনেক অনেক দোয়া রইল আপনার জন্য।

  • @MDFaruk-di2kw
    @MDFaruk-di2kw 2 ปีที่แล้ว +4

    এত সুন্দর উপস্থাপনা,আর গ্রাম বাংলার মানুষের আন্তরিকতা, ভ্রাতৃত্ব ,সব মিলিয়ে প্রোগ্রাম টা মন জুড়িয়ে দিল।

  • @md.mithubari1718
    @md.mithubari1718 ปีที่แล้ว +4

    আমাদের মাতৃভূমি যে এত সুন্দর, ধন্য আমার জীবন, ধন্য আমার দেশ।
    সুন্দর আয়োজন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ...............

  • @surajitbepari9516
    @surajitbepari9516 3 ปีที่แล้ว +606

    একটা সময় ছিল যখন সাদা কালো সেই প্রথম টিভি আর এই অনুষ্ঠান দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেছে আজ। তবে অনুভূতি গুলো রয়ে গেছে টিভিতে না দেখা হলেও ইউটিউব এ কখন মিস করি না। 2002 থেকে দেখছি এই আপাকে খুব ভালো লাগে ❤️❤️❤️

    • @redrose663
      @redrose663 2 ปีที่แล้ว +1

      💚😥💚

    • @kamrulhasan8574
      @kamrulhasan8574 2 ปีที่แล้ว +6

      আমিও আপনার মতো ওনার প্রেমে পড়ে গেছি ছোটবেলা থেকে

    • @MrKhan-er3lq
      @MrKhan-er3lq 2 ปีที่แล้ว +1

      আমমু তোমার কথাগুলি এতমিসটি ভুলতে পারিনা।

    • @samiyahassansadiya4244
      @samiyahassansadiya4244 2 ปีที่แล้ว

      Tkhn AMR boyos chilo 1 bochor 🥰.. Amio Dekho 2005/2006 theke koto tuk mne ache 😌

    • @MdRasel-ur1bu
      @MdRasel-ur1bu 2 ปีที่แล้ว +7

      চোখে পানি চোলে আসলো ভাই আপনার কথা গুলো শুনে সত্যই তখোন কার দিন গুলো ছিলো অসাধারণ
      আর মানুষ গুলো ছিলো সহজ সরল

  • @raquiburrahman7226
    @raquiburrahman7226 2 ปีที่แล้ว +8

    আপনার গ্রাম বাংলার অনুষ্ঠান দেখলে আমি কোথায় যেন হারিয়ে যাই। দেশকে অনেক ভালোবাসি

  • @mariaakhi3532
    @mariaakhi3532 3 ปีที่แล้ว +23

    বিদেশে বসে এই ভিডিও দেখি আর ২ চোখের পানি অঝরে ঝড়ে, কখন যাবো আমার সোনার বাংলায়, মিছ ইউ মাতৃভূমি মা, 🌹🌹

    • @khanrobin2
      @khanrobin2 3 ปีที่แล้ว

      Kon country te thaken apni☺️

    • @MDAlomgir-e4v
      @MDAlomgir-e4v ปีที่แล้ว

      ণ😊

  • @mdraselhossain291
    @mdraselhossain291 2 ปีที่แล้ว +9

    আমাদের বাঙালি জাতির
    হাজার বছরের ঐতিহ্য আরো
    সমৃদ্ধি লাভ করবে এটাই কামনা,,,

  • @BiplabKumarDutta
    @BiplabKumarDutta 2 ปีที่แล้ว +6

    কি যে ভাল লাগলো, মনে হচ্ছিল দৌড়ে গিয়ে আপনাদের কাজে হাত লাগাই ৷ সুন্দর গ্রাম্য পরিবেশে এত সুস্বাদু খিচুড়ি রান্না দেখে অভিভূত , কলকাতা ৷

  • @shamimreza6115
    @shamimreza6115 2 ปีที่แล้ว +3

    আমাদের দেশটা কতই না সুন্দর!!
    দেশে থাকতে সেটা বুঝতে পারতাম না।
    মরুর বুকে থেকে তা বুঝতে পারছি।
    খুব মিস করি মাতৃভূমিকে❤️❤️

  • @ispahanslife397
    @ispahanslife397 3 ปีที่แล้ว +6

    আমি অনুভূতির গহীনে চলে গেছি।একই বলে নারীর টান।কি এক আদিম সুন্দর আমার দেশের গ্রাম।বিজয়ের ৫০ বছরে সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ অনুষ্ঠানটির সকল কলাকুশলীকে।

  • @user-Heemel
    @user-Heemel 10 หลายเดือนก่อน +6

    আপুর ভিডিও গুলো দেখলে ইমোশনাল হওয়া ছাড়া উপাই নেই,,,,ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ছোট ছোট মিস্টি মিস্টি কথাগুলো গ্রামীণ প্রকৃতির মাধুর্য মনে করায়ে দেয়❤️

  • @discoverthink6635
    @discoverthink6635 3 ปีที่แล้ว +9

    এতো সুন্দর এতো মধুময় এতো মায়ামাখা এতো সাজানো এতো মাধুরী এতো প্রাণপ্রিয় এতো ভালোবাসা নিয়ে কথা বলো তুমি।শুধু মনটা দিয়ে শুনি আরদেখি যেন,প্রকৃতি আর তোমার কন্ঠে হারিয়ে যাই সেখানে।তোমার জন্য দোয়া রইলো।

  • @ainulmamcobaglades2097
    @ainulmamcobaglades2097 2 ปีที่แล้ว +11

    ও আমার দেশের মাটি
    সোনার চেয়েও খাঁটি🥰🥰

  • @mohammadmusa8808
    @mohammadmusa8808 2 ปีที่แล้ว +13

    এ ধরনের সৌহার্দ্য ও সম্প্রীতি শুধু গ্রাম বাংলায় দেখা যায়। অসাধারণ এ আয়োজন এর জন্য সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আনন্দে থাকুন নিরাপদে থাকুন এ দোয়া করি ।

  • @ashaakter3462
    @ashaakter3462 2 ปีที่แล้ว +1

    আসলেই অনেক অনেক ভালো লাগে.... এরকম বাংলার সবুজ-শ্যামল ঘেরা প্রকৃতি মিশ্রিত দৃশ্যপট যা দেখলে মনের কোনায় খুবই ভালো লাগা কাজ করে 😊😊

  • @mahadimasud1339
    @mahadimasud1339 3 ปีที่แล้ว +4

    বাংলার রুপ, প্রকৃতি ও পরিবেশের প্রতিচ্ছবি, সুস্ত বিনোদন, সাধারণ মানুষের জীবন রীতির অকৃত্রিম চিত্র, উপস্তাপিকার রুচিশীল পোশাক, ছন্দময় আবহ সঙ্গীত ও প্রাণবন্ত উপস্তাপনা, তাই প্যানোরমা ডকুমেন্টারী-সর্বদাই সেরা।

  • @reshmakhatun8751
    @reshmakhatun8751 10 หลายเดือนก่อน +3

    মন টা ভালো হয়ে যাই এই রকম গ্রামীণ পরিবেশ দেখলে 😊😊😊😊😊

  • @shamimhossain8339
    @shamimhossain8339 3 ปีที่แล้ว +5

    আপনার চ্যানেলের সুরেইতো আমি অন্য জগতে হারিয়ে যাই, ভিডিও আর কি দেখবো।আসলেই খুব সুন্দর আমাদের এই বাংলাদেশ,, মাশ-আল্লাহ❤️❤️❤️

  • @deeyasconstruction6811
    @deeyasconstruction6811 2 ปีที่แล้ว +3

    "এ বলে আমায় দ্যাখ্ !!
    ও বলে আমায় দ্যাখ্ !!"
    আপনার প্রতিটি অনুষ্ঠানেই একদিকে যেমন আপনার তথ্যে সমৃদ্ধ সুন্দর ও সাবলীল উপস্থাপনা, অন্যদিকে যাঁরা আড়ালে কাজ করছেন ... গ্রন্থনা, ক্যামেরায় দৃশ্য ধারণ ইত্যাদি এককথায় অসাধারণ!!!
    আসলে আপনার প্রতিটি অনুষ্ঠান শুধু দেখিই না, উপলব্ধি করি ... সবকিছুর সাথে একদম মিশে যাই ...
    সবজি আগে ধুয়ে পরে কাটতে হয়। কাটার পর ধুলে তো ভিটামিন বের হয়ে যায়!!
    ধন্যবাদ ।

  • @mohammedelias9596
    @mohammedelias9596 3 ปีที่แล้ว +11

    আহ, আজ দশ বছর আর দেশে ফেরা হয়নি, খুব মিস করি, আমার বাংলাদেশকে। আমার চোখে পানি চলে এলো। আই লাভ বাংলাদেশ।

  • @mahbubhossain9391
    @mahbubhossain9391 2 ปีที่แล้ว +1

    সত্যি বলতে আবেগ ধরে রাখতে পারছি না, মন ভরে যাবার মতো দৃশ্য, এমন সুন্দর পরিবেশ এতো মায়া ভরা ভালবাসায় ঘেরা আমার সোনার গ্রাম বাংলা ছাড়া পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না

  • @ertugrul1244
    @ertugrul1244 3 ปีที่แล้ว +12

    আপা ভারত থেকে আপনার ভিডিও দেখি আর অনেক ভালো লাগে। সত্যি বলতে পিওর গ্রাম এর একটা বইচিত্র অসাধারন

  • @mmuckta3263
    @mmuckta3263 2 ปีที่แล้ว +4

    আধুনিক প্রযুক্তি কারনে আমাদের এই সহজ সরল জীবনটা আমরা কোথায় যেনো হারিয়ে ফেলেছি।বিলাসিতা আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্বকেই খেয়ে ফেলেছে।
    এই জীবনটা অনেক মিস করি।আমাদের বাংলা,আমাদের অহংকার। ডিজিটাল বাংলাদেশ বাংলা বানাতে গিয়ে আমাদের সোনার বাংলাটা হারিয়ে ফেলেছি।
    আমরা যে দিন কাটিয়েছি এখনকার জেনারেশন এর কাছে এগুলা রুপকথার গল্প ছাড়া কিছু নয় 😭

  • @monirujjamanswpon9287
    @monirujjamanswpon9287 3 ปีที่แล้ว +4

    "এ সম্প্রীতির দেখা শুধুমাত্র বাংলাদেশের গ্রামের মেলে"-সত্য কথা।

  • @abdullamohammad3468
    @abdullamohammad3468 2 ปีที่แล้ว

    এই অনুষ্ঠান টা সম্পর্কে কি বলবো অসাধারণ অসাধারণ অসাধারণ "গ্রাম বাংলা কে অনেক ভালোবাসি "

  • @sumanmondal_14
    @sumanmondal_14 3 ปีที่แล้ว +10

    কথা বলার মধ্যে যে কতো সৌন্দর্য্য থাকতে পারে তা আপনার কথা শুনলে বোঝা যায়। আমি ভারতের থেকে আপনাদের নিয়মিত দর্শক।

  • @majedul6111
    @majedul6111 2 ปีที่แล้ว +3

    গ্রাম বাংলার প্রকৃতির পরিবেশ অার অাপনার উপস্থাপনায় অামি মুগ্ধ 💞💞💞💞💞

  • @Ekattorer_Hatiyar
    @Ekattorer_Hatiyar 3 ปีที่แล้ว +5

    কি অপরূপ আমার বাংলাদেশ।😍😍😍আলহামদুলিল্লাহ।

  • @SuraiyabinteKader
    @SuraiyabinteKader 2 ปีที่แล้ว +2

    গ্রাম মানেই আবেগ, স্নিগ্ধতা, প্রাকৃতিক মমতা.....
    গ্রাম বাংলার এই সুন্দর জীবন যাপন উপস্থাপন করার জন্য ধন্যবাদ

    • @PanoramaDocumentary
      @PanoramaDocumentary  2 ปีที่แล้ว

      আপনাকেও অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আশা করি এইভাবেই আমাদের পাশে এবং সাথে থাকবেন।

  • @bikromroy7580
    @bikromroy7580 2 ปีที่แล้ว +3

    শীত তো আবার এসে গেলো,,,, শীত মানেই খিচুড়ি 🥰

  • @tarekahmed8632
    @tarekahmed8632 ปีที่แล้ว +2

    সময়ের সাথে তাল মিলিয়ে গ্রামাঞ্চলও তার আপন রূপবৈচিত্র হারাতে বসেছে!
    সত্যিই আবেগাপ্লুত হয়ে যাই এই প্রামাণ্যচিত্র গুলো দেখলে।

  • @ertugrul1244
    @ertugrul1244 3 ปีที่แล้ว +6

    মূলত আপনার এই সব গ্রামীন ভিডিও দেখলে নিজের গ্রাম এর কথা মনে পড়ে। 👌

  • @tanjina8332
    @tanjina8332 2 ปีที่แล้ว +3

    আহ্ কি সুন্দর পরিবেশ,শীতের সময় গ্রামের পরিবেশটা অন্য রকম 🥰🥰🥰🥰🥰

  • @fcprankbuzz9778
    @fcprankbuzz9778 2 ปีที่แล้ว +4

    যতটা ভালো লাগে প্যানোরমা ডকুমেন্টারির অনুষ্ঠান গুলো,,,, তার থেকে বেশি ভালো লাগে আপুর উপস্থাপনা।।।।।

  • @masumamunny5464
    @masumamunny5464 2 ปีที่แล้ว +6

    আমার প্রিয় অনুষ্ঠান। আপুকে ছোটবেলায় যেমন দেখেছি মনে হয় এখনো তেমনি। মাঝখানে আমার বয়স বেড়ে গেছে😌

  • @mithuchakrabartty1357
    @mithuchakrabartty1357 3 ปีที่แล้ว +4

    কোনো কথা হবেনা । কলকাতায় বসেই জিভে জল আসছে ।

  • @abdullamohammad3468
    @abdullamohammad3468 2 ปีที่แล้ว

    মাটির রাস্তা আর গ্রাম্য ঘর বাড়ি গুলো এক কথায় অসাধারণ সুন্দর যা বলে বুঝানো যায় না মনটা ভরে যায়💯💯💯💯💯💯💯💯💯

  • @villageboysohag
    @villageboysohag 3 ปีที่แล้ว +6

    আপনার ভিডিও দেখলে ছোট বেলার সোনালী দিন গুলো মনে পড়ে যায়।এগিয়ে যাও আপু।।তোমার জন্য অনেক দোয়া রইলো।।❤️❤️

  • @zerinliza769
    @zerinliza769 2 ปีที่แล้ว +3

    অনেক দিন পর আপনাকে দেখছি,কত যে ভালো লাগে আপনার এই কথা বলার ধরণ!!

  • @mdshofikulislam6103
    @mdshofikulislam6103 2 ปีที่แล้ว +14

    আপার উপস্থাপনা এতো চমৎকার!!

  • @aalotv1.0
    @aalotv1.0 2 ปีที่แล้ว

    আহ্........শীতকালীন এই আয়োজন, সত্যি ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ।

  • @AkAsH-gt1de
    @AkAsH-gt1de 3 ปีที่แล้ว +5

    আমার প্রাণ জুড়িয়ে যায় গ্রাম বাংলার রূপ দেখে

  • @emamhussain8910
    @emamhussain8910 2 ปีที่แล้ว +1

    আমি আমার সোনার বাংলাদেশ কে অনেক ভালোবাসি এবং খুব শ্রদ্ধা করি 💚😊 শীতের শাক সবজির মজাটাই আলাদা মাস আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর

  • @reshmarrannaghor6901
    @reshmarrannaghor6901 2 ปีที่แล้ว +4

    খুব সুন্দর আয়োজন খিচুড়ি আর গ্রাম বাংলার চমৎকার সেতুবন্ধন। চমৎকার প্রানবন্ত উপস্থাপনা আপুর।

  • @SanjidaAkter-gu6un
    @SanjidaAkter-gu6un 2 ปีที่แล้ว +1

    আহা!কি সুন্দর সহজ সরল আমাদের এই গ্রাম বাংলার দৃশ্য💝🥀।। দিনে দিনে আমরাই যেন আমাদের এই দৃশ্যগুলোকে হারিয়ে ফেলছি।💔
    একদম শেষ দিকে একটি ছোট্ট বোন তার আরো ছোট ভাইকে খাইয়ে দিচ্ছিল এই দৃশ্যটা আসলেই দেখার মত 💝

  • @stmedia1838
    @stmedia1838 2 ปีที่แล้ว +6

    বাহ্ যত দেখি ততই ভালো লাগে আপনাদের ভিডিও।

  • @ronynayem8800
    @ronynayem8800 ปีที่แล้ว +4

    এত সুন্দর করে আমার মনে হয় না কেউ বাংলার রুপ সবার সামনে তুলে ধরতে পারছে।

  • @mml41a
    @mml41a 2 ปีที่แล้ว +5

    গ্রাম হচ্ছে বাংলাদেশের প্রাণ। 🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️

  • @dreamdream8208
    @dreamdream8208 2 ปีที่แล้ว +2

    অনেক সুন্দর সুসাদু,,সবজি,,খিচুড়ি অনেক সুন্দর আনন্দ হয়েছে ধন্যবাদ সবাইকে

  • @subrataghosh2541
    @subrataghosh2541 2 ปีที่แล้ว +6

    Didi aami India theke bolchi apner sob episode gulo dekhi r amar bangladesher gram banglar roop khub bhalo lage r apner kothagulo khub bhalo lage sotti bangladesh khub sundor desh 🇮🇳❤🇧🇩

  • @amjadhossain2823
    @amjadhossain2823 2 ปีที่แล้ว +3

    এই ভিডিও দেখে নিজের দেশ ও গ্রামের কথা মনে পড়ে গেল কতই না মিস করি নিজের গ্রাম ও নিজের দেশকে এই প্রবাসে বসে।

  • @mdraihan9108
    @mdraihan9108 2 ปีที่แล้ว +5

    আমি গ্রামের পরিবেশের সাথে মিশে যাই আপনার ভিডিও মাধ্যমে, ধন্যবাদ ❤️

  • @halimhasan5273
    @halimhasan5273 2 ปีที่แล้ว +4

    আপা সকলের সঙ্গে মিশতে পারে এজন্যই আপাকে ভালো লাগে। অসাধারণ ভালো মনের মানুষ।

  • @একলাএকা-গ১ছ
    @একলাএকা-গ১ছ 3 ปีที่แล้ว +4

    কত সুন্দর গ্রাম আমার জেলায় দেখে মন ভোরে গেলো

  • @prosenzeetmondal6092
    @prosenzeetmondal6092 ปีที่แล้ว +6

    বিটিভি দেখার সেই পুরনো দিনগুলোর কথা মনে পরে গেল। আপুর ভয়েসটা সুন্দর।

  • @sksumon7379
    @sksumon7379 3 ปีที่แล้ว +7

    যে সময় ছোট ছিলাম BTV তে দেখতাম এখোন আমি প্রবাসী

  • @sobujali2364
    @sobujali2364 2 ปีที่แล้ว +4

    মাশা আল্লাহ্ দারুন হয়েছে আল্লাহুর নেয়ামত

  • @santanughosh5791
    @santanughosh5791 3 ปีที่แล้ว +5

    Khub khub sundor oshadharon video Madam from kolkata

  • @susantanandi5996
    @susantanandi5996 2 ปีที่แล้ว +1

    সত্যি অপূর্ব সুন্দর লেগেছে। লেগেছে গ্রাম বাংলার মানুষের সহজ সরল খিচুড়ি রান্না আয়োজন। সত্যি খিচুড়ি রান্না দেখে বডড লোভ হচ্ছিল মনে মনে, আর কি করব, মনের আততা দিয়ে খানিকটা সাদ উপভোগ করে নিয়েছি।👌🙏🇮🇳

  • @ziddahusain3432
    @ziddahusain3432 2 ปีที่แล้ว +5

    অসাধারণ আপা।
    সত্যি বলতে আবেগপ্রবণ হয়ে পড়লাম এটা দেখে।
    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
    সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। ❤
    তবে সত্যি বলতে বেগুনভাজার কাজ যিনি করছিলেন, আমি তার ওপর ক্রাশিত।🙈

    • @httv5129
      @httv5129 2 ปีที่แล้ว +1

      অসাধারণ ।

  • @SumonAhmed-hf4hj
    @SumonAhmed-hf4hj 2 ปีที่แล้ว +2

    খুব সুন্দর আয়োজন খিচুড়ি আর গ্রাম বাংলার চমৎকার সেতুবন্ধন।

  • @smrahman6332
    @smrahman6332 3 ปีที่แล้ว +4

    অসাধারন।তোমার এত সুন্দর ভিডিওটি দেখে অনেক স্মৃতি মনে পরে গেল।অনেক ধন্যবাদ তোমাকে শায়রী

  • @mamunahamad9662
    @mamunahamad9662 2 ปีที่แล้ว +2

    আসলেই সত্যি অসাধারণ হয়েছে। শিতের সকালে গ্রামের খোয়াশা মাখা সকাল টি আসলেই খুব মিস করি। বিডি ওটি দেখে সেই আগের দিনের কথা গুলো মনে পরে গেল।আগে দেখতাম বিটিবিতে রোজ রোজ। খুব মিস করি। ধন্যবাদ আপু আপনাকে এইরকম একটি ভিডিও তুলে দরার জন্য।

  • @hafijurrhman457
    @hafijurrhman457 2 ปีที่แล้ว +4

    গ্রামের সুখ শান্তি আনন্দ প্রাণ ভরে উপভোগ করি।
    ইনশাআল্লাহ।

  • @sababkhansababkhan6801
    @sababkhansababkhan6801 2 ปีที่แล้ว

    কি যে মজা লাগলো।দেখতে দেখতে কখন যেন শেষ হয়ে গেল।ছোট বেলায় দেখা গ্রামের স্মৃতি গুলো যেন জীবন্ত হয়ে উঠেছিল চোখের সামনে। খুব পছন্দ করি আপু আপনার সব অনুষ্ঠান গুলো।

  • @riseandshine70
    @riseandshine70 2 ปีที่แล้ว +3

    This is the best Bangladeshi channel on youtube.Love this village videos.

  • @simirahman123
    @simirahman123 ปีที่แล้ว +6

    আগে বিটিভিতে আপনাকে দেখতাম আপু তখন আমি অনেক ছোট.. সেই শীতল ভয়েজ আবার শুনতে পেরে মনে পড়ে গেলো ❤

  • @Shikkao
    @Shikkao 2 ปีที่แล้ว +1

    অতীতের স্মৃতি গুলো মনে করিয়ে দিলেন। যখন গ্রামে ছিলাম এরকম অনেক সবজির চাষ করতাম

  • @md.abdurrahman9914
    @md.abdurrahman9914 ปีที่แล้ว +3

    গ্রাম কি অদ্ভুত ময় এ ভালোবাসার কোন কমতি নয়!

  • @mdnurulafcer8701
    @mdnurulafcer8701 ปีที่แล้ว +1

    খুভ মনে পড়ে সোনালী অতীতের গ্রামীণ দিনগুলো,, এখন শুধুই সৃতি,,,

  • @muktaahmed6806
    @muktaahmed6806 2 ปีที่แล้ว +4

    ইশ যদি আবার ফিরে যেতাম সেই দিন গুলাতে 🤐🥺🥺 অনেক অনেক মিস করি অনেক দূরে বসে,
    আবারও ফিরে যাব সেই গ্রামে ইনশাল্লাহ ❤️❤️❤️

  • @indiatvbangla9699
    @indiatvbangla9699 2 ปีที่แล้ว +2

    ছোটবেলার কথা মনে পরলে. চোখে পানি চলে এলো..

  • @mohammadmusa8808
    @mohammadmusa8808 2 ปีที่แล้ว +7

    সিরাজগঞ্জ এর কামরাংগা বেগুন খেতে অসাধারণ ।

  • @md.aminurrahman3442
    @md.aminurrahman3442 2 ปีที่แล้ว

    অপরুপ সুন্দর আমার বাংলাদেশ। ধন্যবাদ এরুপ সুন্দর দৃশ্য দেখানোর জন্য।

  • @dipakkumarkar4877
    @dipakkumarkar4877 2 ปีที่แล้ว +3

    অসাধারণ ! দেখে চোখ জুড়িয়ে গেল ।

  • @samarranjanbiswas9302
    @samarranjanbiswas9302 2 ปีที่แล้ว +2

    কোলকাতা থেকে ছোট বেলার পিকনিকের কথা মনে পড়ল খুব সুন্দর ভাল লাগল nostalgic

  • @ishratjahanmouri3519
    @ishratjahanmouri3519 3 ปีที่แล้ว +4

    যতটা না রান্না দেখতে ভালোবাসি তারচেয়ে ও বেশি শায়েরি আপুকে ভালোবাসি।

  • @faysalmamun8048
    @faysalmamun8048 2 ปีที่แล้ว +2

    আপনার ভিডিওগুলো তে অথেনটিক গ্রাম বাংলার চিত্র গুলো অনুভব করি সেই সাথে ছোট বেলা মিস করি।
    আপনার ভয়েস ও বর্ণনা শুনতেও ভালো লাগে ❤️
    অসাধারণ কনসেপ্ট

  • @implicitthought
    @implicitthought ปีที่แล้ว +3

    খুব সুন্দর ভিডিও 📷 এত সুন্দর গ্রামের মনোরম দৃশ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ❤

  • @Abdullahskbd
    @Abdullahskbd 2 ปีที่แล้ว +1

    ভালো লাগে আপনাদের কাজগুলো অসাধারণ এক কথায়।

  • @tannitushar9768
    @tannitushar9768 ปีที่แล้ว +8

    বিটিভিতে আপনাকে দেখতাম ছোটবেলায়।আপনার ভয়েজ খুব সুন্দর। আর ভিডিওর দৃশ্যগুলো খুব সুন্দর।

  • @creationmusicworld
    @creationmusicworld 2 ปีที่แล้ว +1

    Ki Opurbo Uposthapona.dekhe mon pran jurie gaelo.

  • @classicalhomoeo248
    @classicalhomoeo248 3 ปีที่แล้ว +6

    ভারত থেকে
    খুব ভালো লাগছে
    আনন্দে বুকটা ভরে গেলো

  • @sovanmondal5740
    @sovanmondal5740 2 ปีที่แล้ว +1

    Apni assadharon tropic tule dhoren. A lot of thanks to you.

  • @arshakil7569
    @arshakil7569 ปีที่แล้ว +3

    ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো😪🥰

  • @sadikurrahman8579
    @sadikurrahman8579 2 ปีที่แล้ว

    বাংলা ভাষা ভাষী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আপনার জন্য অসখ্য শুভকামনা রইল। বেঁচে থাকেন মানুষর হৃদয়ে হাজার বছর ধরে।

  • @AbulKalam-vv8uy
    @AbulKalam-vv8uy 2 ปีที่แล้ว +3

    প্রতি টা ভিডিও দেখার চেষ্টা করি।মন চায় গ্রামে চলে যাই

  • @taniamahamud2570
    @taniamahamud2570 2 ปีที่แล้ว +1

    অসাধারণ আপু 😍😍 যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে ই এই প্রামাণ্য চিত্র দেখি। আপনার উপস্থাপনা সত্যি ই অনেক সুন্দর।

  • @abusayem8023
    @abusayem8023 2 ปีที่แล้ว +6

    বাংলাদেশের অহংকার শায়েরী আপু,

  • @arabinishat3329
    @arabinishat3329 2 ปีที่แล้ว

    সত্যি অসাধারণ ছোট বেলার কথা মনে পড়ে গেলো,, গ্রাম মানে সুখ শান্তি গ্রাম অনেক ভালোলাগে তবুও যাওয়া হয়া ব্যাস্তার মাঝে মন ছুয়ে গেলো।

  • @mahmudhasan8562
    @mahmudhasan8562 2 ปีที่แล้ว +3

    মাশাআল্লাহ
    দারুণ বিষয় নির্বাচন
    সাথে
    দক্ষ হাতের পাণ্ডুলিপি
    এবং
    পটিয়সী কুশীলব
    আর
    অসাধারণ নিপুন উপস্থাপন
    দারুন দারুণ এবং দারুণ
    এই চ্যানেলের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি,

  • @babysourov6622
    @babysourov6622 ปีที่แล้ว +1

    আপনার অনুষ্ঠান গুলো খুব ভাল লাগে!
    গ্রাম বাংলার সৌন্দর্য কে তুলে ধরার জন্য ধন্যবাদ ❤

  • @debasishsamaddar5860
    @debasishsamaddar5860 2 ปีที่แล้ว +3

    আমি ভারত থেকে আপনার মোটামুটি সব ভিডিও দেখেছি এই ভিডিও টাও দেখলাম খুব ভালো লাগলো

  • @surovimoula4883
    @surovimoula4883 ปีที่แล้ว +2

    কী সুন্দর পরিকল্পনা আর উপস্থাপনা! ধন্যবাদ পুরো দলকে ❤️।

  • @ScenicFinds
    @ScenicFinds 3 ปีที่แล้ว +4

    আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, 🇧🇩💓🇮🇳

  • @shobujbanglatv1315
    @shobujbanglatv1315 2 ปีที่แล้ว +2

    অনেক অনেক সুন্দর একটা ভিডিও উপহার দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ

  • @sumonaeasmin9273
    @sumonaeasmin9273 2 ปีที่แล้ว +3

    আপুর উপস্থাপনা বেশ সাবলীল আর অতিরিক্ত সাজ না থাকায় এত ভালো লাগে ভিডিও দেখতে।

  • @tilokbarua2592
    @tilokbarua2592 2 ปีที่แล้ว

    একটা ঘোরের মধ্যে থেকে সম্পূর্ণ দেখা শেষ করলাম। আহ, আমার গ্রাম।

  • @mirajhazarika4466
    @mirajhazarika4466 ปีที่แล้ว +8

    Assalam Alaikum, I am from India and I like Bangladesh very much. If I ever get a chance, I will definitely go to the village of Bangladesh. I like the mosque of Bangladesh very much, what a beautiful mosque there is.