ধন্যবাদ, স্টাডি করা আছে, নিয়ম কানন বই এর নিয়মে ইমিগ্রেশন অফিসাররা নিজেরাও মানে না। কেউ ডিসিশন দেয়ার সময় ছাড় দেয় কেউ আবার দেয় না। এইটা ইমিগ্রেশন অফিসার এর উপর নির্ভর করে। এই জন্যই হিডেন বিষয়ের উপর নির্ভর করে ডিসিশন না নেয়ার কথা বলি।
আপনার ভিসার মেয়াদ কি এখনো আছে? সবচেয়ে ভালো হবে কোনো একজন ভালো আইনজীবির সাথে কথা বলে পরামর্শ নেয়ার। কোনো সস্তা আইনজীবির কাছে না যাওয়াই ভালো। পর্তুগিজ অভিজ্ঞ ও ভালোমানে আইনজীবির পরামর্শ নিন। আইনজীবী কোনো ভালো পরামর্শ দিলে শেয়ার করুন যাতে আরো মানুষ উপকৃত হতে পারে। ধন্যবাদ।
ভাই পর্তুগাল ওয়াক পারিমিট ভিসা নিয়ে একটা লাইভ ভিডিও করেন প্লিয ভাই
ভিডিও বানানোর আগে একটু স্টাডি করে নিবেন। টাইটেল অনুযায়ী পর্তুগালের লিখিত নিয়ম যা আছে তা বলবেন। হিডেন কিছু বলার দরকার নাই।
ধন্যবাদ, স্টাডি করা আছে, নিয়ম কানন বই এর নিয়মে ইমিগ্রেশন অফিসাররা নিজেরাও মানে না। কেউ ডিসিশন দেয়ার সময় ছাড় দেয় কেউ আবার দেয় না। এইটা ইমিগ্রেশন অফিসার এর উপর নির্ভর করে। এই জন্যই হিডেন বিষয়ের উপর নির্ভর করে ডিসিশন না নেয়ার কথা বলি।
আমি E8 ভিসায় আগষ্ট ২০২৪ এ পর্তুগালে এসেছি এখন কি করার পরামর্শ দিবেন
১০ ফেব্রুয়ারি অপেক্ষা করুন
আপনার ভিসার মেয়াদ কি এখনো আছে? সবচেয়ে ভালো হবে কোনো একজন ভালো আইনজীবির সাথে কথা বলে পরামর্শ নেয়ার। কোনো সস্তা আইনজীবির কাছে না যাওয়াই ভালো। পর্তুগিজ অভিজ্ঞ ও ভালোমানে আইনজীবির পরামর্শ নিন। আইনজীবী কোনো ভালো পরামর্শ দিলে শেয়ার করুন যাতে আরো মানুষ উপকৃত হতে পারে। ধন্যবাদ।
@ ১০ ই ফেব্রুয়ারী পর কি হবে?
10 feb pore ki hobe vai ?@@ishrakzaman8003
ভাই পতুগাল এম্বাসি বাংলাদেশে কবে খুলবে একতু জানাবেন প্লিজ
ভাই, উনি সবচয়ে আপডেট ইনফরমেশন দিতে পারবেন: আসিফ নজরুল স্যার - asifnazrul@gmail.com