Chaina Mago Raja Hote | চাইনা মাগো রাজা হতে | Ramprasadi | Pradyat Dey Sarkar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 1.8K

  • @rajnandinipande5189
    @rajnandinipande5189 2 ปีที่แล้ว +107

    ''তোর সংসার ধর্ম বড়ো ধর্ম মা''
    দারূন লাইন।
    অনেক বড়ো মানে আছে এই লাইন এর।🙏
    জয় মা।🙏

  • @anupojha6509
    @anupojha6509 3 ปีที่แล้ว +3

    Chaina mago raja hote.Aha ki sundar katha gulo.Satyi monke chhuye gelo.Ganti sundar geyechhen apni.Jay maa Tara.

  • @joysenguptain
    @joysenguptain 3 ปีที่แล้ว +83

    অপূর্ব, মনটা ভরে গেলো।
    তুমি সমস্ত অবলা জীবের দুমুঠো অন্ন জোগাড় করে দিও। সকলের মঙ্গল করো মা।
    জয় ৺মা, জয় ৺মা, জয় ৺মা🙏🙏🙏

  • @shubhojeetdey5686
    @shubhojeetdey5686 4 ปีที่แล้ว +108

    কিছু বলার শব্দ নেই। আমি কেঁদে ফেলেছি গানটা শুনে। সত্যি পান্নালাল ভট্টাচার্য এর পর একমাত্র‌ প্রদ্যোৎ কাকাই আছে যে এত সুন্দর শ্যামাসঙ্গীত গায়। এই ১৬ বছর বয়সি শ্রোতা এবং মায়ের একজন ভক্তের প্রনাম নিও কাকা।

  • @moumitasarkar3767
    @moumitasarkar3767 3 ปีที่แล้ว +602

    মাগো, আমার বাবা টা হারিয়ে গেলো... পারলাম না তাকে ধরে রাখতে ..তোমার চরণে দিয়ো ঠাই.. তোমার যে ভক্ত সে🙏

    • @gono662
      @gono662 2 ปีที่แล้ว +15

      😭😭

    • @lakshmichakroborti1145
      @lakshmichakroborti1145 2 ปีที่แล้ว +28

      আমারো বাবা য়ে হারিয়ে গেছে মা কোনোদিন বাবা মুখ দেখি নি।বুকটা উথালপাথাল করে মা।য়ে খানেই থাকে ভালো রেখো মা।জয় মা তাঁরা

    • @peace1212
      @peace1212 2 ปีที่แล้ว

      পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় দিদি।

    • @jamunadatta317
      @jamunadatta317 2 ปีที่แล้ว +4

      😭🚩

    • @Deadlyvenome
      @Deadlyvenome 2 ปีที่แล้ว +5

      😭😭

  • @singwithsoumi1201
    @singwithsoumi1201 2 ปีที่แล้ว +15

    মনটা বড়ই অস্থির। মনে শান্তি দাও মা। আজ একটু মাথায় হাত বুলিয়ে দিও মা।

  • @indraneelbasak2293
    @indraneelbasak2293 3 ปีที่แล้ว +227

    কাদতে বাধ্য হলাম।কেনো জানিনা গানটি শোনার সময় অঝোরে চোখ থেকে জল পড়ে যাচ্ছিল। কী অনুভূতি হচ্ছিল বলে বোঝাতে পারবো না। জয় তারা,জয় মা।

    • @tuktukisanfui6907
      @tuktukisanfui6907 2 ปีที่แล้ว +7

      জয় মা তারা মা কথা বা গান শুনলে আমার চোখে জল চোলে আসে, মা আমার উপরের এই রকম কৃপা করে রাখবে তোমার কথা মুখে আসতে আমার চোখে যেনো জল চোলে আসে আমার কিছু নেই শুনু চোখের জল তোমার রাঙা পা ধুয়ে দেবো

    • @sudipmaji5978
      @sudipmaji5978 ปีที่แล้ว +1

      Q

    • @srabanidutta6701
      @srabanidutta6701 ปีที่แล้ว +1

      @@tuktukisanfui6907 aaa

    • @krishnasinha9097
      @krishnasinha9097 ปีที่แล้ว +3

      এতো দরদ দিয়ে গানটি গেয়েছেন, যে চোখের জল ধরে রাখতে পারলাম না। এই চারমাস হলো আমার বাবা মারা গেছে, খুব বাবার কথা মনে পরছে, বাবা খুব ভালোবাসতো এই গানটি। জয় মা তারা 🙏🙏🙏🌺🌺🌺

    • @satyabatiprasanta1234
      @satyabatiprasanta1234 ปีที่แล้ว +1

      Ami gan gaite chesta korechi

  • @অনিরুদ্ধজিৎ
    @অনিরুদ্ধজিৎ 3 ปีที่แล้ว +35

    মা গো মা নিরানন্দ করো না❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    জয় তারা🙏🏻🙏🏻
    জয় বাম🙏🏻🙏🏻
    জয় রামকৃষ্ণ 🙏🏻🙏🏻

  • @aspirantacademy.
    @aspirantacademy. 3 ปีที่แล้ว +52

    প্রানটা জূরিয়ে গেল 🙏🙏
    মাগো আমাদের রক্ষা কর❤️🙏🙏
    শত বছর হলেও এই গান কখনো পূরোনো হবে না 🙏🙏

  • @kakolimandal9775
    @kakolimandal9775 3 ปีที่แล้ว +26

    মন ভরে গেল,,, জয় মা তাঁরা 💅💅 প্রনাম নিও ,,, সকল কে ভালো রাখো

  • @kakolijha4969
    @kakolijha4969 3 ปีที่แล้ว +13

    মা গো পরম করুণাময়ী তুমি। কামনা করি যেন সবাই প্রলোভনের ফাঁদ থেকে নিজেদের মুক্ত করে তোমার যুগল শ্রীচরণে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারে।
    ভগবানের গান শুনে মনটা অন্য জগতে চলে যায়। সবকিছু তুচ্ছ বোধ হয়।
    জয় মা জয় বাবা
    তোমাদের মতো আপন কেউ নেই এই ত্রিলোকে।

  • @souravmukherjee4317
    @souravmukherjee4317 3 ปีที่แล้ว +697

    মেঘলা আকাশ , বৃষ্টি পড়ছে ঝম ঝম করে , বিদ্যুৎ চমকাচ্ছে , আর গাছের শীতল হাওয়া , আমি জানলার দিকে তাকিয়ে প্রকৃতির এই দৃশ্য দেখছি আর এই গানটা হেডফোন এ শুনছি পাশে কেউ নেই আমি ছাড়া , - এক অপূর্ব অনুভূতি পাই .....❤️

    • @nepalpanda829
      @nepalpanda829 3 ปีที่แล้ว +14

      Yes I feel it every day.

    • @pujasamadder2495
      @pujasamadder2495 3 ปีที่แล้ว +9

      @ Sourav Mukherjee

    • @SOBU293
      @SOBU293 3 ปีที่แล้ว +2

      J

    • @prokashmallick6733
      @prokashmallick6733 3 ปีที่แล้ว +3

      💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

    • @prasaddas9186
      @prasaddas9186 3 ปีที่แล้ว

      Same situation here. Wright now

  • @supriyabhattacharjee9202
    @supriyabhattacharjee9202 3 ปีที่แล้ว +33

    চোখের জল ভাসিয়ে দিলে তোমার স্বর্গীয় কন্ঠে। মাগো, সকলের মঙ্গল করো।

  • @rakeshparamanik3924
    @rakeshparamanik3924 2 ปีที่แล้ว +20

    সত্যিই এটা একটা অসাধারন গান 🙏❣️😍🌺😍❣️🙏.................I love song 💖😍🌺😍💖 গানটা সুনে মনটা ভরে গেল 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 সোবার মঙ্গল করো মা 💖💖💖💖

  • @mithunchakrabarty8191
    @mithunchakrabarty8191 2 ปีที่แล้ว +19

    জয় মা🙏
    অপুর্ব সুন্দর গান।শুনলেই মন ভালো হোয়ে যায়❤️❤️
    মা সবাইকে ভালো রেখ।

  • @pradyotguharoy1744
    @pradyotguharoy1744 3 ปีที่แล้ว +3

    Chokher jol rakha jai na atto bhaber gaan sune.Maa tumi sobaike sustho koro

  • @indianbengalibabu9186
    @indianbengalibabu9186 2 ปีที่แล้ว +148

    অপরাধ না করে আজ বাড়ি ছেড়েছি মা😢 দোষীদের শাস্তি দিও মা 🙏🌺 তোমার পাদুকাখানি এখনো ঠাকুর ঘরে পড়ে আছে মা 😢😢🙏

    • @pratimpaul9324
      @pratimpaul9324 2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏

    • @indianbengalibabu9186
      @indianbengalibabu9186 ปีที่แล้ว +5

      @BURN MIND মায়ের আশীর্বাদে এখন আমি বাড়িতে 😌🙏

    • @297-pankaj7
      @297-pankaj7 ปีที่แล้ว +6

      @@indianbengalibabu9186 বড়মা আপনার ডাক শুনেছেন

    • @indianbengalibabu9186
      @indianbengalibabu9186 ปีที่แล้ว +1

      @@297-pankaj7 🥰🙏❤🌺

    • @sudipshil3582
      @sudipshil3582 ปีที่แล้ว +2

      মাগো আর পারছি না ,একটু শান্তি দিও মাগো

  • @rammondal4340
    @rammondal4340 3 ปีที่แล้ว +202

    আমি তারাপীঠ থাকি, সকলে ঘুম থেকে উঠেই এই গানটা শুনি,অসাধারণণণ ,চাষ নিয়ে বহু বছর ছিলাম এই গানটা কতটা বাস্তব তা আমি বুঝতে পারি, মা সবাই কে সুস্থ রাখো ভালো রেখো,

    • @chandanmondal3828
      @chandanmondal3828 2 ปีที่แล้ว

      Maa go 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏

  • @chandanpal4789
    @chandanpal4789 3 ปีที่แล้ว +12

    চোখের জল এসে যাচ্ছে.. এই গানের কি মহিমা.. মানুষ কবে বুঝবে.. পারবে

  • @diprazdatta7266
    @diprazdatta7266 3 ปีที่แล้ว +37

    মাগো সবার মঙ্গল করো মা 😭😭😭🔱🚩🙏🕉
    জগৎ এর সমস্ত অন্ধকার🌑 দূর করো মা😭😭
    জয় মা কালী 🔱🚩🙏🕉
    নারী শক্তি মহাশক্তি🚩

  • @rx8076
    @rx8076 4 ปีที่แล้ว +14

    আমার মুখের কোনো ভাষা নাই আপনার এই গানের জন্য শুধু একটু আনন্দ বেদনা ভরা অনুভূতি আর একটু চোখের জল...এটাই বলতে পারি ভালো থাকবেন

  • @sanjaysarkar2674
    @sanjaysarkar2674 4 ปีที่แล้ว +23

    প্রান জুড়ানো, বুক জুড়ানো, মন জুড়ানো সুর , , , শুধু মা ডাকেই অন্তর জুরিয়ে যাচ্ছে. . .

  • @nikkondey7731
    @nikkondey7731 3 ปีที่แล้ว +8

    এই গানগুলার মর্মকথা যারা বুঝে তারা কখনও খারপ মানুষ হতে পারেনা আমি বিশ্বাস করি 😊

  • @monasanyal9758
    @monasanyal9758 2 ปีที่แล้ว +8

    কি যেন এক বেদনা মিশ্রিত হয়ে আছে গানটিতে, শোনা মাত্রই মনেহয় যেন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে।।।সত্যি বলতে আপনার গানের মধ্যে যেন কিছু একটা আছে যেটা বলে বোঝাতে পারব না।।।এক কথায় অসাধারণ।।।

  • @devjitdatta9239
    @devjitdatta9239 4 ปีที่แล้ว +8

    The song is so beautiful . Brilliant Pradyat Dey Sarker .
    Joy ma kali , Joy ma Tara , Harre Krishna .

  • @swarno1102
    @swarno1102 2 ปีที่แล้ว +29

    আমার যখন মন খারাপ হয় খুব একা লাগে তখন শ্যামাসংগীত শুনি মন অনেক অনেক ভালো হয়ে যায় মনে হয় মা আমার পাশে আছেন 🙏🌺😊

  • @pinkypaul345
    @pinkypaul345 3 ปีที่แล้ว +49

    চোখের জল চলে এলরে,, মাগো......🙏🙏🙏🙏

  • @SumanasMelody
    @SumanasMelody 3 ปีที่แล้ว +16

    মুগ্ধ হয়ে শুনলাম,,,, অপূর্ব ❤❤❤❤

  • @jamunadatta317
    @jamunadatta317 2 ปีที่แล้ว +16

    আমার বড় মা ❤️😭😭😭
    মাগো তুমাকে অনেক ভালো বাসি ❤️
    জয় শ্রীমহাকালি 🚩🚩🚩🚩

  • @diprazdatta7266
    @diprazdatta7266 3 ปีที่แล้ว +21

    জয় মা আদ্যাশক্তি মহামায়া 🚩🚩🙏🕉🕉
    নারী শক্তি মহাশক্তি🚩🚩🚩 🔱😭😭

  • @suvankarsenapati4865
    @suvankarsenapati4865 4 ปีที่แล้ว +203

    চাই না মাগো রাজা হতে,রাজা হবার সাধ নাই মাগো, দু বেলা দুমুঠো পাই যেন খেতে।জয় মা জয় মা জয় মা তারা।ঔঁ নমঃ শিবায়।❤❤❤🙏🙏🙏🙏🌹❤

  • @samratbar7741
    @samratbar7741 3 ปีที่แล้ว +38

    মা তুমি ভালো থেকো মা ❤🙏 আর সবাইকে ভালো রেখো মা আর কিছু চাই না।

  • @pritambhowmik6354
    @pritambhowmik6354 4 ปีที่แล้ว +67

    যেমনটি মন দিয়ে গানটি গেয়েছেন তেমনটি মন দিয়ে গানটি শোনেছি।ধন্যবাদ আপনাকে ভাল থাকুন ।

    • @crazyraka.3615
      @crazyraka.3615 3 ปีที่แล้ว +1

      অসাধারণ বললেন ।

    • @Souravsikder-1
      @Souravsikder-1 3 ปีที่แล้ว +1

      Kub valo hoyacha

  • @chandanapal6437
    @chandanapal6437 4 หลายเดือนก่อน

    আহা আহা এমন মধুর সুরে শ্যামা সঙ্গীত মোন যেন জুড়িয়ে গেলো। সকল গ্লানি যেন মলিন হয়ে গেলো। সত্যি সুরে বড়ো শান্তি। সকলের মঙ্গল করো মাগো। ভালো কোরো। সকলের সংকট
    দূর কোরো মাগো।

  • @namyaaneer
    @namyaaneer 4 ปีที่แล้ว +68

    চোখে জল চলে এল। খুব ভাল গাইলেন।

  • @basudevpal4643
    @basudevpal4643 ปีที่แล้ว +2

    মাগো তোমার কোনো তুলনা হয়না।
    শুধু আমার মাথায় তোমার হাত খানি রেখো মা। সকলের মঙ্গল করো মা।
    আর নিজের খেয়াল রেখো। জয় মা।

  • @sufalsadhu6046
    @sufalsadhu6046 2 ปีที่แล้ว +10

    আমার খুব ভালো লাগা একটা গান , তোমার গলায় খুব সুন্দর লাগলো দাদা , লাভ ইউ

  • @divine884
    @divine884 3 หลายเดือนก่อน

    এমন ভাব ভক্তি সহজে আসে না। অবশ্যই আপনি মায়ের কৃপাধন্য।
    মা আপনাকে অনেক অনেক ভালো রাখুক।

  • @kobitaradda7161
    @kobitaradda7161 4 ปีที่แล้ว +90

    জয় মা কালী তোমার চরণে শত কোটি প্রণাম🌺🌺🌺🌺খুব সুন্দর গান শুনলেই মনটা ভালো হয়ে যায়,

  • @suman11470
    @suman11470 2 ปีที่แล้ว +11

    কি দরদী কন্ঠ আপনার। প্রণাম 🙏🏿

  • @arghahalder4371
    @arghahalder4371 3 ปีที่แล้ว +27

    মা আর্শীবাদ করো যেন আমরা সবাই তোমার কৃপা পেতে পারি। সঠিক জ্ঞান লাভ করতে পারি। সকলের চৈতন‍্য হোক।🙏🙏🙏

  • @tanmayh2411
    @tanmayh2411 3 ปีที่แล้ว +23

    এখনকার মানুষ শুধু টাকা ভালবাসে। মা গো ওদের একটু সুবুদ্ধি দিও মা। টাকা দিয়ে যে সব হয় না। যদি টাকা দিয়ে সব হত তাহলে করোনা তে এতো মানুষ মরে যেতো না। মা গো সবাই কে ভাল রেখো। মরে যাবার পর যেন তোমার পায়ে জায়গা হয় মা।🙏🙏🙏😌❤️

  • @susmitasaha320
    @susmitasaha320 3 ปีที่แล้ว +24

    মাগো এই পৃথিবীর পাপিষ্ট মানুষ গুলোকে শিক্ষা দাও,🙏🙏🙏🌺

  • @sabyasachichoudhury9586
    @sabyasachichoudhury9586 11 หลายเดือนก่อน +4

    বছরের শেষ দিনে, মা এর কাছে এটাই পার্থনা সবাই কে ভালো রাখো মা🙏🙏

  • @prabirroy9668
    @prabirroy9668 3 ปีที่แล้ว +16

    মা তোমার রাঙা চরণে কোটি কোটি প্রণাম জানাই অন্ত কালেপাই যেন তোমার সেই দুটি চরণ

  • @surajitsharma3069
    @surajitsharma3069 3 ปีที่แล้ว +8

    🕉🕉🕉🕉হর হর মহাদেব🕉🕉🕉🕉
    🌷🌷🌷🌷জয় মা দূর্গা🌷🌷🌷🌷
    🌺🌺🌺🌺জয় মা কালী🌺🌺🌺🌺
    🌺🌺🌺জয় মা দক্ষিণাকালী🌺🌺🌺
    🌺🌺🌺🌺জয় মা তাঁরা🌺🌺🌺🌺

  • @chayanmondal5751
    @chayanmondal5751 4 ปีที่แล้ว +119

    যে ব্যাক্তি গানটা গিয়েছে,তার উপর যেনো মায়ের কৃপা বর্ষণ হয় 🙏🙏🙏🙏🙏🙏

    • @crazyraka.3615
      @crazyraka.3615 3 ปีที่แล้ว +1

      খুব সুন্দর বলেছেন ।

    • @modonsaha6544
      @modonsaha6544 3 ปีที่แล้ว +6

      মায়ের কৃপা আছে বলেই তো এত সুন্দর গান টা উনি গাইতে পারছেন, জয় মা তারা, সবার মঙ্গল করো মা🙏🏻

    • @porimalruj2667
      @porimalruj2667 3 ปีที่แล้ว

      Joy maa tara maa tumi sobai k valo rako

    • @sonalikarmakar7343
      @sonalikarmakar7343 3 ปีที่แล้ว +1

      Jay ma tara🙏🙏

  • @dipankarnag5099
    @dipankarnag5099 2 ปีที่แล้ว +24

    "ওম নমঃ শিবায়" "ওম নমঃ অর্ধনারীশ্বর নমঃ"।
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🔱🙂
    ❤️❤️মা সকলেরই কল্যান করো মা❤️❤️
    🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏🙏

  • @ITIHASPATHKENDRO
    @ITIHASPATHKENDRO 2 ปีที่แล้ว +4

    মনোমুগ্ধকর গান। জয় মা বলে মন আমার ❤️ তুমি আশীষ দিও সকলকে মা 🙏

  • @SajibBhowmik-kc2rt
    @SajibBhowmik-kc2rt 5 หลายเดือนก่อน

    প্রনাম মা তারা। আমরা প্রাতিষ্ঠানিক গনতন্ত্রের জন্য প্রত্যাশা করি।জীবনের তাগিদে আমাদেরকে বিভিন্ন চেয়ারেও বসতে হয়,মা কালী দেবীর উদ্দেশ্যে শ্রদ্ধা ভরে মাথানত করছি।মঙ্গল হোক সকলের। ঐতিহ্য টিকে থাকুক,চলমান সংস্কারওতো আছেই।

  • @pradipkrdey8652
    @pradipkrdey8652 3 ปีที่แล้ว +4

    এই গানটি শুনতে আমার একটা আলাদা অনুভুতি হয়। গানটি বাসনা কামনা রহিত আত্মসমর্পণের গান। গানটি অসাধারণ গেয়েছেন।

  • @surajitsarkar1990
    @surajitsarkar1990 2 ปีที่แล้ว +28

    মা তুমি মঙ্গলময়ী মনের সমস্ত কালীমা মুছে দিয়ে আলোর পথ দেখাও মা ।

  • @subhodas585
    @subhodas585 3 ปีที่แล้ว +207

    মা গো সবাই কে তুমি সুস্থ্য রেখো। 🙏🙏

  • @surajitsarkar1990
    @surajitsarkar1990 3 ปีที่แล้ว +17

    মা তুমি মঙ্গলময়ী।মনের সমস্ত কালীমা মুছে দিয়ে আলোর পথ দেখাও মা।

  • @Tharki_baba_69
    @Tharki_baba_69 4 ปีที่แล้ว +24

    অশান্ত মন কে শান্ত করতে আপনার গান গুলো যথেষ্ট 😊আহা্ মা স্বয়ং যেন বিরাজমান হয় আপনার গানের মধ্যে 🙏জয় মা🙏🙏🙏🌺🌺🌺

  • @sheelasamanta9038
    @sheelasamanta9038 2 ปีที่แล้ว +2

    রাজা হওয়ার কি প্রয়োজন? শুধু মাটি র ঘর কি সুন্দর হতে পারে,তাতেই জীবন কেটে যায়,আর দু মুঠো খেতে দিও মাগো আর কিছুই জানিনা মা।🙏🌺🌺🌺🌺🙏🙏🌸🌸🌸🙏🙏🙏🙏

  • @tapasimodak4152
    @tapasimodak4152 4 ปีที่แล้ว +9

    মাগো তোমার আশীর্বাদ সব জাতি কে দাও মা। জয় মা তারার জয়🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...............

  • @shivshankar7636
    @shivshankar7636 2 ปีที่แล้ว +29

    সবাই কে ভালো রেখো জগৎ জননী মা তাঁরা 🌺🌺🌺🙏🙏🙏

  • @kushalnath5760
    @kushalnath5760 2 ปีที่แล้ว +47

    বড়ো মা গো তোমার সকল সন্তানকে ভালো রেখো 🙏🙏🙏❤

  • @AnimaRani-b9l
    @AnimaRani-b9l 5 หลายเดือนก่อน +17

    আমার ছোট বাচ্চা এক মাস বয়েস থেকে এই গান চালিয়ে দিয়ে রাখলেই ঘুমিয়ে পড়ে আজ এক বছর হয়েছে তার এখনো সেইম ঘুমিয়ে যায় আর অন্য কোনো গান দিলে সে ঘুমায় না। আমার মনে হয় এইটা মায়ের কৃপা ও বুঝে তাই ওও ঘুমিয়ে যায় জয় মা।

  • @sabyasachirej8675
    @sabyasachirej8675 4 ปีที่แล้ว +8

    অন্তর জুড়িয়ে গেল আপনাকে ধন্যবাদ 🙏🙏

  • @rockkoushik4129
    @rockkoushik4129 ปีที่แล้ว +3

    Jay ma Tara❤️❤️🙏🙏
    Jay guru bamdeb❤️

  • @aanandamaji4789
    @aanandamaji4789 5 ปีที่แล้ว +75

    অন্তর জুড়িয়ে গেলো#আপনাকে প্রণাম#🙏

  • @swapnilgaming4295
    @swapnilgaming4295 2 ปีที่แล้ว +7

    মা🙏আমার 💖মা💖বাবা💖🙏দুই জনই হারিয়ে গেছে মা তোমার চরনে আশ্রয় দিও 🙏🙏🙏💖🙏🙏🙏

  • @balbalism
    @balbalism 4 ปีที่แล้ว +40

    জয় মা! মা আপনার আমার সবার মঙ্গল করুক! ধন্যবাদ আপনাকে দরদ দিয়ে গেয়েছেন বলে আবেগ দিয়ে শুনি।

    • @AkashDas-vf8xo
      @AkashDas-vf8xo 4 ปีที่แล้ว

      মা,সবার, জন্য

    • @matara2179
      @matara2179 4 ปีที่แล้ว

      জয় মা🙏🙏🙏🙏

    • @RupnarDutta
      @RupnarDutta 3 ปีที่แล้ว

      @@matara2179
      আনন্দদান

  • @priyankabiswas6533
    @priyankabiswas6533 2 ปีที่แล้ว +8

    আলাদা এক অনুভূতি 😌❤🌺

  • @madhabmandal4800
    @madhabmandal4800 3 ปีที่แล้ว +8

    জয় মা কালী 🙏🙏 তুমি সবার মঙ্গল করো মাগো 🌺🌺🌺🙏🙏🙏

  • @gopaldatta6406
    @gopaldatta6406 4 หลายเดือนก่อน

    গানটা এত সুন্দর এত মধুর গান, শিল্পীকে আমার প্রণাম ও শ্রদ্ধা ভক্তি ভালোবাসা 🙏❤️🥀

  • @sreekrishna10639
    @sreekrishna10639 3 ปีที่แล้ว +19

    জয় শ্রী রাধাকৃষ্ণ। জয় কালী মা।🙏❤️🙏

  • @tusharsk822
    @tusharsk822 3 ปีที่แล้ว +18

    জয় মা কালী , তোমার চরণে শত কোটি প্রণাম ।

  • @ashokemondal7735
    @ashokemondal7735 3 ปีที่แล้ว +7

    তারা মা তোমার চরণে কোটি কোটি pronam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🌷🌷🌷🙏🙏🙏 🙏🙏

  • @rotonkumar6624
    @rotonkumar6624 2 ปีที่แล้ว +11

    মা কৃপা করো মা,,তোমার চরণে আশ্রয় দাও❤️

  • @jayantamaity4597
    @jayantamaity4597 5 ปีที่แล้ว +84

    অসাধারণ মায়ের কৃপায় সকলে ভালো থাকুন

  • @suryaghosh6072
    @suryaghosh6072 3 ปีที่แล้ว +5

    Maa tomai soto koti koti pranam

  • @abhishekkayal9860
    @abhishekkayal9860 3 ปีที่แล้ว +15

    মা মাগো দেখো পৃথিবীর সবাই যেন ভালো থাকে ।

  • @SubhajitKunduChowdhury-qw5qv
    @SubhajitKunduChowdhury-qw5qv 4 หลายเดือนก่อน

    Choke jolese gelogod blessyou pradyat sir valothakben pronam neben❤

  • @souravganguly3635
    @souravganguly3635 3 ปีที่แล้ว +28

    মা তুমি দেখো...... তুমি ভালো থেকো আর সবাই কে ভালো রেখো

  • @rahulchakroborty3183
    @rahulchakroborty3183 10 หลายเดือนก่อน

    গানটি অনেকের মুখে শুনেছি কিন্তু আপনার মত কেউ সন্তুষ্টি দিতে পারেনি! অনেক সুন্দর গেয়েছেন।

  • @arpitade2917
    @arpitade2917 4 ปีที่แล้ว +4

    মুগ্ধ হয়ে গেলাম ! ভাষা নেই আপনার গায়কীর বিশ্লেষণ করার । মা আপনাকে যোগ্য সম্মান দান করুন । শুভেচ্ছা রইল আগামীর জন্য ।

  • @kamalakantamondal2639
    @kamalakantamondal2639 3 ปีที่แล้ว +2

    Ai sab gaan sunle amar chokh diye jol chole ase kno jani na 🙏🙏

  • @s.sardar4605
    @s.sardar4605 4 ปีที่แล้ว +8

    মনটা জুড়িয়ে গেল,,,জয় মা

  • @subhopeto3006
    @subhopeto3006 2 ปีที่แล้ว +2

    অসাধারন মনমুগ্ধ করা গান | যতবার শুনি গায়ে কাঁটা দিয়ে উঠে ৷ জয় মা তারা🌺🙏

  • @roktojobasahityapotrika5317
    @roktojobasahityapotrika5317 2 ปีที่แล้ว +18

    জয় মা দয়াময়ী তারা.... 🌺
    সবাইকে ভালো রেখো মা...সবাই যে তোমার ভরসায় বাঁচে ... ❤️❤️

  • @mrittikadebnath8672
    @mrittikadebnath8672 ปีที่แล้ว

    Ma❤❤just mind blowing..monta juriye gelo

  • @prabhatdas8296
    @prabhatdas8296 3 ปีที่แล้ว +8

    আমি ভেবে পাই না কে এই গান গুলো কে অপছন্দ করে।
    এইসব গান কে পছন্দ না করে থাকতে পারে কেউ 🤗🤗🤗🤗🤗😍😍😍

  • @SoumitaChakraborty-kg8bi
    @SoumitaChakraborty-kg8bi 7 หลายเดือนก่อน

    সকলকে ভালো রেখো মা।।। পাশে থেকো মা 🙏🙏🙏 সবাই যেন দুবেলা দুমুঠো অন্ন পায়।।।। সত্যিই মা গো রাজা হতে চাইনা 🌺🌺🌺

  • @rajalaha1507
    @rajalaha1507 2 ปีที่แล้ว +4

    সবাই যদি এই গানের মানে টা একটু বুঝটো তাহলে ঐই পৃথিবীটা অন্য রকম হতো
    জয় মা তাঁরা জয় গুরু বামাঠাকুর ❤😘🙏🏼

  • @bachchan937
    @bachchan937 2 ปีที่แล้ว

    Speechless... Sotti ei sab gan konodin purono hobe na joto bar sunbe tato aro notun lagbe... Mon chuye gelo voice ta khub sundor...

  • @anupsaha1498
    @anupsaha1498 4 ปีที่แล้ว +10

    মাগো তোমার শ্রী চরণে জানাই আমার শতকোটি প্রনাম মাগো তুমি সবাই কে ভালো রেখো মা জয় তাঁরা জয় জয় তাঁরা

  • @sanjoydhar9218
    @sanjoydhar9218 3 ปีที่แล้ว +6

    জয় রাম প্রসাদ ঠাকুর এই গানের মাঝে তিনি আমাদের মাঝে বেঁচে আছেন।।

  • @pallabinayekhazra6038
    @pallabinayekhazra6038 2 ปีที่แล้ว +6

    এই গানগুলো শুনলে মন ও প্রাণ খুশিতে ভরে যায়।

  • @mortazaishan907
    @mortazaishan907 ปีที่แล้ว +1

    মা'গো তুমিই তো সব আমার, মা গো রাজা হওয়ার সাধ নাই গো❤শুধু মনের আশা পূরণ করিও মা

  • @সুবলদত্তচৌধুরী
    @সুবলদত্তচৌধুরী 5 ปีที่แล้ว +14

    দুর্দান্ত অসাধারণ সুর ! জয় মা তারা

  • @gurudas9694
    @gurudas9694 5 ปีที่แล้ว +24

    গুরুরূপী মায়ের কৃপাবারি তোমার মাথায় ঝরে পড়ুক এই প্রার্থনা র‌ইল।🙏🙏🙏

  • @priyapaul470
    @priyapaul470 ปีที่แล้ว

    অপূর্ব সুন্দর মণে হচ্ছে যেন শুধু শুণতেই থাকি এত সুন্দর গান আর সুন্দর গলা

  • @meghpal2842
    @meghpal2842 3 ปีที่แล้ว +4

    শ্যামা সঙ্গিত তোমার গলা গান ছারা কারো গান ভালো লাগে না আমার কতো ভক্তি ঝড়া কন্ঠ তোমার।

  • @anushreedebnath8162
    @anushreedebnath8162 3 ปีที่แล้ว +22

    মাগো জগতে সবার মঙ্গল করো। সবাইকে সুবুদ্ধি দাও মা।

  • @jamunadatta317
    @jamunadatta317 2 ปีที่แล้ว +5

    মাগো জীবনে র শেষ ইচ্ছে একটাই মাগো তোমার এই অভাগা সন্তান টাকে একটু তোমার শ্রীচরনে ঠাঁই দিও মা 😭😭😭😭😭😭😭 (রুদ্র রাজ 🚩🚩🚩 তোমার ছেলে 😭😭😭🚩

  • @adey5710
    @adey5710 ปีที่แล้ว

    Asadharon geye6en ,ganti mon diye vokti vore sunle chok diye jol porbei ❤️❤️

  • @sandeepkansari3434
    @sandeepkansari3434 4 ปีที่แล้ว +51

    মা শেষ কালে ওই চরণে ঠাঁই দিও 🙏🙏