কিভাবে আল্লাহর উপর ভরসা করব? || মিজানুর রহমান আজহারি

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ค. 2021
  • সাধ্যের সবটুকু প্রচেষ্টা চালিয়ে অতঃপর আল্লাহর উপর ভরসা করার নাম হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুলের মূল হকিকত হলো- মানুষ আল্লাহকে সকল কাজে কর্ম বিধায়ক মনে করবে।
    তাওয়াক্কুল একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর একত্ববাদের স্বীকৃতিদানে তাওয়াক্কুলের মত উঁচু স্তর দ্বিতীয়টি নেই।
    অনেকে নিজেদের অপারগতা, দুর্বলতা, কর্মহীনতা ও অলসতাকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছে। অপারগতা, দুর্বলতা ও অলসতা থেকে আল্লাহর রাসুল (সাঃ) সব সময় আল্লাহর কাছে পানাহ চাইতেন। এ পার্থিব দুনিয়ায় সফল হতে হলে, এ দুনিয়ার যে সিস্টেম তার সর্বোচ্চটুকু আপনাকে রপ্ত করতে হবে।
    তাওয়াক্কুল হল- পরিকল্পনা করা, পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা, বিভিন্ন উপায় উপকরণের সাহায্য নিয়ে সে অনুযায়ী প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া, অবশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা
    আল্লাহ তা’আলা ইরশাদ করেন:
    “যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট”।
    [সূরা আত-তালাক: ৩]
    #MizanurRahmanAzhari #তাওয়াক্কুল

ความคิดเห็น • 3.8K

  • @-HridoyHasan
    @-HridoyHasan 3 ปีที่แล้ว +387

    মিজানুর রহমান আজহারী হলো এমন একজন ব্যক্তি, যার কন্ঠ শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়।

    • @user-bz9id1ee2r
      @user-bz9id1ee2r 3 ปีที่แล้ว +11

      ভারতের উগ্ৰ হিন্দুদের বিরুদ্ধে নেমেছি আশা করি সকলে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ🙃

    • @ALIREZA-jw3wh
      @ALIREZA-jw3wh 3 ปีที่แล้ว

      @@user-bz9id1ee2r bnvmhnm mk

    • @mdiftee4147
      @mdiftee4147 3 ปีที่แล้ว

      @@ALIREZA-jw3wh)

    • @riyadhossain7315
      @riyadhossain7315 2 ปีที่แล้ว +1

      সঠিক কিন্তু আপনি তো ভন্ড প্রো

    • @rakibstyle2448
      @rakibstyle2448 2 ปีที่แล้ว +4

      সহমত

  • @preronatv
    @preronatv 3 ปีที่แล้ว +669

    প্রিয় মুফাসসির এর কথা শুনলে প্রাণটা জুড়িয়ে যায় ❤ আল্লাহ আপনাকে সর্বদা নিরাপদে রাখুক, আমীন

    • @user-sc9rh2ye9x
      @user-sc9rh2ye9x 3 ปีที่แล้ว +9

      আমীন 💗💗

    • @islamicgozolbdbd6560
      @islamicgozolbdbd6560 3 ปีที่แล้ว +7

      ❤️

    • @gamingwithfahimyt157
      @gamingwithfahimyt157 3 ปีที่แล้ว +5

      আমিন

    • @abdulkadir_0_123
      @abdulkadir_0_123 3 ปีที่แล้ว +6

      Amin

    • @user-td6cl5hf2k
      @user-td6cl5hf2k 3 ปีที่แล้ว +2

      ,আজকের বিকেল
      - ফাতেমা তুন নিসা
      মন খারাপ হলেই প্রকৃতির দিকে তাকিয়ে থাকা আমার প্রিয় বান্ধবী উর্মির দারুণ একটা অভ্যাস। আজকাল লক্ষ্য করছি ওর একটু বেশিই মন খারাপ। নাহ! নিজে নিজে উল্টাপাল্টা কিছু না ভেবে একবার শুনেই দেখিনা , হলোটা কি?
      বরাবরই আন্দাজে কিছু ভাবার মেয়ে আমি নই। কেউ অনুমানের ভিত্তিতে কিছু বললে বেশ রাগ হয়।
      আসরের নামাজ শেষ করে উর্মিকে বললাম চল ছাদে যাই। প্রথমে যেতে না চাইলেও আমার পীড়াপীড়িতে যেতে বাধ্য হয়েছে। ওর কিছু কথা আমি আগে থেকেই জানি। কিন্তু এই কয়েকদিন যাবত কি নিয়ে ভেঙ্গে পড়েছে সেটাই এখনও জানতে পারিনি।
      - বলতো কি হয়েছে?
      মাথায় আলতো ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলাম।
      আর যাই হইনা কেন ও আমাকে বেশ বিশ্বস্তই ভাবে । হয়ত আমায় যতটা বিশ্বাস করে ততটা ওর পরিবারকেও করেনা। ও অভিভাবক হিসেবেও দেখতে চায় আমাকে। সমবয়সী হলেও আমার দেওয়া পরামর্শ নাকি প্রতিটি বড় বোনেরা দেয়। আসলে হাজারের মাঝে কারো এতটা কাছাকাছি হতে পারাও সৌভাগ্য।
      সে যাই হোক, জিজ্ঞেস করতেই উত্তর পেয়ে গেছি। মেয়েটা নাকি অতীত আর ভবিষ্যত নিয়ে মহা- মসিবতে আছে। সব শুনে বুঝলাম ওর অতীতটা বড্ড যন্ত্রণাদায়ক যেটা ও কিছুতেই ভুলতে পারছেনা। বিষন্নতায় ভুগছে তাই নিয়েই । আর ভবিষ্যত নিয়ে বড্ড চিন্তিত ।
      কিছুক্ষণ চুপ করে আছি দুজনেই।
      আমিতো ওর বিষয়টা নিয়ে ভাবনার সাগরে ডুব। কিন্তু ও চুপ কেনো তা জানিনা , হয়তো কিছু ভাবছে।
      হঠাৎ ওর জোরে নিশ্বাস ফেলে আল্লাহ বলা... আমাকে ভাবনা থেকে বাস্তবে ফিরিয়ে আনলো।
      আমি রীতিমতো বুঝে গেছি ওকে কি বলা প্রয়োজন। কালবিলম্ব না করে বলতে শুরু করলাম...
      - আচ্ছা শোন! অতীতের স্মৃতিচারণ , তা নিয়ে ভাবা, দগ্ধ হওয়া, কষ্ট পাওয়া এসব নিছক বোকামি আর পাগলামি তা তুই জানিস?
      যেটা হয়ে গেছে , চলে গেছে মিছেমিছি সেটার পেছনে সময় ব্যয় করে তোর ক্ষতি তুই করছিস।
      - আমার ক্ষতি! তা কেমনে? উর্মির পাল্টা প্রশ্ন।
      - ভেবে দেখ! আজ ক'দিন তোর পড়ায় মন নেই। খাওয়ায় মন নেই। আমি তোকে রাত জাগতেও দেখছি। এতে কি তোর ক্ষতি হয়নি?
      এগুলো সবই নির্বোধের কাজ। বুদ্ধিমানরা তো অতীত মাটি চাপা দিয়ে জেগে ওঠে নতুন কিছু করার আশায়। অতীত নিয়ে সময় নষ্ট করেনি কোন মহামানব কোনকালেই।
      অস্তিত্বহীন অতীত চলে গেছে যা ফিরে পাওয়া যায়না। অতীত নিয়ে হা-হুতাশ , কান্না-কাটি লোকদের প্রাচীনকালে বলা হলো,
      " তোমরা মৃতদের তাদের কবর থেকে তুলে এনো না " আর অতীতের ভাবনা আমাদের সবসময়ই দুর্বল রাখে।
      আর ভবিষ্যত নিয়েই বা কেন ভাববি?
      আরে বাবা! যেটা এখনো হয়নি তা নিয়ে ব্যতিব্যস্ত হবারও কোনো প্রয়োজন নাই।
      কুরআনে আল্লাহ পাক বলেছেন,
      " আল্লাহর আদেশ অবশ্যম্ভাবী। সুতরাং তা নিয়ে ব্যস্ত হয়ো না" (সূরা নাহলঃ-১)
      আজ আছি কাল তো না-ও থাকতে পারি। আজ যে বেঁচে আছি যে এই শোকর আদায় করতেই ড
      তো দিন পার সামনে কি হবে তা নিয়ে ভাবার ফুরসত কই? আজকের দিনটা কাজে লাগাই না ! নিজের জন্য বাঁচি আপন রবের জন্য বাঁচি৷ আজকে অতীত নিয়ে হা-হুতাশ না করে ,
      আর ভবিষ্যতের অনিশ্চিত আশায় ডুবে না থেকে চলমান দিনটি কি করে কাজে লাগানো যায় সেটাই হবে প্রকৃত মানুষের কাজ।
      রাসূলে পাক সাঃ এক হাদীসে ইরশাদ করেন ,
      " সকালে সন্ধ্যা দেখার আশা করো না, আর সন্ধ্যায় সকাল দেখার আশা করো না"
      কি বুঝলি এই হাদীস দ্বারা?
      - বুঝতে পারছি তবে এর আগে এভাবে ভাবিনি রে...
      - দেখ! তোর কাছে এখন অতীত নেই। ভবিষ্যতেরও নিশ্চয়তা নেই। আছে শুধু এই মুহূর্ত যেটা বর্তমান।
      আমাদের জনৈক পূর্বপুরুষেরা বলে গেছেন, ঘটনা ঘটার আগেই তা নিয়ে দুঃশ্চিন্তা করো না। এবং তারা এটাও বলেছেন ,
      " হে আদম সন্তানেরা! তোমাদের দিন হলো তিনটি।
      ১) গতকাল- এটা তোমায় ছেড়ে চলে গেছে। আর ফিরিয়ে আনার যাবেনা চাইলেও।
      ২) আগামীকাল- এটা পুরোপুরি অনিশ্চিত। তোমার জীবনে আসেইনি।
      ৩) আজ- আজই তুমি পেয়েছো। আজকের দিনটাই তুমি কাজে লাগাও। মহান রবের ইবাদতে ও ভালো কাজে।
      তাই আমি তোকে আবারো বলছি এসব নিয়ে ভেবে কোনো লাভ নাই বরং লোকসানই।
      একটু আঁচ করতে পারলাম আমার কথাগুলো ব্যথার মাঝে প্রশান্তির প্রলেপ হয়ে উর্মিকে স্পর্শ করেছে। ততক্ষনে মাগরিবের আযান হলো।
      ও আমায় হাত ধরো বলল ,
      - চল নামাজ শেষে তেলাওয়াত করবো ,
      তারপর কিছুক্ষণ দ্বীনি আলোচনা রাখবি।
      মুচকি হেসে আমিও বললাম , ইনশাআল্লাহ...
      💖💖💖💖💖💖💖
      আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ,,,,
      আমার ইউটিউব চেনেলটি সাবসক্রাইব করবেন।
      আর আমার কোরআন তেলাওয়াত কেমন হলো জানাবেন।
      আমি কি আপনার একটি সাবসক্রাইব এর যোগ্য না,,
      th-cam.com/video/96pwoEYsGzc/w-d-xo.html

  • @subuddinmiya6529
    @subuddinmiya6529 ปีที่แล้ว +32

    আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আজহারী ওয়াজ শুনে হাজার হাজার জুবক ইসলামের পথে আসছে তার মধ্যে আমি একজন

  • @SimpleCreativework
    @SimpleCreativework 3 ปีที่แล้ว +120

    চাঁদের চাইতেও সুন্দর ছিলেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা)❤️❤️❤️

  • @MHasiburRahmanOfficial
    @MHasiburRahmanOfficial 3 ปีที่แล้ว +376

    মহান আল্লাহ আপনাকে সবসময় হেফাজতে রাখুন। আমিন

    • @samsulhoque6558
      @samsulhoque6558 3 ปีที่แล้ว +2

      Amin

    • @jubayer3658
      @jubayer3658 3 ปีที่แล้ว +2

      আমিন

    • @user-zd4nx6ix5x
      @user-zd4nx6ix5x 3 ปีที่แล้ว

      সাহায্যের আবেদন
      আসসালামু আলাইকুম, প্লিজ আমাকে একটু যাকাত অথবা সাহায্য দিয়ে সহযোগীতা করুন
      আমার নাম:
      হাফেজ মো:রুবেল আকন্দ
      আমার ঠিকানাঃ
      বরিশাল=চরমোনাই=দরিয়াবাদ
      আমার মাথায় টিউমার আমরা অনেক গরিব ঘরের সন্তান আমার চিকিৎসা করানোর আমার ফেমিলিতে কাহারো সমার্থ নেই এমন কি আমার কাছে যাছিল তা ইতি মধ্যে সেষ হয়েগিয়েছে! আমার দুই সন্তান এক মেয়ে এক ছেলে আমার মেয়ে টা ১০পারা কোরআন হেফজ পরেছে ছেলে ছোট সময় তাদের কে ঠিক ভাবে খাইতেও দিতে পারি না.... আপনারা সকলেই আমাকে একটু সহযোগিতা করুন...আমি একজন কোরআনের হাফেজ হয়ে আপাদের কাছে একটু সহযোগিতা চাইছি দয়া করে
      আমার কাছে টাকা না থাকার কারনে আমি অপারেশন করতে পারছিনা অনেক টাকার দরকার আমি আপনাদের কাছে আথিক ১০০/ ৫০০ যে যা পারেন
      যোগাযোগ ও সাহায্য পাঠানোর মাধ্যমে
      বিকাশ পারসোনাল :- 01942632721 ( হাফেজ রুবেল)
      নগদ পারসোনাল :- 01322075468
      🙏🙏🙏অর্থ দিয়ে সাহায্য না করতে পারলে অন্তত একটি শেয়ার করে সাহায্য করুন প্লিজ

    • @user-zd4nx6ix5x
      @user-zd4nx6ix5x 3 ปีที่แล้ว

      সাহায্যের আবেদন
      আসসালামু আলাইকুম, প্লিজ আমাকে একটু যাকাত অথবা সাহায্য দিয়ে সহযোগীতা করুন
      আমার নাম:
      হাফেজ মো:রুবেল আকন্দ
      আমার ঠিকানাঃ
      বরিশাল=চরমোনাই=দরিয়াবাদ
      আমার মাথায় টিউমার আমরা অনেক গরিব ঘরের সন্তান আমার চিকিৎসা করানোর আমার ফেমিলিতে কাহারো সমার্থ নেই এমন কি আমার কাছে যাছিল তা ইতি মধ্যে সেষ হয়েগিয়েছে! আমার দুই সন্তান এক মেয়ে এক ছেলে আমার মেয়ে টা ১০পারা কোরআন হেফজ পরেছে ছেলে ছোট সময় তাদের কে ঠিক ভাবে খাইতেও দিতে পারি না.... আপনারা সকলেই আমাকে একটু সহযোগিতা করুন...আমি একজন কোরআনের হাফেজ হয়ে আপাদের কাছে একটু সহযোগিতা চাইছি দয়া করে
      আমার কাছে টাকা না থাকার কারনে আমি অপারেশন করতে পারছিনা অনেক টাকার দরকার আমি আপনাদের কাছে আথিক ১০০/ ৫০০ যে যা পারেন
      যোগাযোগ ও সাহায্য পাঠানোর মাধ্যমে
      বিকাশ পারসোনাল :- 01942632721 ( হাফেজ রুবেল)
      নগদ পারসোনাল :- 01322075468
      🙏🙏🙏অর্থ দিয়ে সাহায্য না করতে পারলে অন্তত একটি শেয়ার করে সাহায্য করুন প্লিজ

    • @fuadfusm
      @fuadfusm 3 ปีที่แล้ว +1

      Amin

  • @abdulalmahi5955
    @abdulalmahi5955 3 ปีที่แล้ว +162

    আমি গুগলে সার্চ করছিলাম
    বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানব কে
    গুগল বলেছে হযরত মুহাম্মদ (স)

    • @mrmilhan783
      @mrmilhan783 3 ปีที่แล้ว +8

      Bai apnar kotay amio search disi.ha bai muhammad sallahuyalai solam is the best of the world man👈👈

    • @user-mh2ov6hx9y
      @user-mh2ov6hx9y 5 หลายเดือนก่อน +2

    • @user-cc5vz1zx9c
      @user-cc5vz1zx9c 3 หลายเดือนก่อน +1

      কিন্তু বর্তমানে যিশু খিষ্টের নাম আসে।😢

  • @user-ed4rz1dx4y
    @user-ed4rz1dx4y ปีที่แล้ว +2

    মাশা'আল্লাহ!
    অনেক কিছু জানতে পারলাম।
    তাওয়াক্কুলের সঠিক ধারণা পেলাম, আলহামদুলিল্লাহ!

  • @zihadyt6747
    @zihadyt6747 7 หลายเดือนก่อน +12

    আমাদের জীবনের সবকিছুর সমাধান রয়েছে আল্লাহর পবিত্র কুরআন ও রাসূলের সুন্নাহতে ।আলহামদুলিল্লাহ

  • @tokitechbd1459
    @tokitechbd1459 3 ปีที่แล้ว +93

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ❤ কতোই না সুন্দর বাক্য!!!❤

    • @available7168
      @available7168 3 ปีที่แล้ว

      th-cam.com/video/WT47rA_DlmI/w-d-xo.html

  • @almadinatvbd
    @almadinatvbd 3 ปีที่แล้ว +187

    আল্লাহ তায়ালা আপনার সম্মান আরো বাড়িয়ে দিন 💖

    • @OjanaIslam
      @OjanaIslam 3 ปีที่แล้ว +1

      আমিন

    • @technosajib6737
      @technosajib6737 3 ปีที่แล้ว

      Allahumma Amin

    • @mdazadulishlam4649
      @mdazadulishlam4649 3 ปีที่แล้ว

      th-cam.com/video/Qz5ZWzvXZxE/w-d-xo.html

    • @MAQHTV
      @MAQHTV 3 ปีที่แล้ว

      th-cam.com/video/UsAFoUOt0Yo/w-d-xo.html

  • @rupaliislam2395
    @rupaliislam2395 ปีที่แล้ว +24

    আলহামদুলিল্লাহ, প্রিয় শায়েখ যখনি মন খারাপ লাগে তখনি চলি আসি দ্বীনের কথা শুনতে আপনার ইউটিউব চ্যানেলে, আপনার কণ্ঠে দ্বীনের কথা গুলো শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ আপনাকে অনেক অনেক সম্মানিত করেছেন,

  • @habibapervin2306
    @habibapervin2306 ปีที่แล้ว +5

    হুজুর আপনার সালাম, সুন্দর জীবন ও মর্যাদা পূর্ণ সম্মান দান করুন আল্লাহ তায়ালা । আমিন। বেশি বেশি আল্লাহ তাওয়াক্কুল করতে পারি।

  • @Habibr-qk1ku
    @Habibr-qk1ku 3 ปีที่แล้ว +17

    আপনার বয়ান শুনে নিজেকে অনেক পরিবর্তন করতে পেরেছি...আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু দান করুন।
    আল্লাহর জন্য আপনাকে ভালবাসি প্রিয় শায়েখ❤️❤️

    • @available7168
      @available7168 3 ปีที่แล้ว

      th-cam.com/video/WT47rA_DlmI/w-d-xo.html

  • @hafizmdaliulofficial4753
    @hafizmdaliulofficial4753 3 ปีที่แล้ว +80

    কে কে অপেক্ষায় ছিলেন মিজানুর রহমান আজহারী হুজুরের বায়ান শুনার জন্য😊💞💞💐💐🇮🇳

  • @jihadislamicvideo7980
    @jihadislamicvideo7980 3 ปีที่แล้ว +1

    আমার প্রিয় মিজানুর রহমান আজহারী সাহেব এর কথা মনে হয় হযরত মোহাম্মদ সাঃ এর একটা অংশ আল্লাহ তায়ালা হুজুর কে দিয়েছেন। এতো মদুর কন্ঠ যার কোনো তুলনা হয়না । এতো নিয়ামত দিয়েছেন আল্লাহ তায়ালা উনাকে। আল্লাহ তায়ালা যেন হুজুর কে শত বছর হায়াত দেন। আমাদের মাযে যেন শত শত বছর কুরআনের আলো ছরিয়ে দেই। এবং আমার ছোট ভাই মোঃ মাহাদী হাসান কে আল্লাহ তায়ালা মিজানুর রহমান আজহারী সাহেব এর মতো বানিয়ে দেন। 🤲আমিন🤲

  • @IqraRahabar
    @IqraRahabar 3 ปีที่แล้ว +64

    আল্লাহ আমাদের সবাই কে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক আমিন❤️

  • @BibortonMedia1
    @BibortonMedia1 3 ปีที่แล้ว +134

    আল্লাহ আপনাকে সর্বদা নিরাপদে রাখুক, আমীন❤❤❤

  • @mdasadulislam9734
    @mdasadulislam9734 2 ปีที่แล้ว +27

    প্রিয় শাইখের প্রত্যাসায় আজও কেঁদে চলেছি। কবে যে বাংলার যমীনে আবার শুনবো সেই মধুর কন্ঠের তাফসীর! শাইখ দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে

  • @munalisamunal3744
    @munalisamunal3744 11 หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম।
    আমি আপনার অনেক বড় ভক্ত।
    আমার ঘুমের ওষুধই হচ্ছিল আপনার ওয়াজ। আপনার জন্য অনেক দোয়া করি। আপনি অনেক বছর বেঁচে থাকেন আমাদের মাঝে।

  • @arman260
    @arman260 3 ปีที่แล้ว +23

    আস্তে আস্তে রােজা শেষ হয়ে যাচ্ছে😢
    রােজা শেষ হওয়ার আগেই যেন
    আল্লাহ আমাদের সবার জিবনের সমস্ত গুনাহ মাফ করে আমিন ,,

    • @iloveislamrumon273
      @iloveislamrumon273 3 ปีที่แล้ว +1

      আমিন🤲

    • @Rakibhasan11226
      @Rakibhasan11226 3 ปีที่แล้ว +1

      Hello

    • @user-mj7wt2kx2q
      @user-mj7wt2kx2q 3 ปีที่แล้ว +1

      আমিন।আপনার নামটা মাশাআল্লাহ খুব সুন্দর

    • @SUNDORBONTV10
      @SUNDORBONTV10 3 ปีที่แล้ว +1

      আমিন

    • @fiya8850
      @fiya8850 3 ปีที่แล้ว

      Plz sister first change ur profile picture... Do porda

  • @stvmotivation3156
    @stvmotivation3156 3 ปีที่แล้ว +92

    কাউকে বার বার ডাকলে সে রাগ করে, কিন্তু আল্লাহকে বার -বার ডাকলে তিনি খুশি হন। আলহামদুলিল্লাহ

    • @available7168
      @available7168 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/WT47rA_DlmI/w-d-xo.html

    • @mdraihan2913
      @mdraihan2913 8 หลายเดือนก่อน

      রাইট

  • @borhanuddin2994
    @borhanuddin2994 3 ปีที่แล้ว +3

    আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আপনার ওয়াজ শুনে মনটা ভরে গেল

  • @krishisebaimojahid
    @krishisebaimojahid ปีที่แล้ว +24

    আল্লাহ আপনার সম্মান আরও বাড়িয়ে দেন,, ছড়িয়ে পরুক সারা বিশ্বে

  • @muftiamanollah1269
    @muftiamanollah1269 3 ปีที่แล้ว +319

    কারা কারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সা:) কে ভালবাসেন???

    • @TalentTrees
      @TalentTrees 3 ปีที่แล้ว +7

      muslims

    • @hamidakhanumnishi9419
      @hamidakhanumnishi9419 3 ปีที่แล้ว +2

      আমিন

    • @user-zd4nx6ix5x
      @user-zd4nx6ix5x 3 ปีที่แล้ว +1

      সাহায্যের আবেদন
      আসসালামু আলাইকুম, প্লিজ আমাকে একটু যাকাত অথবা সাহায্য দিয়ে সহযোগীতা করুন
      আমার নাম:
      হাফেজ মো:রুবেল আকন্দ
      আমার ঠিকানাঃ
      বরিশাল=চরমোনাই=দরিয়াবাদ
      আমার মাথায় টিউমার আমরা অনেক গরিব ঘরের সন্তান আমার চিকিৎসা করানোর আমার ফেমিলিতে কাহারো সমার্থ নেই এমন কি আমার কাছে যাছিল তা ইতি মধ্যে সেষ হয়েগিয়েছে! আমার দুই সন্তান এক মেয়ে এক ছেলে আমার মেয়ে টা ১০পারা কোরআন হেফজ পরেছে ছেলে ছোট সময় তাদের কে ঠিক ভাবে খাইতেও দিতে পারি না.... আপনারা সকলেই আমাকে একটু সহযোগিতা করুন...আমি একজন কোরআনের হাফেজ হয়ে আপাদের কাছে একটু সহযোগিতা চাইছি দয়া করে
      আমার কাছে টাকা না থাকার কারনে আমি অপারেশন করতে পারছিনা অনেক টাকার দরকার আমি আপনাদের কাছে আথিক ১০০/ ৫০০ যে যা পারেন
      যোগাযোগ ও সাহায্য পাঠানোর মাধ্যমে
      বিকাশ পারসোনাল :- 01942632721 ( হাফেজ রুবেল)
      নগদ পারসোনাল :- 01322075468
      🙏🙏🙏অর্থ দিয়ে সাহায্য না করতে পারলে অন্তত একটি শেয়ার করে সাহায্য করুন প্লিজ

    • @mahmudunnahar5823
      @mahmudunnahar5823 ปีที่แล้ว +3

      আমার প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যিও ওয়া রাসুল 💚💚

    • @misshamidarahman-co9fg
      @misshamidarahman-co9fg 11 หลายเดือนก่อน +3

  • @MdAhsan-pv3dl
    @MdAhsan-pv3dl 3 ปีที่แล้ว +68

    আল্লাহ আমার প্রিয় স্কলার মিজানুর রহমান আজহারী ভাইয়ের সম্মান ও মেধা আরো অনেক বাড়িয়ে দেন।

  • @alorrasta
    @alorrasta 2 ปีที่แล้ว +19

    আপনার ভিডিও গুলা অনেক ভালো লাগে। আপনি অনেক ভালো ভাবে জটিল বিষয় গুলো খুব সহজ ভাবে উপস্থাপন করেন। আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি।

  • @mahmudunnahar5823
    @mahmudunnahar5823 ปีที่แล้ว +1

    প্রিয় শায়খ মুহতারাম সম্মানিত শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন, আসসালামু আলাইকুম।
    জাযাকাল্লাহু খায়রান
    ফি আমানিল্লাহ

  • @b2vz507
    @b2vz507 3 ปีที่แล้ว +20

    আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন-
    "যে চেষ্টা করে, সে পায়"।
    এই দু'বাক্যের মাঝেই অবস্থান আল্লাহর উপর তাওয়াক্কুল এ অটল থাকা।সুবহানাল্লাহ

  • @aburaihanmdomarfaruq5619
    @aburaihanmdomarfaruq5619 3 ปีที่แล้ว +41

    হুজুর, আমার বাবা এই রমজানের ১০ তারিখ শুক্রবার বাদ জুমমা ২-১৫ মিনিটে ইন্তেকাল করেছেন ।
    সবাই দুআ করবেন ।

    • @jfkhan6233
      @jfkhan6233 3 ปีที่แล้ว +1

      Allah onak jannat nosib koruk

    • @J_Star72
      @J_Star72 3 ปีที่แล้ว

      th-cam.com/video/T1IeAjtPSjY/w-d-xo.html

  • @anjurahaman2440
    @anjurahaman2440 10 หลายเดือนก่อน +2

    ইয়া আল্লাহ!নবী সাঃ এর পথে তুমি এগিয়ে এনেছো,,, আল্লাহু আকবর🤲

  • @Dr.MushfiqurRahman
    @Dr.MushfiqurRahman 7 หลายเดือนก่อน +3

    যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে,আল্লাহ তার জন্যে যথেষ্ট

  • @zakiahossaindoly5213
    @zakiahossaindoly5213 3 ปีที่แล้ว +25

    আল্লাহ প্রতিটি ঘরে ঘরে তুমি এই রকম আলেম এর জন্ম দাও। ইসলামের বিজয় এনে দাও।

  • @bmrahulgamerBMRH
    @bmrahulgamerBMRH 3 ปีที่แล้ว +37

    "নদী কাদেঁ সাগরের জন্য
    মৌমাছি কাদেঁ মধুর জন্য
    আর হযরত মুহাম্মদ (সাঃ)
    কাঁদে উম্মতের জন্য"

    • @user-bz9id1ee2r
      @user-bz9id1ee2r 3 ปีที่แล้ว +2

      ভারতের উগ্ৰ হিন্দুদের বিরুদ্ধে নেমেছি আশা করি সকলে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ🙃

  • @mahmudunnahar5823
    @mahmudunnahar5823 2 ปีที่แล้ว +19

    পাপা হে 💙💙🥀
    বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ 🤲🏽🕋
    তোমার কথাগুলো শুনলে অনেক জটিল বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যায়।
    মন প্রাণ ভরে যায় তোমার কথার মাধুর্যে ।

  • @habibapervin2306
    @habibapervin2306 ปีที่แล้ว +6

    ❤❤❤ আল্লাহ তায়ালা আপনাকে ভালো রাখুন এবং হেফাজত করুন।❤❤❤

  • @JibonVai.420
    @JibonVai.420 3 ปีที่แล้ว +214

    ৬৩ বছরে‌ও যিনি একবার হলেও মিথ্যা কথা বলিনি। তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ (সঃ)💝💝💝

    • @user-bz9id1ee2r
      @user-bz9id1ee2r 3 ปีที่แล้ว +5

      ভারতের উগ্ৰ হিন্দুদের বিরুদ্ধে নেমেছি আশা করি সকলে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ🙃

    • @Hij650
      @Hij650 ปีที่แล้ว +1

      Subhan Allah ❤️

  • @pintukhan662
    @pintukhan662 3 ปีที่แล้ว +53

    যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে,আল্লাহ তার জন্যে যথেষ্ট ❤

  • @rasulpurislamicmedia4212
    @rasulpurislamicmedia4212 3 ปีที่แล้ว +22

    কাপড় দিয়ে শরীর সাজানো অনেক সহজ, কিন্তু আমল দিয়ে নিজের আত্মা সাজানো অনেক কঠিন!!❤❤❤

  • @md.salman3662
    @md.salman3662 3 ปีที่แล้ว +43

    Love For Mizanur Rahman Azhari

  • @howhow7230
    @howhow7230 3 ปีที่แล้ว +8

    সুবাহানআল্লাহহি ওয়াবিহামদিহি।
    জাযাকাল্লাহ খাইর হুজুর এত সুন্দর করে বুঝানোর জন্য।
    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

  • @kmmwaztv8104
    @kmmwaztv8104 3 ปีที่แล้ว +6

    প্রিয় মোফাসসিরের কথা শুনলে মনটা শীতল হয়ে যায়।
    বাংলার মাটিতে এসে আগের মতো আবার মহাফিল করবে সেই অপেক্ষায় আছি আমরা ❤️

  • @rejwanrahaman6906
    @rejwanrahaman6906 3 ปีที่แล้ว +2

    পরিকল্পনা
    উপায় খোঁজা
    কঠোর পরিশ্রম
    ফলাফলের জন্য আল্লাহ তায়ালার উপর ভরসা করা।

  • @Islamiclyricslovers
    @Islamiclyricslovers 3 ปีที่แล้ว +44

    শাইখ মিজানুর রহমান আজহারি কার কার প্রিয় বক্তা???? সাড়া দেবেন প্লিজ..

  • @sajidhasan6110
    @sajidhasan6110 3 ปีที่แล้ว +18

    প্রিয় শায়েখ।আল্লাহ আপনাকে হেফাযত করুন।
    অতি শিগ্রই আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ
    ।অনেক অনেক ভালোবসি আল্লাহর জন্য🥰

  • @mdhossen4499
    @mdhossen4499 3 ปีที่แล้ว +15

    আল্লাহ্ যাকে সম্মান দেন কার ক্ষমতা আছে যে তাঁকে অসম্মান করে..??
    প্রিয় শায়েখ, আল্লাহ্ আপনার সম্মান আরো বাড়িয়ে দিন এবং আল্লাহ্ আপনার দ্বীনের কাজগুলো কবুল করে নিন....

  • @nasimasultana3907
    @nasimasultana3907 11 หลายเดือนก่อน +2

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তায়ালা আলইহি ওয়া সাল্লাম

  • @taslemamony819
    @taslemamony819 7 หลายเดือนก่อน +4

    হোজরের কথা যত শুনি ততই ভাল লাগে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ

  • @AlorPothe24Original
    @AlorPothe24Original 3 ปีที่แล้ว +54

    মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। সবসময় হেফাজতে রাখুন। আমিন

    • @user-bz9id1ee2r
      @user-bz9id1ee2r 3 ปีที่แล้ว +1

      ভারতের উগ্ৰ হিন্দুদের বিরুদ্ধে নেমেছি আশা করি সকলে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ🙃

    • @newtestyjalmury4568
      @newtestyjalmury4568 3 ปีที่แล้ว

      th-cam.com/video/PvsX81IB4N4/w-d-xo.html

  • @johir235
    @johir235 3 ปีที่แล้ว +23

    হে আল্লাহ আমার প্রিয় শায়েক ড.মিজানুর রহমান আজহারি কে তুমি সুস্থ রেখ আমিন....

  • @GamingWithToT
    @GamingWithToT 2 ปีที่แล้ว +51

    শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। (সহীহ মুসলিম)💞

  • @creativebangladesh1803
    @creativebangladesh1803 2 ปีที่แล้ว +9

    আলহামদুলিল্লাহ নিজেকে শুধরিয়ে নেয়ার চেষ্টা করছি এবং সে কাজে নিজেকে ব্যস্ত রাখছি ইনশাআল্লাহ আল্লাহ সহায় হলে আমিও সফল হব✌️

  • @sojibmahmud99
    @sojibmahmud99 3 ปีที่แล้ว +6

    হে আল্লাহ আপনি আমাদের প্রাণ প্রিয় হুজুর @Mizanur_Rahman_Azhari কে নেক হায়াত দান করুন। আর সারা বিশ্বের মুসলিমদের মধ্যে যেন তিনি ইসলামের আলোরণ ছড়িয়ে দিতে পারে তৌফিক দান করুন।
    🤲আমিন🤲

  • @palongislamicmedia5692
    @palongislamicmedia5692 3 ปีที่แล้ว +16

    আল্লাহ তা’আলা ইরশাদ করেন:
    “যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট”।
    [সূরা আত-তালাক: ৩]

    • @J_Star72
      @J_Star72 3 ปีที่แล้ว

      th-cam.com/video/T1IeAjtPSjY/w-d-xo.html

    • @Papknaboli4114
      @Papknaboli4114 3 ปีที่แล้ว

      আলহামদুলিল্লাহ।

  • @nupurparvin-ig8gu
    @nupurparvin-ig8gu 7 หลายเดือนก่อน +7

    আমার প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীকে আল্লাহর জন্য ভালোবাসি।❤❤❤

  • @mdafzumman5990
    @mdafzumman5990 3 ปีที่แล้ว +15

    অনেক অজানা জিনিস জানতে পারলাম, আলহামদুলিল্লাহ😍
    আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিক, আমিন💖

  • @ismailmonshi4414
    @ismailmonshi4414 3 ปีที่แล้ว +9

    প্রিয় শায়েখ মিজানুর রহমান আল আজহারী সাহেবের আলোচনা চমৎকার আমি শুনি আমার কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ ♥️♥️♥️♥️

  • @somratjamil7343
    @somratjamil7343 3 ปีที่แล้ว +11

    অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনতেছি আল্লাহ্‌ সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন

  • @user-yq1rn5vq9k
    @user-yq1rn5vq9k 10 หลายเดือนก่อน +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤মনটা ভালো হয়ে যায় হুজুরের কথা গুলো শুনলে ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rummanscreativeworld6007
    @rummanscreativeworld6007 2 ปีที่แล้ว +5

    আল্লাহ্ আপনাকে সকল পরিস্থিতিতে হেফাজত করুক । সুস্থ রাখুক । আমীন।
    ...............💙🌼💙...............

  • @mizanurrahamanazhariwazmah3001
    @mizanurrahamanazhariwazmah3001 3 ปีที่แล้ว +9

    আলহামদুলিল্লাহ কথাগুলো শুনে হৃদয় ছুঁয়ে গেল ওনাকে হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসি

  • @mhkshemul2096
    @mhkshemul2096 3 ปีที่แล้ว +7

    সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।
    আল্লাহ আপনাকে নেক হায়াত দারাজ করুক।

  • @samirkhansamir4292
    @samirkhansamir4292 ปีที่แล้ว +4

    ভালবাসি খুব আপনাকে আল্লাহর জন্য ❤️

  • @mehadihasanalam2002
    @mehadihasanalam2002 2 ปีที่แล้ว +3

    মাশাআল্লাহ খুবই সুন্দর আলোচনা মন মুগ্ধ হলাম

  • @abmannan9019
    @abmannan9019 3 ปีที่แล้ว +5

    প্রিয় মানুষের বয়ান শুনলেই মনটা জুড়িয়ে যায়।
    সোবহান আল্লাহ ❤️❤️

  • @shamimtvofficial4708
    @shamimtvofficial4708 3 ปีที่แล้ว +41

    হে আল্লাহ তুমি আমাদের সবাইকে এই শেষ দশকের উসিলায় ক্ষমা‌ করে দিন,, আমিন 💐💐

  • @channelnaba2458
    @channelnaba2458 2 ปีที่แล้ว +4

    অসাধারণ। মহান আল্লাহপাক আমাদের জানা, বুঝা ও মানার তৌফিক দান করুন, আমিন।

  • @abuabdullah1117
    @abuabdullah1117 ปีที่แล้ว +3

    শুধু আল্লাহ তায়ালা জন্য আপনাকে ভালোবাসি ❤️

  • @BDBloggerLucky
    @BDBloggerLucky 3 ปีที่แล้ว +23

    সত্যি ই আল্লাহর উপর ভরসা রাখলে কখনো ই নিরাশ হতে হয় না,,, 💝💝

  • @saifulmolla4055
    @saifulmolla4055 8 หลายเดือนก่อน +3

    সব ঘরে ঘরে আল্লাহ পাক আজহারী হুজুরের মত সন্তান দিন আমিন

  • @shakibislamicmedia3930
    @shakibislamicmedia3930 3 ปีที่แล้ว +5

    আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি হুজুর।

  • @tahminaakter2014
    @tahminaakter2014 3 ปีที่แล้ว +9

    আল্লাহ বলেন -
    "যারা আমার বাণী শোনার পর তা নিয়ে হাসি-তামাশা করে, তাদের জন্যেও রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।"
    [সূরা : জাসিয়াহ, আয়াত - ৯]

  • @hasanreja1043
    @hasanreja1043 3 ปีที่แล้ว +7

    আলহামদুলিল্লাহ কি সুন্দর ওয়াজ?? শুনতে মন চায় ❤️❤️❤️❤️

  • @5raselhossain25-ni6kb
    @5raselhossain25-ni6kb ปีที่แล้ว +13

    আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন”
    ☞ [আল হাদিস]

  • @sohelsarker1831
    @sohelsarker1831 7 หลายเดือนก่อน +2

    সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @afzalhosen8865
    @afzalhosen8865 3 ปีที่แล้ว +8

    মাশাআল্লাহ হুজুর এতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, মতো মুগ্ধ হয়ে গেলাম

  • @ALAMIN-ne9iv
    @ALAMIN-ne9iv 3 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ, আপনার ওয়াজ শুনলে মন জুরিয়ে যায়।

  • @SyedulBashar
    @SyedulBashar 5 หลายเดือนก่อน

    এরকম যুক্তি নির্ভর, অথেনটিক আলোচনা সচরাচর অন্যান্য আলেম থেকে শোনা যায় না। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক

  • @mdnadimislam893
    @mdnadimislam893 ปีที่แล้ว +10

    ডঃ মিজানুর রহমান আজহারী হুজুরকে আল্লাহর জন্য কে কে ভালবাসেন লাইক দিন

  • @zahidislamofficial
    @zahidislamofficial 3 ปีที่แล้ว +8

    হুজুর এর কথাগুলো শুনলে প্রাণ টা জুড়িয়ে যায়।

  • @mahabob3323
    @mahabob3323 3 ปีที่แล้ว +29

    আল্লাহ আমাদের সঠিপথে চলার তৌফি দান করেন। আমিন

  • @user-ve7sr6gv1d
    @user-ve7sr6gv1d 3 หลายเดือนก่อน

    হুজুর আপনার ওয়াজ শুনলে প্রাণ ভরে যায় যত শুনি ততই আরো ভালো লাগে

  • @user-xo4jd8my5i
    @user-xo4jd8my5i 3 ปีที่แล้ว +2

    আমার কলিজার শায়েখ জনাব হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি

  • @sadnanbashar881
    @sadnanbashar881 3 ปีที่แล้ว +7

    আমাদের প্রিয় হুজুর। আপনাকে আল্লাহপাকের জন্য ভালোবাসি।

  • @OMARFARUK-xo4bt
    @OMARFARUK-xo4bt 3 ปีที่แล้ว +5

    আল্লাহ আপনার শরির সাস্থ্য ভালো রাখুক।
    মান-সম্মান আরো বাড়িয়ে দিক😍😍

  • @channelnaba2458
    @channelnaba2458 2 ปีที่แล้ว +5

    অসাধারণ। মহান আল্লাহপাক আমাদের জানা, বুঝা ও মানার তৌফিক দান করুন।

  • @waztube786
    @waztube786 3 ปีที่แล้ว +6

    ⭕মাশা-আল্লাহ 💞💞
    অনেক সন্দর আলোচনা,
    মহান আল্লাহ আপনাকে নেক হায়াত বাড়িয়ে দিক,, আমিন

  • @islamicmediarajbari
    @islamicmediarajbari 3 ปีที่แล้ว +4

    জাযাকাল্লাহ হুজুর মুল্যবান আলোচনা করার জন্য,,,,,, 😍❤️❤️🌷🌹💐☘️

  • @ajrafmedia
    @ajrafmedia 3 ปีที่แล้ว +7

    মাশাআল্লাহ ❤️❤️ , আপনার কথাগুলো শুনে কলিজাঠা জুরিয়ে যায় !

  • @riyadvai3130
    @riyadvai3130 2 ปีที่แล้ว +1

    আজহারী হুজুরের কথা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়

  • @nagminnahar4743
    @nagminnahar4743 5 หลายเดือนก่อน +1

    আমি আমার আল্লহ কে ও আমার পিও নবী মুহাম্মদ সাঃ সাল্লাম ভালো বাসি ,আর এই ভালো বাসা যেনো আমাদের অন্তরে ভালো বাসা ভরিয়ে দেন আমীন ❤❤❤❤

  • @himyatulhim2143
    @himyatulhim2143 3 ปีที่แล้ว +15

    খুব সুন্দর আলোচনা, আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন।আমিন

  • @alaminsikder7805
    @alaminsikder7805 3 ปีที่แล้ว +7

    আল্লাহ আপনাকে বেশি বেশি নেক হায়াত দিক আমিন

  • @md.sharwaralamalvi779
    @md.sharwaralamalvi779 2 ปีที่แล้ว +6

    সুন্দর বয়ান। মাশা আল্লাহ

  • @AsadullahTVBD
    @AsadullahTVBD 3 ปีที่แล้ว +16

    প্রিয় শাইখ,শোকরিয়া
    আল্লার উপর ভরসা নিয়ে এই নছিহতটি খুব বেশি প্রয়োজন ছিল এই মুর্হুর্তে

  • @quranerhaquekathah
    @quranerhaquekathah 3 ปีที่แล้ว +8

    শায়েখ কে আল্লাহ তায়ালা নেক হায়াত দান করুন।আমীন।।বারাকাল্লহু ফি হায়াতী❤️♥️❤️♥️❤️♥️❣️❣️❣️❣️❣️❤️❤️💙💚💛🧡🤎💜

  • @ibrahimsorker1341
    @ibrahimsorker1341 3 ปีที่แล้ว +9

    - রাসূল (সাঃ) বলেন,
    যেখানেই নামাজের সময় এসে উপস্থিত হবে সেখানেই তোমরা নামাজ আদায় করে নিবে”🌸❤
    ( সহীহ -বোখারী -৩২৪৩)📖

  • @ReajulIslamRipon
    @ReajulIslamRipon ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ😍
    আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিক, আমিন💖

  • @sm.anisurrahman9141
    @sm.anisurrahman9141 3 ปีที่แล้ว +13

    আল্লাহ তায়ালা আপনার সম্মান আরো বাড়িয়ে দিন

  • @islamicresearchandcultural4546
    @islamicresearchandcultural4546 3 ปีที่แล้ว +4

    মহান আল্লাহ তায়ালা ডঃ মিজানুর রহমান আজহারী হুজুর কে সহ আমাদের সবাই কে সঠিক পথে পরিচালিত করুন, আমিন।💓💓💓💓💓☪️☪️☪️☪️☪️

    • @available7168
      @available7168 3 ปีที่แล้ว

      th-cam.com/video/WT47rA_DlmI/w-d-xo.html

  • @mathtricks1999
    @mathtricks1999 3 ปีที่แล้ว +7

    আল্লাহ প্রিয় মিজানুর রহমান আজহারী হুজুরের সম্মান আরো বাড়িয়ে দিন আমিন❤️