Tare Bole Dio - Sagnik Sen (Tribute to Hemanta Mukherjee & Uttam Kumar)
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Music Video Credits:-
Artiste - Sagnik Sen
Keyboard - Tapan Manna
Tabla & Handsonic - Debjit Pahari
Rhythm - Rana Guha
Guitar - Santanu Dutta
Piano - Sagnik Sen
Sound - Sandipta Sarkar
Music Video - Raja Halder
Set - Rana Halder
কী বলব, ভাষা হারিয়ে ফেলেছি! একটাই তো মন, একবার হেমন্তজী জিতেছেন। আবার আপনিও জিতলেন!! কেয়াবাত!!!! ❤❤❤❤
আমরা হেমন্তবাবু কে হারায় নি...আপনার মধ্যেই উনি বেঁচে আছেন।
অসাধারণ স্যার,আপনি বাংলা ইন্ডাস্ট্রির চোখে পড়েননি কেনো?? মুগ্ধ হয়ে গেলাম।হেমন্ত বাবুকে আপনি বাঁচিয়ে রেখেছেন।ভালো থাকুন।
আহা...শুনলেই মন ভালো হয়ে যায় ...কালজয়ী গানটি আপনার কণ্ঠে মধুর হয়ে বাজল সাগ্নিকদা ..অপূর্ব tribute !🎵🌸🌸🙏
Just speechless.....pran mon bhore gelo. Durdanto geyecho bhai.
যতদূর মনে পড়ে এই গানটি সাগ্নিকের যাদুকরী কন্ঠে আগেও শুনেছি। আবারও সাগ্নিকের অসাধারন নিখুঁত গায়কী মনকে ভরিয়ে দিয়েছে। হেমন্ত বাবুর নতুন কোন গান কেন গাইছেন না? আশায় রইলাম "তোমায় আমায় মিলে বাঁধব যে ঘর..." অথবা "সুরের আসর থেকে মন নিয়ে এসেছি..." এই ধরনের নুতন নুতন গান শুনব বলে। নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন প্রতিদিন। ❤️💙❤️💙❤️💙❤️💙
অনেক সুন্দর হয়েছে দাদা,👌 অনেক অনেক শুভকামনা, বাংলাদেশে থেকে
সামনা সামনি না শুনলে বিশ্বাস করতাম না কারোর voice কিভাবে হেমন্তবাবুর মতো পুরো একরকম হতে পারে । কাল তো আমি শুনে অবাক ।💖 Betai Dr BR Ambedkar college
Bhai ame na bolle too jete o naa😢
Ashadharon gala.. Ami to bhabtei pari ni.. Je eta Hemanta Mukherjee r kantha noy
Uff sune mon bhore gelo
Sagniker gaan sunte eto valo lage mon kharaper somoy or gaan sune mone Shanti pai
Opurbo gawa sagnik Sen mone thakbe ei sür ei gan love from New .York 🇺🇸🇺🇸
আপনি পুর্ব মেদিনীপুরের তমলুকে আমাদের বলরামপুর গ্রামীন পুজোতে আজ থেকে ১০ বছর আগে এসেছিলেন। আমার বয়স তখন মাত্র ১০। আপনার গান আমি মায়ের ছোট্ট নকয়ে মোবাইলে ভিডিও রেকর্ড করেছিলাম। জানিনা আপনার গান আমার খুব ভালো লেগেছিল যত দিন ওই মোবাইলটি আমার কাছে ছিল আমি আপনার গান গুলি চালিয়ে শুনতাম। আজ ১০ বছর কেটে গেছে। আমি এখন কলেজে ডাক্তারি পড়ছি। আপনার গান আজও আমার কানে বাজে না হয়তো আপনি না শ্রদ্বেয় হেমন্ত মুখোপাধ্যায় নিজেই সেদিন মঞ্চে গাইছিলেন। মনে পড়ে যায় সেই পুজোর ঘোষণা টি " মঞ্চে গান করতে আসছেন রূপসী বাংলা খ্যাত গায়ক সাগ্নিক সেন" প্রণাম নেবেন। ভালো থাকবেন সবসময়।
থামলে কেন বাজও আমার খুবই ভাল লাগে এই কথা গুলো। এককথায় অসাধারণ।
দারুণ উপভোগ্য গান শুনলাম নতুন প্রজন্মের হেমন্ত মুখার্জী সাগ্নিকের কন্ঠ। সাফল্য কামনা করি।
আহা মনটা যে কি আনন্দে ভোরে গেলো। 👌❤❤🎉🎉
Asadharon konto unbelive able.sagnik da. Hamanta mukhopadyay
অপুর্ব, বড় সুন্দর লাগলো। Lots and lots of well wishes.
Jini tabla bajachen tini ekdm parodorsi and sagnik da u are the best tmr golai hemnta babur gaan sothi darun manai nava nalanda e tomai sunechilam khub bhalo legechilo bhobisotter jonno anek subhokamna roilo
খুব সুন্দর গেয়েছো 💖💖👍👍 আমিও এই গান টা অনেক অনুষ্ঠানে গেয়েছি,,, কিন্তু তোমার মতো এতো ভালো হয়তো পারি নি দাদা
Mind blowing Sagnik. Osadharon laglo gaan ta shune. Aami asha kore bose achhi tumi aabar kobe Lucknow te program korte asbe. Onek onek Ashirwad roilo tomar jonno. 🙌🙌🙌🙌❤️❤️
জীবনের টানাপোড়েনের মাঝে আপনার এই গান যেন একটুকরো খোলা হাওয়া।🥰
শারদ উৎসব অসম্পূর্ণ এই গানগুলি ছাড়া। হেমন্তবাবু আপনার এই গান গুলির মাধ্যমে চিরকাল বাঙালির হৃদয়ে থেকে যাবেন।
Osadharon bhai, Hemanta da nischoi opor theke tomae sunchen.
Super duper bumper ❤❤❤❤
আহা,,অপুর্ব,,মন ভরে গেলো❤🌹❤️👌👌👌👌👌
আমার প্রিয় গানের একটি
নতুন করে শুনলাম❤❤
Apurbo . Mon vore galo 😊❤
The Legend lives on in your heavenly rendition.
Dr. Anwar Chowdhury
Andover, KS USA 🇺🇸
মনটা 😊 আনন্দে 😊ভরে😊 গেল 😊
হেমন্ত বাবু আমার খুব প্রিয় শিল্পি প্রচন্ড কষ্টে আর প্রচন্ড আনন্দ পেলে এই গান গুলো আমার কানে বেজে ওঠে আমার প্রিয় মানুষটা আমাকে বিদায় দেবার আগে আমাকে লিংক টা পাঠিয়ে ছিল। খুব যখন কষ্ট হয় এই গানটার প্রতিটা ছন্দে আমি তার স্মৃতি অনুভব করি। যাবার আগে আমাকে অভিযোগ করেছিল আমি তার ভালোলাগা ভালোবেসে উঠতে পারিনি কোনোদিন 🥹 খুব মিস করি রত্না তোমাকে।
অপূর্ব তুমি ভাই অসাধারণ কোথায় যেন হারিয়ে গেছি শুনতে শুনতে
আহা মন ছুঁয়ে গেল দাদা ❤🎉
দাদা❤ চমৎকার
অসাধারণ
Ufff,ki modhur kontho .valo theko dada ...
Salute to Hemanta Mukhopadhyay, Uttam Kumar and Sagnik Sen.......!!!🙏🙏🙏
Excellent tobla badk.❤❤❤❤❤❤
গুরুদেবের গান, খুবই সুন্দর লাগল,অনেক অনেক ধন্যবাদ
দারুন খুব সুন্দর
For a minute I thought it was the original. Great stuff brother. Keep the legend alive
Apurbo.
Khub khub valo laglo
Khob Sundor Hoacha Gan
Monta vlokore dilo❤️..ai song ta ami samne theke sunechi tmar golay but aro sunte chai bar bar❤️❤️❤️
Mon bhore dewa gaan
...... superb 🥀✨🖤
অসাধারণ ❤❤
Dada khub valo laglo tomar gan sunte amar khub valo lage❤❤❤❤
সত্যিই অপূর্ব গেয়েছেন,মনে হলো যেনো রেকর্ড শুনলাম❤
Kaljoi gan.Hemontok jibito rakhlo shagnik.Donnobad.
আহা মন প্রান ভরে শুনলাম।।
Superb performance Sagniksenji...❤
ब्यूटीफूल सगनिक बेटा। U r amazing.
***ki re thamli keno,baja*** ai kotha tai rakho dada...fantastic singing....24 June dekha hoche Asansol a..best of luck for Asansol
Osadharon ❤
Darun ❤❤❤
Sagnik
আজ যদি হেমন্তবাবু থাকতেন , তাহলে তিনি আপনার ওপর গর্ববোধ করতো আজ যদি হেমন্তবাবু থাকতেন , তাহলে তিনি আপনার ওপর গর্ববোধ করতো
khub valo gainen❤
We need to celebrate Sagnik Sen more❤❤
Darun darun
Very good voice &charmfull singing
Opurbo geyechho as always❤️❤️
apurbo dada❤❤
অসাধারণ সাগ্নিক! মন ভরে গেল।
Brilliant voice....
এমন গান শুনলেই মনের সব কষ্ট যেন দূরে চলে যায় । ধন্যবাদ দাদাভাই ।
So attractive song🎉
Wonderful 🎵 ❤❤
Apurbo ❤
1:25 wonderful song
.chokh buje sunle mone hochhe Hemonto mukherjje gaichhen
Asadharon
Very nice
দারুন..মন ভরে গেলো..
আহা❤️
Superb and amazing performance as always!❤❤
Khub ❤sundor
Durdanto performance.
দারুণ দারুণ দারুণ 😊
Heard this song after many moons, thanks Sagnik for reviving the memories of the maestro
Once again under the hypnotic spell of your lovely voice
Apurbo 🥰
Khub bhalo
শ্রদ্ধা জানাই তোমার গায়কী কে। ভালোবাসি তোমায় দাদা।
Apurba, jeno Hemonto babur gala basano, anek nam korbe
Excellent ♥️♥️
Eto bhalo je bhashai bolte parbo ns
অপূর্ব অপূর্ব...
Superb
I have no comment. Shidhu bolbo avabei sobsomoy sunte chai.
Tarre bole diyo ami asbo bare bare ❤
Same 2 same ,,,,hemant jiiii
Lovely
আজ যদি হেমন্তবাবু থাকতেন , তাহলে তিনি আপনার ওপর গর্ববোধ করতো😊
অনবদ্য❤
❤❤❤❤❤❤❤❤❤❤
ছায়া দেখেছি যে তারে ' সে যেন থাকেনা চোখের আড়ে ,,,,তারে বলে ,,,
অপূর্ব.
Darun. ❤
অপূর্ব ❤
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে,
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।
ওই গুন গুন সুরে মন হাসে না,
ওই গুন গুন সুরে মন হাসে না
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।।
গা মা পা, মা গা রে,
কিরে থামলি কেন বাজা?
গা মা পা, মা গা রে,
সা রে মা গা রে গা
রে সা রে সা নি সা
ওই ফুল মালা দিল শুধু জ্বালা
ধূলায় সে যাক ঝরে যাক না,
এই ভাঙা বাঁশি ভোলে যদি হাসি
ব্যথায় সে থাক ভরে থাক না।
জানি ফাগুণ আমায় ভালবাসে না
জানি ফাগুণ আমায় ভালবাসে না
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।
Ki kore possible …… ❤❤❤❤
আপনার 😊 কন্ঠে 😊 হেমন্ত মুখোপাধ্যায় এর😊 গান 😊 খুব সুন্দর 😊ল।গে😊