মাশাআল্লাহ্। যখনই ওস্তাদ নোমান আলি খান এর লেকচারগুলো শুনি ইচ্ছে করে আইন করে হলেও সবাইকে যদি শোনাতে পারতাম!!!আহা কী মহার্ঘ পরশমনি থেকে তারা বঞ্চিত তা যদি তারা জানত!! আল্লাহ্ ওস্তাদের দ্বীনের জন্য এই সেবা কবুল করুন। তাঁকে এবং তাঁর পরিবারের সবাইকে নেক হায়াত নসিব করুন আমিন। সেই সাথে যে ভাই ডাবিং করছেন তার জন্যও অবিরাম দোয়া রইল। এত মানসম্মত ডাবিং আমি খুব কম শুনেছি। সম্ভবত আমার মতই অন্য শ্রোতারাও একমত হবেন।নোমান আলি খানের ডাই হার্ট ভক্ত হিসেবে তাঁর উর্দু ইংরেজি লেকচার নিয়মিতই শোনা হয়। কিন্তু মূলভাবের সাথে বাংলা ডাবিংয়ে এতটুকু বিচ্যুতি কখনই মনে হয়নি। এমনকি ওস্তাদের দারুন সেন্স অব হিউমারকেও ডাবিংয়ে যথাযথ ফুটিয়ে তুলতে পেরেছেন! যা কিনা প্রায় দুঃসাধ্য একটি কাজ!ভাই আমার ক্ষমতা থাকলে জাতীয় পুরস্কারে আপনাকে সম্মানীত করতাম। দোয়া করি আল্লাহ্ আপনার এবং আপনার পরিবারের সবাইকে ইহ ও পরকালের সর্বাঙ্গীণ সফলতা দান করুন আমিন।
আমার মতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর উপায় ইসলামের দাওয়াত দিচ্ছেন আপনি ভুলেও কখনো ডাবিং বন্ধ করিয়েন না আমি খুব ব্যস্ত আমি নিয়ত করেছি যখন ফ্রি হবো আপনার সমস্ত লেকচার গুলো শুনব এত সুন্দর ভাবে ডাবিং কিভাবে করা সম্ভব নিখুঁত
আমি বুঝি না ইসলামিক বক্তব্য গুলো এতো কম ভিউ হয়,,,,,,,,,এতো সুন্দর আলোচনা আমার তো সারাদিন শুনতে মনচায় । নটিফিকেশন আশা মাত্র ই শুনতে থাকি তারপর আবার এভাবেই আমি অবসর সময় একাকীত্ব সময় পার করি ,,,,,,,আমি দোয়া করি যারা নোমান আলী খানের এই বক্তব্য গুলো শুনেন সকল কে আল্লাহ তা'লা অন্তর থেকে শুনা ও মানার তৌফিক দান করুক।--- আমিন---
সুবহানাল্লাহ। কুরআনের উপর এতো জ্ঞান লাভ করেছেন ড, নোমান আলী খান। তার নিকট থেকে এসব তথ্য জানতে পেরে আমি ভাগ্যবান। আল্লাহ কে অশেষ শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ নোমান আলী খান কে দীর্ঘ আয়ু দান করুন।
আলহামদুলিল্লাহ ,কি বলবো ভাষা খুজে পাচ্ছি না। অনন্যসাধারণ তাও কম হয়ে যাবে । আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা দিনের জন্য আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ জনাব নোমান আলী সাহেবকে নেক হায়াত দান করুন । তাঁর উদ্যোগকে সারাবিশ্বে ছড়িয়ে দিন । কুরআন বুঝা এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। কুরআনের নুরকে সকলের অন্তরে আলোকিত করুন। পরকালের নাজাতের ও ইহকালের মুক্তিতে আমাদের কামিয়াব করুন, আমিন আমিন।
আমি অনেক বছর ধরে নোমান আলি খানকে ফলো করি। এই ডাবিং শুনে মনে হচ্ছে উনি নিজেই কথা বলছেন। কি আশ্চর্য! এত ভাল ডাবিং। আমি মুগ্ধ। আল্লাহ আপনাকে পুরস্কার দিক। আমিন।
মহৎ আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দরতম আলোচনা গুলো শোনার প্রবল ইচ্ছা, ভাললাগা ও তৌফিক দান করুণ।আর মহান আলোচনাকারী ও তা প্রকাশের সাথে জড়িত সকলকে নেক হায়াত ও খাস রহমত দান করুণ,আর অবশ্যই যিনি ভাষান্তর করেছেন উনাকেও।
অসংখ্য দোয়া ও ভালোবাসা উস্তাদ ও তার পরিবারের জন্য এবং যারা আমাদের কে এতো নিখুঁত ভাবে ডাবিং করে বুঝতে সাহায্য করেছেন আল্লাহ্ সবাইকে ইসলামের জন্য কবুল করেন আমীন
Mashaallah প্রিয় ভাইকে অনেক ধন্যবাদ ইসলামের দাওয়াত মানুষের মাঝে পোছে দেবার জন্য , ক্ষুদ্র এই জীবনে ব্যাস্ততার মাঝে থেকে ও লেকচার গুলো শুনলে হৃদয়ে প্রশান্তি নেমে আসে alhamdulillah
যখনই উস্তাদের আলোচনা শুনি নিজেকে নিয়ে গর্ববোধ করি এতো সুন্দর করে একটা মানুষ কীভাবে বলতে পারে সুবহানাল্লাহ কৃতজ্ঞতা জানাই ওই মহান আল্লাহর যিনি আমাকে মুসলিম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ।🤗
সুবহানাল্লাহ! অসাধারণ এক আলোচনা শুনলাম। আল্লাহ উস্তাদকে এমন জ্ঞান দিয়েছেন যা অনেককে দেননি। অসংখ্য ধন্যবাদ নেকবাংলাকে এমন সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। জাজাকাল্লাহ
অসাধারণ সহজ ও সলর উপস্থাপনা, যাতে সাধারণ মানুষকে আকৃষ্ট করে। আমি বাংলা ডাভিং যিনি করছেন তার দারুন দক্ষতা অনুধাবন করি। আমার কাছে এমন কুরআর ব্যাখ্যা এই প্রথম মনে হয়। সবাইকে নেক হায়াত দান করুন। আসলে এটাই মু জেজা।
সেইম ফিলিং.....আহা যদি সবাই ; বিশেষ করে প্রিয়জনেরা কে যদি শোনাতে পারতাম.... হুব হু ! এমনকি নোমান আলি খান যে স্টাইলে ইংলিশ এ কথা বলেন, আমাদের বাঙালী Brother কি সুন্দর নিখুঁত ভাবে বর্ননা করেছেন আলহামদুলিল্লাহ!! আল্লাহ আপনাকে আর আপনাদের পরিবারের সমস্ত নেক আমল কবুল করুন আমীন!
নাক বাংলার প্রতি আমি কৃতজ্ঞ , আপনাদের ডাবিং এর মত কারো ডাবিং এত স্পষ্ট এবং সুন্দর না , আপনাদের ডাবিংয়ের অপেক্ষায় থাকি , নোমান আলী খানের প্রত্যেকটা লেকচার আপনদের থেকে আশা করি , আপনারা প্রত্যেকটা লেকচার ডাবিং করবেন আশা রাখছি,, আল্লাহ আপনাদের সাহায্য করুক, আমিন।
আমি জানি না, দেখতে দেখতে উস্তাদ নোমান আলী খানকে কেন এতো বেশি ভালোবেসে ফেললাম! তার লেকচারগুলো না শুনলে কি যেন একটা গ্যাপ থেকে যায়। আমি বিশ্বাস করি একমাত্র আল্লাহ তায়ালার সরাসরি সাহায্য ছাড়া এত অসাধারণ আলোচনা কেউ করতে পারে না। আল্লাহ তায়ালা কবুল করুক।
সত্যিই আমি কেনো ভিডিওর নিচে কমেন্ট করি না,কিন্ত এত সুন্দরভাবে উপস্থাপন করেন আপনি। আপনাকে ধন্যবাদ না দিয়ে আর থাকতে পারলাম না। মাশাআল্লাহ মানুষ কিভাবে এত দরদমাখা কন্ঠে নিখুঁত ভাবে ডাবিং করেতে পারে? আল্লাহ আপনার নেক হায়াত দিন।দয়া করে কখনও ডাবিং বন্ধ করবেন না।
ভিউ লাইক কম বলে থেমে যাবেন না। মনে রাখবেন ভালো কাজে আপনাকে উৎসাহ দেওয়ার লোক কম পাবেন। আল্লাহ সবাইকে এই সুযোগ দিবেন না। অতএব এগিয়ে যান আল্লাহর দয়া ও ভালোবাসা নিয়ে।আমরা আছি আপনার পাশে।এই ডাবিং ভিডিও গুলো আমাদের অনেক প্রয়োজন।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। বর্তমানে বাংলাদেশের আলেম-ওলামাদের মধ্যেযেভাবে কাদা ছোড়াছুড়ি হচ্ছে তাতে করে একদিন বাংলাদেশের জনগণ আলেমদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। শুধু আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনার এই চ্যানেলটি আপনি জারি রাখবেন সবসময়ের জন্য।
আমার ভালবাসার একটা চ্যানেল, সব সময় অপেক্ষায় থাকি কখন নতুন কোন ভিডিও পাবো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের এবং আপনাদের সৎ কাজগুলো কবুল করুন আমীন
- কেউ অশ্লীল গান শুনে তৃপ্তিবোধ করে,আর কেউ তিলাওয়াত শুনে তৃপ্তিবোধ করে!❤️🌼 - পার্থক্য শুধু একটিই একজন প্রভুর নাফরমানিতে ব্যস্ত আরেকজন প্রভুর সন্তুষ্টিতে ব্যস্ত!🖤🌺
অপেক্ষায় আছি প্রিয় শায়েখের দেয়া কথা অনুযায়ী কোরান শেখারন জন্য। যা আজও জানিনা। কিন্তু সহজ পদ্বতি তে শেখাবেন আশা করি। যাতে আমার মতো বোকা লোকটিও এই বয়সে আল কুরচন সহি শুদ্ধ ভাবে পড়তে পারবো। শায়েখের প্রতি মহান রব সদয় হউন দীর্ঘজীবি করুন। উনার সদিচ্ছা যেন বিশ্ব মাঝে ছড়িয়ে পড়ে। মানুষ হবে মুমিন মুসলমান। শায়খের কোন এ্যাপস যদি এরকম থাকে তা যেন শেয়ার করা হয়।প্রিয় শায়েখকে অন্তর থেকে দোয়া করছি।
আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি প্রচন্ড ভাগ্যবান একজন মানুষ যার কারনে আমি নোমান আলী খানের এই লেকচার গুলো শুনতে পেয়েছি আর তার জন্য আরো একবার আলহামদুলিল্লাহ যিনি ডাবিং করেছেন অন্তর থেকে তার জন্য দোয়া এবং আল্লাহর কাছে তার জন্য সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করছি আল্লাহ তায়ালা তাদের মনের ইচ্ছা পূরণ করুক নোমান আলী খানের এবং ডাবিং কারীর
আসসালামু আলাইকুম।আমি আপনারপ্রতিটি কথার সাথে একমত ।কারন আপনার প্রতিটি কথা যুক্তিযুক্ত এবং বাস্তবসন্মত ।কুরান আমার জীবনের আলো ,কুরান ব্যতীত জীবন অন্ধকার।
ওস্তাদ নোমান আলী খান এর লেকচার যখন শুনি তখন মনে হয় আরবি ভাষা শিক্ষা করা বা শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করা জরুরী দুনিয়ার সকল এর জন্য। কারণ যেহেতু আমাদের সবাইকে কোরআন এর শিক্ষার মাধ্যমে অনান্তকালের জীবনের( ভালো / মন্দ) প্রাপ্তি গ্রহণ করতে হবে।
Please keep doing the good work. Without listening your dubbing of NAK I can’t sleep. It’s my nearly everyday routine. May Allah grant you reward for that.
মাশাআল্লাহ্। যখনই ওস্তাদ নোমান আলি খান এর লেকচারগুলো শুনি ইচ্ছে করে আইন করে হলেও সবাইকে যদি শোনাতে পারতাম!!!আহা কী মহার্ঘ পরশমনি থেকে তারা বঞ্চিত তা যদি তারা জানত!! আল্লাহ্ ওস্তাদের দ্বীনের জন্য এই সেবা কবুল করুন। তাঁকে এবং তাঁর পরিবারের সবাইকে নেক হায়াত নসিব করুন আমিন। সেই সাথে যে ভাই ডাবিং করছেন তার জন্যও অবিরাম দোয়া রইল। এত মানসম্মত ডাবিং আমি খুব কম শুনেছি। সম্ভবত আমার মতই অন্য শ্রোতারাও একমত হবেন।নোমান আলি খানের ডাই হার্ট ভক্ত হিসেবে তাঁর উর্দু ইংরেজি লেকচার নিয়মিতই শোনা হয়। কিন্তু মূলভাবের সাথে বাংলা ডাবিংয়ে এতটুকু বিচ্যুতি কখনই মনে হয়নি। এমনকি ওস্তাদের দারুন সেন্স অব হিউমারকেও ডাবিংয়ে যথাযথ ফুটিয়ে তুলতে পেরেছেন! যা কিনা প্রায় দুঃসাধ্য একটি কাজ!ভাই আমার ক্ষমতা থাকলে জাতীয় পুরস্কারে আপনাকে সম্মানীত করতাম। দোয়া করি আল্লাহ্ আপনার এবং আপনার পরিবারের সবাইকে ইহ ও পরকালের সর্বাঙ্গীণ সফলতা দান করুন আমিন।
Tzmz
Eiztzzm
Ji. Vi caliya jan
আমিন
জ্বী আপু, আপনার টেক্সট টাও মানসম্মত হয়েছে। আমার মনের কথাই বলেছেন। জাঝাকিল্লাহু খইরন্।
আমার মতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর উপায় ইসলামের দাওয়াত দিচ্ছেন আপনি ভুলেও কখনো ডাবিং বন্ধ করিয়েন না আমি খুব ব্যস্ত আমি নিয়ত করেছি যখন ফ্রি হবো আপনার সমস্ত লেকচার গুলো শুনব এত সুন্দর ভাবে ডাবিং কিভাবে করা সম্ভব নিখুঁত
❤️🫀❤️
Amaro kub valo lage ay lecture...zajakhallah vai
ঠিক
ঠিক
একদম ঠিক--- ❤️
মাশা'আল্লাহ্ ডাবিংকারীর দরদমাখা কন্ঠে এমন বক্তব্য সত্যিই অসাধারণ💕
আল্লাহু আকবার! এত চমৎকার ডাবিং!আল্লাহ ওস্তাদকে এবং ডাবিংকারী দুজনকেই বারাকাহ দান করুক।
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ!
অসংখ্য শুকরিয়া NAK In Bangla কে...
জাজাকাল্লাহ খাইরান!
এতো সুন্দর ডাবিং আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। মাশাআল্লাহ
আমি বুঝি না ইসলামিক বক্তব্য গুলো এতো কম ভিউ হয়,,,,,,,,,এতো সুন্দর আলোচনা আমার তো সারাদিন শুনতে মনচায় ।
নটিফিকেশন আশা মাত্র ই শুনতে থাকি তারপর আবার এভাবেই আমি অবসর সময় একাকীত্ব সময় পার করি ,,,,,,,আমি দোয়া করি যারা নোমান আলী খানের এই বক্তব্য গুলো শুনেন সকল কে আল্লাহ তা'লা অন্তর থেকে শুনা ও মানার তৌফিক দান করুক।---
আমিন---
Asolei tai bon atah dekhe amarw mon kharap hoy
Hmmm
Amin
Valo jinis tu r kew kaina,
শেয়ার করবেন ভাই চ্যানেল পরিচিত কম আস্তে আস্তে সব ঠিক হবে
সুবহানাল্লাহ। কুরআনের উপর এতো জ্ঞান লাভ করেছেন ড, নোমান আলী খান। তার নিকট থেকে এসব তথ্য জানতে পেরে আমি ভাগ্যবান। আল্লাহ কে অশেষ শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ নোমান আলী খান কে দীর্ঘ আয়ু দান করুন।
I’m crying Sister. !!! 💜💜💜Jazakallahu khoiron From Houston.
আলহামদুলিল্লাহ ,কি বলবো ভাষা খুজে পাচ্ছি না। অনন্যসাধারণ তাও কম হয়ে যাবে । আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা দিনের জন্য আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ জনাব নোমান আলী সাহেবকে নেক হায়াত দান করুন । তাঁর উদ্যোগকে সারাবিশ্বে ছড়িয়ে দিন । কুরআন বুঝা এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। কুরআনের নুরকে সকলের অন্তরে আলোকিত করুন। পরকালের নাজাতের ও ইহকালের মুক্তিতে আমাদের কামিয়াব করুন, আমিন আমিন।
উস্তাদ নুমান আলী ও ডাবিং করা ভাইকে আল্লাহ ঊত্তম প্রতিদান দিক ।দীঘায়ূ নসীব করূক🤲🤲🤲💚💚💚
আমীন।
অসাধারণ আলোচনা আল্লাহ তায়া’লা উস্তাদ কে নেক হায়াত দান করুন।
আমি অনেক বছর ধরে নোমান আলি খানকে ফলো করি। এই ডাবিং শুনে মনে হচ্ছে উনি নিজেই কথা বলছেন। কি আশ্চর্য! এত ভাল ডাবিং। আমি মুগ্ধ। আল্লাহ আপনাকে পুরস্কার দিক। আমিন।
সত্যি অসাধারণ বাংলা ডাবিং
Amin! ''
সম্ভবত সেরাদের সেরা ডাবিং, মা-শা-আল্লাহ।
আমিন
আসলেই এতো চমক্কার শব্দ চয়ন। মাশাআল্লাহ
আল্লাহ কতো বড় মহান -কতো সুন্দর কথা গুলো ভুজিয়ে বলেন ভাই -নোমান আলী স্যার আল্লাহ নেক হায়াত দান করেন যনো আমিন আল্লাহ
মহৎ আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দরতম আলোচনা গুলো শোনার প্রবল ইচ্ছা, ভাললাগা ও তৌফিক দান করুণ।আর মহান আলোচনাকারী ও তা প্রকাশের সাথে জড়িত সকলকে নেক হায়াত ও খাস রহমত দান করুণ,আর অবশ্যই যিনি ভাষান্তর করেছেন উনাকেও।
অসংখ্য দোয়া ও ভালোবাসা উস্তাদ ও তার পরিবারের জন্য
এবং যারা আমাদের কে এতো নিখুঁত ভাবে ডাবিং করে বুঝতে সাহায্য করেছেন
আল্লাহ্ সবাইকে ইসলামের জন্য কবুল করেন আমীন
এই পর্যন্ত দুইতিন বার শুনে ফেলছি, কিন্তু যতবারই শুনি ততবারই নতুন মনে হয়। মাশাআল্লাহ এককথায় অসাধারণ। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমিন।
❤️❤️❤️
সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন।
Mashaallah প্রিয় ভাইকে অনেক ধন্যবাদ ইসলামের দাওয়াত মানুষের মাঝে পোছে দেবার জন্য , ক্ষুদ্র এই জীবনে ব্যাস্ততার মাঝে থেকে ও লেকচার গুলো শুনলে হৃদয়ে প্রশান্তি নেমে আসে alhamdulillah
Nouman Ali Khan যখন কথা বলেন, তখন তার মুখ থেকে যেন মুক্তা ঝরে
সেরা টপিক
সেরা বক্তা
সেরা ডাবিং
Zazakallah
মাশাআল্লাহ ভাই।
আপনার জন্য উস্তাদ নোমান আলি খানের অনেক সুন্দর সুন্দর নসিহা পেয়েছি আলহামদুলিল্লাহ।
যখনই উস্তাদের আলোচনা শুনি নিজেকে নিয়ে গর্ববোধ করি
এতো সুন্দর করে একটা মানুষ কীভাবে বলতে পারে সুবহানাল্লাহ
কৃতজ্ঞতা জানাই ওই মহান আল্লাহর যিনি আমাকে মুসলিম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ।🤗
ভাই ডাবিং বাদ দিয়েন না আপনার কনঠ র মতো এতো সুনদর কন্ঠ আমি জিবনে শুনিনী
Hmm vai
😍
হুম।
সুবহানাল্লাহ! অসাধারণ এক আলোচনা শুনলাম। আল্লাহ উস্তাদকে এমন জ্ঞান দিয়েছেন যা অনেককে দেননি। অসংখ্য ধন্যবাদ নেকবাংলাকে এমন সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। জাজাকাল্লাহ
.
অসাধারণ সহজ ও সলর উপস্থাপনা, যাতে সাধারণ মানুষকে আকৃষ্ট করে।
আমি বাংলা ডাভিং যিনি করছেন তার দারুন দক্ষতা অনুধাবন করি।
আমার কাছে এমন কুরআর ব্যাখ্যা এই প্রথম মনে হয়।
সবাইকে নেক হায়াত দান করুন।
আসলে এটাই মু জেজা।
সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতো শুনি ততোই মুগ্ধ হোই আল্লাহ আকবর হুজুরের নেক হায়াত দান করুন আমীন
অসাধারণ ডাবিংয়ের মাধ্যমে বাংলা ভাষাভাষীদের মাঝে যারা ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে তাদেরকে মহান আল্লাহ কবুল করুন।
আল্লাহ কাছে দোয়া করি যারা নুমান আলির লেকচার ডাবিং করছে তাদের নেক হায়াত বৃদ্ধি করে দেন যাতে নুমান আলির সব গুলো লেকচার ডাবিং করতে পারে
ওস্তাদ নোমান আলী খান ও ডাবিং করে অনুবাদ করে আমাদের বরাবর পৌছে দেওয়া প্রিয় দ্বীনি ভাইদের আল্লাহ রাব্বুল আলামীন নেক হায়াত দান করুন।
যিনি এত সুন্দর করে ডাবিং করেছেন আল্লাহ তাকে আরো নেক হায়াত দান করুক
আমিন
আমীন।
@@faroukchowdhury6669 amin
amin
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
সেইম ফিলিং.....আহা যদি সবাই ; বিশেষ করে প্রিয়জনেরা কে যদি শোনাতে পারতাম....
হুব হু ! এমনকি নোমান আলি খান যে স্টাইলে ইংলিশ এ কথা বলেন, আমাদের বাঙালী Brother কি সুন্দর নিখুঁত ভাবে বর্ননা করেছেন আলহামদুলিল্লাহ!!
আল্লাহ আপনাকে আর আপনাদের পরিবারের সমস্ত নেক আমল কবুল করুন আমীন!
নাক বাংলার প্রতি আমি কৃতজ্ঞ , আপনাদের ডাবিং এর মত কারো ডাবিং এত স্পষ্ট এবং সুন্দর না , আপনাদের ডাবিংয়ের অপেক্ষায় থাকি , নোমান আলী খানের প্রত্যেকটা লেকচার আপনদের থেকে আশা করি , আপনারা প্রত্যেকটা লেকচার ডাবিং করবেন আশা রাখছি,, আল্লাহ আপনাদের সাহায্য করুক, আমিন।
যে এমন ভাবে হাসাতে পারে আবার কাঁদাতে পারে সে-ই তো ওস্তাদ। মহান আল্লাহ পাক আপনার ভালো করুক।
যত শুনি সুদু শুনতে মোন চায়
মাশা আল্লাহ কতো সুন্দর
মাশাল্লাহ আল্লাহর এক বিশেষ নিয়ামত। যা শুনলে শুধু অন্তর শীতল হয়ে আসে। আল্লাহ তুমি আমাকে নেক পথের পথিক বানিয়ে মৃত্যু দান করিও।আমিন
you tube এ আমার সবচেয়ে প্রিয় চ্যানেল এটি। গত কয়েক বছর ধরে আমি এই চ্যানেলটি দেখতেছি।
আমি জানি না, দেখতে দেখতে উস্তাদ নোমান আলী খানকে কেন এতো বেশি ভালোবেসে ফেললাম! তার লেকচারগুলো না শুনলে কি যেন একটা গ্যাপ থেকে যায়।
আমি বিশ্বাস করি একমাত্র আল্লাহ তায়ালার সরাসরি সাহায্য ছাড়া এত অসাধারণ আলোচনা কেউ করতে পারে না।
আল্লাহ তায়ালা কবুল করুক।
ফযসাল জান আমার পরান আমার কলিজা সবাই লিখে তোমা কে আমি পারিনা তোমাকে আমার বুকে রেখে দিলাম পরান ফযসাল আমার আমিন
Divine speech এর অনুবাদ টা ডার্বিং করবেন ভাই...?
অসাধারণ! মনে হচ্ছে নোমান আলি খানের মুখ থেকে শুনেছি
আমিও এটা বাংলা ডাবিং খুজতেছিলাম
অপেক্ষার পরে আবারও প্রিয় উস্তাদের লেকচার পেলাম আলহামদুলিল্লাহ ।ধন্যবাদ জানাই নাক বাংলা টিমকে😍
নোমান আলী শায়খ এর হাত ধরে অনেক বিধর্মী অন্ধাকার থেকে আলোর পথে এসেছেন, আলহামদুলিল্লাহ
আপনাদের ডাবিং এর জন্য অপেক্ষা থাকি, জাযাকাল্লাহ খাইরান।
Sob kisu Allah taalar pokkho theke hoi, bakira sob usila
মাশাল্লাহ, আল্লাহ আপনার উত্তম প্রতিদান দান করুন।
মাশাআল্লাহ।
কতো চমৎকার কোরআন।
অসাধারণ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দিয়ে ধন্য করুন! ভাইয়া
শুকরিয়া,, আলহামদুলিল্লাহ 💙💙💙💙
মাশাআল্লাহ সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার
যেই ভাই এতো সুন্দর করে বাংলা শুনবার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেউক
সত্যিই আমি কেনো ভিডিওর নিচে কমেন্ট করি না,কিন্ত এত সুন্দরভাবে উপস্থাপন করেন আপনি। আপনাকে ধন্যবাদ না দিয়ে আর থাকতে পারলাম না। মাশাআল্লাহ মানুষ কিভাবে এত দরদমাখা কন্ঠে নিখুঁত ভাবে ডাবিং করেতে পারে? আল্লাহ আপনার নেক হায়াত দিন।দয়া করে কখনও ডাবিং বন্ধ করবেন না।
নেকহাযাতদিন আমিন
সুবহানআল্লাহ,কি অসাধারণ ডাবিং।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
জাযাক আল্লাহু খাইরান অনুবাদক,নোমান আলি খান♥
আলহামদুলিল্লাহ ,অনেক সুন্দর একটা আলোচনা। শিক্ষানীয় ,মাশাআল্লাহ, মুগ্ধ হয়ে গেলাম ।আলহামদুলিল্লাহ ,জাযাকাল্লাহু খাইরান।
ইয়া রব..!😢😢 কবুল করুন আমাদের
আপনাকে অনেক ধন্যবাদ অনুবাদের জন্য
ভিউ লাইক কম বলে থেমে যাবেন না।
মনে রাখবেন ভালো কাজে আপনাকে উৎসাহ দেওয়ার লোক কম পাবেন। আল্লাহ সবাইকে এই সুযোগ দিবেন না। অতএব এগিয়ে যান আল্লাহর দয়া ও ভালোবাসা নিয়ে।আমরা আছি আপনার পাশে।এই ডাবিং ভিডিও গুলো আমাদের অনেক প্রয়োজন।
আপনার লেকচার সবসময় শুনি, এবং সবগুলো লেকচার শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ,
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
বর্তমানে বাংলাদেশের আলেম-ওলামাদের মধ্যেযেভাবে কাদা ছোড়াছুড়ি হচ্ছে তাতে করে একদিন বাংলাদেশের জনগণ আলেমদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে।
শুধু আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আপনার এই চ্যানেলটি আপনি জারি রাখবেন সবসময়ের জন্য।
আলহামদুলিল্লাহ যিনি এই আলোচনা টি ডাবিং করেছেন আল্লাহ উনাকে নেক হায়াত ও সুস্থতা দানকারী।
আমার ভালবাসার একটা চ্যানেল, সব সময় অপেক্ষায় থাকি কখন নতুন কোন ভিডিও পাবো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের এবং আপনাদের সৎ কাজগুলো কবুল করুন আমীন
অসাধারন লাগছে আপনার কথা গুলি আমি তিন বার শুনলাম খুব ভালো লেগেছে এতো সুন্দ কথা গুলি শুধু সুন্তেই ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ,
Alhamdulillah. Alhamdulillah.
Alhamdulillah.
- কেউ অশ্লীল গান শুনে তৃপ্তিবোধ করে,আর কেউ তিলাওয়াত শুনে তৃপ্তিবোধ করে!❤️🌼
- পার্থক্য শুধু একটিই একজন প্রভুর নাফরমানিতে ব্যস্ত আরেকজন প্রভুর সন্তুষ্টিতে ব্যস্ত!🖤🌺
অসাধারণ তাফসীর আপনাকে হাজারছালাম জানাই
বিনোদন মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন করে দেয়...! যদি আমরা এই কথাটা উপলব্ধি করি তাহলে আমাদের জীবন সুন্দর করে গড়ে তুলতে পারবো । ইনশাআল্লাহ
আল্লাহ উভয়কে উত্তম পুরষ্কার দান করুন। আমাদের মধ্যে হ্রদ্যতার সম্পর্ক গভীর করুন, আমিন।
মাশাআল্লাহ্, এতো সুন্দর আলোচনা আমার তো সারাদিন শুনতে মনচায়
শেষ অংশটুকু অনেক আগেই পেয়েছিলাম এখন পুরোটা পেলাম আলহামদুলিল্লা।
ভাই আপনার এই দরদ মাখা ডাবিং বন্ধ করবেন না দয়া করে।
সুবহানাল্লাহ আপনার ডাবিং খুবই সুন্দর আপনি মুসলমানদেরকে সাহায্য করুন আল্লাহ ওস্তাদ নোমান আলী খান কে এবং আপনাকে উত্তম পুরস্কার দান করুক
অপেক্ষায় আছি প্রিয় শায়েখের দেয়া কথা অনুযায়ী কোরান শেখারন জন্য। যা আজও জানিনা। কিন্তু সহজ পদ্বতি তে শেখাবেন আশা করি। যাতে আমার মতো বোকা লোকটিও এই বয়সে আল কুরচন সহি শুদ্ধ ভাবে পড়তে পারবো। শায়েখের প্রতি মহান রব সদয় হউন দীর্ঘজীবি করুন। উনার সদিচ্ছা যেন বিশ্ব মাঝে ছড়িয়ে পড়ে। মানুষ হবে মুমিন মুসলমান। শায়খের কোন এ্যাপস যদি এরকম থাকে তা যেন শেয়ার করা হয়।প্রিয় শায়েখকে অন্তর থেকে দোয়া করছি।
আল্লহু আকবার!
আমার মতে বর্তমান সময়ে আপনি সর্বোত্তম উপায়ে ইসলামের দাওয়াহ দিয়ে যাচ্ছেন।
আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন।
আল্লাহু আকবার। ❤️❤️❤️❤️❤️
Amin
আল্লাহ নোমান স্যারকে নেক হায়াত দান করুন। আমিন
আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্।আলো তার জ্যোতি নিজস্ব গতিতেই ছড়ায়।
আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি প্রচন্ড ভাগ্যবান একজন মানুষ যার কারনে আমি নোমান আলী খানের এই লেকচার গুলো শুনতে পেয়েছি আর তার জন্য আরো একবার আলহামদুলিল্লাহ যিনি ডাবিং করেছেন অন্তর থেকে তার জন্য দোয়া এবং আল্লাহর কাছে তার জন্য সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করছি আল্লাহ তায়ালা তাদের মনের ইচ্ছা পূরণ করুক নোমান আলী খানের এবং ডাবিং কারীর
হে প্রিয় ভাই খুব অধীরতার সাথে অপেক্ষায় থাকি।আরো অনুবাদ আর আপলোড করার চেষ্টা করুন।
আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, জাজাকাল্লাহ, খায়ের,আল্লাহ তয়ালা নেক হায়াত দান করুন, আমিন।
আসসালামু আলাইকুম।আমি আপনারপ্রতিটি কথার সাথে একমত ।কারন আপনার প্রতিটি কথা যুক্তিযুক্ত এবং বাস্তবসন্মত ।কুরান আমার জীবনের আলো ,কুরান ব্যতীত জীবন অন্ধকার।
আলহামদুলিল্লাহ কি দিয়ে প্রসংসা করবো আমার ভাষা নেই তবুও আলহামদুলিল্লাহ সবার পতি
অনেকবার কুরআন মাজিদ পড়েছি ,কিন্তু এভাবে কখনোই ভাবিনি যে এর মাঝে এমন মিরাকল ,মুজিযা লিকায়িত আছে।
সত্যিই অবাক করার মতো।
❤
সুবহানা্ললাহ
আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার।
কি সুন্দর আলোচনা!
হাজার হাজার নোমান আলি দরকার।
আর দরকার @NAKInBangla চ্যানেলের মতো চ্যানেল।
কোর আন নিয়ে এত সুন্দর আলোচনা এই প্রথম শুনলাম, আমাদের জন্য আরো ভিডিও ডাবিং অব্যাহত রাখুন
আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর
মা শা আল্লাহ ভাই।আপনাদের জন্য অনেক দোয়া রইল।
ওস্তাদ নোমান আলী খানের বাংলা ডাবিং চালিয়ে যাওয়ার অনুরোধ করছি
আসসালামু আলাইকুম আমি যত ডাবিং শুনেছি এই চ্যানেলের মত এত স্বাদ এত মজা আমি পাইনি কণ্ঠস্বর টা এতো ভাল লাগে তা বলে বোঝানো যাবে না
আসসালামু আলাইকুম ভাই আপনাকে
মাশাআল্লাহ !
অসাধারণ লাগে আপনার ডাবিং
মনে হয় উস্তাদ বাংলা ভাষায় কথা বলতেছে !
Masaallah pran voray sontaee Essa koray wonderful my great brother.
Mashallah.................Sir Noman Ali Khan is great......
ওস্তাদ নোমান আলী খান এর লেকচার যখন শুনি তখন মনে হয় আরবি ভাষা শিক্ষা করা বা শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করা জরুরী দুনিয়ার সকল এর জন্য। কারণ যেহেতু আমাদের সবাইকে কোরআন এর শিক্ষার মাধ্যমে অনান্তকালের জীবনের( ভালো / মন্দ) প্রাপ্তি গ্রহণ করতে হবে।
Please keep doing the good work. Without listening your dubbing of NAK I can’t sleep. It’s my nearly everyday routine. May Allah grant you reward for that.
আমার জীবনের সেরা বক্তা ওস্তাদ নোমান আলি খান। তার বুঝানোর ধরন খুবই সহজ। ❤❤❤
হে আমার আল্লাহ আমাদের হেফাজত করেন
Ma sha allah
অনুবাদকারী ভাইকে অনেক অনেক শুকরিয়া ❤
সাউন্ড ঠিক করে আবার আপলোড করার জন্য ধন্যবাদ ভাই
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর।
উনারে লেকচার শুনলে অন্তরটা জুড়িয়ে যায়
আল্লাহ যাকে পছন্দ করে, কেবল তাকে দিয়েও ইসলামের কাজ করায়। য়ার উপযুক্ত প্রমাণ উস্তাদ নোমান আলী।
আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা
মা শা আল্লাহ ❤️
আল্লাহ তায়ালা অনুবাদককে উত্তম প্রতিদান দিক! আমিন