আজকের এই পরিস্থিতিতে দাড়িয়ে যেখানে যুবকরা সকাল থেকে না ঘুমানে পর্যন্ত ফোন, ইউটিউব গেম নিয়ে ব্যস্থ থাকে। সেখানে একজন 80 বছরের দাদু ২ তলা বাড়ি তৈরি করেছেন তাও কারোর বিন্দুমাত্র সাহায্য ছাড়া। এইটাই আমাদের জন্য বড় পাওয়া। স্যালুট দাদুজান
ওই বয়সে উনি যেই কাজ করছে তার কষ্ট শুধু তারাই উপলব্ধি করতে পারবে যারা একদিন হলেও নিজে সিমেন্ট-বালু-শুরকি মিক্স করে মসলা তৈরি করছে। অনেক পরিশ্রম আর ধৈর্য্যের কাজ এইটা।
এইটা আমার এখনো মনে পরে দেখছিলাম 2012 সালের ঈদের সময় 😧😧 সেই দিন আর পাবো না 🥺 তবে আমি তাদের মতো বলবো না যে মিস করি দিন গুলি কেননা আমরা এখনো সেই বাবা মা চার ভাই এক বোন একসাথে ঈনের সময় টা কাঁটায় । লাভ ইউ ভাইয়ারা আমি তোমাদের রবি বলাতাছি 🥺
আমি আর আমার অসুস্থ মা এক তলা বিল্ডিং এর কাজ করিয়েছি, কতটা কষ্ট যে কাজ করা, আমরা তা জানি। আর এই বৃদ্ধ মানুষটি একা তা করছে। আল্লাহ ওনার মনের আশা পুরন করুক।
ওনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে গেলো আমার বাবা নেই তিনি ও এমন কোন কাজ কে ভয় পেতোনা বরং কাজ তাকে ভয় পেতো এমন বৃদ্ধ বয়সে ও তার সঙ্গে কেউ কাজ করতে চাইতোনা ভয়ে
আজ বিশ্ব পরিবেশ দিবস, তাই আসুন আমরা আমাদের বাড়ির আসে পাশে,রাস্তার ধারে, কদম,শিমুল,জারুল,কৃষ্ণচূড়া,রাধাচূড়া, হিজল,সোনালু,পলাশ ও কাঠ গোলাপ গাছ লাগাই,পরিবেশ অনেক সুন্দর লাগবে।বকুল, দেশি ডুমুর,নিম,বট ইত্যাদি গাছ ও লাগাতে পারেন,এগুলোর ফল পাখিদের প্রিয় খাবার, গাছ লাগান,পরিবেশ বাচান,সবাইকে ধন্যবাদ।
যারা নাটক-সিনেমা ও খবর দেখতে এসে আল্লাহ্ এবং রাসূলের পবিত্র নাম কে অপবিত্র করে এবং লাইক কমেন্ট এর জন্য ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের জুতার বাড়ি ১০০% 😡😠😡
ইত্যাদিতে প্রচার হওয়ার সময় দেখলাম উনি দোকানে বসে দোকানদারী করতেছে, উনাকে জিজ্ঞেস করলাম আপনি ইত্যাদি অনুষ্ঠানটি দেখেননি? উনি বললেন আমি তোমাদের জন্য করছি তোমরা দেখো এবং তা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে কাজে লাগাও। আজ উনি বেচেঁ নেই।
মনের গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি এই মহান ব্যক্তিকে।
আজকের এই পরিস্থিতিতে দাড়িয়ে যেখানে যুবকরা সকাল থেকে না ঘুমানে পর্যন্ত ফোন, ইউটিউব গেম নিয়ে ব্যস্থ থাকে।
সেখানে একজন 80 বছরের দাদু ২ তলা বাড়ি তৈরি করেছেন তাও কারোর বিন্দুমাত্র সাহায্য ছাড়া।
এইটাই আমাদের জন্য বড় পাওয়া।
স্যালুট দাদুজান
দাদু আগের যুগের মানুষ তাই পেরেছেন। এ যুগের ইয়ং হলে ফোন নিয়ে ব্যস্ত থাকতেন।
@@michalemckinnon3909 You are Right
মানুষ একাই একশো হয় তখন যখন তার উদ্দেশ্য ও নিয়ত সৎ ও সাফ থাকে।
দাদুর কথা এখন ও মনে আছে ।।
দাদু খুব নিষ্ঠাবান,,
এবং কর্মঠ মানুষ ।।
স্যালুট ইত্যাদি ।।।।।
স্যার মানুষের ইচ্ছা এবং অধম্য শক্তি থাকলে মানুষ অনেক কিছু জয় করতে পারে যার প্রমান এই প্রবীণ বৃদ্ধ মানুষটি, আমি উনাকে শ্রদ্ধা ভরে সম্মান করি।
বাবা তো বাবাই
তার তুলনা হয়না। কারণ তিনি ও একজন বাবা 💗🌺
ওই বয়সে উনি যেই কাজ করছে তার কষ্ট শুধু তারাই উপলব্ধি করতে পারবে যারা একদিন হলেও নিজে সিমেন্ট-বালু-শুরকি মিক্স করে মসলা তৈরি করছে।
অনেক পরিশ্রম আর ধৈর্য্যের কাজ এইটা।
আমি আলমাস মিয়াকে আমার জীবনে একটি শিক্ষা হিসেবে গ্রহন করলাম
এইটা আমার এখনো মনে পরে দেখছিলাম 2012 সালের ঈদের সময় 😧😧
সেই দিন আর পাবো না 🥺
তবে আমি তাদের মতো বলবো না যে মিস করি দিন গুলি কেননা আমরা এখনো সেই বাবা মা চার ভাই এক বোন একসাথে ঈনের সময় টা কাঁটায় ।
লাভ ইউ ভাইয়ারা
আমি তোমাদের রবি বলাতাছি 🥺
আমি আর আমার অসুস্থ মা এক তলা বিল্ডিং এর কাজ করিয়েছি, কতটা কষ্ট যে কাজ করা, আমরা তা জানি। আর এই বৃদ্ধ মানুষটি একা তা করছে। আল্লাহ ওনার মনের আশা পুরন করুক।
আমি একাই একশ কথাটি মনেহয় সত্য, দাদু দোয়া রইলো৷
পাশের বাড়ির ভাইটিকেও ধন্যবাদ ইত্যাদির সামনে তুলে ধরেছেন তিনি
ওনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে গেলো
আমার বাবা নেই তিনি ও এমন কোন কাজ কে ভয়
পেতোনা বরং কাজ তাকে ভয় পেতো
এমন বৃদ্ধ বয়সে ও তার সঙ্গে কেউ কাজ করতে চাইতোনা ভয়ে
খুব সুন্দর 👍👍👍🇮🇳👌👌👌
🤲🤲🤲 হে আল্লাহ , তুমি তার দীর্ঘ হায়াত দান করো । জাতীয় তিন নেতার স্বপ্নপূরণ করতে পারেন ।
BTV তে দেখা সেই ছোটবেলায় পুরনো স্মৃতির কথা মনে পরে গেল......এখন ১০ বছর পর দেখলাম ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
১০ বছর পরে খুব জানতে ইচ্ছে করছে ওনি বেচে আছেন কিনা এবং ওনি ওনার কথা মতো সম্পুর্ণ বাড়ির কাজ শেষ করতে পারছেন কিনা???
আমিও
,bro, আমিও
উনি মারা গেছেন, উনার বাসার পাশেই আমার বাসা।
@@MdYasin-nw3ek অনেক ধন্যবাদ ।আমারও জানার ইচ্ছা ছিল।
আমার ও ইচ্ছা করতেছে
বৃদ্ধ লোকটি থেকে আমাদের তরুণ প্রজন্মের শিখার আছে অনেক কিছু। ইচ্ছা শক্তির বলে অসাধ্য কে সাধন করতে পারে মানুষ। ওনি তার উজ্জ্বল দৃষ্টান্ত।
অসাধারণ।
ইচ্ছা এবং উপায় কি অবশ্যই সঠিক। ধন্যবাদ।
আল্লাহ তার মনের আসা পুরন করুক তাকে নেক হায়াত দান করুক
ছোটবেলা থেকেই ইত্যাদি দেখি। হয়তোবা একদিন বতর্মান অবস্থা দেখতে পাবো।
আজ বিশ্ব পরিবেশ দিবস, তাই আসুন আমরা
আমাদের বাড়ির আসে পাশে,রাস্তার ধারে,
কদম,শিমুল,জারুল,কৃষ্ণচূড়া,রাধাচূড়া,
হিজল,সোনালু,পলাশ ও কাঠ গোলাপ গাছ
লাগাই,পরিবেশ অনেক সুন্দর লাগবে।বকুল,
দেশি ডুমুর,নিম,বট ইত্যাদি গাছ ও লাগাতে
পারেন,এগুলোর ফল পাখিদের প্রিয় খাবার,
গাছ লাগান,পরিবেশ বাচান,সবাইকে ধন্যবাদ।
আহারে কি সুন্দর দৃশ্য
কুমিল্লার নাম শুনলেই দেশের প্রধানের কলিজা শুকায় যায়
কারণ মোস্তাক এর মত ইতরেতর জন্ম যে এই কুমিল্লায়
মানে?🤔
Alhumdulillah Allah apnak valo o shosto o shomman a rakhok Aamin
তার শারীরিক মানসিক ভালো থাকুক সেই দোয়া করি।
আসলেই মানুষ পারে না এমন কিছু নেই,মানুষ কোনো লক্ষ্য নির্ধারণ করে তার উপর কঠোর পরিশ্রম করলে সফলতা নিশ্চিত ।
এই অনুষ্ঠানটি আমি তখন লাইভ দেখেছিলাম
খুবই ভালো লেগেছে আমার এলাকার কথা বলেছেন শুনে গর্ব করার মত কাজ করেছেন দাদা সালাম দাদাকে
মাশাআল্লাহ মাশাআল্লাহ
মুরুব্বিকে ধন্যবাদ জানায়,,
ঠিক একই রকম একজন লোক আছে ইতালিতে ঠিক আমি যেখানে থাকি যে শহরে সেই শহরে আমার পাশের বাসায়
আমি কুমিল্লার সন্তান হিসেবে গর্বিত।
wow a great initiative
বিনম্র শ্রদ্ধা এই সুপ্তগুণী মানুষের প্রতি।
দাদুই আসল মানব❤️❤️
ইচ্ছা থাকলে উপায় হয়ে সেটা প্রমান করে দিলেন দাদু 👍
সুবহানাল্লাহ্ সুবহানাল্লাহ্
অভিনন্দন আপনাকে দাদু
স্যালুট দাদা।
দাদা কে ভালোবাসা জানাই💚💚
15বছর আগেই এই পর্ব ঈত্যাদি তবে দেখেছিলাম আজকে আবার রিপ্লাই দেখলাম
মনেহয় সেদিন! 🤔
উনি এখন আর বেচে নেই। গরিবুল্লাহ শাহ হাউজিং সোসাইটির ৭ নাম্বার রোড এ বাসা।
বাড়িটা কাজ কতটুকু শেষ করতে পেরেছেন...?
@@abdullhaadnan2808 ইত্যাদি প্রচারের কিছুদিন পর মারা যান।
অনেক সুন্দর পোস্ট
Allah onak onek din baciye rakok,prttona kori Allahor kace🤲
MashaAllah ❤️👌
অসাধারণ 💖
উনি হল বাংলা দশরথ মাঝি
মাশাআল্লাহ দাদা।
Nice job. I'm just like him. Trying to do everything myself thank you very much
osadaron ak pothiva ta.
যারা নাটক-সিনেমা ও খবর দেখতে এসে আল্লাহ্ এবং রাসূলের পবিত্র নাম কে অপবিত্র করে এবং লাইক কমেন্ট এর জন্য ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের জুতার বাড়ি ১০০% 😡😠😡
Alhamdulillah Amin
এইটা লাইভ দেখেছিলাম।ইউটিউব আবার মনে করিয়ে দিল!🥰🥰
Vai oni akhon beche ache,tar sopno puron hoyecilo.aktu janaben
স্যালুট দাদু।
Excellent wuzudzt
5 number Viewer
MasaAllah
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
Very nice vedio
Vari good job
Ei porbo ta dekhechilam ami- tkn kotto choto chilam-
আবেদন রইল গিনেজ বুক অফ ওয়াল্ড এ তুলে ধরার।
Good job.
মাশাআল্লাহ
মাশাআল্লাহ।
@fagun audio vision er kase request etar follow up kisu kora jay kina???
ইত্যাদিতে প্রচার হওয়ার সময় দেখলাম উনি দোকানে বসে দোকানদারী করতেছে, উনাকে জিজ্ঞেস করলাম আপনি ইত্যাদি অনুষ্ঠানটি দেখেননি? উনি বললেন আমি তোমাদের জন্য করছি তোমরা দেখো এবং তা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে কাজে লাগাও। আজ উনি বেচেঁ নেই।
So sad
উচিৎ ছিলো তাকে সরকারিভাবে পুরষ্কৃত করা।কিন্তু আমাদের দেশে গুনীজনের কোনো কদর করা হয় না
Pray kori upni r o onk basor beche takun....
অসাধারণ
🤲🤲🤲🤲🤲
মাশআল্লাহ মাশআল্লাহ
Allah Help him. Allah is always with hard worker.
I wish he reach into his dream..............................!!
good job
তাকে হাজার সেলুট
Respect 💙
Good Video
অসাধারন
শুভ কামনা রইল
মনের কতটা জোড় থাকলে,এমন অসম্ভব কে সম্ভব করে,হার না মানা যোদ্ধা ?
Nice 🇧🇩😘😘😘
স্যালুট চাচা আপার
আল্লাহ
খুবি ভালো
আল হামদুলিল্লাহ্...প্রিয় ভিউয়ার্স আপনাদের ভালবাসায় ইসলামিক চ্যানেলটি এগিয়ে যাচ্ছে।আপনাদের একান্ত সাপোর্ট ও আল্লাহর রহমত নিয়ে অনেক দূর এগিয়ে যাবো ইনশা আল্লাহ্🌹🌹🌹🌴🌴🌴
পারবোনা সরি
ওনাকে দেখে এখন কার যুবকেরা শেখা উচিত
Gd video
nice video
masah allah
Best of luck চাচা
বুইড়া হেহি অনেক জিলিংগা
alhamdulillah
❤️❤️
Mashallah
আবারো প্রমাণ হলো ইচ্ছা থাকলে সব সমভব
🧡😊
আমাদের কুমিল্লা দাউদ কান্দি ই সেরা
এটা তো এর আগেও দেখেছিলাম ইত্যাদিতে।