Radhaswami Naam Ati Pranaram | By Pt Balaram Das | With Lyrics | Sandeep Ghosh |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • পন্ডিত বলরাম দাসের কণ্ঠে অসামান্য একটি কীর্তন
    A Marvellous Kirtan By Pandit Balaram Das
    রাধাস্বামী নাম অতি প্রাণারাম (Radhaswami Naam Oti Pranaram)
    কথা : পরমপূজ্যপাদ শ্রীশ্রী বড়দা।
    সুর : সুখময় সেনগুপ্ত।
    রাধাস্বামী নাম অতি প্রাণারাম
    কি মধুর নাম শ্রবণে,
    নাহি ভেদ জ্ঞান করি নাম সুধা দান জীবে তরালে হে ভূবনে।
    রাধাস্বামী . . . . . . শ্রবণে।।
    নাহি সুখের লেশ নাহি ক্লেশের শেষ
    অতি দীনবেশ ধরি এ জগতে
    নাহি অন্যবেশ শুধু ভাবাবেশ
    হাসি খেলে সদা বদনে
    কেমন এ ভব বল বুঝি কেমনে (বল)।।
    হৃদয়ে হৃদয়ে তোমারই ধাম
    দিশি দিশি শুনি তব পূণ্যনাম
    গায় সবে ধরি সুমধুর তান
    সদা অনুকূল রাধাস্বামী নাম
    রাধাস্বামী নাম জয় রাধাস্বামী নাম (বল)।।
    ওগো দয়াময় হেন মনে লয়
    যুগে যুগে তুমি এসেছ ধরায়
    (তাই) শুধিতে সে ঋণ বুঝি জনম
    নিলে আপনি কেঁদে সবে হাসালে।।
    আমি অতি মূড় মতি
    না জানি তবো স্তুতি ভকতি
    এই বাসনানল অন্তরে জ্বলে (ওগো)
    পদে পাই যেনো স্থান অন্তিমকালে
    অধম সন্তানে স্থান দিও চরণে,
    প্রভু এ দীন অধীনে স্থান দিও চরণে
    অধম সন্তানে স্থান দিও চরণে ।।
    (পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দার তেরো বৎসর বয়সে রচিত কীর্ত্তন)
    #satsang

ความคิดเห็น • 32