দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ উৎসব শুরু হলো মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা😊 | Katyayani Durga Puja 2024.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ উৎসব শুরু হলো মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা 🥰 | Katyayani Durga Puja 2024 | ‪@provashroy008‬
    search enquiry
    durga puja
    maa katyayani
    katyayani mantra
    katyayani mata ki aarti
    durga maa
    katyayani mata katha
    maa katyayani mantra
    maa katyayani status
    durga
    katyayani
    durga puja song
    durga puja 2022
    #maa katyayani
    katyayani mata
    devi katyayani
    durga mantra
    maa katyayani aarti
    maa katyayani story
    katyayini (deity)
    durga gayatri mantra
    maa katyayani ki aarti
    katyayani devi mantra
    katyayani mata status
    katyayani mata ki katha
    katyayani mata ki kahani
    katyayani puja magura
    কাত্যায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ। তিনি নবদুর্গা নামে পরিচিত দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ। নবরাত্রি উৎসবের সময় তার পূজা প্রচলিত। শাক্তধর্ম মতে, তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধদেবী রূপে পূজিতা।
    কাত্যায়নী পূজা উপলক্ষে প্রতিবছর লাখো মানুষের ঢল নামে মাগুরায়। এ জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবের ঐতিহ্য প্রায় শত বছরের পুরনো।
    মাগুরা জেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্র জানিয়েছে, এ বছর মাগুরা পৌর এলাকায় ১৮টি, সদর উপজেলায় ৩২টি, শ্রীপুরে ১০টি, মহম্মদপুরে ১১টি ও শালিখায় ২৫টি মিলিয়ে জেলায় মোট ৯৬টি মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় সরজমিন ঘুরে দেখা যায়, এবার আবহাওয়া ও পরিবেশ ভালো থাকায় বিভিন্ন মণ্ডপে প্রতিমাগুলো আকর্ষণীয় রঙে ফুটিয়ে তোলা হয়েছে।
    করোনার আগ্রাসনের পর এবার পরিবেশ ভালো থাকায় শহরের প্রতিটি কাত্যায়নী মণ্ডপকে সাজানো হয়েছে আকর্ষণীয় সাজে। মণ্ডপ প্রাঙ্গণের সামনে থাকছে দৃষ্টিনন্দন তোরণ ও আলোকসজ্জা। তৈরি হয়েছে বিশাল বিশাল প্রবেশ দ্বার। সন্ধ্যা থেকে শুরু হয়ে প্রতিটি প্যান্ডেলে আলোকসজ্জা চলবে রাতভর। পূজা প্যান্ডেলের এই আকর্ষণীয় আলোকসজ্জা দেখতে ইতিমধ্যেই মাগুরায় আসতে শুরু করেছেন দেশি-বিদেশি ভক্ত দর্শকরা। এ পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপ এলাকায় বসে মেলা।
    যা চলবে পুরো মাসজুড়ে। নিজনান্দুয়ালী গ্রামের নিতাই গৌর গোপাল সেবাশ্রমের পূজা বিষয়ক সম্পাদক তরুণ ভৌমিক জানান, এবারের আয়োজন ভালো। পূজার উৎসবকে আরও সুন্দর ও সৌন্দর্যবর্ধন করতে মণ্ডপে ব্যাপক আলোকসজ্জা ও বাইরে থেকে মিউজিক সিস্টেম এর ব্যবস্থা থাকছে।
    শহরের দরি মাগুরা এলাকার ছানা বাবুর বটতলা পূজা মণ্ডপের প্রতিমা শিল্পী উজ্জ্বল কুমার গুরু জানালেন, এবার পরিবেশ ভালো থাকায় কাত্যায়নী মা’কে নতুন রঙে রাঙানো হচ্ছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি কাত্যায়নীকে নতুন রূপে সাজাবার। অন্যবারের তুলনায় এবার আরও আধুনিকতার ছোঁয়া এসেছে কাত্যায়নী পূজায়।
    দরি মাগুরা সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক বিকাশ সাহা বলেন, ‘কাত্যায়নী পূজা মাগুরা জেলার শত বছরের ঐতিহ্য। প্রতিবছর এ উৎসব উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখো মানুষের ঢল নামে। আমরা এবার আশা রাখছি পরিবেশ ভালো থাকায় অন্যবারের তুলনায় এবার আরও মানুষের ঢল নামবে। পাঁচদিনব্যাপী এ উৎসবকে ঘিরে বাড়তি নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনসার ও আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করবে। পূজাকে কেন্দ্র করে মাসব্যাপী চলবে গ্রামীণ মেলা। জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাসুদেব কুণ্ডু জানান, এবার আবহাওয়া ও পরিবেশ ভালো থাকায় আমরা নির্দিষ্ট সময়ে পূজা শুরু করতে পারবো বলে আশা রাখছি। রোববার থেকে এ পূজা শুরু হয়ে চলবে আগামী ৩রা নভেম্বর পর্যন্ত। এ উৎসবে মাগুরার পার্শ্ববর্তী জেলা ফরিদপুর, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মিলিত হয়। বাংলাদেশের বাইরে ভারতসহ অন্যান্য দেশের মানুষও এ উৎসবে আসে তাই আমাদের প্রশাসনের থেকে নিরাপত্তার কাজও বেড়ে যায়। পূজা চলাকালীন সময়ে স্বেচ্ছাসেবক, আনসার, পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করবে। পূজার পাশাপাশি কিছুদিন চলবে মেলা। মাগুরা জেলা পুলিশ সুপার মো. মশিউদৌলা রেজা বলেন, ‘প্রতিবারের মতো মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের টহল থাকবে। পূজা চলাকালীন সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ, ডিবি ও বিশেষ ফোর্স কাজ করবে। এ পূজায় প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি কাজ করবে আনসার সদস্যরা।
    New youtube trending video 🥶 #4k #love #music #dance #musicsong #bollywood #reels #new #viral #song
    #amazing #art #anime #bgmi #blackpink #baby #beautiful #comedy #cute #cat #cricket #cooking #drawing #edit #explore #entertainment #funny #freefire #fyp #foryou #funnyvideo #fypシ #gaming #hindi #india #instagram #indian #jokes #kpop #keşfet #like #live #livestream #minecraft #news #nature #newstatus #omletarcade #online #op #pubgmobile #pubg #pakistan #quotes #roblox #raistar #shorts #subscribe #amazing #shortvideo #status #trending #tiktok #trendingshorts #travel #tranding #whatsappstatus #whatsapp #workout #world #xbox #youtubeshorts #youtube #ytshorts #youtuber #youtubeshort #ytshort #zodiac

ความคิดเห็น •