আজকের ভিডিও শুধু রান্নার রেসিপিতে অসাধারণ নয়, ঝিনুকের বুকে মুক্তো লুকিয়ে থাকার মত এতে আছে মূল্যবান সব কথা, অনুভূতি, তথ্য। বিশেষ করে মায়ের স্মৃতি, তাঁর সম্পর্কে যত কথা। আগের দিনের মায়েরা কি বেশির ভাগই এত সমৃদ্ধ ছিলেন? অবাক হয়ে আমি নিজের মায়ের কথাও ভাবছিলাম। সত্যিই ভাই, মায়ের মত কেউ কোথাও নেই। যাহোক আপনাদের পিটুনিয়ার ভুবন ভোলানো হাসি সারা দুনিয়াটাকে আলোময় করে তুলেছে, সন্দেহ নেই। আর আজকের রেসিপির নাম এ ধরাধামের আর কোথাও আছে বলে আমার মনে হয় না। ইনশাল্লাহ আসছে ঈদে ট্রাই করব।' ঈদের তৃতীয় দিনের রেসিপি '- স্বর্গীয় হবে, সন্দেহ নেই। আর ছোট্ট, মিষ্টি তীর্ণ বাবা ইংরেজি - বাংলা মিশিয়ে যেভাবে কথা বলে, সেজন্য তাকে অনেক আদর জানাচ্ছি, ওকে বলবেন প্লিজ।
অনেকদিন পর শুনলাম কেউ গোস্ত বলল .... খুব ভালো লাগলো। ভিডিওতে তো সবাই সব সময় শুধু মাংসই বলে । ঠিক এই রান্না আমার আম্মা ও করতেন আমাদের জন্য আর এখন আমি করি আমার ছেলে মেয়ের জন্য । অসংখ্য ধন্যবাদ আপনাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য ...
মাংস দিয়ে আলু ভাজি খাইনি। তবে এভাবে মাংস কেটে ন্যুডুস খেয়েছি। আমাদের এলাকায় (নওগাঁ) আইটা দিয়ে ভুড়ি রান্না করে তেল কমানোর জন্য। আইটা না পেলে আলু দেয়। রান্না মাংসের আরও একটা রেসিপি আমি করতাম। এটা কোরবানি ইদের না। আমি যখন হোস্টেলে থাকতাম তখন বাসা থেকে অনেক খাবার রান্না করে নিয়ে যেতাম। ফ্রিজে রাখা অনেক দিনের রান্না মাংস অনেক সময় খেতে মন চাইত না। তখন সেই মাংস ছোট ছোট করে কেটে অনেক পিয়াজ, কাঁচা মরিচ আর অন্যসব মসলা দিয়ে আবার কসায়ে রান্না করতাম। অনেক মজা লাগত। এটা আমার রুমমেটের কাছ থেকে শিখিছিলাম। শফিক ভাইয়ের রান্না দেখে অনেক দিন পর সেই মাংসের রেসিপির কথা মনে পড়ল। আপনাদের পিটুনিয়া দেখতে অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ!
ছোটবেলায় অনেক অপেক্ষার পর অধীর আগ্রহ নিয়ে দেখা কিছু নাটক যেমন জন্মভূমি, কোথাও কেউ নেই, বহুব্রীহি, তথাপি, রূপনগর, অয়ময়,বারো রকম মানুষ,, এগুলো দেখতে যেমন ভালো লাগতো, দেখে তৃপ্ত হতাম। ঠিক তেমনই আমি আপনাদের ভিডিও দেখে তৃপ্ত হই,অফুরন্ত ভালোবাসা প্রিয় ভাইয়া আপু❤️❤️❤️❤️❤️
বিলেত বিলাস দেখা মানে কতো কিছুই শেখার থাকে। কলার থোড় আমরা খুব খায়, কিন্তু পাতার ডান্ডার ভিতরের অংশ টা খাওয়া যায় জানতাম না। আলু ভাজি রেসিপির জন্যে শফিক ভাই কে সবাই অনেক দোয়া করবে, এমন জরুরী, মন, পেট শান্তি রাখতে এর জুড়ি মেলা ভার 👍👏👏👏🙏 সত্যি কুরবানি ঈদে মাংস খেতে খেতে.....😄 অনেক ধন্যবাদ তোমাদের, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই 🙏
দিদি 🥰💕ধন্যবাদ তোমাকে… আসলে মা খালারা কত কিছু জানতেন। আমরাও ছোটকালে কতকিছু দেখেছি খেয়েছি আমাদের পরের জেনারেশন বা তার পরের যারা এসব হয়তো কল্পলোকের গল্প ভাববে তাইনা। ভালো থেকো ঈদ কেনো যেনো আর আগের মত লাগেনা, বিশেষ করে করোনা হবার পরে কেমন যেনো লাগে। দেশে যাবার ইচ্ছা হয় তবে হয়তো এবার যাবো ডিসেম্বরে যদি সব ঠিক থাকে ।
@@BelethBilash আসলে সব কিছুই পাল্টে গেছে, তোমাদের মতো কিছু মানুষ ধরে রাখার চেষ্টা করে বোলেই, সেগুলো হারিয়ে যেতে পারে না। আমাদের মা, দিদিমা রা, যা জানতো, সেসব কিন্তু বিজ্ঞান সম্মত। তারা স্বশিক্ষিত ছিলেন। ছোট বেলা আমি ও অবহেলা করেছি, এখন তার মর্ম বুঝি। হ্যা আজ তীর্ণ বাবার খাওয়া দেখে খুব মজা পেলাম। প্রথমে একটু কেমন যেন, যেই ভালো লেগেছে আবার মুখে তুলেছে 😄😘😘😘 ভালো থেকো সবাই 🙏🌷 এবার দেশে গেলে সবাই যেও, তাহলে ভালো লাগবে।
আলহামদুলিল্লাহ ভালোবাসা এবং কৃতক্জ্ঞতা 💝মেয়ে সত্যি খুব একটা আসতে চায় না সামনে। আজকে TH-cam কমিউনিটিতে মেয়ের achievement নিয়ে পোস্ট দিয়েছি একটা দোয়া করবেন।
আস সালামু আলাইকুম। 🙂 আপনার ভ্লগ, আপনার রান্না বান্না আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করেন। এইভাবেই ভালো কাজ করে যান। আপনার ও আপনার পরিবারের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ্ , আমাদের সবাইকে সুস্থ রাখুক। ❤️❤️
Assalamualaikum warahmatullah barakatuhu Apu /Bhaiya. You guys are gifted n can read our mind perfectly. Allah Sopardey your whole families n lots of love.
Vai apnake Maa choto bela theke kajer shomoy kache rakhten tai apni kaje emon expert . Mayer doa.amar Maa ei Eid er shomoy jhura gosh diye shundor ekta ranna korten.Lobon Holud diye gosh jal diten.oi shomoy ta jal diye e rakhte hoto.khub kom jayga te freeze chilo.Eider 5/6 din por Maa gosh ta narikel dudh diye ranna korten ektu tetuler gola R ektu chini diye vuna korten makha makha jhol thakbe.ei ranna ta dekhaben Please.Ami Bangladesh er Bagerhat district theke.amader ekhane Onek rannate Coconut milk babohar hoy. Pest kore dei shak er modhdhe. Boro mach, Chingri mach o evabe ranna kori. Allah tala apnader ke nek hayat dan korun R shustho rakhun shei doa kori. Amader Jonno doa korben.
আজকের ভিডিও শুধু রান্নার রেসিপিতে অসাধারণ নয়, ঝিনুকের বুকে মুক্তো লুকিয়ে থাকার মত এতে আছে মূল্যবান সব কথা, অনুভূতি, তথ্য। বিশেষ করে মায়ের স্মৃতি, তাঁর সম্পর্কে যত কথা। আগের দিনের মায়েরা কি বেশির ভাগই এত সমৃদ্ধ ছিলেন? অবাক হয়ে আমি নিজের মায়ের কথাও ভাবছিলাম। সত্যিই ভাই, মায়ের মত কেউ কোথাও নেই। যাহোক আপনাদের পিটুনিয়ার ভুবন ভোলানো হাসি সারা দুনিয়াটাকে আলোময় করে তুলেছে, সন্দেহ নেই। আর আজকের রেসিপির নাম এ ধরাধামের আর কোথাও আছে বলে আমার মনে হয় না। ইনশাল্লাহ আসছে ঈদে ট্রাই করব।' ঈদের তৃতীয় দিনের রেসিপি '- স্বর্গীয় হবে, সন্দেহ নেই। আর ছোট্ট, মিষ্টি তীর্ণ বাবা ইংরেজি - বাংলা মিশিয়ে যেভাবে কথা বলে, সেজন্য তাকে অনেক আদর জানাচ্ছি, ওকে বলবেন প্লিজ।
শফিক আংকেল এর রান্না মানেই একটা আর্ট,আর উনি দক্ষ আর্টিস্ট...
হা হা হা 🤣🤣🤣🤣 মজা পেলাম তোমার কথা শুনে। তোমার আঙ্কেলকে বলবো এটা 😍😍😍
@@BelethBilash হুম🤭যখন অনেক রাতে বিরিয়ানীর ক্রেভিংস হয়, আংকেল এর করা কাচ্চির ভিডিও দেখে মনে মনে ক্রেভিংস মেটাই।কতবার যে সে ভিডিও দেখলাম হিসেব নেই🤭🤭
অনেকদিন পর শুনলাম কেউ গোস্ত বলল .... খুব ভালো লাগলো। ভিডিওতে তো সবাই সব সময় শুধু মাংসই বলে ।
ঠিক এই রান্না আমার আম্মা ও করতেন আমাদের জন্য আর এখন আমি করি আমার ছেলে মেয়ের জন্য ।
অসংখ্য ধন্যবাদ আপনাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য ...
আপনাকেও অসংখ্য ধন্যবাদ । ❤️
মাংস দিয়ে আলু ভাজি খাইনি। তবে এভাবে মাংস কেটে ন্যুডুস খেয়েছি। আমাদের এলাকায় (নওগাঁ) আইটা দিয়ে ভুড়ি রান্না করে তেল কমানোর জন্য। আইটা না পেলে আলু দেয়।
রান্না মাংসের আরও একটা রেসিপি আমি করতাম। এটা কোরবানি ইদের না। আমি যখন হোস্টেলে থাকতাম তখন বাসা থেকে অনেক খাবার রান্না করে নিয়ে যেতাম। ফ্রিজে রাখা অনেক দিনের রান্না মাংস অনেক সময় খেতে মন চাইত না। তখন সেই মাংস ছোট ছোট করে কেটে অনেক পিয়াজ, কাঁচা মরিচ আর অন্যসব মসলা দিয়ে আবার কসায়ে রান্না করতাম। অনেক মজা লাগত। এটা আমার রুমমেটের কাছ থেকে শিখিছিলাম। শফিক ভাইয়ের রান্না দেখে অনেক দিন পর সেই মাংসের রেসিপির কথা মনে পড়ল।
আপনাদের পিটুনিয়া দেখতে অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ!
আপনাদের রেসিপি গুলো খুবই ভালো লাগে দেখতে.
Mustard oil kun brand ar valo uk ta plz janaban.
মাশাল্লাহ্! আপা ভাইয়া কোরবানির মাংসের সাথে আলু ভাজিটা দারুণ হয়েছে। জীবে জল চলে আসছে। 😋😋
Alhamdulillah thank you so much dear apa 🥰
Very nice yummy yummy recipe dear sister 🥰❤️ beautiful Vlog thanks for sharing dear
ছোটবেলায় অনেক অপেক্ষার পর অধীর আগ্রহ নিয়ে দেখা কিছু নাটক যেমন জন্মভূমি, কোথাও কেউ নেই, বহুব্রীহি, তথাপি, রূপনগর, অয়ময়,বারো রকম মানুষ,, এগুলো দেখতে যেমন ভালো লাগতো, দেখে তৃপ্ত হতাম। ঠিক তেমনই আমি আপনাদের ভিডিও দেখে তৃপ্ত হই,অফুরন্ত ভালোবাসা প্রিয় ভাইয়া আপু❤️❤️❤️❤️❤️
Salaam sis & vaijan.wonderful Aloo vaji.i am sure we are going to cook third day of Eid this recipe.Thank you for sharing this vaji.Eid Mubarak.
ইনশা আল্লাহ আপু , দোয়া করবেন । 💕Eid Mubarak
বিলেত বিলাস দেখা মানে কতো কিছুই শেখার থাকে। কলার থোড় আমরা খুব খায়, কিন্তু পাতার ডান্ডার ভিতরের অংশ টা খাওয়া যায় জানতাম না। আলু ভাজি রেসিপির জন্যে শফিক ভাই কে সবাই অনেক দোয়া করবে, এমন জরুরী, মন, পেট শান্তি রাখতে এর জুড়ি মেলা ভার 👍👏👏👏🙏 সত্যি কুরবানি ঈদে মাংস খেতে খেতে.....😄 অনেক ধন্যবাদ তোমাদের, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই 🙏
দিদি 🥰💕ধন্যবাদ তোমাকে… আসলে মা খালারা কত কিছু জানতেন। আমরাও ছোটকালে কতকিছু দেখেছি খেয়েছি আমাদের পরের জেনারেশন বা তার পরের যারা এসব হয়তো কল্পলোকের গল্প ভাববে তাইনা। ভালো থেকো ঈদ কেনো যেনো আর আগের মত লাগেনা, বিশেষ করে করোনা হবার পরে কেমন যেনো লাগে। দেশে যাবার ইচ্ছা হয় তবে হয়তো এবার যাবো ডিসেম্বরে যদি সব ঠিক থাকে ।
@@BelethBilash আসলে সব কিছুই পাল্টে গেছে, তোমাদের মতো কিছু মানুষ ধরে রাখার চেষ্টা করে বোলেই, সেগুলো হারিয়ে যেতে পারে না। আমাদের মা, দিদিমা রা, যা জানতো, সেসব কিন্তু বিজ্ঞান সম্মত। তারা স্বশিক্ষিত ছিলেন। ছোট বেলা আমি ও অবহেলা করেছি, এখন তার মর্ম বুঝি। হ্যা আজ তীর্ণ বাবার খাওয়া দেখে খুব মজা পেলাম। প্রথমে একটু কেমন যেন, যেই ভালো লেগেছে আবার মুখে তুলেছে 😄😘😘😘 ভালো থেকো সবাই 🙏🌷 এবার দেশে গেলে সবাই যেও, তাহলে ভালো লাগবে।
@@sikhadas8300 সত্যি তখন খেয়াল দেইনি অনেক কিছুরই। তীর্ণর খাবার নিয়েই যন্ত্রনা মন মত না হলে কিছুতেই তাকে খাওয়ানো যায়না দিদি😢
@@BelethBilash 😄Tirno বাবা 😘😘😘 ছোটো না, ওমন তো করবেই। ভালো থেকো। ঈদ মোবারক 🙏🌹
Porotar recipe ta chai
awesome cooking my son will love your aloo bhaji and porota.i always watch your video. I try to learn .god bless .
Thank you so much brother and lots of Love & Dua's for your son. Always stay blessed. ❤️💚🧡💜💙💛🤍❣️
কি বলবো বুঝতে পারছি না, এত সুন্দর আর গুছিয়ে রান্না করেন ।
এই বাজিটা যে কারো ভাল লাগবে ।
বাগানটাতো কি বলবো, কাছে থাকলে দেখতে আসতাম ।
বেশি বেশি বাগান দেখাবেন। এত্তো সুন্দর ! মাশাল্লাহ। দূজন ভালো মানুষ, দুজন শান্তিপ্রিয় মানুষ, গুমি যুগোলদ্বয়,অসাধারণ বাগান বিলাসি।
সৃস্টকর্তার মহানুভবতায় নিজ হাতে জুড়ি বানিয়েছেন। হ্যাঁ সব্বাইকে তিঁনি বানিয়েছেন বটে,সব্বাই তেমনটা গোছানো নয়।এখানেই পার্থক্যটা।
আপনাদের থেকে আমাদের শেখার আছে অনেক কিছুই। দোয়া রইলো।আমাদের জন্যও দোয়া করবেন।
আপু বড় মেয়েটাকে দেখিনি। যদি ক্যামেরার সামনে আসত আপত্তি থাকে তাহলে দরকার নেই। ধন্যবাদ।।
আলহামদুলিল্লাহ ভালোবাসা এবং কৃতক্জ্ঞতা 💝মেয়ে সত্যি খুব একটা আসতে চায় না সামনে। আজকে TH-cam কমিউনিটিতে মেয়ের achievement নিয়ে পোস্ট দিয়েছি একটা দোয়া করবেন।
আস সালামু আলাইকুম। 🙂
আপনার ভ্লগ, আপনার রান্না বান্না আমার কাছে অনেক ভালো লাগে।
আপনি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করেন।
এইভাবেই ভালো কাজ করে যান।
আপনার ও আপনার পরিবারের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।
আল্লাহ্ , আমাদের সবাইকে সুস্থ রাখুক। ❤️❤️
সালাম আপু , খুব ভালো লাগে আপনার কমেন্ট পেলে 🫶💗❤️ ঈদের আগাম শুভেচ্ছা।
আমি আলু ভাজার ভিডিও দেখেছি আর সেই ভাবে রান্না করেছি।মজা হয়েছিল।
Alhamdulillah thank you so much for the feedback apu 💕
অসাধারণ রেসিপি টা মাশাল্লাহ অনেক ভালো লাগলো ভাইয়া🥰❤️❣️❤️
Thank you so much 😊
Thanks a lot vaia & Apu!
Take love from Australia 🇦🇺 💕
Ish ! Ki shundor garden 💕😍 Iccha kora apnr bashai ghura ashi 😉 Mashallah
এতো সুন্দর ফুল ফুটেছে, একদিন বাগানের ভিডিও দিও তো, প্লিজ 🙏
হ্যা এখনো গোছানো হয়ে উঠছে না ঠিকমত। তার মধ্যে ক্যাম্পিং করে খুব অসুস্থ হয়ে পড়েছি ঠান্ডা জ্বরে। দোয়া করো। 💝💕
@@BelethBilash আগে ভালো থাকো, সুস্থ হও, তারপর ও সব হবে। এমনি তো দেখি, রান্নার ফাঁকে 🤗🙏
আমার গরুর মা;স অনেক ভালো লাগে। 🤗🤗🤗🤗
Ei rokom porotar recipe share korar onurod roilo
আপু পরোটার রেসিপির পুংখানুপুঙ্খু বিষয় নিয়ে আজই ভিডিও আপলোড দিয়েছি সময় পেলে দেখে নিতে পারেন। আপনার অনুরধের জন্য ধন্যবাদ ❤️💚🧡💜💙💛🤍❣️
দারুণ 😋😋দারুণ
Bya apnader porotar recipe cai....pls porota ta kivabe banalen bolen bya
ধন্যবাদ আপু 💗 দিবো ইনশা আল্লাহ
Assalamualikum apu and bhai nice recipe thanks for sharing looks yummy 🤤
Thanks dear for watching 💜💞
Beautiful garden n all recipes also......
Thanks a lot Apu
Thank you apu baiya kub e mojadar recipe InshaAllah try korbo😍Eid Mubarak
Thank you Eid Mubarak
রেসিপি টা অনেক সুন্দর এবং পুরো ভিডিও টি অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ❤️
Assalamualaikum warahmatullah barakatuhu Apu /Bhaiya. You guys are gifted n can read our mind perfectly. Allah Sopardey your whole families n lots of love.
Ameen thank you so much 😊
Assalamualaikum aunty. Wow perfect mojadar recipe 🥰🥰🥰🥰
Walaikum Salam 🫶Thank you so much
বড়ো পন্ডিত ভাই। ধন্যবাদ।
Nice recipe viya..From Bangladesh 🇧🇩
Yes it was really super mouth watering delicious 🤤
Amazing
নতুন একটা রেসিপি শিখলাম। 😋
এবার এটা একবার ট্রাই করবো, মজা হবে বোঝা যাচ্ছে।।
খুব ভালো লাগলো। ধন্যবাদ।
ধন্যবাদ নিরন্তর
দারুন হয়েছে আলুভাজি টা,ধন্যবাদ ভাইয়া,
ধন্যবাদ আপু 💗
মাশাল্লাহ খুব দারুন রেসিপি খুব ভালো লাগলো .....😊
Alhamdulillah Apu, Eid Mubarak
Eid Mubark 😊 Shobaike
আপু অসাধারণ রানা সব অসাধারণ 👌👌📌🥰
আপনাদের সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল ঈদ মোবারক 💓💓💓💓💓💓💓💓🌟🌟🌟🌟✨✨✨⭐⭐🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌟⭐⭐✨✨✨🌙🌟🌟⭐🌟🌟🌙🌙🌙🌟🌟🌟🌟
Eid Mubarak অনেক ধন্যবাদ আপনাকে
Nice recipe
আপনাদের ও জানাই ঈদ মোবারক
অনেক সুন্দর
আসলেই অসাধারণ হয়েছে 👌
ধন্যবাদ আপনাকে 💝
Good idea 💝
Vai apnake Maa choto bela theke kajer shomoy kache rakhten tai apni kaje emon expert . Mayer doa.amar Maa ei Eid er shomoy jhura gosh diye shundor ekta ranna korten.Lobon Holud diye gosh jal diten.oi shomoy ta jal diye e rakhte hoto.khub kom jayga te freeze chilo.Eider 5/6 din por Maa gosh ta narikel dudh diye ranna korten ektu tetuler gola R ektu chini diye vuna korten makha makha jhol thakbe.ei ranna ta dekhaben Please.Ami Bangladesh er Bagerhat district theke.amader ekhane Onek rannate Coconut milk babohar hoy. Pest kore dei shak er modhdhe. Boro mach, Chingri mach o evabe ranna kori. Allah tala apnader ke nek hayat dan korun R shustho rakhun shei doa kori. Amader Jonno doa korben.
Vaia Salam niben.vaia laccha porotar recipe dila kob kosi hbo.
ভাই ওয়া আলাইকুম সালাম পরোটার রেসিপির পুংখানুপুঙ্খু বিষয় নিয়ে আজই ভিডিও আপলোড দিয়েছি সময় পেলে দেখে নিতে পারেন। আপনার অনুরধের জন্য ধন্যবাদ ❤️💚🧡💜💙💛🤍❣️
Looks delicious 😊
Thank you so much 😊
ব্যস্ততার কারনে অনেক দিন পর দেশি ভাইয়ের ভিডিও দেখলাম 🥰
ধন্যবাদ বোন কোন সমস্যা নাই, আমাদেরও মাঝে অনেকদিন ব্যাস্ততার কারনে ভিডিও দেয়া হয়নি 😰
Kire vai?ekhn ami emon mangsho kothay pabo?amr to aluvaji dekhei khete mon chaiche😭jai....Pete balish chapa diye shue thaki
😄
Yummy food recipes
💖💖😋😋😋
অসংখ্য ধন্যবাদ আপু ❤️😍
আংকেল আপনার দেশের বাড়ি কি বগুড়াতে,আমার বাড়িও বগুড়া
জ্বী বগুড়াতে 💗
আমি ফুল গুলোই দেখেছি শুধু কি আর রান্না দেখবো।
Lovely
Thanks dear
Nice
Thank you so much dear
ঝুড়া মাংস দিয়ে এইরকম আলু ভাজি করি আমরা
তাই 💝💕খুবই মজার
অরে লোভনিয় খাওয়া 🤩🤩🤩
Alhamdulillah thank you so much dear
wow.sooooo yummy !!!
Super tasty 😋😋😋😋
Delicious😻
ধন্যবাদ ❤️
Yummy
Apu 😋😋😋😍😍😍
আপনারা কি commercial হয়ে গেলেনম? ১৯ মিনিট ধরে শুধু একটা আলুভাজি? সাথে লাচ্চারুটি কি দেখানো যেতনা?
Baiya bondu kore nilam,asha kori bontir choto ei channel k.support diben☺️
ধন্যবাদ নিরন্তর
Porota tar racipe chai bhaia...
Insha Allah apu