জাস্ট অসাধারণ একটা নাটক। মুগ্ধ হয়ে গেলাম। সবারই অভিনয় অনেক সুন্দর আর ম্যাচিউরড হয়েছে। তারিনকে এতোদিন পরেও অভিনয়ে দেখে এক্কেবারে সারপ্রাইজড হয়ে গেছি। এখনো কী চমৎকার অভিনয় তিনি করেন। হার্ডকোর রিয়েলিস্টিক প্রোফেশন্যাল একজন চাকুরিজীবী মা এর চরিত্র কী অসাধারণ ভাবে উনি ফুটিয়ে তুললেন! নতুন যুগের প্রত্যেকটা অভিনেত্রীর তার এই সাবলীল অভিনয় থেকে এখনো শিখার আছে! আই মাস্ট সে। কোন ধরনের ভাড়ামো নাই। সজল বেছেবেছে স্ক্রিপ্ট দেখে গল্প নেন ব্যাপারটা ভালোই লেগেছে। ধৈর্য আর ম্যাচিউরিটি (বিপদের সময়েও শাউটিং না করে রাগ কন্ট্রোল করেও নিজের কথা বলার যে এক্সপ্রেশেন তা এককথায় অসাধারণ)। পাভেলকে নিউ লুকে দারুণ লাগছে। পাভেল -সিনথিয়া জুটিকে মানিয়েছেও বেশ। পরিচালককেও অনেক ধন্যবাদ যে এতো এতো ফালতু রাবিশ গল্পের নাটকের দিনেও খুব অনন্যসাধারণ একটি নাটক উপহার দিয়েছেন আর ডায়ালগ গুলাও সুন্দর ছিল। জাস্ট মন ভালো করা প্রচেষ্টা। ❤
নাটকটি দেখার অপেক্ষায় ছিলাম নাটকটি দেখে ভালো লাগলো সজলের অভিনয় সেই হয়েছে যতো কাজ থাক আগে পরিবার কে সময় দিতে হবে সেটা হচ্ছে বড়ো দায়িত্ব বাকি সবার দৃষ্টিনন্দন অভিনয় দেখে ভালো লাগলো একটি বাস্তবমুখী নাটক ১৭/২/২০২৪/❤❤❤❤
অনেকদিন পর ফ্যামিলি নিয়ে দেখার মতো একটি নাটক পাওয়া গেল। এখনকার সব নাটকেরই মুল টপিক প্রেম। কিভাবে প্রেম করা যায়!!! ধন্যবাদ পরিচালককে এ ধরনের নাটক উপহার দেওয়ার জন্য।
অসম্ভব সুন্দর একটি নাটক। স্ক্রিপ্ট রাইটিং যথেষ্ট ভালো ছিলো। প্লোট মেকিং ও অসাধারণ। সমাজের সমসাময়িক এরকম বহু ছোট-খাটো ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেগুলোও সবার সামনে এভাবে স্ক্রিনে তুলে ধরা উচিত। আর একটি বিশেষ কথা না বললেই নয়। সেটি হচ্ছে এরকম স্ক্রিপ্ট অনেকেই লিখেন। কিন্তু তাদের লিখাগুলোর আদলে কোনো ডিরেক্টর নাটক বানাতে চান না। কারণ, আজকাল প্রেমের নাটকগুলো একটি বড় জায়গা অহেতুকই দখল করে রেখেছে। প্রেম-ভালোবাসা ছাড়াও নাটক বানানো সম্ভব। তাই আমার অনুরোধ, আপনারা সার্বিক বিবেচনা করে এরকম ভালো ভালো নাটক আমাদের দর্শকদের উপহার দিবেন।
অনেক সুন্দর একটা নাটক ছোট বেলায় এমন সুন্দর সুন্দর নাটক দেখতাম এখন আর এমন সুন্দর নাটক তৈরী হয় না ধন্যবাদ এত সুন্দর সাবলীল পারিবারিক নাটক তৈরী করেছেন যা পরিবারের সবাই মিলে উপভোগ করা যায় এরকম আর সুন্দর সুন্দর পারিবারিক নাটক চাই ☺
যদি একজন মা অথবা বাবা তাদের সন্তান কে পরিপূর্ণ ভাবে মানুষ করতে পারে, তাহলে তার জীবনের সবচেয়ে বড় ক্যারিয়ার তৈরি করা হয়ে যায়, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, যে সন্তান অনেক বড় নেয়ামত এবং বিশাল সম্পদ ❤
অসাধারণ। চাকরি ছাড়াটা কোন সমাধান নয়, দুটোর মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে চলাই আধুনিক জীবন। আর পাশে এরকম একজন লাইফ পার্টনার থাকলে জীবন আরোও সহজতর হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ সামজিক একটি ইস্যু নিয়ে নাটক।
খুব সুন্দর গল্প, তারিণ এবং সজল তো খুব প্রিয় শিল্পী ....সব মিলিয়ে একটা অসাধারণ নাটক উপহার দেওয়ার জন্য পরিচালক মশাইকে ধন্যবাদ। আজকের দিনে খুব প্রয়োজনীয় শিক্ষা মূলক নাটক ও বটে।❤❤❤
একটা সময় আমি আর আমার হাসবেন্ড জব করতাম। আর আমার মা আমার দুই বাচ্চাকে রাখতো।তারপর ও খুব সুন্দর ছিল সংসার টা।এখন আমার মা তিন মাস যাবত মারা গেছেন।এখন আমি আর জব করি না।এখনো ভালো আছি।আলহামদুলিল্লাহ
পরিবার কে সময় না দিলে টাকা 💸 কামাই করে কি করবেন, টাকা তো কামাই করতে হয় পরিবারের জন্য তাদের মুখে হাঁসির জন্য 😊 সময় টাকা দুটো দরকার জীবনে আর ভালোবাসা ❤ অনেক সুন্দর নাটক আর সজল ভাইয়া তারিন আপু আমার অনেক পছন্দের মানুষ তারিন আপু তো আমাদের সিলেট এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে
প্রথম সংসার(পরিবার) বাদ দিয়ে দ্বিতীয় সংসার(কর্মস্থল)কে প্রাধান্য দেওয়া মানুষগুলার অবস্থা এমনই হয় বেশিরভাগ সময়।😢 নিজ পরিবারকে মূল্যবান সময় দেওয়া উচিৎ বেশী। ❤
কি আর বলব,, কমেন্ট করতে এসে দেখি,,,,আমি যা বলতে চাই তা অন্য কেউ আগেও বলে দিয়েছে,,কিন্তু নাটক অনেক সুন্দর ছিলো,, শেষে একটু কেঁদে ফেলেছি...... ❤❤❤❤❤❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ পরিচালক ভাইকে এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য। সে জন্যই বলে সিনিয়রদের মূল্য অবশ্যই আছে,সজল ভাই এবং তারিন আপু পুরো শিল্পী শিক্ষা মূলক হওয়াটাই স্বাভাবিক। ❤ ১৮/০২/২০২৪
প্রযোজক সাহেবকে ধন্যবাদ জানাতে চাই এমন সুন্দর একটা নাটকে ইনভেস্ট করার জন্য।শুধুমাত্র ব্যাবসায়িক মনোভাব থাকলে উনি হয়তো কখনোই এমন নাটকে ইনভেস্ট করতেন না।এমন নাটকে ইনভেস্ট করতে গেলে অনেক ভালো মনের অধিকারী হতে হয়।মন থেকে কৃতজ্ঞতা জানাই #আকবর_হায়দার_মুন্না ভাইয়ের প্রতি।
নাটক: আমার সংসার পরিচালনা: রুবেল হাসান সংসার অতি বিষম জায়গা- বহু পুরনো কথা। বড়দের বলতে শুনতাম। সেখানে সবটুকু র সঠিক তাল রাখতে না পারলে নিমেষে জীবন সংগীতের সুর যায় কেটে। তবে আদর্শ সংসার,আদর্শ গৃহকর্তা বা গৃহকর্ত্রী বলে কি কিছু হয়? সবার জীবনের সংগ্রাম, জটিলতা,সমস্যা এক ,এক রকম।তার সমাধানের পদ্ধতিও আলাদা। কিন্তু একটা কথা সব সময় মনে রাখা উচিত হয়ত যে সংসারের কাছের মানুষদের জন্যই সবকিছু। তাই এমন কিছু করা বোধহয় শ্রেয় নয় যা তাদের উপেক্ষা করে বা যার কারণে নিজের লোকেদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়। তবে মানুষ মাত্রেই ভুল হয়। ভুলের মধ্যে দিয়ে, প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে আমাদের দোষের স্খালন ঘটে। এরই নাম সংসার। করুণাময়ের আশীষে জীবনের স্রোত অতিবাহিত হয় তার স্বাভাবিক গতিতে। নাটকের কাহিনী, পরিচালনা,সকল শিল্পীর সুদক্ষ অভিনয় জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছে। গৃহকর্তার ভূমিকায় সজলের অভিনয়: কখনও স্নেহময় পিতা, সর্বংসহা গৃহকর্তা, জীবন সঙ্গী, স্বামী। যে কোনো ভূমিকায় অসাধারণ পেশাদারিত্ব, সংযম,অভিনয় দক্ষতা দর্শককে তাক লাগিয়ে দিয়েছে। তাঁর অভিনীত কিছু মুহূর্ত: মমতাময় পিতা,গৃহকর্তা, স্বামী: (18:20-18:21),(21:39-21:41),(35:08-37:21),(45:15-45:32),(49:00-49:17)। এক আকাশ ভালোবাসার অভিনয় করে বাজি মাত করেছেন সজল (49:41-49:43)। এমন নীবিড় অভিনয় কি দৃষ্টি এড়াতে পারে। সাধু সাধু 🙏 সুদেষ্ণা শূর কলকাতা পশ্চিমবঙ্গ।
জাস্ট অসাধারণ একটা নাটক। মুগ্ধ হয়ে গেলাম। সবারই অভিনয় অনেক সুন্দর আর ম্যাচিউরড হয়েছে। তারিনকে এতোদিন পরেও অভিনয়ে দেখে এক্কেবারে সারপ্রাইজড হয়ে গেছি। এখনো কী চমৎকার অভিনয় তিনি করেন। হার্ডকোর রিয়েলিস্টিক প্রোফেশন্যাল একজন চাকুরিজীবী মা এর চরিত্র কী অসাধারণ ভাবে উনি ফুটিয়ে তুললেন! নতুন যুগের প্রত্যেকটা অভিনেত্রীর তার এই সাবলীল অভিনয় থেকে এখনো শিখার আছে! আই মাস্ট সে। কোন ধরনের ভাড়ামো নাই। সজল বেছেবেছে স্ক্রিপ্ট দেখে গল্প নেন ব্যাপারটা ভালোই লেগেছে। ধৈর্য আর ম্যাচিউরিটি (বিপদের সময়েও শাউটিং না করে রাগ কন্ট্রোল করেও নিজের কথা বলার যে এক্সপ্রেশেন তা এককথায় অসাধারণ)। পাভেলকে নিউ লুকে দারুণ লাগছে। পাভেল -সিনথিয়া জুটিকে মানিয়েছেও বেশ।
পরিচালককেও অনেক ধন্যবাদ যে এতো এতো ফালতু রাবিশ গল্পের নাটকের দিনেও খুব অনন্যসাধারণ একটি নাটক উপহার দিয়েছেন আর ডায়ালগ গুলাও সুন্দর ছিল। জাস্ট মন ভালো করা প্রচেষ্টা। ❤
এই রুচির দূভিক্ষে এই নাটকটি এক পশলা বৃষ্টি ❤❤❤ অনেক অনেক ধন্যবাদ এমন নাটক বানানোর জন্য
অনেক সুন্দর একটা নাম হযরত মোহাম্মদ( সঃ)
ekta natok er comment section eo ei comment ta korte hobe?
তাতে অসুবিধা কি ভাই?নবিজির নাম সদা গতিশীল মংগলময়
সব জায়গায় সব লেখতে নেই
Toh natok dkhte ese ETA likhben kn
Obossoi but ekta jinis apni bhul korchen nobijike osomman korchen @@prosunahmed5504
আসলেই নিখুঁত অভিনয় করেছেন সজল ও তারিন দুজনেই।অসম্ভব সুন্দর একটি নাটক।
নাটকটি দেখার অপেক্ষায় ছিলাম নাটকটি দেখে ভালো লাগলো সজলের অভিনয় সেই হয়েছে যতো কাজ থাক আগে পরিবার কে সময় দিতে হবে সেটা হচ্ছে বড়ো দায়িত্ব বাকি সবার দৃষ্টিনন্দন অভিনয় দেখে ভালো লাগলো একটি বাস্তবমুখী নাটক ১৭/২/২০২৪/❤❤❤❤
পাভেল ভাই সব ধরনের অভিনয়ের সাথে খুব ভালো মানিয়ে নিচ্ছে।এই নাটকে তার একটা নতুন সুন্দর অভিনয় দেখলাম💕
বর্তমান সময়ের সাথে বাস্তবতার আলোকে একটি চমৎকার নাটক।খুবই ভালো লাগলো ❤
অসাধারণ, বাস্তবে এমন ঘটনা অহরহ।
সকলের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত।
বর্তমান এই অশ্লীলতার নাটকের যুগে এরকম একটা নাটক সত্যি হ্রদয় ছুয়ে যায়।অসম্ভব সুন্দর কাহিনি। ন্যাচারাল অভিনয়।সবসমিলিয়ে মনোমুগ্ধকর 💝
দুর্দান্ত অভিনয় TARIN এবং SAJAL এর
অনেকদিন পর ফ্যামিলি নিয়ে দেখার মতো একটি নাটক পাওয়া গেল। এখনকার সব নাটকেরই মুল টপিক প্রেম। কিভাবে প্রেম করা যায়!!!
ধন্যবাদ পরিচালককে এ ধরনের নাটক উপহার দেওয়ার জন্য।
😊 pp ⁰
Right
Write
সহমত
Excellent natok
আমি নাটক দেখলে অনেক টেনে টেনে দেখি অনেকদিন পর এই নাটকটা একটু টানতে পারলাম না স্কিপ করতে পারলাম না জাস্ট অসাধারণ
Same me
Eto shundr natok❤❤
নাটক গুলো এমন হওয়ায় উচিত ❤❤ধন্যবাদ পরিচালক কে
একপঞ্চাশ মিনিট কখন যে শেষ হয়ে গেল বুজতেই পারিনি একটুও বিরক্ত লাগেনি এক কথায় অসাধারণ লাগছে।
অসম্ভব সুন্দর একটি নাটক। স্ক্রিপ্ট রাইটিং যথেষ্ট ভালো ছিলো। প্লোট মেকিং ও অসাধারণ। সমাজের সমসাময়িক এরকম বহু ছোট-খাটো ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেগুলোও সবার সামনে এভাবে স্ক্রিনে তুলে ধরা উচিত।
আর একটি বিশেষ কথা না বললেই নয়। সেটি হচ্ছে এরকম স্ক্রিপ্ট অনেকেই লিখেন। কিন্তু তাদের লিখাগুলোর আদলে কোনো ডিরেক্টর নাটক বানাতে চান না। কারণ, আজকাল প্রেমের নাটকগুলো একটি বড় জায়গা অহেতুকই দখল করে রেখেছে। প্রেম-ভালোবাসা ছাড়াও নাটক বানানো সম্ভব। তাই আমার অনুরোধ, আপনারা সার্বিক বিবেচনা করে এরকম ভালো ভালো নাটক আমাদের দর্শকদের উপহার দিবেন।
ভাইয়া,একদম মনের কথা লিখেছেন।এরকম নাটক বেশি বেশি দরকার।
I agree with you
প্রায় ৫/৭ বছর পরে কোন নাটক দেখলাম এবং ভালো লাগল❤❤❤রুচির এই মহামারীতে একটা সাবলীল গল্প❤️
অনেক শিক্ষনীয় নাটক। সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
সেরা নাটক❤❤❤
অসাধারণ নাটকটি।বর্তমান প্রেম ভালোবাসার যুগে এরকম একটা পারিবারিক নাটক দেখে অনেক ভালো লাগলো।
আমাদের বাংলাদেশের নাটক,, সেরা সব কিছু থেকে,,,অনেক কিছুর শেখার তাকে
Sinthia Yasmin oshadharon obhinoy korecho apu ❤🥰
Keep it up 👍 ❤
শিক্ষানীয় বিষয় গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ
পরিচালককে অসংখ্য ধন্যবাদ ইন্ডিং টা হ্যাপিনেস করার জন্য। নাটক টা খুবই ভালো লেগেছে।
শিক্ষনীয় একটি নাটক। সজলের অভিনয় দুর্দান্ত ছিলো।
১০০০০%রাইট
সন্তান জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না
কথা একদম সত্যি একজন বাবা এমন হলেও মানা যায় কিন্তু মা কি করে🥲🥲🥲🥲
অনেক সুন্দর একটা নাটক
ছোট বেলায় এমন সুন্দর সুন্দর নাটক দেখতাম এখন আর এমন সুন্দর নাটক তৈরী হয় না
ধন্যবাদ এত সুন্দর সাবলীল পারিবারিক নাটক তৈরী করেছেন যা পরিবারের সবাই মিলে উপভোগ করা যায়
এরকম আর সুন্দর সুন্দর পারিবারিক নাটক চাই ☺
ঠিক বলেছো বনু ❤
Khub shondhor shablil natok
যদি একজন মা অথবা বাবা তাদের সন্তান কে পরিপূর্ণ ভাবে মানুষ করতে পারে, তাহলে তার জীবনের সবচেয়ে বড় ক্যারিয়ার তৈরি করা হয়ে যায়, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, যে সন্তান অনেক বড় নেয়ামত এবং বিশাল সম্পদ ❤
প্রেম ভালোবাসা নিয়ে অনেক নাটক হয়।কিন্তু এইরকম ফ্যামিলও নিয়ে ড্রামা হওয়া বেশি দরকার। কারণ এখনকার মানুষ গুলো যান্ত্রিক হয়ে যাচ্ছে আস😢😢
absolutely right bolcen
R8
অসাধারণ। চাকরি ছাড়াটা কোন সমাধান নয়, দুটোর মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে চলাই আধুনিক জীবন। আর পাশে এরকম একজন লাইফ পার্টনার থাকলে জীবন আরোও সহজতর হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ সামজিক একটি ইস্যু নিয়ে নাটক।
খুব সুন্দর গল্প, তারিণ এবং সজল তো খুব প্রিয় শিল্পী ....সব মিলিয়ে একটা অসাধারণ নাটক উপহার দেওয়ার জন্য পরিচালক মশাইকে ধন্যবাদ। আজকের দিনে খুব প্রয়োজনীয় শিক্ষা মূলক নাটক ও বটে।❤❤❤
সজল ও তারিনের অভিনয় ছিল এক কথায় দূর্দান্ত❤😊
একটা সময় আমি আর আমার হাসবেন্ড জব করতাম। আর আমার মা আমার দুই বাচ্চাকে রাখতো।তারপর ও খুব সুন্দর ছিল সংসার টা।এখন আমার মা তিন মাস যাবত মারা গেছেন।এখন আমি আর জব করি না।এখনো ভালো আছি।আলহামদুলিল্লাহ
😪😪😪😪😪😪🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
আসসালামু আলাইকুম
কেমন আছেন অচেনা বন্ধু
মাশাল্লাহ 💟
@@MDSajedSajed-u9q ওয়ালাইকুম আসসালাম
অনেক দিন পর স্কিপ না করে কোন নাটক সম্পূর্ণ দেকলাম। খুব ভালো লাগল নাটক টা
অনেক অসাধারণ গল্প ফুটিয়ে তুলেছেন অভিনয়ের মাধ্যমে পরিবার চাকরি দুইটা দুই জায়গায় দুইভাবে ব্যালেন্স করতে হয়
Hum
সম্ভব না। সারাদিন অফিসে গালাগালি করে ও শুনে বাসায় এসে ভালো থাকা যায়না ভাই।
@@sharifzobairhossain3765😂
সত্যি চোখের পানি ধরে রাখতে পারলাম 😭❤
অসাধারণ নাটক সজল ভাইয়ের অসাধারণ অভিনয় করেছেন না দেখলে মিস করবেন পরিবারের নিয়ে নাটক টি।
এমন নাটক বেশি বেশি চায় তাহলে সব নগ্গো নাটক গুলার আগহ থাকবে না মানুষের আমাদের👍👍👍
নাটক এমনি হওয়া উচিত যেন ৪০/৫০ মিনিট শেষে কিছু একটা শিখতে পারি।
নাটক এমনই হওয়া উচিত যা দেখে আমরা ভালো কিছু শিখতে পারি
গল্পটা অনেক ভাল ছিল । যারা অভিনয়ের মাধ্যমে গল্পটাকে আরো সুন্দর করে তুলেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
❤❤❤❤ শেষ টা অনেক ভালো লেগেছে ধন্যবাদ পরিচালক কে এতো সুন্দর করে নাটক উপহার দেওয়ার জন্য
Khub shundor hoise. Excellent acting by both Shojol and Tarin.
সবার অবিনয় ই সুন্দর হয়েছে👌👌
অসাধারণ একটা নাটক, কোন না কোন মানুষের জীবনের গল্প বা কারো জীবনের সাথে অনেক মিল আছে বা সম্পূর্ণ মিল আছে ! ভালোবাসা অবিরাম 🥰🥰
ভালো লাগলো খুব,,,,বাস্তবে ও এমন কিছু মানুষ আছে,,
অনেক দিন পর এইরকম এতসুন্দর একটা নাটক দেখলাম । এক কথায় অনবদ্য ❤️❤️
কে কে শেষ নবীর উম্মত হয়ে খুশি আছেন
❤️💜👍👍🖐️🖐️
এত সুন্দর নাটক এত সুন্দর নাটক❤❤পরিবারের সবাইকে নিয়ে দেখলাম কাঁদলাম অনেক কিছু শিখলাম❤❤
দুর্দান্ত খুব ভালো ছিলো নাটক টা 👌
পাবেল ভাইয়া সজল ভাইয়া তারিন আপুর অভিনয় আমার ভিশন ভালো লাগে
চৌধুরী সাহেবের ফ্রি অফার অসাধারণ অভিনয় ছিলো তারিন আফুর
নাটকের লাস্ট মুহূর্ত টা অনেক সুন্দর ছিলো... ভালো লাগার মতো একটা নাটক ❤❤❤❤❤
তারিন আপু ও সজল ভাইয়া, দুজনের অভিনয় অনেক ভালো লাগে। 💜💙💛💜
অসাধারণ শিক্ষনীয় একটা নাটক। সবার দেখা উচিত ❤❤
পরিবার কে সময় না দিলে টাকা 💸 কামাই করে কি করবেন, টাকা তো কামাই করতে হয় পরিবারের জন্য তাদের মুখে হাঁসির জন্য 😊 সময় টাকা দুটো দরকার জীবনে আর ভালোবাসা ❤ অনেক সুন্দর নাটক আর সজল ভাইয়া তারিন আপু আমার অনেক পছন্দের মানুষ তারিন আপু তো আমাদের সিলেট এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে
Onek sundor akta natok.........❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
অনেক দিন পর সেই পুরনো ধাঁচের একটা নাটক দেখলাম,,,মনটা ভরে গেলো,,,সজল ভাই তারিন আপু দারুণ কাজ করেছেন ধন্যবাদ❤❤
এরকম নাটকগুলো আসলে অসাধারণ ❤
অসাধারণ নাটক। নাটকটা আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছে। ❤❤❤❤❤❤❤
Wow!!
একটুও স্কিপ করতে পারলাম না ।
সম্পূর্ণটায় দেখলাম মনোযোগ দিয়ে।
Right seam obosta,,onno natok dekte gele tene tone .samanno deki. R ata skip Kora laglo na
haa
50:45 অসাধারণ একটা নাটক অনেক ভালো লাগছে নাটকটা মনে হচ্ছিল যেন নাটকটা আরো কিছুক্ষণ থাকতো দেখতাম ❤❤❤
প্রথম সংসার(পরিবার) বাদ দিয়ে দ্বিতীয় সংসার(কর্মস্থল)কে প্রাধান্য দেওয়া মানুষগুলার অবস্থা এমনই হয় বেশিরভাগ সময়।😢
নিজ পরিবারকে মূল্যবান সময় দেওয়া উচিৎ বেশী। ❤
আগে নিজের জীবন, তারপর পরিবার।
আপনার কথাটা খুবি ভালো লাগলো
Amin
তারিন আপুর অভিনয় লা জবাব আর পাশাপাশি সজল ভাইও দারুণ করেছে।
অনেক সুন্দর হয়ছে ❤❤❤❤❤❤❤
পৃথিবীর কোন কিছুই কারো জন্য থেমে থাকে ন। So LEARN to PRIORITISE the real issues.. 🎉
সত্যিই নাটকটা অনেক সুন্দর ছিলো ❤
Onk sundor ❤
নাটকটা খুবই ভালো লাগলো। এখনকার যুগ উপযোগি নাটক ❤অভিনয় খুবই সাবলীল ছিল❤
শুধু সন্তান জন্ম দিলে মা-বাবা হওয়া যায় না এটা কঠিন সত্য💔
সজল ভাইয়ের নাটক অসাধারণ, সজল ভাই মানে জোস❤❤❤❤
নাটকের লাস্ট মুহূর্তরা আসলে অনেক সুন্দর হয়েছে ❤❤
নাটকটি সত্যি অপূর্ব সুন্দর হয়েছে 🎉🎉🎉
ধন্যবাদ পরিচালককে
অনেক দিন পর, এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য ❤️❤️
কি আর বলব,, কমেন্ট করতে এসে দেখি,,,,আমি যা বলতে চাই তা অন্য কেউ আগেও বলে দিয়েছে,,কিন্তু নাটক অনেক সুন্দর ছিলো,, শেষে একটু কেঁদে ফেলেছি...... ❤❤❤❤❤❤❤❤❤❤
এক কথায় অসাধারণ... 💝
অসাধারণ একটি নাটক ছিলো। এমনো পরিবার আছে যারা চাকরি নিয়ে ব্যাস্ত থাকে, অথচ সংসারের হাল বুঝে না সত্যি বলতে নাটকটি দেখার চোখ দিয়ে গড়িয়ে পানি বের হলো
অসংখ্য ধন্যবাদ পরিচালক ভাইকে এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।
সে জন্যই বলে সিনিয়রদের মূল্য অবশ্যই আছে,সজল ভাই এবং তারিন আপু পুরো শিল্পী শিক্ষা মূলক হওয়াটাই স্বাভাবিক। ❤
১৮/০২/২০২৪
ধন্যবাদ পরিচালক কে,
অনেক সুন্দর এবং বাস্তবতার সাথে মিলে গেলো।🎉❤😮
এই রুচির দুর্ভিক্ষের সময়েও, পরিবার নিয়ে দেখার মতো,এত ভালো একটা নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ
বেস্ট একটা নাটক খুব ভালো লাগলো
অনেকদিন পর মানসম্মত একটা নাটক দেখলাম, এই নাটকের শিল্পী কলাকৌশলীদের ধন্যবাদ এমন একটা নাটক দেওয়ার জন্য ❤️❤️❤️
সজলের অভিনয় আসলে,,সেরা,,,বলার ভাষা নাই,,,
অসংখ্য ধন্যবাদ পরিচালককে
এমন একটি নাটক উপহার দেওয়ার জন্য
নাটক টা ভালো ছিল, ধন্যবাদ বাস্তবতার সাথে ফুটিয়ে তলার জন্য ❤❤😊
সত্যি নাটক টা অনেক সুন্দর ছিলো,,শিখার মতো অনেক কিছু ছিলো,,❤️❤️👍👍👍
সন্তান জন্ম দিলেই মা-বাবা হওয়া যায় না 😢
Akdom tik
😭thik
right😓😓😓
কী গল্প অভিনয় সব কিছুতেই পারফেক্ট ❤ অভিনন্দন পুরো টিমকে।
প্রযোজক সাহেবকে ধন্যবাদ জানাতে চাই এমন সুন্দর একটা নাটকে ইনভেস্ট করার জন্য।শুধুমাত্র ব্যাবসায়িক মনোভাব থাকলে উনি হয়তো কখনোই এমন নাটকে ইনভেস্ট করতেন না।এমন নাটকে ইনভেস্ট করতে গেলে অনেক ভালো মনের অধিকারী হতে হয়।মন থেকে কৃতজ্ঞতা জানাই #আকবর_হায়দার_মুন্না ভাইয়ের প্রতি।
খুব সুন্দর হইছে নাটক টা আর তারিন আপু তো বেষ্ট❤❤❤
নাটক নয় যেন , সপ্নের ঘরে আছি। কি, করে সম্ভব? সত্যি কল্পনার বাইরে ❤❤
খুব ভাল তথ্য বহুল, শিক্ষামূলক। ক'জন দেখবে আর শিখবে ? এই কাজের সাথে জড়িত সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। প্রচেষ্টা অব্যাহত থাকুক।
🎉🎉
সজলের এত হেভি এক্টিং,
খুব ভাল লাগল
তারিন বরাবরের মতই ভাল অভিনেত্রী
riyel না দেকলে বুজতাম না তার যে ইথো অহঙ্কার
হায়রে iggo
Khub valo❤❤❤ end ❤❤❤
Sajal Is a good Actor..
খুব সুন্দর এক কথায় অসাধারণ,,, ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
এমন অনেক নাটক দেখার অপেক্ষায় রইলাম।সবার অভিনয় অনেক ভালো। শেষের দিকে অনেক কান্না করলাম।
নাটক: আমার সংসার
পরিচালনা: রুবেল হাসান
সংসার অতি বিষম জায়গা- বহু পুরনো কথা।
বড়দের বলতে শুনতাম।
সেখানে সবটুকু র সঠিক তাল রাখতে না পারলে নিমেষে জীবন সংগীতের সুর যায় কেটে।
তবে আদর্শ সংসার,আদর্শ গৃহকর্তা বা গৃহকর্ত্রী বলে কি কিছু হয়?
সবার জীবনের সংগ্রাম, জটিলতা,সমস্যা এক ,এক রকম।তার সমাধানের পদ্ধতিও আলাদা।
কিন্তু একটা কথা সব সময় মনে রাখা উচিত হয়ত যে সংসারের কাছের মানুষদের জন্যই সবকিছু।
তাই এমন কিছু করা বোধহয় শ্রেয় নয় যা তাদের উপেক্ষা করে বা যার কারণে নিজের লোকেদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়।
তবে মানুষ মাত্রেই ভুল হয়।
ভুলের মধ্যে দিয়ে, প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে আমাদের দোষের স্খালন ঘটে।
এরই নাম সংসার।
করুণাময়ের আশীষে জীবনের স্রোত অতিবাহিত হয় তার স্বাভাবিক গতিতে।
নাটকের কাহিনী, পরিচালনা,সকল শিল্পীর সুদক্ষ অভিনয় জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছে।
গৃহকর্তার ভূমিকায় সজলের অভিনয়: কখনও স্নেহময় পিতা, সর্বংসহা গৃহকর্তা, জীবন সঙ্গী, স্বামী।
যে কোনো ভূমিকায় অসাধারণ পেশাদারিত্ব, সংযম,অভিনয় দক্ষতা দর্শককে তাক লাগিয়ে দিয়েছে।
তাঁর অভিনীত কিছু মুহূর্ত: মমতাময় পিতা,গৃহকর্তা, স্বামী: (18:20-18:21),(21:39-21:41),(35:08-37:21),(45:15-45:32),(49:00-49:17)।
এক আকাশ ভালোবাসার অভিনয় করে বাজি মাত করেছেন সজল (49:41-49:43)।
এমন নীবিড় অভিনয় কি দৃষ্টি এড়াতে পারে।
সাধু সাধু 🙏
সুদেষ্ণা শূর কলকাতা পশ্চিমবঙ্গ।
সজল ভাইয়ের নাটক আগেও দেখেছি। অনেক ভালো লাগতো ,মুসলমান একে অপরকে দেখে সালাম দিবে। এই নাটকে সালাম বিষয়টা লক্ষ করে অনেক ভালো লাগলো
Nc drama good jobs osaradon nc ❤❤
🫡🫡অসাধারণ একটা নাটক 🥀🥀🥀🥀
Ei jug er ovinetader sthe ager ovinetader kunu tulona hoy na. Old is gold