বহুদিন পর রণদা সাহার বাড়ি মন্দির, হাসপাতাল দেখলাম । আপনার জন্যই সম্ভব হল, ।লোহাজঙ্ নদী পার হয়েছি নৌকায়।তখন শীত -বর্ষায় নৌকাতে ই পার হতে হতো ।আমি ১৯৬০ সালে হাসপাতালে ভর্তি ছিলাম,১১দিন হাসপাতালে ছিলাম, সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা হয়েছিল। তখন ক্লাস ফোর এ পড়ি ।সাহা পাড়ায় আমার এক মাসির বাড়ী ছিল। আমরা থাকতাম বালিয়াটি তে । জন্মভিটা জামুর্কী হাই স্কুলের পাশে , পোদ্দার পাড়া ,কিছু জ্ঞাতি এখনও আছে। যদি পারেন,জামুর্কী হাইস্কুল টা দেখানোর আবদার রইলো ।আর কয়টা দিন ই আছি!বয়স হয়েছে, আর তো যেতে পারবোনা! ৬২বছর আগে দেশ ছেড়েছি । তাই নতুন করে দেশকে দেখি আপনার ব্লগে।ভারত, কোচবিহার থেকে।
ছোটবেলায় আম্মা চাইতেন আমি ভারতেশ্বরী হোমসে পড়ি কিন্তু আব্বা দেননি দূরে তাই। দেশে থাকতে কুমুদিনীর বুটিকের দোকান ছিল হোটেল সোনারগায়ের ভেতরে, সেখান থেকে শাড়ি কিনেছিলাম। আমাদের প্রতিবেশির ছেলে মির্জাপুর ক্যাডেটে পড়তো।
বহুদিন পর রণদা সাহার বাড়ি মন্দির, হাসপাতাল দেখলাম । আপনার জন্যই সম্ভব হল, ।লোহাজঙ্ নদী পার হয়েছি নৌকায়।তখন শীত -বর্ষায় নৌকাতে ই পার হতে হতো ।আমি ১৯৬০ সালে হাসপাতালে ভর্তি ছিলাম,১১দিন হাসপাতালে ছিলাম, সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা হয়েছিল। তখন ক্লাস ফোর এ পড়ি ।সাহা পাড়ায় আমার এক মাসির বাড়ী ছিল। আমরা থাকতাম বালিয়াটি তে । জন্মভিটা জামুর্কী হাই স্কুলের পাশে , পোদ্দার পাড়া ,কিছু জ্ঞাতি এখনও আছে। যদি পারেন,জামুর্কী হাইস্কুল টা দেখানোর আবদার রইলো ।আর কয়টা দিন ই আছি!বয়স হয়েছে, আর তো যেতে পারবোনা! ৬২বছর আগে দেশ ছেড়েছি । তাই নতুন করে দেশকে দেখি আপনার ব্লগে।ভারত, কোচবিহার থেকে।
try korbo
কোচবিহার রাজার হাঁট বেড়াতে গিয়ে ছিলাম আপনার বাসা কোথায়, আমি ও বাংলা দেশের মানুষ, তবে আমার বাড়ি সিলেট, মনে হয় আপনার বাড়ি টাঙ্গাইল ছিল, নাকি
ভিডিও ভালো লাগলো👍👍
এই জিনিস গুলো ছোট বেলার থেকে দেখছি তার পারেও বার বার দেখতে ভালো লাগে। উনি আমাদের অহংকার। টাংগাইল থেকে আমরা পূজা দেখতে আসি।ভালো লাগলো ভিডিও.।
খুব সুন্দর ভিডিও। ভাল লাগলো।
Khub sundor hoyeche video ta 👍
খুব ভালো লাগলো আজকের ব্লগ 🥰🥰
Khub valo laglo apner vlog ta.
ছোটবেলায় আম্মা চাইতেন আমি ভারতেশ্বরী হোমসে পড়ি কিন্তু আব্বা দেননি দূরে তাই।
দেশে থাকতে কুমুদিনীর বুটিকের দোকান ছিল হোটেল সোনারগায়ের ভেতরে, সেখান থেকে শাড়ি কিনেছিলাম।
আমাদের প্রতিবেশির ছেলে মির্জাপুর ক্যাডেটে পড়তো।
👌🥰
কলকাতা 🇮🇳থেকে ❤️❤️❤️
সেলোট
মির্জাপুর থেকে আপনাদের গ্রামের দূরত্ব ক’মাইল? টাংগাইল শহর কতদূর?
আনুমানিক, ৩/৪ কিলোমিটার হবে,তবে কমবেশি হতে পারে।