NH 34 রানাঘাটের জ্যাম কিভাবে এড়াবেন?How to avoid Ranaghat Traffic Jam জাতীয় সড়ক জ্যাম NH 34 NH 12

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Ranaghat traffic Jam
    NH 34 রানাঘাটের জ্যাম কিভাবে এড়াবেন?How to avoid Ranaghat Traffic Jam জাতীয় সড়ক জ্যাম NH 34 NH 12
    ৩৪ নম্বর জাতীয় সড়ক যা বর্তমানে 12 নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়ক সোজা চলে গেছে কলকাতা থেকে শুরু করে ডালখোলা পর্যন্ত। সড়কপথে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাতায়াত এবং যোগাযোগের অন্যতম মাধ্যম এই জাতীয় সড়ক, ৮০ শতাংশ রাস্তাটি ফোর লাইনের কাজ হয়ে গেছে তবে কিছু কিছু জায়গায় কাজ এখনো বাকি রয়েছে তার মধ্যে অন্যতম হলো রানাঘাট।
    গোটা যাত্রাপথে এই রানাঘাট অতিক্রম করাটা যারা যাতায়াত করে বাসে অথবা গাড়িতে বা বাইকে তাদের কাছে একটা আতঙ্কের মতন। কারণ একবার যদি রানাঘাটে জ্যাম লেগে লেগে যায় তাহলে এক থেকে দু'ঘণ্টা আটকে থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় নয়।
    রানাঘাট শহরে দু প্রান্তে রয়েছে দুটো প্রতিবন্ধকতা- একটা হচ্ছে রানাঘাট শিয়ালদহ রেলগেট আরেকদিকে রয়েছে চূর্ণী নদীর ব্রিজ, আর একবার যদি এর মাঝখানে ফেঁসে যান তাহলে কিন্তু বেরিয়ে আসার অন্য কোন উপায় থাকে না যদি না বিকল্প রাস্তা আপনাদের জানা থাকে।
    তাই আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একটা বিকল্প রাস্তার সন্ধান।
    সেই রাস্তার খোঁজ যদি আপনাকে জানা থাকে তাহলে খুব সহজেই কিন্তু জ্যামের দরুন এক থেকে দেড় ঘন্টা সময় বাঁচিয়ে ফেলতে পারবেন
    আমি এই ভিডিওর মাধ্যমে শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাবার সময় রাস্তাটা দেখিয়েছি।
    যদি আপনারা জানতে পারেন যে রানাঘাটে একটা বড় চাম লেগে গেছে এবং সময় লাগবে এক থেকে দুই ঘন্টা তাহলে সরাসরি হবিবপুর ইসকন মন্দিরের সামনে দিয়ে সোজা চলে যান আনুলিয়া চূর্ণী ব্রিজের কাছে। ব্রিজ পার হয়ে যাবার পরে আপনারা সোজা চলে যান রানাঘাট পায়রাডাঙ্গা রাস্তায়। সেখান থেকে পায়রাডাঙ্গার দিকে ৫ কিলোমিটার আপনাকে যেতে হবে রাস্তাটা এক কথায় দুর্দান্ত
    পায়রাডাঙ্গা বাজার এবং রেল লেভেল ক্রসিং ক্রস করার পরে আপনারা এক কিলোমিটার বাদেই পৌঁছে যাবেন আবার সেই জাতীয় সড়ক
    হবিবপুর থেকে জাতীয় সড়ক ধরে পায়রাডাঙ্গা 11 কিলোমিটার রাস্তা, সময় লাগে কুড়ি থেকে ২৫ মিনিটের মতন যদি কোন রকম জ্যাম না থাকে
    আর আমি যে বিকল্প রাস্তাটা সন্ধান দিলাম সেই রাস্তাটা দূরত্ব পড়বে আপনার 15 কিলোমিটার এর মতন। সময় লাগবে ৪০ থেকে ৪৫ মিনিট। অর্থাৎ অতিরিক্ত সময় বলতে আপনাকে কুড়ি থেকে ২৫ মিনিট সময় ধরে রাখতে হবে।
    আর খুব সহজেই কিন্তু এই রাস্তা দিয়ে আপনাদের চার চাকা গাড়ি কিন্তু চলে যাবে।
    সুতরাং এই ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে বা কাজে লাগে আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন।
    এবং অন্যদেরকেও শেয়ার করে দেখাবেন যাতে সকলেরই কাজে লাগে
    Google road map link to reach anulia majdia churni bridge from Habibpur BDO Office :-
    maps.app.goo.g...
    Google road map link to reach Payradanga from anulia majdia churni bridge :-
    maps.app.goo.g...
    ranaghat traffic jam,
    traffic jam,
    #traffic jam,
    big traffic jam,
    kolkata traffic jam,
    train in traffic jam,
    dalkhola traffic jam,
    traffic jam dalkhola,
    north bengal traffic jam,
    #ranaghat ,
    #traffic ,
    dalkhola traffic,
    emu train traffic
    #ranaghat
    #nationalhighway
    Some video links of my channel:-
    • Mayapur | Pushpa samad... মায়াপুর পুস্প সমাধি মন্দির, গোশালা ও গো শকট
    • TOVP Temple of Vedic P... বৈদিক planetarium
    • Mayapur tour guide Par... মায়াপুর কিভাবে পউছাবেন
    • Rami Chandidas | Birth... চণ্ডীদাস নানুর জন্মভিতা
    • বিষ্ণুপুর পোড়ামাটির হা... বিষ্ণুপুর পোড়ামাটির হাট
    • Guptipara | বৃন্দাবনচন... গুপ্তিপারা বৃন্দাবন চন্দ্র জিউ মন্দির
    • Kalna Rajbari | Kalna ... কালনা রাজবাড়ি
    • Ambika Kalna | ১০৮ শিব... কালনা ১০৮ শিব মন্দির
    • মাতা ফুল্লরা সতীপীঠ। ... ফুল্লরা মন্দির লাভপুর
    ‪@gr6explode‬ ‪@ExplorerAnupam‬ ‪@TourPlannerBlog‬ ‪@TravelvloggerSudip‬ ‪@TravelWithKoushik‬

ความคิดเห็น • 9

  • @karunashismukherjee2606
    @karunashismukherjee2606 9 หลายเดือนก่อน +4

    খুব উপকার হবে।

  • @mdsuadhossain6549
    @mdsuadhossain6549 6 หลายเดือนก่อน +1

    সৌদি আরব থেকে দেখছি ভিডিও। ভিডিও দেখানো জন্য ধন্যবাদ আপনাকে।

  • @durgabiswas8757
    @durgabiswas8757 11 หลายเดือนก่อน +1

    Very informative

  • @gopendrasarkar2464
    @gopendrasarkar2464 8 หลายเดือนก่อน +1

    Aami ei rasta diye akbar giyechhi

  • @anupamdhar-tr7wf
    @anupamdhar-tr7wf 11 หลายเดือนก่อน

    A new route to avoid jam

  • @prabudhabharat261
    @prabudhabharat261 8 หลายเดือนก่อน

    Map showing kore dilo bhaloi হয়

    • @ExplorerAnupam
      @ExplorerAnupam  8 หลายเดือนก่อน

      ভিডিও তেই দেওয়া হয়েছে। কাইন্ডলি একটু দেখুন