এই প্রবাসে আমাদের ঈদ!! সত্যি বলতে প্রবাসে কোন ঈদ নেই 🥲🥴।। প্রবাসে‌ ঈদের বাস্তবতা 🇧🇩

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • এই প্রবাসে আমাদের ঈদ!!
    সত্যি বলতে প্রবাসে কোন ঈদ নেই
    😔... ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ ভাগাভাগি করার উত্তম একটি দিন। প্রচলিত এই কথা শুধুমাত্র দেশে থাকা মানুষদের জন্যে মানায়। আমরা যারা দেশান্তরে তাদের জন্যে এ-কথা নহে। আমার কাছে ঈদ মানে বেদনার গাংচিল। ঈদ আসলে সুন্দর স্বপ্নরা দুঃস্বপ্ন হয়ে যায়। ফেলে আসা সোনালি অতীত নিমিষেই মন খারাপের দেশে নিয়ে যায়। শুধু তাই নয়, আনন্দ রূপ নেয় নিরানন্দে। বাস্তবতার দ্বারপ্রান্তে অভিজ্ঞতার আলোকে প্রবাস থেকে ঈদের বার্তার এ স্মৃতিচারণ। সুখণ্ডশান্তি আর সমৃদ্ধি খোঁজে আমরা পরবাসী। আমাদের প্রেরিত অর্থ নিজ পরিবারের মাঝে হাসি ফোটে আর দেশের অর্থনীতির চাকা বেগবান হয়।
    😔....আমরা দেশের অর্থনীতির চাকা সচল করার জন্যে যতোই ঘাম জড়াইনা কেনো আমাদের সুখের আর নিরাপত্তার যেনো কোনো বালাই নেই। যার প্রতিচ্ছবি দেখতে পাই বিমানবন্দরে হয়রানি, লাগেজ খুঁজে না পাওয়া, জমি নিয়ে প্রতারণার শিকারসহ নানা সমস্যার সম্মুখীন হতে হয় প্রবাস থেকে দেশে গেলে। মন্ত্রী থেকে উচ্চ পদস্থ সকল কর্মকর্তা বিষয়টা জানেন, তবু যেনো প্রতিকার নেই। এটাই আমাদের দীর্ঘ প্রবাসজীবনের সুখ। তবে কি এ রকম সুখের আশায় প্রায় দেড়কোটি বাংলাদেশি দেশান্তর। বার থেকে চৌদ্দ অথবা কোনো সময় ষোল ঘণ্টা কাজ করতে হয় প্রবাসে। সেই ঘাম জড়ানো অর্থ দেশে পাঠাই পরিবার এবং নিজে ভালো থাকার জন্যে। কিন্তু কারণে-অকারণে ভালো থাকা হয়ে উঠে না। আমরা ইতোমধ্যে স্বাধীনতার পঞ্চাশ বছরে পদার্পণ করলেও একটু সুশৃঙ্খল জাতিতে পরিণত হতে পারিনি। ঈদ আসলেই এই স্মৃতিগুলো বড্ড পীড়া দেয় মনে।
    😔...ঈদ আসে ঈদ যায় এর মাঝে সুখ-দুঃখের কাহিনি আমরণ পর্যন্ত থেকে যাবে। প্রবাসের ঈদ আমার কাছে একেবারেই সাদামাটা। যদি এক কথায় বলি ঈদ মানে ঈদ নয়। দীর্ঘ এক যুগেরও বেশি দেশে ঈদ করা হয় না। শেষ ঈদ দেশে কবে করা হয়েছে মনে নেই। তবে ঈদের সুখ-দুঃখ এখনও মনে বিরাজমান, যা প্রায়ই মনে পড়ে আর বোবা কান্নায় বুক ফাটে। শান্ত¡না দিই ওরে মন প্রবাস তো এমনই। কাছে নেই আত্মীয়, পরিবার, বন্ধু-বান্ধব দেশের মতো একে অপরের বাসায় দাওয়াতের ধূম নেই, যা ঈদের মাঝে বাড়তি আনন্দ জোগায়। এটাও সত্য, প্রবাসে হয়ে উঠে না অনেক কিছু কর্মব্যস্ততার কারণে। কিন্তু কারো কোনো আন্তরিকতার কমতি নেই। নানা ব্যস্ততায় ক্রমশ আপন মানুষগুলো পর হয়ে যায়। এরই নাম প্রবাস।
    #ঈদ
    #প্রবাস
    #ঈদের খাবার
    #ঈদের আড্ডা
    #ঈদের আড্ডা
    #প্রবাসীদের ঈদ
    #ঈদে প্রবাসীদের জীবন
    #dubaivlog
    #dubai
    #courierlife
    #eid
    #dubaieid
    #bangladesh
    #Daka

ความคิดเห็น • 2

  • @microsaiful4414
    @microsaiful4414 2 หลายเดือนก่อน

    Good Naogan

  • @AkaderEnterprise
    @AkaderEnterprise หลายเดือนก่อน

    আস্সালামু আলাইকুম ভাইজান আপনি কেমোন আছেন
    নতুন ভিডিও দিবেন ভাই ❤