মিঃ কৌসিক, এমনিতেই শিমলার জন্য পরানটা হাসফাস করছে তার উপর আপনার সুন্দর পরিচ্ছন্ন ভিডিও। আমার তো এখনিই শিমলায় যেতে ইচ্ছে করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
কাল রাতে সপরিবারে এই ভিডিওটা দেখলাম। এত সুন্দর ভাবে সিনেমার মতো আপনি দেখালেন। সিমলায় আমি এর আগেও দু'বার গেছি, ট্রয় ট্রেনে ও চড়েছি, কিন্তু কাল আপনার চোখ দিয়ে যেন নতুনভাবে সিমলাকে দেখলাম।
দাদা মানালি তে গিয়ে স্কিটিং করতে ভুলবেন না যেন।। 13 বছর আগে গেছি ।। পুরোনো স্মৃতি মনে পড়ছে।। আর ছোলে বটরে অবশ্যই খাবেন।। নেক্সট ইয়ার আবার যাওয়ার প্ল্যান করছি❤️।। খুব ভালো লাগলো।❤️
Dada khub vlo lag6e tomar sob vdo gulo ami onek age giye6ilam shimla r tumi j bolle kal sideseen dekhte jabe kuffri khub vlo jaiga bt Hanuman mondir jabe abashoy...
অসাধারণ লাগলো..শিমলা র যা সৌন্দর্য মনে হয় ওখানেই থেকে যাই.. দুবার ঘোরা কিন্তু মন এখন ও চলে যায়..মানালী টা আরো সুন্দর চোখ জুড়িয়ে যায়...আবার ও আপনার সাথে ঘোরা হচ্ছে😊
১৯৯৭ সিমলা এবং হিমাচল প্রদেশের সব জায়গা ঘুরেছি। তোমার ভিডিও টা দেখে মনে পড়ে গেল পুরনো দিনের সৃতি। তবে এখন অনেক পরিবর্তন হয়েছে। তোমার ভিডিও টা দেখে খুব ভালো লাগলো। আশা করছি তোমার ভিডিও র মাধ্যমে আবার ও সিমলা নতুন করে দেখতে পারছি। অনেক শুভেচ্ছা ও ভালো বাসা জানাই।
কৌশিকভাই,প্রথমেই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমার সিমলা ব্লগ টা দেখছিলাম,খুব ভালো লাগছিল। বিশেষ করে কোন জায়গার খুটিনাটি যেভাবে আমাদের দাও সেটা আরও ভালো লাগে। সিমলায় যে হোটেলটায় ছিলে তার নাম টা জানতে চাইছি। আসলে নভেম্বরে কালীপুজোর পরেই আমরাও সিমলা যাচ্ছি। ম্যল রোডের উপর যে হোটেলই সেসব খুবই কস্টলি।তোমার হোটেলের নাম আর রেট গুলো জানাও তো খুব ভালো হয়।
অনেক কয়টা vlogs ই continue দেখেছি কমেন্টস করা হয় নি কিন্তু এটা তে না করে পারলাম না। এত নিখুঁত । Editing অনেক ভালো সঙ্গে music tone এক কথায় অনবদ্য । বাংলা TH-cam vlogs তোমাদের মাধ্যমে আরো উৎকর্ষতা লাভ করুক। Thank you dada ।
দাদা আপনাকে আরও কেন বেশি বেশি করে ভালো লাগে জানেন ? ❤️👌❤️ সত্যিই আপনি খুবই "সাধারণ এবং সাধ্যমতো" যেটা আমার খুবই ভালো লাগে। 👌👍❤️ love you dada ❤️❤️❤️ next video taratari uplod deben , wait korchi 🤗
কোনো দিন তো যেতে পারবো না তাই কৌশিক দার মাধ্যমে ভ্রমণ টা সেরে নিলাম। প্রিয়তমার পরের স্থান টা হচ্ছে প্রকৃতি, যাদের প্রেমে পড়া যায় প্রিয়তমা নেই তাই প্রকৃতির প্রেমে পড়ে গেছি।
2017 a Simla giye 6ilam, sai sriti abar tatka hoye gelo, khub sundor jayga, pahar vison valobasi, Himachal ar proti akta alada tan a6e. Video ta khub valo hoye6e dada, well done
কৌশিক অসাধারণ ভিডিও।বিশ্বাস করো রোজ দু তিন বার করে চেক করতাম তুমি নেক্সট ভিডিও দিয়েছো কিনা।কি করে দিয়েছো বস।সত্যি বলি তোমার কথা তোমার উপস্থাপনা ভীষণ ভালো লাগে।ফাটিয়ে দাও বস।নেক্সট এপিসোড আরো ভালো চাই।জমিয়ে এনজয় করো আর আমাদের তরফ থেকে রইলো অনেক শুভকামনা❤️❤️❤️❤️
Anek choto balae giachillam. Thanks for taking me back my childhood lane. Amar baba Chandighare posted chillo tae every weekend Shimla jatam. Kub bhallo laghlo
Wife & chheler sathe alap korale r o valo lagto.....valo hoache vlog ta.. Jodio shimla agge 2 bar gechi tao apnar vlog valo lage tai abar dekhlam & enjoy korlam ...vebechilam apni Mrs.o chheler sathe porichoy koraben but..😊
কোনো এক vlog এ দাদা তার প্রাক্তন প্রেমিকার কথা মনে করে দুঃখ এবং আফসোস করছিলেন, তিনি নিশ্চয়ই এখনও বিয়ে করেননি, আর যদি করে থাকেন তাহলে সেই প্রেমিকা নিয়ে আফসোস করাটা সাজে না তার।
ভাই এই সিরিজটা একদম অন্যরকম লাগছে। হালকা ফুলকা, ঝড়ঝড়ে, প্রাণবন্ত। যেন কোথাও কিছু প্রমাণ করবার নেই, রিলে রেসে প্রথম হওয়ার তাগিদ নেই। আছে শুধু হিমাচলের প্রকৃতি থেকে কুড়িয়ে নেওয়া একমুঠো আনন্দ। তাই technicality বিচার করতে ইচ্ছে হচ্ছে না,scripting এর দিকেও মন নেই। শুধু চুপচাপ নিসর্গে ডুব দেওয়া। অনেক ধন্যবাদ এত অনবদ্য একটি সিরিজ উপহার দেওয়ার জন্য।
কৌশিক ভাই তোমার ভিডিও দেখে আমার পুরোনো দিনের কথা মনে পরে গেলো। আর তোমার পরিবার কে ভিডিও থেকে লুকিয়ে রাখছো কেন😄? সুন্দর বাচ্ছা টির সাথে আমাদের পরিচয় করাও? 😍😍
মিঃ কৌসিক, এমনিতেই শিমলার জন্য পরানটা হাসফাস করছে তার উপর আপনার সুন্দর পরিচ্ছন্ন ভিডিও। আমার তো এখনিই শিমলায় যেতে ইচ্ছে করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Aar besi katha na bole taratari chole Jan.
Sera comment
Shimlar package ta kothay book Kore chilen?
দাদা তোমার ভ্রমণ এর সাথে কথা গুলো অসাধারণ লাগে। 🇮🇳🇮🇳🇮🇳
জাতীয় পতাকা টা দেখলে গা পুরো সিউরে উঠলো,
জাতীয় পতাকা 😍😍
Love you dada ❤️
তোমার চোখ দিয়ে দেখলে চেনা যায়গাও নতুন করে চিনতে পারী😍
আমারও জাতীয় পতাকা দেখে খুব ভালো লাগলো
যেমন ঝকঝকে শহর তেমন চকচকে তোমার উপস্থাপনা....
যেমন প্রকৃতির অপরূপ লীলা তেমন তোমার সাবলীল বাচনভঙ্গি....
ফাটাফাটি এডিটিং,, জমজমাট ব্লগ... 🥰🌹
কাল রাতে সপরিবারে এই ভিডিওটা দেখলাম। এত সুন্দর ভাবে সিনেমার মতো আপনি দেখালেন। সিমলায় আমি এর আগেও দু'বার গেছি, ট্রয় ট্রেনে ও চড়েছি, কিন্তু কাল আপনার চোখ দিয়ে যেন নতুনভাবে সিমলাকে দেখলাম।
সাংঘাতিক সুন্দর একটা Vlog দেখলাম।ভীষণ ইচ্ছা ছিল সিমলা যাব,কিন্ত যাওয়া হয়ে উঠিনি,তবে আজ তোমার মাধ্যমে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল।নতুন vlogএর অপেক্ষায় থাকলাম।
দাদা মানালি তে গিয়ে স্কিটিং করতে ভুলবেন না যেন।। 13 বছর আগে গেছি ।। পুরোনো স্মৃতি মনে পড়ছে।। আর ছোলে বটরে অবশ্যই খাবেন।। নেক্সট ইয়ার আবার যাওয়ার প্ল্যান করছি❤️।। খুব ভালো লাগলো।❤️
bessss laglo video ta..starting ta bess...food vlogging tao hok nki sir ji
তোর সাথে যাব গেলে
@@TravelWithKoushik amr souvaggo😌erm dada paoa
বাংলাদেশ থেকে অসাধারণ সিমলা দর্শন হচ্ছে। অনেক ধন্যবাদ, দাদা। এর পর থেকে দিদিকে ও সামনে এনো প্লিজ।
ও হো,ক্যায়া বাত,ক্যায়া বাত। শূরুতে জবরদস্ত মাত।😊👍পরে আসছি পুরো দেখে।
শুরুটা খুব সুন্দর লাগলো,তোমার বউয়ের গলার আওয়াজ খুব মিষ্টি,খুব ভালো লাগলো
ব্লগ ❤️❤️,তোমার ছেলেও খুব মিষ্টি ,মাএর মতো দেখতে হয়েছে❤️❤️
এই ভিডিওটা দেখে এক্ষুনি সিমলা চলে যেতে ইচ্ছা করছে সত্যি ভিডিওটা দারুন সুন্দর হয়েছে কৌশিক।
"Oneker priyojon hoe giyechhen nijer ojante" . . . Khub sundor kothata bollen.
দাদা কোথাও বাইরে ঘুরতে গিয়ে যখন নিজের দেশের জাতীয় পতাকা দেখি তখন মনটা গর্বে ভরে যায়, তোমার সিমলার আরো ভিডিওর অপেক্ষায় রইলাম,
Dada khub vlo lag6e tomar sob vdo gulo ami onek age giye6ilam shimla r tumi j bolle kal sideseen dekhte jabe kuffri khub vlo jaiga bt Hanuman mondir jabe abashoy...
অসাধারণ লাগলো..শিমলা র যা সৌন্দর্য মনে হয় ওখানেই থেকে যাই.. দুবার ঘোরা কিন্তু মন এখন ও চলে যায়..মানালী টা আরো সুন্দর চোখ জুড়িয়ে যায়...আবার ও আপনার সাথে ঘোরা হচ্ছে😊
Darun. Chhimchham. Congrats for 150k.
Dada darun tomar sob vdo gulo alada sobar theke ....
১৯৯৭ সিমলা এবং হিমাচল প্রদেশের সব জায়গা ঘুরেছি। তোমার ভিডিও টা দেখে মনে পড়ে গেল পুরনো দিনের সৃতি। তবে এখন অনেক পরিবর্তন হয়েছে। তোমার ভিডিও টা দেখে খুব ভালো লাগলো। আশা করছি তোমার ভিডিও র মাধ্যমে আবার ও সিমলা নতুন করে দেখতে পারছি। অনেক শুভেচ্ছা ও ভালো বাসা জানাই।
রাত পুহালে মহালয়া না , পূজা শেষ হয়েগেছে 😀😀 ভলোই ঘুরলাম তোমার সঙ্গে 👍ভিডিও জন্য ধন্যবাদ
দাদা তোমার ভিডিও দেখেই আমাদের সিমলা ট্যুর প্ল্যান করছি । 2022 এর এপ্রিলে বা মে মাসে যাচ্ছি কলেজ বন্ধু দের সাথে ।😍
Budget ki rokom??
@@supritimaji1362 Ekhono puro hisab hoye otheni , dadar video dekhbo tarpor jodi mone hoi Manali o add korbo tokhon serokom hisab korte parbo.
এপ্রিল এর মধ্যে যাবার চেষ্টা করো না হলে মে,জুন মাসে হোটেলের সমস্যা হয়,জলের ও সমস্যা হতে পারে।
আর মানালি না গেলে ভ্রমণ কাহিনী অসমাপ্ত থেকে ই যাবে কারণ এত জার্ণি করে মানালি না যাওয়া বৌকামির নামান্তর আর ওখানে খরচ ও সিমলার তুলনায় অনেক কম।
@@mahaprabhu1008 Hotel er problem bolte ki rokom?
সত্যি কৌশিকদা তোমার ভিডিও দেখে মনে হচ্ছে এখনই সিমলা পৌঁছে যায়। তোমার ভিডিও গুলো এত সুন্দর।
অনেক সুন্দর লাগলো আজকের ভিডিও টা পাহাড়ের একা বাকা রাস্তা এবং আরো অনেক কিছু দেখলাম ধন্যবাদ দাদা।
আরো তথ্য জানতে ভিডিও র Description বক্স দেখুন , Madam Er Channel Dekhte - th-cam.com/channels/4FcJWgmxBlWkkKHlGplgMQ.html
Dada hotel ar rate ??
Dada kon camera use kro aktu janabe?
ম্যাডাম টা কে?
কৌশিকভাই,প্রথমেই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমার সিমলা ব্লগ টা দেখছিলাম,খুব ভালো লাগছিল। বিশেষ করে কোন জায়গার খুটিনাটি যেভাবে আমাদের দাও সেটা আরও ভালো লাগে। সিমলায় যে হোটেলটায় ছিলে তার নাম টা জানতে চাইছি। আসলে নভেম্বরে কালীপুজোর পরেই আমরাও সিমলা যাচ্ছি। ম্যল রোডের উপর যে হোটেলই সেসব খুবই কস্টলি।তোমার হোটেলের নাম আর রেট গুলো জানাও তো খুব ভালো হয়।
@@dibyendubrea4729 Description বক্স এ Detail's আছে
একটু দেরি করে ফেললাম ভিডিও টা দেখতে I just awesome 👌.
Darunnnnn hoyeche aaj ker vlog ta.
Thank you dada.
Asadharon,, Apurbo, Darun hoyeche video ta Koushik da
দাদা আমি বলেছিলাম হিমাচল প্রদেশ এ যেতে কথা টা রাখলা thank you dada❣️❣️❣️
সব ভিডিও দেখবো বিশেষ করে তোমার ভয়েস টা just awesome 😍🥰
Khub bhalo lagche, waiting for next blog, bhalo thakben
আপনার প্রত্যেকটা ভিডিও দেখি খুব ভালো হয়
খুব ভালো লাগলো ব্লগ টা। কবে যে যেতে পারবো জানি না।জুনিয়র ও তার মামনির জন্য রইলো অনেক ভালবাসা।
অসাধারণ ,কোন কথা হবেনা । পরের ভিডিওর অপেক্ষায় রইলাম
দাদা পরের ভিডিও কবে আসবে?
অপেক্ষায় থাকলাম 🤔
আজকের টা অসাধারণ 👌👌
Darun vlog. Starting ta khub sundorbhabe hoyeche. Asadharon vlog. Porer porber opekkhai roilam.
সিমলা সত্যিই খুব সুন্দর শহর। তোমার ভিডিও টা তার সুন্দরতা কে আরও বাড়িয়ে তুলেছে। ধন্যবাদ ভাই।
Asadharon, Apurbo, bhishon valo hoyeche video ta Koushik da
কৌশিকভাই আজকের ভিডিওটা বেশ ভালো লাগলো। এগিয়ে যাও। তোমার কথাগুলো শুনতে ভালো লাগে। ভালো থেকো ও সাবধানে চলাফেরা করো।
শুরুটায় ছোট্ট শিশুর ছুটে আসাটা মনে হল কৌশিকের শৈশব সিমলা সুন্দরী র সঙ্গে দেখা করার অদম্য ইচ্ছা প্রকাশ পেয়েছে।বেশ নতুনত্ব।ভালো লেগেছে জাতীয় পতাকার প্রতি এমন সম্মান প্রদর্শন ।সত্যিই তো কত সময় আমরা ভুলে যাই,ভুলে থাকি,কিন্তু আপনার দৃষ্টি এড়িয়ে যায়নি।👍ভালো লেগেছে সন্ধ্যার ম্যাল রোডে আলোর মাদকতা।কোথায় যেন বিদেশি ছায়া পড়েছে। চার্চের আলো ঝলমল অস্তিত্ব নজর কাড়ে ।সুন্দর।👍
💐💐
@@TravelWithKoushik Dada, ekta proshno 6ilo, oi baccha ti ki apnar keu hoy?
@@avikdas6870 ছেলে
@@TravelWithKoushik Bah, khub mishti to 🤗
অনেক কয়টা vlogs ই continue দেখেছি
কমেন্টস করা হয় নি
কিন্তু এটা তে না করে পারলাম না।
এত নিখুঁত ।
Editing অনেক ভালো সঙ্গে music tone এক কথায় অনবদ্য ।
বাংলা TH-cam vlogs তোমাদের মাধ্যমে আরো উৎকর্ষতা লাভ করুক।
Thank you dada ।
Kon package a giyechilen se somporke kichu bollen na kintu ??
অনেক ধন্যবাদ এত তাড়াতাড়ি ভিডিও আপলোড করার জন্য!❤️🌻
Darun, khub valo hoyeche video ta Koushik da
Lots of love to Junior Kaushik ♥️♥️. Eagerly waiting for the next episode
দাদা আপনাকে আরও কেন বেশি বেশি করে ভালো লাগে জানেন ? ❤️👌❤️
সত্যিই আপনি খুবই "সাধারণ এবং সাধ্যমতো" যেটা আমার খুবই ভালো লাগে। 👌👍❤️
love you dada ❤️❤️❤️
next video taratari uplod deben , wait korchi 🤗
Bah Bah, Chicken Bhatti..natun sunlam...aar blog to sobe shuru..egie chalo
কোনো দিন তো যেতে পারবো না তাই কৌশিক দার মাধ্যমে ভ্রমণ টা সেরে নিলাম। প্রিয়তমার পরের স্থান টা হচ্ছে প্রকৃতি, যাদের প্রেমে পড়া যায় প্রিয়তমা নেই তাই প্রকৃতির প্রেমে পড়ে গেছি।
Khub Khub valo laglo video ta, tar Sathe tomar asadharon presentation
সিমলা অসাধারণ........ আরো দেখার অপেক্ষায় রইলাম 👌👌👌❤❤
ufffff just darun darun darun... amar dream place er modhye ekta ei Simla... ❤️❤️
দাদা স্টার্টিং টা সেই সিরাইল মতো সেই লাগল বস। আর জায়গা টা অসাধারণ লাগলো বস❤❤❤❤❤
Darun laglo video ta ,Himachal one of my favorite destination December e jabar iccha achey.😁😁❤️❤️❤️❤️
Osadharan video porobarti videor opekhai thakbo 🙏🙏👍👍
সিমলার ভিডিও টা খুব সুন্দর💐💐💐
সিমলা ম্যালে ঘুরেছি,সব মনে পড়ে যাচ্ছে,2016 তে গেছিলাম।খুব ভাল লাগলো।
Excellent presentation koushik. Waiting for your nxt blog. Onek onek ❤❤❤❤❤❤junior koushik er jonno.God bless u all.
2017 a Simla giye 6ilam, sai sriti abar tatka hoye gelo, khub sundor jayga, pahar vison valobasi, Himachal ar proti akta alada tan a6e. Video ta khub valo hoye6e dada, well done
khub bhalo laglo apnar video gulo. ei prothom dekhchi ami.. khub help holo.. 🙂
VIDEO TAA OP HOECHEE...
BUT, VIDEO OR MODDHE TOMAR SATHE BAKI 2 JON K 🤔??...KICHU MONE KORO NA JUST JIGESH KORCHILAM!
Eto sundor kore prokiti k age konodin dekhini tmr jono hoito seta anubhob kori,,,darun wait a thaklam porer episode r jono......
Sonabhai tomar upasthapaner saralya manomugdhakar. Agiye chalo
.
কৌশিক অসাধারণ ভিডিও।বিশ্বাস করো রোজ দু তিন বার করে চেক করতাম তুমি নেক্সট ভিডিও দিয়েছো কিনা।কি করে দিয়েছো বস।সত্যি বলি তোমার কথা তোমার উপস্থাপনা ভীষণ ভালো লাগে।ফাটিয়ে দাও বস।নেক্সট এপিসোড আরো ভালো চাই।জমিয়ে এনজয় করো আর আমাদের তরফ থেকে রইলো অনেক শুভকামনা❤️❤️❤️❤️
শুক্রবার 8 PM
ওকে ওয়েট করে থাকবো।
দারুন 👌 খুব ভালো লাগলো 👍 Congratulations for 150 k 👍👍
Thanks
uff starting tai chomke diyecho. bengali vlogger chaliye jao tomar rajjoto. amra pashe aachi
Khub bhalo laglo video ta.ami o travel korte khub bhalobasi .ami Shimla jabo to tai information gulo khub kaje lagbe.thank you.
Dada family er sange parichay karale
Valo hato ar video shurur conversatation ta khub valo legeche.
Anek choto balae giachillam. Thanks for taking me back my childhood lane. Amar baba Chandighare posted chillo tae every weekend Shimla jatam. Kub bhallo laghlo
Khub khub khub valo laglo video ta Dadavai ❤
Kobe j jabo, osadharon,amar bonera sobai ghure eseche,amar time kobe asbe k Jane!!😔😔😪😪.Apner video dekhle to r kothai nei,monta jai jai kore.
অপেক্ষায় ছিলাম আরম্ভ টা দারুন করলে পুরো টা না দেখেই like comment করলাম এইবার পুরো টা দেখবো
Nice Presentation . Waiting For Next Video 👍✨✨✨
🎉😊👏😁👏😃🎉
Congratulations!
Tnx Koushik Da ato tratri video upload krar jnno tnq very much... ☺☺🙏🙏🙏
Wife & chheler sathe alap korale r o valo lagto.....valo hoache vlog ta..
Jodio shimla agge 2 bar gechi tao apnar vlog valo lage tai abar dekhlam & enjoy korlam ...vebechilam apni Mrs.o chheler sathe porichoy koraben but..😊
কোনো এক vlog এ দাদা তার প্রাক্তন প্রেমিকার কথা মনে করে দুঃখ এবং আফসোস করছিলেন, তিনি নিশ্চয়ই এখনও বিয়ে করেননি, আর যদি করে থাকেন তাহলে সেই প্রেমিকা নিয়ে আফসোস করাটা সাজে না তার।
সিমলা কালীবাড়ি তে ছিলাম। খুব সুন্দর পরিবেশ। খাওয়া খুব ভালো ছিল। সমস্যা একটাই ছিল। Common toilet। এটা অবশ্য ২০০৩ এর কথা।
ভাই এই সিরিজটা একদম অন্যরকম লাগছে। হালকা ফুলকা, ঝড়ঝড়ে, প্রাণবন্ত। যেন কোথাও কিছু প্রমাণ করবার নেই, রিলে রেসে প্রথম হওয়ার তাগিদ নেই। আছে শুধু হিমাচলের প্রকৃতি থেকে কুড়িয়ে নেওয়া একমুঠো আনন্দ। তাই technicality বিচার করতে ইচ্ছে হচ্ছে না,scripting এর দিকেও মন নেই। শুধু চুপচাপ নিসর্গে ডুব দেওয়া। অনেক ধন্যবাদ এত অনবদ্য একটি সিরিজ উপহার দেওয়ার জন্য।
এবার স্ক্রিপ্ট নেই বিশেষ সব স্পট Cover
Khub valo laglo..
Puro tour ses hole..
Koto expenses holo ektu bolo..
Tahole khub valo hobe😍😍
হ্যাঁ, ভালো লাগলো রাতের সিমলা, সেই রহস্যময়ী নারী র মতো।👍
Darun 👌👌👌👌Dada tmr vlog gulo khub khub khub vlo lage
তোমার সহজ সরল উপস্হাপনা বড় ভালো লাগে ভাই ।
Khub neat & clean...
Best Mall etai lge amr...
Tomar chokhe simla ghurchi ..... Lovely ❤️❤️.....
Vai proti bar ar motoe abaro tomer video valo laglo o purano sriti monay karalo. Valo laglo family niya gacho
Ek kathay 👍👍👍❤❤❤ 200k as soon as possible
কৌশিক ভাই তোমার ভিডিও দেখে আমার পুরোনো দিনের কথা মনে পরে গেলো। আর তোমার পরিবার কে ভিডিও থেকে লুকিয়ে রাখছো কেন😄? সুন্দর বাচ্ছা টির সাথে আমাদের পরিচয় করাও? 😍😍
খুব খুব ভালো লাগলো পরের ভিডিও দেখার অপেক্ষায় রইলাম ❤️
দাদা আপনার ভিডিও গুলো দেখতে খুব ভালো লাগে ❤️👍👍❤️
Starting tai to fatiye diyecho, osadharon
দাদা তোমার কি ❤️ ম্যারেজ এতো সুন্দর কবিতা বলো অসাধারণ 👍👍❤️❤️
সত্যি অসাধরন দাদা।। আপনার ভিডিও দেখে আর থাকতে পারছি না যেতেই হবে ❤️
অসাধারণ
Awasome vdo. Ektai dukhkho. Madam vanished.
But oner vdo dekechi, subscribe o korlam.
But no problem. Chalie jao.
Ami clg excursion a 2020 fev a Shimla Manali te gechilam 🥰🥰....sob Smriti gulo taja hoye gelo 🥰🥰
Ami to monye hochye nijye ee journey ti korchi....eto bhalo video korchen apni
😆 5:31 বাবা ওই বাবা জল খাব 😆
সেরা হয়েছে দাদা ❤️
দাদা চালিয়ে যান।। ভিডিও অসাধারন।। মন ছুঁয়ে গেলো প্রতিবারের মতো।।👍
চমৎকার
দারুন উপভোগ করছি শিমলা টুর🙏👍❤️
Subho vijaya r onek onek suvecha Kaushik da. Tomer protita vlog er moto ajker vlog tao osadharon legeche 👍👍
শুভ বিজয়া
Daraun laglo 3 te vlog ak 7a daklm sotti darun
Dada darun laglo puro video ta very nice 👌
বাহ্, সুন্দর, একটা অন্য রকম presentation, আর শিমলা মানেই একটা গল্প গল্প ব্যাপার 👌👌
ভাই কৌশিক তোমার ভিডিও গুলো অসাধারন । তোমার ভিডিও অপেক্ষায় থাকি । আগের ভিডিও য় তোমায় আমি ভাই বলছি ।এই দিদি তোমার ব্যারাকপুরে থাকে ।বারাকপুরে আসলে জানিও । ঠিকানা দেব ।
Shimlar ekta full budget details chai kintu .kojon gele valo|kodin lagbe,koto khoroch etc.sob jante chai