Debabrata Biswas LIVE in the 1970s - 39 (শ্রাবণগগন অঙ্গনে দেবব্রত-শ্রাবণ মাসের বারোটি রবিগানের সংকলন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 24

  • @pranabdutta7427
    @pranabdutta7427 5 หลายเดือนก่อน +1

    শিল্পীর উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম। এই সুন্দর উপস্থাপনার জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ। নমস্কার নেবেন।

  • @saibalmukherjee4814
    @saibalmukherjee4814 5 หลายเดือนก่อน +4

    আপনার সংগৃহীত দেবব্রত বিশ্বাসের গানগুলি শ্রোতাদের কাছে পরম সম্পদ। এই সংকলনে 'শ্রাবণ' শব্দটি বারোটি গানের মুখ্য বিষয়। শ্রোতা হিসাবে আপনাকে জানাই কৃতজ্ঞতা। এই মাস তাঁর জন্মের মাস। যাঁরা প্রতিবাদে মুখর ছিল তাঁদের নাম তখনই ওঠে যখন দেবব্রত বিশ্বাসের প্রসঙ্গ থাকে। অন্য সময় কেউ মনেও রাখে না। আর তিনি প্রতিদিন আমাদের মধ্যে উজ্জ্বল হয়ে থাকে। আরো সংকলনের প্রতীক্ষায় রইলাম।

  • @manjusridas9619
    @manjusridas9619 5 หลายเดือนก่อน +2

    অনবদ্য নির্বাচন, সার্থক হলো বাইশে শ্রাবণ, আমার জন্মদিন ছিল ১৭ ই শ্রাবণ, জর্জ দার গান আমার সবচেয়ে প্রিয় ,একক এবং অদ্বিতীয় শিল্পী তিনি।প্রতিটা গানের সঙ্গে শ্রাবণ কথাটি যুক্ত, শুধু মন দিয়ে শুনতে হয়, আর নিজের মতো করে উপলব্দি করতে হয়.. প্রণাম কবিগুরু, ধন্য জর্জ দা ,অমূল্য সম্পদ হয়ে রয়ে গেলো নিজের অন্তরে..
    প্রণাম জানাই দুজনকেই,,🙏🙏🎼🎼🎼🎼🎼❤️❤️❤️❤️
    কৃতজ্ঞতা জানাই আপনাকে এই অনবদ্য সংকলন উপহার দেওয়ার জন্য...👌👌👌

  • @prabirdatta8642
    @prabirdatta8642 4 หลายเดือนก่อน +1

    "সারা সকালটি বসে বসে"- ঘোষমহাশয়ের সৌজন্যে শ্রদ্ধেয় দেবব্রত বিশাসের কন্ঠের শ্রাবণ-বন্দনা শুনলাম।ঘোষমহাশয়কে আবার ধন্যবাদ জানাই।"এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে"-কথাটি দারুণ তাতপর্যপূর্ণ!

  • @muktisengupta6681
    @muktisengupta6681 5 หลายเดือนก่อน +1

    মনপ্রান ভরে শ্রদ্ধেয় শিল্পীর গান শুনলাম মহান শিল্পীকে প্রনাম, শোনাবার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

  • @bgupta217
    @bgupta217 5 หลายเดือนก่อน +1

    সংক্ষিপ্ত লেখাটি মন কেড়ে নিল। দেবব্রত বিশ্বাসের গান নিয়ে মন্তব্য নিষ্প্রয়োজন।

  • @debabratamistry
    @debabratamistry 5 หลายเดือนก่อน +1

    অসাধারণ।এতদিন পর খুঁজে পেলাম এই খেদ।

  • @sayandas4070
    @sayandas4070 3 หลายเดือนก่อน +1

    অপূর্ব শান্তি। "আমায় একটু কেবল বসতে দিও" গানটা যদি দেন দেবব্রত বিশ্বাসের কন্ঠে খুব ভালো লাগবে।

    • @jghosh64
      @jghosh64  2 หลายเดือนก่อน

      @@sayandas4070h
      আমি 'একটু কেবল বসতে দিও কাছে ' already upload করে দিয়েছি আমার চ্যানেল এ।

    • @jghosh64
      @jghosh64  2 หลายเดือนก่อน

      @@sayandas4070 আমি 'একটু কেবল বসতে দিও কাছে' দেবব্রত বিশ্বাসের কন্ঠে আপলোড করেছিলাম কিছুদিন আগে।

  • @shilabasuray7222
    @shilabasuray7222 5 หลายเดือนก่อน +2

    Apnar lekhta porlam satti khub vlo laghlo samrdhyo holam Janina Jarje dar gaan amake khub anondo,uchchash o afuranto vlo lagha ane dey. Pronam janai shuro samrat ke.Apnar janyo a gaan shunte parchi anek srodhya o shubechcha roilo. Vlo thakben.

  • @gchaudhury
    @gchaudhury 5 หลายเดือนก่อน +2

    বুদ্ধদেববাবু চলে গেলেন। ভারাক্রান্ত মনে আপনার আপলোড করা গানগুলি শুনতে শুনতে মনকে একটু শান্ত করার চেষ্টা করছি।

  • @rajibdas-en5gx
    @rajibdas-en5gx 5 หลายเดือนก่อน +1

    অমূল্য ! প্রণাম রইলো !

  • @JaydeepMajumdar55
    @JaydeepMajumdar55 4 หลายเดือนก่อน

    অনেক ধন্যবাদ। খুবই মূল‍্যবান সংগ্রহ আমাদের শোনার সুযোগ করে দিলেন।
    একটি কাতর অনুরোধ - সাধারণ ছবি, কোনও পেইন্টিং এর ছবি ইত‍্যাদি দিয়ে ভিডিওকে সাজান না। এই এআই ছবি এত নিষ্প্রাণ এত সিন্থেটিক, যে দেবব্রত ও রবীন্দ্রনাথ দুজনের মেজাজের সম্পূর্ণ বিপরীত। নমস্কার

  • @anuray60
    @anuray60 5 หลายเดือนก่อน +1

    Awesome !

    • @jghosh64
      @jghosh64  5 หลายเดือนก่อน

      Thank you for your comments.

  • @JyotirmoyGhosh.
    @JyotirmoyGhosh. 5 หลายเดือนก่อน +1

    সুপ্রভাত। ভালো আছেন ?ইউটিউব খুলতেই সবার প্রথমে আপনার আপলোডটা পেলাম। খুব ভালো লাগলো। কলেজে গিয়ে একটা ফাঁকা টাইমে শুনব।

  • @roushanakther4404
    @roushanakther4404 5 หลายเดือนก่อน +2

    একটা সময়ে ভাবতাম রবীন্দ্রনাথ শুধু শারীরিক ভাবে প্রয়াত হয়েছেন,তাঁর সমস্ত সৃষ্টিকর্ম পৃথিবী নামক গ্রহ টা যতদিন বেঁচে থাকবে ততদিনই থাকবে।কিন্ত এখন আমি যে ঘোর অন্ধকার রাষ্ট্রে বসবাস করছি ,প্রতিনিয়তই তাঁর হাতের স্পর্শ আমার মাথায় অনুভব করছি।এখন তিনি শারীরিক ভাবেও আমার সাথে আছেন।বলতে গেলে রবী ঠাকুরের আশ্রয়েই এখনও বেঁচে আছি।আমি তথাকথিত কোন ইশ্বর, কোন ধর্ম বিশ্বাসী নই। কিন্ত রবীন্দ্রনাথ কে আমার পৃথিবীর সবচয়ে মানবিক ইশ্বর ভাবতে ইচ্ছে করে। বাংলাদেশে সরবে রবীন্দ্র চর্চা আর কোনদিন,কোনকালে হবে কিনা জানি না।কিন্ত তিনি আমাদের মনে রয়ে যাবেন চিরকালই।
    ঘুম ভাঙতেই চারদিক থেকে অনেক খারাপ খবর আসছিল।আর এর মধ্যেই আপনার আপলোড এলো।মনে হলো যেন একরাশ আলোর খোঁজ পেলাম।
    শ্রদ্ধাভাজন শ্রী অধীপ চৌধুরী মহাশয়কে কি বলে কৃতজ্ঞতা,ধন্যবাদ জানাব জানি না।উনি দীর্ঘ জীবন লাভ করুন, সুস্থ থাকুন।অনেক শুভকামনা উনার জন্য।
    আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদাভাই। প্রতিটা আপলোডের পেছনে আপনার যে কঠিন পরিশ্রম তা আমরা যারা আপনার আপলোড দেখি অনায়াসেই অনুভব করতে পারি।অনেক কৃতজ্ঞতা দাদাভাই। আমি জানি আপনি আমার পাশে আছেন।

  • @parthachakraverti3935
    @parthachakraverti3935 5 หลายเดือนก่อน +1

    Rabindranath ki swapneo bhebechilen j onar gaan Debabrata Biswas name ekjon singer r golay pran peye murto hoye uthbe? Ekei bodhhoy bole Made for each other!!!!

  • @kausikgangopadhyay5589
    @kausikgangopadhyay5589 5 หลายเดือนก่อน +1

    কথাটা যে 'শাঙন', 'শাওন' নয়- জর্জ বিশ্বাস ভোলেননি।

  • @shilabasuray7222
    @shilabasuray7222 5 หลายเดือนก่อน +2

    Gaan shona shesh holo.Kichu gaan shona chilona .kub vlo gaan diye dinta shuru holo.abar dhanyobad janai vlo thakun

  • @bisakharoy2580
    @bisakharoy2580 5 หลายเดือนก่อน +1

    Jeno ekta ojana protikhyay chilum .....ei 22 se Sravan e ki asbe

  • @Ramakrishna-oz2iq
    @Ramakrishna-oz2iq 5 หลายเดือนก่อน +1

    Choto belai onekbar sabhan ganti radar bohubar soni Jordan chhatra sekhaten dr rkm