শিল্প উদ্যোক্তা জাবেরের বায়োফ্লক খামার | Shykh Seraj | Channel i |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2021
  • শিল্প উদ্যোক্তা জাবেরের বায়োফ্লক খামার
    সম্পূর্ণ অনুষ্ঠান- • শিল্প উদ্যোক্তা জাবেরে...
    ===============================
    বায়োফ্লক নিয়ে স্বপ্ন দেখছেন বড় শিল্প উদ্যোক্তা। শিল্প কারখানার হাজার হাজার শ্রমিকের বিশুদ্ধ আমিষের যোগান দিতে অধিক ঘনত্বে মাছ চাষের ওই প্লান্ট স্থাপন করেছে তরুণ শিল্প উদ্যোক্তা আব্দুল্লাহ জাবের। অল্পদিনের উৎপাদন সাফল্যে বড় সম্ভাবনা দেখছেন তিনি।
    নদী জলাশয় বা পুকুরে নয়, বাড়ির উঠোনে বা ঘরের ভেতর চৌবাচ্চায় বাণিজ্যিক মাছের খামার। অধিক ঘণত্বে ঘরোয়া মাছ চাষের পদ্ধতি বায়োফ্লকের বার্তা পৌঁছে গেছে সবখানে। জেনে বুঝে উদ্যোগ নিয়ে অনেকেই শুনিয়েছেন সাফল্যের নানা গল্প। সেই ধারায় এবার যুক্ত হয়েছে নোমান গ্রুপের কর্নধার আব্দুল্লাহ জাবের। বিশাল শিল্প আয়োজনের ভেতরেই একটি অংশে তার বায়োফ্লকের খামার।
    ১১টি ছোট বড় চৌবাচ্চায় বিজ্ঞানসম্মত সব নিয়ম মেনে নানা রকম মাছ ছাড়া হয় ছয় মাস আগে। উদ্যোক্তা বলছেন, উৎপাদন লক্ষ্যের সঙ্গে মিলে গেছে বাস্তবতা।
    আব্দুল্লাহ জাবের বলছেন, কোম্পানীর ৭০ হাজার কর্মীর মাছের চাহিদা পুরণে এই উদ্যোগ আরো সম্প্রসারণের লক্ষ্য রয়েছে তার। তরুণ ব্যবসায়ী হিসেবে মাছ নিয়ে রপ্তানী বাণিজ্যের স্বপ্নও দেখছেন তিনি।
    / shykhseraj
    / shykhseraj
    / shykhseraj
    / shykhseraj
    / shykhseraj
    #SSERAJ #বায়োফ্লক #BioFloc

ความคิดเห็น • 169

  • @orvyahmed6406
    @orvyahmed6406 3 ปีที่แล้ว +7

    আল্লাহ আপনাকে জান্নাতীদের কাতারে অন্তর্ভূক্ত করুন স্যার।

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 3 ปีที่แล้ว +17

    খুব সুন্দর এবং মানসম্মত একটা খামার দেখলাম আমার ভালো লাগলো শেখ সিরাজ ভাইয়ের প্রতি রইল সালাম

  • @josimuddin6549
    @josimuddin6549 ปีที่แล้ว +1

    বায়োফ্লক আনেক মাছ চাষী সবনাশ হয়েছে

  • @Simana936
    @Simana936 3 ปีที่แล้ว +8

    প্রকৃতি প্রেমিক জনাব, "শাইখ সিরাজ" সাহেব যতদিন বেঁচে থাকবেন, ততদিন সব পরিশ্রমী ব‍্যক্তিবর্গের , কৃতকার্যের চিত্র দেখতে পাব, ইনশাআল্লাহ।
    দোয়া করি, উনি সুস্থ থাকুক।
    আমিন।

  • @rahimmediapro1560
    @rahimmediapro1560 3 ปีที่แล้ว +6

    স্যারের এই অনুষ্ঠান ‍গুলো যুব সমাজকে উদ্ভদ্য করছে

  • @PacificAnwer
    @PacificAnwer 3 ปีที่แล้ว +6

    Thanks Shykh Seraj & Channel I for Broadcasting our project. Love from Noman group.

  • @mohammedhanif8442
    @mohammedhanif8442 3 ปีที่แล้ว +3

    দোয়া করি, উনি সুস্থ থাকুক।
    আমিন।

  • @pabitrakamalroy6059
    @pabitrakamalroy6059 ปีที่แล้ว

    অসাধারণ প্রতিবেদন, মনোজ্ঞ অনুষ্ঠান মনে হলো ভিডিও টি দেখে। ভারত থেকে।

  • @magicoppo6069
    @magicoppo6069 3 ปีที่แล้ว +2

    খুব সুন্দর সার এবিষয়ে বিস্তারিত আমাদের ভালো ভাবে জানার বুজার জন্য সার আপনার কাছে অনুরোধ একটা ভিডিও দিবেন

  • @trtune1870
    @trtune1870 3 ปีที่แล้ว +8

    ভালো লাগার একটি মানুষ শাইখ সিরাজ

  • @mdsumon-fx2yq
    @mdsumon-fx2yq 3 ปีที่แล้ว +2

    স্যার আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভাল রাখে সব সময়

  • @Arif-xq2wg
    @Arif-xq2wg 3 ปีที่แล้ว +27

    স্যার হ্যাচারির একটা প্রতিবেদন করিয়েন, যে হ্যাচারিতে ১০০% মানসম্মত মাছের পোনা পাওয়া যাবে। ধন্যবাদ

  • @rashedamin5912
    @rashedamin5912 3 ปีที่แล้ว +8

    স্যার আপনার ভিডিওর অপেক্ষায় থাকি

  • @MdJakir-fx9rd
    @MdJakir-fx9rd 3 ปีที่แล้ว +1

    কুমিল্লা বুড়িচং থেকে সুন্দর একটা ভিডিও ধন্যবাদ

  • @masudfaraji8238
    @masudfaraji8238 3 ปีที่แล้ว +2

    মাশাহ্ আল্লাহ

  • @Mir-Tanvir-Official
    @Mir-Tanvir-Official 3 ปีที่แล้ว +12

    স্যার বায়োফ্লক এর উপর খুব ভাল ভাবে কোথায় ট্রেনিং করা যাবে ওই ব্যাপারে একটা প্রতিবেদন আশা করছি।
    ধন্যবাদ বাঙ্গালির হৃদয়ের মানুষ প্রিয় স্যার

  • @anamulbh1372
    @anamulbh1372 3 ปีที่แล้ว +2

    স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @anisurrahman3409
    @anisurrahman3409 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ স্যার আপনাকে

  • @abdulaziztaseen2998
    @abdulaziztaseen2998 3 ปีที่แล้ว +2

    Masha Allah, Congratulations 👍

  • @jannatarakhushbu5378
    @jannatarakhushbu5378 3 ปีที่แล้ว +1

    Assalamualaikum sir,apnk sobsomoy khub bhalolage dekhle,oshadharon ekjon manush apni❤️❤️❤️

  • @redoykhan3907
    @redoykhan3907 3 ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ

  • @bikashpanja7936
    @bikashpanja7936 3 ปีที่แล้ว

    👌🏾👌🏾all the bedt, good luck.

  • @AboutFarmers
    @AboutFarmers 3 ปีที่แล้ว +4

    খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ ভিডিও,

    • @nadiaislam7486
      @nadiaislam7486 3 ปีที่แล้ว

      Alhamdulillah kub valo laglo

  • @alshahriar1335
    @alshahriar1335 3 ปีที่แล้ว

    Suvo kamona roilo sir ar project ar jonno.

  • @mdrokon5221
    @mdrokon5221 3 ปีที่แล้ว +2

    Ami dekhesi.

  • @xavi2617
    @xavi2617 3 ปีที่แล้ว +3

    স্যার, আপনার প্রতিবেদন দেখে আমি আমি খুবই উৎসাহী। কিন্তু বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ সম্পর্কিত বিস্তারিত তথ্য কোথাও খুঁজে পাচ্ছি না।
    বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার বিনীত অনুরোধ করছি।

  • @tushergee
    @tushergee 3 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ ভালো লাগলো ধন্যবাদ প্রথমে স্যারকে ও উদ্দোক্তাকে।আমি ১বছর ৪ মাস ধরে করছি এখন ১৯০০০০লিটারে ১০০৪০০পিছ গুলশা টেংরা মাছ করছি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে।

    • @mdsifatullahsaif1406
      @mdsifatullahsaif1406 3 ปีที่แล้ว

      Md Salauddin ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে?
      +8801966878567 WhatsApp

    • @mominulislam6690
      @mominulislam6690 3 ปีที่แล้ว

      করলেই হোগা নারা খাইবেন

    • @user-ow7ov5ig4q
      @user-ow7ov5ig4q 7 หลายเดือนก่อน

      ভাই আমরা লসে আছি। আপনার ঠিকানা কোথায়।

    • @akborhossain7888
      @akborhossain7888 3 หลายเดือนก่อน

      আপনার মোবাইল নাম্বার দেন

  • @abdullahalmamun5488
    @abdullahalmamun5488 3 ปีที่แล้ว +3

    স্যার, ফাউমি মুরগির লালন পালন নিয়ে একটি ভিডিও চায় ।

  • @krishomanus5220
    @krishomanus5220 3 ปีที่แล้ว +2

    ভালো হয়েছে ভিডিও টা ভাই জান
    🌹🌹🥀🥀🌷🌹🌹🥀🌷🌹🌹🥀🌹
    কৃষি ও মানুষ চেনেলের পখ থেকে ধন্যবাদ

  • @sheulyjahan-digitalbangla9076
    @sheulyjahan-digitalbangla9076 3 ปีที่แล้ว +1

    আমরা উদ্যোগ নিয়েছি বায়োফ্লক পদ্ধতিতে আমরা সফল হবো ইনশাআল্লাহ

    • @mominulislam6690
      @mominulislam6690 3 ปีที่แล้ว +1

      যদি পারেন সফল হইতে, কান কেটে কুকুরের গলায় ঝুলাব

  • @rsrishad1461
    @rsrishad1461 3 ปีที่แล้ว

    Frist comment 😉❤️

  • @varietiesyt999
    @varietiesyt999 3 ปีที่แล้ว

    Love u

  • @misssayma313
    @misssayma313 3 ปีที่แล้ว +4

    খুবই ভালো উদ্যোগ

  • @subratadas9035
    @subratadas9035 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @fantasyflower-uae
    @fantasyflower-uae 3 ปีที่แล้ว

    ❤❤

  • @mohammadrakibulislam3995
    @mohammadrakibulislam3995 3 ปีที่แล้ว +1

    খুব সুন্দর একটি প্রজেক্ট , আমিও ২.৬ লাখ লিটারের বায়োফ্লক প্রজেক্ট করেছি, আমি আপনার ভিডিও দেখেই অনুপ্রানিত হয়েছি, সবসময় আমাদের পাশে থাকবেন, তবে কিছু প্রতিবন্ধকতার সম্মুক্ষিনও হচ্ছি আমরা,এ বিষয়ে পদক্ষেপ নিতে পারলে আমাদের মতো শিক্ষিত তরুন উদ্দোক্তারা আরও অনুপ্রানিত হবে..

    • @mdmahmud1079
      @mdmahmud1079 3 ปีที่แล้ว +1

      Apnar project ar obostha kemon?

    • @mohammadrakibulislam3995
      @mohammadrakibulislam3995 3 ปีที่แล้ว

      @@mdmahmud1079 alhamdulilla Vi, apnar ki Biofloc project ase?

    • @akborhossain7888
      @akborhossain7888 3 หลายเดือนก่อน

      এখন আপনার বায়োফ্লক কালচার আছে?

  • @mdmoshiurrahman5425
    @mdmoshiurrahman5425 3 ปีที่แล้ว

    Awesome

  • @moinboss5001
    @moinboss5001 3 ปีที่แล้ว +2

    NICE

  • @masumhibibullhamasumhabibu8145
    @masumhibibullhamasumhabibu8145 ปีที่แล้ว

    Jai Bangladesh BaNgLaDeSh💌🇧🇩🌏

  • @abduljalil716
    @abduljalil716 3 ปีที่แล้ว +1

    সত্যিই চেষ্টার অসাধ্য কিছুই নেই। তাই বলি চেষ্টা করলে মানুষ বেশীদিন গরীব হয়ে থাকেনা। যেকোনো কাজে মানুষের শিক্ষাদীক্ষা থাকাটা খুবই ভালো।

  • @mukterhossain5746
    @mukterhossain5746 3 ปีที่แล้ว

    Nice ❤❤❤👏👏👏💗💗💗👍👍👍❤❤❤

  • @islamicwaztv1086
    @islamicwaztv1086 3 ปีที่แล้ว +2

    🌹✔️আমি অনেক কষ্ট করে "কুরআন তিলাওয়াতের" ভিডিও বানাই,,সবাই চাইলে শুনতে পারেন🌹✔️✔️✔️✔️✔️🌹

  • @mohammadmusarrofhossain4308
    @mohammadmusarrofhossain4308 3 ปีที่แล้ว +1

    মুজিবীয় শুভেচ্ছা রইলো স্যার❤️

  • @mdismail.5744
    @mdismail.5744 3 ปีที่แล้ว +2

    পুকুরের মাছ আর এই আলো বাতাসহীন হাইব্রিড মাছ অনেক পার্থক্য।

  • @sahmed1533
    @sahmed1533 3 ปีที่แล้ว

    💝💝💝

  • @mhdfaisal5806
    @mhdfaisal5806 3 ปีที่แล้ว +11

    ইউটিউব দেখে নয় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে প্রশিক্ষণ নিয়ে ব‍্যবসাতে নেমে পড়ুন সফলতা আসবে ইনশাআল্লাহ

    • @rajibsabu6961
      @rajibsabu6961 3 ปีที่แล้ว

      ঐ দপ্তরে সব ধান্দবাজ

    • @mhdfaisal5806
      @mhdfaisal5806 3 ปีที่แล้ว +1

      @@rajibsabu6961 ভাই তোমার জন‍্য সব দান্দাবাজ কারণ তোমার ভিতরে ঠিক নেই।
      আমরা এত প্রশিক্ষণ করেছি একটাকাও দিনি আরো উল্টো থেকে খেয়ে এসেছি।

  • @mdmahmud1079
    @mdmahmud1079 3 ปีที่แล้ว +1

    Romel agro to vai hariye gese !

  • @rannavlogsaasbpk3910
    @rannavlogsaasbpk3910 3 ปีที่แล้ว +1

    Nice

  • @realtopic7181
    @realtopic7181 3 ปีที่แล้ว

    3rd comment

  • @forhadmd2520
    @forhadmd2520 3 ปีที่แล้ว

    মাশাআল্লাহ দোয়া রইল কুয়েত টু বি বাড়ীয়া থেকে ধন্যবাদ ভাই।

    • @jannatara5422
      @jannatara5422 3 ปีที่แล้ว

      তর

    • @jannatara5422
      @jannatara5422 3 ปีที่แล้ว

      ি

    • @SaifKhan-xs4ze
      @SaifKhan-xs4ze 3 ปีที่แล้ว

      বি বাড়িয়া এটা কোন জায়গা জানতে পারি কি?

  • @mdrokon7309
    @mdrokon7309 3 ปีที่แล้ว +3

    আমি তখন উপস্থিত ছিলাম

  • @shargosurjoagrofisheries7854
    @shargosurjoagrofisheries7854 3 ปีที่แล้ว +2

    জীবনের চূড়ান্ত খারাপ সময়ে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকতে পারলে, সাফল্য একদিন ঠিক আমাদের সামনে মাথা নোয়াবে,

  • @filmbyimran6310
    @filmbyimran6310 3 ปีที่แล้ว +3

    আমগো তিন বন্ধুও মাছের খাামার শুরু করেছে। করোনা তাদের দমায়া রাখতে পারে নাই। আপনার কিন্তু আসনই লাগবো।।।নোয়াখালীতে

    • @mahbub9675
      @mahbub9675 3 ปีที่แล้ว

      কোন জায়গায় এবং উনাদের কারো ফোন নং দিতে পারবেন প্লিজ

  • @Smshams-hc2wp
    @Smshams-hc2wp 3 ปีที่แล้ว +3

    স্যার আমি বুঝিনা সৌদিআরবে রুই মাছের প্রচুর চাহিদা থাকার সত্তেও কেন আমাদের দেশ কেন সৌদিআরবে মাছ রফথানি করছেনা,আরমা মিয়ানমারের মাছ কিনে খায় ১৫/থেকে ১৮টাকা কেলুতে,

  • @candansaha8687
    @candansaha8687 3 ปีที่แล้ว +3

    স্যার,, কাশ্মীরি আপেল কুল চাষ,, গাছ এর যত্ন কিভাবে নিতে হয় সেই বিষয় এ একটা ভিডিও দেন!!! Thanks.

  • @soyaibislam9615
    @soyaibislam9615 3 ปีที่แล้ว +1

    seraj vai you should create a new youtube chennel just for trainnig in agriculture

  • @mehazabienchowdhuryofficia5784
    @mehazabienchowdhuryofficia5784 3 ปีที่แล้ว

    *বিচারের দিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে,আর অনেক মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে*
    (সূরা আল ক্বেয়ামাহ:২২,২৪)

  • @thestranger3897
    @thestranger3897 3 ปีที่แล้ว

    Had to say it's bioflop

  • @md.kamrulislam7743
    @md.kamrulislam7743 3 ปีที่แล้ว +3

    লক ডাউনের কারনে গর্মেন্স শিল্প বন্ধ হবার পথে তাই বুদ্ধিমানি করে মছ চাষ শুরু করছে । GOOD JOB KEEP IT UP.

  • @aynanitv24
    @aynanitv24 3 ปีที่แล้ว +5

    আমি কোরআন তিলাওয়াতের ভিডিও বানাই, কারো ইচ্ছা থাকলে শুনতে পারেন ইনশাআল্লাহ 💜

  • @hamzassignature5763
    @hamzassignature5763 3 ปีที่แล้ว +2

    ❣️❣️❣️

  • @mdkawsarmia9041
    @mdkawsarmia9041 2 ปีที่แล้ว

    এই পদ্ধিতে মাছ চাষ নিয়ে আমাদের কৃষি অফিস, কি বলে সেটা নিয়ে একটি পতিবেদন দেখতে চাই।

  • @jvedmolla505
    @jvedmolla505 2 ปีที่แล้ว

    আমার প্রিয় জাবেদ ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনি মাছের যত হ্যাচারী আছে তাদেরকে নিয়ে একটা প্রতিবেদন করবেন এবং পাশাপাশি ভালো মাছ হ্যাচিং করার জন্য অনুরোধ জানাবেন আমি কুয়াকাটা থেকে বলছিলাম আমার মাছ চাষের খুব আগ্রহ কিন্তু যারা মাছের হ্যাচারি পরে তাদের জন্য পারতেছি না কারণ তারা দুই নম্বর মাসের বাচ্চা দিয়ে শুধু তারাই লাভবান হচ্ছে

  • @sohansohan8042
    @sohansohan8042 2 ปีที่แล้ว +1

    মাচের খাবারের অনেক দাম।

  • @MSEusuf
    @MSEusuf 3 ปีที่แล้ว

    প্রিয় স্যার.
    আমি ইউরোপ প্রবাসী আমি সব সময় আপনাকে ফলো করি,স্যার আমি চাচ্চিলাম বাণিজ্যিক ভাবে বায়োফ্লক করতে, আমার ছোট ভাই আছে ও ইন্টার করেছে ওকে দিয়ে এই বিজনেস করাতে চাই,দয়া করে আপনি সঠিক একটা পরামর্শ দিবেন🙏

  • @mdrakibulislam5360
    @mdrakibulislam5360 3 ปีที่แล้ว

    স্যার মাছের হারবেস্ট দ্যাখান।

  • @akhiahmed3716
    @akhiahmed3716 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার একটা ভালো হ্যাচারির ভিডিও দেন

  • @fardinahsanemon7946
    @fardinahsanemon7946 3 ปีที่แล้ว +2

    আমিও নোমান গ্রুপে কর্মরত আছি।

  • @hasanmasud5383
    @hasanmasud5383 3 ปีที่แล้ว

    অনেক ইনভেস্ট দরকার

  • @mdarhamsohan3304
    @mdarhamsohan3304 3 ปีที่แล้ว +14

    রঙ্গিন মাচ চাষের প্রশিক্ষণ কোথায় দেয়া হয় একটু বলবেন?

  • @davidpetersondas48
    @davidpetersondas48 3 ปีที่แล้ว +6

    নোমান গ্রুপের মালিকে ধন্যবাদ। তিনি তার কর্মচারীদের জন্য চিন্তা করেন।

    • @alamfatema9871
      @alamfatema9871 3 ปีที่แล้ว

      Assalamualaikum Ami we Malik at Sathe khota bolten ci

  • @khokon5364
    @khokon5364 2 ปีที่แล้ว

    শিল্প প্রতি রা আসতে হবে

  • @MdIsmail-bs2yi
    @MdIsmail-bs2yi 3 ปีที่แล้ว

    Amak ai projekta korar jonno keo hellp korte parben.jini help korbe take tar parosromik dea debo

  • @krishibondhon
    @krishibondhon 2 ปีที่แล้ว

    স্যার বায়োফ্লক নিয়ে আপনার প্রতিবেদন দেখে অনেক তরুন উদ্যোক্তা এই প্রযুক্তিতে মাছ চাষ করছেন।কিন্তু বাজার ব্যবস্থা ভাল না হওয়ার কারনে অনেকেই এই প্রযুক্তি থেকে মুখ সরিয়ে নিচ্ছেন। তাই দয়া করে বাজার ব্যবস্থা নিয়ে কিছু একটা করেন যেন টেকসই এই প্রযুক্তি বাংলাদেশ থেকে হাড়িয়ে না যায়।

    • @riyadkhan3481
      @riyadkhan3481 2 ปีที่แล้ว

      ভাই আমারবও দুই বার কৈ মাছ চাষ করে। দুই দুই বারয়ে লস খেয়েছি 2 লাক টাকা। এখন আর চাষ করি না

  • @zamanshorpi4022
    @zamanshorpi4022 3 ปีที่แล้ว +1

    ASSALAMUALAIKUM WA RAHMATULLAH

    • @mohsinrei-to2390
      @mohsinrei-to2390 3 ปีที่แล้ว +1

      আমার বান্ধবী জাপানি🎌
      সখ করে ভিডিও বানায়।
      ইচ্ছে হলে দেখে আসবেন, ধন্যবাদ💝

    • @zamanshorpi4022
      @zamanshorpi4022 3 ปีที่แล้ว

      @@mohsinrei-to2390 - VORTA BANANO TA DARUN HOICHE VAI.

  • @sholelmiy2595
    @sholelmiy2595 11 หลายเดือนก่อน

    আমায় একটা চাকরী দিবেন মাছের খামারে

  • @easyearningmony9288
    @easyearningmony9288 3 ปีที่แล้ว

    ভাই খাদ্য তো বাজারের তাহলে সেফ কোথায়

  • @salmaakter9815
    @salmaakter9815 3 ปีที่แล้ว +9

    Biofloc নয় Bioflop বলতে হবে। প্রবাসী ভইয়েরা Biofloc থেকে 1000 হাত দুরে থাকবেন।

  • @akborhossain7888
    @akborhossain7888 3 หลายเดือนก่อน

    খামারি ভাইয়ের মোবাইল নাম্বার দরকার

  • @shahinsheik7613
    @shahinsheik7613 ปีที่แล้ว

    আপনার নাম্বার দেন

  • @monirenterprise635
    @monirenterprise635 3 ปีที่แล้ว

    বায়োফ্লকের এটুজেট সবই আমাদের কাছে পাবেন, কাপ্তান বাজার কম্প্লেক্স, ভবন ২ দোকান ১১২/১ গুলিস্তান ঢাকা, মোবাইল 01611 999871

  • @rashidahmedsunaali209
    @rashidahmedsunaali209 3 ปีที่แล้ว

    আপনার;সাতে;কথাবলতে;চাই

  • @abdulaziztaseen2998
    @abdulaziztaseen2998 3 ปีที่แล้ว

    Hash na Hasher ghoshto?

  • @anikbro2909
    @anikbro2909 3 ปีที่แล้ว +2

    করোনার ভিতোর মাক্স না পরে আপনি ভিডিও বানাছেন।

    • @ArifulIslam-1992
      @ArifulIslam-1992 3 ปีที่แล้ว +2

      অবশ্যই স্যার প্রজেক্ট ভিজিটে মাস্ক পড়ে ছিলেন এবং দূরত্ব বজায় রেখেছিলেন। তবে ক্যামেরার সামনে মাস্ক খুলেছেন কিন্তু দূরত্ব বজায় রেখেছিলেন ।

  • @imshuvam
    @imshuvam 3 ปีที่แล้ว

    10k liter pani te 10k sighi pona.. hotei pare na.. puro growth asbei na..

  • @hasanmasud5383
    @hasanmasud5383 3 ปีที่แล้ว +3

    দেশী মুরগি ২৪ টা ডিম কখনো পারে না।চাবাপাজ।

  • @mdrokon5221
    @mdrokon5221 3 ปีที่แล้ว +2

    Ami akhanejob kori

    • @rashedamin5912
      @rashedamin5912 3 ปีที่แล้ว

      আপনার বাড়ি কোন জেলায়

  • @AbAb-fn2hj
    @AbAb-fn2hj 3 ปีที่แล้ว

    বাই জান বাংলা কথাবলে ভাল হথ

  • @rashidahmedsunaali209
    @rashidahmedsunaali209 3 ปีที่แล้ว

    চার;আপনার'মোবাইল;নামবার ;চাই

  • @myasinkhanjh247
    @myasinkhanjh247 3 ปีที่แล้ว +3

    রাষ্ট্রের পক্ষ থেকে আমরা কোন সহযোগিতা পাই না স‍্যার। বরং তারা উল্টো মৎস্য অধিদপ্তরে যে চাষীদের জন্য যে বরাদ্দ আসে।তার সিকি ভাগোও চাষিরা পায় না।

  • @raseluzzaman5310
    @raseluzzaman5310 3 ปีที่แล้ว

    যেভাবে বাংলাদেশে মাছ শুরু হয়েছে তাতে তো মাছ আর পটলের দাম এক হয়ে গেল।

  • @shofiqrahman7046
    @shofiqrahman7046 3 ปีที่แล้ว

    Pran company moto sob business cora tik na. Lob porihar coron. Lohagara Ctg hoitea.

  • @MdmasudRana-lp4rx
    @MdmasudRana-lp4rx 3 ปีที่แล้ว +2

    এটাতে রিস্ক আছে

    • @mdrokon7309
      @mdrokon7309 3 ปีที่แล้ว +1

      হুম।এজন্য শিল্পপতিদের এগিয়ে আসতে হবে

    • @abdurrahsid7892
      @abdurrahsid7892 3 ปีที่แล้ว +1

      রিক্স নাই কোথায় ?
      আপনার জীবনে কি অর্জন আছে ?

  • @ashadopu1744
    @ashadopu1744 3 ปีที่แล้ว +4

    ফালতু একটা বিষয় দিয়ে আর কত মানুষকে ঠকাবেন। আপনার এই সব প্রতিবেদনের কারনে আজ হাজারো মানুষ সর্বহারা হয়ে গিয়েছে......😭😭😭😭

    • @tushergee
      @tushergee 3 ปีที่แล้ว +1

      আমিও করছি অনেক ভালো হচ্ছে, জেনে বুঝে করুন লাভ হবেই ইনশাআল্লাহ

    • @makingworld6179
      @makingworld6179 3 ปีที่แล้ว

      মাথা মোটাদের থেকে সাবধান

    • @ashadopu1744
      @ashadopu1744 3 ปีที่แล้ว

      @@tushergee vai hocche na hoye giease konta....? Already hoye giea thakle kindly amader akto help korun apnader experience share kore r hocche hole hoye nik tarpor.

  • @user-gj1ke2zr3y
    @user-gj1ke2zr3y ปีที่แล้ว

    এরা ই আবার প্রজেক্ট করবে

  • @user-lj4go7vf3b
    @user-lj4go7vf3b 3 ปีที่แล้ว +1

    এইসব ভিডিও দেখে করবেন আর লস খাবেন বাজারে মাছের দাম নাই, দামী মাছ ছাড়া করলেই ধরা খাবেন। আর আমাদের দেশের বাজারে দামী মাছ যা আছে সে সব বায়োফ্লকে হয় না। উনি বিশাল ব্যবসায়ী লাভ লস কিছু যায় আসে না আমার আপনার আসে যায়।

  • @muzammelali007
    @muzammelali007 3 ปีที่แล้ว

    আপনি কোয়েল পাখি পালন নিয়ে ভিডিও করেন না কেন?

  • @easyearningmony9288
    @easyearningmony9288 3 ปีที่แล้ว +3

    ভাই এটা আপনারা না করে বেকার যুবকদের ট্রেনিং দেন । সব আপ্নারা দখল করে বসে থাক্লে হবে না।

  • @robiulislambappi8348
    @robiulislambappi8348 3 ปีที่แล้ว

    শুধু সফলতাই তুলে ধরছেন, একটু ব্যর্থতাও তুলে ধরুন।

  • @thbpets2904
    @thbpets2904 ปีที่แล้ว

    Loss project