সর্বজনীন পেনশন বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি স্ক্যাম? Universal Pension Scheme in Bangladesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • এই যে টিশার্টের জন্য এই দিকে তাকান!!! এই লিঙ্কে গেলে সব পাবেন।
    Mad Koffee Facebook Page: / pfbid02u9djbe5ayzsfsdq...
    সহজ ব্যাখ্যা Series | Episode 88
    00:00 Intro
    01:09 কনফিউশান ১ নিয়ে কথাবার্তা
    08:25 সরকার টাকা পয়সা নিয়ে ভেগে গেছে এমন উদাহরণ আছে কিনা
    11:00 মূল্যস্ফীতি নিয়ে গ্যাঞ্জাম
    #enayetchowdhury #সহজ_ব্যাখ্যা_Series
    ১৭ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বজনীন পেনশন কর্মসূচীর উব্দোধন করেন যার মধ্য দিয়ে বাংলাদেশে সার্বজনীন পেনশন স্কিম শুরু হইলো।
    অর্থ বিভাগের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা বিবিসি বাংলাকে বলেন উদ্বোধনের পরপরই একসাথে ১১০০/১২০০ লোক আমাদের প্ল্যাটফর্মে আসেন
    এর মধ্য দিয়ে সরকারী চাকুরীজিবি ব্যতিত যেকোন ১৮ বছরোর্ধ্ব বাংলাদেশের নাগরিক পেনশন সেবা নিতে পারবে। এর পেছনে লজিক এটা যে, সরকারী চাকুরীজিবিদের জন্য তো সরকারী পেনশন আছেই। প্রাইভেট সেক্টরে কাজ করা মানুষদের জন্য এরকম সরকারী বিশ্বস্ত কোন সার্বজনীন প্রতিষ্ঠান বা সেবা ছিলো না। তার মানে সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ নিতে করতে পারবেন না।
    এটাতে নিবন্ধন করতে হইলে জাতীয় পরিচয়পত্রই যথেষ্ট। তবে প্রবাসীদের জন্য পাসপোর্ট দিয়েও নিবন্ধন করতে পারবেন। তবে নিবন্ধন কার্যকর করতে হইলে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র জোগাড় করে সেটার কপি জমা দিতে হবে। আর নিবন্ধনের প্রসেসটা একদম অনলাইন। Call O'Connell
    যেকোন বয়সে ব্যক্তি এই স্কিমে নিবন্ধন করতে পারবেন। তবে, বয়স ৫০ বছরের বেশী হলে তাকে আগে টানা দশ বছর চাঁদা দিতে হবে। তারপর তিনি পেনশন উঠাতে পারবেন। মানে, আমাদের আইনে ৬০ বছর বয়স থেকে পেনশন পাওয়া শুরু হয়। কিন্তু কেউ ধরেন ৫৫ বছর বয়সে নিবন্ধন করলো, তাহলে তাকে ৬৫ বছর বয়স পর্যন্ত চাঁদা দিতে হবে, দেন তিনি পেনশন পাওয়া শুরু করবেন ৬৫ থেকে।
    মোট ৬ টা স্কিমের কথা সরকার ঘোষণা করেছে। যার মধ্যে চালু আছে চারটা। প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা।
    প্রবাস হলো প্রবাসীদের জন্য, প্রগতি হলো বেসরকারী চাকুরীজিবিদের জন্য। স্বনির্ভর মানে, ব্যবসায়ী, কৃষক, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা এদের জন্য হচ্ছে সুরক্ষা। আর সবচেয়ে ইন্টারেস্টিং স্কিম যেটা, সেটা হচ্ছে সমতা। এই স্কিমটা দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের জন্য। অন্য সবগুলার বিভিন্ন রকমের চাদার রেট থাকলেও, এখানে রেট একটাই। ১০০০ টাকা। তবে, এখানে এই ১০০০ এর মধ্যে ৫০০ টাকা ব্যক্তিকে দিতে হবে আর বাকী ৫০০ দিবে সরকার।
    কেউ চাইলে তিন মাস পরপর বা বছরে একবার পুরো চাঁদা দিয়ে দিতে পারবে। নির্ধারিত তারিখের মধ্যে চাঁদা দিতে ব্যর্থ হলে তার পরের এক মাস পর্যন্ত জরিমানা ছাড়া চাঁদা পরিশোধ করা যাবে। এরপর থেকে প্রতি দিনের জন্য ১% বিলম্ব ফি যুক্ত হবে। কেউ টানা ৩ কিস্তি পরিশোধ না করলে তার অ্যাকাউন্টটি স্থগিত হয়ে যাবে। তবে কেউ যদি নিজেকে অসচ্ছল ঘোষণা করে তাহলে ১২ মাস পর্যন্ত চাঁদা না দিলেও অ্যাকাউন্টটি স্থগিত হবে না।
    অনলাইন ও যে কোন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে চাঁদা পরিশোধ করা যাবে। আপাতত শুধুমাত্র সোনালী ব্যাংকে সর্বজনীন পেনশন স্কিমের হিসাব খোলা হয়েছে। কেউ চাইলে সরাসরি সোনালী ব্যাংকে গিয়েও নিবন্ধন করতে পারবেন ও চাঁদা দিতে পারবেন।
    এখন একটা প্রশ্ন থাকে যে, এই পেনশন স্কিমের গ্যারান্টর কে থাকছে আসলে। এটার গ্যারান্টর হচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ যেটা বাংলাদেশ সরকারের একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আর প্রত্যেক পেনশনারকে একটা ইউনিক নাম্বার দেয়া হবে যেটার মধ্য দিয়ে তারা ইউনিভার্সাল পেনশন সিস্টেমের ওয়েবসাইটে ঢুকে তাদের পেনশনের এমাউন্ট চেক করতে পারবেন।
    আর যদি পেনশনার ১০ বছর চাঁদা দেবার আগেই মারা যান তাহলে তার জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেয়া হবে।
    কারো যদি পেনশনে জমাকৃত অর্থ কোন এক পর্যায়ে উত্তোলনের দরকার হয় তাহলে সেই সুযোগও থাকছে। তার মোট জমার সর্বোচ্চ ৫০ শতাংশ অর্থ তিনি আবেদনের প্রেক্ষিতে ঋণ হিসেবে নিতে পারবেন।
    পেনশনের জন্য প্রতিমাসে জমা দেয়া চাঁদা বিনিয়োগ হিসেবে দেখা হবে এবং সেই অর্থ কর রেয়াতের জন্য বিবেচিত হবে। আর মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ হবে আয়কর মুক্ত।
    Research Affiliates:
    Mubtasim Mahabub Oyon ( / mubtasimmahabub.oyon.9 )
    The Thumbnail Magician: Ragib Anjum ( / rgb.anjm )
    Cool Editors:
    Roman Mohammad Sazzad ( / romansazzad )
    ভিডিওগুলোকে লিখিত আকারে পেতে ভিজিট করুন আমার ব্লগ পেজঃ blog.enayetchowdhury.com/
    এনায়েত চৌধুরীর সাবরেডিটঃ / enayet_chowdhury
    'পদ্মা সেতু' বইটির লিংকঃ www.rokomari.com/book/198113/...
    -----------------------------------------------------------------------------------
    Thumbnail Text: সর্বজনীন পেনশন স্কিম - আশীর্বাদ নাকি স্ক্যাম?
    Facebook Page: / enayetchowdhury108offi...
    Facebook Profile: / enayet.chowdhury1
    Instagram Id: / enayet_chowdhury_official
    LinkedIn: / md-enayet-chowdhury-28...
    TikTok: / enayetchowdhuryofficial
    My Website: enayetchowdhury.com/
    Google Scholar ID: scholar.google.com/citations?...
    Researchgate ID: www.researchgate.net/profile/...

ความคิดเห็น • 967

  • @EnayetChowdhuryOfficial
    @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +30

    এই যে টিশার্টের জন্য এই দিকে তাকান!!! এই লিঙ্কে গেলে সব পাবেন।
    Mad Koffee Facebook Page: facebook.com/MadKoffee/posts/pfbid02u9DjBE5AyZsfSDqTjgMjaXipRiHcQBbDxsrE9yDdseZat8jQpYm13xBYL5WBzbVwl

    • @fuadco.194
      @fuadco.194 10 หลายเดือนก่อน +1

      ভাই জিনদের দাওআত দিবেন না... এটাতো বর্ণবাদি/জাতিবাদি আচরণ হল... দাওয়াত না পেলে আমরা জিন জাতি অনশন করবো বিয়ের অনুষ্ঠান প্রাঙ্গণে... #congratulations

    • @abdullahalmamun575
      @abdullahalmamun575 10 หลายเดือนก่อน +1

      Sir "Coupon Code" ta jeno ki cilo? Thik mone korte partechi na.🤔

    • @sojibkhan9992
      @sojibkhan9992 10 หลายเดือนก่อน +1

      govt. change hole atar resposibility ke nibe?

    • @MH_MIZAN
      @MH_MIZAN 10 หลายเดือนก่อน

      ​@@fuadco.194
      😱😱😱😱😱

    • @raw4888
      @raw4888 10 หลายเดือนก่อน +1

      বুয়েটের টিচার কাপড় বেচে!🤣

  • @tanvirhossainprangon4377
    @tanvirhossainprangon4377 10 หลายเดือนก่อน +95

    যুক্তরাষ্ট্রে সার্বজনীন পেনশন কীভাবে কাজ করে?
    এখানে প্রতিটি পে-চেক থেকে নির্দিষ্ট হারে ট্যাক্স কেটে নেয়া হয়। এই ট্যাক্সের একটা নির্দিষ্ট অংশ যায় পেনশন ফাণ্ডে। ৬৫ বছর বয়স হলে কোন ব্যক্তি তার সারাজীবনে কত টাকা ট্যাক্স দিয়েছেন তার অনুপাতে বাকি জীবন পেনশন পান। যারা কোন ট্যাক্স দিতে পারেনি বা যাদের ট্যাক্সেবল ইনকাম ছিলো না তারা একটা নূন্যতম পেনশন পেয়ে থাকেন। এটাই সার্বজনীন পেনশন।
    বাংলাদেশ সরকার যেটা করেছে সেটা হলো ব্যাংকের মত ডিপিএস স্কিম। আপনি মাসে মাসে টাকা জমা করবেন এবং মেয়াদ শেষে সুদসহ ফেরত পাবেন। যিনি টাকা জমা করবেন না তিনি কিছুই পাবেন না। এটা কোন সর্বজনীন ব্যাপার নয়। এটাকে বড়জোর সরকারী ডিপিএস বলা যেতে পারে।

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +17

      তা ভালো বলসেন

    • @sabbirhossainnoyon100
      @sabbirhossainnoyon100 10 หลายเดือนก่อน +11

      ওইটা করলে তো আবার বলবেন এতো ট্যাক্স কেন?? সব কিছুর দাম এতো বেশি কেন? সরকারের দোষ দিবেন। বাংলাদেশ সরকার এটা কাউকে বাধ্য করে নাই এটা হলো মোস্ট পজেটিভ দিক। যার ইচ্ছা সে পেনশন সুবিধা নেবে, যার ইচ্ছা নেবে না। কাউকে চাপ দেয়া হয় নাই। বিদেশে বিশাল অংকের ট্যাক্স দিতে হয় মানুষকে যেটা খুবই কষ্টসাধ্য অনেকের জন্য।

    • @freedom-fighter309
      @freedom-fighter309 10 หลายเดือนก่อน

      ​​@@sabbirhossainnoyon100আপনাকে জোর করে উন্নয়ন করতে বলছে কে?
      বাজারে হেনো কোন জিনিস নাই দাম বাড়ে নাই, যা অসহনীয় পর্যায়ে! এমন বাস্তবতায় টাকা কালেকশন ও পেনশন সুবিধা জনগণের কতটুকু উপকারে আসবে!
      সার্বজনীন না করতে পারলে মন যা চায় তাই করবেন?
      আইনটা আপনি পড়েন নাই, সরকার চাইলে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সার্বজণীন পেনশন স্কিম বাধ্যতামুলক করতে পারে। TIN certificate, BIN certificate, Corona Card না থাকলে যেমন অন্যান্য সুবিধা পান না (requirement দেওয়া থাকে) ঠিক একই ভাবে ভবিষ্যতে সরকার চাইলে পেনশন চাঁদা বাধ্যতামুলক করতে পারে।
      আপনারা দেশের নৈতিক ভিত্তি ধ্বংস করে ফেলেছেন, মানব ইতিহাসে যা ক্ষমার অযোগ্য অপরাধ।
      সাধারণ মানুষ বুঝবেই না ১৫ বছরের শেখ পরিবার এ জাতির কি ক্ষতি করেছে, শুধু বলবে চুরি, দুর্নীতি, গুম খুন, বেগম পাড়া ইত্যাদি

    • @md.armanali5551
      @md.armanali5551 10 หลายเดือนก่อน

      ​@@sabbirhossainnoyon100সবকিছুর দাম বেশি কেননা সরকার ঠিক মতো বাজার পর্যবেক্ষণ করেনা বা করতে চায় না তাই।
      আর রইলো করের কথা। বাইরের দেশে মানুষ কর বেশি দিলেও ঘুষ দিয়ে হয় না। আর আমরা কোনো সরকারি কাজে যে পরিমাণ ঘুষ দিতে বাধ্য হই বাইরের দেশের মানুষ তত করও দেয় না। তাই এদেশের মানুষ কর দিতে চায় না।

    • @abdul93308
      @abdul93308 10 หลายเดือนก่อน

      ​@@sabbirhossainnoyon100সমস্যা তো ওখানে, যেখানে আইনে এই স্কীমে অংশগ্রহণ করাটাকে প্রজ্ঞাপন দিয়ে সবার জন্য বাধ্যতামূলক করা হলে। আমি তো ভাই আমার টাকা সরকারকে দিতেই চাই না। ওই টাকা গায়েব হয়ে যাবে।

  • @saihumshahriarsami7077
    @saihumshahriarsami7077 10 หลายเดือนก่อน +114

    সব বাদ দিলাম। পেনশন তোলার সময় যে পরিমাণ ঘুষ দেয়া লাগে তাতেই তো আকাশ ভরা তারা অবস্থা হয়ে যায়।

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +28

      হাহা তা হতেই পারে!

    • @iearul
      @iearul 10 หลายเดือนก่อน +13

      এটা নিয়ে হবেনা। এখানে টাকা জমা থেকে তোলা সব অনলাইনেই হবে।

    • @mdshahin-lu1dh
      @mdshahin-lu1dh 10 หลายเดือนก่อน +2

      ​@@iearulhahaha

    • @md.akhtarsalam8304
      @md.akhtarsalam8304 10 หลายเดือนก่อน +2

      টাকা মাইর জাওয়া না, টাকা তোলার সময় কেমন বিড়ম্বনা মাইনসেরে পোহান লাগবে এই টাই দেখার বিষয়।

    • @dasdaily6860
      @dasdaily6860 10 หลายเดือนก่อน +6

      সঞ্চয় পত্রের আসল টাকা EFT এর মাধ্যমে সরাসরি ব্যাংক একাউন্টে চলে আসে, এবং এই স্কিমার টাকাও ওভাবে আসবে। শুধু শুধু নেগেটিভ বক্তব্য ছড়ানো আপনাদের অভ্যাস হয়ে গেছে। বি পজেটিভ ,

  • @alibai3531
    @alibai3531 10 หลายเดือนก่อน +49

    আমাদের দেশের মানুষ টেক্স দেয় না কেননা তারা ঘুষ দেয় থুঁক্কু বক্সিস দেয়।😀😀😀

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +21

      হাহা এইটা তিতা সত্য!

    • @abdulalimmahir
      @abdulalimmahir 10 หลายเดือนก่อน +4

      বিষয়টা কিছুটা হোটেলের মতো। তুমি মামা ১৫০টাকা বিল না দিয়ে ১০০টাকা কাউন্টারে দাও, ২০টাকা আমারে দাও, তাতেই হবে।
      হোটেলের লাভ ১০টাকা, আমার লাভ ২০টাকা, আর তুমার লাভ ৩০টাকা। মাঝখান থেকে ৩০টাকা সাশ্রয়ে মার্কেটিং হয়ে গেলো।

    • @rejbiahmed3081
      @rejbiahmed3081 10 หลายเดือนก่อน +1

      ​@@abdulalimmahir😊

  • @abdulalimmahir
    @abdulalimmahir 10 หลายเดือนก่อน +33

    একটা সমিক্ষা করা দরকার যে, একটা দেশে সরকার-জনগনের বোঝাপড়া কতোটুকু, অর্থাৎ কে কার মতামতকে কতোটুকু (খাস বাংলায়) পাত্তা দেয়। তারপর, সরকারের উপর জনগনের বিশ্বাস কতোটুকু; এরপর জনগন কতোটুকু ত্যাগী মনোভাব রাখে নিজেদের বা সমাজের জীবনমান উন্নত করতে।
    আশা করি এই তিনটা টেস্টেই আমাদের স্কোর ১-৩/১০ আসবে।

  • @tanvirhossainprangon4377
    @tanvirhossainprangon4377 10 หลายเดือนก่อน +19

    ২০০০ টাকা দিয়ে আপনি এই মুহূর্তে (১৫ টাকা দামের ভিত্তিতে) ডিম কিনতে পারবেন ১৩৩টা। আর ডিম না কিনে যদি এই ২০০০ টাকা পেনশন স্কিমে (বেসরকারি চাকরিজীবির ক্ষেত্রে) জমা রাখেন, তাহলে ১০ বছর পর আপনি ফেরত পাবেন ৩০৬০ টাকা।
    কিন্তু মূল্যস্ফীতির কারণে ১০ বছর পরে ডিমের দাম ১৫ টাকা থাকবে না। মূল্যস্ফীতি যদি ১০% হিসেবে স্থির থাকে, তাহলেও ১০ বছর পর একটা ডিমের দাম হবে ৩৯ টাকা। এই হিসেবে ঐ ৩০৬০ টাকা দিয়ে তখন আপনি ডিম কিনতে পারবেন মাত্র ৭৮টা। গোটা গোটা ৫৫টা ডিম লস।
    মানে যেটা বলতে চাচ্ছি, ব্যাংকে ডিম রাখার কোনো স্ক্যাম, স্যরি, আই মীন, স্কিম নাই?

    • @durjoydebnath7730
      @durjoydebnath7730 10 หลายเดือนก่อน

      ফেসবুক থেকে কপি পেস্ট করে দিসেন।আপনি ১ম মাসে জমা করা ২০০০ টাকা আর শেষ মাসে ২০০০ টাকা কিভাবে সমান হল।যদি ডিভ্যালুর কারণে ফেরত পাওয়া টাকার মূল্যমান কমে।তাহলে বছরপ্রতি জমা দেওয়া টাকার মূল্যমানও কমবে।

    • @ApurboDebnath
      @ApurboDebnath 10 หลายเดือนก่อน +1

      😂😂

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +3

      এই মূল্যস্ফীতি নিয়েই একটা গ্যাঞ্জাম!

  • @shafi_ti
    @shafi_ti 10 หลายเดือนก่อน +5

    Onek din por Ager humor ta pailam 😀Thank you Enayet Sir!

  • @zeeshanebrahim8674
    @zeeshanebrahim8674 10 หลายเดือนก่อน +2

    Welcome back bhai! Bhalo ekta jinish niye video korsen basay abbu o etar kotha bolsilo 2 din aage. Kotha bhai oi pioint e i atkai jacche je eta kono hurried ekta decision kina karon confusion no.2 is still a confusion because of no clear instructions on the inflation to return rate ratio.

  • @nazmul_332
    @nazmul_332 10 หลายเดือนก่อน +3

    আজকে থেকে অনলাইনে চাকরির আবেদন করতে যে ১০% ভ্যাট দিতে হবে সে ব্যাপারে আপনার মতামত কী স্যার?

  • @shakhawathabib
    @shakhawathabib 10 หลายเดือนก่อน +16

    আচ্ছা আমার প্রশ্ন আমি একজন সাধারণ মানুষ,যদি সরকার পরিবর্তন হয় ৪২ বছরে অনেক বার হবে পরিবর্তন।
    যদি সরকার পরিবর্তন হয় তাহলে কী এই প্রজেক্ট বাতিল হবার কোনো সম্ভাবনা বা সমস্যা আছে 🤔🤔🤔🙏🙏🙏

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +9

      থাকতেই পারে! কিন্তু এইরকম ঘটনা অন্য কোন দেশে ঘটে নাই!

    • @biplobsorkarbijoy8835
      @biplobsorkarbijoy8835 10 หลายเดือนก่อน +5

      ​@@EnayetChowdhuryOfficialkintu Bangaladeshe toh onk kisui hoy...ja onno deshe hoy na

    • @shakhawathabib
      @shakhawathabib 10 หลายเดือนก่อน

      @@EnayetChowdhuryOfficial যদি সরকারি ব্যাংক এর মতো হয় যে সরকার পরিবর্তনের সাথে এটার কোনো সম্পর্ক নাই তাহলে এটা আমি করব💝

    • @ataurrahman-px1hb
      @ataurrahman-px1hb 10 หลายเดือนก่อน

      ​@@EnayetChowdhuryOfficialঅন্য দেশ আর বাংলাদেশ এক না ব্রো,,,

    • @HabibThought
      @HabibThought 10 หลายเดือนก่อน

      ​@@EnayetChowdhuryOfficial বাংলাদেশে তো সবই ঘটে।

  • @rudra441
    @rudra441 10 หลายเดือนก่อน

    ভাই এই ভিডিওটার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম।

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      আরেহ অনেক ধন্যবাদ বস, আপনার জন্যই তো আসছে 😁

  • @jonayedbiraj
    @jonayedbiraj 10 หลายเดือนก่อน +3

    আমার মা হাইস্কুলের শিক্ষিকা ছিলেন, মার মৃত্যুর পর উনার পেনশন তোলার জন্য সরকারি অফিস এ অনেক ঘুরাঘুরি ও ঘুষ দেওয়ার পর তিনবছর পর মার পেনশন পেয়েছি, তাছাড়া বাংলাদেশ এর সব সরকারি অফিস এ ঘুরতে ফাইল এক জায়গা থেকে আরেক টেবিল এ ঘুষ লাগে, তা ছাড়া বাংলাদেশ এর সীমাহীন দুর্নীতি তো আছেই,, সার্বজনীন পেনশন চালু হলে জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলবে বাংলাদেশ সরকার,,, এবং তখন সরকারি কর্মকর্তারা জনগণের টাকা দিতে গিয়ে,, জনগণকে ভোগান্তিতে ফেলবে,,আমি এর ঘোর বিরোধিতা করি,,,

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      হ্যাঁ এই ব্যাপারটা খুবই হতাশার!

    • @jonayedbiraj
      @jonayedbiraj 10 หลายเดือนก่อน

      @@EnayetChowdhuryOfficial স্যার রতন টাটা ও তার পরিবার কে নিয়ে একটা ভিডিও দেন

  • @nirakarshrestha4882
    @nirakarshrestha4882 10 หลายเดือนก่อน +4

    11:20 bro France a ulta hoisilo
    The government wanted the retirement age to be extended from 62 to 64
    But workers wanted it to remain the same

  • @kmgsultan8955
    @kmgsultan8955 10 หลายเดือนก่อน +5

    আপনার বিশ্লেষণগুলো অসম্ভব ভালো।

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      অনেক অনেক ভালোবাসা নেন ❤️❤️❤️

  • @DipakBose-bq1vv
    @DipakBose-bq1vv 12 ชั่วโมงที่ผ่านมา

    The Government of Bangladesh should give the option to choose the new system or stay in the old system.

  • @MushyZerG
    @MushyZerG 10 หลายเดือนก่อน

    Apnar theke ei topic e video r Jonno wait kortesilam.
    Dhoren Amar boyosh 27 bochor. Ami ki 35 year niye 62 porjonto tantey parbo? Naki 30 bochor e scheme nitey hobey.

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      বেঁচে থাকার উপর, এইটা নির্ভর করতাসে!

  • @noradewan
    @noradewan 10 หลายเดือนก่อน +7

    France was protesting against the government 'to not increase the retirement age'. The protest was about keeping the retirement age at 62. They didn't like that the government increased it to 64.

  • @shibam03
    @shibam03 10 หลายเดือนก่อน +3

    ধন্যবাদ ভাই এতো রেফারেন্স থেকে কষ্ট করে ডাটা কালেক্ট করে আমাদের জানানোর জন্য। কনফিউশান এক নিয়ে বেশ কনফিউজড ছিলাম ভিডিও দেখার আগে, এখন মোটামুটি আশ্বস্ত হইছি, কিন্তু বাই চান্স যদি উল্টাপাল্টা হয়...আপনার বাসায় কিন্তু ফুডপান্ডার ডেলিভারি দিতে মানুষজন হাজির হয়ে যাবে 🫣

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      এইগুলা ব্যবহার করি না! 😁

    • @tanvirahmed8682
      @tanvirahmed8682 10 หลายเดือนก่อน

      ​@@EnayetChowdhuryOfficialদুনিয়ায় একটু তেল না মারলে কারো প্রিয় হওয়া যায়না 😁

  • @083kaziashif7
    @083kaziashif7 10 หลายเดือนก่อน +2

    Arek point hocche, current official Rai pension pae na ... Ei project AL market kortese govt na, fail korle hoito podotiag korbe but keu taka pabe na . Onno dol power e thakle direct deny korbe responsibility ... So ei return kono vabei risk adjusted na let alone inflation adjustment

  • @MH_MIZAN
    @MH_MIZAN 10 หลายเดือนก่อน +6

    এনায়েত ভাই পিনাকী ভট্টাচার্যের পর পেনসন স্কিম নিয়ে কথা বলায় আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ❤❤💖💖🌴

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +4

      ওহরে! আগে বললে কি ধন্যবাদ থাকতো না?

    • @mohammadimtiaz9711
      @mohammadimtiaz9711 10 หลายเดือนก่อน

      🤣@@EnayetChowdhuryOfficial

    • @rexoit
      @rexoit 10 หลายเดือนก่อน

      ​@@EnayetChowdhuryOfficial
      Vai aponar sate meet hobe,
      Insallah!

  • @sultanarazia4844
    @sultanarazia4844 10 หลายเดือนก่อน +7

    যে কোন নতুন program এর negative and positive outcomes আছে। তবু এই program টা a little bit potentially আছে to thrive regarding to help people. The government may start the program step by step and see where it goes. Hold options when needed it may postpone without losing any money for both sides.

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +3

      হ্যাঁ, এখানে হয়তো আরো বেশি পরিকল্পনার দরকার ছিলো!

    • @sultanarazia4844
      @sultanarazia4844 10 หลายเดือนก่อน +1

      @@EnayetChowdhuryOfficial , এটা ঠিক বেশী plan দরকার। It's best when making the plan productive then too much plan. এটা তো নতুন plan আমাদের দেশের introduced হচছে। তাই একটু দেরী করে আরো কিছু experiment ও expertise লোকজনের মতামত নিয়ে plan টাকে execute করলে ভরষার একটা জায়গা হতো। তবু বাঙালী needs something like that. It will make us proud, and will give us relief to have a bright future. It has to have a constitutional agreement . So that even the government changed , the plan never affects badly. Plan will go ahead with it's own paced.

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +1

      ​@@sultanarazia4844let's hope for that. Only time will tell!

  • @mosaddekhossainorko
    @mosaddekhossainorko 2 วันที่ผ่านมา

    need an updated video on this ...

  • @user-im4ew7ct1e
    @user-im4ew7ct1e 8 หลายเดือนก่อน

    Thanks for not using background music

  • @nurr3954
    @nurr3954 10 หลายเดือนก่อน +4

    আপনার এনালাইসিস আর পিনাকি সাহেব এর এনালাইসিস মিলে না কেন???
    "এটা বলিয়েন না যে উনি পলিটিকেল পারপাজ থেকে ভিডিও বানায়"
    হয়ত আপনি ভুল নয়তো উনি ভুল।
    ধন্যবাদ

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      কোথায় কোথায় মিলে নাই?

    • @koushikpmc
      @koushikpmc 10 หลายเดือนก่อน

      মিল্টেফসিন দুর্নীতি ২০০৮ লিখে সার্চ দেন ,বাটপার পিনাকী সম্পর্কে জানতে পারবেন ,ধন্যবাদ

    • @fahimome2582
      @fahimome2582 10 หลายเดือนก่อน

      Pinaki ekta nigg

    • @anjonmallick312
      @anjonmallick312 10 หลายเดือนก่อน

      পলিটিক্যাল এজেন্ডাধারীরা আপনি যা শুনতে চাইবেন সেটা বানায়ে বলবে 😂 ৷ নিরপেক্ষতা নাই ৷

  • @hamimhossain1326
    @hamimhossain1326 10 หลายเดือนก่อน +2

    ধন্যবাদ, সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      আপনাকেও অনেক অনেক ধন্যবাদ বস ❤️❤️

  • @mehedihassan9639
    @mehedihassan9639 10 หลายเดือนก่อน

    Please analysis the devaluation in details about this universal pension scheme.

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +1

      If you need more details, please watch the last podcast:
      th-cam.com/video/n4ctyePxAcs/w-d-xo.htmlsi=__P9oarB3etV3y0b

  • @toriqulfazal6489
    @toriqulfazal6489 10 หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম ভাইয়া। আমি একজন ছাত্র, আমি টিউশন করাই। মনে করেন যদি পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করে চাদা দেওয়া শুরু করলাম। এভাবে ৫ বছর চাদা দেওয়ার পর যদি আমি সরকারি চাকুরি পায়, সেক্ষেত্রে আমার কি হবে?

  • @EnayetChowdhuryOfficial
    @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +7

    ১৭ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বজনীন পেনশন কর্মসূচীর উব্দোধন করেন যার মধ্য দিয়ে বাংলাদেশে সার্বজনীন পেনশন স্কিম শুরু হইলো।
    অর্থ বিভাগের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা বিবিসি বাংলাকে বলেন উদ্বোধনের পরপরই একসাথে ১১০০/১২০০ লোক আমাদের প্ল্যাটফর্মে আসেন
    এর মধ্য দিয়ে সরকারী চাকুরীজিবি ব্যতিত যেকোন ১৮ বছরোর্ধ্ব বাংলাদেশের নাগরিক পেনশন সেবা নিতে পারবে। এর পেছনে লজিক এটা যে, সরকারী চাকুরীজিবিদের জন্য তো সরকারী পেনশন আছেই। প্রাইভেট সেক্টরে কাজ করা মানুষদের জন্য এরকম সরকারী বিশ্বস্ত কোন সার্বজনীন প্রতিষ্ঠান বা সেবা ছিলো না। তার মানে সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ নিতে করতে পারবেন না।
    এটাতে নিবন্ধন করতে হইলে জাতীয় পরিচয়পত্রই যথেষ্ট। তবে প্রবাসীদের জন্য পাসপোর্ট দিয়েও নিবন্ধন করতে পারবেন। তবে নিবন্ধন কার্যকর করতে হইলে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র জোগাড় করে সেটার কপি জমা দিতে হবে। আর নিবন্ধনের প্রসেসটা একদম অনলাইন। Call O'Connell
    যেকোন বয়সে ব্যক্তি এই স্কিমে নিবন্ধন করতে পারবেন। তবে, বয়স ৫০ বছরের বেশী হলে তাকে আগে টানা দশ বছর চাঁদা দিতে হবে। তারপর তিনি পেনশন উঠাতে পারবেন। মানে, আমাদের আইনে ৬০ বছর বয়স থেকে পেনশন পাওয়া শুরু হয়। কিন্তু কেউ ধরেন ৫৫ বছর বয়সে নিবন্ধন করলো, তাহলে তাকে ৬৫ বছর বয়স পর্যন্ত চাঁদা দিতে হবে, দেন তিনি পেনশন পাওয়া শুরু করবেন ৬৫ থেকে।
    মোট ৬ টা স্কিমের কথা সরকার ঘোষণা করেছে। যার মধ্যে চালু আছে চারটা। প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা।
    প্রবাস হলো প্রবাসীদের জন্য, প্রগতি হলো বেসরকারী চাকুরীজিবিদের জন্য। স্বনির্ভর মানে, ব্যবসায়ী, কৃষক, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা এদের জন্য হচ্ছে সুরক্ষা। আর সবচেয়ে ইন্টারেস্টিং স্কিম যেটা, সেটা হচ্ছে সমতা। এই স্কিমটা দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের জন্য। অন্য সবগুলার বিভিন্ন রকমের চাদার রেট থাকলেও, এখানে রেট একটাই। ১০০০ টাকা। তবে, এখানে এই ১০০০ এর মধ্যে ৫০০ টাকা ব্যক্তিকে দিতে হবে আর বাকী ৫০০ দিবে সরকার।
    কেউ চাইলে তিন মাস পরপর বা বছরে একবার পুরো চাঁদা দিয়ে দিতে পারবে। নির্ধারিত তারিখের মধ্যে চাঁদা দিতে ব্যর্থ হলে তার পরের এক মাস পর্যন্ত জরিমানা ছাড়া চাঁদা পরিশোধ করা যাবে। এরপর থেকে প্রতি দিনের জন্য ১% বিলম্ব ফি যুক্ত হবে। কেউ টানা ৩ কিস্তি পরিশোধ না করলে তার অ্যাকাউন্টটি স্থগিত হয়ে যাবে। তবে কেউ যদি নিজেকে অসচ্ছল ঘোষণা করে তাহলে ১২ মাস পর্যন্ত চাঁদা না দিলেও অ্যাকাউন্টটি স্থগিত হবে না।
    অনলাইন ও যে কোন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে চাঁদা পরিশোধ করা যাবে। আপাতত শুধুমাত্র সোনালী ব্যাংকে সর্বজনীন পেনশন স্কিমের হিসাব খোলা হয়েছে। কেউ চাইলে সরাসরি সোনালী ব্যাংকে গিয়েও নিবন্ধন করতে পারবেন ও চাঁদা দিতে পারবেন।
    এখন একটা প্রশ্ন থাকে যে, এই পেনশন স্কিমের গ্যারান্টর কে থাকছে আসলে। এটার গ্যারান্টর হচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ যেটা বাংলাদেশ সরকারের একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আর প্রত্যেক পেনশনারকে একটা ইউনিক নাম্বার দেয়া হবে যেটার মধ্য দিয়ে তারা ইউনিভার্সাল পেনশন সিস্টেমের ওয়েবসাইটে ঢুকে তাদের পেনশনের এমাউন্ট চেক করতে পারবেন।
    আর যদি পেনশনার ১০ বছর চাঁদা দেবার আগেই মারা যান তাহলে তার জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেয়া হবে।
    কারো যদি পেনশনে জমাকৃত অর্থ কোন এক পর্যায়ে উত্তোলনের দরকার হয় তাহলে সেই সুযোগও থাকছে। তার মোট জমার সর্বোচ্চ ৫০ শতাংশ অর্থ তিনি আবেদনের প্রেক্ষিতে ঋণ হিসেবে নিতে পারবেন।
    পেনশনের জন্য প্রতিমাসে জমা দেয়া চাঁদা বিনিয়োগ হিসেবে দেখা হবে এবং সেই অর্থ কর রেয়াতের জন্য বিবেচিত হবে। আর মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ হবে আয়কর মুক্ত।

  • @sabbirhossainnoyon100
    @sabbirhossainnoyon100 10 หลายเดือนก่อน +14

    ধন্যবাদ। অনেকেই সরকারের এই সুন্দর উদ্যোগকে নিয়ে নানা ধরনের আজেবাজে ব্যাখ্যা ও গুজব ছড়ানোর চেষ্টা করতেছে। সেই জায়গায় আপনি সুন্দর একটা ভিডিও করেছেন। শুভ কামনা রইলো।

    • @rabiullabu
      @rabiullabu 10 หลายเดือนก่อน +6

      দালাল

    • @Obito____Uchiha
      @Obito____Uchiha 10 หลายเดือนก่อน +1

      ​@@rabiullabuyou are dalal of terrorist party

    • @arifurr
      @arifurr 10 หลายเดือนก่อน +4

      @@rabiullabu BNP r dalal

    • @saifislam7021
      @saifislam7021 10 หลายเดือนก่อน

      ​@@arifurrকুত্তা লীগের সদস্য

    • @istiaqahmed5708
      @istiaqahmed5708 10 หลายเดือนก่อน

      পন্যগুলোর মুদ্রাস্ফীতি বেশী সেগুলোর দোকান দিতে পারেন।

  • @undisputedzzz
    @undisputedzzz 10 หลายเดือนก่อน

    Prigozhin issue niye details video diyen

  • @enamhoque1307
    @enamhoque1307 9 หลายเดือนก่อน

    Where is the Padma bridge fund Hasina implement few years ago.

  • @bumblebee2956
    @bumblebee2956 10 หลายเดือนก่อน +3

    Not a single pension scheme in the world is inflation proof 😢 I am still happy for the step. Still need some modifications in the future🎉

  • @EarningLifetimeshyerBazer666
    @EarningLifetimeshyerBazer666 10 หลายเดือนก่อน +5

    সরকারী চাকুরী অবসরে যাওয়ার সময় আরো কম করা দরকার 50 থেকে 54 বছর পর্যন্ত কেননা যুবসমাজ অনেকে বসে আছে অথচ বুড়ো গুলো চাকরি করে অতিরিক্ত জনসংখ্যার যুবসমাজকে সুযোগ দিতে হবে😂❤

    • @shantoahmed136
      @shantoahmed136 10 หลายเดือนก่อน

      বুড়ো গুলো জব করে তোমার মত মানুষরে লেখা পড়া শিখাছে,,এউযে এখানে কমেন্ট করতেছ সেই মোবাইল ও এই বুড় বাপের টাকায় কেনা তোমার

    • @sharar4393
      @sharar4393 10 หลายเดือนก่อน +3

      matha muta chinta bhabna

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +2

      এইটা কী ছিল!

  • @ajourneyoflife7779
    @ajourneyoflife7779 10 หลายเดือนก่อน

    tnx for ur positive view

  • @shara9562
    @shara9562 10 หลายเดือนก่อน

    Present sir. onek din pore abar dekha holo

  • @saikatdebnath3068
    @saikatdebnath3068 10 หลายเดือนก่อน +5

    সারফেস লেভেলের আলোচনা মনে হলো🙃

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      আরো গভীর আলোচনা লাগলে লাস্ট পডকাস্ট দেখতে হবে
      th-cam.com/video/n4ctyePxAcs/w-d-xo.htmlsi=__P9oarB3etV3y0b

  • @gazisalahuddin9030
    @gazisalahuddin9030 10 หลายเดือนก่อน +6

    I think you actually confused us with the inflation concept. If anyone sees this video I am sure they will be in trouble. 😅

    • @makjilany
      @makjilany 10 หลายเดือนก่อน +1

      যেমন আপনে ট্রাবলে পড়ছেন, ঠিক না বাপের আগে বাল ছিড়া নাপিত ??? .....😜😜😜😜

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +5

      Aay hay! Sobai to dekhtase ekhon ki hobe!

    • @makjilany
      @makjilany 10 หลายเดือนก่อน

      হাহাহাহাহা... 🤣🤣😂😂🤷‍♂🤷‍♂😎😎@@EnayetChowdhuryOfficial

    • @gazisalahuddin9030
      @gazisalahuddin9030 10 หลายเดือนก่อน

      @@EnayetChowdhuryOfficial 😆

  • @siyamhasnatprangon2888
    @siyamhasnatprangon2888 10 หลายเดือนก่อน

    Retirement age jodi 65 kore tahole ami kotodin oi taka bhug korte parbo? 2 din pore tw morei jabo. Tar theke 60 korai aktu hoileo oi taka kaje lahanur sujug pabo.

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      এইটাতে লাভ হওয়া আপনার বেঁচে থাকার উপর ভালোই নির্ভর করতাসে

  • @SydurRahman21
    @SydurRahman21 10 หลายเดือนก่อน +2

    জন প্রতি ৫০০ টাকার বিনিময়ে দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিতে রাজি, এই রকম জনগণ বাংলাদেশে কি পরিমান রয়েছে তার উপর একটা প্রতিবেদন করবেন আশা করছি।

  • @imranulhayder0247
    @imranulhayder0247 10 หลายเดือนก่อน +3

    সোজা কথা হচ্ছে, সরকার এখন এগুলো কেন করছে জনগণ ভালো করে বুঝে, প্রথম কথা হচ্ছে সরকার এখন যতই ভালো কাজের মুখোশ দেখাক না কেন, তাদের চরিত্র ইলেকশনের পর আগের মতোই হয়ে যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে দেশের বর্তমান যে অবস্থা সবার নিজের পকেট ভরি দেশ থেকে পালানোর চিন্তা থাকে, তৃতীয়ত হচ্ছে দেশে বসে কেউ এখন নিরপেক্ষ ভাবে কথা বলার কথা চিন্তা করে না।

  • @ataurrahman-px1hb
    @ataurrahman-px1hb 10 หลายเดือนก่อน +23

    জ্বী আপনার ১৫ মিনিট ৪৮ সেকেন্ডের গবেষণার পর বুঝতে পারলাম, শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে নাই😂😂😂

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +4

      কোথায় যেন আগে একদিন দেখলাম শেয়াল মুরগি একসাথে আছে! 🤔

    • @ridwanrahman1737
      @ridwanrahman1737 10 หลายเดือนก่อน

      ​@@EnayetChowdhuryOfficialধ্রুভ রাঠি

    • @lordshen7119
      @lordshen7119 10 หลายเดือนก่อน

      *ওনি দালাল*

    • @lordshen7119
      @lordshen7119 10 หลายเดือนก่อน

      *বাংলাদেশের মতো VATকোন দেশে আছে? বাইক কিনলে ১৫০%*

  • @iamrudrabarai
    @iamrudrabarai 10 หลายเดือนก่อน

    Vai apnar sound quality te jhamela ache.Ami amar babak apnar video dekhte bolchi but tar apnar voice ta sunte onek problem hoiche and apnar video ar loudness o onek kom.Abar ami Khalid Farhan vaiyer video dekhte bolchi seita amar babar besh darun lagche.Aita amio follow korchi.Asa kori ai bapare nojor diben.

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      Duita jehetu dekhsen, taile to boss sound equal e mone howar kotha!

  • @itsash5673
    @itsash5673 10 หลายเดือนก่อน

    Jodi koyek bochor taka deoyar por r deoyar moto capacity na thake tahole ki hobe takatar ?

  • @Tanzid_Hossain
    @Tanzid_Hossain 10 หลายเดือนก่อน +101

    আপনি মাইকটা ঠিক করে ধরেন, নয়তো অডিও কোয়ালিটি ইম্প্রুভ করেন, সাউন্ড অনেক খারাপ আপনার,

    • @shariarshovon6969
      @shariarshovon6969 10 หลายเดือนก่อน +5

      Apnar kaane somossha,bhai

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +25

      কেন বস, কী সমস্যা হচ্ছে? এইটা তো ঠিকই ছিলো!

    • @muhazirhasanlabib
      @muhazirhasanlabib 10 หลายเดือนก่อน +4

      Doctor dekan 😂😂

    • @MuzeebMahatheer--sonnet
      @MuzeebMahatheer--sonnet 10 หลายเดือนก่อน +8

      ​@@EnayetChowdhuryOfficialসাউন্ড quality একটু ঠিক কইরেন ভাই। কেমন যেন শোনা যায়😢😢😢।

    • @sahedhasan6203
      @sahedhasan6203 10 หลายเดือนก่อน +3

      Na vaia thik nai....sound asolei kom sona jay...apni mike ta aro ektu right(you) e raikhen.

  • @bishalmbk7941
    @bishalmbk7941 10 หลายเดือนก่อน +3

    ভাই আপনাকে পার্লামেন্টের সদস্য হিসেবে দেখতে চাই। রাজনীতি আপনার কাছে একটু বিরক্তিকর হতে পারে, আপনার মতন ভালো জ্ঞানী মানুষ যদি রাজনীতিতে না আসে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির ভয়াবহ অবস্থার ভিডিও আপনাকে আপলোড দিতে হবে। 😊 ইনশাল্লাহ আপনার মত অনেকেই সঠিক সিদ্ধান্ত নেবে। আপনার জ্ঞান মূলক সকল ভিডিও উপহার দেয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ❤

    • @anwarrakib5183
      @anwarrakib5183 10 หลายเดือนก่อน

      ওনার মত জ্ঞানী লোক রাজনীতিতে যোগ দিলে, রাজনীতি ওনাকে খেয়ে দিয়ে🤣

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +2

      খাইসে রে! আপনাকেও অনেক ধন্যবাদ বস 🥰

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +1

      ​@@anwarrakib5183 আয় হায় কেন!

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +1

      ​@@syedashrafuzzaman1734ভাইরে ভাই, আপনারা দেখি কাঁঠাল গাছ লাগানোর আগেই, কাঁঠাল রান্না করে খেয়ে ফেলতাসেন 😂

  • @abudaudmolla1435
    @abudaudmolla1435 6 วันที่ผ่านมา +1

    ভাই আপনার মাইক্রোফোন পরিবর্তন করুন দয়াকরে।

  • @tareqmahamud6365
    @tareqmahamud6365 10 หลายเดือนก่อน

    Thanks for information

  • @dailyrudro
    @dailyrudro 10 หลายเดือนก่อน +3

    ভাই কথাটা সর্বজনীন না,কথাটা হবে সার্বজনীন।
    আপনার কাছথেকে এধরনের ভুল আশা করি না।।

    • @rufaidarashid488
      @rufaidarashid488 10 หลายเดือนก่อน

      Ato asha ashi dia ki hoy bro, bhul to hoitei pare bokchod er moto comment korar ki ase

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +2

      বস এইটাকে "সর্বজনীন পেনশন স্কিম" ই নাম দেওয়া হয়েছে! 😅

    • @dailyrudro
      @dailyrudro 10 หลายเดือนก่อน

      @@EnayetChowdhuryOfficial আপনার ভিডিওতে একজায়গায় সার্বজনীন কথাটা লেখা,নামটা সর্বজনীন দিতে পারে এটা সরকারের উচ্চপদস্থ কর্তাদের ব্যাপার।
      বাংলাভাষার বিবর্তন যেভাবে হচ্ছে তাতে একসময় ভাষার বর্তমান অবস্থা খুঁজে পাওয়া যাবে না।
      তবে আমি কিন্তু আপনাকে ছোট করার উদ্দেশ্যে কথাটা বলিনি।
      খুবই দুঃখিত।।

  • @alaminstudy360
    @alaminstudy360 10 หลายเดือนก่อน +11

    দেখা যাবে একদিন হঠাৎ করে সব গুলো টাকা উধাও করে দেশান্তর হবে কিছু মানুষ।

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +2

      হইতেই পারে! কিন্তু এইভাবে চিন্তা করলে তো ব্যাংকে টাকা রাখাও নিরাপদ না!

    • @ataurrahman-px1hb
      @ataurrahman-px1hb 10 หลายเดือนก่อน

      ​@@EnayetChowdhuryOfficialব্যাংকে টাকা রাখার চেয়ে স্বর্ন কিনে রাখা বুদ্ধিমানের কাজ, এতে করে মুদ্রাস্ফীতির প্যারা কম

    • @Shohabkhan2
      @Shohabkhan2 10 หลายเดือนก่อน +2

      আগের @Enayed sir ভালো ছিল😪

    • @ly8693
      @ly8693 10 หลายเดือนก่อน

      ​@@Shohabkhan2😂

    • @DevoteOFdestruction
      @DevoteOFdestruction 10 หลายเดือนก่อน

      টাকা বাংলাদেশ সরকার কে দিচ্ছেন,, শেখ হাসিনা কে নয়।।

  • @weirdideas6549
    @weirdideas6549 10 หลายเดือนก่อน

    vai....kon university te phd korte jaben?

  • @mdalaminsheikh5798
    @mdalaminsheikh5798 10 หลายเดือนก่อน

    Nice explanation Boss ❤

  • @tamzidhossin5928
    @tamzidhossin5928 10 หลายเดือนก่อน +5

    Proud to be Bangladeshi and hats off for everyone who involved in this "Universal Pension Scheme".

    • @asifkabir7484
      @asifkabir7484 10 หลายเดือนก่อน +1

      There is nothing to be proud of. I only support the pension scheme of the private sector employees, which 50% might be given by the employer and the scheme for the poor, where the government will pay the 50% of the scheme.

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      Haha why you feel proud?

    • @tamzidhossin5928
      @tamzidhossin5928 10 หลายเดือนก่อน

      ​@@EnayetChowdhuryOfficial As a Bangladeshi I feel proud for inclusive development of Bangladesh.

  • @syeda333
    @syeda333 10 หลายเดือนก่อน +7

    সার্বজনীন পেনশন একটি যুগান্তকারী পদক্ষেপ!! 🇧🇩👌

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      হইতেই পারে, সময়ই বলবে!

    • @syeda333
      @syeda333 10 หลายเดือนก่อน

      @@EnayetChowdhuryOfficial এটি সময় উপযোগী ব্যাবস্তা হওয়ার ৫টি আপনার মতামত জানতে চাই!!

    • @najmussakib4481
      @najmussakib4481 10 หลายเดือนก่อน

      Beshi bojhen😂😂😂

    • @najmussakib4481
      @najmussakib4481 10 หลายเดือนก่อน +1

      ​@@syeda333Apni jokhn bujcen tokhn apni den

    • @mimtelecom1198
      @mimtelecom1198 หลายเดือนก่อน

      Faltu no one

  • @abidhasan2787
    @abidhasan2787 10 หลายเดือนก่อน

    vaiya apnar video gula khub beshi informative, so please apni nonstop kotha na boila aktu biroti diya kotha bolen. video pause kore kore information hojom korte hoy. Thanks bro.

  • @mehedihassan9639
    @mehedihassan9639 10 หลายเดือนก่อน

    শেষে অনেক ভালো বলছেন বস।

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ বস 🥰❤️❤️

  • @mdshuvo9552
    @mdshuvo9552 10 หลายเดือนก่อน +5

    এক লক্ষ টাকা পেনশনের ফি দিয়ে পরে তা তুলতে ঘুষ দেওয়া লাগবে আরো এক লক্ষ টাকা
    Yes boss this is bangladesh🥴🥴

  • @sabbirrahaman8061
    @sabbirrahaman8061 10 หลายเดือนก่อน +12

    এইটা বুঝার জন্য গবেষণার প্রয়োজন নেই।

    • @mr.odommo3437
      @mr.odommo3437 10 หลายเดือนก่อน +3

      জলে নাকি? পেনশন খোর?

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +7

      আপনি কী বুঝলেন?

    • @docilelikewintercatfish9897
      @docilelikewintercatfish9897 10 หลายเดือนก่อน +1

      Prblm ke vai?

    • @sabbirrahaman8061
      @sabbirrahaman8061 10 หลายเดือนก่อน +1

      @@EnayetChowdhuryOfficial আমার সাথে আলোচনা করেন, আশাকরি বিষয়টি সম্পর্কে পরিস্কার করে বলতে পারব।এই বিতর্কিত বিষয়ের জনগণের কোন কল্যাণ নেই, এতে সরকার এবং সরকারের লোকজন মৌল সুবিধা ভোগ করতে পারবে। সরকার দীর্ঘদিন টিকে থাকার জন্য এই সিস্টেম চালু করতে চাইছে।

    • @theholypath4096
      @theholypath4096 2 วันที่ผ่านมา

      Amar dorkar ase vai

  • @mzakariaalhossain850
    @mzakariaalhossain850 10 หลายเดือนก่อน

    ভাই ভিডিও এডিট এর সময় রেন্ডার করা হয় নাই, যেখানে সেখানে ফাস্ট স্লো প্লে হচ্ছে...

  • @mdkawsarahmed3517
    @mdkawsarahmed3517 10 หลายเดือนก่อน +1

    ভাই আপনার কম্পিউটার স্কিনের লেখাগুলো ভাল্লাগে 😍
    আর আপনারা ভিডিও গুলো অসাধারণ 👌❤❤

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +1

      আপনাকেও এখন ভালো লাগসে 😁

    • @mdkawsarahmed3517
      @mdkawsarahmed3517 10 หลายเดือนก่อน +1

      @@EnayetChowdhuryOfficial জাযাকাল্লাহ খাইরান ভাই ❤️❤️

  • @refat1315
    @refat1315 10 หลายเดือนก่อน +5

    নিজের কষ্টের টাকার বাড়ি সেইটারে ট্যাক্স নেয় আওয়ামী লীগের মতো কথাবার্তা বইলেন না তো🙏

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +2

      যেকোন সরকার থাকলেই তো ট্যাক্স নিবে!

    • @refat1315
      @refat1315 10 หลายเดือนก่อน

      @@EnayetChowdhuryOfficial ভাইয়ে বেশি দূরে যামু না সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড কম্পারিজন করেন বাংলাদেশকে নিয়ে জনসংখ্যা কত সালে মুক্তি পেল দেশ গলা আর উন্নত হয়েছে কতটুকু জনগণের কোন দেশে কি রকম 🥰

  • @imranshawon7159
    @imranshawon7159 10 หลายเดือนก่อน +3

    সরকারের নেক্সাস এর লোক হিসেবে আপনার কাছ থেকে এর চেয়ে ভাল মার্কেটিং আর কি হতে পারে!!!আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এখন আপনার ফ্যামিলির সবাইকে আগেই করিয়ে ফেলেন, এতে যদি আপনার সফলতা সরকারের কাছে পরিলক্ষিত হয়...তাহলে বর্তমানের মত সরকারের হালুয়া রুটির নেক্সাসের আরো গভীরে ঢুকতে পারবেন,এই আশাই করি।ধন্যবাদ।

    • @shahriarfahim679
      @shahriarfahim679 10 หลายเดือนก่อน

      exactly. you said it all.

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      আপনাকেও অনেক ধন্যবাদ। তবে এখানে ব্যাখ্যামূলক ভিডিও করা হয়, কারো পক্ষে বিপক্ষে না! দেখলে বুঝতেন 🥰

    • @gphgrid8250
      @gphgrid8250 15 วันที่ผ่านมา

      @@EnayetChowdhuryOfficial apnr family r sobai ka add kora 5 year por continue korsan kina prove dian

  • @NoorAlam-yf5sw
    @NoorAlam-yf5sw 10 หลายเดือนก่อน

    Vai pricogine er mitto niye akta video cai

  • @estiimam6896
    @estiimam6896 10 หลายเดือนก่อน +1

    Expected!

  • @comfortzone6665
    @comfortzone6665 10 หลายเดือนก่อน +12

    এনায়েত একজন থার্ডক্লাস পারসন।

    • @nahid7789
      @nahid7789 10 หลายเดือนก่อน +5

      কিভাবে বুঝলেন? বিএনপির পক্ষে বলে না এজন্য?

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +6

      কেন বস কী করসি?

    • @bdzihadboss2005
      @bdzihadboss2005 10 หลายเดือนก่อน +1

      ​​@@EnayetChowdhuryOfficial
      পিনাকীর ডোজ নিয়েছেন?

    • @ataurrahman-px1hb
      @ataurrahman-px1hb 10 หลายเดือนก่อน

      ​@@nahid7789এখানে বিএনপি বা আওয়ামী লীগ যেই হোক না কেনো, এগুলো সবই একই গোয়ালের গরু। একেক জনের গুতা দেয়ার স্টাইল একেক রকম,,,

    • @parvezlove1367
      @parvezlove1367 10 หลายเดือนก่อน

      ছাল নাই কুত্তার বাঘা নাম🐸।
      একজন বেকার একজন শিক্ষক কে তৃতীয় শ্রেণীর মানুষ বলে ।
      হাহ।

  • @its_tuturi
    @its_tuturi 10 หลายเดือนก่อน +1

    Bah

  • @sadatislamkhan3707
    @sadatislamkhan3707 10 หลายเดือนก่อน +1

    Eta khubi bhalo ekta Initiative, ekhon er moddhe corruption factor tao nite hobe. Plus ekhon jehetu deshe demographic dividend ase ei scheme tah neya easier but jokhon boyoshko manush bere jabe parcentagewise thik jemonta japan ba western deshe hoite tokhon eita ekta baje impact felleo felte pare.

  • @biplabsamanta3188
    @biplabsamanta3188 9 หลายเดือนก่อน

    Koto taka debe ?

  • @Salahuddin-ih2pv
    @Salahuddin-ih2pv 10 หลายเดือนก่อน

    ভাই এই ৬০ বছর যে আমি টাকা রাখবো, সেই টাকা কি আমি ৬০ বছর আগে বা পরে তুলে নিতে পারব

  • @momingazi7550
    @momingazi7550 10 หลายเดือนก่อน

    Thank you so much, Vaiya 🤓

  • @mislike7325
    @mislike7325 3 หลายเดือนก่อน

    Vai, sorkari job wala der j ekn pension subida bad diye sarbojonin pension calu korlo setar subida r osubida tule dhoren.

  • @shantanubiswas7777
    @shantanubiswas7777 10 หลายเดือนก่อน

    Ami proud feel kori.
    Bangladesh er 1st 500 joner moddhe ami registration korte perechi. ❤😊❤

  • @shamsdoha952
    @shamsdoha952 29 วันที่ผ่านมา

    After 20/25 due depreciation: Rice 50 Tk per KG after 20/25 rice will be 500 Tk per kg. All sceam loot and deceave.

  • @malampartho6125
    @malampartho6125 10 หลายเดือนก่อน +1

    স্যার ECE বিল্ডিং এ আসেন না?🙂 দেখা করার ইচ্ছে অনেক!

  • @titughosh9248
    @titughosh9248 หลายเดือนก่อน

    ভাই আমিতো দারিদ্য সীমার নিচে নাই, কিন্ত আমি যদি সমতা স্কিনটা করি তাহলে কোন স্যমস্যা হবে কিনা?

  • @user-ud8yi6iz8v
    @user-ud8yi6iz8v 14 วันที่ผ่านมา

    আমি মোট যত টাকা জমাইছি এককালিন কি ঐ টাকা তুলতে পারবে নাকি কোনো সময়? যদি েকউ অসুস্থ হলে টাকার দরকার তখন।

  • @sojibkhan9992
    @sojibkhan9992 10 หลายเดือนก่อน

    govt. change hole atar resposibility ke nibe?

  • @farahjishansohana4507
    @farahjishansohana4507 2 วันที่ผ่านมา

    thanks vai❤

  • @sonetislam8092
    @sonetislam8092 10 หลายเดือนก่อน

    সাউন্ড বাড়িয়েও কানের কাছে আনতে হয়। মনোযোগ দিয়ে শুনার জন্য

  • @tahmidibnemofazzol7736
    @tahmidibnemofazzol7736 10 หลายเดือนก่อน

    আমি স্যার সব সময় অপেক্ষায় থাকি আপনার ভিডিওর জন্য, বাড়ানো যায় নাকি আপনার ভিডিও আপলোড করার হার 😢?

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      অবশ্যই বস, এখন থেকে নিয়মিত আসবে 😁

  • @mahbuburrahmanchy120
    @mahbuburrahmanchy120 10 หลายเดือนก่อน

    Wow

  • @nayemalam2847
    @nayemalam2847 10 หลายเดือนก่อน +2

    ভারতীয়দের চন্দ্রাভিযান ৩ নিয়া একটা ভিডিও দেন। আর আমরা কোনো এতো পিছিয়ে সেটার ব্যপারে তুলনামূলক কিছু বলেন।
    অন্য দেশ বিজ্ঞানী তৈরি করে আর আমরা তৈরি করি প্রশাসক। এভাবে কী দেশ খুব ভালো ভাবে এগোবে?

    • @sudiptodas2703
      @sudiptodas2703 10 หลายเดือนก่อน +1

      R8 ❤ my

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      মানুষের চাঁদে যাওয়া নিয়ে আগেই একটা ভিডিও দেওয়া আছে, দেখে আসেন 😁
      th-cam.com/video/2bndIjzmeN8/w-d-xo.htmlsi=FblgXFFvdXTqdCx9

  • @raihankabir606
    @raihankabir606 10 หลายเดือนก่อน

    Boss onak din por ❤❤❤❤💌🖤

  • @sultansheikh5918
    @sultansheikh5918 10 หลายเดือนก่อน

    doridro shimar niche thaka manush apnar video dekhbe kmne sir?? tader to smartphone ba pc nai

  • @eshadulhaque5144
    @eshadulhaque5144 10 หลายเดือนก่อน

    যার বয়স ১৮ বছর সে যদি এই অফার এ নিবন্ধন করে এবং ৫-৬ বছর পর তার যদি সরকারি চাকরি হয় তখন কি হবে?

  • @Shakil-gb1jh
    @Shakil-gb1jh 10 หลายเดือนก่อน

    বস ভালো ছিলো❤

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      অনেক অনেক ভালোবাসা নেন বস 🥰❤️❤️

  • @professor_00123
    @professor_00123 10 หลายเดือนก่อน +2

    Some countries Have Moon on their Flag 😂
    (Fukistan turkey and many more)
    Some countries have Their Flag on Moon💪🏻🇮🇳🇮🇳

  • @naimhasan5346
    @naimhasan5346 10 หลายเดือนก่อน +2

    Vai valo ekta podcast microphone use koren 🙏. Proyojone audience scheme start koren 😂 amra deposit korbo😂

  • @hridoyhasan8051
    @hridoyhasan8051 8 หลายเดือนก่อน

    মিশরের পিরামিডের ইতিহাস নিয়ে একটা ভিডিও চাই.... স্যার ❤

  • @showmikahmed2749
    @showmikahmed2749 10 หลายเดือนก่อน

    ক্যাশলেস সোসাইটি নিয়ে একটা ভিডিও বানান

  • @newtonuzaal
    @newtonuzaal 10 หลายเดือนก่อน +2

    Alhamdulillah, valo udeg 🇧🇩🤲🇧🇩

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      উদ্যোগ তো ভালো, দেখা যাক সামনে কি হয়!

    • @newtonuzaal
      @newtonuzaal 10 หลายเดือนก่อน +1

      @@EnayetChowdhuryOfficial be positive ✨ bro🌱😊

  • @kazisaad8106
    @kazisaad8106 10 หลายเดือนก่อน +2

    ভাই এস আলমের বিলিয়ন ডলারের স্ক্যাম নিয়ে ভিডিও বানান(যদি উপরের মহলের চাপ না থাকে)

    • @ahteshamkabir6755
      @ahteshamkabir6755 10 หลายเดือนก่อน

      ekhanei kobi nirob 😒😒😒😒😒😒

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      @kazisaad8106 আচ্ছা বস, সময় সুযোগ পেলে অবশ্যই হবে!

  • @mdkhrafi
    @mdkhrafi 10 หลายเดือนก่อน

    Minutes 11:15: আমার মনে হয় refetence টা সঠিক নয়। France এ সরকার retirement age 62 থেকে 64 করেছে, যেখানে আন্দোলন হচ্ছে যাতে সেটা 62 ই থাকে। একটু check করে দেখবেন। ধন্যবাদ!

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      সঠিক বলার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ বস 🥰

  • @asifkabir7484
    @asifkabir7484 10 หลายเดือนก่อน

    Metlife er opor ekta video koren

  • @sb_sports04
    @sb_sports04 10 หลายเดือนก่อน +2

    ভাই আমাদের দেশে যে পরিমাণে মুল্যস্ফীর্তি হয়, এখানে টাকা রাখলে পুরাই লস

    • @istiaqahmed5708
      @istiaqahmed5708 10 หลายเดือนก่อน

      মুদ্রাস্ফীতি কারণে টাকার আজকের মূল্য কয়েকবছর পর এক থাকবে না।তাই,
      টাকা দিয়ে জমি কিনুন গাছ লাগান।
      🌟সোনা বা রূপার বার কিনুন।
      ☀️চাকরিজীবি না হলে যে পন্যগুলোর মুদ্রাস্ফীতি বেশী সেগুলোর দোকান দিতে পারেন।

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน +1

      হইতেই পারে!

    • @sb_sports04
      @sb_sports04 10 หลายเดือนก่อน

      @@EnayetChowdhuryOfficial Sir যদি আমরা টাকা ব্যাংকে ডিপোজিট বা FDR বা এসব সার্বজনীন পেনশন না কিনে, স্বর্ণ রুপা বা জায়গা জমিন কিনে রাখি এতে কি আমাদের লাভ হবে না ক্ষতি হবে, এটা নিয়ে যদি কিছু বলতেন

  • @shahidurrahman8634
    @shahidurrahman8634 10 หลายเดือนก่อน

    My simple question is if gov change & the new gov refuse to run the program then what will the effect?

  • @nusairff5180
    @nusairff5180 10 หลายเดือนก่อน

    Bhaiya shamne election ashtese oita niye jodi kono kisu bolten ba amader k janaiten

  • @mamunahsan2905
    @mamunahsan2905 10 หลายเดือนก่อน +2

    সরকার পরিবর্তন হলেও কি তখন এই টাকা দিতে বাধ্য থাকবে তখনকার সরকার??

  • @MARVEL-BD
    @MARVEL-BD 10 หลายเดือนก่อน +1

    সুন্দর কিন্তু আবার Scrim না হয়ে Scam হয়ে না যাই যেন 😂

  • @papondey3625
    @papondey3625 10 หลายเดือนก่อน

    jodi kau farmar ba lavour hoi tahole ki tara ata pabe @enayet vai

  • @aestheticrose4164
    @aestheticrose4164 10 หลายเดือนก่อน

    neuclear family ki jinish bhai oita mone hoy neutal hobe

    • @EnayetChowdhuryOfficial
      @EnayetChowdhuryOfficial  10 หลายเดือนก่อน

      যে ফ্যামিলি তে বাবা মা শুধু তাদের বাচ্চাদের নিয়ে থাকে, মানে বাংলাতে যৌথ পরিবার যেটারে বলে তার উল্টো!