বাঁশ লাগানোর উপযুক্ত সময় ও সঠিক পদ্ধতি!!Bamboo tree!!বাঁশ রোপন পদ্ধতি!! Ep-53

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มี.ค. 2023
  • #krishifarmexpress #bamboo #bambooplant #বাশ_রোপণ #বাশ_রোপণ পদ্ধতি
    don’t forget to subscribe to our channel
    krishi farm express
    আস-সালামুয়ালাইকুম!! আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে কৃষি বিষয়ক সমস্যার সমাধান ও সফলতার গল্প তুলে ধরার যে ভিডিও দেখে আপনারা খুব সহজেই কৃষি ফার্ম অথবা কৃষি খামারের উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হবেন ''ইনশাআল্লাহ''
    তাই আপনারা সবসময় আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে subscribe, comment, share করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন।
    আপনারা যদি আপনাদের কৃষি ফার্ম অথবা কৃষি খামারের কোনোপ্রকার ভিডিও তুলে ধরতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
    মোবাঃ ০১৭৯৭-৪৮২৪৯৭,০১৭৩৪-৯৫৪১৫২
    krishifarmexpress@gmail.com
    kw: bomboo, bamboo cultivation, bamboo cultivation system, bamboo cultivation idea, bumboo plant, বাঁশ রোপন, বাঁশ রোপনের পদ্ধতি, বাঁশ লাগানোর সঠিক নিয়ম, উপযুক্ত সময়, বাঁশ লাগানোর উপযুক্ত সময়, বাঁশ লাগানোর সঠিক পদ্ধতি, বাঁশ গাছ, বাঁশ গাছ লাগানোর উপযুক্ত সময়, কীভাবে বাঁশ লাগানো হয়, কিভাবে বাঁশ লাগানো যায়, বাস লাগানোর জায়গা কোথায় ভালো, বাস লম্বা হতে কত সময় লাগে, কাটিং পদ্ধতিতে বাঁশ চাষ, কোন জাতের বাস লাগালে ভালো হবে, বাঁশ গাছের কলম, কোন মাটিতে বাস বেশি ভালো হয়,
    bumboo cultivation system in Bangladesh, bumboo cultivation system in China.
    thanks watching for vedio

ความคิดเห็น • 18

  • @SamiulIslam-zs2um
    @SamiulIslam-zs2um 2 หลายเดือนก่อน

    ধন্যবাদ আপনাদেরকে অনেক ভালো লাগলো

  • @kamruzzamanraju6134
    @kamruzzamanraju6134 13 วันที่ผ่านมา

    Good

  • @taniasultana2443
    @taniasultana2443 ปีที่แล้ว

    মাশাআল্লাহ, অনেক সুন্দর।এই প্রথম বাশ লাগানো দেখলাম।

  • @mahadihabib6283
    @mahadihabib6283 2 หลายเดือนก่อน

    ভিডিওতে দেখানো বাশ চারা হিসেবে বিক্রি করলে দাম জানাবেন

  • @moniranasrin-su3hq
    @moniranasrin-su3hq 2 หลายเดือนก่อน

    মাশা আল্লাহ।

  • @abirazadimran1007
    @abirazadimran1007 ปีที่แล้ว

    মাশাআল্লাহ্, রমজান মোবারকের শুভেচ্ছা জানায় এই চ্যানেলের প্রতি। অনেক ভালো আইডিয়া পাচ্ছি প্রতিনিয়ত। এগিয়ে যান ভাইয়া। তবে ভিডিওতে আয় ব্যায়ের হিসাবটা দিলে আমরা বেশি উপকৃত হতাম।

  • @md.aminulislam2501
    @md.aminulislam2501 10 หลายเดือนก่อน +1

    সময় তো বললেন না

  • @binumojarbinodon5455
    @binumojarbinodon5455 ปีที่แล้ว

    পানি দিতে হবে

  • @arshinmehroj8076
    @arshinmehroj8076 9 หลายเดือนก่อน +2

    আপনি কি সম্পূর্ণ বাশ লাগিয়েছেন নাকি কেটে লাগিয়েছেন

    • @MdAnwarulIslam-ho6xt
      @MdAnwarulIslam-ho6xt 3 หลายเดือนก่อน

      বাঁশের মাথায় কি খবর দেওয়া লাগবে?

  • @mdsaifuzzaman9916
    @mdsaifuzzaman9916 9 หลายเดือนก่อน

    ফুট / মিটার গুলিয়ে ফেলেছেন

  • @ashrafulislam4591
    @ashrafulislam4591 7 หลายเดือนก่อน

    বাঁশ মারার ওষুধ কি

  • @debayandas5919
    @debayandas5919 ปีที่แล้ว

    বাঁশের সার আগা শুকনো রোগ প্রতিরোধ করবো কীভাবে

    • @krishifarmexpress
      @krishifarmexpress  ปีที่แล้ว +1

      বাসের আগা শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া এর কি লক্ষণ বা কীভাবে প্রতিরোধ করবেন সে বিষয়টি এখানে দেয়া হয়েছে আশা করছি পুরোটাই পড়বেন এবং সেখান থেকে উপকারী কিছু পাবেন
      **বাঁশের ঝাড়ে বাঁশের আগা মরা রোগঃ এ রোগের জন্য দায়ী এক ধরনের ছত্রাক যা মাটিতে বাস করে। সাধারণত বরাক বা বড় বাঁশ, মাকলা বাঁশ, তল্লা বাঁশ এবং বাইজ্যা বাঁশ ঝাড়ে এ রোগ মড়ক আকারে দেখা যায়।
      রোগের লক্ষণঃ
      প্রাথমিক অবস্থায় নতুন কোঁড়ল আক্রান্ত হলে কোঁড়লের আগা বাদামি-ধূসর রঙের হয়ে সব খোলস ঝড়ে পড়ে। এক সময় আগা পচে ধীরে ধীরে বাঁশটি শুকিয়ে যায়।
      কম বয়সি বাড়ন্ত বাঁশ আক্রান্ত হলে এর মাথায় বাদামি-ধূসর রঙের দাগ দেখা যায় এবং আক্রান্ত বাঁশের সকল খোলসপত্র ঝড়ে পড়ে। এক সময় আগা পচে ভেঙে পড়ে বা ঝুলে থাকে।
      আক্রান্ত অংশের নিচের গিট থেকে অসংখ্য কঞ্চি বের হয়। পরবর্তীতে রোগ নিচের দিকে আগাতে থাকে এবং এক সময় পুরো বাঁশটি নষ্ট হয়ে যায়।
      বয়স্ক বাঁশে এ রোগ দেখা দিলে আগা পচে যায়, ফলে বাঁশের মাথা ভেঙ্গে পড়ে। দূর থেকে এ ধরনের ঝাড়কে মাথাশূণ্য ও আগুনে ঝলসানো বাঁশ ঝাড় বলে মনে হয়। আক্রমণের মাত্রা বেশি হলে পুরো বাঁশঝাড়ই ধ্বংস হয়ে যেতে পারে।
      রোগের বিস্তারঃ
      রোগাক্রান্ত মুথা বা রোগাক্রান্ত বাঁশের কঞ্চিকলমের চারা ব্যবহার করলে;
      আক্রান্ত বাঁশ ঝাড়ের মাটি ব্যবহার করলে;
      ঝাড়ের গোড়ায় নতুন মাটি না দিলে;
      গোড়ায় জমে থাকা পাতা ও আবর্জনা সরিয়ে না ফেললে;
      বাঁশ ঝাড়ে কীট-পতঙ্গ (বিশেষ করে পিঁপড়া) বেশি থাকলে এই রোগ দ্রুত ছড়ায়।
      রোগ প্রতিরোধঃ
      সকল আক্রান্ত বাঁশ ঝাড় থেকে কেটে পুড়িয়ে ফেলতে হবে।
      বাঁশ গজানোর আগে গোড়ায় জমে থাকা কঞ্চি, আবর্জনা, শুকনো পাতা, আক্রান্ত বাঁশ আগুনে পুড়িয়ে ফেলতে হবে। ( আগুন দেওয়ার সময় সতর্ক থাকতে হবে যাতে আশেপাশের বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ না হয়)।
      প্রতি বছর নতুন বাঁশ গজানোর পূর্বে চৈত্র-বৈশাখ মাসে বাঁশ ঝাড়ের গোড়ায় নতুন মাটি দিতে হবে।
      পুরানো বাঁশ ঝাড়ের মাটি ব্যবহার না করে পুকুরের তলার মাটি অথবা দূরের পলিযুক্ত মাটি ব্যবহার করতে হবে।
      ২০ গ্রাম ডায়থেন/ইণ্ডোফিল এম-৪৫ প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে ঝাড়ের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দিতে হবে।
      ৩-৪ হাত লম্বা হওয়ার আগে পর্যন্ত প্রায়ই ঔষধ স্প্রে করে নতুন কোঁড়লগুলো ভিজিয়ে দিতে হবে।

  • @AnowarHossain-bn7bj
    @AnowarHossain-bn7bj ปีที่แล้ว

    এভাবে কি বাশ দ্রুত বাড়বে নাকি দেরি হবে

    • @krishifarmexpress
      @krishifarmexpress  ปีที่แล้ว

      খুব তাড়াতাড়ি বাড়বে এবং এক সপ্তাহে বৃদ্ধি পাবে