এদিনে হৃদয়ে বসে ভগবান ইচ্ছাপূর্ন করেন | Ei dine vagoban hridoye bose ichha purno k ren

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 85

  • @stotramkumar6038
    @stotramkumar6038 2 ปีที่แล้ว

    Asadharon kanthoswar apnar.. iswar prodotto...video gulo besh valo lage..pronam janben..🙏🙏

  • @swapankumarbhunia1333
    @swapankumarbhunia1333 ปีที่แล้ว

    HARE KRISHNA

  • @tastyrasoi6043
    @tastyrasoi6043 2 ปีที่แล้ว

    You are absolutely correct. Thanks

  • @favouriteganguly3168
    @favouriteganguly3168 2 ปีที่แล้ว

    Sundor gola apnar

  • @mrigankasekharmaji226
    @mrigankasekharmaji226 2 ปีที่แล้ว

    I have become very much inspired and activated

  • @MrAvishek1991
    @MrAvishek1991 2 ปีที่แล้ว

    Dada krishna vison bobmas. Vison kosto dea. Ata ame ontoto nischit apni jai bolunna kano. Ame addhatik linei achi. Aisob amar jibon. Amar jibone. Onk mirakkel. Ghote gache. Tai amejor golay bolchi. Uni protita podokhepe porikkha nen. Ata handerd persno. Sotti. Ameai sobniei thaki. Sonsar korte hoytaikori. Butamar sonsar jibonakdomvalo lagena. Apni amar pronamnebem valo thakben horhor mohadeb. Ame volenath ke niei thaki apnake thanks.

  • @ManishaBhattacharjeeChakrabort
    @ManishaBhattacharjeeChakrabort 6 หลายเดือนก่อน

    আমি কিছু বলবো

  • @madhumitarrannabanna9161
    @madhumitarrannabanna9161 2 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও গুলো শুনলে সত্যিই মন ভালো হয়ে যায় ।

  • @jaydeepnandan7036
    @jaydeepnandan7036 2 ปีที่แล้ว +1

    একদিন এক গৃহিনী ঘরের দরজা খুলে দেখেন তিন সাধু মনিষীকে। গৃহিনী প্রথমে তাদের প্রনাম জানালেন এবং উনাদের ঘরের ভিতর প্রবেশ করতে বললেন। একজন সাধু বললেন , "তোমার স্বামী ঘরে আছে ?" গৃহিনী বললেন, "না, উনি সন্ধ্যায় বাড়ী ফিরবেন।"
    তখন সাধু বললেন , "ঠিক আছে তাহলে আমরা বাইরের অপেক্ষা করি।"
    সন্ধ্যা হলো, গৃহিনীর স্বামী ঘরে ফিরলেন। স্বামী সব কথা শুনে স্ত্রী কে বললেন, "যাও ত্রক্ষনি গিয়ে মহাত্মাদের ঘরে নিয়ে আসো।"
    গৃহিনী বাইরে এসে সাধু মহাত্মাদের বললেন, "হে মহাত্মাগন, আমার স্বামী ঘরে এসেছেন, আপনারা কৃপা করে আমাদের গৃহে আসুন।"
    তিন সাধুর মধ্যে একজন সাধু উঠে বললেন, "আমি হচ্ছি 'প্রেম' আমার সঙ্গে এই সাধু হচ্ছেন 'সহযোগিতা' আর ঐ সাধু হচ্ছেন 'ধন'। তোমার স্বামীকে গিয়ে বলো যে , সে কোন সাধুকে ঘরে প্রবেশ করতে দেবে ?"
    গৃহিনী সঙ্গে সঙ্গে তার স্বামীর কাছে গিয়ে সব কথা খুলে বললেন । সব কথা শুনে স্বামী বললেন, "তাহলে তো 'ধন'--কেই ঘরে প্রবেশ করতে দেওয়া উচিৎ।"
    পাশের ঘরে থেকে তাদের ছোট্ট মেয়েটি চিৎকার করে বলতে লাগলো, "না বাবা, তুমি 'প্রেম'--কেই ঘরে প্রবেশ করতে দাও , কারন 'ধন' থেকেও আমাদের সবচেয়ে বেশী প্রয়োজন 'প্রেম', কারন আমাদের মধ্যে প্রেম বন্ধন না থাকলে আমরা 'ধন' দিয়ে কি করবো?"
    মেয়ের কথা শুনে মা বাবা রাজী হয়ে গেলেন। এরপর গৃহিনী বাইরে এসে বলতে লাগলেন, "হে মহাত্মাগন, আপনাদের মধ্যে যিনি 'প্রেম' তিনি আমার সঙ্গে আমাদের গৃহে আসুন।"
    যখন মহাত্মা 'প্রেম' রওনা দিলেন, তখন প্রেমের পিছন পিছন 'ধন' এবং 'সহযোগিতা' ও রওনা দিলেন । গৃহিনী বললেন, "আরে একি , আমি তো শুধু 'প্রেম' মহাত্মাকেই আসতে বললাম, উনার সঙ্গে সঙ্গে আপনারা আসছেন কেন?"
    এই কথা শুনে 'প্রেম' মহাত্মা বলতে লাগলেন," আমি যখন কোথাও যাই, তখন আমার সঙ্গে সঙ্গে 'ধন' এবং 'সহযোগিতা' ও আমার পিছন পিছন চলে আসে । কিন্তু তারা যদি কোথাও যায়, তাহলে তাদের কারোর পিছন পিছন কেউ যায় না।"
    ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তা হলো সেই "প্রেম ভক্তি"।
    -জয় ঠাকুর। প্রণাম নিও ঠাকুর।। 🙏🌹🙏🌹🙏
    [তথ্য সহায়তায়: স্বামী শুদ্ধাত্মানন্দ]

  • @chhabiadhikari9568
    @chhabiadhikari9568 2 ปีที่แล้ว

    Opurbo gola ato bhalo ! apni gan o janen ? kothay apnake pabo? Pronam neben !

  • @rajashreesarkar2461
    @rajashreesarkar2461 2 ปีที่แล้ว

    Hare krishna, Radhe Radhe 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @beautychakraborty84
    @beautychakraborty84 ปีที่แล้ว

    Thik

  • @devrataghoshyadav8511
    @devrataghoshyadav8511 2 ปีที่แล้ว

    Hare krishna🙏🚩

  • @devoteeofkrishna9189
    @devoteeofkrishna9189 2 ปีที่แล้ว

    ধন্যবাদ ,,🙏🏼🙏🏼

  • @subhasishdey8567
    @subhasishdey8567 2 ปีที่แล้ว

    একদম ঠিক বলেছেন। আমি জীবনে এটা উপলব্ধি করেছি।

  • @suchoritamahato4606
    @suchoritamahato4606 2 ปีที่แล้ว +8

    আমি স্বপ্নে শ্রীকৃষ্ণের মূর্তি আলিঙ্গন করতে দেখেছি। এর অর্থ কি?
    দয়া করে বলুন 🙏🙏

    • @captainblood8095
      @captainblood8095 2 ปีที่แล้ว +2

      এ তো খুবই শুভ ।খুবই ভালো লাগল।এর মানে,শুধু চেতন মনে নয়,আপনার অবচেতন মনেও কৃষ্ণপ্রেমের জোয়ার বইছে। এই প্রেম প্রকৃত প্রেম, আজকালকার তথাকথিত প্রেম নয়।আপনার মতো ভক্ত পাওয়া আজকের দিনে দুর্লভ। আপনাকে শ্রদ্ধা জানাই। শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুন।,,,আপনার comment খুব ভালো লাগল বলে অযাচিত ভাবে উত্তর দিলাম ,,,মার্জনা করবেন

  • @somnathsinha1847
    @somnathsinha1847 2 ปีที่แล้ว

    আমি যদি প্রতিদিন তিনবার হরেকৃষ্ণ এই নাম জপ করি তাহলে কি আমি কোনো সফলতা লাভ করতে পারব? আমি ঈশ্বরের প্রতি অবিশ্বসী হয়ে পড়ছিলাম ক্রমশ , আপনার এই কথাগুলো শুনে মনে ক্রমশ মনের পরিবর্তন হচ্ছে, ঈশ্বর এর বিশ্বাস ক্রমশ বাড়ছে।

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  2 ปีที่แล้ว

      অবিশ্বাস থেকে একটা মানুষের চরম প্রাপ্তি বিশ্বাস। সেটাই ভালো।

  • @nargisakter2933
    @nargisakter2933 2 ปีที่แล้ว

    অসাধারণ প্রতিভা স্যার। বেচে থাকুন।

  • @piyalipalit5840
    @piyalipalit5840 2 ปีที่แล้ว +4

    আপনার ভক্তিপূর্ণ কথাগুলি শুনতে খুব ভালো লাগে। কিন্তু হৃদয়বাসী ভগবানের কাছে কি চাইব তাঁকে ছাড়া বুঝতে পারি না।

  • @chhabiadhikari9568
    @chhabiadhikari9568 2 ปีที่แล้ว

    kon 3 mash bollen nato

  • @chhandachatterjee6692
    @chhandachatterjee6692 2 ปีที่แล้ว

    Dada apnar kotha akdom thik. 🙏🏻🙏🏻

  • @pankajkarmakar6014
    @pankajkarmakar6014 2 ปีที่แล้ว

    দাদা, আজকের ট্রিপস গুলো অব্যার্থ মনে হচ্ছে। ধন্যবাদ।

  • @biswajitnandi8911
    @biswajitnandi8911 2 ปีที่แล้ว

    Khub sundor kore bollen ami ektu kore kore chesta korbai. Pronam janai

  • @AniVlogContai
    @AniVlogContai 2 ปีที่แล้ว

    গানের ভয়েস খুব সুন্দর, আর কথা গুলো শুনলাম, খুব ভালো লাগলো, চেষ্টা করবো এইভাবে চলা 🙏

  • @anushilamukherjee4542
    @anushilamukherjee4542 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগল দাদা ।

  • @somnathsinha1847
    @somnathsinha1847 2 ปีที่แล้ว

    আমার বয়স 33 বছর। আমি অনেক চাকরির পরীক্ষা দিয়েছি কিন্তু একটা ও লাগাতে পারিনি, আমার মতন অনেক বেকার ছেলে আছে, তারা auto and toto চালিয়ে রোজকার করছে, কিন্তু আমার শরীর স্বাস্থ্য এদের তুলনায় বেশ কিছুটা দুর্বল, সাইকেল পর্যন্ত চালাতে পারিনা, এছাড়া আমার মনে হয় মে হাতের gross and fine motor er সমস্যা আছে, মেমন সমান করে কাগজ ছিঁড়ে তে পারিনা, হাতের লেখা খুব খারাপ, computer typing speed তুলতে পারিনা। যদিও doctor বলেছেন মে gross and fine motor er কোন সমস্যা নেই। এছাড়া উচ্চতা অনুযায়ী ওজন কম মেমন উচ্চতা 180cm and 45 kg ওজন, আমি cyber cafe business খুলতে চাই, একমাত্র computer ta কিছুটা তাহলেও পারি, কিন্তু চলবে কিনা সন্দেহ , কারন এখন সবাই কার হাতেই smartphone . আমি আপনার কথা মত যদি এই নিয়ম পালন করি তাহলে কি আমি আমার এই সমস্যা থেকে মুক্তি পাব।

  • @manashimazumder4907
    @manashimazumder4907 2 ปีที่แล้ว

    Hare Krishna

  • @subratabhattacharjee9178
    @subratabhattacharjee9178 2 ปีที่แล้ว +1

    Hore Krishno.

  • @laltudhani4254
    @laltudhani4254 2 ปีที่แล้ว +1

    শান্তিপুর থেকে লালটু ধ্বনি বলছি ক্যামেরার সামনে এসে যদি বলতেন তাহলে খুব ভালো হতো বুঝতে পারতাম আপনাকে খুব ভালো লাগে দেখতে ওই জন্য

  • @madhumitachakraborty8617
    @madhumitachakraborty8617 2 ปีที่แล้ว

    Ami to ishwarer pujo kori, biswas kori, kano amar meyer ato kosto dada,??

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  2 ปีที่แล้ว

      নিজের কষ্ট থেকে মুক্তি পেতে চেষ্টা করুন।এরসঙ্গে তাঁকে বলুন,আমাকে তুমি বুদ্ধি শক্তি সাহস আর তোমার অতিরিক্তি বল দাও।যা দিয়ে আমি মুক্তি পেতে পারি। তুমি আমার সঙ্গে চলো।

  • @bappapyne6282
    @bappapyne6282 2 ปีที่แล้ว

    Thank u.

  • @susmitamaji6918
    @susmitamaji6918 2 ปีที่แล้ว

    Hare krishna ,namo bishnu ,Joy maa chandi 🌺🌺🌼🌼🌹🌹🙏🙏

  • @captainblood8095
    @captainblood8095 2 ปีที่แล้ว +2

    Excellent. Lots of love and respect to you. I like Ramprasadi songs so much..when I hear your voice, I feel like Arjun, listening to Lord krishna ❤❤❤❤❤

  • @sukumarhalder2311
    @sukumarhalder2311 2 ปีที่แล้ว

    Hore krishna Hore krishna krishna krishna Hore Hore Hore ram Hore ram ram ram Hore Hore

  • @somnathsinha1847
    @somnathsinha1847 2 ปีที่แล้ว

    আপনার বেশি কিছু গুরুত্বপূর্ণ you tube video দেখলাম, আমার বেকার জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কোন video টা অনুসরন করব ঠিক করতে পারছিনা, এই বিষয়ে টা comments box e answer diben.

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  2 ปีที่แล้ว

      আপনার যেটা করতে মন চাইবে সেটাতেই সফল হবেন। নির্বাচন করার দায়িত্ব আপনার।

  • @bapisaha8970
    @bapisaha8970 2 ปีที่แล้ว

    Amit Saha...
    South Kolkata....
    🙏🤲😭🤲🙏

  • @devoteeofkrishna9189
    @devoteeofkrishna9189 2 ปีที่แล้ว

    একটা জিনিস মানতে পারছি না, এই তাঁর কাছে চাহিদা করা ! এইটা বড় খারাপ লাগছে শুনতে ! কারণ চাহিদার জন্য ভালোবাসলে তো সকাম ভালোবাসা হয়ে গেল ! ঈশ্বরের প্রতি নিষ্কাম ভালোবাসা চাই তবেই তাঁকে লাভ করা যায় ! এটাই মহাপুরুষের বাণী এবং মত 🙏🏼 তাঁকে শুধু তাঁর জন্যই ভালোবাসবো শুধু তাঁকেই চাইবো ! জড় জাগতিক চাহিদার বাহিরে !! 🙏🏼🙏🏼

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  2 ปีที่แล้ว +2

      অন্ন পেটে থাকলে রাধা কৃষ্ণ র প্রেমলীলার রস মাধুর্য হৃদয়ঙ্গম হবে। আত্মোন্নতি করতে হলে প্রতিষ্ঠা চাই। অন্য ভাবে তাঁকে পেতে চাইলে, গৃহত্যাগী হতে হবে। আপন মা বাবার কাছে চাইবো না তো কার কাছে চাইব।

    • @devoteeofkrishna9189
      @devoteeofkrishna9189 2 ปีที่แล้ว

      @@sofolotarrahasya আমার কিসে মঙ্গল অমঙ্গল এটা আমার থেকে ভালো তিনিই বোঝেন ! তিনি যে অন্তর্যামী ! তাই তাঁর প্রতি বিশ্বাস ভক্তি রেখে চললে সব চাহিদা আপনই পূরণ হয়ে যায়, আলাদা করে চাইতে হয় না ! আমি দেখেছি। 😊🙏🏼🙏🏼

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  2 ปีที่แล้ว

      আপনার যুক্তি ও বিশ্বাসে আপনি যথার্থ। শ্রদ্ধা করি। কিন্ত সকলকে এমন মন,পরিস্থিতি, পরিবেশ,সাংসারিক অবস্থা ঈশ্বর না-ই দিতে পারেন। সেটা সন্তান বা ভক্তদের দোষ নয়।ঈশ্বর এর প্রান্ত থেকে তাঁরা বঞ্চিত। আগে সংসারের জন্য কর্মের জন্য কর্মের উন্নতির জন্য তাঁর কাছে কেঁদে কেটে চাইবেন ই। শ্রীরামকৃষ্ণ দেব বলতেন,সন্তান যতক্ষন পর্যন্ত না কাঁদে ক্ষিদের জ্বালায়, ততক্ষন পর্যন্ত মা আসেন না। স্বামী বিবেকানন্দ বলে ছিলেন খালি পেটে ধর্ম হয়না। বর্তমানে বহু মানুষ বহুরকমের কষ্টে আছে। অর্থনৈতিক অবস্থা বিশেষ মন্দ। আপনার ভাব অতি উত্তম। তুমি যদি সত্যিই অন্তর্যামী হও তবে তুমি বুঝে নাও আমার মনের কথা। বাঃ! এ ভক্তি পাকা ভক্তি।বেশ খুব ভালো লাগলো।ধন্যবাদ নমস্কার।

    • @devoteeofkrishna9189
      @devoteeofkrishna9189 2 ปีที่แล้ว

      @@sofolotarrahasya 🙏🏼🙏🏼আরও কিছু বলা বাকি রয়ে গেল যে আমার,,,,,বোধ করি পরে নিশ্চয়ই বলবো 😊😊 নমস্কার,

  • @Roudrongrose2024
    @Roudrongrose2024 2 ปีที่แล้ว

    কোন তিন মাস সেটা তো বুঝলাম না!

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  2 ปีที่แล้ว

      আপনি যেকোনো তিন মাসের একটা time ধরে শুরু করুন।

  • @ARINDAMNANDI
    @ARINDAMNANDI 2 ปีที่แล้ว

    ধন্যবাদ🙏💕

  • @saradas4592
    @saradas4592 2 ปีที่แล้ว +1

    Joy Brahmma Bishnu Maheswar joy ma adyasaktee mahamaya Durga ma Ma Kali Ma Lakhhi joy Shanidev Joy Hanumanji joy Surjo dev joy Kuber dever joy ei khudra Deena khub samanyo tomader santan tomader karuna ar tomra sada amader sarbokaje sahay hoeo vagoban 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devoteeofkrishna9189
    @devoteeofkrishna9189 2 ปีที่แล้ว

    আপনি গত ভিডিওটে বলেছিলেন যে এরপরের ভিডিওটে 'উন্মাদের হাসি' এই বিষয় নিয়ে আলোচনা করবেন, জয়গুরু🙏🏼

  • @rupadas4517
    @rupadas4517 2 ปีที่แล้ว

    Thik bolechen

  • @pampachatterjee5481
    @pampachatterjee5481 2 ปีที่แล้ว

    Dada 3month bolte kon 3month sets buzte parlam na aktu jodi bolen.

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  2 ปีที่แล้ว +1

      যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকেই।

  • @saswatidasgupta9356
    @saswatidasgupta9356 2 ปีที่แล้ว

    Khub khub bhalo laaglo

  • @satyajitsaha2882
    @satyajitsaha2882 2 ปีที่แล้ว

    Apni Eto Kichu Jene TH-camr ETA Ki Apner Success????

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  2 ปีที่แล้ว +1

      আপনার কত গুন আছে সেটা আপনার একটা কমেন্ট দিয়ে বিচার যদি করি,তবে সেটা আমার মুর্খামি।

    • @rupadas4517
      @rupadas4517 2 ปีที่แล้ว

      @@sofolotarrahasya darun bollen.

  • @kankanadutta7013
    @kankanadutta7013 2 ปีที่แล้ว

    I like your motivational speech
    You are like pujya jaya kishori ji

  • @sumanamajumdar3493
    @sumanamajumdar3493 2 ปีที่แล้ว

    Excellent

  • @simitamukherjee8589
    @simitamukherjee8589 2 ปีที่แล้ว

    Khub sundor❤️

  • @sonasworld9204
    @sonasworld9204 2 ปีที่แล้ว

    দাদাভাই....
    আজ যা ঘটেছে না বলে পারছি না আপনাকে ।
    আপনি তো জানেনই আজ কি শুভ দিন, আজ আমার চাকলা ধামে পুজো দিতে গেছিলাম , সেখানে একজন মাসি মানে যাদের সমাজ অন্য চোখে দেখে , সেই একজন মাসি আমায় মন্দিরে আশীর্বাদ করেন এবং নিজের ইচ্ছায় আমি না চাইতেই আমায় ১৬ আনা মানে ১ টাকার কয়েন দিয়েছেন ভালোবেসে।
    আবার বলুন দাদাভাই এর অর্থ কি ? সত্যি কি আমার ভাগ্য উন্নতি হবে ? Plz এটারও উত্তর দেবেন দয়া করে 🙏🏻

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  2 ปีที่แล้ว +1

      ভগবানের সেটাই ইচ্ছে মনে হয়।

    • @sonasworld9204
      @sonasworld9204 2 ปีที่แล้ว

      @@sofolotarrahasya আমি অনেকের মুখে শুনেছি যে এটা খুব শুভ । সত্যি তো ...

    • @sonasworld9204
      @sonasworld9204 2 ปีที่แล้ว

      @@sofolotarrahasya আপনি ভালো করে কিছু বলুন। এভাবে সল্প উত্তরে আমি মূর্খ মানুষ কিছুই বুঝতে পারছিনা 😔

  • @ajoymukherjee6793
    @ajoymukherjee6793 2 ปีที่แล้ว

    Iswor sobar monokamona purno Korean. Mono kamona purno korar por sobai iswor ke vule Jay. Monokamona purno na korai iswor sob theke boro asirbad. Tobei se sobai iswor ke Sharon korben O mukti pabe

  • @sandtvlogs8227
    @sandtvlogs8227 2 ปีที่แล้ว

    I like you

  • @monimalamahapatra4035
    @monimalamahapatra4035 2 ปีที่แล้ว

    Dada darun Gan ge a chen

  • @Divinemagic3693
    @Divinemagic3693 2 ปีที่แล้ว +2

    Sir আপনার wapp. No. টা Plz দেবেন?🙏🙏

  • @feelgood582
    @feelgood582 2 ปีที่แล้ว

    6:30

  • @chakrabortyavishek4228
    @chakrabortyavishek4228 2 ปีที่แล้ว

    স্যার....আপনার কথার সঙ্গে রবীন্দ্র সঙ্গীত অপূর্ব অপূর্ব লাগে ....আজ আমি শ্রী কৃষ্ণের আর মা রাধিকার একটা ফটো এনে পুজো করলাম ...পুজো করার সময় সত্যি যেন মনে হল আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলেম দেখতে আমি পাইনি ....আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি.....মনে এক অপূর্ব শিহরণ হচ্ছিল....
    আপনার এই উপদেশ আজীবন মেনে চলবো স্যার ...অনেক অনেক প্রণাম নেবেন আমার....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rumagoswami291
    @rumagoswami291 2 ปีที่แล้ว

    জয়গুরু জয়রাম 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathikachakraborty9265
    @kathikachakraborty9265 2 ปีที่แล้ว

    👍

  • @somnathsinha1847
    @somnathsinha1847 2 ปีที่แล้ว

    আমার বয়স ৩৩ বছর, আমার উচ্চতা অনুযায়ী ওজন খুব কম, মেমন আমার উচ্চতা ১৮০ সেমি ও ওজন ৪২- ৪৫ কেজি, এছাড়া আমার বিভিন্ন শারীরিক সমস্যা আছে যেমন আমি সাইকেল চালাতে পরিনা, আমি বিভিন্ন cpmpitive exam দি, এইসব দিনগুলো তে বাসে অনেক ভিড় হয়, ভিতরে বসার জায়গা থাকেনা, অনেকে বাসের মাথাই চেপেই চলে যায়, আমি সেটা পারিনা।
    এছাড়াও আমার মনে হয় মে আমার gross and fine motor er সমস্যা আছে, মেমন আমি সমান করে কাগজ ছিঁড়তে পারিনা, computer e typing speed তুলতে পারিনা, হাতের লেখা খুব খারাপ, খাতা সেলাই করতে পারিনা, দড়িতে ফাঁস দিতে ঠিক করে পারিনা ইত্যাদি যদিও doctor বলেছেন gross and fine motor er কোন সমস্যা নেই। আমার অবশ্য cyber cafe business খেলার ইচ্ছা একটা আছে, একমাত্র computer টা তাহলেও কিছু টা পারি, কিন্তু চলবে কিনা সন্দেহ কারন এখন তো সবাই কার হাতেই smartphone এছাড়া আমি এই বয়সী অন্যান্য ছেলে মেয়ের মতন‌ চটপটে নয়। আমি এই যদি এই নির্দেশ গুলো পালন করি তাহলে কি এইসব সমস্যা থেকে মুক্তি পাব। আমি একজন বেকার যুবক কিভাবে আমি অন্যের উপকার করব বলে দিন।

    • @sofolotarrahasya
      @sofolotarrahasya  2 ปีที่แล้ว

      আপনি যেগুলো সমস্যা বলছেন এসবের মধ্যে আমি কোন সমস্যা দেখলাম না। সকলেরই কম বেশী এসব আছে। এটাই স্বাভাবিক। cyber cafe cum Xerox এর ডিমান্ড খুব। হতাশার কোনো স্থান নেই জীবনে। জীবনের প্রত্যেকটা ঘটনা আর সময় ই আনন্দদায়ক। ফেলে আসা অভাব অনটন বা বিরহের মুহুর্ত ও মধুর মনে হয়।