Dear Viewers, বাংলাদেশ কে নিয়ে ভারতের নীতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন - এই বিষয়ে আপনার মূল্যবান মতামত এর অপেক্ষায় আছি । আশা করি মন খুলে কথা বলবেন 🙏 - সুজিত দেবনাথ স্যার।
ভারত সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক বানানোর জন্য আপনার পরামর্শ নেওয়া l দারুন তথ্য l যায় হোক নতুন কোর্স কবে আনবেন l আমরা একটা আপনার মতো গরুর দরকার
ভারতের hindu terror যেমন ভারত এর রাজনৈতিক ক্ষমতা দখল করে দেশের মুসলিম ও মুসলিম দেশ গুলর উপর thrate নিয়ে এসেছে। সেখান থাকেই প্রতিবেসি দেশ গুলো শিখা নিয়েছে। কারন তাঁরা জানে হিন্দুতবাদ দিন দিন দানবের মতো বাড়ছে Iscon,rss,bojrong মতো সন্ত্রাশি দাঙ্গাকারি দের হাত ধরে Bjp র ছত্রছায়াতে।
বাংলাদেশের অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক শক্তিশালী অবস্থান দাদাদের ভয় ধরিয়ে দিয়েছে বুঝলাম দাদার এই আলোচনার মাধ্যমে। ভারতীয়রা যতো বেশি বাংলাদেশ নিয়ে সমালোচনা করবে বুঝতে হবে বাংলাদেশ সত্যিকার অর্থে এগিয়ে যাচ্ছে.... তো দাদা আপনারা চুলকাতে থাকুন.....
Admin of this vedio analyzed critically in the right direction of the policy of bd govt.Development of bd depends on the relationship of the countries who lead the geopolitics.Balanceing is must to enhance the bd in all respects
ভারত বাংলাদেশের দিকে নজর দিযে কিছুইতো করতে পারবেনা পক্ষান্তরে ভারতের স্বাধীনতা কামী কিছু অঙ্গ রাজ্য ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাজ্য হবে আর ওদিকে কাশ্মীর ছিনিয়ে নিবে পাকিস্তান।
দাদা, বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হবার সম্ভাবনা নেই, তবে ভারত মৌলবাদী রাষ্ট্র হয়েই আছে।আর সহস্র বছরের ইতিহাস বলে বাঙ্গালীরা দাদাগিরি পছন্দ করে না। নিশ্চিন্ত থাকুন ছোড়দা।
আপনি অত্যন্ত বাজে কথা বলেন। ভারত মৌলবাদী রাষ্ট্র। তাহলে ভারতের রাষ্ট্রপতি মুসলিম ধর্মাবলম্বী হয় কি করে?ভারত বরং যে কারনেই হোক মুসলমানদের তোয়াজ করে চলছে। ভারতে বড়ো বড়ো প্রশাসনের পদে মুসলিম সম্প্রদায়ের মানুষ বসে আছে। কোলকাতার মেয়র একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ।
দিল্লি ত আপনাদের আগে ধরেছে? দিল্লির দাদাগিরির জন্য ভারত টুকরো টুকরো হতে চলেছে কাশ্মীর আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সবা ই ত স্বাধীনতার জন্য সংগ্রাম করছে
আপনার এই বক্তব্যে এটাও পরিস্কারভাবে বুঝতে বাকী থাকে না যে, বাংলাদেশের স্বাধীনতা ভারতের জন্যই বেশি দরকারী ছিল, এমনকি এজন্যই ১৯৭১ সালে তারা বাংলার স্বাধীনতা যুদ্ধে ভারতের স্বার্থেই ঝাপিয়ে পরেছিলেন।
ভারত যে বাংলাদেশের ওপর নির্ভরশীল সেটা স্বীকার করার জন্য ধন্যবাদ তবে এ বাদে আপনি যে কথা গুলো বলেছেন তার সবই আপনার মনগড়া ইতিহাস এবং পক্ষপাত মূলক। আপনি একটা মৌলবাদী রষ্ট্রের মানুষ হয়ে বাংলাদেশের মতো একটি সাম্প্রদায়িক সম্প্রতির দেশকে মৌলবাদী দেশ বলার আগে লজ্জা পাওয়া উচিৎ ছিলো।
বাংলাদেশ সিমান্তের চারদিকে যদি শুধু India না থেকে সাথে চীন ও পাকিস্তান থাকত তবে নিশ্চিত থাক বাংলাদেশ কোনদিন ও স্বাধীন হতো না। কাশ্মীরের ভাগ্য বরণ করতে হতো। যদি সরাসরি সিমান্ত থাকত, পাকিস্তান তার অঙ্গরাজ্য বাংলাদেশ কে কখনো স্বাধীনতা দিত না। উল্টো জঙ্গি ও সন্ত্রাসীর আখড়া বানাত বাংলাদেশ কে। অন্যদিকে বিশ্বের নম্বর ওয়ান জমি মাফিয়া দখলবাজ চীন নিজের অংশ বলে ঘোষণা দিয়েই দখল করত সদ্য ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া দূর্বল বাংলাদেশের বড় অংশ। এদের আচরণ দেখে ভারতও তার ছেড়ে দেওয়া অংশের যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করত ঠিক যেমনটা কাশ্মীরের ভাগ্যে ঘটেছিলো। কাজেই না বুঝে ভারত বিরোধিতা হলো ১৯৭১ এ পাক বাহিনীর ধর্ষণের ফসলদের কাজ।ভারতে মতো একটা রাজনৈতিক স্হিতিশীল ও বৃহৎ গণতন্ত্রের দেশ বাংলাদেশর চতুর্দিকে থাকা বাংলাদেশের জন্য বিশাল সুবিধা ও সৌভাগ্যের ব্যাপার। নাহলে শুধুই জঙ্গি মোকাবিলা ও অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত থাকতে হতো।
সিঙ্গাপুর মালেশিয়া কে চিন উন্নত করেছে এটা আপনাকে কে বলল? আপনি ইতিহাস ভূগোল কিছুই জানেন না । চিন উন্নত হওয়ার আগেই সিঙ্গাপুর কিংবা মালেশিয়া উন্নত হয়েছে । আপনার কথা অনুযায়ী, বাবা নপুংসক হলেও সন্তানের জন্ম দিয়েছে 🤣 !!!!! সিঙ্গাপুরের বিদেশি মুদ্রা ভাণ্ডার মালেশিয়ার তিনগুণ । কারণটা আর বললাম না । আমেরিকার সাহায্য পেয়ে যে দেশগুলো আজ উন্নত হয়েছে সেই দেশগুলো হল তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, ইসরায়েল, সৌদি আরব, সিঙ্গাপুর,মালয়েশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জর্ডান ইত্যাদি । আর চিনের সাহায্য পাওয়া দেশগুলো হল উত্তর কোরিয়া, পাকিস্তান, ইরান, শ্রীলঙ্কা, কিছুটা বাংলাদেশ, উত্তর আফ্রিকার গরিব দেশগুলো, ভ্যানিজুয়েলা, মায়ানমার ইত্যাদি । আর ভারত আফগানিস্তানে সামান্য কিছু অবকাঠামো নির্মাণে অনুদান দিয়ে সাহায্য করেছে মাত্র, ঋণ দিয়ে নয় । ভারত ইরানের কাছ থেকে অপরিশোধিত তেল কেনে। ভারতের মত বড় দেশের ক্ষেত্রে পাকিস্তানের মত প্রথমে আমেরিকা আর এখন চিনের কাছে সমর্পণ করার মত পরিস্থিতি কোন কালেই তৈরি হয়নি, বিজ্ঞানসম্মত ভাবে অ্যাসেসমেন্ট করলে, তা ভবিষ্যতেও তৈরি হবে না । খোদা হাফেজ ।
@@baniyabondho আপনি একটু Google করে দেখুন যে এই মুহূর্তে Sanitation-coverage এ ভারত বাংলাদেশের থেকে অনেক এগিয়ে । *At present India is having 98% of sanitation coverage* whereas Bangladesh is having around 80% of sanitation coverage only.
@Night Owl There is absolutely no bar in India to make cinemas on social issues. That's why India can achieve and has achieved more than 90% open-defecation-free sanitation coverage within few years. That's why India makes it's own regional version of GPS by means of IRNSS and Navic with constellation of satellites. That's why India has made it's own nuclear powered SSN submarines and aircraft carrier. That's why India has reached to moon and mars. That's why India sends foreign satellites by it's own launch vehicles. That's why India is the global manufacturing hub of covid and all other vaccines. That's why Indian students are ruling NASA, US. That's why Indian IT export is around 150 billion USD and about to reach 500 billion USD mark. That's why India is number one in generic pharmaceutical industry. That's why India is launching it's own 5G networks. That's why India is about to reach 100% literacy rates from present 80-85% .That's why Indian passport is valued more than Bangladeshi one worldwide . That's why India is still ahead of Bangladesh in human development index (HDI) .
@Night Owl what is the HDI Ranking of Bangladesh and India? Your preposterous argument and your fictitious figure which are comparing 2011 census-India figure with 2018/19 manipulated report of Bangladesh!!! That's hilarious!!!
উনি একটা প্রকৃত বাল।যখন রাস্তায় রাস্তায় মুসলমানদের দের মারলি,মসজিদ পুরাইলি,ভাংলি,তখন এই প্রকৃত দেশপ্রেমিক কোথায় পুটকি মারা খাইতে গেছিলো?? বাংলাদেশে এখনো হিন্দু দের এভাবে কোপানো, রাস্তায় হত্যা কিছুই হয় নাই।কিন্তু বর্বর হিন্দুর বাচ্চা গুলা এখানে থাকলে এখানেও দাংগা লাগতো
ভারতের হাতে এমন কোনো অফসন নেই যেটা একটা স্বাধীন বাংলাদেশের উপর সেনা অভিযান করতে পারবে আর বাংলাদেশ ঋণের পাঁদে পড়ার আগে ভারত ঋণের পাঁদে পড়ে আছে কারন ভারতে আয় অনুযায়ী ঋনের পরিমান ৫৪% যা বিপদ সিমার উপরে আর বাংলাদেশের আয় অনুযায়ী ঋনের পরিমান ১২% যা বিপদ সিমার নিচে অতেব আপনি আগে নিজের চরকায় দেল দেন নিজ ভুমিকে বাঁচান বাংলাদেশ কে আমরা দেখবো ধর্ম্মীয় উগ্রবাদী ভারতের অমিত শাহের দল মুদির দল ক্ষমতায় আছে তাই ভারত উগ্রবাদী দেশের তালিকায় আছে ৮ বছর দরে এটা বর্তমানে ও চলছে উগ্রবাদী হিন্দুরা ভারতকে পরিচালনা করছে এটা আগে দেখুন বাংলাদেশে উগ্রবাদীরা কখনো ক্ষমতায় আসবে সেটা আশার পরে তখন দেখা যাবে যেখানে উগ্রবাদী হিন্দুরা দেশ চালায় সেখানে মলম না দিয়ে হয়ত কখনো বাংলাদেশ উগ্রবাদী ক্ষমতায় আসিন হবে এটার অগ্রিম সামাধান খোজা আপনার মতো গো মূত্র পান কারি ভারতিয় লোকদের মানায় আপনার জানা থাকায় কথা বাংলাদেশের লোক গুলি শিক্ষিত ভারতের তুলনায় বাংলাদেশের মানুষ বেশী শিক্ষিত তাই এই শিক্ষিত লোক গুলো নিজেদের সমস্যা সাধান এর জন্য ভারতীয় বা আমেরিকার সাহায্য নিতে যাবেনা পাকিস্তান চিনের দাশে পরিনত হয়েছে শ্রিলংকা চিনের দাশে পরিনত হয়ে ১০০% সঠিক তবে ভারত অনেক আগেই আমেরিকার দাশে পরিনত হয়েছে তাহলে আপনারা সবাই দাশ, আর নিজে দাশ হয়ে অন্যকে মালিক বানানো স্বপ্নো দেখাতে আসেন এটা কতো বড় মূর্খতা এটাকি একবার বেবে দেখেন নাই আসলে আপনি নিজেকে শিক্ষক দাবি করেন বাংলাদেশ আপনাকে বিদ্যালয় ঝাড়ু দিতেও রাখবেনা কারন বাংলাদেশের বিদ্যালয় ঝাড়ু দেয়া মালি বা পরিচ্ছন্ন হিন্দু কর্মী গুলো আরো ভালো জ্ঞান রাখে আপনার তুলনায়, আপনি যদি উপদেশ দেয়ার উদ্দেশ্য এই ভিডিও বানিয়ে থাকেন সকল জ্ঞানী লোকেরাই এই ভিডিও টি প্রত্যাখান করবে আর যদি ইউটিউবে ভিউ পাওয়ার উদ্দেশ্য এই ভিডিও বানান তাহলে আপনি সফল কারন আপনার ভুল চিন্তায় ভারত বাংলাদেশের কোনো উপকারে না আসলে ও ভিউ বেশি হলে আপনার ইনকাম আসবেই ১০০% তাই আপনি সফল আর আপনার যুক্তি যারা মানবে ওরা ব্যার্থ
Don't think Bangladesh will slow down it's relation with it's IRON BROTHER China if India is being jealous of Bangladesh economical success. ... west Bangla, Bihar, Orisha, Chattisghar & 7 sisters are historically integrated part of Bangladesh. .. Bangladesh want those land back. .. even if that means Bangladesh has to send it's military & capture those illegally occoupied Bangladeshi territories by india & apply maximum force.
Your topic is very much important. As a BANGLADESHI I hope your presentation about the relationship with big powers is critical. I hope a worthy politicians at first thought how the people of his country will live in peace and prosperous. I think Shaikh Hasina is a patriot leader and her leadership is capable to manage politically.She is srounding faithful scholars and wise persons. Bangalis has a special quality that they unitedly faced any unprecedented situations. We are brave and united and it's our strength.
Hum last option is sending Indian army 😒 do you think if Indian army come to bd for war can they return with their life 🌚 as much I understand from your discussion Bangladesh is a banana tree and the banana should be given to India but not any other country 🙆 indias time up I guess. India just know how to take but not give anything and as result nobody left to be friends with. 🙆🙆
নিরাপদ ও বন্ধু প্রতিম হোক সকল প্রতিবেশি দেশ সমূহ .বাংলাদেশ সেভাবে নিরাপদ সম্বৃদি অরজন করুক অন্নান দেশের মত সুখী হোক .কোন হিংসা প্রতিহিংসা নয শ্রদ্বা ও ভালোবাসা স্হাপন হোক.জয বাংলা.
.ভারত দাদাগিরি দেখালে.....বাংলাদেশ এক পাও এগোতে পারতো না। ভারত দাদাগিরি দেখালে ....পাকিস্থানের চোখ রাঙানি সহ্য করতো না। ভারত দাদাগিরি দেখালে......নেপাল ভুটান কেউ থাকতো না.. তিব্বত কে যেমন চায়না কবজা করে নিয়েছে সেরকম কবজা করে নিত। ভারত শান্তি চায় বলেই নিজের ক্ষমতা থাকা সত্বেও শত্রু এর মার সহ্য করে নেয় যতক্ষণ না সহ্যের সীমা পার হয় । আশা করি বুজবেন।
@@souravroy914 India can't protect Bangladesh against China but China can easily protect Bangladesh against India it's a simple equtiation. China never talkes about doing anything against Bangladesh but every single day we see India doing something aginst Bangladesh. Even though Bangladesh is a friend, hatred against Bangladesh from India is none less then Pakistan, so what kind of friendship is that? China gives proper respect to everyone but India likes to do Dadagiri, obviously you can't understand the dadagiri as an Indian citizen living inside India but we see how arrogant India is every day. Bangladeshi people puts respect before everything no one likes arrogance. China is bad we know that but India is far worse then that. India has no friends in south Asia right now because of their arrogance and hate politics. The problem is overconfidence and superiority complex, its dethrimental for india right now, so much so that they think they can win against every neighbor with help of USA and Isreal (2 most evil countries in the world). Any way an Andhbhakt will never understand. Give respect to get respect try to see from both sides.
@@tusharranjansarkar5936 বাংলাদেশ যদি ওদের মতো খারাপ অবস্তা হত তাহলে বাংলাদেশে চীনের প্রভাব বেড়ে যেত এতদিনে। তখন চীনের দিক থেকে তোমরা আরো ও দূর্বল হয়ে পরতে।তখন বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা হতো তোমাদের।
ঠিক।কিন্তু এতে স্যারের কোন দোষ নাই। স্যার যা পড়েছেন আর রিছোর্চ পেয়েছেন তা থেকে বলেছেন। হেফাজত নিয়ে স্যারের ধারনা অনেকটা ভুল। সাম্প্রদায়িক সম্প্রতির দিক দিয়ে বাংলাদেশ অনেক উপরে।
@@swarupdas8806 তিস্তার পানি বর্ষাকালে বাংলাদেশের টিনের ঘরের চালার উপর দিয়ে আর শীত মৌসমে যখন সবজি ফসল ফলানের সময় হয় তখন তিস্তার চর হয় রাজস্তানের মরু ভূমি বাচ্ছারা খেলা করে চরে চুক্তি অনুযায়ী কথা চিলো ভারত বাংলাদেশকে এভারেজ পানি দিবে শীত বর্ষায় এক রকম
ভারত বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও নিবিড় করতে হবে। বাংলাদেশের বইপত্র এবং সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যম হিসেবে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার সঙ্গে আন্তরিক সম্পর্ক আরও উন্নত করতে হবে।
I just add some numerical figure regarding foreign debt of Bangladesh which may evaluate your narrative. 1. Foreign Debt to GDP ratio of Bangladesh 39.94% ( India 68.28%) 2. Per capita foreign loan of Bangladesh $292 (India $423) 3. China's share in foreign loan of Bangladesh 6% Another qualitative information - A country being in threat of Debt Trap doesn't offer loan to another country. Bangladesh lent money to Sri Lanka. Thank you.
Good and right information sir. But we should know the 10 years economic development of those country include India.Not only country but also as Indian we have backed than other countrymen . Indian Government have to more develop by economy.
Correct information....China own ports all over the world...even Australia / Netherland etc.....gandu Sir ta ULTA palta ja boloo...British ra tai boltoo "they hate each other's"
@@sfcasha What is your problem and , for most of the Bangladeshi , is they can't keep respect while even simple talking. See even two of your friends is enough respectful while passing comments. You don't pay while talking polite. Have a nice day.
@@sandipbarman8748 আলহামদুলিল্লাহ! তোদের নিকৃষ্ট ধর্মে জন্ম গ্রহণ করে নি। " সীতা সইচ্ছায় রাবণকে দিলো দেহদান আর রাবণ সীতাকে দিলো বীর্যদান। তাই সীতার গর্ভে রাবণের বীর্যে দুই জন জমজ তারা হলো লব আর কুশ। " (রামায়ণ ২ঃ১৯-২১) তোদের মতো আবালরা এই ধর্ম নিয়ে গর্বিত 🤣🤣🤣🤣🤣 সালা গরুর বাচ্চা। তোরা প্রমাণ করে দিয়েছিস যে ভারতে তোদের মাকে হত্যা করা নিষিদ্ধ করেছিস।
@@sudiptapal6029 আবাল! আমরা শুয়োরের জন্য নিরীহ মানুষকে হত্যা করি না। এটাই প্রমানিত আমরা শুয়োরের বাচ্চা নয়। তোরা প্রমাণ করে দিয়েছিস, তোরা গরুর পেট থেকে বের হয়েছিস যেমনঃ ভারতে গরুর জন্য নিরীহ মুসলিমকে হত্যা।
🙄 তোমাদের ভারতের পক্ষ থেকে তোমাদের সুবিধা তোমরা দেখতেই পারো। তাই বলে এই না যে বাংলাদেশ তার সুবিধা খুজবে না। চিন তোমাদের কাছেও খুব ভালো ছিলো হিন্দি-চিনি ভাই ভাই।তা তোমাদের সীমান্ত সমস্যার আগে, তখন ভারতে চীনের বিনিয়েও খুব ভালো লাগতো,, সেগুলো তখন ফাদ ছিলো না। এবার আসুন বানফলাদেশে লোনের ক্ষেত্রে। ভারতে যা অর্থনীতি নিজেই চলছে খুড়িয়ে,, ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা বাংলাদেশে যা গত ৮-৯ বছরে মাত্র ৮০০ মিলিয়ন ডলার দিতে পেরেছে। আর ভারতের লোন গুলো বাংলাদেশের জন্য অভিশাপের মতো কারন প্রকল্পের ইঞ্জিনিয়ার,যন্ত্রপাতি,কাচামাল সব বাধ্যতামূলক ভারত থেকে আমদানির চুক্তি করতে হয়। আর চিন সেক্ষেত্রে আমাদের সব ব্যাপারে সুবিধা দিচ্ছে সাথে তাদের প্রযুক্তিও বিশ্বসেরাদের তালিকায় এ ব্যাপারে সন্দেহ নেই। এবার আসুন বাংলাদেশ লোনের ফাদে পড়বে কি না? বাংলাদেশে চীন থেকে যত গুলো প্রজেক্টে লোন নিয়েছে তার বেশিরভাগ অবকাঠামো খাতে যার বেশিরভাগ খরচা খুব দ্রুত সেই সকল বন্দর,রেল,সড়ক,সেতুর টোল থেকে উঠে আসবে। আর কেবল রিটার্ন আসবে না নদী রক্ষার জন্যে করা সব প্রজেক্টে গুলো থেকে। কিন্তু ভারতের একতরফা পানি নীতির ছোবল থেকে তা আমাদের রক্ষ্যা করবে যার কারনে প্রতি বছর ১০-১২ বিলিয়ন ডলার গচ্ছা যায়,,,, তা সাশ্রয় হবে। যদি কোনো প্রকল্প নিয়ে ভয় থেকে থাকে তা হলো রূপপুর পারমানবিক প্রকল্পে যার ব্যয় ১২ বিলিয়ন ডলার। এবং তার ব্যয় উঠাতে সময় লাগবে
বাংলাদেশ সিমান্তের চারদিকে যদি শুধু India না থেকে সাথে চীন ও পাকিস্তান থাকত তবে নিশ্চিত থাক বাংলাদেশ কোনদিন ও স্বাধীন হতো না। কাশ্মীরের ভাগ্য বরণ করতে হতো। যদি সরাসরি সিমান্ত থাকত, পাকিস্তান তার অঙ্গরাজ্য বাংলাদেশ কে কখনো স্বাধীনতা দিত না। উল্টো জঙ্গি ও সন্ত্রাসীর আখড়া বানাত বাংলাদেশ কে। অন্যদিকে বিশ্বের নম্বর ওয়ান জমি মাফিয়া দখলবাজ চীন নিজের অংশ বলে ঘোষণা দিয়েই দখল করত সদ্য ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া দূর্বল বাংলাদেশের বড় অংশ। এদের আচরণ দেখে ভারতও তার ছেড়ে দেওয়া অংশের যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করত ঠিক যেমনটা কাশ্মীরের ভাগ্যে ঘটেছিলো। কাজেই না বুঝে ভারত বিরোধিতা হলো ১৯৭১ এ পাক বাহিনীর ধর্ষণের ফসলদের কাজ।ভারতের মতো একটা রাজনৈতিক স্হিতিশীল ও বৃহৎ গণতন্ত্রের দেশ বাংলাদেশর চতুর্দিকে থাকা বাংলাদেশের জন্য বিশাল সুবিধা ও সৌভাগ্যের ব্যাপার। নাহলে শুধুই জঙ্গি মোকাবিলা ও অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত থাকতে হতো।
India for last 50 years promised 12 billion $ loan to BD, but so far less than 1 billion pledged (less than 9%). India earns a lot from export to BD. Lakhs of Indians earn a lot of remittance from BD.
@@shafikulbablu9705 Dinesh Vora is a pundit.. no doubt. But recently he is uploading contents not picking public. And will he remark on Printer, Wion, Times India.. Idoubt!
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান উপস্থাপনার জন্য এবং মুল্যবান মতামতের জন্য। আমি অনেকবার ভারত ভ্রমনে গিয়েছিলাম কিন্তু আমরা বাংলাদেশের জনগণ ভারতের জনগনকে যতটুকু ভালবাসি ভারতের জনগনের মনোভাব অনেকটা হতাশাজনক ও ব্যবহার দুঃখ জনক মনে হয় ইহা পরিবর্তন হওয়া উচিত ধন্যবাদ সবাইকে।
valo kaj korun.. sobai valobasbe.. bharotiyo ra muzlim desh howa sotteo afghanistan k valobase.. ora jitle anondo pay.. karon ora kharap kaj koreni bharaotiyoder sathe, ghrina kore na hinduder
@@SaghorRahman তোর বাপ চীন যেভাবে উইঘুর মুসলিমদের মেরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে,দেশ ছাড়া করে ও ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেছে। জিনজিয়াং প্রদেশে প্রায় ১২০০ মসজিদ ভেঙ্গে মার্কেট, মদের বার ,টয়লেট তৈরি করেছে । আইন করে দাড়ি রাখা, টুপি পরা, জায়নামাজ রাখা নিষিদ্ধ করেছে। এমনকি উইঘুরদের জন্য কোরানের চৈনিক ভার্সন (চাইনিজ কমিউনিজমের আদর্শে রচিত) পর্যন্ত তৈরি করে প্রমাণ করেছে যে চিন পৃথিবীর সবথেকে বড় ইসলাম বিরোধী দেশ। ওরাই পাকিস্তান ও আফগানিস্তানে মুসলিমদের ধর্মভ্রষ্ট করবে উইঘুরদের মত এটা ১০০% নিশ্চিত থাক। ইতোমধ্যেই ওরা পাকিস্তানে অবস্হিত চিনা কোম্পানিগুলোতে কর্মরত পাকিস্তানিদের নামাজের সময় নামাজ পড়তে না দিয়ে তা প্রমান করেছে। এরপর ঋণ দিয়ে তালিবান দের দাস বানিয়ে উইঘুরদের মত অবস্থা করবে। আর ঋণগ্রস্ত পাকিস্তানের অবস্থা হবে আর ভয়ঙ্কর। বর্তমান শ্রীলঙ্কার মত চিন পাকিস্তান কেও অর্থনৈতিক ভাবে শেষ করবে মিলিয়ে নিস। এখন বাংলাদেশের জন্য ঋণের ঝাঁপি নিয়ে বসে আছে চীন। এই ঋণের ফাঁদে পা ফেললেই চীন তার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করবে। অর্থাৎ চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের অংশ হিসেবে তারা বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা পোর্ট দখল করবে। ঠিক যেভাবে ৯৯ বছরের লিজের নামে দখল শ্রীলঙ্কার হাম্বানটোটা ও পাকিস্তানের গোয়াদার পোর্ট এবং রোহিঙ্গাদের তাড়িয়ে মিয়ানমারের রাখাইন সমুদ্র বন্দর ও মালদ্বীপের আস্ত একটি দ্বীপ দখল করে এসকল জায়গায় সামরিক ঘাঁটি গড়ে তুলছে চীন। কাজেই বিনিয়োগ ও বন্ধুত্বের প্রশ্নে যারাই চীনকে সাপোর্ট করে ও ভারত বিরোধিতা করে তারা নিশ্চিত ভাবেই বাংলাদেশ বিরোধী অপশক্তি ও দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয়।
আমরা বাংলাদেশীরা ভারতের জনগন কে পৃথিবীর যে অংশেই থাকুক না কেন আপন মনে করি/ভালবাসি কিন্তু ভারতের চির বৈরী ভাব আমাদের দেশের শতকরা ৯৮% লোক ভারতের বাংলাদেশ নীতিকে চরম ঘৃনা করে
বাংলাদেশ সিমান্তের চারদিকে যদি শুধু India না থেকে সাথে চীন ও পাকিস্তান থাকত তবে নিশ্চিত থাক বাংলাদেশ কোনদিন ও স্বাধীন হতো না। কাশ্মীরের ভাগ্য বরণ করতে হতো। যদি সরাসরি সিমান্ত থাকত, পাকিস্তান তার অঙ্গরাজ্য বাংলাদেশ কে কখনো স্বাধীনতা দিত না। উল্টো জঙ্গি ও সন্ত্রাসীর আখড়া বানাত বাংলাদেশ কে। অন্যদিকে বিশ্বের নম্বর ওয়ান জমি মাফিয়া দখলবাজ চীন নিজের অংশ বলে ঘোষণা দিয়েই দখল করত সদ্য ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া দূর্বল বাংলাদেশের বড় অংশ। এদের আচরণ দেখে ভারতও তার ছেড়ে দেওয়া অংশের যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করত ঠিক যেমনটা কাশ্মীরের ভাগ্যে ঘটেছিলো। কাজেই না বুঝে ভারত বিরোধিতা হলো ১৯৭১ এ পাক বাহিনীর ধর্ষণের ফসলদের কাজ।ভারতে মতো একটা রাজনৈতিক স্হিতিশীল ও বৃহৎ গণতন্ত্রের দেশত্র বাংলাদেশর চতুর্দিকে থাকা বাংলাদেশের জন্য বিশাল সুবিধা ও সৌভাগ্যের ব্যাপার। নাহলে শুধুই জঙ্গি মোকাবিলা ও অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত থাকতে হতো।
ভারত যদি বাংলাদেশের প্রতি চিরবৈরিভাব পোষণ করত তাহলে সেই মুক্তি যুদ্ধের সময়েই পূর্ব পাকিস্তান পুনরায় পূর্ববাংলা নামে অখণ্ড ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে যেতো। বাংলাদেশের সৃষ্টিই হতো না।
বাংলাদেশের রুপ পুরে কিসের কাজ চালাচ্ছে বাংলাদেশ একটু খবর নিবেন। আর বাংলাদেশের 1990/সালের মনোভাব আর 2020 সালের মনোভাব।কি মনে হয় একটু ভেবে দেখবেন। এটি বাংলাদেশ এটি সিকিম নয়। আমরা বাঙালি জাতি হারতে জানিনা মরতে জানি
ভারতের হাতে এমন কোনো অফসন নেই যেটা একটা স্বাধীন বাংলাদেশের উপর সেনা অভিযান করতে পারবে আর বাংলাদেশ ঋণের পাঁদে পড়ার আগে ভারত ঋণের পাঁদে পড়ে আছে কারন ভারতে আয় অনুযায়ী ঋনের পরিমান ৫৪% আর বাংলাদেশের আয় অনুযায়ী ঋনের পরিমান ১২% অতেব আপনি আগে নিজের চরকায় দেল দেন নিজ ভুমিকে বাঁচান বাংলাদেশ কে আমরা দেখবো ধর্ম্মীয় উগ্রবাদী ভারতের অমিত শাহের দল মুদির দল ক্ষমতায় আছে তাই ভারত উগ্রবাদী দেশের তালিকায় আছে ৮ বছর দরে এটা বর্তমানে ও চলছে উগ্রবাদী হিন্দুরা ভারতকে পরিচালনা করছে এটা আগে দেখুন বাংলাদেশে উগ্রবাদীরা কখনো ক্ষমতায় আসবে সেটা আশার পরে তখন দেখা যাবে যেখানে উগ্রবাদী হিন্দুরা দেশ চালায় সেখানে মলম না দিয়ে হয়ত কখনো বাংলাদেশ উগ্রবাদী ক্ষমতায় আসিন হবে এটার অগ্রিম সামাধান খোজা আপনার মতো গো মূত্র পান কারি ভারতিয় লোকদের মানায় আপনার জানা থাকায় কথা বাংলাদেশের লোক গুলি শিক্ষিত ভারতের তুলনায় বাংলাদেশের মানুষ বেশী শিক্ষিত তাই এই শিক্ষিত লোক গুলো নিজেদের সমস্যা সাধান এর জন্য ভারতীয় বা আমেরিকার সাহায্য নিতে যাবেনা পাকিস্তান চিনের দাশে পরিনত হয়েছে শ্রিলংকা চিনের দাশে পরিনত হয়ে ১০০% সঠিক তবে ভারত অনেক আগেই আমেরিকার দাশে পরিনত হয়েছে তাহলে আপনারা সবাই দাশ, আর নিজে দাশ হয়ে অন্যকে মালিক বানানো স্বপ্নো দেখাতে আসেন এটা কতো বড় মূর্খতা এটাকি একবার বেবে দেখেন নাই আসলে আপনি নিজেকে শিক্ষক দাবি করেন বাংলাদেশ আপনাকে বিদ্যালয় ঝাড়ু দিতেও রাখবেনা কারন বাংলাদেশের বিদ্যালয় ঝাড়ু দেয়া মালি বা পরিচ্ছন্ন হিন্দু কর্মী গুলো আরো ভালো জ্ঞান রাখে আপনার তুলনায়, আপনি যদি উপদেশ দেয়ার উদ্দেশ্য এই ভিডিও বানিয়ে থাকেন সকল জ্ঞানী লোকেরাই এই ভিডিও টি প্রত্যাখান করবে আর যদি ইউটিউবে ভিউ পাওয়ার উদ্দেশ্য এই ভিডিও বানান তাহলে আপনি সফল কারন আপনার ভুল চিন্তায় ভারত বাংলাদেশের কোনো উপকারে না আসলে ও ভিউ বেশি হলে আপনার ইনকাম আসবেই ১০০% তাই আপনি সফল আর আপনার যুক্তি যারা মানবে ওরা ব্যার্থ
আলোচনা আরও ভালো হত, যদি ভারতের লোন আর বাংলাদেশের লোন তুলনা করতেন। আমার জানা মতে, ভারতের আয়ের বিপরিতে লোনের পরিমাণ 54%। আর বাংলাদেশের আয়ের বিপরীতে লোনের পরিমাণ মাত্র 12%। ভারতের জিডিপি দিন দিন কমতেছে। এই 54% লোন পরিশোধ করতে না পারলে ভারতের কি লোকসান হবে, জনগণের কপাল কিভাবে ফাটবে, সেইটা গবেষণা করুন দাদা আর এই বিষয়ে উপদেশ দিন মোদি সরকারকে। তিনি তো আছেন অন্য দেশের পাছায় আঙুল ঢোকানো, আর দেশের মধ্যে রক্ত ঝরানোর কাজে ব্যস্ত। জিডিপির ব্যার্থতা ঢাকার জন্য উনি আসামে নিরীহ জনগণের উপর বন্দুক ঠেকিয়ে শক্তিমত্তার পরিচয় দিচ্ছেন। আশা করি আপনার আগামী আলোচনাতে এইসব থাকবে।
@@shahanulislambhuiyan6538 modi r shopno..shudhu shopnodosh i theke jabe. 200 jawans taken on custody by China in Ladakh not returned yet. India can't do anything.
@@akfara9991 Ami ai sala ethihas bid Poschim kanglu ar kotha bolci. Ai salar akta vhideo dakhan paban ব্রিটিশ ভারত বিভক্তি nia. Ai sala Gomutro khor Bangladesh o Pakistan dokhol kora Akkhondo Hindhustan banata na parar ha hutas korca ও Bangladesh ar Mohan nata Hussain Sahid Suhrawardi o Pakistan ar jatir pita Mohammad Ali jinnah ka নোংরা ভাষা ta Gali galaz korca
amra BHARAT io ra bagladesh o pakistan ke je charam sneher chokhe dekhi After All tora to amader santan ...to tora toder Baba orthat PITA ke vulleo amra PITA hisebe toder vulte pari ??
বাংলাদেশকে হুমকি দেওয়া আপনার মোটেই ঠিক হয়নি। বাংলাদেশ তার পররাষ্ট্র নীতি নিজ স্বার্থে অনুসরণ করবে। ভুলে যাবেন না, ভারত ৬০০ বছর মুসলমানদের অধীন ছিল, ১৯০ বছর ব্রিটিশদের নিকট পরাধীন ছিল
BHRAT manei HINDUSTAN tar manei HINDU der desh .Ogulo sob Dam FALSE . karn amrai oder thakte di doya kore jate tora khe pore bachte pare .ei udar manasikata ekmatra HINDU der i ache. But amra prayojine Sathik Shikhha die tader Manush o kori setai agami dine karbo Pakistan afganistan Dakhal kora tar por i Target Chin
বাংলাদেশকে নিয়ে নিজের মনগড়া কতগুলো মিথ্যা কথা বলে গেলেন।যে তথ্যগুলো বললেন বেশীর ভাগই ভিত্তহীন।আপনি বাংলাদেশকে আমেরিকার যে আগ্রহের কথা বললেন তা সম্পূর্ণ ভুল।আপনার পুথিগত জ্ঞান আছে বাট চলমান বৈশ্বিক রাজনীতির জ্ঞান খুবই সামান্য।
বাংলাদেশই একমাত্র দেশ যে চাইলেই ইন্ডিয়াকে বিভক্ত করে দিতে পারে। পাকিস্তান ও এত ক্ষতি করতে পারবে না যেটা বাংলাদেশ পারবে। তাই ইন্ডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ বাংলাদেশ।
দাদা বাংলাদেশের ৩ লক্ষ সৈনিক আছে আর প্যারামিলিটারি প্রায় ৬০ লক্ষ ১৮০ মিলিয়ন জনসংখ্যার দেশ, যেকোন যুদ্ধ পরিস্থিতি হলে এটা দুই দেশের জন্য অনেক খারাপ হবে, ক্ষয় ক্ষতি অনেক হবে তাই ভারতীয় সেনা বাংলাদেশ এ পাঠাবেন এ কথা বলার আগে ভেবে বলবেন আসা করি সবার মংগল হোক
@@mrssmith3468 বাংলাদেশ সিমান্তের চারদিকে যদি শুধু India না থেকে সাথে চীন ও পাকিস্তান থাকত তবে নিশ্চিত থাক বাংলাদেশ কোনদিন ও স্বাধীন হতো না। কাশ্মীরের ভাগ্য বরণ করতে হতো। যদি সরাসরি সিমান্ত থাকত, পাকিস্তান তার অঙ্গরাজ্য বাংলাদেশ কে কখনো স্বাধীনতা দিত না। উল্টো জঙ্গি ও সন্ত্রাসীর আখড়া বানাত বাংলাদেশ কে। অন্যদিকে বিশ্বের নম্বর ওয়ান জমি মাফিয়া দখলবাজ চীন নিজের অংশ বলে ঘোষণা দিয়েই দখল করত সদ্য ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া দূর্বল বাংলাদেশের বড় অংশ। এদের আচরণ দেখে ভারতও তার ছেড়ে দেওয়া অংশের যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করত ঠিক যেমনটা কাশ্মীরের ভাগ্যে ঘটেছিলো। কাজেই না বুঝে ভারত বিরোধিতা হলো ১৯৭১ এ পাক বাহিনীর ধর্ষণের ফসলদের কাজ।ভারতে মতো একটা রাজনৈতিক স্হিতিশীল ও বৃহৎ গণতন্ত্রের দেশত্র বাংলাদেশর চতুর্দিকে থাকা বাংলাদেশের জন্য বিশাল সুবিধা ও সৌভাগ্যের ব্যাপার। নাহলে শুধুই জঙ্গি মোকাবিলা ও অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত থাকতে হতো।
শুনুন স্যার ভালো কোথায় বলবেন বাংলাদেশ যদি এখন থেকে সতর্ক না হয় টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে যায় পরে ঠেলাটা বুঝবেন। বর্তমান শ্রীলংকার পাকিস্তানের অবস্থা দেখছেন তো ভারতের স্বার্থ কোনদিন নেই আর থাকবেও না আজকের বাংলাদেশ হয়েছে একমাত্র ভারতের জন্যই....
আমি বাংলাদেশ থেকে বলছি।ধন্যবাদ আপনার চিন্তাধারার জন্যে।প্রধানমন্ত্রি শেখ হাসিনাকে আপনি হালকা ভাবে নিয়েননা প্লিজ।দোয়া করেন সৃষ্টিকর্তার কাছে উনি যেন PMশেখ হাসিনাকে লম্বা আয়ু দেন।PMশেখ হাসিনা আমাদের বলেছিলেন ২০২১শে আমরা উন্নয়ন দেখতে পাব হ্যা আমরা দেখছি এবং উনি এও বলেছেন আমরা ২০৪২শে নিজেদের উন্নত জাতি হিসেবে মাথা তোলা দিয়ে বাঁচব।দোয়া করবেন আমাদের জন্যে।
আদাপ দাদা, আগে তো সরকারকে বুঝায় বাংলাদেশের সাথে সম্পর্ক ভাল করার জন্য দাদাগিরি বন্ধ , বানিজ্য নিয়ে কুটকৌশল , সীমান্তে গোলাগুলি সহ সব ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দেন। আর আপনার চিন্তা ও চেতনা একপেশে। ভাল থাকুন।
তোমাদের বাপ চীন যেভাবে উইঘুর মুসলিমদের মেরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে,দেশ ছাড়া করে ও ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেছে। জিনজিয়াং প্রদেশে প্রায় ১২০০ মসজিদ ভেঙ্গে মার্কেট, মদের বার ,টয়লেট তৈরি করেছে । আইন করে দাড়ি রাখা, টুপি পরা, জায়নামাজ রাখা নিষিদ্ধ করেছে। এমনকি উইঘুরদের জন্য কোরানের চৈনিক ভার্সন (চাইনিজ কমিউনিজমের আদর্শে রচিত) পর্যন্ত তৈরি করে প্রমাণ করেছে যে চিন পৃথিবীর সবথেকে বড় ইসলাম বিরোধী দেশ। ওরাই পাকিস্তান ও আফগানিস্তানে মুসলিমদের ধর্মভ্রষ্ট করবে উইঘুরদের মত এটা ১০০% নিশ্চিত থাক। ইতোমধ্যেই ওরা পাকিস্তানে অবস্হিত চিনা কোম্পানিগুলোতে কর্মরত পাকিস্তানিদের নামাজের সময় নামাজ পড়তে না দিয়ে তা প্রমান করেছে। এরপর ঋণ দিয়ে তালিবান দের দাস বানিয়ে উইঘুরদের মত অবস্থা করবে। আর ঋণগ্রস্ত পাকিস্তানের অবস্থা হবে আর ভয়ঙ্কর। বর্তমান শ্রীলঙ্কার মত চিন পাকিস্তান কেও অর্থনৈতিক ভাবে শেষ করবে মিলিয়ে নিস। এখন বাংলাদেশের জন্য ঋণের ঝাঁপি নিয়ে বসে আছে চীন। এই ঋণের ফাঁদে পা ফেললেই চীন তার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করবে। অর্থাৎ চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের অংশ হিসেবে তারা বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা পোর্ট দখল করবে। ঠিক যেভাবে ৯৯ বছরের লিজের নামে দখল শ্রীলঙ্কার হাম্বানটোটা ও পাকিস্তানের গোয়াদার পোর্ট এবং রোহিঙ্গাদের তাড়িয়ে মিয়ানমারের রাখাইন সমুদ্র বন্দর ও মালদ্বীপের আস্ত একটি দ্বীপ দখল করে এসকল জায়গায় সামরিক ঘাঁটি গড়ে তুলছে চীন। কাজেই বিনিয়োগ ও বন্ধুত্বের প্রশ্নে যারাই চীনকে সাপোর্ট করে ও ভারত বিরোধিতা করে তারা নিশ্চিত ভাবেই বাংলাদেশ বিরোধী অপশক্তি ও দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয়।
১) স্যার কিছুদিন পর ভারত আর চট্টগ্রাম বন্দরের ব্যবহার করবে না বা করলেও এখনের মতো গুরুত্ব পাবে না চট্টগ্রাম বন্দর। কারণ বর্তমানে ভারত সরাসরি মায়ানমারে একটি বন্দর তৈরি করছে সেখান থেকে আমরা সরাসরি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সাথে যোগাযোগ রাখতে পারব ৷ ২) ভারত উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে মায়ানমার থাইল্যান্ড পর্যন্ত রাস্তা তৈরি করছে ৩) সবথেকে বড় ব্যাপার বাংলাদেশ পৃথিবীর দুটো দেশের সাথে বর্ডার শেয়ার করে একটা মায়ানমার একটা ভারত ৷ মায়ানমারের সাথে সম্পর্ক অলরেডি খারাপ যদি ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে তাদের ব্যবসা-বাণিজ্য লাটে উঠবে ৷ ৪) বাংলাদেশের ইকোনমিক মেরুদন্ড হল সেখানকার টেক্সটাইল ইন্ডাস্ট্রি ৷ এবং ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশে প্রচুর পরিমাণে কার্পাস ভারত থেকে আমদানি করে ভারত কার্পাস রপ্তানি বন্ধ করে দিলে ওদের ইকোনমিক মেরুদণ্ড ভেঙে যাবে আর সফ্ট লোনের উপর বেশিদিন থাকা যায়না আর ভারত কার্পাস রপ্তানি বন্ধ করে দিলে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আরো বাড়বে ৷ শুধু বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার জন্য ভারত অত্যন্ত কম দামে বাংলাদেশকে কার্পাস রপ্তানি করে ৷ ৪) বাংলাদেশের জঙ্গি সংগঠন নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই বাংলাদেশ যদি পাকিস্তানে পরিণত হয় তাহলে বাংলাদেশের ওপর নয় দু-একটা সার্জিক্যাল স্ট্রাইক করা হবে যেমন পাকিস্তানের সাথে করা হয় ৷
@@silentboy363 পাকিস্তান-চীন বাংলাদেশ তোদের আখন্ড ইন্ডিয়াকে খন্ড খন্ড করবে। তোরা মালাউনরা স্বপ্ন দেখনা অখন্ড ভারত। অখন্ড ভারত তো আর দেখতে পারবি না খন্ড খন্ড ভারত দেখতে পারবি ইনশাআল্লাহ। শুধু সময়ের ব্যাপার
ইন-শা-আল্লাহ শিঘ্রই বাংলাদেশে শিঘ্রই ইসলামী আমিরাতে পরিণত হবে;যেখানে কোনো সংখ্যালঘু নির্যাতিত হবে না! আর বাংলাদেশে যে সংখ্যালঘুরা দাড়ি-টুপিওয়ালাদের দ্বারা নির্যাতিত হয় না বরং স্যাকুলার সরকারি দলের বিভিন্ন গ্রুপের পলিটিক্সের মধ্যে ফেঁসে নির্যাতিত হচ্ছে এটি আপনাদের RSS এর এজেন্টই শিকার করেছে।নিচের ভিডিও দেখলে বুঝবেন ইন-শা-আল্লাহ! th-cam.com/video/zxISC51N7Z8/w-d-xo.html
@@omarhassanosama9477 ওসব তেনা প্যাচানো গল্প দিয়ে লাভ হবে না। ইসলামের চরিত্র কেমন তা সবাই জানে সুতরাং তেল মাখিয়ে গাঁজাখুরি গল্প দিতে আসবেন না। আমিও চাই বাংলাদেশ ইসলামি রাষ্ট্র হোক ঠিক আফগানিস্তান,পাকিস্তান,প্যালেস্টাইন এর মতো ধীরে ধীরে ধ্বংস হোক, আর চোদন খেয়ে কাফির দের দেশে রিফিউজি হবে বাংলাদেশীরা, ওহঃ কতই না মজা লাগবে। এসবের জন্য শুভ কামনা রইল 😉
আপনার রাজনৈতিক বিশ্বেষণ খুবই দর্বল। আপনার উচিৎ পরীক্ষা বিষয়ক যে প্রগ্রাম করেন সে গুলিতে থাকা। রাজনৈতিক বিশ্বেষণ এর জন্য আরও পড়াশুনা করতে হবে।আমেরিকা চায়না মিডিলইষ্ট এর স্বার্থ বিষয় বলেলন কিন্তু ভারত বাংলাদেশ থেকে কি ভাবে তার সার্থ গুলা হাতিয়ে নিচ্ছে তাতো বলেলনা। Reply
দাদা ভারতে বাস করে যখন অন্যদেশের মৌলবাদ সম্পর্কে কথা শুনি তখন খুব হাঁসি লাগে🤣🤣🤣।।অন্য কোন দেশ মৌলবাদ নিয়ে কথা বলে সেটা তবুও সহ্য করা যায় কিন্তু ভারতীয়দের কাছে মৌলবাদ কথাটা হজমে বড্ড আপত্তি আছে।
@@mohammadbiswash2285 আমার এই চিন্তা চেতনার এক এবং একমাত্র কারণ পাকিস্তানে শুধু হিন্দু নয় খ্রিষ্টান ও শিখদেরও বিলীন হয়ে যাওয়া। এবং বাংলাদেশেরও সেই ইসলামিক উগ্রবাদী রাস্তায় হাঁটা, যা অন্য কোনো ধর্মের অস্তিত্বকেই স্বীকার করে না...
চমৎকার বিশ্লেষন। বাংলাদেশে থেকে ভালোবাসা। ভারত আর বাংলাদেশ অভিন্ন সাংস্কৃতিক,oitihasik somporko। যা চিনের সাথে না বললেই হয়। বাংলাদেশ ভারত সমঝোতা আর সহমর্মিতা সবসময়ই গুরুত্বপূর্ণ। জয় বাংলা ❤ জয় हिंद
From BD, With due respect sir, I appreciate your thoughtful and wise analysis and agree as well except some points. 1. Hafajat Islam cannot take over BD anyway. Because there are other big players in the political field ( BNP, Jatia Party, Jamat E Islami) and Hafajat has not that level political strength and so don’t other negative strengths. Rather you could mention JAMAT e Islami, they are stronger. Moreover, the cultural values and beliefs of Bangladeshi are not as same as Afgan. 2. We agree that India is our friendly country but the diplomatic friendship should be based on Bilateral interests but most of the time India try to polarised the interests in its own side for example ( Tista barrage issue). 3. As a Bangladeshi, I didn’t like the strategy of military intervention to BD. Why a country will go for intervention? It’s a diplomatic problem for India. So it has to solve it through diplomatically. 4.For the sake of argument let’s assume, India will intervene by it Military, will really be feasible for INDIA or Will it really be that easy to achieve something? Are we really that weak to defend india ? I agree India is a big country has big military of 14.5 lacs and nuclear powered country. But India is struggling to tackle Pak , Chi. How can you focus on this side? Will it really easy for india to protect seven sister if military intervention happens. Even India has that history to be washed out by Bangladeshi BGB at kuigram border. 5. We are small country but strategically we are in a better position than India. Thank you I am a big fan your channel.
@@NRFP Brother India is a very big player in the south-east Asia and we are surrounded on 3 sides by India. So rivalry cannot bring about anything that is good for my country rather very good diplomatic ( equal give and take) friendship could be beneficial for both countries.
@@md.saifislam2821 India is not our friendly country. they coz more damage to us than Pakistan. This RSS, RAW, are anti Islamic group. if you make friendship with them our religion and culture is in threat already. India and Bangladesh can not be friend. and it's universal truth.
@@md.saifislam2821 India will never invade Bangladesh Our POK and Akshai Chin is still occupied by Pakistan and China..still India. never sent army to take back those territories so why this invasion theory comes..and moreover ..If India wanted to conquer Bangladesh it could do..it back in 1971 but India ..made you live to be free a nation( I admit the efforts and Struggle of Mukti Bahini). India always wants peace we are not Imperialist like Dragon. Stay happy brother..🇮🇳🇧🇩
বাংলাদেশ,বাংলাদেশীরা আপনাদের এখনও ভালোবাসে আর আমাদের প্রধানমন্এী জননেত্রী শেখ হাসিনা একজন উদার মানুষ তার পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব 💚💚💚💚 আপনাদের কাছ থেকেও উদার দৃষ্টি ও ভালোবাসা আশাকরি Sir!!!! 💚❤️💚
ভারত যেমন ইরানে চাবাহার port বানিয়ে ছে তেমনি মায়মমারেও একটা port develop করা উচিৎ। port টা যেন মিযোরামের কাছাকাছি হয়।রাস্তা বানাবার দায়িত্ব ভারতকেই নিতে হবে।
এই স্বপ্ন দেখা আপাতত বন্ধ করে দিন।কারণ মায়ানমার চীনের গোলামে পরিণত হয়ে গিয়েছে।ওখানে চীন ব্যতিত অন্য কেউ সুবিধা করতে পারবেনা চাই জান্তা সরকার আসুক বা অংসান সূচি। বলতে গেলে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের চেয়েও মায়ানমারে চীনের প্রভাব অনেক বেশি।
@@mohinuddin3435 মায়ানমারে কোনো সরকার থাকলে তো সেখানে প্রভাব থাকবে , সারা পৃথিবীতে চীনের একটাই প্রভাব সহজে লোন দিয়ে যা আছে হাতিয়ে নাও। সেদিকে মায়ানমার ও এগোবে, যেভাবে পাকিস্তান শ্রীলঙ্কা এগিয়েছে। বাংলাদেশ তার চেয়েও মারাত্মক জিনিস নিয়ে খেলছে শুধু ডলার পাওয়ার আশায়। ওরা শিক্ষা নেয়নি পাকিস্তান এর অবস্থা দেখে
আলোচনাটা এক পাক্ষিক!! শেষদিকে যে ভয়ানক কথাটি বলেছেন, সেটা এক্সপাঞ্জ করুন। আপনার কথা সত্য হলে, ভারত ও বহু খন্ডিত হয়ে যাবে। আপনার অনেক যদি সত্য হলে, আমার যদি.. ও সত্য হবে!!!
সেইতো ৭০ বছর ধরে এক গান, ভারত খণ্ডিত হয়ে যাবে। যারা চেষ্টা করেছে, তারাইতো উল্টা খণ্ডিত হয়ে বসে আছে। ওনার প্রেডিকশন সঠিক হলে আপনারটাও যে সঠিক হবে, তার কোনো যুক্তি নেই। বাংলাদেশ চীনের ঋণের ট্রাপে পড়বে, ওনার ওই অসংখ্যার সাথে একমত নই। কারণ ঋণ নেয়ার ব্যাপারে বাংলাদেশ যথেষ্ট সতর্ক। তবে বাংলাদেশে উগ্র ধর্মীয় গোষ্ঠী যে অবধারিতভাবেই রাষ্ট্র ক্ষমতায় আসবে, সে ব্যাপারে মোটামুটি আমি নিশ্চিত। উনি মিলিটারি অপশনের কথা বলছেন। আমি মনে করি ভারত বাংলাদেশের অভ্যন্তরে আর্মি পাঠানোর দরকারই নেই। কারণ ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়েই বাংলাদেশের চারদিক থেকে অবরোধ দিয়ে চাপ সৃষ্টি করার সক্ষমতা ভারতের আছে। যেমন পাকিস্তান আমলে আকাশসীমা আর নৌসীমা বন্ধ করে দিয়েই পাকিস্তান আর্মিকে বাংলাদেশে পর্যুদস্ত করা হয়েছিল।
@@sabujshine5597 একটি বিরাট দেশ খন্ড বিখন্ড হওয়ার জন্য ৭০ বছর খুব বেশী নয়। ভারত টুকরো টুকরো হয়ে যাওয়ার অনেক কারণ/উপাদান বিদ্যমান আছে। অপেক্ষা করুন আপনি দেখে যেতে না পারলেও পরবর্তী জেনারেশন হয়তো দেখতে পাবে।
@@ansaruddin6236 আপনি অপেক্ষা করে বসে থাকুন আর দিবাস্বপ্ন দেখুন যেমন আপনার পূর্বের জেনারেশন দেখেছে, আর আপনার পরের জেনারেশনও দেখবে। আগামী ৬০/৭০ বছরে বাংলাদেশের বেশিরভাগ অংশ পানির নিচে চলে যাবে, এটা কিন্তু বিজ্ঞানীদের প্রেডিকশন। কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। ভারতের খন্ড হওয়ার চিন্তা ছেড়ে নিজের দেশের ভবিষ্যতের কথা চিন্তা করুন।
তাতে তোদের কি ? ভারত যেটা খারপ বলবে আমি মনে করি সেটাই ভাল৷ ভারত হল মতলব বাজ ৷ ভাত খেতে পায় না 70 কোটি মানুষ , আবার সুপার পাওয়ার হওয়ার সপন দেখে ৷ অনেটা নেশার ঘোরে রাজা হওয়ার মত
Thanks for your vakuable analysis of the situation. The situation is alarming for Bangladeshi people too. In this case, in my opinion both India and Bangladesh should strengthen their bilateral political relation further, not in words but in action. As a bigger neighbour India should respect the sovereignty of Bangladesh and all deals should be based on mutual benefits. India in no case should demonstrate its big brotherly attitude. If people of one country consider the other country as their friend and equal partner, both the countries will be benefitted. No matter, which government is in the power, applicable for both India and Bangladesh.
No Chap..tomader BAP INDIA ache pashe ..mane tomader Nijeder Abba HINDUSTAN thakte ta kakhon i hote debo Na Chin ke kahon i Banglades e dhukte debo Na !. Love from West Bengal ,HINDUSTAN 🇮🇳🇮🇳
ভারতের হাতে এমন কোনো অফসন নেই যেটা একটা স্বাধীন বাংলাদেশের উপর সেনা অভিযান করতে পারবে আর বাংলাদেশ ঋণের পাঁদে পড়ার আগে ভারত ঋণের পাঁদে পড়ে আছে কারন ভারতে আয় অনুযায়ী ঋনের পরিমান ৫৪% আর বাংলাদেশের আয় অনুযায়ী ঋনের পরিমান ১২% অতেব আপনি আগে নিজের চরকায় দেল দেন নিজ ভুমিকে বাঁচান বাংলাদেশ কে আমরা দেখবো ধর্ম্মীয় উগ্রবাদী ভারতের অমিত শাহের দল মুদির দল ক্ষমতায় আছে তাই ভারত উগ্রবাদী দেশের তালিকায় আছে ৮ বছর দরে এটা বর্তমানে ও চলছে উগ্রবাদী হিন্দুরা ভারতকে পরিচালনা করছে এটা আগে দেখুন বাংলাদেশে উগ্রবাদীরা কখনো ক্ষমতায় আসবে সেটা আশার পরে তখন দেখা যাবে যেখানে উগ্রবাদী হিন্দুরা দেশ চালায় সেখানে মলম না দিয়ে হয়ত কখনো বাংলাদেশ উগ্রবাদী ক্ষমতায় আসিন হবে এটার অগ্রিম সামাধান খোজা আপনার মতো গো মূত্র পান কারি ভারতিয় লোকদের মানায় আপনার জানা থাকায় কথা বাংলাদেশের লোক গুলি শিক্ষিত ভারতের তুলনায় বাংলাদেশের মানুষ বেশী শিক্ষিত তাই এই শিক্ষিত লোক গুলো নিজেদের সমস্যা সাধান এর জন্য ভারতীয় বা আমেরিকার সাহায্য নিতে যাবেনা পাকিস্তান চিনের দাশে পরিনত হয়েছে শ্রিলংকা চিনের দাশে পরিনত হয়ে ১০০% সঠিক তবে ভারত অনেক আগেই আমেরিকার দাশে পরিনত হয়েছে তাহলে আপনারা সবাই দাশ, আর নিজে দাশ হয়ে অন্যকে মালিক বানানো স্বপ্নো দেখাতে আসেন এটা কতো বড় মূর্খতা এটাকি একবার বেবে দেখেন নাই আসলে আপনি নিজেকে শিক্ষক দাবি করেন বাংলাদেশ আপনাকে বিদ্যালয় ঝাড়ু দিতেও রাখবেনা কারন বাংলাদেশের বিদ্যালয় ঝাড়ু দেয়া মালি বা পরিচ্ছন্ন হিন্দু কর্মী গুলো আরো ভালো জ্ঞান রাখে আপনার তুলনায়, আপনি যদি উপদেশ দেয়ার উদ্দেশ্য এই ভিডিও বানিয়ে থাকেন সকল জ্ঞানী লোকেরাই এই ভিডিও টি প্রত্যাখান করবে আর যদি ইউটিউবে ভিউ পাওয়ার উদ্দেশ্য এই ভিডিও বানান তাহলে আপনি সফল কারন আপনার ভুল চিন্তায় ভারত বাংলাদেশের কোনো উপকারে না আসলে ও ভিউ বেশি হলে আপনার ইনকাম আসবেই ১০০% তাই আপনি সফল আর আপনার যুক্তি যারা মানবে ওরা ব্যার্থ
@@যাযাবরজীবন-ঢ১য india r sompotti koto ache ata k age janun.......reserve ache new data onujaieee 600 billion $ ar upor.........r pore roilo gold agulo hisaber baire........
Clarify about non-trade barrier on the part of India which hampers India-bangladesh trade though trade balance heavily tited towards India. Secondly, clarify about common river water sharing treaty. Thirdly, clarify about boarder killing. Fourthly, isn't it's a joke the stringent conditions on Indian LOC to Bangladesh.
বাংলাদেশের মানুষের মন মানুষিকতা যথেষ্ট আধুনিক । তাই আফগানিস্তান হওয়ার প্রশ্নই আসে না। আপনাকে বলি বাংলাদেশ কে ভয় না দেখিয়ে, নিজেদের কে হিন্দু তালেবান দের থেকে মুক্ত করুন, প্রতিবেশি দের সাথে সম্পর্ক ঠিক রাখুন।।After-all বাংলাদেশ মুসলিম সংখ্যা গরিসঠ একটা দেশ।
@@thehike2360 লেখা পড়া করো বেটা তাহলেই বুঝতে পারবে কাকে কি,কোথায়, কিভাবে, বলতে হবে আর প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্কের প্রয়োজনীতা কতটুকু সেটাও বুজবে আশাকরি।
@@thehike2360 আমি ডাক্তারের মেয়ে,আর্কিটেক্টের বউ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর মা। আর আমি আমেরিকা তে ছোট একটা রিয়েল স্টেট ব্যাবসা চালায়। সুতরাং 9 পাস না করলে কি চলে বলো???
ভাই আমরা বাংলাদেশীরা মনে প্রানে বিশ্বাস করি।ভারত আমাদের অকৃত্রিম বন্দু ও আমাদের ভাই।এই সম্পর্ক আলাদা হবার নয় এই সম্পর্ক খুবই মজবুত।চিন ব্যাবসা করতে পারবে ঠিক।কিন্তুু আমরা বাংঙ্গালিরা নিজ দেশের পরে ভারতের স্বার্থ ও নিরাপত্তা আগে দেখি। আপনার আলোচনা অনেক ভাল লেগেছে এই রকম আরো গঠনমূলক আলোচনা শোনার জন্য অপেক্ষায় রইলাম।
বাংলাদেশ সিমান্তের চারদিকে যদি শুধু India না থেকে সাথে চীন ও পাকিস্তান থাকত তবে নিশ্চিত থাক বাংলাদেশ কোনদিন ও স্বাধীন হতো না। কাশ্মীরের ভাগ্য বরণ করতে হতো। যদি সরাসরি সিমান্ত থাকত, পাকিস্তান তার অঙ্গরাজ্য বাংলাদেশ কে কখনো স্বাধীনতা দিত না। উল্টো জঙ্গি ও সন্ত্রাসীর আখড়া বানাত বাংলাদেশ কে। অন্যদিকে বিশ্বের নম্বর ওয়ান জমি মাফিয়া দখলবাজ চীন নিজের অংশ বলে ঘোষণা দিয়েই দখল করত সদ্য ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া দূর্বল বাংলাদেশের বড় অংশ। এদের আচরণ দেখে ভারতও তার ছেড়ে দেওয়া অংশের যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করত ঠিক যেমনটা কাশ্মীরের ভাগ্যে ঘটেছিলো। কাজেই না বুঝে ভারত বিরোধিতা হলো ১৯৭১ এ পাক বাহিনীর ধর্ষণের ফসলদের কাজ।ভারতে মতো একটা রাজনৈতিক স্হিতিশীল ও বৃহৎ গণতন্ত্রের দেশত্র বাংলাদেশর চতুর্দিকে থাকা বাংলাদেশের জন্য বিশাল সুবিধা ও সৌভাগ্যের ব্যাপার। নাহলে শুধুই জঙ্গি মোকাবিলা ও অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত থাকতে হতো।
সুন্দর বিশ্লেষণ কোথায় পাইলেন। উনি কোন সঠিক তথ্য দেননি। কোন রেফারেন্স, ডাটা দেননি। উনার মনে যা চাইছে তা মনের মাধুরী মিশিয়ে গল্প বলেছেন। কোন যুক্তি, তথ্য উপস্থাপন করেন নি। বাংলাদেশ ইতিমধ্যে BRI এ যোগ দিয়েছে। QUAD যোগ দিবেনা বলে দিয়েছে। নতুন কোয়াড যেখানে ইসরাইল আছে সেখানে কখনো যাবে না। ভারতের সাহসও হবে না এই অনুরোধ করা। ভারতকে মনে রাখতে হবে বাংলাদেশ সিকিম্ বা ভুটান নয়। উপস্থাপক জাস্ট উনার কল্পনার বা স্বপ্নের গল্পই বলে গেলেন। এখানে কোন তথ্যই নাই। সত্য মিথ্যা পরের কথা। আপনার হয়তো শুনতে ভাল লেগেছে বলে পজিটিভ মন্তব্য করেছেন। আসলে পুরা ভিডিওটা অন্ত:সারশুন্য।
@@ahmedrajon8739 তোর আব্বু পাকিস্তান কে 71 সালে যোম মতো করে তোদের জন্ম দিলাম আর এখন বড় বড় কথা বলিস 😂😂😂 1 লক্ষ 47000 বর্গকিমি কে যখন স্বাধীন করতে পেরেছি তখন 28 % সংখ্যালঘুর জন্য ও 28 % জমি তাদের অধিকারে দিতে পারবো, শুধু স্বাধীনতা আন্দোলন শুরু হলে হয়।
@@CNRChandanVlog আগে ঘরে ঘরে একটা করে টয়লেট দে একটা ভালো পরিবেশে হাগু কর। তারপর একটা পরিষ্কার গোয়া নিয়ে আমাদের কাছে আসিস। তারপরে ভেবে দেখবো নে। সালা মাঠে হাগা ইতোর।
No indian before British. India must be 575 independent country. Bangladesh already a country. If indian army come to our country u people will will lose ur 7 sisters first. Advise West Bengal belong to Bangladesh. Just get independent from india. That’s all u got
ভারতের হাতে এমন কোনো অফসন নেই যেটা একটা স্বাধীন বাংলাদেশের উপর সেনা অভিযান করতে পারবে আর বাংলাদেশ ঋণের পাঁদে পড়ার আগে ভারত ঋণের পাঁদে পড়ে আছে কারন ভারতে আয় অনুযায়ী ঋনের পরিমান ৫৪% আর বাংলাদেশের আয় অনুযায়ী ঋনের পরিমান ১২% অতেব আপনি আগে নিজের চরকায় দেল দেন নিজ ভুমিকে বাঁচান বাংলাদেশ কে আমরা দেখবো ধর্ম্মীয় উগ্রবাদী ভারতের অমিত শাহের দল মুদির দল ক্ষমতায় আছে তাই ভারত উগ্রবাদী দেশের তালিকায় আছে ৮ বছর দরে এটা বর্তমানে ও চলছে উগ্রবাদী হিন্দুরা ভারতকে পরিচালনা করছে এটা আগে দেখুন বাংলাদেশে উগ্রবাদীরা কখনো ক্ষমতায় আসবে সেটা আশার পরে তখন দেখা যাবে যেখানে উগ্রবাদী হিন্দুরা দেশ চালায় সেখানে মলম না দিয়ে হয়ত কখনো বাংলাদেশ উগ্রবাদী ক্ষমতায় আসিন হবে এটার অগ্রিম সামাধান খোজা আপনার মতো গো মূত্র পান কারি ভারতিয় লোকদের মানায় আপনার জানা থাকায় কথা বাংলাদেশের লোক গুলি শিক্ষিত ভারতের তুলনায় বাংলাদেশের মানুষ বেশী শিক্ষিত তাই এই শিক্ষিত লোক গুলো নিজেদের সমস্যা সাধান এর জন্য ভারতীয় বা আমেরিকার সাহায্য নিতে যাবেনা পাকিস্তান চিনের দাশে পরিনত হয়েছে শ্রিলংকা চিনের দাশে পরিনত হয়ে ১০০% সঠিক তবে ভারত অনেক আগেই আমেরিকার দাশে পরিনত হয়েছে তাহলে আপনারা সবাই দাশ, আর নিজে দাশ হয়ে অন্যকে মালিক বানানো স্বপ্নো দেখাতে আসেন এটা কতো বড় মূর্খতা এটাকি একবার বেবে দেখেন নাই আসলে আপনি নিজেকে শিক্ষক দাবি করেন বাংলাদেশ আপনাকে বিদ্যালয় ঝাড়ু দিতেও রাখবেনা কারন বাংলাদেশের বিদ্যালয় ঝাড়ু দেয়া মালি বা পরিচ্ছন্ন হিন্দু কর্মী গুলো আরো ভালো জ্ঞান রাখে আপনার তুলনায়, আপনি যদি উপদেশ দেয়ার উদ্দেশ্য এই ভিডিও বানিয়ে থাকেন সকল জ্ঞানী লোকেরাই এই ভিডিও টি প্রত্যাখান করবে আর যদি ইউটিউবে ভিউ পাওয়ার উদ্দেশ্য এই ভিডিও বানান তাহলে আপনি সফল কারন আপনার ভুল চিন্তায় ভারত বাংলাদেশের কোনো উপকারে না আসলে ও ভিউ বেশি হলে আপনার ইনকাম আসবেই ১০০% তাই আপনি সফল আর আপনার যুক্তি যারা মানবে ওরা ব্যার্থ
We have to strike a balance in our diplomatic relation.We keep good relation with all and must develop our economy and military power to face any future challange.
ভারতের হাতে এমন কোনো অফসন নেই যেটা একটা স্বাধীন বাংলাদেশের উপর সেনা অভিযান করতে পারবে আর বাংলাদেশ ঋণের পাঁদে পড়ার আগে ভারত ঋণের পাঁদে পড়ে আছে কারন ভারতে আয় অনুযায়ী ঋনের পরিমান ৫৪% আর বাংলাদেশের আয় অনুযায়ী ঋনের পরিমান ১২% অতেব আপনি আগে নিজের চরকায় দেল দেন নিজ ভুমিকে বাঁচান বাংলাদেশ কে আমরা দেখবো ধর্ম্মীয় উগ্রবাদী ভারতের অমিত শাহের দল মুদির দল ক্ষমতায় আছে তাই ভারত উগ্রবাদী দেশের তালিকায় আছে ৮ বছর দরে এটা বর্তমানে ও চলছে উগ্রবাদী হিন্দুরা ভারতকে পরিচালনা করছে এটা আগে দেখুন বাংলাদেশে উগ্রবাদীরা কখনো ক্ষমতায় আসবে সেটা আশার পরে তখন দেখা যাবে যেখানে উগ্রবাদী হিন্দুরা দেশ চালায় সেখানে মলম না দিয়ে হয়ত কখনো বাংলাদেশ উগ্রবাদী ক্ষমতায় আসিন হবে এটার অগ্রিম সামাধান খোজা আপনার মতো গো মূত্র পান কারি ভারতিয় লোকদের মানায় আপনার জানা থাকায় কথা বাংলাদেশের লোক গুলি শিক্ষিত ভারতের তুলনায় বাংলাদেশের মানুষ বেশী শিক্ষিত তাই এই শিক্ষিত লোক গুলো নিজেদের সমস্যা সাধান এর জন্য ভারতীয় বা আমেরিকার সাহায্য নিতে যাবেনা পাকিস্তান চিনের দাশে পরিনত হয়েছে শ্রিলংকা চিনের দাশে পরিনত হয়ে ১০০% সঠিক তবে ভারত অনেক আগেই আমেরিকার দাশে পরিনত হয়েছে তাহলে আপনারা সবাই দাশ, আর নিজে দাশ হয়ে অন্যকে মালিক বানানো স্বপ্নো দেখাতে আসেন এটা কতো বড় মূর্খতা এটাকি একবার বেবে দেখেন নাই আসলে আপনি নিজেকে শিক্ষক দাবি করেন বাংলাদেশ আপনাকে বিদ্যালয় ঝাড়ু দিতেও রাখবেনা কারন বাংলাদেশের বিদ্যালয় ঝাড়ু দেয়া মালি বা পরিচ্ছন্ন হিন্দু কর্মী গুলো আরো ভালো জ্ঞান রাখে আপনার তুলনায়, আপনি যদি উপদেশ দেয়ার উদ্দেশ্য এই ভিডিও বানিয়ে থাকেন সকল জ্ঞানী লোকেরাই এই ভিডিও টি প্রত্যাখান করবে আর যদি ইউটিউবে ভিউ পাওয়ার উদ্দেশ্য এই ভিডিও বানান তাহলে আপনি সফল কারন আপনার ভুল চিন্তায় ভারত বাংলাদেশের কোনো উপকারে না আসলে ও ভিউ বেশি হলে আপনার ইনকাম আসবেই ১০০% তাই আপনি সফল আর আপনার যুক্তি যারা মানবে ওরা ব্যার্থ
@@farhanmasum4250 তা পাকিস্তানে সিয়া ও সূন্নী কে মারছে, হিন্দুরা,rss না বিজেপি, সিরিয়ায় মুসলিমদের কে মারছে, আফগানিস্তানে মুসলিমদের কে মারছে।গোটা পৃথিবীতে ইসলাম হলেও শান্তি ফিরবে না। ইসলাম অশান্তির ধর্ম, তুই একটা উদাহরণ।
Dear Viewers,
বাংলাদেশ কে নিয়ে ভারতের নীতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন - এই বিষয়ে আপনার মূল্যবান মতামত এর অপেক্ষায় আছি । আশা করি মন খুলে কথা বলবেন 🙏
- সুজিত দেবনাথ স্যার।
মিলেটারি একশন 🙏সঠিক সময়ে
স্যার বাংলাদেশি হিন্দু নির্যাতনের ওপর ভিডিও চাই 🙏🙏🙏🙏🙏
ভারত সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক বানানোর জন্য আপনার পরামর্শ নেওয়া l দারুন তথ্য l যায় হোক নতুন কোর্স কবে আনবেন l আমরা একটা আপনার মতো গরুর দরকার
Sorry স্যার গরু না গুরু দরকার
ভারতের hindu terror যেমন ভারত এর রাজনৈতিক ক্ষমতা দখল করে দেশের মুসলিম ও মুসলিম দেশ গুলর উপর thrate নিয়ে এসেছে। সেখান থাকেই প্রতিবেসি দেশ গুলো শিখা নিয়েছে। কারন তাঁরা জানে হিন্দুতবাদ দিন দিন দানবের মতো বাড়ছে Iscon,rss,bojrong মতো সন্ত্রাশি দাঙ্গাকারি দের হাত ধরে Bjp র ছত্রছায়াতে।
বাংলাদেশের অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক শক্তিশালী অবস্থান দাদাদের ভয় ধরিয়ে দিয়েছে বুঝলাম দাদার এই আলোচনার মাধ্যমে। ভারতীয়রা যতো বেশি বাংলাদেশ নিয়ে সমালোচনা করবে বুঝতে হবে বাংলাদেশ সত্যিকার অর্থে এগিয়ে যাচ্ছে.... তো দাদা আপনারা চুলকাতে থাকুন.....
my country Bangladesh
Admin of this vedio analyzed critically in the right direction of the policy of bd govt.Development of bd depends on the relationship of the countries who lead the geopolitics.Balanceing is must to enhance the bd in all respects
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসব ভালই বুঝেন। আপনারা মনে হয় ভয় পাচ্ছেন।
দাদারা বাংলাদেশকে sikim সিকিম মনে করলে নিজের পায়ে নিজে কুঠাল মারবে।
ভারত বাংলাদেশের দিকে নজর দিযে কিছুইতো করতে পারবেনা পক্ষান্তরে ভারতের স্বাধীনতা কামী কিছু অঙ্গ রাজ্য ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাজ্য হবে আর ওদিকে কাশ্মীর ছিনিয়ে নিবে পাকিস্তান।
স্যার,
সম্মানের সাথে বলছি, আপনার জানার অনেক অভাব রয়েছে।
কিসের সম্মান?
এই বেটা কিছুই জানে না,মোদির শিখানো বুলি আওরাচ্ছে
সবাইকে সম্মান দিতে নেই মিস
Besh suru holo..gaye lagley hye galo
ও মুখস্থ করে যা শিখেছে তাই বলেছে।কাশ্মির কে নিজে ভূমি বলে দাবি করে,কতবড় জ্ঞানী এখন চিন্তা করে দেখেন!
উনি ফিজিক্স না পড়িয়ে সব তালগোল করে ফেলতেছেন।মুখস্ত বিদ্যা।
এক মত অপ্রিয় হলেও সত্য এই লোক জানে কম কিন্তু দেখায় খুব জানে। আর পড়াশোনা করা দরকার
অবাক! বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা সমন্ধে আপনার ব্যাপক ধারণা।
এতো ভালো ধারণা যে বাংলাদেশের জনগণ হাসে... অতএব , হাসিনামী বন্ধ কর ❌❌❌
দাদা, বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হবার সম্ভাবনা নেই, তবে ভারত মৌলবাদী রাষ্ট্র হয়েই আছে।আর সহস্র বছরের ইতিহাস বলে বাঙ্গালীরা দাদাগিরি পছন্দ করে না। নিশ্চিন্ত থাকুন ছোড়দা।
👌
আপনি অত্যন্ত বাজে কথা বলেন। ভারত মৌলবাদী রাষ্ট্র। তাহলে ভারতের রাষ্ট্রপতি মুসলিম ধর্মাবলম্বী হয় কি করে?ভারত বরং যে কারনেই হোক মুসলমানদের তোয়াজ করে চলছে। ভারতে বড়ো বড়ো প্রশাসনের পদে মুসলিম সম্প্রদায়ের মানুষ বসে আছে। কোলকাতার মেয়র একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ।
@@niharbasu6004 মুসলমানরা আপনাদের জন্য যা করেছে তার সামান্য eye wash হলো আপনি যা বলেছেন
নো বিচির ধর্ম উগ্রপন্থী ধর্ম
@@niharbasu6004 ঐ একখানই খুজে পেলি রে ?
বাংলাদেশ কে সামরিক শক্তিশালি এইৃ মূহুর্তে করতে হবে চারগুণ । রংপুর দিনাজপুর ফেনী ও পার্বত চট্টগ্রামে শক্তিশালি সেনানিবাস গঠন করতে হবে ।
ঠিক
YES BANGLADESH NEED TO BE ABLE TO DEPEND HER OWN SAFETY AND SOVERIGHTY.
WE NEED AT LEAST 8 MORE CANTONMENTS IN BORDER AREAS.
Konodino hobe na
At first get a proper education
Most of you are madrashachap. This is the main flaw of you country
অতি উওম কথা গুলি অনেক মূল্য বান এতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিলাম বাংলাদেশ থেকে
দাদা আপনারা যে দিল্লী দ্বারা নিষ্পেশিত হচ্ছেন সেটা তো বলেন না..৷। নিজের ক্ষতি করেও দিল্লীর গোলামী চালিয়ে যাচ্ছেন। এবার একটু সচেতন হোন!!
ঢাকার গোলাম চলে এলো।
ঠিক।
Arab er golam
দাদা বাংলাদেশের লোকজন কলকাতায় বেড়াতে ঘুরতে যাইতেছে না? তাই পশ্চিম বঙ্গের সবচেয়ে বেশি লস? ব্যবসা বানিজ্য লাটে উঠেছে।
দিল্লি ত আপনাদের আগে ধরেছে? দিল্লির দাদাগিরির জন্য ভারত টুকরো টুকরো হতে চলেছে কাশ্মীর আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সবা ই ত স্বাধীনতার জন্য সংগ্রাম করছে
আপনার এই বক্তব্যে এটাও পরিস্কারভাবে বুঝতে বাকী থাকে না যে, বাংলাদেশের স্বাধীনতা ভারতের জন্যই বেশি দরকারী ছিল, এমনকি এজন্যই ১৯৭১ সালে তারা বাংলার স্বাধীনতা যুদ্ধে ভারতের স্বার্থেই ঝাপিয়ে পরেছিলেন।
Momotamoi Sri moti Indira Gandhi i valo janen.
Ato din pore bujhlen dada?
আপনি ঠিকই বলেছেন। ভাওতের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে টুকরো টুকরো করে আলাদা আলাদা রাষ্ট্র গঠন করা। তাহলেই চিরশত্রু পাকিস্তানকে উপজুক্ত জবাব দেওয়া যাবে।
এবং ভারতই কুটনৈতিক চাল দিয়ে দেশটা ভাগ করে দিয়েছে।প্রমাণ হয়ে গেল আবার।
Assamalaikum right
ভারত যে বাংলাদেশের ওপর নির্ভরশীল সেটা স্বীকার করার জন্য ধন্যবাদ তবে এ বাদে আপনি যে কথা গুলো বলেছেন তার সবই আপনার মনগড়া ইতিহাস এবং পক্ষপাত মূলক। আপনি একটা মৌলবাদী রষ্ট্রের মানুষ হয়ে বাংলাদেশের মতো একটি সাম্প্রদায়িক সম্প্রতির দেশকে মৌলবাদী দেশ বলার আগে লজ্জা পাওয়া উচিৎ ছিলো।
Bangladesh Oshamprodaik...??? 😂😂
India Bangladesh kono Tai Oshamprodaik na. Lol.
বাংলাদেশ সিমান্তের চারদিকে যদি শুধু India না থেকে সাথে চীন ও পাকিস্তান থাকত তবে নিশ্চিত থাক বাংলাদেশ কোনদিন ও স্বাধীন হতো না। কাশ্মীরের ভাগ্য বরণ করতে হতো। যদি সরাসরি সিমান্ত থাকত, পাকিস্তান তার অঙ্গরাজ্য বাংলাদেশ কে কখনো স্বাধীনতা দিত না। উল্টো জঙ্গি ও সন্ত্রাসীর আখড়া বানাত বাংলাদেশ কে। অন্যদিকে বিশ্বের নম্বর ওয়ান জমি মাফিয়া দখলবাজ চীন নিজের অংশ বলে ঘোষণা দিয়েই দখল করত সদ্য ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া দূর্বল বাংলাদেশের বড় অংশ। এদের আচরণ দেখে ভারতও তার ছেড়ে দেওয়া অংশের যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করত ঠিক যেমনটা কাশ্মীরের ভাগ্যে ঘটেছিলো। কাজেই না বুঝে ভারত বিরোধিতা হলো ১৯৭১ এ পাক বাহিনীর ধর্ষণের ফসলদের কাজ।ভারতে মতো একটা রাজনৈতিক স্হিতিশীল ও বৃহৎ গণতন্ত্রের দেশ বাংলাদেশর চতুর্দিকে থাকা বাংলাদেশের জন্য বিশাল সুবিধা ও সৌভাগ্যের ব্যাপার। নাহলে শুধুই জঙ্গি মোকাবিলা ও অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত থাকতে হতো।
চীন যেই দেশের দিকে নজর দেয় সেই দেশ আজ উন্নত,যেমন মালেশিয়া সিঙাপুর, আর এমেরিকা, ভারত যেই দিকে নজর দিছে, ইরান, আফগানীস্তান, আপনার বিবেচনা ভুল
সিঙ্গাপুর মালেশিয়া কে চিন উন্নত করেছে এটা আপনাকে কে বলল? আপনি ইতিহাস ভূগোল কিছুই জানেন না । চিন উন্নত হওয়ার আগেই সিঙ্গাপুর কিংবা মালেশিয়া উন্নত হয়েছে । আপনার কথা অনুযায়ী, বাবা নপুংসক হলেও সন্তানের জন্ম দিয়েছে 🤣 !!!!!
সিঙ্গাপুরের বিদেশি মুদ্রা ভাণ্ডার মালেশিয়ার তিনগুণ । কারণটা আর বললাম না । আমেরিকার সাহায্য পেয়ে যে দেশগুলো আজ উন্নত হয়েছে সেই দেশগুলো হল তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, ইসরায়েল, সৌদি আরব, সিঙ্গাপুর,মালয়েশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জর্ডান ইত্যাদি । আর চিনের সাহায্য পাওয়া দেশগুলো হল উত্তর কোরিয়া, পাকিস্তান, ইরান, শ্রীলঙ্কা, কিছুটা বাংলাদেশ, উত্তর আফ্রিকার গরিব দেশগুলো, ভ্যানিজুয়েলা, মায়ানমার ইত্যাদি । আর ভারত আফগানিস্তানে সামান্য কিছু অবকাঠামো নির্মাণে অনুদান দিয়ে সাহায্য করেছে মাত্র, ঋণ দিয়ে নয় । ভারত ইরানের কাছ থেকে অপরিশোধিত তেল কেনে। ভারতের মত বড় দেশের ক্ষেত্রে পাকিস্তানের মত প্রথমে আমেরিকা আর এখন চিনের কাছে সমর্পণ করার মত পরিস্থিতি কোন কালেই তৈরি হয়নি, বিজ্ঞানসম্মত ভাবে অ্যাসেসমেন্ট করলে, তা ভবিষ্যতেও তৈরি হবে না । খোদা হাফেজ ।
আপনার তো এখনো জঙ্গলে জান লোটা-বদনা নিয়ে
@@baniyabondho আপনি একটু Google করে দেখুন যে এই মুহূর্তে Sanitation-coverage এ ভারত বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ।
*At present India is having 98% of sanitation coverage* whereas Bangladesh is having around 80% of sanitation coverage only.
@Night Owl There is absolutely no bar in India to make cinemas on social issues. That's why India can achieve and has achieved more than 90% open-defecation-free sanitation coverage within few years. That's why India makes it's own regional version of GPS by means of IRNSS and Navic with constellation of satellites. That's why India has made it's own nuclear powered SSN submarines and aircraft carrier. That's why India has reached to moon and mars. That's why India sends foreign satellites by it's own launch vehicles. That's why India is the global manufacturing hub of covid and all other vaccines. That's why Indian students are ruling NASA, US. That's why Indian IT export is around 150 billion USD and about to reach 500 billion USD mark. That's why India is number one in generic pharmaceutical industry. That's why India is launching it's own 5G networks. That's why India is about to reach 100% literacy rates from present 80-85% .That's why Indian passport is valued more than Bangladeshi one worldwide . That's why India is still ahead of Bangladesh in human development index (HDI) .
@Night Owl what is the HDI Ranking of Bangladesh and India? Your preposterous argument and your fictitious figure which are comparing 2011 census-India figure with 2018/19 manipulated report of Bangladesh!!! That's hilarious!!!
সবার আগে বলতে চাই আপনি একজন জাতীয়তাবাদী , দেশপ্রেমিক ও খাঁটি মানুষ❤️
🕉️🚩জয় মা দূর্গা🚩🕉️
উনি একটা প্রকৃত বাল।যখন রাস্তায় রাস্তায় মুসলমানদের দের মারলি,মসজিদ পুরাইলি,ভাংলি,তখন এই প্রকৃত দেশপ্রেমিক কোথায় পুটকি মারা খাইতে গেছিলো?? বাংলাদেশে এখনো হিন্দু দের এভাবে কোপানো, রাস্তায় হত্যা কিছুই হয় নাই।কিন্তু বর্বর হিন্দুর বাচ্চা গুলা এখানে থাকলে এখানেও দাংগা লাগতো
তোদের অতি জাতীয়তাবাদ এই রিজিয়নের জন্য হুমকিস্বরূপ
ভারতের হাতে এমন কোনো অফসন নেই যেটা একটা স্বাধীন বাংলাদেশের উপর সেনা অভিযান করতে পারবে আর বাংলাদেশ ঋণের পাঁদে পড়ার আগে ভারত ঋণের পাঁদে পড়ে আছে কারন ভারতে আয় অনুযায়ী ঋনের পরিমান ৫৪% যা বিপদ সিমার উপরে আর বাংলাদেশের আয় অনুযায়ী ঋনের পরিমান ১২% যা বিপদ সিমার নিচে অতেব আপনি আগে নিজের চরকায় দেল দেন নিজ ভুমিকে বাঁচান বাংলাদেশ কে আমরা দেখবো ধর্ম্মীয় উগ্রবাদী ভারতের অমিত শাহের দল মুদির দল ক্ষমতায় আছে তাই ভারত উগ্রবাদী দেশের তালিকায় আছে ৮ বছর দরে এটা বর্তমানে ও চলছে উগ্রবাদী হিন্দুরা ভারতকে পরিচালনা করছে এটা আগে দেখুন বাংলাদেশে উগ্রবাদীরা কখনো ক্ষমতায় আসবে সেটা আশার পরে তখন দেখা যাবে যেখানে উগ্রবাদী হিন্দুরা দেশ চালায় সেখানে মলম না দিয়ে হয়ত কখনো বাংলাদেশ উগ্রবাদী ক্ষমতায় আসিন হবে এটার অগ্রিম সামাধান খোজা আপনার মতো গো মূত্র পান কারি ভারতিয় লোকদের মানায় আপনার জানা থাকায় কথা বাংলাদেশের লোক গুলি শিক্ষিত ভারতের তুলনায় বাংলাদেশের মানুষ বেশী শিক্ষিত তাই এই শিক্ষিত লোক গুলো নিজেদের সমস্যা সাধান এর জন্য ভারতীয় বা আমেরিকার সাহায্য নিতে যাবেনা পাকিস্তান চিনের দাশে পরিনত হয়েছে শ্রিলংকা চিনের দাশে পরিনত হয়ে ১০০% সঠিক তবে ভারত অনেক আগেই আমেরিকার দাশে পরিনত হয়েছে তাহলে আপনারা সবাই দাশ, আর নিজে দাশ হয়ে অন্যকে মালিক বানানো স্বপ্নো দেখাতে আসেন এটা কতো বড় মূর্খতা এটাকি একবার বেবে দেখেন নাই আসলে আপনি নিজেকে শিক্ষক দাবি করেন বাংলাদেশ আপনাকে বিদ্যালয় ঝাড়ু দিতেও রাখবেনা কারন বাংলাদেশের বিদ্যালয় ঝাড়ু দেয়া মালি বা পরিচ্ছন্ন হিন্দু কর্মী গুলো আরো ভালো জ্ঞান রাখে আপনার তুলনায়, আপনি যদি উপদেশ দেয়ার উদ্দেশ্য এই ভিডিও বানিয়ে থাকেন সকল জ্ঞানী লোকেরাই এই ভিডিও টি প্রত্যাখান করবে আর যদি ইউটিউবে ভিউ পাওয়ার উদ্দেশ্য এই ভিডিও বানান তাহলে আপনি সফল কারন আপনার ভুল চিন্তায় ভারত বাংলাদেশের কোনো উপকারে না আসলে ও ভিউ বেশি হলে আপনার ইনকাম আসবেই ১০০% তাই আপনি সফল আর আপনার যুক্তি যারা মানবে ওরা ব্যার্থ
Don't think Bangladesh will slow down it's relation with it's IRON BROTHER China if India is being jealous of Bangladesh economical success. ... west Bangla, Bihar, Orisha, Chattisghar & 7 sisters are historically integrated part of Bangladesh. .. Bangladesh want those land back. .. even if that means Bangladesh has to send it's military & capture those illegally occoupied Bangladeshi territories by india & apply maximum force.
কিরে মালাউন এর বাচ্চা
Your topic is very much important. As a BANGLADESHI I hope your presentation about the relationship with big powers is critical. I hope a worthy politicians at first thought how the people of his country will live in peace and prosperous. I think Shaikh Hasina is a patriot leader and her leadership is capable to manage politically.She is srounding faithful scholars and wise persons. Bangalis has a special quality that they unitedly faced any unprecedented situations. We are brave and united and it's our strength.
বাংলাদেশে ভারতের স্বার্থ কি সেটা কিন্তু খোলাসা করলেন না,শুধু পূর্ব ভারতের নিরাপত্তার কথা বলেই চেপে গেলেন।
Bangladesh Indian 2 Nd way of income.
Aar bangladesher
Chaina our friend piz dont talk about bangladesh
Hum last option is sending Indian army 😒 do you think if Indian army come to bd for war can they return with their life 🌚 as much I understand from your discussion Bangladesh is a banana tree and the banana should be given to India but not any other country 🙆 indias time up I guess. India just know how to take but not give anything and as result nobody left to be friends with.
🙆🙆
এক মত, যে যতই জ্ঞানী হোক নিজের বেলায় ১৬ আনা
শুনেছি পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। এখন বাস্তবেও তাই দেখছি!!
Ha jemon tui vai 🙄🙄🙄
এই প্রোডাক্টটা কোন দেশের?
@@Raju-dj3zu
হাসতে হাসতে পেটে খিল ধরে!! হায় ইশ্বর!!
এজন্যই দাদুরা তার সব প্রতিবেশী দেশগুলোর কাছে তাড়া খাচ্ছে।
@@VillageCookingShow
কথায় বলে না, গায় মানে না আপনি মোড়ল
নিরাপদ ও বন্ধু প্রতিম হোক সকল প্রতিবেশি দেশ সমূহ .বাংলাদেশ সেভাবে নিরাপদ সম্বৃদি অরজন করুক অন্নান দেশের মত সুখী হোক .কোন হিংসা প্রতিহিংসা নয শ্রদ্বা ও ভালোবাসা স্হাপন হোক.জয বাংলা.
ভারত আমাদের বন্ধু রাষ্টৃ .আমরা ভালোবাসা চাই .ভারতের সহযোগীতায যুদ্ব করে স্বাধীনতা অরজন করেছি.ভারতের সাথে ভালোবাসা অমর থাকুক.জয বাংলা
হেফাজত ইসলাম রাজনীতি ক,রে না ।
ভারতের উচিত দাদা গিরি বাদ দিয়ে বাংলাদেশ কে বন্ধু হিসাবে গ্রহণ করা। সেই সাথে দেশের সকল মানুষ কে উন্নয়ন এর পথে সামিল করা।
.ভারত দাদাগিরি দেখালে.....বাংলাদেশ এক পাও এগোতে পারতো না।
ভারত দাদাগিরি দেখালে ....পাকিস্থানের চোখ রাঙানি সহ্য করতো না।
ভারত দাদাগিরি দেখালে......নেপাল ভুটান কেউ থাকতো না.. তিব্বত কে যেমন চায়না কবজা করে নিয়েছে সেরকম কবজা করে নিত।
ভারত শান্তি চায় বলেই নিজের ক্ষমতা থাকা সত্বেও শত্রু এর মার সহ্য করে নেয় যতক্ষণ না সহ্যের সীমা পার হয় । আশা করি বুজবেন।
@@souravroy914 India can't protect Bangladesh against China but China can easily protect Bangladesh against India it's a simple equtiation. China never talkes about doing anything against Bangladesh but every single day we see India doing something aginst Bangladesh. Even though Bangladesh is a friend, hatred against Bangladesh from India is none less then Pakistan, so what kind of friendship is that? China gives proper respect to everyone but India likes to do Dadagiri, obviously you can't understand the dadagiri as an Indian citizen living inside India but we see how arrogant India is every day. Bangladeshi people puts respect before everything no one likes arrogance. China is bad we know that but India is far worse then that. India has no friends in south Asia right now because of their arrogance and hate politics. The problem is overconfidence and superiority complex, its dethrimental for india right now, so much so that they think they can win against every neighbor with help of USA and Isreal (2 most evil countries in the world). Any way an Andhbhakt will never understand. Give respect to get respect try to see from both sides.
সামরিক চিন্তা করলে ভারতের ৭ ছিষ্টার বিচ্চিন্ন হবে।
@@kamrulmd3737 toder Bangladesh theke 3.1 million lok India te refugee hoi esechilo tader jaiga india diachilo
@@truelife1388 Thanks to you for your valuable ans to Indian's.
Respect boss😍😍
India is just our neighbour but not friends.
বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে হলে, বলেন, বাণিজ্য বৈষম্য নিয়ে, তিস্তা চুক্তি, আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন নিয়ে, সীমান্ত হত্যা নিয়ে
এইতো ভাই দিলেনতো জায়গা মতো লারা চারা,,কাজটা ভালো করলেন না,,, এই নিয়ে শালারা কোন কথা কয়না
Right
এতোক্ষণতো ভালোই ছিলো। একি বললেন ভাই। দিলেনতো গরম ভাতে পানি ঢেলে।এই কথাগুলো বললেই দাদাদের মুখে কুলুপ এঁটে যায়।
@@unknownvideos6987 তোদের কে পুরো পুরি গোলাম বানাবো😂। চট্টগ্রাম বন্দর দখল হয়ে গেল।😂
@@সুমনভট্টাচার্য ora allready golam. Oder jat tai golam. Kangla der jonmo e hoyeche golami korar jonno😂
আপনার কথা শুনতে খুব ভালো লাগে। সঠিক কথা
আপনি কোথায় পেলেন হেফাজতে ইসলাম রাজনৈতিক দল???পাকিস্তান, শ্রীলংকা মায়ানমার এর সাথে বাংলাদেশকে মিলালে চলবেনা বুঝলেন স্যার??
O achcha!
Bangladesh buji eder thekeo kharap !
ঠিক বলছেন ভাই ❣️
@@tusharranjansarkar5936 বাংলাদেশ যদি ওদের মতো খারাপ অবস্তা হত তাহলে বাংলাদেশে চীনের প্রভাব বেড়ে যেত এতদিনে। তখন চীনের দিক থেকে তোমরা আরো ও দূর্বল হয়ে পরতে।তখন বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা হতো তোমাদের।
অাচ্ছা তাহলে ওটা রাজনৈতিক দল নয়, উগ্রবাদী জঙ্গি দল।
@@Pro.sanku91 যা ইচ্ছা তা ই বলতে পারেন তবে রাজনৈতিক দল না
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় জানতে আপনার আরও বেশি গবেষণা প্রয়োজন । স্যার আপনার তথ্য এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বাস্তবতা পুরোপুরি ভিন্ন।
ঠিক।কিন্তু এতে স্যারের কোন দোষ নাই। স্যার যা পড়েছেন আর রিছোর্চ পেয়েছেন তা থেকে বলেছেন। হেফাজত নিয়ে স্যারের ধারনা অনেকটা ভুল। সাম্প্রদায়িক সম্প্রতির দিক দিয়ে বাংলাদেশ অনেক উপরে।
Excellent. Best of regards to the presentation and alarm.
স্বাধীন দেশে আর্মি পাঠানোর হুমকি না দিয়ে বরং নিজের দেশের দিকে মনোযোগ দিন।
Yes...it would be the end of india ...india will torn apart ...if they can they could invade in 1971.
ভুল ব্যাখ্যা করলেন, ভাই।
চীনের ফাদে পা দেওয়া উচিত, ভারতের ফাদে নয়, তিস্তা নদী নিয়ে ভারত ১৯৭১ পর থেকে গেম খেলতেছে
ঠিক
R8
ভাই তোমরা এক তরফা কথা বলো কেন জল না ছারার ফলে যদি বাধ ভেঙে যায় তাহলে ভারত, বাংলাদেশ দুটো দেশের বিপুল খতি হবে।
@@swarupdas8806 rivers must keep open during rainy season for total safety
@@swarupdas8806 তিস্তার পানি বর্ষাকালে বাংলাদেশের টিনের ঘরের চালার উপর দিয়ে আর শীত মৌসমে যখন সবজি ফসল ফলানের সময় হয় তখন তিস্তার চর হয় রাজস্তানের মরু ভূমি বাচ্ছারা খেলা করে চরে চুক্তি অনুযায়ী কথা চিলো ভারত বাংলাদেশকে এভারেজ পানি দিবে শীত বর্ষায় এক রকম
ভারত বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও নিবিড় করতে হবে। বাংলাদেশের বইপত্র এবং সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যম হিসেবে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার সঙ্গে আন্তরিক সম্পর্ক আরও উন্নত করতে হবে।
I just add some numerical figure regarding foreign debt of Bangladesh which may evaluate your narrative.
1. Foreign Debt to GDP ratio of Bangladesh 39.94% ( India 68.28%)
2. Per capita foreign loan of Bangladesh $292 (India $423)
3. China's share in foreign loan of Bangladesh 6%
Another qualitative information - A country being in threat of Debt Trap doesn't offer loan to another country. Bangladesh lent money to Sri Lanka.
Thank you.
What do you want to say ???
Good and right information sir. But we should know the 10 years economic development of those country include India.Not only country but also as Indian we have backed than other countrymen . Indian Government have to more develop by economy.
Correct information....China own ports all over the world...even Australia / Netherland etc.....gandu Sir ta ULTA palta ja boloo...British ra tai boltoo "they hate each other's"
@@sfcasha What is your problem and , for most of the Bangladeshi , is they can't keep respect while even simple talking. See even two of your friends is enough respectful while passing comments. You don't pay while talking polite. Have a nice day.
@@pinakidas1722 Bangladesh is not under the threat of Chinese Debt Trap.
I am proud to be a Bangali Muslim 🇧🇩🇧🇩❤️🇧🇩🇧🇩
আগাটা কাটা আছে, খুশিতে পুরোটা কেটেফেল
@@sandipbarman8748 আলহামদুলিল্লাহ!
তোদের নিকৃষ্ট ধর্মে জন্ম গ্রহণ করে নি।
" সীতা সইচ্ছায় রাবণকে দিলো দেহদান আর রাবণ সীতাকে দিলো বীর্যদান। তাই সীতার গর্ভে রাবণের বীর্যে দুই জন জমজ তারা হলো লব আর কুশ। "
(রামায়ণ ২ঃ১৯-২১)
তোদের মতো আবালরা এই ধর্ম নিয়ে গর্বিত 🤣🤣🤣🤣🤣
সালা গরুর বাচ্চা। তোরা প্রমাণ করে দিয়েছিস যে ভারতে তোদের মাকে হত্যা করা নিষিদ্ধ করেছিস।
@@sudiptapal6029 আবাল! আমরা শুয়োরের জন্য নিরীহ মানুষকে হত্যা করি না। এটাই প্রমানিত আমরা শুয়োরের বাচ্চা নয়। তোরা প্রমাণ করে দিয়েছিস, তোরা গরুর পেট থেকে বের হয়েছিস যেমনঃ ভারতে গরুর জন্য নিরীহ মুসলিমকে হত্যা।
😂😂
Yes...
Khub bhalo laglo. 👍
🙄 তোমাদের ভারতের পক্ষ থেকে তোমাদের সুবিধা তোমরা দেখতেই পারো। তাই বলে এই না যে বাংলাদেশ তার সুবিধা খুজবে না।
চিন তোমাদের কাছেও খুব ভালো ছিলো হিন্দি-চিনি ভাই ভাই।তা তোমাদের সীমান্ত সমস্যার আগে, তখন ভারতে চীনের বিনিয়েও খুব ভালো লাগতো,, সেগুলো তখন ফাদ ছিলো না।
এবার আসুন বানফলাদেশে লোনের ক্ষেত্রে। ভারতে যা অর্থনীতি নিজেই চলছে খুড়িয়ে,, ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা বাংলাদেশে যা গত ৮-৯ বছরে মাত্র ৮০০ মিলিয়ন ডলার দিতে পেরেছে। আর ভারতের লোন গুলো বাংলাদেশের জন্য অভিশাপের মতো কারন প্রকল্পের ইঞ্জিনিয়ার,যন্ত্রপাতি,কাচামাল সব বাধ্যতামূলক ভারত থেকে আমদানির চুক্তি করতে হয়।
আর চিন সেক্ষেত্রে আমাদের সব ব্যাপারে সুবিধা দিচ্ছে সাথে তাদের প্রযুক্তিও বিশ্বসেরাদের তালিকায় এ ব্যাপারে সন্দেহ নেই।
এবার আসুন বাংলাদেশ লোনের ফাদে পড়বে কি না? বাংলাদেশে চীন থেকে যত গুলো প্রজেক্টে লোন নিয়েছে তার বেশিরভাগ অবকাঠামো খাতে যার বেশিরভাগ খরচা খুব দ্রুত সেই সকল বন্দর,রেল,সড়ক,সেতুর টোল থেকে উঠে আসবে। আর কেবল রিটার্ন আসবে না নদী রক্ষার জন্যে করা সব প্রজেক্টে গুলো থেকে। কিন্তু ভারতের একতরফা পানি নীতির ছোবল থেকে তা আমাদের রক্ষ্যা করবে যার কারনে প্রতি বছর ১০-১২ বিলিয়ন ডলার গচ্ছা যায়,,,, তা সাশ্রয় হবে।
যদি কোনো প্রকল্প নিয়ে ভয় থেকে থাকে তা হলো রূপপুর পারমানবিক প্রকল্পে যার ব্যয় ১২ বিলিয়ন ডলার। এবং তার ব্যয় উঠাতে সময় লাগবে
pore bujhbi
@@evilacharya7954 পরে কিছু হলে তোমরা আছো না বন্ধু দেশ 😝
Nejer subidha khujteh gye nijerai phade porbe
আমি চাই ভারত বাংলাদেশ একসাথে এগিয়ে যাক, সবাই মিলে শান্তিতে থাকি
@ashwini Giri তোমার দাম কত
ভারতের আসল স্বার্থ কি কি?
সেসকল স্বার্থ এরিয়ে গেলেন ?
ভারত ছাড়া অন্যান্য দেশের কথা একটু বেশি বলে ফেললেন।
BHAROT AR ASOL UDDESSO BANGLADES PAKISTAN AFGANESTAN KE DHOKOL KORE HINDU JONGI DES BANABE
বাংলাদেশ সিমান্তের চারদিকে যদি শুধু India না থেকে সাথে চীন ও পাকিস্তান থাকত তবে নিশ্চিত থাক বাংলাদেশ কোনদিন ও স্বাধীন হতো না। কাশ্মীরের ভাগ্য বরণ করতে হতো। যদি সরাসরি সিমান্ত থাকত, পাকিস্তান তার অঙ্গরাজ্য বাংলাদেশ কে কখনো স্বাধীনতা দিত না। উল্টো জঙ্গি ও সন্ত্রাসীর আখড়া বানাত বাংলাদেশ কে। অন্যদিকে বিশ্বের নম্বর ওয়ান জমি মাফিয়া দখলবাজ চীন নিজের অংশ বলে ঘোষণা দিয়েই দখল করত সদ্য ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া দূর্বল বাংলাদেশের বড় অংশ। এদের আচরণ দেখে ভারতও তার ছেড়ে দেওয়া অংশের যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করত ঠিক যেমনটা কাশ্মীরের ভাগ্যে ঘটেছিলো। কাজেই না বুঝে ভারত বিরোধিতা হলো ১৯৭১ এ পাক বাহিনীর ধর্ষণের ফসলদের কাজ।ভারতের মতো একটা রাজনৈতিক স্হিতিশীল ও বৃহৎ গণতন্ত্রের দেশ বাংলাদেশর চতুর্দিকে থাকা বাংলাদেশের জন্য বিশাল সুবিধা ও সৌভাগ্যের ব্যাপার। নাহলে শুধুই জঙ্গি মোকাবিলা ও অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত থাকতে হতো।
Thank you
আপনাদের ভাবতে হবেনা শেখ হাসিনা ইনশাআল্লাহ ভালো থাকবো ভালো করব আপনাদেরকে ঋণ দিব আগামীতে প্রস্তুত থাকেন আমাদের থেকে ঋণ নেওয়ার জন্য।
ভবিষ্যতে Border এ আর বাংলাদেশী না , বি এস এফ মারা পড়বে ইনশাআল্লাহ।
@@mdminhaj446 একদম
@@mdminhaj446 সাংবাদিক ইলিয়াস এর মতে সরকার চায়না পন্থী হলে আমরা সাধারণত জনগন সবাই আপাতত সরকার পন্থী।
Sopno dekh
@@munmunmondal5851 toke cudbo
India for last 50 years promised 12 billion $ loan to BD, but so far less than 1 billion pledged (less than 9%). India earns a lot from export to BD. Lakhs of Indians earn a lot of remittance from BD.
Right. Thats why INDIA was never good. ABSOLUTELY!!
@@marzanahasanmoni235 Thank you.
এ ব্যাপারে Dinesh K Vora এর একটা ভিডিও আছে ঐটা এই উপস্হাপক সাহেব কে পাঠালে ওনার এই বক বকানি বন্ধ হবে।।
@@shafikulbablu9705 Dinesh Vora is a pundit.. no doubt. But recently he is uploading contents not picking public. And will he remark on Printer, Wion, Times India.. Idoubt!
Same kaj bangladeshi rao kore
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান উপস্থাপনার জন্য এবং মুল্যবান মতামতের জন্য। আমি অনেকবার ভারত ভ্রমনে গিয়েছিলাম কিন্তু আমরা বাংলাদেশের জনগণ ভারতের জনগনকে যতটুকু ভালবাসি ভারতের জনগনের মনোভাব অনেকটা হতাশাজনক ও ব্যবহার দুঃখ জনক মনে হয় ইহা পরিবর্তন হওয়া উচিত ধন্যবাদ সবাইকে।
valo kaj korun.. sobai valobasbe.. bharotiyo ra muzlim desh howa sotteo afghanistan k valobase.. ora jitle anondo pay.. karon ora kharap kaj koreni bharaotiyoder sathe, ghrina kore na hinduder
স্যার বাংলাদেশকে নিয়ে নাক গোলানোর দরকার নাই আমাদের বাংলাদেশ অনেক ভালো আছে। আপনার দেশ নিয়ে ভাবুন।
সহমত ভাই
@@SaghorRahman তোর বাপ চীন যেভাবে উইঘুর মুসলিমদের মেরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে,দেশ ছাড়া করে ও ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেছে। জিনজিয়াং প্রদেশে প্রায় ১২০০ মসজিদ ভেঙ্গে মার্কেট, মদের বার ,টয়লেট তৈরি করেছে । আইন করে দাড়ি রাখা, টুপি পরা, জায়নামাজ রাখা নিষিদ্ধ করেছে। এমনকি উইঘুরদের জন্য কোরানের চৈনিক ভার্সন (চাইনিজ কমিউনিজমের আদর্শে রচিত) পর্যন্ত তৈরি করে প্রমাণ করেছে যে চিন পৃথিবীর সবথেকে বড় ইসলাম বিরোধী দেশ। ওরাই পাকিস্তান ও আফগানিস্তানে মুসলিমদের ধর্মভ্রষ্ট করবে উইঘুরদের মত এটা ১০০% নিশ্চিত থাক। ইতোমধ্যেই ওরা পাকিস্তানে অবস্হিত চিনা কোম্পানিগুলোতে কর্মরত পাকিস্তানিদের নামাজের সময় নামাজ পড়তে না দিয়ে তা প্রমান করেছে। এরপর ঋণ দিয়ে তালিবান দের দাস বানিয়ে উইঘুরদের মত অবস্থা করবে। আর ঋণগ্রস্ত পাকিস্তানের অবস্থা হবে আর ভয়ঙ্কর। বর্তমান শ্রীলঙ্কার মত চিন পাকিস্তান কেও অর্থনৈতিক ভাবে শেষ করবে মিলিয়ে নিস। এখন বাংলাদেশের জন্য ঋণের ঝাঁপি নিয়ে বসে আছে চীন। এই ঋণের ফাঁদে পা ফেললেই চীন তার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করবে। অর্থাৎ চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের অংশ হিসেবে তারা বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা পোর্ট দখল করবে। ঠিক যেভাবে ৯৯ বছরের লিজের নামে দখল শ্রীলঙ্কার হাম্বানটোটা ও পাকিস্তানের গোয়াদার পোর্ট এবং রোহিঙ্গাদের তাড়িয়ে মিয়ানমারের রাখাইন সমুদ্র বন্দর ও মালদ্বীপের আস্ত একটি দ্বীপ দখল করে এসকল জায়গায় সামরিক ঘাঁটি গড়ে তুলছে চীন। কাজেই বিনিয়োগ ও বন্ধুত্বের প্রশ্নে যারাই চীনকে সাপোর্ট করে ও ভারত বিরোধিতা করে তারা নিশ্চিত ভাবেই বাংলাদেশ বিরোধী অপশক্তি ও দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয়।
Na sb desh niye analysis kray uchit..stty bolle khub kosto bosa jache .jotosb
ঠিক বলেছেন আমারা বাংলাদেশি রা বাংলাদেশ এ অনেক ভালো আছি ♥️🇧🇩❤️
উনি সত্য বলেছেন
আমরা বাংলাদেশীরা ভারতের জনগন কে পৃথিবীর যে অংশেই থাকুক না কেন আপন মনে করি/ভালবাসি কিন্তু ভারতের চির বৈরী ভাব আমাদের দেশের শতকরা ৯৮% লোক ভারতের বাংলাদেশ নীতিকে চরম ঘৃনা করে
বাংলাদেশ সিমান্তের চারদিকে যদি শুধু India না থেকে সাথে চীন ও পাকিস্তান থাকত তবে নিশ্চিত থাক বাংলাদেশ কোনদিন ও স্বাধীন হতো না। কাশ্মীরের ভাগ্য বরণ করতে হতো। যদি সরাসরি সিমান্ত থাকত, পাকিস্তান তার অঙ্গরাজ্য বাংলাদেশ কে কখনো স্বাধীনতা দিত না। উল্টো জঙ্গি ও সন্ত্রাসীর আখড়া বানাত বাংলাদেশ কে। অন্যদিকে বিশ্বের নম্বর ওয়ান জমি মাফিয়া দখলবাজ চীন নিজের অংশ বলে ঘোষণা দিয়েই দখল করত সদ্য ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া দূর্বল বাংলাদেশের বড় অংশ। এদের আচরণ দেখে ভারতও তার ছেড়ে দেওয়া অংশের যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করত ঠিক যেমনটা কাশ্মীরের ভাগ্যে ঘটেছিলো। কাজেই না বুঝে ভারত বিরোধিতা হলো ১৯৭১ এ পাক বাহিনীর ধর্ষণের ফসলদের কাজ।ভারতে মতো একটা রাজনৈতিক স্হিতিশীল ও বৃহৎ গণতন্ত্রের দেশত্র বাংলাদেশর চতুর্দিকে থাকা বাংলাদেশের জন্য বিশাল সুবিধা ও সৌভাগ্যের ব্যাপার। নাহলে শুধুই জঙ্গি মোকাবিলা ও অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত থাকতে হতো।
Desh er 98% lok e to madrashachap murkho. Asha ki korbo eder upor. Murkho gobet uneducated peoples.
ভারত যদি বাংলাদেশের প্রতি চিরবৈরিভাব পোষণ করত তাহলে সেই মুক্তি যুদ্ধের সময়েই পূর্ব পাকিস্তান পুনরায় পূর্ববাংলা নামে অখণ্ড ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে যেতো। বাংলাদেশের সৃষ্টিই হতো না।
No no wrong idea, Bangladesh is a part of India.
সুজিত সাহার এই ভিডিওর জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না অপূর্ব ভিডিও
বাংলাদেশ আর পাকিস্থান একই
শুধু বাংলাদেশের কাছে পারমাণবিক বোম নাই।
পাকিস্তানের অর্থনীতি বাংলাদেশের চেয়ে দুর্বল..পরমাণু অস্ত্র সোভিয়েত ইউনিয়নের কাছেও ছিল কিন্তু ভেঙে গেছে
@@NRFP পারমাণবিক বোমা দিয়ে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গন ঠেকাতে পারেনি, ভারত পারবে?
@@ansaruddin6236 ইনশাল্লাহ না
বাংলাদেশের রুপ পুরে কিসের কাজ চালাচ্ছে বাংলাদেশ একটু খবর নিবেন। আর বাংলাদেশের 1990/সালের মনোভাব আর 2020 সালের মনোভাব।কি মনে হয় একটু ভেবে দেখবেন। এটি বাংলাদেশ এটি সিকিম নয়। আমরা বাঙালি জাতি হারতে জানিনা মরতে জানি
EKDOM. 100%
Bangladesh is never a threat to India.To keep peace in the regoin we may revive SARC.
Proud of you Hasina❣️
স্যার,,আপনার ভিডিও খুবই ইনফরমেটিভ!
তবে এই ভিডিওতে বাংলাদেশের অভ্যন্তরীণ পলিটিক্স নিয়ে আপনার গবেষনার অভাব রয়েছে
স্যার উনি নরেন্দ্রমোদি নয় উনি হচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা
ভারতের হাতে এমন কোনো অফসন নেই যেটা একটা স্বাধীন বাংলাদেশের উপর সেনা অভিযান করতে পারবে আর বাংলাদেশ ঋণের পাঁদে পড়ার আগে ভারত ঋণের পাঁদে পড়ে আছে কারন ভারতে আয় অনুযায়ী ঋনের পরিমান ৫৪% আর বাংলাদেশের আয় অনুযায়ী ঋনের পরিমান ১২% অতেব আপনি আগে নিজের চরকায় দেল দেন নিজ ভুমিকে বাঁচান বাংলাদেশ কে আমরা দেখবো ধর্ম্মীয় উগ্রবাদী ভারতের অমিত শাহের দল মুদির দল ক্ষমতায় আছে তাই ভারত উগ্রবাদী দেশের তালিকায় আছে ৮ বছর দরে এটা বর্তমানে ও চলছে উগ্রবাদী হিন্দুরা ভারতকে পরিচালনা করছে এটা আগে দেখুন বাংলাদেশে উগ্রবাদীরা কখনো ক্ষমতায় আসবে সেটা আশার পরে তখন দেখা যাবে যেখানে উগ্রবাদী হিন্দুরা দেশ চালায় সেখানে মলম না দিয়ে হয়ত কখনো বাংলাদেশ উগ্রবাদী ক্ষমতায় আসিন হবে এটার অগ্রিম সামাধান খোজা আপনার মতো গো মূত্র পান কারি ভারতিয় লোকদের মানায় আপনার জানা থাকায় কথা বাংলাদেশের লোক গুলি শিক্ষিত ভারতের তুলনায় বাংলাদেশের মানুষ বেশী শিক্ষিত তাই এই শিক্ষিত লোক গুলো নিজেদের সমস্যা সাধান এর জন্য ভারতীয় বা আমেরিকার সাহায্য নিতে যাবেনা পাকিস্তান চিনের দাশে পরিনত হয়েছে শ্রিলংকা চিনের দাশে পরিনত হয়ে ১০০% সঠিক তবে ভারত অনেক আগেই আমেরিকার দাশে পরিনত হয়েছে তাহলে আপনারা সবাই দাশ, আর নিজে দাশ হয়ে অন্যকে মালিক বানানো স্বপ্নো দেখাতে আসেন এটা কতো বড় মূর্খতা এটাকি একবার বেবে দেখেন নাই আসলে আপনি নিজেকে শিক্ষক দাবি করেন বাংলাদেশ আপনাকে বিদ্যালয় ঝাড়ু দিতেও রাখবেনা কারন বাংলাদেশের বিদ্যালয় ঝাড়ু দেয়া মালি বা পরিচ্ছন্ন হিন্দু কর্মী গুলো আরো ভালো জ্ঞান রাখে আপনার তুলনায়, আপনি যদি উপদেশ দেয়ার উদ্দেশ্য এই ভিডিও বানিয়ে থাকেন সকল জ্ঞানী লোকেরাই এই ভিডিও টি প্রত্যাখান করবে আর যদি ইউটিউবে ভিউ পাওয়ার উদ্দেশ্য এই ভিডিও বানান তাহলে আপনি সফল কারন আপনার ভুল চিন্তায় ভারত বাংলাদেশের কোনো উপকারে না আসলে ও ভিউ বেশি হলে আপনার ইনকাম আসবেই ১০০% তাই আপনি সফল আর আপনার যুক্তি যারা মানবে ওরা ব্যার্থ
ইনফরমেশন না বাল আছে।
আমিও একমত
ভাই তুমি কি ইন্ডিয়ান
আলোচনা আরও ভালো হত, যদি ভারতের লোন আর বাংলাদেশের লোন তুলনা করতেন। আমার জানা মতে, ভারতের আয়ের বিপরিতে লোনের পরিমাণ 54%। আর বাংলাদেশের আয়ের বিপরীতে লোনের পরিমাণ মাত্র 12%। ভারতের জিডিপি দিন দিন কমতেছে। এই 54% লোন পরিশোধ করতে না পারলে ভারতের কি লোকসান হবে, জনগণের কপাল কিভাবে ফাটবে, সেইটা গবেষণা করুন দাদা আর এই বিষয়ে উপদেশ দিন মোদি সরকারকে। তিনি তো আছেন অন্য দেশের পাছায় আঙুল ঢোকানো, আর দেশের মধ্যে রক্ত ঝরানোর কাজে ব্যস্ত। জিডিপির ব্যার্থতা ঢাকার জন্য উনি আসামে নিরীহ জনগণের উপর বন্দুক ঠেকিয়ে শক্তিমত্তার পরিচয় দিচ্ছেন। আশা করি আপনার আগামী আলোচনাতে এইসব থাকবে।
Ai sala malu বাংলাদেশ ও পাকিস্তান দখল করে হিন্দু শাসিত Akkhondo Hindhustan ar sopno dakha
Just right you are Jesmin. Thanks
@@shahanulislambhuiyan6538 modi r shopno..shudhu shopnodosh i theke jabe. 200 jawans taken on custody by China in Ladakh not returned yet. India can't do anything.
@@akfara9991 Ami ai sala ethihas bid Poschim kanglu ar kotha bolci.
Ai salar akta vhideo dakhan paban ব্রিটিশ ভারত বিভক্তি nia. Ai sala Gomutro khor Bangladesh o Pakistan dokhol kora Akkhondo Hindhustan banata na parar ha hutas korca ও Bangladesh ar Mohan nata Hussain Sahid Suhrawardi o Pakistan ar jatir pita Mohammad Ali jinnah ka নোংরা ভাষা ta Gali galaz korca
সব ব্যাপারে নাক গলান কেনো।ইনি এনার স্টুডেন্ট দের জন্যে ভিডিও বানিয়েছেন যা তথ্য নির্ভর।আপনাদের বেশি ইমোশনাল হবার দরকার নেই।
Thanks teacher S. Debnath.
ভারত নিজেই উগ্রবাদী দেশ হিসাবে প্রতিষ্ঠিত হতে চলছে।
হম বাংলাদেশের মুসলিম জঙ্গি এখানে কি করছিস।
@@mrnatta19 Kirr bainchud atar sathe tui muslim tene anos kn..
@@mostufaahammed2346 খানকীর ছেলে জঙ্গি মানেই মুসলিম তাই টেনে আনলাম রে।
Ha haa haa ke boleche tora muslim rai ugrabadi .
amra BHARAT io ra bagladesh o pakistan ke je charam sneher chokhe dekhi After All tora to amader santan ...to tora toder Baba orthat PITA ke vulleo amra PITA hisebe toder vulte pari ??
বাংলাদেশকে হুমকি দেওয়া আপনার মোটেই ঠিক হয়নি। বাংলাদেশ তার পররাষ্ট্র নীতি নিজ স্বার্থে অনুসরণ করবে। ভুলে যাবেন না, ভারত ৬০০ বছর মুসলমানদের অধীন ছিল, ১৯০ বছর ব্রিটিশদের নিকট পরাধীন ছিল
তার অাগে ১২০০ বছর হিন্দু ও বৌদ্ধ শাসনে ছিল। শালা মূর্খ।
ইনশাআল্লাহ্,আমরা মুসলিম এসব হুমকি ধমকি ভয় পাই না।
@@Pro.sanku91 kire khankir chele tui eikhaneo pant khol ajkee toke gua marbo
@@kazimainuddin450 আপনার পূর্ব পুরুষ কি ছিল সেটা খোঁজ নিন। ফেক মুসলিম।
BHRAT manei HINDUSTAN tar manei HINDU der desh .Ogulo sob Dam FALSE . karn amrai oder thakte di doya kore jate tora khe pore bachte pare .ei udar manasikata ekmatra HINDU der i ache. But amra prayojine Sathik Shikhha die tader Manush o kori setai agami dine karbo Pakistan afganistan Dakhal kora tar por i Target Chin
ধন্যবাদ স্যার, আপনার মাধ্যমে প্রতিবেশি দেশগুলোর অনেক গোপন তথ্য পেলাম।।।🌷
বাংলাদেশকে নিয়ে নিজের মনগড়া কতগুলো মিথ্যা কথা বলে গেলেন।যে তথ্যগুলো বললেন বেশীর ভাগই ভিত্তহীন।আপনি বাংলাদেশকে আমেরিকার যে আগ্রহের কথা বললেন তা সম্পূর্ণ ভুল।আপনার পুথিগত জ্ঞান আছে বাট চলমান বৈশ্বিক রাজনীতির জ্ঞান খুবই সামান্য।
কথাগুলো বলেছে হিংসা এবং আগ্রাসী মনোভাব থেকে। বাংলাদেশ স্বাধীন থাকবে, সেটা খুবই মনোকস্টের ব্যপার।
এখন তো সত্য হলো? ঠিকই আমেরিকা বাংলাদেশ দখল করে নিলো
বাংলাদেশই একমাত্র দেশ যে চাইলেই ইন্ডিয়াকে বিভক্ত করে দিতে পারে। পাকিস্তান ও এত ক্ষতি করতে পারবে না যেটা বাংলাদেশ পারবে। তাই ইন্ডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ বাংলাদেশ।
😁😁😁😁😁বোকা***
acta paramanu boma felle bangladesh ar thakbe na.
@@sangitabhattarcharjee3723 তখন পাকিস্তান আর চায়না ফ্রিতেই সুযোগ পেয়ে এটম বোম মারব ইন্ডিয়া ফ্রিতেই খাল কেটে কুমির আনব না।
Bol ek missile dag du?
@@thehike2360 osob misail indian dorenge Bangladesh nehi
Sir, you are 100% right .Why minorities(hindus) drastically decreased in Bangladesh ,only 8% now !
দাদা বাংলাদেশের ৩ লক্ষ সৈনিক আছে আর প্যারামিলিটারি প্রায় ৬০ লক্ষ
১৮০ মিলিয়ন জনসংখ্যার দেশ, যেকোন যুদ্ধ পরিস্থিতি হলে এটা দুই দেশের জন্য অনেক খারাপ হবে, ক্ষয় ক্ষতি অনেক হবে
তাই ভারতীয় সেনা বাংলাদেশ এ পাঠাবেন এ কথা বলার আগে ভেবে বলবেন আসা করি
সবার মংগল হোক
ভাই গাঁজা কয় কেজি খেয়েছেন 😂🤣
@@greenchili772 সে গাঁজা খেলে আপনি খেয়েছেন তার গু। বলদ ইন্ডিয়ান দিবাস্বপ্ন দেখে।
ভারত বাংলাদেশের মুখোশধারী বন্ধু !
প্রকৃত ভাবে ভারত বাংলাদের জন্য ক্ষতিকর দেশ।
@@greenchili772 Remember it darling it is not kashmir...
@@mrssmith3468 বাংলাদেশ সিমান্তের চারদিকে যদি শুধু India না থেকে সাথে চীন ও পাকিস্তান থাকত তবে নিশ্চিত থাক বাংলাদেশ কোনদিন ও স্বাধীন হতো না। কাশ্মীরের ভাগ্য বরণ করতে হতো। যদি সরাসরি সিমান্ত থাকত, পাকিস্তান তার অঙ্গরাজ্য বাংলাদেশ কে কখনো স্বাধীনতা দিত না। উল্টো জঙ্গি ও সন্ত্রাসীর আখড়া বানাত বাংলাদেশ কে। অন্যদিকে বিশ্বের নম্বর ওয়ান জমি মাফিয়া দখলবাজ চীন নিজের অংশ বলে ঘোষণা দিয়েই দখল করত সদ্য ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া দূর্বল বাংলাদেশের বড় অংশ। এদের আচরণ দেখে ভারতও তার ছেড়ে দেওয়া অংশের যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করত ঠিক যেমনটা কাশ্মীরের ভাগ্যে ঘটেছিলো। কাজেই না বুঝে ভারত বিরোধিতা হলো ১৯৭১ এ পাক বাহিনীর ধর্ষণের ফসলদের কাজ।ভারতে মতো একটা রাজনৈতিক স্হিতিশীল ও বৃহৎ গণতন্ত্রের দেশত্র বাংলাদেশর চতুর্দিকে থাকা বাংলাদেশের জন্য বিশাল সুবিধা ও সৌভাগ্যের ব্যাপার। নাহলে শুধুই জঙ্গি মোকাবিলা ও অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত থাকতে হতো।
ভারতের স্বার্থ কি? সেটা তো বললেন না।তাহলে আপনার কথার মূল ভিত্তি সেটা বোঝা গেছে। ভারত কি স্বার্থ ছাড়া চলছে?
কি স্বার্থ বলুন?
@@thehike2360 আপনি তাহলে কিছুই বুঝবেন না
@@rakib12thbotany84 না বলো
শুনুন স্যার ভালো কোথায় বলবেন বাংলাদেশ যদি এখন থেকে সতর্ক না হয় টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে যায় পরে ঠেলাটা বুঝবেন। বর্তমান শ্রীলংকার পাকিস্তানের অবস্থা দেখছেন তো ভারতের স্বার্থ কোনদিন নেই আর থাকবেও না আজকের বাংলাদেশ হয়েছে একমাত্র ভারতের জন্যই....
Sartho kivabe bolbe? Sir to indian. Tai nijer desher kotho chepe gase
Dear Sir I follow your programs from Florida USA. Thanks always
মুসলিম সম্পর্কে এত নেতিবাচক ধারণা কেন? সব ধর্মেই উগ্রবাদী লোক আছে। নিজের দোষ কারোই চোখে পড়ে না।
Kono dhorme nei except muslim. I repeat কোনো ধর্মেই নেই ।
আমি বাংলাদেশ থেকে বলছি।ধন্যবাদ আপনার চিন্তাধারার জন্যে।প্রধানমন্ত্রি শেখ হাসিনাকে আপনি হালকা ভাবে নিয়েননা প্লিজ।দোয়া করেন সৃষ্টিকর্তার কাছে উনি যেন PMশেখ হাসিনাকে লম্বা আয়ু দেন।PMশেখ হাসিনা আমাদের বলেছিলেন ২০২১শে আমরা উন্নয়ন দেখতে পাব হ্যা আমরা দেখছি এবং উনি এও বলেছেন আমরা ২০৪২শে নিজেদের উন্নত জাতি হিসেবে মাথা তোলা দিয়ে বাঁচব।দোয়া করবেন আমাদের জন্যে।
বাংলাদেশের উন্নতি দেখে আপনার কি হিংসা হচ্ছে?
দেশরত্ন শেখ হাসিনা। আর চা ওয়ালা মোদি কিয়ের কাছে কি আর পান্তা ভাতে ঘি
Many many thanks sir for this important informations. (Babul karmaker, Dhaka , Bangladesh.)
আদাপ দাদা, আগে তো সরকারকে বুঝায় বাংলাদেশের সাথে সম্পর্ক ভাল করার জন্য দাদাগিরি বন্ধ , বানিজ্য নিয়ে কুটকৌশল , সীমান্তে গোলাগুলি সহ সব ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দেন। আর আপনার চিন্তা ও চেতনা একপেশে। ভাল থাকুন।
Pinaki namok chagol er video dekha bondho korun. ota ek suorer baccha
তোমাদের বাপ চীন যেভাবে উইঘুর মুসলিমদের মেরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে,দেশ ছাড়া করে ও ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেছে। জিনজিয়াং প্রদেশে প্রায় ১২০০ মসজিদ ভেঙ্গে মার্কেট, মদের বার ,টয়লেট তৈরি করেছে । আইন করে দাড়ি রাখা, টুপি পরা, জায়নামাজ রাখা নিষিদ্ধ করেছে। এমনকি উইঘুরদের জন্য কোরানের চৈনিক ভার্সন (চাইনিজ কমিউনিজমের আদর্শে রচিত) পর্যন্ত তৈরি করে প্রমাণ করেছে যে চিন পৃথিবীর সবথেকে বড় ইসলাম বিরোধী দেশ। ওরাই পাকিস্তান ও আফগানিস্তানে মুসলিমদের ধর্মভ্রষ্ট করবে উইঘুরদের মত এটা ১০০% নিশ্চিত থাক। ইতোমধ্যেই ওরা পাকিস্তানে অবস্হিত চিনা কোম্পানিগুলোতে কর্মরত পাকিস্তানিদের নামাজের সময় নামাজ পড়তে না দিয়ে তা প্রমান করেছে। এরপর ঋণ দিয়ে তালিবান দের দাস বানিয়ে উইঘুরদের মত অবস্থা করবে। আর ঋণগ্রস্ত পাকিস্তানের অবস্থা হবে আর ভয়ঙ্কর। বর্তমান শ্রীলঙ্কার মত চিন পাকিস্তান কেও অর্থনৈতিক ভাবে শেষ করবে মিলিয়ে নিস। এখন বাংলাদেশের জন্য ঋণের ঝাঁপি নিয়ে বসে আছে চীন। এই ঋণের ফাঁদে পা ফেললেই চীন তার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করবে। অর্থাৎ চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের অংশ হিসেবে তারা বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা পোর্ট দখল করবে। ঠিক যেভাবে ৯৯ বছরের লিজের নামে দখল শ্রীলঙ্কার হাম্বানটোটা ও পাকিস্তানের গোয়াদার পোর্ট এবং রোহিঙ্গাদের তাড়িয়ে মিয়ানমারের রাখাইন সমুদ্র বন্দর ও মালদ্বীপের আস্ত একটি দ্বীপ দখল করে এসকল জায়গায় সামরিক ঘাঁটি গড়ে তুলছে চীন। কাজেই বিনিয়োগ ও বন্ধুত্বের প্রশ্নে যারাই চীনকে সাপোর্ট করে ও ভারত বিরোধিতা করে তারা নিশ্চিত ভাবেই বাংলাদেশ বিরোধী অপশক্তি ও দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয়।
ভারত কিন্তু চীনের সাথে 120 বিলিয়ন ডলার ব্যবসা চালিয়ে যাবে তখন কোন সমস্যা নাই
India loan nei ni, babsa sobai ke sob desher sathe thake hoi
আপনাকে অনেক ধন্যবাদ ***
আপনার বিশ্লেষণটি পক্ষপাতদুষ্ট, অনেকটা বানিয়ে বানিয়ে বলতে পারেন।
১) স্যার কিছুদিন পর ভারত আর চট্টগ্রাম বন্দরের ব্যবহার করবে না বা করলেও এখনের মতো গুরুত্ব পাবে না চট্টগ্রাম বন্দর। কারণ বর্তমানে ভারত সরাসরি মায়ানমারে একটি বন্দর তৈরি করছে সেখান থেকে আমরা সরাসরি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সাথে যোগাযোগ রাখতে পারব ৷
২) ভারত উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে মায়ানমার থাইল্যান্ড পর্যন্ত রাস্তা তৈরি করছে
৩) সবথেকে বড় ব্যাপার বাংলাদেশ পৃথিবীর দুটো দেশের সাথে বর্ডার শেয়ার করে একটা মায়ানমার একটা ভারত ৷ মায়ানমারের সাথে সম্পর্ক অলরেডি খারাপ যদি ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে তাদের ব্যবসা-বাণিজ্য লাটে উঠবে ৷
৪) বাংলাদেশের ইকোনমিক মেরুদন্ড হল সেখানকার টেক্সটাইল ইন্ডাস্ট্রি ৷ এবং ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশে প্রচুর পরিমাণে কার্পাস ভারত থেকে আমদানি করে ভারত কার্পাস রপ্তানি বন্ধ করে দিলে ওদের ইকোনমিক মেরুদণ্ড ভেঙে যাবে আর সফ্ট লোনের উপর বেশিদিন থাকা যায়না
আর ভারত কার্পাস রপ্তানি বন্ধ করে দিলে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি আরো বাড়বে ৷ শুধু বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার জন্য ভারত অত্যন্ত কম দামে বাংলাদেশকে কার্পাস রপ্তানি করে ৷
৪) বাংলাদেশের জঙ্গি সংগঠন নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই বাংলাদেশ যদি পাকিস্তানে পরিণত হয় তাহলে বাংলাদেশের ওপর নয় দু-একটা সার্জিক্যাল স্ট্রাইক করা হবে যেমন পাকিস্তানের সাথে করা হয় ৷
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
কিছুদিন পরে চিন তোমাদের জুতা পিটা দিয়ে মায়ানমার থেকে বের করে দিবে।
@@farhanmasum4250 তার আগে তোদের উইঘুর মুসলমানে পরিনত করবে
@@silentboy363 পাকিস্তান-চীন বাংলাদেশ
তোদের আখন্ড ইন্ডিয়াকে খন্ড খন্ড করবে।
তোরা মালাউনরা স্বপ্ন দেখনা অখন্ড ভারত।
অখন্ড ভারত তো আর দেখতে পারবি না খন্ড খন্ড ভারত দেখতে পারবি ইনশাআল্লাহ।
শুধু সময়ের ব্যাপার
@@farhanmasum4250 স্বপ্ন তো তোরা দেখছিস 😂😂
ভারত পাকিস্তানের যে হাল করেছে সেই এক হাল বাংলাদেশেরও করবে ৷
শুধু সময়ের অপেক্ষা৷
জয় শ্রীরাম
Khun sundor upostapana korlen..
বিশ্বের সবচেয়ে চতুর,মেধাবী,জ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিব ও তাইই আছিল। বাংলাদেশী রাই তারে খুন করসে। এমেরিকা , রাশিয়া করে নাই।
@@stkd8017 হে এজন্যই যারা করছে তাদেরকে 72 হুরে পাঠানো হয়েছে ।
১০০% নিশ্চিৎ বাংলাদেশ হবু আফগানিস্তান।
ইন-শা-আল্লাহ শিঘ্রই বাংলাদেশে শিঘ্রই ইসলামী আমিরাতে পরিণত হবে;যেখানে কোনো সংখ্যালঘু নির্যাতিত হবে না!
আর বাংলাদেশে যে সংখ্যালঘুরা দাড়ি-টুপিওয়ালাদের দ্বারা নির্যাতিত হয় না বরং স্যাকুলার সরকারি দলের বিভিন্ন গ্রুপের পলিটিক্সের মধ্যে ফেঁসে নির্যাতিত হচ্ছে এটি আপনাদের RSS এর এজেন্টই শিকার করেছে।নিচের ভিডিও দেখলে বুঝবেন ইন-শা-আল্লাহ!
th-cam.com/video/zxISC51N7Z8/w-d-xo.html
@@omarhassanosama9477 ওসব তেনা প্যাচানো গল্প দিয়ে লাভ হবে না। ইসলামের চরিত্র কেমন তা সবাই জানে সুতরাং তেল মাখিয়ে গাঁজাখুরি গল্প দিতে আসবেন না। আমিও চাই বাংলাদেশ ইসলামি রাষ্ট্র হোক ঠিক আফগানিস্তান,পাকিস্তান,প্যালেস্টাইন এর মতো ধীরে ধীরে ধ্বংস হোক, আর চোদন খেয়ে কাফির দের দেশে রিফিউজি হবে বাংলাদেশীরা, ওহঃ কতই না মজা লাগবে। এসবের জন্য শুভ কামনা রইল 😉
@@omarhassanosama9477 হ্যাঁ মুসলিমনা তো সব আবাল কিছুই বোঝে না সব RAE, RSS মোদি, ইজরাইল, মোসাদ, আমেরিকা করে আর মূর্তির ভাঙা মুমিন দু সেকেন্ডের মধ্যে পাগলের সার্টিফিকেট পেয়ে যায় মশল্লা কী সুন্দর নিনজা টেকনিক 👌👍👍👍
শেখ হাসিনা থাকতে হবে না।পাশে ভারতে থাকতে।
@@hhtt7137 সে তো সময় বলবে।
আপনার রাজনৈতিক বিশ্বেষণ খুবই দর্বল। আপনার উচিৎ পরীক্ষা বিষয়ক যে প্রগ্রাম করেন সে গুলিতে থাকা। রাজনৈতিক বিশ্বেষণ এর জন্য আরও পড়াশুনা করতে হবে।আমেরিকা চায়না মিডিলইষ্ট এর স্বার্থ বিষয় বলেলন কিন্তু ভারত বাংলাদেশ থেকে কি ভাবে তার সার্থ গুলা হাতিয়ে নিচ্ছে তাতো বলেলনা।
Reply
BANGLADESH WILL NEVER BE LIKE PAKISTAN OR AFGHANISTAN IN FUTURE BECAUSE OF ITS OWN ECONOMIC STRATEGY .
যত সব গাজাখোরী কথা, দাদার মাথা ভরা গোবর।
দাদা ভারতে বাস করে যখন অন্যদেশের মৌলবাদ সম্পর্কে কথা শুনি তখন খুব হাঁসি লাগে🤣🤣🤣।।অন্য কোন দেশ মৌলবাদ নিয়ে কথা বলে সেটা তবুও সহ্য করা যায় কিন্তু ভারতীয়দের কাছে মৌলবাদ কথাটা হজমে বড্ড আপত্তি আছে।
Kutta onno keo Kutta mone kore bai. Ignore koren. China nar sathe pare na Tai amon kanna.
ভারতে মুসলমান ছাড়াও আরও অনেকগুলো ধর্ম রয়েছে যারা সংখ্যালঘু। তারা কেউ কিন্তু অস্তিত্বের সংকটে ভুগছে না🙏🙏🙏
@@rajibgr9104 ভাইয়া আপনার অস্তিত্ব সংকটের কথাই বা কেনো মাথায় আসলো? এইখানে অস্তিত্ব নিয়ে নাতো পোষ্ট নাতো কমেন্ট রয়েছে। তাহলে আপনিই ভাবুন কোন সংকটে আপনার এই চিন্তাচেতনা
@@mohammadbiswash2285 আমার এই চিন্তা চেতনার এক এবং একমাত্র কারণ পাকিস্তানে শুধু হিন্দু নয় খ্রিষ্টান ও শিখদেরও বিলীন হয়ে যাওয়া। এবং বাংলাদেশেরও সেই ইসলামিক উগ্রবাদী রাস্তায় হাঁটা, যা অন্য কোনো ধর্মের অস্তিত্বকেই স্বীকার করে না...
বাংলাদেশের রংপুর বিভাগ ভারতের চিকেন নেক জন্য গুরুত্বপূর্ণ।চিন চিকেন নেক দখল করলে ভারত দুইখন্ড হয়ে যাবে।
চমৎকার বিশ্লেষন। বাংলাদেশে থেকে ভালোবাসা।
ভারত আর বাংলাদেশ অভিন্ন সাংস্কৃতিক,oitihasik somporko।
যা চিনের সাথে না বললেই হয়।
বাংলাদেশ ভারত সমঝোতা আর সহমর্মিতা সবসময়ই গুরুত্বপূর্ণ।
জয় বাংলা ❤ জয় हिंद
From BD,
With due respect sir, I appreciate your thoughtful and wise analysis and agree as well except some points.
1. Hafajat Islam cannot take over BD anyway. Because there are other big players in the political field ( BNP, Jatia Party, Jamat E Islami) and Hafajat has not that level political strength and so don’t other negative strengths. Rather you could mention JAMAT e Islami, they are stronger. Moreover, the cultural values and beliefs of Bangladeshi are not as same as Afgan.
2. We agree that India is our friendly country but the diplomatic friendship should be based on Bilateral interests but most of the time India try to polarised the interests in its own side for example ( Tista barrage issue).
3. As a Bangladeshi, I didn’t like the strategy of military intervention to BD. Why a country will go for intervention? It’s a diplomatic problem for India. So it has to solve it through diplomatically.
4.For the sake of argument let’s assume, India will intervene by it Military, will really be feasible for INDIA or Will it really be that easy to achieve something? Are we really that weak to defend india ? I agree India is a big country has big military of 14.5 lacs and nuclear powered country. But India is struggling to tackle Pak , Chi. How can you focus on this side? Will it really easy for india to protect seven sister if military intervention happens. Even India has that history to be washed out by Bangladeshi BGB at kuigram border.
5. We are small country but strategically we are in a better position than India.
Thank you I am a big fan your channel.
@@NRFP Brother India is a very big player in the south-east Asia and we are surrounded on 3 sides by India. So rivalry cannot bring about anything that is good for my country rather very good diplomatic ( equal give and take) friendship could be beneficial for both countries.
@@md.saifislam2821 India is not our friendly country. they coz more damage to us than Pakistan. This RSS, RAW, are anti Islamic group. if you make friendship with them our religion and culture is in threat already.
India and Bangladesh can not be friend. and it's universal truth.
@@md.saifislam2821 Bangladeshi people will never accept India as a friend for the last 50 years aggression.
@@md.saifislam2821 India will never invade Bangladesh Our POK and Akshai Chin is still occupied by Pakistan and China..still India. never sent army to take back those territories so why this invasion theory comes..and moreover ..If India wanted to conquer Bangladesh it could do..it back in 1971 but India ..made you live to be free a nation( I admit the efforts and Struggle of Mukti Bahini). India always wants peace we are not Imperialist like Dragon. Stay happy brother..🇮🇳🇧🇩
One day Bangladesh will invade india successfully
শেখ হাসিনা নিজেই বড় এক খেলোয়াড়।
দাদা ছোটবেলায় যদি আপনার মতো শিক্ষক পেতাম, তাহলে আমার অনেক উন্নতি হতো।আমার মনে হয় আপনাকে এখুনি বিদেশ সচিবালয়ে, দিল্লিতে নিয়ে যাওয়া উচিত 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏
It is not for religion. It's for dirty politics. good Muslim or good Hindu can not such a bad thing..it is a pre-planned event
বাংলাদেশ,বাংলাদেশীরা আপনাদের এখনও ভালোবাসে আর আমাদের প্রধানমন্এী জননেত্রী শেখ হাসিনা একজন উদার মানুষ তার
পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব 💚💚💚💚
আপনাদের কাছ থেকেও উদার দৃষ্টি ও ভালোবাসা আশাকরি Sir!!!! 💚❤️💚
Well explained sir
It seems he is very anxious about the loan of Bangladesh. Don’t worry our debt ratio of total gdp is much lower than india.
ভারত যেমন ইরানে চাবাহার port বানিয়ে ছে তেমনি মায়মমারেও একটা port develop করা উচিৎ। port টা যেন মিযোরামের কাছাকাছি হয়।রাস্তা বানাবার দায়িত্ব ভারতকেই নিতে হবে।
এটা ঠিক বলেছেন।।🙏🏼
Sitwe port develop korchhe to INDIA
Kaladan multimodal , already achhe , but amra anek pichiye china er theke , but sekhaneo Rohinga e use hochhe china r dara
এই স্বপ্ন দেখা আপাতত বন্ধ করে দিন।কারণ মায়ানমার চীনের গোলামে পরিণত হয়ে গিয়েছে।ওখানে চীন ব্যতিত অন্য কেউ সুবিধা করতে পারবেনা চাই জান্তা সরকার আসুক বা অংসান সূচি। বলতে গেলে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের চেয়েও মায়ানমারে চীনের প্রভাব অনেক বেশি।
@@mohinuddin3435 মায়ানমারে কোনো সরকার থাকলে তো সেখানে প্রভাব থাকবে ,
সারা পৃথিবীতে চীনের একটাই প্রভাব সহজে লোন দিয়ে যা আছে হাতিয়ে নাও। সেদিকে মায়ানমার ও এগোবে, যেভাবে পাকিস্তান শ্রীলঙ্কা এগিয়েছে। বাংলাদেশ তার চেয়েও মারাত্মক জিনিস নিয়ে খেলছে শুধু ডলার পাওয়ার আশায়। ওরা শিক্ষা নেয়নি পাকিস্তান এর অবস্থা দেখে
আপনি শিক্ষক লোক এমন কথা না বলায় ভাল, আপনারা যে কত ভাল মানুষ তা আর বলার বাকি নাই।
আলোচনাটা এক পাক্ষিক!! শেষদিকে যে ভয়ানক কথাটি বলেছেন, সেটা এক্সপাঞ্জ করুন। আপনার কথা সত্য হলে, ভারত ও বহু খন্ডিত হয়ে যাবে। আপনার অনেক যদি সত্য হলে, আমার যদি.. ও সত্য হবে!!!
সেইতো ৭০ বছর ধরে এক গান, ভারত খণ্ডিত হয়ে যাবে। যারা চেষ্টা করেছে, তারাইতো উল্টা খণ্ডিত হয়ে বসে আছে। ওনার প্রেডিকশন সঠিক হলে আপনারটাও যে সঠিক হবে, তার কোনো যুক্তি নেই। বাংলাদেশ চীনের ঋণের ট্রাপে পড়বে, ওনার ওই অসংখ্যার সাথে একমত নই। কারণ ঋণ নেয়ার ব্যাপারে বাংলাদেশ যথেষ্ট সতর্ক। তবে বাংলাদেশে উগ্র ধর্মীয় গোষ্ঠী যে অবধারিতভাবেই রাষ্ট্র ক্ষমতায় আসবে, সে ব্যাপারে মোটামুটি আমি নিশ্চিত। উনি মিলিটারি অপশনের কথা বলছেন। আমি মনে করি ভারত বাংলাদেশের অভ্যন্তরে আর্মি পাঠানোর দরকারই নেই। কারণ ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়েই বাংলাদেশের চারদিক থেকে অবরোধ দিয়ে চাপ সৃষ্টি করার সক্ষমতা ভারতের আছে। যেমন পাকিস্তান আমলে আকাশসীমা আর নৌসীমা বন্ধ করে দিয়েই পাকিস্তান আর্মিকে বাংলাদেশে পর্যুদস্ত করা হয়েছিল।
@@sabujshine5597 একটি বিরাট দেশ খন্ড বিখন্ড হওয়ার জন্য ৭০ বছর খুব বেশী নয়। ভারত টুকরো টুকরো হয়ে যাওয়ার অনেক কারণ/উপাদান বিদ্যমান আছে। অপেক্ষা করুন আপনি দেখে যেতে না পারলেও পরবর্তী জেনারেশন হয়তো দেখতে পাবে।
@@ansaruddin6236 আপনি অপেক্ষা করে বসে থাকুন আর দিবাস্বপ্ন দেখুন যেমন আপনার পূর্বের জেনারেশন দেখেছে, আর আপনার পরের জেনারেশনও দেখবে।
আগামী ৬০/৭০ বছরে বাংলাদেশের বেশিরভাগ অংশ পানির নিচে চলে যাবে, এটা কিন্তু বিজ্ঞানীদের প্রেডিকশন। কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। ভারতের খন্ড হওয়ার চিন্তা ছেড়ে নিজের দেশের ভবিষ্যতের কথা চিন্তা করুন।
বাংলাদেশ চীনের ট্যাপে পরবেই আজ না হয় কাল ।
আরে ভাই চীনের টেপে পরি আমরা পরবনে তোদের চিন্তা করার কোন দরকার নাই । তোরা তোদের নিজেদের চিন্তা করেক।
তাতে তোদের কি ? ভারত যেটা খারপ বলবে আমি মনে করি সেটাই ভাল৷ ভারত হল মতলব বাজ ৷ ভাত খেতে পায় না 70 কোটি মানুষ , আবার সুপার পাওয়ার হওয়ার সপন দেখে ৷ অনেটা নেশার ঘোরে রাজা হওয়ার মত
তোমরা আগে জঙ্গলে হাগা বন্ধ করো
তারপড় বাংলাদেশ নিয়ে ভাবো।
Thanks for your vakuable analysis of the situation. The situation is alarming for Bangladeshi people too. In this case, in my opinion both India and Bangladesh should strengthen their bilateral political relation further, not in words but in action. As a bigger neighbour India should respect the sovereignty of Bangladesh and all deals should be based on mutual benefits. India in no case should demonstrate its big brotherly attitude. If people of one country consider the other country as their friend and equal partner, both the countries will be benefitted. No matter, which government is in the power, applicable for both India and Bangladesh.
Bangladesh's foreign resurve is 49B USD. And the debt is only 22B USD.So China can't trapped Bangladesh.
No Chap..tomader BAP INDIA ache pashe ..mane tomader Nijeder Abba HINDUSTAN thakte ta kakhon i hote debo Na Chin ke kahon i Banglades e dhukte debo Na !.
Love from West Bengal ,HINDUSTAN 🇮🇳🇮🇳
@@Mrroy08657 We have no time to count uneducated Indians. We know how to play geopolitics. So, time will say everything.
আপনি সুন্দর মেধাবী। মেধার সহিত বিশ্লেষণ। আপনাকে সালাম জানাই। এভাবে কখনো ভাবা হয় নি।
ভারতের হাতে এমন কোনো অফসন নেই যেটা একটা স্বাধীন বাংলাদেশের উপর সেনা অভিযান করতে পারবে আর বাংলাদেশ ঋণের পাঁদে পড়ার আগে ভারত ঋণের পাঁদে পড়ে আছে কারন ভারতে আয় অনুযায়ী ঋনের পরিমান ৫৪% আর বাংলাদেশের আয় অনুযায়ী ঋনের পরিমান ১২% অতেব আপনি আগে নিজের চরকায় দেল দেন নিজ ভুমিকে বাঁচান বাংলাদেশ কে আমরা দেখবো ধর্ম্মীয় উগ্রবাদী ভারতের অমিত শাহের দল মুদির দল ক্ষমতায় আছে তাই ভারত উগ্রবাদী দেশের তালিকায় আছে ৮ বছর দরে এটা বর্তমানে ও চলছে উগ্রবাদী হিন্দুরা ভারতকে পরিচালনা করছে এটা আগে দেখুন বাংলাদেশে উগ্রবাদীরা কখনো ক্ষমতায় আসবে সেটা আশার পরে তখন দেখা যাবে যেখানে উগ্রবাদী হিন্দুরা দেশ চালায় সেখানে মলম না দিয়ে হয়ত কখনো বাংলাদেশ উগ্রবাদী ক্ষমতায় আসিন হবে এটার অগ্রিম সামাধান খোজা আপনার মতো গো মূত্র পান কারি ভারতিয় লোকদের মানায় আপনার জানা থাকায় কথা বাংলাদেশের লোক গুলি শিক্ষিত ভারতের তুলনায় বাংলাদেশের মানুষ বেশী শিক্ষিত তাই এই শিক্ষিত লোক গুলো নিজেদের সমস্যা সাধান এর জন্য ভারতীয় বা আমেরিকার সাহায্য নিতে যাবেনা পাকিস্তান চিনের দাশে পরিনত হয়েছে শ্রিলংকা চিনের দাশে পরিনত হয়ে ১০০% সঠিক তবে ভারত অনেক আগেই আমেরিকার দাশে পরিনত হয়েছে তাহলে আপনারা সবাই দাশ, আর নিজে দাশ হয়ে অন্যকে মালিক বানানো স্বপ্নো দেখাতে আসেন এটা কতো বড় মূর্খতা এটাকি একবার বেবে দেখেন নাই আসলে আপনি নিজেকে শিক্ষক দাবি করেন বাংলাদেশ আপনাকে বিদ্যালয় ঝাড়ু দিতেও রাখবেনা কারন বাংলাদেশের বিদ্যালয় ঝাড়ু দেয়া মালি বা পরিচ্ছন্ন হিন্দু কর্মী গুলো আরো ভালো জ্ঞান রাখে আপনার তুলনায়, আপনি যদি উপদেশ দেয়ার উদ্দেশ্য এই ভিডিও বানিয়ে থাকেন সকল জ্ঞানী লোকেরাই এই ভিডিও টি প্রত্যাখান করবে আর যদি ইউটিউবে ভিউ পাওয়ার উদ্দেশ্য এই ভিডিও বানান তাহলে আপনি সফল কারন আপনার ভুল চিন্তায় ভারত বাংলাদেশের কোনো উপকারে না আসলে ও ভিউ বেশি হলে আপনার ইনকাম আসবেই ১০০% তাই আপনি সফল আর আপনার যুক্তি যারা মানবে ওরা ব্যার্থ
@@যাযাবরজীবন-ঢ১য india r sompotti koto ache ata k age janun.......reserve ache new data onujaieee 600 billion $ ar upor.........r pore roilo gold agulo hisaber baire........
@@rinitaghosh161 ওটা একটা পাগোল জঙ্গি🤣
চতুর্থ অপশন, ভারতে প্রায় ৩০ কোটি মুসলিম আছে, আরও ১৩ কোটি বেশি হলে ক্ষতি কি? সবাই মিলে মিশে থাকবে।
Clarify about non-trade barrier on the part of India which hampers India-bangladesh trade though trade balance heavily tited towards India.
Secondly, clarify about common river water sharing treaty.
Thirdly, clarify about boarder killing.
Fourthly, isn't it's a joke the stringent conditions on Indian LOC to Bangladesh.
বাংলাদেশের মানুষের মন মানুষিকতা যথেষ্ট আধুনিক । তাই আফগানিস্তান হওয়ার প্রশ্নই আসে না। আপনাকে বলি বাংলাদেশ কে ভয় না দেখিয়ে, নিজেদের কে হিন্দু তালেবান দের থেকে মুক্ত করুন, প্রতিবেশি দের সাথে সম্পর্ক ঠিক রাখুন।।After-all বাংলাদেশ মুসলিম সংখ্যা গরিসঠ একটা দেশ।
We will destroy Bangladesh in near future....
তোরাই তো হিন্দুদের ওপর অত্যাচার করে হিন্দুদের সংখ্যা কমিয়ে ছিস
@@thehike2360 লেখা পড়া করো বেটা তাহলেই বুঝতে পারবে কাকে কি,কোথায়, কিভাবে, বলতে হবে আর প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্কের প্রয়োজনীতা কতটুকু সেটাও বুজবে আশাকরি।
@@shamimarahman2325 9 pass korechen to naki?😂😂
@@thehike2360 আমি ডাক্তারের মেয়ে,আর্কিটেক্টের বউ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর মা। আর আমি আমেরিকা তে ছোট একটা রিয়েল স্টেট ব্যাবসা চালায়। সুতরাং 9 পাস না করলে কি চলে বলো???
ভাই আমরা বাংলাদেশীরা মনে প্রানে বিশ্বাস করি।ভারত আমাদের অকৃত্রিম বন্দু ও আমাদের ভাই।এই সম্পর্ক আলাদা হবার নয় এই সম্পর্ক খুবই মজবুত।চিন ব্যাবসা করতে পারবে ঠিক।কিন্তুু আমরা বাংঙ্গালিরা নিজ দেশের পরে ভারতের স্বার্থ ও নিরাপত্তা আগে দেখি। আপনার আলোচনা অনেক ভাল লেগেছে এই রকম আরো গঠনমূলক আলোচনা শোনার জন্য অপেক্ষায় রইলাম।
বাংলাদেশ সিমান্তের চারদিকে যদি শুধু India না থেকে সাথে চীন ও পাকিস্তান থাকত তবে নিশ্চিত থাক বাংলাদেশ কোনদিন ও স্বাধীন হতো না। কাশ্মীরের ভাগ্য বরণ করতে হতো। যদি সরাসরি সিমান্ত থাকত, পাকিস্তান তার অঙ্গরাজ্য বাংলাদেশ কে কখনো স্বাধীনতা দিত না। উল্টো জঙ্গি ও সন্ত্রাসীর আখড়া বানাত বাংলাদেশ কে। অন্যদিকে বিশ্বের নম্বর ওয়ান জমি মাফিয়া দখলবাজ চীন নিজের অংশ বলে ঘোষণা দিয়েই দখল করত সদ্য ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া দূর্বল বাংলাদেশের বড় অংশ। এদের আচরণ দেখে ভারতও তার ছেড়ে দেওয়া অংশের যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করত ঠিক যেমনটা কাশ্মীরের ভাগ্যে ঘটেছিলো। কাজেই না বুঝে ভারত বিরোধিতা হলো ১৯৭১ এ পাক বাহিনীর ধর্ষণের ফসলদের কাজ।ভারতে মতো একটা রাজনৈতিক স্হিতিশীল ও বৃহৎ গণতন্ত্রের দেশত্র বাংলাদেশর চতুর্দিকে থাকা বাংলাদেশের জন্য বিশাল সুবিধা ও সৌভাগ্যের ব্যাপার। নাহলে শুধুই জঙ্গি মোকাবিলা ও অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত থাকতে হতো।
আপনি গুজব ছড়ানো পছন্দ করেন, কিন্তু এই সব কিছু করে কোনো লাভ নেই.
সুন্দর সুন্দর বিশ্লেষণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর বিশ্লেষণ কোথায় পাইলেন। উনি কোন সঠিক তথ্য দেননি। কোন রেফারেন্স, ডাটা দেননি। উনার মনে যা চাইছে তা মনের মাধুরী মিশিয়ে গল্প বলেছেন। কোন যুক্তি, তথ্য উপস্থাপন করেন নি। বাংলাদেশ ইতিমধ্যে BRI এ যোগ দিয়েছে। QUAD যোগ দিবেনা বলে দিয়েছে। নতুন কোয়াড যেখানে ইসরাইল আছে সেখানে কখনো যাবে না। ভারতের সাহসও হবে না এই অনুরোধ করা।
ভারতকে মনে রাখতে হবে বাংলাদেশ সিকিম্ বা ভুটান নয়।
উপস্থাপক জাস্ট উনার কল্পনার বা স্বপ্নের গল্পই বলে গেলেন। এখানে কোন তথ্যই নাই। সত্য মিথ্যা পরের কথা।
আপনার হয়তো শুনতে ভাল লেগেছে বলে পজিটিভ মন্তব্য করেছেন। আসলে পুরা ভিডিওটা অন্ত:সারশুন্য।
@@kutubuddinbakhtiar5105 আচ্ছা আপনাদের ইসরাইলের নাম শুনলে এতো ফাটে কেন?
Thank you ji
Ekdom sothik point gulo tule dhorechen sir.👍🏼
R u Blind
বাংলাদেশের সংখ্যালঘুরা কি করবে তাহলে?? 😥
1947 সালে 30% সংখ্যালঘু ছিলো,
সেই 30 % জমি নিয়ে আলাদা দেশ তৈরি করতে হবে। তার দাবী তুলে আন্দোলন করতে হবে।
@@CNRChandanVlog.
আয় শুয়োর চুটিয়ে চুটিয়ে জমি দিবো।
@@ahmedrajon8739 তোর আব্বু পাকিস্তান কে 71 সালে যোম মতো করে তোদের জন্ম দিলাম আর এখন বড় বড় কথা বলিস 😂😂😂
1 লক্ষ 47000 বর্গকিমি কে যখন স্বাধীন করতে পেরেছি তখন 28 % সংখ্যালঘুর জন্য ও 28 % জমি তাদের অধিকারে দিতে পারবো, শুধু স্বাধীনতা আন্দোলন শুরু হলে হয়।
@@CNRChandanVlog Khalistane o kasmir sadhinata lav korbe,
@@CNRChandanVlog আগে ঘরে ঘরে একটা করে টয়লেট দে একটা ভালো পরিবেশে হাগু কর। তারপর একটা পরিষ্কার গোয়া নিয়ে আমাদের কাছে আসিস। তারপরে ভেবে দেখবো নে। সালা মাঠে হাগা ইতোর।
Sir has very nicely explained the geopolitical situation of Indian subcontinent and tension centering Bangladesh.
No indian before British. India must be 575 independent country. Bangladesh already a country. If indian army come to our country u people will will lose ur 7 sisters first. Advise West Bengal belong to Bangladesh. Just get independent from india. That’s all u got
West Bengal is an integral part of India.In 1947 99% of westbengal voted in favour of India.Instead of giving advice concentrate on our own country.
প্রথমে ভারতের সাহায্য নিয়ে বাঙলাদেশ পাকিস্তান এর থেকে আলাদা হয়েছিল এখন চীন এর থেকে বাঁচতে কার সাহায্য নেয় দেখা যাক। I am India 🤣
ভাই তোরা তোদের সাহায্য কর
Global Hunger Index রিপোর্ট টা মনে হয় দেখিস নি
স্টার জলসা দেখা পাবলিক হটাত করে রাজনৈতিক কমেন্ট করলে এমনই হয়
ভারতের হাতে এমন কোনো অফসন নেই যেটা একটা স্বাধীন বাংলাদেশের উপর সেনা অভিযান করতে পারবে আর বাংলাদেশ ঋণের পাঁদে পড়ার আগে ভারত ঋণের পাঁদে পড়ে আছে কারন ভারতে আয় অনুযায়ী ঋনের পরিমান ৫৪% আর বাংলাদেশের আয় অনুযায়ী ঋনের পরিমান ১২% অতেব আপনি আগে নিজের চরকায় দেল দেন নিজ ভুমিকে বাঁচান বাংলাদেশ কে আমরা দেখবো ধর্ম্মীয় উগ্রবাদী ভারতের অমিত শাহের দল মুদির দল ক্ষমতায় আছে তাই ভারত উগ্রবাদী দেশের তালিকায় আছে ৮ বছর দরে এটা বর্তমানে ও চলছে উগ্রবাদী হিন্দুরা ভারতকে পরিচালনা করছে এটা আগে দেখুন বাংলাদেশে উগ্রবাদীরা কখনো ক্ষমতায় আসবে সেটা আশার পরে তখন দেখা যাবে যেখানে উগ্রবাদী হিন্দুরা দেশ চালায় সেখানে মলম না দিয়ে হয়ত কখনো বাংলাদেশ উগ্রবাদী ক্ষমতায় আসিন হবে এটার অগ্রিম সামাধান খোজা আপনার মতো গো মূত্র পান কারি ভারতিয় লোকদের মানায় আপনার জানা থাকায় কথা বাংলাদেশের লোক গুলি শিক্ষিত ভারতের তুলনায় বাংলাদেশের মানুষ বেশী শিক্ষিত তাই এই শিক্ষিত লোক গুলো নিজেদের সমস্যা সাধান এর জন্য ভারতীয় বা আমেরিকার সাহায্য নিতে যাবেনা পাকিস্তান চিনের দাশে পরিনত হয়েছে শ্রিলংকা চিনের দাশে পরিনত হয়ে ১০০% সঠিক তবে ভারত অনেক আগেই আমেরিকার দাশে পরিনত হয়েছে তাহলে আপনারা সবাই দাশ, আর নিজে দাশ হয়ে অন্যকে মালিক বানানো স্বপ্নো দেখাতে আসেন এটা কতো বড় মূর্খতা এটাকি একবার বেবে দেখেন নাই আসলে আপনি নিজেকে শিক্ষক দাবি করেন বাংলাদেশ আপনাকে বিদ্যালয় ঝাড়ু দিতেও রাখবেনা কারন বাংলাদেশের বিদ্যালয় ঝাড়ু দেয়া মালি বা পরিচ্ছন্ন হিন্দু কর্মী গুলো আরো ভালো জ্ঞান রাখে আপনার তুলনায়, আপনি যদি উপদেশ দেয়ার উদ্দেশ্য এই ভিডিও বানিয়ে থাকেন সকল জ্ঞানী লোকেরাই এই ভিডিও টি প্রত্যাখান করবে আর যদি ইউটিউবে ভিউ পাওয়ার উদ্দেশ্য এই ভিডিও বানান তাহলে আপনি সফল কারন আপনার ভুল চিন্তায় ভারত বাংলাদেশের কোনো উপকারে না আসলে ও ভিউ বেশি হলে আপনার ইনকাম আসবেই ১০০% তাই আপনি সফল আর আপনার যুক্তি যারা মানবে ওরা ব্যার্থ
OK wait And look at situation thanks 🙏
আপনি হয়ত ভুলে যাচ্ছেন যে স্টার জলসা
ইত্যাদি channel যথেষ্ট পরিমাণে জনপ্রিয় আপনাদের দেশে ও । আপনি দেখেন তাই বলছেন নাকি ।।
হিন্দু ধর্মে মানুষের উপর অত্যাচার বছরের পর বছর কি চরম
পন্থী মৌলবাদ বলে মনে হয় না বাঙলাদেশ র মানুষদের। 🙄
I watch your videos and I am very much fond you because of your keen observations.
We have to strike a balance in our diplomatic relation.We keep good relation with all and must develop our economy and military power to face any future challange.
but India should refrained from there hindu fundamentalism policy first. No threat will work with Bangladesh and Pakistan.
@@md.masudkhan190 What the hell is going on with the Hindus in your country ?
দারুন বলেছেন স্যার। আমি বরাবরই আপনার এই মূল্যবান ভিডিও গুলো দেখি।
ভারতের হাতে এমন কোনো অফসন নেই যেটা একটা স্বাধীন বাংলাদেশের উপর সেনা অভিযান করতে পারবে আর বাংলাদেশ ঋণের পাঁদে পড়ার আগে ভারত ঋণের পাঁদে পড়ে আছে কারন ভারতে আয় অনুযায়ী ঋনের পরিমান ৫৪% আর বাংলাদেশের আয় অনুযায়ী ঋনের পরিমান ১২% অতেব আপনি আগে নিজের চরকায় দেল দেন নিজ ভুমিকে বাঁচান বাংলাদেশ কে আমরা দেখবো ধর্ম্মীয় উগ্রবাদী ভারতের অমিত শাহের দল মুদির দল ক্ষমতায় আছে তাই ভারত উগ্রবাদী দেশের তালিকায় আছে ৮ বছর দরে এটা বর্তমানে ও চলছে উগ্রবাদী হিন্দুরা ভারতকে পরিচালনা করছে এটা আগে দেখুন বাংলাদেশে উগ্রবাদীরা কখনো ক্ষমতায় আসবে সেটা আশার পরে তখন দেখা যাবে যেখানে উগ্রবাদী হিন্দুরা দেশ চালায় সেখানে মলম না দিয়ে হয়ত কখনো বাংলাদেশ উগ্রবাদী ক্ষমতায় আসিন হবে এটার অগ্রিম সামাধান খোজা আপনার মতো গো মূত্র পান কারি ভারতিয় লোকদের মানায় আপনার জানা থাকায় কথা বাংলাদেশের লোক গুলি শিক্ষিত ভারতের তুলনায় বাংলাদেশের মানুষ বেশী শিক্ষিত তাই এই শিক্ষিত লোক গুলো নিজেদের সমস্যা সাধান এর জন্য ভারতীয় বা আমেরিকার সাহায্য নিতে যাবেনা পাকিস্তান চিনের দাশে পরিনত হয়েছে শ্রিলংকা চিনের দাশে পরিনত হয়ে ১০০% সঠিক তবে ভারত অনেক আগেই আমেরিকার দাশে পরিনত হয়েছে তাহলে আপনারা সবাই দাশ, আর নিজে দাশ হয়ে অন্যকে মালিক বানানো স্বপ্নো দেখাতে আসেন এটা কতো বড় মূর্খতা এটাকি একবার বেবে দেখেন নাই আসলে আপনি নিজেকে শিক্ষক দাবি করেন বাংলাদেশ আপনাকে বিদ্যালয় ঝাড়ু দিতেও রাখবেনা কারন বাংলাদেশের বিদ্যালয় ঝাড়ু দেয়া মালি বা পরিচ্ছন্ন হিন্দু কর্মী গুলো আরো ভালো জ্ঞান রাখে আপনার তুলনায়, আপনি যদি উপদেশ দেয়ার উদ্দেশ্য এই ভিডিও বানিয়ে থাকেন সকল জ্ঞানী লোকেরাই এই ভিডিও টি প্রত্যাখান করবে আর যদি ইউটিউবে ভিউ পাওয়ার উদ্দেশ্য এই ভিডিও বানান তাহলে আপনি সফল কারন আপনার ভুল চিন্তায় ভারত বাংলাদেশের কোনো উপকারে না আসলে ও ভিউ বেশি হলে আপনার ইনকাম আসবেই ১০০% তাই আপনি সফল আর আপনার যুক্তি যারা মানবে ওরা ব্যার্থ
Very nice explanation .Thanks .
Sir apnar class gulor akta alada level er interest thake..khub informative every class.
😅 ঘাস খাওয়ার ট্রেনিং নেও ছাগলের কাছে
বাংলাদেশে ও পাকিস্তান কয়েনের এপিট ওপিট
পাকিস্তান আর বাংলাদেশ মিলে তোদের অখন্ড ভারতকে দমন করে ২০ টুকরো করবে
@@farhanmasum4250 তার মানে তুই একটা জঙ্গি,সন্ত্রাসী, আতঙ্কবাদী।
@@surajitnaskar5820 আমি হলাম হিন্দুত্ব জঙ্গিবাদী দের জন্য আতঙ্ক
@@farhanmasum4250 তা পাকিস্তানে সিয়া ও সূন্নী কে মারছে, হিন্দুরা,rss না বিজেপি, সিরিয়ায় মুসলিমদের কে মারছে, আফগানিস্তানে মুসলিমদের কে মারছে।গোটা পৃথিবীতে ইসলাম হলেও শান্তি ফিরবে না। ইসলাম অশান্তির ধর্ম, তুই একটা উদাহরণ।
@@surajitnaskar5820 তোদের জঙ্গিবাদী আরএসএস সন্ত্রাসবাদি বিজেপি।
এরা খুব ভালো নাকি।
সন্ত্রাসীর দেশ ইন্ডিয়া আবার বড় বড় কথা
ধন্যবাদ খুব ভালো লাগলো