জাতীয় সংগীত পরিবর্তন চাই। ভারত খেদাও , দেশের সব জায়গা থেকে । আমরা নতুন প্রজন্ম দিল্লিদাসি ও তার লেস্পেন্সর মুক্ত নতুন বাংলাদেশ চাই । দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশ প্রেমিক।
Biplobi Shohider,punno bumi, Donno Donno mora Bangladeshi. Shobuj shamole Gera rajjo khani, Donno Donno mora Bangladeshi. Duniya Jane mora বিশ্বাসী, Sotter pothei agige choli. Bissho Jane mora birer jati, Sotrur Kase shir noto na kori. Lal shobujer potaka উচিয়ে Dori, Jalimer songgei juddo Kori. Boy peona ogo ma jononi, Amra sokolei bir shahosi. আস্থা rakho ohe jogotobashi, Amra sokolei santikami..........
@@UCqkdtMiE5ZquD_lF9prae4QBiplobi Shohider,punno bumi, Donno Donno mora Bangladeshi. Shobuj shamole Gera rajjo khani, Donno Donno mora Bangladeshi. Duniya Jane mora বিশ্বাসী, Sotter pothei agige choli. Bissho Jane mora birer jati, Sotrur Kase shir noto na kori. Lal shobujer potaka উচিয়ে Dori, Jalimer songgei juddo Kori. Boy peona ogo ma jononi, Amra sokolei bir shahosi. আস্থা rakho ohe jogotobashi, Amra sokolei santikami..........
জাতীয় সংগীতের জন্যে এই গান কেমন হবে বিপ্লবী শহীদের পুণ্য ভূমি, ধন্য ধন্য মোরা বাংলাদেশী। সবুছ শ্যামলে গেরা রাজ্য খানি, ধন্য ধন্য মোরা বাংলাদেশী। দুনিয়া জানে মোরা বিশ্বাসী, সত্যের পথেই এগিয়ে চলি। বিশ্ব জানে মোরা বিরের জাতী, শত্রুর কাছে শির নত না করি । লাল সবুজের পতাকার উচিত ধরি, জালিমের সঙ্গেই যুদ্ধ করি। ভয় পেয়োনা ওগো মা জননী, আমরা সকলেই বির সাহসী। আস্থা রাখো ওহে জগৎওবাসী আমরা সকলেই শান্তি কাম।
সমস্যাটা হলো, বাংলাদেশ নিয়ে এমন কোনো গান নেই, যা জাতীয় সংগীত হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। জাতীয় সংগীত এমন হওয়া উচিত, যা দল-মত-ধর্ম নির্বিশেষে সব মানুষ আবেগ ও ভালোবাসা দিয়ে গাইতে পারে। এখন পর্যন্ত এমন কোনো গান তৈরি হয়নি। তাই প্রথমে আমাদের একটা গান বানাতে হবে, যা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবে। গানটিকে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তাদের আবেগের সঙ্গে যুক্ত করতে হবে। দেশপ্রেমমূলক বিভিন্ন আন্দোলন ও ইভেন্টে গানটিকে স্বতঃস্ফূর্তভাবে গাওয়া শুরু করতে হবে। এর পরেই প্রশ্ন ওঠা উচিত, সেই গানকে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা যায় কি না। কেবল ভারত বিরোধিতা করে জাতীয় সংগীত পরিবর্তনের চেষ্টা করলে তা টেকসই হবে না, বরং ষড়যন্ত্রকারীদের সুযোগ করে দেওয়া হবে। তাই আপাতত এই বিতর্কটি এড়িয়ে চলাই আমাদের জন্য উত্তম।
কেন রবীন্দ্রনাথের লেখা ‘আমার সোনার বাংলা’ গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে বাদ দেয়া উচিত? প্রথমত, এই গানটির মধ্যে ‘বাংলাদেশ’ শব্দটা নাই। স্বাভাবিকভাবে ‘বাংলা’ বলতে কেউ বাংলাদেশ বুঝে না, ভারতে বাংলা বলতে বুঝে পশ্চিমবঙ্গ। যেহেতু রবীন্দ্রনাথ ভারতের পশ্চিমবঙ্গের অধিবাসী (মাঝে মাঝে বাংলাদেশে বেড়াতে ও খাজনা তুলতে আসতো) তাই ‘বাংলা’ বলতে সে পশ্চিমবঙ্গ বুঝিয়েছে। কিন্তু আমরা মিথ্যা দিয়ে ইতিহাস ঢেকে এ গানটিকে বাংলাদেশের গান বলে চালাতে চাচ্ছি। এ যুক্তিকে কখনই এ গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে না। দ্বিতীয়ত, উইকিপিডিয়া মারফত (রেফারেন্স:প্রশান্তকুমার পাল, রবিজীবনী, পঞ্চম খণ্ড, আনন্দ পাবলিশার্স, কলকাতা, ১৯৯০, পৃ. ২৫৮-৫৯) জানা যায় এই গানটির পটভূমি হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন। যেহেতু রবীণ্দ্রনাথ বঙ্গভঙ্গ রদের পক্ষে ছিলো এবং বঙ্গভঙ্গ রদ হওয়াটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থি, তাই এই গানটি অবশ্যই বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্ট থেকে তৈরী। আর বাংলাদেশ বিরোধী গান কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় ? আপনারাই বলুন। তৃতীয়ত, রবীন্দ্রনাথ ভারতের জাতীয় কবি। বাংলাদেশের জাতীয় কবির গান বাদ দিয়ে ভারতের জাতীয় কবির গান কোন যুক্তিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় ?? চতুর্থত, এই গানটির মধ্যে কোন জাতীয় চেতনা নাই। এই গানটিতে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন কোন চেতনা এর মধ্যে প্রবেশ করে নাই। অথচ এই গানটি শোনানোর মাধ্যমে বাংলাদেশের জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় উব্ধুদ্ধ করা সম্ভব ছিলো। উল্লেখ্য আমেরিকার জাতীয় সংগীত, ফ্রান্সের জাতীয় হচ্ছে রণ সঙ্গীত, যা শুনলে দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার চেতনা জাগ্রত হয়। অথচ বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনলে ঘুম এসে যায়। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায় না এমন নয়। অনেক দেশেই স্বাধীনতার বহু পরে জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। এদের মধ্যে সুইজারল্যান্ড, রাশিয়া, কানাডা, মায়নামার, নেপাল, জার্মানি উল্লেখযোগ্য। এত বড় বড় দেশ যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে, তবে বাংলাদেশ কেন পারবে না ?? মনে রাখতে হবে,. মিথ্যার উপর ভিত্তি করে দেশপ্রেম বা জাতীয় সঙ্গীত হয় না। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এই জাতীয় সঙ্গীত বাংলাদেশবিরোধী সেন্টিমেন্ট থেকে লেখা। অথচ আপনি জোর করে তাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানিয়ে দিলেন। ইতিহাস কিন্তু আমাদের ক্ষমা করবে না, সত্য জেনে ভবিষ্যত প্রজন্ম আমাদের বিশ্বাসঘাতক বলে থু থু দেবে, নিশ্চিত থাকুন --------------------------------------------------
জাতীয় সংগীতের জন্যে এই গান কেমন হবে বিপ্লবী শহীদের পুণ্য ভূমি, ধন্য ধন্য মোরা বাংলাদেশী। সবুছ শ্যামলে গেরা রাজ্য খানি, ধন্য ধন্য মোরা বাংলাদেশী। দুনিয়া জানে মোরা বিশ্বাসী, সত্যের পথেই এগিয়ে চলি। বিশ্ব জানে মোরা বিরের জাতী, শত্রুর কাছে শির নত না করি । লাল সবুজের পতাকার উচিত ধরি, জালিমের সঙ্গেই যুদ্ধ করি। ভয় পেয়োনা ওগো মা জননী, আমরা সকলেই বির সাহসী। আস্থা রাখো ওহে জগৎওবাসী আমরা সকলেই শান্তি কাম।
জাতীয় সংগীত পরিবর্তন চাই। ভারত খেদাও , দেশের সব জায়গা থেকে । আমরা নতুন প্রজন্ম দিল্লিদাসি ও তার লেস্পেন্সর মুক্ত নতুন বাংলাদেশ চাই । দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশ প্রেমিক।
পরম করুনাময় যিনি মহান, সৃষ্টি করেছেন এই নিখিল জাহান শুরু করি তার নামে, কর্মে বিরতি ধামে বিশ্ব-কে দেখাবো নতুন সূর্য মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || শত বাধা জড়তায় থেমে রবো না সত্যের পথে আছে সম্ভাবনা (২) দুর্নিবারের বাঁকে আবাবিল হয়ে ঝাঁকে দেশের তরেই রবে, নিজ সম্মান কেহ শত্রু নয়, শ্যামল বাংলা চাই হতে চাই মো-রা বন্ধু সবার। থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে বাংলা হবে পৃথিবীর স্বর্গ মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || বিশ্ব শান্তিতে যাব আমরা, অশান্ত রবে নাকো তরুণ ধরা নিজ বলে কিছু নেই, মানুষের জন্যেই গড়বো ধরনীতেই নতুন সমাজ আস্থা থাকবে মনে , সর্বদা সবখানে দিবানিশি নিরাপদে করবে বিরাজ থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে জনগণ হবে , দে-শের মর্ম মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || বিসমিল্লাহির রাহমানির রাহিম এর তাফসির এবং ইসলাম(শান্তি) শব্দের অর্থ ঠিক রেখে করা। সুর সৃষ্টি করে শুনুন, চাইলে এটাকে জাতীয় সংগীত করতে পারেন ❤❤❤
জাতীয় সংগীতের জন্যে এই গান কেমন হবে বিপ্লবী শহীদের পুণ্য ভূমি, ধন্য ধন্য মোরা বাংলাদেশী। সবুছ শ্যামলে গেরা রাজ্য খানি, ধন্য ধন্য মোরা বাংলাদেশী। দুনিয়া জানে মোরা বিশ্বাসী, সত্যের পথেই এগিয়ে চলি। বিশ্ব জানে মোরা বিরের জাতী, শত্রুর কাছে শির নত না করি । লাল সবুজের পতাকার উচিত ধরি, জালিমের সঙ্গেই যুদ্ধ করি। ভয় পেয়োনা ওগো মা জননী, আমরা সকলেই বির সাহসী। আস্থা রাখো ওহে জগৎওবাসী আমরা সকলেই শান্তি কাম।
সংবিধান এবং জাতীয় সংগীত পরিবর্তন চাই। ভারত খেদাও , দেশের সব জায়গা থেকে । আমরা নতুন প্রজন্ম দিল্লিদাসি ও তার লেস্পেন্সর মুক্ত নতুন বাংলাদেশ চাই । দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশ প্রেমিক।
জাতীয় সংগীতের জন্যে এই গান কেমন হবে বিপ্লবী শহীদের পুণ্য ভূমি, ধন্য ধন্য মোরা বাংলাদেশী। সবুছ শ্যামলে গেরা রাজ্য খানি, ধন্য ধন্য মোরা বাংলাদেশী। দুনিয়া জানে মোরা বিশ্বাসী, সত্যের পথেই এগিয়ে চলি। বিশ্ব জানে মোরা বিরের জাতী, শত্রুর কাছে শির নত না করি । লাল সবুজের পতাকার উচিত ধরি, জালিমের সঙ্গেই যুদ্ধ করি। ভয় পেয়োনা ওগো মা জননী, আমরা সকলেই বির সাহসী। আস্থা রাখো ওহে জগৎওবাসী আমরা সকলেই শান্তি কাম।
পরম করুনাময় যিনি মহান, সৃষ্টি করেছেন এই নিখিল জাহান শুরু করি তার নামে, কর্মে বিরতি ধামে বিশ্ব-কে দেখাবো নতুন সূর্য মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || শত বাধা জড়তায় থেমে রবো না সত্যের পথে আছে সম্ভাবনা (২) দুর্নিবারের বাঁকে আবাবিল হয়ে ঝাঁকে দেশের তরেই রবে, নিজ সম্মান কেহ শত্রু নয়, শ্যামল বাংলা চাই হতে চাই মো-রা বন্ধু সবার। থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে বাংলা হবে পৃথিবীর স্বর্গ মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || বিশ্ব শান্তিতে যাব আমরা, অশান্ত রবে নাকো তরুণ ধরা নিজ বলে কিছু নেই, মানুষের জন্যেই গড়বো ধরনীতেই নতুন সমাজ আস্থা থাকবে মনে , সর্বদা সবখানে দিবানিশি নিরাপদে করবে বিরাজ থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে জনগণ হবে , দে-শের মর্ম মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || বিসমিল্লাহির রাহমানির রাহিম এর তাফসির এবং ইসলাম(শান্তি) শব্দের অর্থ ঠিক রেখে করা। সুর সৃষ্টি করে শুনুন, চাইলে এটাকে জাতীয় সংগীত করতে পারেন ❤❤❤
পরম করুনাময় যিনি মহান, সৃষ্টি করেছেন এই নিখিল জাহান শুরু করি তার নামে, কর্মে বিরতি ধামে বিশ্ব-কে দেখাবো নতুন সূর্য মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || শত বাধা জড়তায় থেমে রবো না সত্যের পথে আছে সম্ভাবনা (২) দুর্নিবারের বাঁকে আবাবিল হয়ে ঝাঁকে দেশের তরেই রবে, নিজ সম্মান কেহ শত্রু নয়, শ্যামল বাংলা চাই হতে চাই মো-রা বন্ধু সবার। থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে বাংলা হবে পৃথিবীর স্বর্গ মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || বিশ্ব শান্তিতে যাব আমরা, অশান্ত রবে নাকো তরুণ ধরা নিজ বলে কিছু নেই, মানুষের জন্যেই গড়বো ধরনীতেই নতুন সমাজ আস্থা থাকবে মনে , সর্বদা সবখানে দিবানিশি নিরাপদে করবে বিরাজ থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে জনগণ হবে , দে-শের মর্ম মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || বিসমিল্লাহির রাহমানির রাহিম এর তাফসির এবং ইসলাম(শান্তি) শব্দের অর্থ ঠিক রেখে করা। সুর সৃষ্টি করে শুনুন, চাইলে এটাকে জাতীয় সংগীত করতে পারেন ❤❤❤
জাতীয় সংগীত পরিবর্তন চাই। ভারত খেদাও , দেশের সব জায়গা থেকে । আমরা নতুন প্রজন্ম দিল্লিদাসি ও তার লেস্পেন্সর মুক্ত নতুন বাংলাদেশ চাই । দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশ প্রেমিক।
আমি কখনো কমেন্ট করি না শুধু শূ্ুনেই যাই যখন একমিলিঅন সাস্কাইব ছিলো না ইলিয়াস ভাইয়ের । বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আমার অভিযোগ অথবা আমার মতামত। 365 যে হেতু জাতীও সংগীত নিয়ে কথা ৩৬৫ মধ্যে এটাও একটা অভিযোগ। জাতীয় সংগীত কার লেখা গ'গন হরর নাকী রবীন্দ্রনাথ ২৫ লাইন নাকি ১০ লাইন। যদি জিয়া আন্তজাতিক বিমান বন্দর নাম কোটি টাকা খরচ করে চেঞ্জ করতে পারে শেখ হাসিনা তাহলে ২৪ এসে কেনো জাতীয় সংগীত চেঞ্জ করা যাবে না। জাতীয় সংগীত চেঞ্জ করা হলো বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে না ২ টা অভিযোগ তুলে ধরলাম একি সাথে একটা উদাহরণ হিসেবে বিমানবন্দর কিন্তু প্রশ্ন দুইটা আলাদা
জাতীয় সংগীতের জন্যে এই গান কেমন হবে বিপ্লবী শহীদের পুণ্য ভূমি, ধন্য ধন্য মোরা বাংলাদেশী। সবুছ শ্যামলে গেরা রাজ্য খানি, ধন্য ধন্য মোরা বাংলাদেশী। দুনিয়া জানে মোরা বিশ্বাসী, সত্যের পথেই এগিয়ে চলি। বিশ্ব জানে মোরা বিরের জাতী, শত্রুর কাছে শির নত না করি । লাল সবুজের পতাকার উচিত ধরি, জালিমের সঙ্গেই যুদ্ধ করি। ভয় পেয়োনা ওগো মা জননী, আমরা সকলেই বির সাহসী। আস্থা রাখো ওহে জগৎওবাসী আমরা সকলেই শান্তি কাম।
পরম করুনাময় যিনি মহান, সৃষ্টি করেছেন এই নিখিল জাহান শুরু করি তার নামে, কর্মে বিরতি ধামে বিশ্ব-কে দেখাবো নতুন সূর্য মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || শত বাধা জড়তায় থেমে রবো না সত্যের পথে আছে সম্ভাবনা (২) দুর্নিবারের বাঁকে আবাবিল হয়ে ঝাঁকে দেশের তরেই রবে, নিজ সম্মান কেহ শত্রু নয়, শ্যামল বাংলা চাই হতে চাই মো-রা বন্ধু সবার। থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে বাংলা হবে পৃথিবীর স্বর্গ মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || বিশ্ব শান্তিতে যাব আমরা, অশান্ত রবে নাকো তরুণ ধরা নিজ বলে কিছু নেই, মানুষের জন্যেই গড়বো ধরনীতেই নতুন সমাজ আস্থা থাকবে মনে , সর্বদা সবখানে দিবানিশি নিরাপদে করবে বিরাজ থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে জনগণ হবে , দে-শের মর্ম মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || বিসমিল্লাহির রাহমানির রাহিম এর তাফসির এবং ইসলাম(শান্তি) শব্দের অর্থ ঠিক রেখে করা। সুর সৃষ্টি করে শুনুন, চাইলে এটাকে জাতীয় সংগীত করতে পারেন ❤❤❤
অবশ্যই একটা নতুন জাতীয় সংগীত আনতে হবে, "এমন এক জাতীয় সংগীত চাই যা শুনে দেশের প্রতি ভালোবাসা মনোবল ও শক্তি আরো দৃঢ় হয়" এখনকার এই ঘুম পাড়ানো সুরে জাতীয় সংগীত চাই না আমরা।
পরম করুনাময় যিনি মহান, সৃষ্টি করেছেন এই নিখিল জাহান শুরু করি তার নামে, কর্মে বিরতি ধামে বিশ্ব-কে দেখাবো নতুন সূর্য মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || শত বাধা জড়তায় থেমে রবো না সত্যের পথে আছে সম্ভাবনা (২) দুর্নিবারের বাঁকে আবাবিল হয়ে ঝাঁকে দেশের তরেই রবে, নিজ সম্মান কেহ শত্রু নয়, শ্যামল বাংলা চাই হতে চাই মো-রা বন্ধু সবার। থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে বাংলা হবে পৃথিবীর স্বর্গ মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || বিশ্ব শান্তিতে যাব আমরা, অশান্ত রবে নাকো তরুণ ধরা নিজ বলে কিছু নেই, মানুষের জন্যেই গড়বো ধরনীতেই নতুন সমাজ আস্থা থাকবে মনে , সর্বদা সবখানে দিবানিশি নিরাপদে করবে বিরাজ থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে জনগণ হবে , দে-শের মর্ম মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || বিসমিল্লাহির রাহমানির রাহিম এর তাফসির এবং ইসলাম(শান্তি) শব্দের অর্থ ঠিক রেখে করা। সুর সৃষ্টি করে শুনুন, চাইলে এটাকে জাতীয় সংগীত করতে পারেন ❤❤❤
জাতীয় সংগীতের জন্যে এই গান কেমন হবে বিপ্লবী শহীদের পুণ্য ভূমি, ধন্য ধন্য মোরা বাংলাদেশী। সবুছ শ্যামলে গেরা রাজ্য খানি, ধন্য ধন্য মোরা বাংলাদেশী। দুনিয়া জানে মোরা বিশ্বাসী, সত্যের পথেই এগিয়ে চলি। বিশ্ব জানে মোরা বিরের জাতী, শত্রুর কাছে শির নত না করি । লাল সবুজের পতাকার উচিত ধরি, জালিমের সঙ্গেই যুদ্ধ করি। ভয় পেয়োনা ওগো মা জননী, আমরা সকলেই বির সাহসী। আস্থা রাখো ওহে জগৎওবাসী আমরা সকলেই শান্তি কাম।
জাতীয় সংগীতের জন্যে এই গান কেমন হবে বিপ্লবী শহীদের পুণ্য ভূমি, ধন্য ধন্য মোরা বাংলাদেশী। সবুছ শ্যামলে গেরা রাজ্য খানি, ধন্য ধন্য মোরা বাংলাদেশী। দুনিয়া জানে মোরা বিশ্বাসী, সত্যের পথেই এগিয়ে চলি। বিশ্ব জানে মোরা বিরের জাতী, শত্রুর কাছে শির নত না করি । লাল সবুজের পতাকার উচিত ধরি, জালিমের সঙ্গেই যুদ্ধ করি। ভয় পেয়োনা ওগো মা জননী, আমরা সকলেই বির সাহসী। আস্থা রাখো ওহে জগৎওবাসী আমরা সকলেই শান্তি কাম।
কবি রুহুল আমীন খানের এই সংগীতকে জাতীয় সংগীত চাই। বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ।। সীমান্ত পাহারাতে সাগর পাহাড় অঙ্গে অঙ্গে ঘেরা রূপের বাহার, হেরী স্বর্গীয় তনু লাবনী যাহার , মনের মেটেনাক সাধ।। বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ।। শ্যমল সবুজ তার আচল খানি, বুকে বহে অমরার মন্দা কিনি, পাখির কুজন দানে দিন রজনী, প্রানে মধুর স্বাধ।। বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ।। এর প্রতি ধুলি বহে শহীদের শান, বুকে বহে চলে বিপ্লবী জীবন স্লোগান জীবন মরণ তব হে মোর প্রিয় ওয়াতান মোরা নির্ভীক দীপ্ত আযাদ।। বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ❤️❤️😊
ভাইরে সেই শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে ২০০৬ সালে বিএনপি উদ্যোগ নিছিলো জাতীয় সংগীত পরিবর্তনের পারে নাই।এবারও যদি আমরা জাতীয় সংগীত পরিবর্তন করতে না পারি😢।তাহলে, আর কোনদিনও হবে না।দ্রুতই জাতীয় সংগীত পরিবর্তন করা উচিত
এই জাতীয় সঙ্গীতের শিরিক জড়িত আছে ওমা তোমার আকাশ তোমার বাতাস এটা প্রত্যেকবার ওর কালিমারে ডাকছে ঠাকুরপো আর কালি মারে ডাকছে এটা শিরিক এই গানটাই শিরিক এটা পরিবর্তন হওয়া উচিত
পরম করুনাময় যিনি মহান, সৃষ্টি করেছেন এই নিখিল জাহান শুরু করি তার নামে, কর্মে বিরতি ধামে বিশ্ব-কে দেখাবো নতুন সূর্য মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || শত বাধা জড়তায় থেমে রবো না সত্যের পথে আছে সম্ভাবনা (২) দুর্নিবারের বাঁকে আবাবিল হয়ে ঝাঁকে দেশের তরেই রবে, নিজ সম্মান কেহ শত্রু নয়, শ্যামল বাংলা চাই হতে চাই মো-রা বন্ধু সবার। থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে বাংলা হবে পৃথিবীর স্বর্গ মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || বিশ্ব শান্তিতে যাব আমরা, অশান্ত রবে নাকো তরুণ ধরা নিজ বলে কিছু নেই, মানুষের জন্যেই গড়বো ধরনীতেই নতুন সমাজ আস্থা থাকবে মনে , সর্বদা সবখানে দিবানিশি নিরাপদে করবে বিরাজ থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে জনগণ হবে , দে-শের মর্ম মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী মোরা বাংলাদেশী, মো-দের গর্ব || বিসমিল্লাহির রাহমানির রাহিম এর তাফসির এবং ইসলাম(শান্তি) শব্দের অর্থ ঠিক রেখে করা। সুর সৃষ্টি করে শুনুন, চাইলে এটাকে জাতীয় সংগীত করতে পারেন ❤❤❤
একমাত্র জামায়াতে ইসলামী দেখিয়েছেন আদর্শ কাহাকে বলে! সরকারি প্রকল্পের কাজ শেষ হওয়ার পরে, বাকিটা টাকা ফেরত দিয়েছেন, এরকম দলকে আমরা ক্ষমতায় চাই। জামায়াত ইসলাম জিন্দাবাদ।
1947 সালে ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার পর আমরা একটি জাতীয় সংগীত পেয়েছিলাম। 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর এই জাতীয় সংগীত পরিবর্তন করে নতুন জাতীয় সংগীত আমাদেরকে দেওয়া হয়। 2024 সালে ভারত থেকে স্বাধীন হয়ে আমাদের অবশ্যই নতুন এক জাতীয় সংগীত গ্রহণ করতে হবে।
এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন🤲👉উনাদেরকে মুক্তিযোদ্ধা সম্মান🙋♂️ এবং অভিভাবকদের ভাতা প্রদান করা হবে, ইনশাআল্লাহ 🤲এটা আমাদের নৈতিক দায়িত্ব😢 ঈমানের দায়িত্ব😢 কারা কারা একমত🙋♂️ছাত্র জনতা জিন্দাবাদ💪 জামাত ⚖️শিবির জিন্দাবাদ💪👉🇧🇩⚖️⚖
"এক্কেবারে সংক্ষিপ্তভাবে বলতে গেলে" দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে " কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে? বাংলাদেশ জন্মের পর থেকে এ পর্যন্ত, আমারা সঠিক অধিকার পেয়েছি?শান্তিতে ছিলাম? তাই আমরা সাধারণ জনগণ চাচ্ছি এবার জামায়েত ইসলামকে সুযোগ দিয়ে দেখার দরকার!!
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করা হোক ও এর পরিবর্তে কাজী নজরুল ইসলাম এর এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বানী এই গজল টি কে বাংলাদেশের জাতীয় সংগীত করা হোক
ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে থেকো সব সময়💞🙏মনে রেখো অসংখ্য শহীদদের রক্তের অর্জিত আমাদের এই স্বাধীনতাকে 🇧🇩ওরা বিতর্কিত করার জন্যবার বার অপশক্তি আসবে👉 তোমরা রুখে দিবা সেটা 🇧🇩💪💪✊⚖💗⚖💙⚖
জাতীয় সংগীত পরিবর্তন চাই
জাতীয় সংগীত পরিবর্তন চাই। ভারত খেদাও , দেশের সব জায়গা থেকে । আমরা নতুন প্রজন্ম দিল্লিদাসি ও তার লেস্পেন্সর মুক্ত নতুন বাংলাদেশ চাই । দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশ প্রেমিক।
Biplobi Shohider,punno bumi,
Donno Donno mora Bangladeshi.
Shobuj shamole Gera rajjo khani,
Donno Donno mora Bangladeshi.
Duniya Jane mora বিশ্বাসী,
Sotter pothei agige choli.
Bissho Jane mora birer jati,
Sotrur Kase shir noto na kori.
Lal shobujer potaka উচিয়ে Dori,
Jalimer songgei juddo Kori.
Boy peona ogo ma jononi,
Amra sokolei bir shahosi.
আস্থা rakho ohe jogotobashi,
Amra sokolei santikami..........
@@UCqkdtMiE5ZquD_lF9prae4QBiplobi Shohider,punno bumi,
Donno Donno mora Bangladeshi.
Shobuj shamole Gera rajjo khani,
Donno Donno mora Bangladeshi.
Duniya Jane mora বিশ্বাসী,
Sotter pothei agige choli.
Bissho Jane mora birer jati,
Sotrur Kase shir noto na kori.
Lal shobujer potaka উচিয়ে Dori,
Jalimer songgei juddo Kori.
Boy peona ogo ma jononi,
Amra sokolei bir shahosi.
আস্থা rakho ohe jogotobashi,
Amra sokolei santikami..........
জাতীয় সংগীতের জন্যে এই গান কেমন হবে
বিপ্লবী শহীদের পুণ্য ভূমি,
ধন্য ধন্য মোরা বাংলাদেশী।
সবুছ শ্যামলে গেরা রাজ্য খানি,
ধন্য ধন্য মোরা বাংলাদেশী।
দুনিয়া জানে মোরা বিশ্বাসী,
সত্যের পথেই এগিয়ে চলি।
বিশ্ব জানে মোরা বিরের জাতী,
শত্রুর কাছে শির নত না করি ।
লাল সবুজের পতাকার উচিত ধরি,
জালিমের সঙ্গেই যুদ্ধ করি।
ভয় পেয়োনা ওগো মা জননী,
আমরা সকলেই বির সাহসী।
আস্থা রাখো ওহে জগৎওবাসী
আমরা সকলেই শান্তি কাম।
সমস্যাটা হলো, বাংলাদেশ নিয়ে এমন কোনো গান নেই, যা জাতীয় সংগীত হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। জাতীয় সংগীত এমন হওয়া উচিত, যা দল-মত-ধর্ম নির্বিশেষে সব মানুষ আবেগ ও ভালোবাসা দিয়ে গাইতে পারে। এখন পর্যন্ত এমন কোনো গান তৈরি হয়নি।
তাই প্রথমে আমাদের একটা গান বানাতে হবে, যা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবে। গানটিকে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তাদের আবেগের সঙ্গে যুক্ত করতে হবে। দেশপ্রেমমূলক বিভিন্ন আন্দোলন ও ইভেন্টে গানটিকে স্বতঃস্ফূর্তভাবে গাওয়া শুরু করতে হবে। এর পরেই প্রশ্ন ওঠা উচিত, সেই গানকে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা যায় কি না।
কেবল ভারত বিরোধিতা করে জাতীয় সংগীত পরিবর্তনের চেষ্টা করলে তা টেকসই হবে না, বরং ষড়যন্ত্রকারীদের সুযোগ করে দেওয়া হবে। তাই আপাতত এই বিতর্কটি এড়িয়ে চলাই আমাদের জন্য উত্তম।
জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে
এখন না হলেও পরবর্তীতে পরিবর্তন হবে ইনশাআল্লাহ
কেন রবীন্দ্রনাথের লেখা ‘আমার সোনার বাংলা’ গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে বাদ দেয়া উচিত?
প্রথমত, এই গানটির মধ্যে ‘বাংলাদেশ’ শব্দটা নাই। স্বাভাবিকভাবে ‘বাংলা’ বলতে কেউ বাংলাদেশ বুঝে না, ভারতে বাংলা বলতে বুঝে পশ্চিমবঙ্গ। যেহেতু রবীন্দ্রনাথ ভারতের পশ্চিমবঙ্গের অধিবাসী (মাঝে মাঝে বাংলাদেশে বেড়াতে ও খাজনা তুলতে আসতো) তাই ‘বাংলা’ বলতে সে পশ্চিমবঙ্গ বুঝিয়েছে। কিন্তু আমরা মিথ্যা দিয়ে ইতিহাস ঢেকে এ গানটিকে বাংলাদেশের গান বলে চালাতে চাচ্ছি। এ যুক্তিকে কখনই এ গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে না।
দ্বিতীয়ত, উইকিপিডিয়া মারফত (রেফারেন্স:প্রশান্তকুমার পাল, রবিজীবনী, পঞ্চম খণ্ড, আনন্দ পাবলিশার্স, কলকাতা, ১৯৯০, পৃ. ২৫৮-৫৯) জানা যায় এই গানটির পটভূমি হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন। যেহেতু রবীণ্দ্রনাথ বঙ্গভঙ্গ রদের পক্ষে ছিলো এবং বঙ্গভঙ্গ রদ হওয়াটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থি, তাই এই গানটি অবশ্যই বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্ট থেকে তৈরী। আর বাংলাদেশ বিরোধী গান কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় ? আপনারাই বলুন।
তৃতীয়ত, রবীন্দ্রনাথ ভারতের জাতীয় কবি। বাংলাদেশের জাতীয় কবির গান বাদ দিয়ে ভারতের জাতীয় কবির গান কোন যুক্তিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় ??
চতুর্থত, এই গানটির মধ্যে কোন জাতীয় চেতনা নাই। এই গানটিতে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন কোন চেতনা এর মধ্যে প্রবেশ করে নাই। অথচ এই গানটি শোনানোর মাধ্যমে বাংলাদেশের জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় উব্ধুদ্ধ করা সম্ভব ছিলো। উল্লেখ্য আমেরিকার জাতীয় সংগীত, ফ্রান্সের জাতীয় হচ্ছে রণ সঙ্গীত, যা শুনলে দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার চেতনা জাগ্রত হয়। অথচ বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনলে ঘুম এসে যায়।
জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায় না এমন নয়। অনেক দেশেই স্বাধীনতার বহু পরে জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। এদের মধ্যে সুইজারল্যান্ড, রাশিয়া, কানাডা, মায়নামার, নেপাল, জার্মানি উল্লেখযোগ্য। এত বড় বড় দেশ যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে, তবে বাংলাদেশ কেন পারবে না ??
মনে রাখতে হবে,. মিথ্যার উপর ভিত্তি করে দেশপ্রেম বা জাতীয় সঙ্গীত হয় না। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এই জাতীয় সঙ্গীত বাংলাদেশবিরোধী সেন্টিমেন্ট থেকে লেখা। অথচ আপনি জোর করে তাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানিয়ে দিলেন। ইতিহাস কিন্তু আমাদের ক্ষমা করবে না, সত্য জেনে ভবিষ্যত প্রজন্ম আমাদের বিশ্বাসঘাতক বলে থু থু দেবে, নিশ্চিত থাকুন
--------------------------------------------------
পরবর্তীতে অন্য সরকার আসলে সমস্যা, এখনই যা করার করতে হবে ভাই
আমি আশা বাদি
জাতীয় সংগীতের জন্যে এই গান কেমন হবে
বিপ্লবী শহীদের পুণ্য ভূমি,
ধন্য ধন্য মোরা বাংলাদেশী।
সবুছ শ্যামলে গেরা রাজ্য খানি,
ধন্য ধন্য মোরা বাংলাদেশী।
দুনিয়া জানে মোরা বিশ্বাসী,
সত্যের পথেই এগিয়ে চলি।
বিশ্ব জানে মোরা বিরের জাতী,
শত্রুর কাছে শির নত না করি ।
লাল সবুজের পতাকার উচিত ধরি,
জালিমের সঙ্গেই যুদ্ধ করি।
ভয় পেয়োনা ওগো মা জননী,
আমরা সকলেই বির সাহসী।
আস্থা রাখো ওহে জগৎওবাসী
আমরা সকলেই শান্তি কাম।
জাতীয় সংগীত পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই। ইলিয়াস ভাই আমি আপনার সাথে একমত।
জাতীয় সংগীত পরিবর্তন চাই। ভারত খেদাও , দেশের সব জায়গা থেকে । আমরা নতুন প্রজন্ম দিল্লিদাসি ও তার লেস্পেন্সর মুক্ত নতুন বাংলাদেশ চাই । দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশ প্রেমিক।
বর্তমান সংবিধান এবং জাতীয় সংগীত দুটোরই পরিবর্তন চাই।
পরম করুনাময় যিনি মহান,
সৃষ্টি করেছেন এই নিখিল জাহান
শুরু করি তার নামে, কর্মে বিরতি ধামে
বিশ্ব-কে দেখাবো নতুন সূর্য
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
শত বাধা জড়তায় থেমে রবো না
সত্যের পথে আছে সম্ভাবনা (২)
দুর্নিবারের বাঁকে আবাবিল হয়ে ঝাঁকে
দেশের তরেই রবে, নিজ সম্মান
কেহ শত্রু নয়, শ্যামল বাংলা চাই
হতে চাই মো-রা বন্ধু সবার।
থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে
বাংলা হবে পৃথিবীর স্বর্গ
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
বিশ্ব শান্তিতে যাব আমরা,
অশান্ত রবে নাকো তরুণ ধরা
নিজ বলে কিছু নেই, মানুষের জন্যেই
গড়বো ধরনীতেই নতুন সমাজ
আস্থা থাকবে মনে , সর্বদা সবখানে
দিবানিশি নিরাপদে করবে বিরাজ
থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে
জনগণ হবে , দে-শের মর্ম
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
বিসমিল্লাহির রাহমানির রাহিম এর তাফসির এবং ইসলাম(শান্তি) শব্দের অর্থ ঠিক রেখে করা। সুর সৃষ্টি করে শুনুন, চাইলে এটাকে জাতীয় সংগীত করতে পারেন ❤❤❤
সংবিধান ও জাতীয় সংগীত এবং প্রশাসনের পরিবর্তন হোক
সহমত ১০০%❤❤❤❤❤
আমরা রবীন্দ্র সংগীত চাই না, ইসলামি জাতীয় সংগীত চাই।
শিরিক মুক্ত জাতিয়সংগিত চাই
জাতীয় সংগীতের জন্যে এই গান কেমন হবে
বিপ্লবী শহীদের পুণ্য ভূমি,
ধন্য ধন্য মোরা বাংলাদেশী।
সবুছ শ্যামলে গেরা রাজ্য খানি,
ধন্য ধন্য মোরা বাংলাদেশী।
দুনিয়া জানে মোরা বিশ্বাসী,
সত্যের পথেই এগিয়ে চলি।
বিশ্ব জানে মোরা বিরের জাতী,
শত্রুর কাছে শির নত না করি ।
লাল সবুজের পতাকার উচিত ধরি,
জালিমের সঙ্গেই যুদ্ধ করি।
ভয় পেয়োনা ওগো মা জননী,
আমরা সকলেই বির সাহসী।
আস্থা রাখো ওহে জগৎওবাসী
আমরা সকলেই শান্তি কাম।
@@dhjyiouygjkooooigggএটা কার লেখা?!
@@ShamsulhaqueSadiMaybe AI😂
The current national anthem doesn’t have shirk in it.
সংবিধান এবং জাতীয় সংগীত পরিবর্তন চাই
সহমত
জাত সংবিধান ও জাতীয় সংগীত পরিবর্তন চাই
সংবিধান এবং জাতীয় সংগীত পরিবর্তন চাই। ভারত খেদাও , দেশের সব জায়গা থেকে । আমরা নতুন প্রজন্ম দিল্লিদাসি ও তার লেস্পেন্সর মুক্ত নতুন বাংলাদেশ চাই । দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশ প্রেমিক।
ইনশাআল্লাহ জাতীয় সংগীত পরিবর্তন করা হোক ইনশাআল্লাহ, রাইট কথা বলেছেন ইলিয়াস হোসাইন ভাই, 🇧🇩❤🇲🇾🫶🇵🇰🥰🇵🇸🇵🇸👍👍👍
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তো ভারতীয়। তার জন্ম ও ভারতে। তাহলে কাজী নজরুল ইসলাম কেও বয়কট করা হোক।
সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই আপনি সঠিক কথা বলেছেন আমাদের জাতীয় সংগীত চেঞ্জ করার জন্য আমারও জোর দাবি জানাচ্ছি কে কে একমত আছেন ❤❤❤❤
জাতীয় সংগীতের জন্যে এই গান কেমন হবে
বিপ্লবী শহীদের পুণ্য ভূমি,
ধন্য ধন্য মোরা বাংলাদেশী।
সবুছ শ্যামলে গেরা রাজ্য খানি,
ধন্য ধন্য মোরা বাংলাদেশী।
দুনিয়া জানে মোরা বিশ্বাসী,
সত্যের পথেই এগিয়ে চলি।
বিশ্ব জানে মোরা বিরের জাতী,
শত্রুর কাছে শির নত না করি ।
লাল সবুজের পতাকার উচিত ধরি,
জালিমের সঙ্গেই যুদ্ধ করি।
ভয় পেয়োনা ওগো মা জননী,
আমরা সকলেই বির সাহসী।
আস্থা রাখো ওহে জগৎওবাসী
আমরা সকলেই শান্তি কাম।
পরম করুনাময় যিনি মহান,
সৃষ্টি করেছেন এই নিখিল জাহান
শুরু করি তার নামে, কর্মে বিরতি ধামে
বিশ্ব-কে দেখাবো নতুন সূর্য
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
শত বাধা জড়তায় থেমে রবো না
সত্যের পথে আছে সম্ভাবনা (২)
দুর্নিবারের বাঁকে আবাবিল হয়ে ঝাঁকে
দেশের তরেই রবে, নিজ সম্মান
কেহ শত্রু নয়, শ্যামল বাংলা চাই
হতে চাই মো-রা বন্ধু সবার।
থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে
বাংলা হবে পৃথিবীর স্বর্গ
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
বিশ্ব শান্তিতে যাব আমরা,
অশান্ত রবে নাকো তরুণ ধরা
নিজ বলে কিছু নেই, মানুষের জন্যেই
গড়বো ধরনীতেই নতুন সমাজ
আস্থা থাকবে মনে , সর্বদা সবখানে
দিবানিশি নিরাপদে করবে বিরাজ
থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে
জনগণ হবে , দে-শের মর্ম
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
বিসমিল্লাহির রাহমানির রাহিম এর তাফসির এবং ইসলাম(শান্তি) শব্দের অর্থ ঠিক রেখে করা। সুর সৃষ্টি করে শুনুন, চাইলে এটাকে জাতীয় সংগীত করতে পারেন ❤❤❤
ভাইরে তোর নিচের টুনটুনিটা কেমন আছো বল তো আগে
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি এই জাতীয় সংগীতটি চাই। নতুন দেশে নতুন সংগীত চাই চাই চাই এবং চাই।
পরম করুনাময় যিনি মহান,
সৃষ্টি করেছেন এই নিখিল জাহান
শুরু করি তার নামে, কর্মে বিরতি ধামে
বিশ্ব-কে দেখাবো নতুন সূর্য
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
শত বাধা জড়তায় থেমে রবো না
সত্যের পথে আছে সম্ভাবনা (২)
দুর্নিবারের বাঁকে আবাবিল হয়ে ঝাঁকে
দেশের তরেই রবে, নিজ সম্মান
কেহ শত্রু নয়, শ্যামল বাংলা চাই
হতে চাই মো-রা বন্ধু সবার।
থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে
বাংলা হবে পৃথিবীর স্বর্গ
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
বিশ্ব শান্তিতে যাব আমরা,
অশান্ত রবে নাকো তরুণ ধরা
নিজ বলে কিছু নেই, মানুষের জন্যেই
গড়বো ধরনীতেই নতুন সমাজ
আস্থা থাকবে মনে , সর্বদা সবখানে
দিবানিশি নিরাপদে করবে বিরাজ
থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে
জনগণ হবে , দে-শের মর্ম
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
বিসমিল্লাহির রাহমানির রাহিম এর তাফসির এবং ইসলাম(শান্তি) শব্দের অর্থ ঠিক রেখে করা। সুর সৃষ্টি করে শুনুন, চাইলে এটাকে জাতীয় সংগীত করতে পারেন ❤❤❤
জাতীয় সংগীত পরিবর্তন চাই। এমন জাতীয় সংগীত চাই যেখানে বাংলাদেশ উল্লেখ থাকবে এবং আল্লাহ কাছে প্রার্থনা থাকবে।
জাতীয় সংগীত পরিবর্তন চাই
জাতীয় সংগীত পরিবর্তনের জন্য যে দাবি উঠেছে আমি তার সাথে একাত্মতা পোষণ করছি।আমি ও চাই জাতীয় সংগীত পরিবর্তন করা হোক।
জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই।
আল্লাহ ও বাংলাদেশের নাম যুক্ত জাতীয় সঙ্গীত চাই 🇧🇩🇧🇩
আমাদের সকল মুসলমান ভাই বোনদের দাবি জাতীয় সংগীত পরিবর্তন করা হোক
জাতীয় সংগীত পরিবর্তন করা হক
জাতীয় সংগীত পরিবর্তন চাই। ভারত খেদাও , দেশের সব জায়গা থেকে । আমরা নতুন প্রজন্ম দিল্লিদাসি ও তার লেস্পেন্সর মুক্ত নতুন বাংলাদেশ চাই । দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশ প্রেমিক।
আমি কখনো কমেন্ট করি না শুধু শূ্ুনেই যাই যখন একমিলিঅন সাস্কাইব ছিলো না ইলিয়াস ভাইয়ের । বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আমার অভিযোগ অথবা আমার মতামত। 365 যে হেতু জাতীও সংগীত নিয়ে কথা ৩৬৫ মধ্যে এটাও একটা অভিযোগ। জাতীয় সংগীত কার লেখা গ'গন হরর নাকী রবীন্দ্রনাথ ২৫ লাইন নাকি ১০ লাইন। যদি জিয়া আন্তজাতিক বিমান বন্দর নাম কোটি টাকা খরচ করে চেঞ্জ করতে পারে শেখ হাসিনা তাহলে ২৪ এসে কেনো জাতীয় সংগীত চেঞ্জ করা যাবে না। জাতীয় সংগীত চেঞ্জ করা হলো বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে না ২ টা অভিযোগ তুলে ধরলাম একি সাথে একটা উদাহরণ হিসেবে বিমানবন্দর কিন্তু প্রশ্ন দুইটা আলাদা
আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই ভারতীয় রাজাকার মুক্ত বাংলাদেশ চাই মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেয়া হোক 💜💚💚💜💜💜
জাতীয় সংগীতের জন্যে এই গান কেমন হবে
বিপ্লবী শহীদের পুণ্য ভূমি,
ধন্য ধন্য মোরা বাংলাদেশী।
সবুছ শ্যামলে গেরা রাজ্য খানি,
ধন্য ধন্য মোরা বাংলাদেশী।
দুনিয়া জানে মোরা বিশ্বাসী,
সত্যের পথেই এগিয়ে চলি।
বিশ্ব জানে মোরা বিরের জাতী,
শত্রুর কাছে শির নত না করি ।
লাল সবুজের পতাকার উচিত ধরি,
জালিমের সঙ্গেই যুদ্ধ করি।
ভয় পেয়োনা ওগো মা জননী,
আমরা সকলেই বির সাহসী।
আস্থা রাখো ওহে জগৎওবাসী
আমরা সকলেই শান্তি কাম।
জাতীয় সংগীত পরিবর্তন করা হোক
জাতীয় সংগিত পরিবর্তন করা হোক,
ইঞ্চি ইঞ্চি মাটি সংগীতটাকে জাতীয় সংগীত হিসেবে দেখতে চাই,, কে কে একমত
👇
আলহামদুলিল্লাহ নতুন প্রজন্মের চেতনা প্রতিপালনে। জাতীয় সংগীত পরিবর্তন করা। দরকার ইনশাআল্লাহ
পরম করুনাময় যিনি মহান,
সৃষ্টি করেছেন এই নিখিল জাহান
শুরু করি তার নামে, কর্মে বিরতি ধামে
বিশ্ব-কে দেখাবো নতুন সূর্য
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
শত বাধা জড়তায় থেমে রবো না
সত্যের পথে আছে সম্ভাবনা (২)
দুর্নিবারের বাঁকে আবাবিল হয়ে ঝাঁকে
দেশের তরেই রবে, নিজ সম্মান
কেহ শত্রু নয়, শ্যামল বাংলা চাই
হতে চাই মো-রা বন্ধু সবার।
থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে
বাংলা হবে পৃথিবীর স্বর্গ
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
বিশ্ব শান্তিতে যাব আমরা,
অশান্ত রবে নাকো তরুণ ধরা
নিজ বলে কিছু নেই, মানুষের জন্যেই
গড়বো ধরনীতেই নতুন সমাজ
আস্থা থাকবে মনে , সর্বদা সবখানে
দিবানিশি নিরাপদে করবে বিরাজ
থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে
জনগণ হবে , দে-শের মর্ম
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
বিসমিল্লাহির রাহমানির রাহিম এর তাফসির এবং ইসলাম(শান্তি) শব্দের অর্থ ঠিক রেখে করা। সুর সৃষ্টি করে শুনুন, চাইলে এটাকে জাতীয় সংগীত করতে পারেন ❤❤❤
অবশ্যই একটা নতুন জাতীয় সংগীত আনতে হবে,
"এমন এক জাতীয় সংগীত চাই যা শুনে দেশের প্রতি ভালোবাসা মনোবল ও শক্তি আরো দৃঢ় হয়" এখনকার এই ঘুম পাড়ানো সুরে জাতীয় সংগীত চাই না আমরা।
পরম করুনাময় যিনি মহান,
সৃষ্টি করেছেন এই নিখিল জাহান
শুরু করি তার নামে, কর্মে বিরতি ধামে
বিশ্ব-কে দেখাবো নতুন সূর্য
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
শত বাধা জড়তায় থেমে রবো না
সত্যের পথে আছে সম্ভাবনা (২)
দুর্নিবারের বাঁকে আবাবিল হয়ে ঝাঁকে
দেশের তরেই রবে, নিজ সম্মান
কেহ শত্রু নয়, শ্যামল বাংলা চাই
হতে চাই মো-রা বন্ধু সবার।
থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে
বাংলা হবে পৃথিবীর স্বর্গ
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
বিশ্ব শান্তিতে যাব আমরা,
অশান্ত রবে নাকো তরুণ ধরা
নিজ বলে কিছু নেই, মানুষের জন্যেই
গড়বো ধরনীতেই নতুন সমাজ
আস্থা থাকবে মনে , সর্বদা সবখানে
দিবানিশি নিরাপদে করবে বিরাজ
থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে
জনগণ হবে , দে-শের মর্ম
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
বিসমিল্লাহির রাহমানির রাহিম এর তাফসির এবং ইসলাম(শান্তি) শব্দের অর্থ ঠিক রেখে করা। সুর সৃষ্টি করে শুনুন, চাইলে এটাকে জাতীয় সংগীত করতে পারেন ❤❤❤
জাতীয় সংগীত পরিবর্তন করা হোক।✊
Change constitution, 2 year max PM term. Change jatio songit.
জাতীয় সংগীতের জন্যে এই গান কেমন হবে
বিপ্লবী শহীদের পুণ্য ভূমি,
ধন্য ধন্য মোরা বাংলাদেশী।
সবুছ শ্যামলে গেরা রাজ্য খানি,
ধন্য ধন্য মোরা বাংলাদেশী।
দুনিয়া জানে মোরা বিশ্বাসী,
সত্যের পথেই এগিয়ে চলি।
বিশ্ব জানে মোরা বিরের জাতী,
শত্রুর কাছে শির নত না করি ।
লাল সবুজের পতাকার উচিত ধরি,
জালিমের সঙ্গেই যুদ্ধ করি।
ভয় পেয়োনা ওগো মা জননী,
আমরা সকলেই বির সাহসী।
আস্থা রাখো ওহে জগৎওবাসী
আমরা সকলেই শান্তি কাম।
এমন একটা জাতীয় সঙ্গীত চাই যেখানে দেশপ্রেম ও আল্লাহ এর প্রশংসা দুটাই থাকবে
জাতীয় সংগীতের পরিবর্তন চাই।
আমি মুসলিম হিসাবে জাতীয় সংগীত পরিবর্তন চাই।
বাংলাদেশের জাতীয় সংগীতের পরিবর্তন করা হউক এবং নতুন সংবিধান তৈরি করা হউক।
আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই
অবশ্যই চাই
অবশ্যই জাতীয় সংগীত পরিবর্তন করা প্রয়োজন, জোর দাবী জানাই।
ইলিয়াস ভাই আপনি যেভাবেই হোক জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে
এতে যা যা করা লাগে করেন আমরা আপনার সাথে আছি
জাতীয় সংগীতের জন্যে এই গান কেমন হবে
বিপ্লবী শহীদের পুণ্য ভূমি,
ধন্য ধন্য মোরা বাংলাদেশী।
সবুছ শ্যামলে গেরা রাজ্য খানি,
ধন্য ধন্য মোরা বাংলাদেশী।
দুনিয়া জানে মোরা বিশ্বাসী,
সত্যের পথেই এগিয়ে চলি।
বিশ্ব জানে মোরা বিরের জাতী,
শত্রুর কাছে শির নত না করি ।
লাল সবুজের পতাকার উচিত ধরি,
জালিমের সঙ্গেই যুদ্ধ করি।
ভয় পেয়োনা ওগো মা জননী,
আমরা সকলেই বির সাহসী।
আস্থা রাখো ওহে জগৎওবাসী
আমরা সকলেই শান্তি কাম।
জাতীয় সংগীত দরকার নেই সুরা ফাতিহা আয়াত পাঠ করা হোক ইলিয়াস হোসেন ভাই কে ধন্যবাদ
পরিবর্তন চাই জাতীয় সংগীতের
নতুন প্রজন্মের চেতনা প্রতিফলনে জাতীয় সংগীত পরিবর্তন দরকার।
কবি রুহুল আমীন খানের এই সংগীতকে জাতীয় সংগীত চাই।
বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ
বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ।।
সীমান্ত পাহারাতে সাগর পাহাড়
অঙ্গে অঙ্গে ঘেরা রূপের বাহার,
হেরী স্বর্গীয় তনু লাবনী যাহার ,
মনের মেটেনাক সাধ।।
বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ
বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ।।
শ্যমল সবুজ তার আচল খানি,
বুকে বহে অমরার মন্দা কিনি,
পাখির কুজন দানে দিন রজনী,
প্রানে মধুর স্বাধ।।
বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ
বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ।।
এর প্রতি ধুলি বহে শহীদের শান,
বুকে বহে চলে বিপ্লবী জীবন স্লোগান
জীবন মরণ তব হে মোর প্রিয় ওয়াতান
মোরা নির্ভীক দীপ্ত আযাদ।।
বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ
বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ❤️❤️😊
th-cam.com/video/QEG_OaglTMI/w-d-xo.htmlsi=rLk58AtrWgtA4XyA
Ken, tomar kothay kothay betha go
Jatio songit poriborton cai
ঠিক
জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক
জাতীয় সংগীত পরিবর্তন চাই 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ভাইরে সেই শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে ২০০৬ সালে বিএনপি উদ্যোগ নিছিলো জাতীয় সংগীত পরিবর্তনের পারে নাই।এবারও যদি আমরা জাতীয় সংগীত পরিবর্তন করতে না পারি😢।তাহলে, আর কোনদিনও হবে না।দ্রুতই জাতীয় সংগীত পরিবর্তন করা উচিত
Drutoi jatio shongit poriborton kora uchit
জাতীয় সংগীত পরিবর্তন চাই চাই চাই।
অবশ্যই চাই।
আমাদের স্বাধীন দেশের জাতীয় সংগীত আমাদের জন্য স্বরচিত হওয়া খুবই জরুরী ও স্বাভাবিক। পরিবর্তন করা হউক।
কয়েক জন কবি মিলেমিশে করা উত্তম।
পরিবর্তন দরকার
"কারা কারা একমত??👍🙏❤কেন হবেনা ???🙋♂ জাতীয় সংগীত" " সংবিধান তো কোন ধর্মগ্রন্থ নয় যে" " সংশোধন করা যাবে না ???
"সোনার বাংলা" আওয়ামী লীগ ধর্মের ২য় কালেমা। ১ম কালেমা কালেমায় জয় বাংলা।
তুই কে বলার পরিবর্তন করতে হবে
এই জাতীয় সঙ্গীতের শিরিক জড়িত আছে ওমা তোমার আকাশ তোমার বাতাস এটা প্রত্যেকবার ওর কালিমারে ডাকছে ঠাকুরপো আর কালি মারে ডাকছে এটা শিরিক এই গানটাই শিরিক এটা পরিবর্তন হওয়া উচিত
@@fannybangla001তুই কে?
ঠিক
অবশ্যই জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই
জাতীয় সংগীত পরিবর্তন করা হোক, গানের পরিবর্তে কোরআন তেলাওয়াত দেওয়া হোক।
জাতীয় সংগীত পরিবর্তন চাই
করতে হবে।
জাতীয় সংগীতের পরিবর্তন করা হউক।
পরম করুনাময় যিনি মহান,
সৃষ্টি করেছেন এই নিখিল জাহান
শুরু করি তার নামে, কর্মে বিরতি ধামে
বিশ্ব-কে দেখাবো নতুন সূর্য
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
শত বাধা জড়তায় থেমে রবো না
সত্যের পথে আছে সম্ভাবনা (২)
দুর্নিবারের বাঁকে আবাবিল হয়ে ঝাঁকে
দেশের তরেই রবে, নিজ সম্মান
কেহ শত্রু নয়, শ্যামল বাংলা চাই
হতে চাই মো-রা বন্ধু সবার।
থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে
বাংলা হবে পৃথিবীর স্বর্গ
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
বিশ্ব শান্তিতে যাব আমরা,
অশান্ত রবে নাকো তরুণ ধরা
নিজ বলে কিছু নেই, মানুষের জন্যেই
গড়বো ধরনীতেই নতুন সমাজ
আস্থা থাকবে মনে , সর্বদা সবখানে
দিবানিশি নিরাপদে করবে বিরাজ
থাকবে সবাই সুখে, রঙিন স্বপ্ন বুকে
জনগণ হবে , দে-শের মর্ম
মোরা বাংলাদেশী ,মোরা বাংলাদেশী
মোরা বাংলাদেশী, মো-দের গর্ব ||
বিসমিল্লাহির রাহমানির রাহিম এর তাফসির এবং ইসলাম(শান্তি) শব্দের অর্থ ঠিক রেখে করা। সুর সৃষ্টি করে শুনুন, চাইলে এটাকে জাতীয় সংগীত করতে পারেন ❤❤❤
জাতীয় সংগীত পরিবর্তন চাই ইলিয়াস ভাই আপনার সাথে একমত আমরা
সাংবাদিক❤ ইলিয়াস ভাই জাতীয় সংগীত পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ❤
পৈত্যলিকদের ফাপিয়ে দেওয়া সঙ্গীত আর গাইবো না পৌত্তলিক মার্কা সঙ্গীত পরিবর্তন করা হোক
সময়ের সেরা দাবি একটাই
জাতীয় সংগীত পরিবর্তন চাই।
জাতীয় সংগীত পরিবতন চাই।
আমরা জাতীয় সংগীতের পরিবর্তন চাই
একমাত্র জামায়াতে ইসলামী দেখিয়েছেন আদর্শ কাহাকে বলে! সরকারি প্রকল্পের কাজ শেষ হওয়ার পরে, বাকিটা টাকা ফেরত দিয়েছেন, এরকম দলকে আমরা ক্ষমতায় চাই। জামায়াত ইসলাম জিন্দাবাদ।
জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক।
জাতীয় সংগীত পরিবর্তন চাই ইনশাআল্লাহ।
এই জাতীয় সংগীত পরিবর্তন চাই
আমারা দ্বিতীয় স্বাধীনতার দেশের মানুষ আমার আমাদের ভালো মন্দ নির্ধারণ করবো। 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
জাতীয় সংগতি পরিবর্তন চাই চাই চাই
2nd Sadhinota kivabe orjon holo???
th-cam.com/video/QEG_OaglTMI/w-d-xo.htmlsi=rLk58AtrWgtA4XyA
Tumar abba taleban😂😂@PoralekhaPoralekha
@@GouranggoRoy-o2tghumai silen apni ?? Ondho naki , mone hoi awami league
জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন করা দরকার
জাতীয় সঙ্গীত পরিবতন চাই
জাতীয় সংগীত পরি বতন চাই
জাতীয় সংগীত পরিবর্তন চাই.........
এই জাতীয় সংগীত চলবে না, না না
নতুন জাতীয় সংগীত চাই ধন্যবাদ 🌹
1947 সালে ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার পর আমরা একটি জাতীয় সংগীত পেয়েছিলাম। 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর এই জাতীয় সংগীত পরিবর্তন করে নতুন জাতীয় সংগীত আমাদেরকে দেওয়া হয়। 2024 সালে ভারত থেকে স্বাধীন হয়ে আমাদের অবশ্যই নতুন এক জাতীয় সংগীত গ্রহণ করতে হবে।
এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে। - বিশ্বনবী হযরত মোহাম্মদ
(সা:)
ঠিক
amader ancestors to hindu silo ei sub continent e.
আমারা জাতীয় সংগীত পরিবর্তন চাই ❤❤
সাড়ে ১৫ লাখ সরকারি কর্মচারীর মধ্যে ১৫ লাখ কোন না কোন ভাবে অনৈতিক সুবিধা নিয়েছে তাদের চরিত্র বদলাতে হবে। সময় লাগবে ১০ বছর।
কোটি মানুষের প্রাণের দাবি জাতীয় সংগীত বদলাতে হবে। 🇧🇩🇧🇩🇧🇩
ঠিক
এই সংগীত কলিকাতার
নতুন বাংলাদেশের নতুন জাতীয় সংগীত ও নতুন সংবিধান চাই
জাতীয় সংগীত পরিবর্তন চাই❤❤
❤❤❤❤❤❤ জাতীয় সংগীত পরিবর্তন চাই
এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন🤲👉উনাদেরকে মুক্তিযোদ্ধা সম্মান🙋♂️ এবং অভিভাবকদের ভাতা প্রদান করা হবে, ইনশাআল্লাহ 🤲এটা আমাদের নৈতিক দায়িত্ব😢 ঈমানের দায়িত্ব😢 কারা কারা একমত🙋♂️ছাত্র জনতা জিন্দাবাদ💪 জামাত ⚖️শিবির জিন্দাবাদ💪👉🇧🇩⚖️⚖
ঠিক বলেছে ভাই
সহমত পোষণ করছি
নতুন করে বাংলাদেশ যুদ্ধ হয়েছে নতুন জাতীয় সংগীত চাই আমরা ভারতের জাতীয় সংগীত আমরা করবো কেন
জাতীয় সংগীত পরিবর্তন করা হুক
যুদ্ধংদেহী জোস পূর্ন জাতীয় সংগীত রচিত হোক।
পাকিস্তানের জাতীয় সংগীতের ভেতরে একটা তেজ আছে।শুনলে রক্ত গরম হয়ে যায়।আমাদের জাতীয় সংগীতও এমন হওয়া উচিত যেটা শুনলে দেশপ্রেম, রক্ত জাগ্রত হবে😎
শিরকে ভরা এই গান দ্রুত পরিবর্তন করতে হবে
ঠিক বলছেন ভাই
ইলিয়াস ভাই অনেক ধন্যবাদ, জাতি কে শিরক,থেকে সতর্ক করার জন্য
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করা হোক।
কে কে একমত
👇👇👇
সহমতি
Ekmot
জাতীয় সংগীত পরিবর্তন করা হোক 🙋🙋🙋
"এক্কেবারে সংক্ষিপ্তভাবে বলতে গেলে" দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে " কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে? বাংলাদেশ জন্মের পর থেকে এ পর্যন্ত, আমারা সঠিক অধিকার পেয়েছি?শান্তিতে ছিলাম? তাই আমরা সাধারণ জনগণ চাচ্ছি এবার জামায়েত ইসলামকে সুযোগ দিয়ে দেখার দরকার!!
Pagol
জাতীয় সংগীত পরিবর্তন চাই ইঞ্চি ইঞ্চি মাটি মুহিব খানের বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে দেখতে চাই একজন মুসলমান হিসেবে আমার এটা প্রাপ্য এবং দাবি
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করা হোক ও এর পরিবর্তে কাজী নজরুল ইসলাম এর এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বানী এই গজল টি কে বাংলাদেশের জাতীয় সংগীত করা হোক
@PoralekhaPoralekhaAhare fsos League re sobar comment a jaya ek e kotha likhtese 😂 pani khan ektu kosto hocchena khub?
পরিবর্তন চাই। বাংলাদেশের নিজস্ব গান হবে জাতীয় সঙ্গীত
জাতীয় সংগিত পরিবর্তন চাই
জাতীয় সংগীত পরিবর্তন দরকার।
ইলিয়াস ভাই জাতীয় সংগীত পরিবর্তন করতেই হবে।
আজ বা কাল জাতীয় সংগীত পরিবর্তন হবে
মুহিব খানের লেখা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি এটাকে জাতীয় সংগীত হিসেবে চাই।
সহমত❤
জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে
জাতীয় সংগীত পরিবর্তন করা উচিত
জাতীয় সংগীত পরিবর্তন করতেই হবে। উদিচির ব্যাপারে অনুসন্ধান করার জোড় দাবী জানাচ্ছি
পরিবর্তন চাই করতে হবে
এক দফা এক দাবি জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে।
জাতীয় সংগীত পরিবর্তন চাই
জাতীয় সংগতি পরিবর্তন চাই চাই চাই
অবশ্যই জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে, ইনশাআল্লাহ।
ইন্সি ইন্সি মাটি মুহিব খান সাহেব ভাইয়ের এই সন্দটই দেখতে চাই
❤❤ জাতীয় সংগীত আবার নুতুন করে লেখা হওক করণ আমরা যেভাবে দেশ স্বাধীন করেছি সেরকম কোনো জালাময়ী কিছু নাই।বর্তমান জাতীয় সংগীত শুনলে ঘুম আসে
😂😂😂
অবশ্যই জাতীয় সঙীত এর পরিবর্তন চাই। আমি একজন মা.
জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই
জাতীয় সংগতি পরিবর্তন চাই
আমি মনে করি পরিবর্তন করা দরকার
জাতীয় সংগীত পরিবর্তন করা হোক আমি সবার সাতে ১ মত ১ দফা ১ দাবি জাতীয় সংগীত পরিবর্তন চাই 🇧🇩✊
একদম❤
ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে থেকো সব সময়💞🙏মনে রেখো অসংখ্য শহীদদের রক্তের অর্জিত আমাদের এই স্বাধীনতাকে 🇧🇩ওরা বিতর্কিত করার জন্যবার বার অপশক্তি আসবে👉 তোমরা রুখে দিবা সেটা 🇧🇩💪💪✊⚖💗⚖💙⚖