এভাবে কখনও বাগানবিলাসের শিকড় ছেঁটেছেন ?// Have you ever prune the roots of Bougainvillea before?
ฝัง
- เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
- এভাবে কখনও বাগানবিলাসের শিকড় ছেঁটেছেন ?
Have you ever pruned the roots of Bougainvillea before?
Hey everyone! In this video, I'm going to show you an entirely new process of pruning roots. I'm quite sure you haven't seen anything like this! So enjoy the video and keep growing.
Warm Regards
Sayantan
Instagram : / inlovewithsoil
Facebook : / inlovewithsoil
Mail id : contact.inlovewithsoil@gmail.com
#bougainvillea #bougainvilleabonsai #inlovewithsoil
ভিডিও টা খুবই ভালো লাগলো , অবশ্যই চেষ্টা করবো । এই গাছটার প্রুনিং করতে হবে নিশ্চয় ,সেই ভিডিওটার অপেক্ষায় রইলাম ।
আমি কিছুদিন আগেই ডালপালা ছেঁটে দিয়েছিলাম, আপাতত এখন আর কিছু করব না। তবে প্রুনিং-এর ভিডিও নিশ্চয়ই করব।
Ki sundor colour ta... Khub informative video... Koto purono ei gach?
বারো বছরের পুরোনো। ☺️☺️
Orchid er video kobe asche dada??🙁 Tomar orchids er video r jonno wait kore thaki... because ami orchid chara onno gach kori na🫡
আসবে ভাই, খুব তাড়াতাড়ি আসবে। 😊
Dada video ti khub informative. Ami nutan kore Bougonvelia korte chai jodi apnar kache cuttings thake share korben please. Jodi problem na thake.
এ বছরের মতো প্রুনিং তো শেষ। পরে ডালপালা কাটলে অবশ্যই জানাবো। ☺️
অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা। আপনার কাছে আমার প্রশ্ন হল তিন-চারটি গাছে বুগেনভিলিয়ার ক্লোরোসিস হয়েছে তার জন্য আমাকে আমাকে একটু পথ দেখালে ভালো হয় গাছগুলি তাহা হলে বাঁচাতে পারি। চুঁচুড়া হুগলি থেকে বাচ্চু রায় বলছি।
Chelated iron eddha ব্যবহার করতে পারেন, খুব তাড়াতাড়ি ফল পাবেন।
Chelated iron edta ব্যবহার করলেও কাজ হবে।
Process one - Gach chayay rakhun--- jol kom din - phool thakle kete din REPOT KORUN GOBOR SAAR DIN thik jodi na hoy taholey Process TWO ____ gach chayay rakhun--- jol kom din - phool thakle kete din ,akhon phool neben na -- epsom salt r chelated iron spray korun --- sustho hotey koek maas lagte parey
Thankyou. When to prune the branches for heavy flowering ?? Which season ?? And how much ??
For heavy flowers, pinching is more desirable than hard pruning. Pinching can be done anytime except flowering season.
Darun sundar dekhiechho bhai
ধন্যবাদ ☺️
Khub sundor akta vedio ❤
☺️🙏🏻
Video ta khub valo laglo... Pot ta o khub sundor, pot size r kotha theke kinlan jansben pl...
পট ৮ ইঞ্চি লম্বা ও ১২ ইঞ্চি পরিধি, কলকাতার গ্যালিফ স্ট্রিট মার্কেট থেকে কিনেছিলাম।
@@Inlovewithsoilপট এর দাম সম্পর্কে কিছু ধারণা দিলে ভালো হত।
Hi, ami Jaipur theke.....Ei pot gulo apni kothe peyechen....jodi bolen
আমি এখানে কলকাতায় রোববার একটি হাট বসে, বাগবাজারে, সেখানে পেয়েছিলাম।
ভিডিও টা খুব ভাল লাগল। সায়ন্তন আমি সব গাছ ই যখন repot করি তখন তার মোটামুটি 70% মাটি সমেত শিকর বাদ দিয়ে দি। আমার আজ পর্যন্ত কোন গাছ এই কারনে মারা যায়নি। এবার আসি তোমার এই বোগেনভিলিয়ার কথায়। সত্যি বলি, তোমার এই গাছটি আগে যে শোয়ানো অবস্থা ছিল ফুল সমেত যা রূপ দেখলাম, অসাধারণ। সোজা দাঁড়িয়ে থাকা গাছ তো আমরা সবসময়ই দেখি, কিন্ত প্রকৃত বনসাই এর look কিন্ত ওটাই ছিল। ঐ যে নীচের দিকে ঝুলে আছে, simply awesome। ওটাই তো বনসাই করা যেত, যেত না? যদিও এটা সম্পূর্ন আমার নিজস্ব মতামত। কিছু মনে করো না। খুব ভাল থেকো। যদি সম্ভব হয় তবে আগের অবস্থার একটা ছবি পাঠাবে? সংরক্ষণ করে রাখব।
আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমার নিজেরও খুব পছন্দ ছিল আগের চেহারাটা, কিন্তু বিভিন্ন সমস্যা হয়েই চলছিল, তাই বাধ্য হয়েই এরকম একটা সিদ্ধান্ত নিতে হয় আমায়।
আমি আপনাকে ফেসবুকে ছবি পাঠিয়ে দেবো। আমার পেজ থেকে। ভালো থাকবেন। 😊
@@Inlovewithsoilদাদা আপনার ফেইসবুক পেজের লিংক দিলে খুব ভালো হতো।
@khokangorai9282 facebook.com/inlovewithsoil
@@Inlovewithsoil thank you so much dada
আমি এভাবে রুট প্রুনিং করে ভাল ফল পেয়েছি। মাধবীলতা, দুটো বেশ পুরোনো, রুট বাউন্ড হয়ে যাওয়া পাতাবাহারী গাছ, জবা গাছ, বুগেনভিলিয়া, Jacquemontia এবং আরও কিছু গাছ এভাবেই করেছি। খুব ভাল technique.. তবে বনসাই কখনও করিনি। বুগেনভিলিয়াকে প্রুনিং -এর মাধ্যমে ঝোপালো করার চেষ্টায় আছি।
বেশ বেশ, খুব ভালো, হ্যাঁ পদ্ধতিতে গাছ খুব ভালো সাড়া দেয়।
je gach ta root prooning korlen seta sell korben? korle koto price?
ক্ষমা করবেন, এটা আমার প্রথম কেনা বাগানবিলাস। ☺️
Dada eta tar Bagan ??
তার বলতে কি তুমি আমার বাগান কি না জিজ্ঞাসা করছো?
@@Inlovewithsoil are dada sorry tomar likhte giye hyeche..eta tomar barir lawn er garden?
@sauravchatterjee9939 এটা আমাদের ছাদ☺️
আসলে অনেক পুরোনো বাড়ি, তাই বর্ষায় শ্যাওলা হয়। সেইজন্য এরকম সবুজ আভা দেখতে পাচ্ছো, ওটা আসলে শ্যাওলা
Happy world environment day
Happy World Environment Day to you, too
❣️☮️🍂
দাদা, বাগানবিলাসের মিডিয়া কি হলে ভালো হবে। প্রচুর ফুল ফুটবে, ওয়েল ড্রেনেজ হবে।
আমি এ বিষয়ে অবশ্যই একটি ভিডিও করব।
@Inlovewithsoil ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আমি দীর্ঘদিন ধরে এই যন্ত্র দিয়ে, এই ভাবেই repot করি,sikor ছাঁটাই করি,kono সমস্যা হয় নি, এখনো পর্যন্ত।
বাহ্! হ্যাঁ খুব ভালো পদ্ধতি এটা।
ISSS ATO MOTA SIKORE ROOT GRAFTING KHUB BHALO HOTO
এত সুন্দর গাছটিকে রুট স্টক হিসেবে ব্যবহার করতে বলছেন!! নাকি আমি ভুল বুঝলাম 🤔
@Inlovewithsoil আরে না না ভাই 😅 রুট ট্রিমিং এর সময় মোটা শিকড় কিছু আলাদা করে কেটে নিয়ে টুকরো শিকড় গুলোতে আলাদা ভ্যারাইটি graft এর কথা বলছিলাম। ওই একটু মোটা শিকড় কেটে গেলো তাতেও হবে ।
@BIPLABROY13 ও আচ্ছা! 😅😅