আপনার এই ভিডিও দেখে আমার আবার পড়ালেখা নতুন করে শুরু করতে ইচছা হচ্ছে। যারা এখনো ব্যাচেলর ডিগ্রীতে ভর্তি হন নাই তাদের জন্য এই ধরনের ভিডিও একটা আশীর্বাদ। কারণ আমি এই ধরনের একটা গাইডলাইনের অভাবে খুবই ভালো একটা সাবজেক্ট ফালতু ভাবে শুধু মুখস্থ করে ডিগ্রী নিয়ে জীবনে ওই ডিগ্রী কাজেই লাগাতে পারিনি। ধন্যবাদ খালিদ ভাইকে।
ভিডিও টা ১৯ মিনিট হোওয়ায় হয়তো রিচ কমেছে, বাট আপনি যা উপকার করেছেন তা হয়তো কোটি টাকার ও অনেক উপরে, মনের অন্তস্থল থেকে ধন্যবাদ আপনাকে। অনেক বড় উপকার করলেন।
Not just BBA, but the entire educational system in Bangladesh (& many other countries) needs to change. I didn't get to use almost 95% of what I learned during school, college, and university (including Harvard).
Shob scam hole ekhon ki korbo? Since most degrees are becoming ineffective, we have to develop useful skills on the side to improve our chances of becoming conventionally successful (coding, marketing, management, sales etc.) Degrees are still necessary as formal credentials a lot of the time though, which might change but hasn't yet.
খালিদ ফারহান ভাই, আপনার কথা গুলো সত্যি অসাধারন। কিন্তু শতকরা ৯০% শিক্ষার্থীরা জেনে ,না জেনে অথবা অভিভাবকদের কারনে সাধারন কোটায় থাকতে চায় বা হয়। আর দিন শেষে তারা একটা সাধারন চাকুরী খুজতে থাকে। আপনার চিন্তাধারা অনেক উপরে । এই ধরনের চিন্তা করা শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ের সংখ্যা খুবই কম।
এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ ভাই। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ নিয়ে পড়ছি। ৩৬ ক্রেডিট সম্পন্ন করেছি এবং এখন রিয়েলাইজ করতে পারছি যে আমি কিছুই শিখি নাই। ফ্যামিলির চাপে বিবিএ নিয়ে পড়তে হচ্ছে। যদিও আমার কোনো ইচ্ছা ছিল না এই বিষয় নিয়ে পড়তে। ভাবছি ডিপার্টমেন্ট চেইঞ্জ করে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার। ভাই, আসলে আমাদের দেশে মুখস্থ বিদ্যা ছাড়া উপায় নেই যে বিষয়েই পড়ি না কেন। এদেশে শিক্ষা ব্যবস্থার কোন উদ্দেশ্য বা লক্ষ্য নেই। তাই পরীক্ষার খাতায় জীবনের লক্ষ্য রচনা লিখতে গিয়ে মুখস্থ করে লিখতে হয় যে আমি ডাক্তার হব। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ছাড়া এ জাতির মুক্তি নেই। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা দক্ষ শ্রমিক তৈরি করে গবেষক নয়।
Nobody ever explained the risk of generalized education and benefits of specialized to us like this before . And the doubt about studying BBA for four years really makes me think twice before the admission . Thanks for these info !
১৯ মিনিটের এই ভিডিওটি কখন শেষ হয়ে গেল বুঝতেও পাইনি অনেক ধন্যবাদ ভাই। ভাইয়া আপনার ভিডিও দেখে আমি অনেক উপকৃত হয়েছি। ❤️ ভাইয়া আমি অর্থনীতি নিয়ে অনার্স করতেছি, অর্থনীতি নিয়ে একটা ভিডিও চাই প্লিজ🙏
অসাধারণ Video. প্রত্যেক শিক্ষার্থীর এই Video টি দেখা উচিত। কারও প্রয়োজন না থাকলেও Video টি তার মধ্যে জ্ঞান এবং মেধার উৎকর্ষতা ঘটাবে। খালিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক যুক্তিসঙ্গত আর তথ্যবহুল কথা গুলো। কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে শিক্ষার্থীদের এইভাবে ক্যারিয়ার পছন্দ করা অনেক কষ্টের বিষয়। কারণ দিনশেষে বাংলাদেশের প্রায় সব শিক্ষার্থী ই খুঁজে একটা ভালো বেতনের সরকারি চাকরি। উদ্যোক্তাদের কেউ ভালো চোখে দেখে না😟😟
আমি জেরিন, এবার অর্থাৎ ২০২১ ব্যাচের অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলাম এবং আলহামদুলিল্লাহ্ KU তে আছি। খুলনা বিশ্ববিদ্যালয়ের C ইউনিট ( BBA) তে চান্স পেয়েও ছেড়ে দিয়েছি, B ইউনিট ( আইন অনুষদে ) ভর্তি হয়েছি বলা বাহুল্য সিদ্ধান্ত টা আমার একান্ত ছিলো না, তাই মনে মনে একটা আফসোস রয়েই গিয়েছিল...BBA নিয়ে, আপনার লজিকগুলো শুনে অনেকটা ধোঁয়াশা কেটে গেলো, ধন্যবাদ ভাইয়া।
অনেক ভলো লাগলো ❤️❤️।সকলের এরকম গভীর চিন্তাধারা থাকা উচিৎ, পরবর্তী সময়ে যাতে ভোগান্তির শিকার না হয় এবং আমাদের শিক্ষা ব্যাবস্থার বড় পরিবর্তন দরকার যেহেতু সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সামনেই ব্যাচেলর এর জন্য ভর্তি হতে হবে। এই মূহুর্তে এই ভিডিওটা অনেক প্রয়োজন ছিলো। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট এর এই ভিডিওটা দেখা উচিত।❤️ HSC'21
এটা আমাদের সংগেও মিলে যার আর্স নিয়ে পড়ছি। সারাদিন কত কত সংগা শিখতে হত অথচ বাস্তবিক এর কোনো প্রয়োজন ছিল না৷ তবু যেহেতু পিতা -মাতা বা যারা আছে এমনকি নিজের কাছেও শিক্ষিত হওয়ার জন্য এমন কিছুর পিছে ছোটতে হত,অবশ্য শুধু খারাপ বলা যাবে না। তবে ভালোটা কমই এটাই সত্যি।।
আপনার কথা গুলি অনেকটা সঠিক কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশে কমপক্ষে গ্র্যাজুয়েট না হলে ছোট একটা চাকরির জন্যেও দরখাস্ত করা যায় না । যদি আপনি একজন ভালো প্রোগ্রামার বা ডিজাইনার হলেও তারা সার্টিফিকেট খুজে । এই ক্ষেত্রে কি করা যায় ??
It was an absolutely fantastic one. Got loads of info about BBA and MBA though I don't have that scoop to choose any subject through this process . I, however, love you, vai.❤️❤️
সত্যিই বাস্তব জীবনে পড়াশোনার ৯০% ই কোনো কাজে লাগে না,,, দিনশেষে অভিজ্ঞতা ই অবলম্বন!! আকিজ গ্রুপের মালিক তো IBA তে পড়েননি,, কিন্তু তারই অভিজ্ঞতা বইয়ে পড়ানো হয়!! রবীন্দ্রনাথ কতটা পড়াশোনা করেছেন অথচ তিনি বিশ্বকবি
You're the big brother we desperately needed. Thank you for the valuable advice, suggestions and insights. This 19 minutes seems priceless; I wish someone enlightened us on these when we were younger since Bangladeshi students already face immense dilemma in choosing subjects for we're often unsure of our preference because of the current education system.
I don't think we should be blaming the degree/certificate. It's the education system of Bangladesh, who deserves the blame. As you said, your instructor forced you to memorize few definitions. That's the problem with the instructor quality as well as curriculum. If BBA would be a scam, it would not have been a popular area of study around the world. Further, BBA is not supposed to be a generic education. For instance, in USA, a student can do a major (such as, in finance or marketing) while studying BBA. So, it's not generic anymore. Also, in USA, students have flexibility to change the major (and some students get dual major to keep their option expanded). Clearly, it's the educational system and style, which is killing us.
ভিডিওটা অসাধারণ ছিল কিন্তু আমি ভিডিওটা এমন সময় দেখলাম যখন সময় নামক অদৃশ্য জিনিসটা আমাকে অনেক দূরে নিয়ে গেছে। আমার না হয় হোক,অন্য কারোও উপকারে আসবে এটা নিশ্চিত। আপসোস,বড়ই আপসোস।
Most of the students of Bangladesh don't know where they should be specialising at the first sight.From my perspective, the core courses needed before the majors for them to get to know about everything a bit and then choosing what they should be specialising This turns handy for most of the students i think
I am agree with Khalid Farhan Bhaiya 👏👏 Ekhon kar somoy Traditional Education er kono dam nei. Because : 1. World are changing very fast 2. There are lots of competition 3. We need people who have power of critical thinking 4. Top companies hiring Innovative and creative people not Human Robot 😂👎 And this 4 things never teach you in University. We need mentality of never stop learning.. Not have that stupid degree and fake significant
আপনার কথাগুলো থেকে সত্যি অনেক কিছু বোঝার আছে।একটা সঠিক সিদ্ধান্তের অভাবে দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। আসলে এমন অনেক ডিগ্রিই আছে ফিউচারে যেগুলোর আসলে কোনো ভ্যালুই নাই। তাই আমাদের একটা সাবজেক্ট নেবার আগে দশবার চিন্তা করা উচিত।আপনার কাছ থেকে এরকম ক্যারিয়ার রিলেটেড আরও অনেক ভিডিও আশা করি।ভালো থাকবেন ভাই।
Perfect Reply. Ay Reply tar jnno wait korcilm 💙 brilliant রা একটা সাধারণ ব্যাপারকে ঘুরিয়ে পেচিয়ে ব্যাখ্যা করে। আর আমরা সাধারণ businessman রা কমনসেন্স দিয়ে ব্যাখ্যা করি। 🙂🙂🙂
vai ekebare moner majhe thaka ei realization ta bastob e rupayito korar jonno oshonkho dhonnobad. amader ei traditional education system er jonno je practical life e koto vugte hoi tar shorbotkrishto udahoron ami.
It's around 3.00 AM morning in BD and I just watched this video. And I realized it is too late to change my major as my final year exams will be held from 25th of June. But definitely I'll be careful about my Master’s degree . After all thanks man for helping me to follow a better path regarding my educational process . CHEERS
This was one of the most informative and detailed explanation for bachelor students who are still confused about which subject to choose!! Thanks a lot Khalid Farhan bhaia!!
ভাই আমরা সবাই গরীব ঘরের সন্তান, রিক্সা চালিয়ে, মাঠে কাজ করে ও দিন-মজুরের দ্বারা পিতা-মাতা আমাদের পড়ালেখা শেখান, পড়ালেখা শিখব না সংসারের হাল ধরব এটা ভাবতে ভাবতে কখন যে কোথায় কি করে বসি বুঝতে পারি না। ধন্যবাদ
Please clarify me if I am wrong, does having a BBA degree help in getting high salary jobs in Bangladesh? If so, why is taking this degree being discouraged? And secondly, does having a generalized degree as BBA affect really much when u enter the job secter in multi national company's management job? Third point, does being specialized in, say, marketing narrow down my scope of getting jobs in Bd, because as a BBA student, I could be a jack of all trades, but wouldn't that open more scopes of job opportunity given that I know basic things from all subjects rather than only one. (Thank u for the guideline in advance. Would be really helpful for me if you reply as I am a BBA aspirant)
Bhaiya I'm an admission candidate. And i was totally confused about which subject should i take as a career. I can't even explain how helpful this video is. Thanks a lot bhai.❤
ভাইয়া এককথায় অসাধারণ! একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিও যদি বড় হয়ে যায় তাহলে স্পীড বাড়িয়ে দিবেন। আমি সাধারণত দেড় গুণ স্পীড়ে দেখি। আশা করি আপনার ভিডিও যারা দেখে তাদের অধিকাংশই দ্রুতগতিতে দেখতে অভ্যস্ত। ❤️
ভাই ব্যাচেলর অফ কমার্স ডিগ্ৰী নিয়ে ম্যানেজমেন্ট এ মাস্টার্স করে এভিয়েশন ইন্ডাস্ট্রি মানে এমিরেটস এ কাজ করেছি । যেখানে আমার কাজ ছিল হলিডে প্যাকেজ, দুবাই, মরিশাস এর ভিসা করা । আপনার কথাগুলোর সাথে ১০০% সহমত । খুব ই ভালো লাগলো ভিডিও টা ।
ভাইয়া, দেশের বাইরের এডুকেশন সিস্টেম নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানালে ভালো হয়। বাংলাদেশ সাইন্স,কমার্স, আর্টস এর যেমন একটা সিলেকশন প্রসেস এর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়,দেশের বাইরে বিষয় টা কী?
ভাইয়া ভিডিওটা অনেক ভালো লাগলো । এখন কাহিনী হচ্ছে আমাদের দেশের মানুষ সাধারন পড়াশোনায় বেশি আগ্ৰহী এবং মানুষেকে বেশি উৎসাহ প্রদান করে । দিন শেষে তাদের দরকার সরকারি চাকরি । আমি এইরকম অনেক দেখেছি , ভালো মানের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে engineering degree নিয়া Bank এ চাকরি করে । বাংলাদেশের মানুষ engineering পড়ে ৪ বছর পরে আবার BCS দেয় । এই হচ্ছে অবস্থা । এই এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা বলাই যায় আপনি যেই সাবজেক্ট নিয়া পড়েন না কেন দিন শেষে সরকারি চাকরি বিসিএস হলো সোনার হরিণ । যদিও দিন বদলাচ্ছে । তবে বেশিরভাগ মানুষ প্রথম চিন্তা ভাবনার
I strongly agree with you. When I was a student at North South University, I had difficulty finding a good faculty who could teach me the actual marketing basics. I have also done BBA in Marketing from that university. My knowledge of economics and a few subjects in marketing has been relatively limited. Your video reminds me of those days, honestly. Thank you so much for this video.
এত কিছু চিন্তা করে এত স্টেপ ফলো করে সাবজেক্ট চয়েজ শুধুমাত্র প্রাইভেট ভালো মানের ভার্সিটি গুলোতেই সম্ভব,বর্তমানের পাবলিক ভার্সিটি গুলাতে সাবজেক্ট পাইতে শুধু কপাল এ থাকা লাগে,
আমি আপনার সাথে অনেকটা একমত। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সে বিবিএ করছি।পাবলিকে বিবিএ করাটা একটু বেটার কারন আপনি শুরু থেকেই নিজের মেজর সাবজেক্ট পেয়ে যাবেন। প্রাইভেট বা আপনারা নর্থ সাউথের মতো না যে লাস্ট ইয়ারে একটা সাবজেক্ট পেয়ে গেলাম। তবুও আপনারা কথাই রিপিট করতে চাই, যা চার বছর নিয়ে শেখানো হয় তা অনেক কম সময়েই শেখা যায়।
@@preenan5123 ami major course er kotha boli nai. major subject er kotha bolci. I mean department. apnar nijer ekta alada Department thakbe ekdom first year thekei. Finance, Accounting, Marketing, Banking & Insurance, Management etc egula alada alada ek ekta department.
Perfectly said vaiya. Relating it with my real life in AIUB studying BBA. It's a disaster completely. Having CGPA more than 3.80 but don't have the confidence to do good in career because not done with real life practice here. The knowledge without experience is like null and the CGPA is only a number!!😥
(Even though I am 2years late for this video) First of all I want to show my gratitude and appreciation for this content. Thank you for saying the cold hard facts! What I learned from this video is that no matter what you study or practice if you approach generalized approach you become obsolete. No wonder billionaires or millionaires whenever asked how to do it they always say to read. In order to sustain ones career in any niche you have to keep on reading, learning, thinking and executing. You have given me a new way to think. Hats off man!
আসসালামু আলাইকুম ভাইয়া।আপনার ভিডিও কম বেশি দেখার চেষ্টা করি আপনার কথা গুলো অনেক ভালো লাগে।যদিও এই ভিডিও টা আর্টস দের জন্যনা ভাই তারপর ও কথা গুলো অনেক সত্যিই বলেছেন আমি ভর্তি পরীক্ষার জন্য গত বছর প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু পরীহ্মা দেওয়া হইনাই এখন নেশনাল ইউনিভার্সিটি এর আওতাধীন সরকারি কলেজে ভর্তি হলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে আর এখন সবাই বলছে একটা প্রশ্নের জন্য কম পহ্মে হলেও ৪/৫ পেইজ লিখতে হবে তাও মুখস্ত 🙂 সবখানেই ভাইয়া মুখস্ত জিনিসটা কেই প্রাধান্য দেয়া হয় না লিখলে তো আরো খারাপ।
আপনার এই ভিডিও দেখে আমার আবার পড়ালেখা নতুন করে শুরু করতে ইচছা হচ্ছে। যারা এখনো ব্যাচেলর ডিগ্রীতে ভর্তি হন নাই তাদের জন্য এই ধরনের ভিডিও একটা আশীর্বাদ।
কারণ আমি এই ধরনের একটা গাইডলাইনের অভাবে খুবই ভালো একটা সাবজেক্ট ফালতু ভাবে শুধু মুখস্থ করে ডিগ্রী নিয়ে জীবনে ওই ডিগ্রী কাজেই লাগাতে পারিনি।
ধন্যবাদ খালিদ ভাইকে।
Thanks a lot bhaia
Vaiya apni kon subject a degree nisen
@@Minjiarajia123 Chemistry
@@digitalvaluebd chemistry to valo subject vaiya
@@iamkhalidfarhan Bhai , The Academy er site keno dekha jacce na? site e load hocce na keno?
ভিডিও টা ১৯ মিনিট হোওয়ায় হয়তো রিচ কমেছে, বাট আপনি যা উপকার করেছেন তা হয়তো কোটি টাকার ও অনেক উপরে, মনের অন্তস্থল থেকে ধন্যবাদ আপনাকে। অনেক বড় উপকার করলেন।
Yt
Not just BBA, but the entire educational system in Bangladesh (& many other countries) needs to change. I didn't get to use almost 95% of what I learned during school, college, and university (including Harvard).
Shob scam hole ekhon ki korbo?
Since most degrees are becoming ineffective, we have to develop useful skills on the side to improve our chances of becoming conventionally successful (coding, marketing, management, sales etc.)
Degrees are still necessary as formal credentials a lot of the time though, which might change but hasn't yet.
But institutional degree is must for specific categories like doctor
🤣😂🤣
আপনি হার্ভার্ডে কোন সাবজেক্টে পড়েন?
কারিকুলামে সমস্যা নাকি ইনস্টটিটিউশন ভাল রিসোর্স দিতে পারে না?
খালিদ ফারহান ভাই, আপনার কথা গুলো সত্যি অসাধারন। কিন্তু শতকরা ৯০% শিক্ষার্থীরা জেনে ,না জেনে অথবা অভিভাবকদের কারনে সাধারন কোটায় থাকতে চায় বা হয়। আর দিন শেষে তারা একটা সাধারন চাকুরী খুজতে থাকে। আপনার চিন্তাধারা অনেক উপরে । এই ধরনের চিন্তা করা শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ের সংখ্যা খুবই কম।
এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ ভাই। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ নিয়ে পড়ছি। ৩৬ ক্রেডিট সম্পন্ন করেছি এবং এখন রিয়েলাইজ করতে পারছি যে আমি কিছুই শিখি নাই। ফ্যামিলির চাপে বিবিএ নিয়ে পড়তে হচ্ছে। যদিও আমার কোনো ইচ্ছা ছিল না এই বিষয় নিয়ে পড়তে। ভাবছি ডিপার্টমেন্ট চেইঞ্জ করে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার। ভাই, আসলে আমাদের দেশে মুখস্থ বিদ্যা ছাড়া উপায় নেই যে বিষয়েই পড়ি না কেন। এদেশে শিক্ষা ব্যবস্থার কোন উদ্দেশ্য বা লক্ষ্য নেই। তাই পরীক্ষার খাতায় জীবনের লক্ষ্য রচনা লিখতে গিয়ে মুখস্থ করে লিখতে হয় যে আমি ডাক্তার হব। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ছাড়া এ জাতির মুক্তি নেই। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা দক্ষ শ্রমিক তৈরি করে গবেষক নয়।
এত সুন্দর করে কেও যদি আগে বোঝাতো তাহলে লাইফ এ অনেক ডিসিশন অন্য রকম হতে পারত, যাই হোক অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্য।
Vai buisness gain chara pin ta porjnto koren na
ভাল ইংরেজী কিভাবে শিখতে পারব
Ekhon konta newa uchit chilo mone hoi?
This 19 minutes of realization can literally save peoples four years or more...
Haven't seen a better compact career guidance video than this
Nobody ever explained the risk of generalized education and benefits of specialized to us like this before . And the doubt about studying BBA for four years really makes me think twice before the admission .
Thanks for these info !
what is the alternative for bba?
So...Brother...After 1 year.... What are you thinking of??????
১৯ মিনিটের এই ভিডিওটি কখন শেষ হয়ে গেল বুঝতেও পাইনি অনেক ধন্যবাদ ভাই।
ভাইয়া আপনার ভিডিও দেখে আমি অনেক উপকৃত হয়েছি। ❤️ ভাইয়া আমি অর্থনীতি নিয়ে অনার্স করতেছি, অর্থনীতি নিয়ে একটা ভিডিও চাই প্লিজ🙏
অর্থনীতি একটা মৌলিক বিষয় কাজেই ভয় নাই। এর কদর আরও অনেক দিন থাকবে, অন্তত মেটাভারস এর যুগ পরযন্ত। হয়তো চরিত্র কিছুটা বদল হতে পারে।
আমিও অর্থনীতি পড়ছি।খালিদ ভাই যদি এ নিয়ে একটা ভিডিও বানাতো।!ভাল হতো।
@@ITTechnicalTech2022 আপনি হয়ত অনেক চালাক একজন মানুষ subscribe আদায়ের ক্ষেত্রে
ধন্যবাদ এই মুহুর্তে আমাদের মতো ভর্তি যোদ্ধাদের যেটা খুব দরকার ছিল🥰🖤।
তো আপনি bba করবেন না ?
তাহলে শুধু মার্কেটিং এর উপর ব্যাচেলর করা যাবে নাকি ?
স্টুডেন্ট বিজনেস শিখুক আর না শিখুক ইউনিভার্সিটির বিজনেস ঠিকই হয়ে যাচ্ছে।
ঠিকই বলেছেন ভাই
❤❤❤❤
I am Indian🖤 🇮🇳
Bht sareh indian fan h Khalid bhai ka ( I am very weak in Bengali ) but buhte pari!
LoveYouBangladesh
I watched this video with my parents and it has changed their mindset to a great extend.Yeah...thank you vaia.
অসাধারণ Video. প্রত্যেক শিক্ষার্থীর এই Video টি দেখা উচিত। কারও প্রয়োজন না থাকলেও Video টি তার মধ্যে জ্ঞান এবং মেধার উৎকর্ষতা ঘটাবে। খালিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ।
You just spoke my mind Brother. Similarly, the whole Class 1 to Class 10 can be covered in 3 years.
One of favourite person here! Is there any new book coming from you next pohela bishakh, Vaiya!?
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত গভীরভাবে চিন্তা করা হয়নি বা কেউ বলেওনি ভুল ধারণা ছিল বা অস্পষ্টতা ছিল
" Business is like a sport " - a new inspiration for me to consider this sport as new hobby lol. loved it :)
অনেক অনেক যুক্তিসঙ্গত আর তথ্যবহুল কথা গুলো। কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে শিক্ষার্থীদের এইভাবে ক্যারিয়ার পছন্দ করা অনেক কষ্টের বিষয়। কারণ দিনশেষে বাংলাদেশের প্রায় সব শিক্ষার্থী ই খুঁজে একটা ভালো বেতনের সরকারি চাকরি। উদ্যোক্তাদের কেউ ভালো চোখে দেখে না😟😟
Vlo degree complete kore bekar thakr cheye, organizer houa vlo.
আমি জেরিন, এবার অর্থাৎ ২০২১ ব্যাচের অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলাম এবং আলহামদুলিল্লাহ্ KU তে আছি। খুলনা বিশ্ববিদ্যালয়ের C ইউনিট ( BBA) তে চান্স পেয়েও ছেড়ে দিয়েছি, B ইউনিট ( আইন অনুষদে ) ভর্তি হয়েছি বলা বাহুল্য সিদ্ধান্ত টা আমার একান্ত ছিলো না, তাই মনে মনে একটা আফসোস রয়েই গিয়েছিল...BBA নিয়ে, আপনার লজিকগুলো শুনে অনেকটা ধোঁয়াশা কেটে গেলো, ধন্যবাদ ভাইয়া।
শুনেও ভালো লাগলো।
দোয়া রইলো।
You literally saved 4 years of many people's
অনেক ভলো লাগলো ❤️❤️।সকলের এরকম গভীর চিন্তাধারা থাকা উচিৎ, পরবর্তী সময়ে যাতে ভোগান্তির শিকার না হয় এবং আমাদের শিক্ষা ব্যাবস্থার বড় পরিবর্তন দরকার যেহেতু সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে।
ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। পুরা জিনিস টাকে অনেক ভালো ভাবে এক্সপ্লেইন করছেন। ভিডিওটা খুবই তথ্যবহুল।💕
পুরো ব্যাপারটায় একটা ক্লিয়ার ধারণা নিলাম। আমি এই বিষয়টাতে অনেক কনফিউজড ছিলাম। ভাইয়া আপনার প্রতি কৃতজ্ঞ থাকব💛💛💛💛💛💛
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সামনেই ব্যাচেলর এর জন্য ভর্তি হতে হবে। এই মূহুর্তে এই ভিডিওটা অনেক প্রয়োজন ছিলো। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট এর এই ভিডিওটা দেখা উচিত।❤️
HSC'21
ভাই আমি HSC'21
ভাই প্রশ্ন হলে যে আই সেপড লার্নিং বাংলাদেশের ভার্সিটি গুলো দিয়ে থাকো?
Ekhn ki niye portechen apni?
পুরো ভিডিও টাই গভীর মনোযোগ দিয়ে দেখলাম। ভিডিও টার খুব দরকার ছিলো ধন্যবাদ ফারহান ভাই😍
Take love❤️
এটা আমাদের সংগেও মিলে যার আর্স নিয়ে পড়ছি। সারাদিন কত কত সংগা শিখতে হত অথচ বাস্তবিক এর কোনো প্রয়োজন ছিল না৷ তবু যেহেতু পিতা -মাতা বা যারা আছে এমনকি নিজের কাছেও শিক্ষিত হওয়ার জন্য এমন কিছুর পিছে ছোটতে হত,অবশ্য শুধু খারাপ বলা যাবে না। তবে ভালোটা কমই এটাই সত্যি।।
সাবজেক্ট নিয়ে ভালোভাবে করে,
যে ক্রাইটেরিয়া গুলো বলেছেন, এটা নিয়ে হাতে কলমে আরেকটা ভিডিও দিলে ভালো হয়, আপনি কোর্সে যেভাবে বুঝিয়ে থাকেন, এমন ডিটেইলস। ❣️
আপনার মূল্যবান সময় গুলো দিয়ে আমাদের সাথে আপনার জ্ঞান শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ফারহান ভাই।❤️
Video ta dekhe Mone hosce , Ami jokhon bachelor koreci tokhon kno apnar channel r eirokom content er video pelamna!!! Onek sundor bujhiyecen bhaia.
ভাইয়া আপনার ভিডিও গুলো আসলেই খুব ভালো হয়। ১৫ মিনিটের বেশি হলেও was worth it
ভাইয়া,
আপনার ভিডিও গুলো আমার কাছে ভালো লাগে।🙂🙂
আপনি যদি, বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কিত কোন ভিডিও বানান, তাহলে খুব ভালো লাগতো।।
😀😀
উপকে আসছে ভাই আপনার কথা গুলো।অনেক উপকারে আসছে।আগামিতে আরও জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ও অনেক গবেষণা চাই।
আপনার কথা গুলি অনেকটা সঠিক কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশে কমপক্ষে গ্র্যাজুয়েট না হলে ছোট একটা চাকরির জন্যেও দরখাস্ত করা যায় না । যদি আপনি একজন ভালো প্রোগ্রামার বা ডিজাইনার হলেও তারা সার্টিফিকেট খুজে । এই ক্ষেত্রে কি করা যায় ??
It was an absolutely fantastic one. Got loads of info about BBA and MBA though I don't have that scoop to choose any subject through this process . I, however, love you, vai.❤️❤️
সত্যিই বাস্তব জীবনে পড়াশোনার ৯০% ই কোনো কাজে লাগে না,,, দিনশেষে অভিজ্ঞতা ই অবলম্বন!!
আকিজ গ্রুপের মালিক তো IBA তে পড়েননি,, কিন্তু তারই অভিজ্ঞতা বইয়ে পড়ানো হয়!! রবীন্দ্রনাথ কতটা পড়াশোনা করেছেন অথচ তিনি বিশ্বকবি
ভাইয়া এই কথাগুলো জানার খুব প্রয়োজন ছিলো। ধন্যবাদ
"Business is like a sport"-Love this line🤍💫
You're the big brother we desperately needed. Thank you for the valuable advice, suggestions and insights. This 19 minutes seems priceless; I wish someone enlightened us on these when we were younger since Bangladeshi students already face immense dilemma in choosing subjects for we're often unsure of our preference because of the current education system.
Need help bro...
ইংরেজি সাহিত্যের অনেক কবি সাহিত্যিকদের পদচারণা হয়েছে এই ইউনিভার্সিটিতে। ভাইয়া❤️❤️❤️
সাহিত্য দিয়া গু খা। হারামজাদা।।
দুনিয়া যাচ্ছে Technology, Research , business ...
এখনও, এসব নিয়ে চিন্তা করে মানুষ।
করো, তবে আমাদের সময় নাই।
So basically, doing BBA is like "Jack of all trades, master of none"
Exactly!
This the best video so far about career selection! Large video with Big knowledge !
This is the type of content I pay my internet bill for. ❤️
ধন্যবাদ, এই ভিডিওটা আমার দরকার ছিল। ❤️
শত শত কোটি কোটি ধন্যবাদ! আমি IBA তে পড়তে চাইছিলাম। আপনার কথা শুনে এখন নতুন করে ভাবতে হবে,,,,
Akon kon sub aa asen?
ভাই বিবিএ তে মার্কেটিং নেওয়া কি ঠিক হবে?
I don't think we should be blaming the degree/certificate. It's the education system of Bangladesh, who deserves the blame. As you said, your instructor forced you to memorize few definitions. That's the problem with the instructor quality as well as curriculum. If BBA would be a scam, it would not have been a popular area of study around the world. Further, BBA is not supposed to be a generic education. For instance, in USA, a student can do a major (such as, in finance or marketing) while studying BBA. So, it's not generic anymore. Also, in USA, students have flexibility to change the major (and some students get dual major to keep their option expanded). Clearly, it's the educational system and style, which is killing us.
ভিডিওটা অসাধারণ ছিল কিন্তু আমি ভিডিওটা এমন সময় দেখলাম যখন সময় নামক অদৃশ্য জিনিসটা আমাকে অনেক দূরে নিয়ে গেছে। আমার না হয় হোক,অন্য কারোও উপকারে আসবে এটা নিশ্চিত। আপসোস,বড়ই আপসোস।
Most of the students of Bangladesh don't know where they should be specialising at the first sight.From my perspective, the core courses needed before the majors for them to get to know about everything a bit and then choosing what they should be specialising
This turns handy for most of the students i think
I am agree with Khalid Farhan Bhaiya 👏👏
Ekhon kar somoy Traditional Education er kono dam nei.
Because :
1. World are changing very fast
2. There are lots of competition
3. We need people who have power of critical thinking
4. Top companies hiring Innovative and creative people not Human Robot 😂👎
And this 4 things never teach you in University. We need mentality of never stop learning..
Not have that stupid degree and fake significant
আপনার কথাগুলো থেকে সত্যি অনেক কিছু বোঝার আছে।একটা সঠিক সিদ্ধান্তের অভাবে দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। আসলে এমন অনেক ডিগ্রিই আছে ফিউচারে যেগুলোর আসলে কোনো ভ্যালুই নাই। তাই আমাদের একটা সাবজেক্ট নেবার আগে দশবার চিন্তা করা উচিত।আপনার কাছ থেকে এরকম ক্যারিয়ার রিলেটেড আরও অনেক ভিডিও আশা করি।ভালো থাকবেন ভাই।
We have benefited a lot from your videos and have been very motivated!
Love from India 🇮🇳 Sir 🖤
Me 2 🖤 🇮🇳
Bht sareh indian fan h Khalid bhai ka ( I am very weak in Bengali ) but buhte pari!
ঈশ্বর আপনাকে উত্তম পুরস্কার দিক!♥️
ভাই নোয়াখালী লক্ষ্মীপুর থেকে সাথে আছি 🇧🇩🥰
তো আপনার এখনই বিভাগ লাগবে নাকী পরে হলেও চলবে?
এখনো ব্যাচেলর ডিগ্রীতে ভর্তি হয় নাই তাদের জন্য এই ধরনের ভিডিও একটা আশীর্বাদ।
thanks a lot vaiya .
মানে কি
ভাইয়া,,, বাংলাদেশ প্রেক্কাপটে Engineering Subject গুলোর একটা review দিলে ভাল হয়🙂
Iss, video ta jdi 2018 or 2019 e diten, khub upokar hoito .But tau onyk helpful content silo
আমিও বিবিএ শেষ করছি হিসাববিজ্ঞান থেকে।
& আমিও মনে করি, এইটার জন্য ৪টা বছর সময় দেওয়ার কোনো মানেই ছিলো না!
@@ITTechnicalTech2022 তো ভাই এইটা আপনি এখনো কেনো বলতেছেন! আপনার কনটেন্টে আমার ইন্টারেস্ট আসে না।তাই আপনার ভিডিও দেখার প্রয়োজন হয়না।
Dhaka University theke vai?
@@a.l.mahbub7324 na vai...kno?
@@akash7281 Emnei vai
Ami HSC-21 batch er. Ebar admission dibo business studies group. Kon subject a BBA comparatively better mone hoy vai?
Economic e general honours korle better hobe na professional honours e bba korle valo hobe?
Perfect Reply. Ay Reply tar jnno wait korcilm 💙
brilliant রা একটা সাধারণ ব্যাপারকে ঘুরিয়ে পেচিয়ে ব্যাখ্যা করে।
আর আমরা সাধারণ businessman রা কমনসেন্স দিয়ে ব্যাখ্যা করি।
🙂🙂🙂
অনেকের লাইফ বাঁচিয়ে দিলেন ভাইয়া 🙂🙂
আমি Innovation & Entrepreneurship ডিপার্টমেন্টে আছি. কিন্তু BBA দের কাছ থেকে " তুই ভাল করছিস ভাই " এই কথাটা বার বার শুনতে হয়
ব্যাপার টা কি খোটা দিয়া বলে? নাকি ভালোর জন্য বলে বুঝি নাই আপনার কথায়🙂
ভাই আপনি কোন ইউনিভার্সিটিতে আছেন?
@zamanhridoy2216
@@wazedahmed7193 পজিটিভলি বলে এভেন অনেক ডিপার্ট্মেন্ট চেঞ্জ করে আমার ডিপার্ট্মেন্টে চলে এসেছে
@@ruh96 DIU
@@zamanhridoy2216
Total cost koto
Probably this was the most important video of my life right now. Thank you!
Pura video dekhar agei comment dilam.. Ei kotgar vittite je amader education definition nirvor tai ajke amra rosatole
সাইন্স ব্যাকগ্রাউন্ড তাই সবকিছু মাথার উপর দিয়ে গেল,ভাবছিলাম BBA নিব বাট কিছুই বুঝলাম না কি করব😵💫
3:22 bhai please banan 30ta video. TH-cam e naholeo apnar website website e banan. taka diye holew dekhbo.
Apner vedio gula long hoy but jei topic related vedio ta hoy sheita fully Jana o bujha hoy and that's the thing that I like about your vedios♥️
Creativity can’t be taught by memorization, it is important to know some facts, sometimes out system doesn’t do justice to our students.
vai ekebare moner majhe thaka ei realization ta bastob e rupayito korar jonno oshonkho dhonnobad. amader ei traditional education system er jonno je practical life e koto vugte hoi tar shorbotkrishto udahoron ami.
It's around 3.00 AM morning in BD and I just watched this video. And I realized it is too late to change my major as my final year exams will be held from 25th of June. But definitely I'll be careful about my Master’s degree . After all thanks man for helping me to follow a better path regarding my educational process . CHEERS
What did you choose for your master's degree
খুব চমৎকার একটা এনালাইসিস। ❤
I’m a student of North South University. I highly appreciate this video and obviously I appreciate you . I Always love your content. Take ❤️
This was one of the most informative and detailed explanation for bachelor students who are still confused about which subject to choose!!
Thanks a lot Khalid Farhan bhaia!!
ভাই আমরা সবাই গরীব ঘরের সন্তান, রিক্সা চালিয়ে, মাঠে কাজ করে ও দিন-মজুরের দ্বারা পিতা-মাতা আমাদের পড়ালেখা শেখান, পড়ালেখা শিখব না সংসারের হাল ধরব এটা ভাবতে ভাবতে কখন যে কোথায় কি করে বসি বুঝতে পারি না। ধন্যবাদ
Hmm vai😷
shei bhai shei shei
onek kichu shikhlam
future e amon aro video chai
Please clarify me if I am wrong, does having a BBA degree help in getting high salary jobs in Bangladesh? If so, why is taking this degree being discouraged? And secondly, does having a generalized degree as BBA affect really much when u enter the job secter in multi national company's management job? Third point, does being specialized in, say, marketing narrow down my scope of getting jobs in Bd, because as a BBA student, I could be a jack of all trades, but wouldn't that open more scopes of job opportunity given that I know basic things from all subjects rather than only one. (Thank u for the guideline in advance. Would be really helpful for me if you reply as I am a BBA aspirant)
যদি আমায় কাছে এখন এসে কেউ বলে আমার পরিবার ছাড়া কোন মানুষটাকে সবচেয়ে ভালো লাগে আমি চোখ বন্ধ করে বলতে পারি "খালিদ ফারহান ভাইয়া" 💙
Bhaiya I'm an admission candidate. And i was totally confused about which subject should i take as a career. I can't even explain how helpful this video is. Thanks a lot bhai.❤
খুবই গোছালো গঠনমূলক আলোচনা।
ধন্যবাদ আপনাকে 😍
ভাইয়া এককথায় অসাধারণ!
একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিও যদি বড় হয়ে যায় তাহলে স্পীড বাড়িয়ে দিবেন।
আমি সাধারণত দেড় গুণ স্পীড়ে দেখি।
আশা করি আপনার ভিডিও যারা দেখে তাদের অধিকাংশই দ্রুতগতিতে দেখতে অভ্যস্ত। ❤️
ভাই ব্যাচেলর অফ কমার্স ডিগ্ৰী নিয়ে ম্যানেজমেন্ট এ মাস্টার্স করে এভিয়েশন ইন্ডাস্ট্রি মানে এমিরেটস এ কাজ করেছি । যেখানে আমার কাজ ছিল হলিডে প্যাকেজ, দুবাই, মরিশাস এর ভিসা করা । আপনার কথাগুলোর সাথে ১০০% সহমত । খুব ই ভালো লাগলো ভিডিও টা ।
ভাইয়া, দেশের বাইরের এডুকেশন সিস্টেম নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানালে ভালো হয়। বাংলাদেশ সাইন্স,কমার্স, আর্টস এর যেমন একটা সিলেকশন প্রসেস এর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়,দেশের বাইরে বিষয় টা কী?
ধন্যবাদ ভাইয়া, সাব্জেক্ট সিলেক্টের স্ট্যাপগুলো উপকারী ছিলো🥰
ভাইয়া ভিডিওটা অনেক ভালো লাগলো । এখন কাহিনী হচ্ছে আমাদের দেশের মানুষ সাধারন পড়াশোনায় বেশি আগ্ৰহী এবং মানুষেকে বেশি উৎসাহ প্রদান করে । দিন শেষে তাদের
দরকার সরকারি চাকরি । আমি এইরকম অনেক দেখেছি , ভালো মানের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে engineering degree নিয়া Bank এ চাকরি করে । বাংলাদেশের মানুষ engineering পড়ে ৪ বছর পরে আবার BCS দেয় । এই হচ্ছে অবস্থা ।
এই এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা বলাই যায় আপনি যেই সাবজেক্ট নিয়া পড়েন না কেন দিন শেষে সরকারি চাকরি বিসিএস হলো সোনার হরিণ । যদিও দিন বদলাচ্ছে । তবে বেশিরভাগ মানুষ প্রথম চিন্তা ভাবনার
engineering pore bcs dei, karon chinta vabna society kendrik.
Marketing chara o baki bishoye apnar knowledge valo.
apni ekta motivational channel khulen. Onek manusher kaje ashbe.
ei shob knowledge uni kintu BBA theke paise XD
ভাই,খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল,,,❤️
Thanks a lot.
Carry on and take love ❤
মুখস্থ করার ability এর উপর একটা ডিগ্রী দেওয়া আসলেই একটা questionable ব্যাপার। একথা আমি মনে প্রানে মানি
vai
video to valo lagca .
kintu aro kisu din aga hoila amar kaja lagto.
I strongly agree with you. When I was a student at North South University, I had difficulty finding a good faculty who could teach me the actual marketing basics. I have also done BBA in Marketing from that university. My knowledge of economics and a few subjects in marketing has been relatively limited. Your video reminds me of those days, honestly.
Thank you so much for this video.
What are you doing now? Are u in BBA related field now? or you shifted your career to another field.
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্ট কি একই সমস্যা হবে? আমি এতদিন সাইন্সের স্টুডেন্ট ছিলাম।
@@sumaiyazahidshemo695 same question...amio science background er
Ai vidio ta dekhar por decision change kore fellam. Thanks vai💝
আজ আরো সুন্দর লাগছে বাংলাদেশের সবচে হ্যান্ডসাম মানুষটাকে...🥀
Vai oshadharon apnar video.. apnar bolar dhoron r apni dekte o masallah.....🥰🥰👌👌👌
এত কিছু চিন্তা করে এত স্টেপ ফলো করে সাবজেক্ট চয়েজ শুধুমাত্র প্রাইভেট ভালো মানের ভার্সিটি গুলোতেই সম্ভব,বর্তমানের পাবলিক ভার্সিটি গুলাতে সাবজেক্ট পাইতে শুধু কপাল এ থাকা লাগে,
Vai...আপনার এই একটি ভিডিওতে অনেকের Life বদলে দিবে।
ভাইয়া কোন বিষয় নিয়ে পড়লে ভালো হবে
আমি আপনার সাথে অনেকটা একমত। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সে বিবিএ করছি।পাবলিকে বিবিএ করাটা একটু বেটার কারন আপনি শুরু থেকেই নিজের মেজর সাবজেক্ট পেয়ে যাবেন। প্রাইভেট বা আপনারা নর্থ সাউথের মতো না যে লাস্ট ইয়ারে একটা সাবজেক্ট পেয়ে গেলাম। তবুও আপনারা কথাই রিপিট করতে চাই, যা চার বছর নিয়ে শেখানো হয় তা অনেক কম সময়েই শেখা যায়।
Private e actually major course guli shuru thekei thake, general education course gulir shathe shathe.
@@preenan5123 ami major course er kotha boli nai. major subject er kotha bolci. I mean department. apnar nijer ekta alada Department thakbe ekdom first year thekei. Finance, Accounting, Marketing, Banking & Insurance, Management etc egula alada alada ek ekta department.
@jalikhan আসসালামুয়ালাইকুম ভাইয়া আপনার কি কোন কন্টাক্ট দেওয়া যাবে আপনার সাথে যোগাযোগ করার জন্য🙏🙏
আসসালামুয়ালাইকুম ভাইয়া আপনার কি কোন কন্টাক্ট দেওয়া যাবে আপনার সাথে যোগাযোগ করার জন্য🙏🙏
@sahin8821 জি ভাইয়া, কিছু বলতে চাচ্ছেন?
আপনি সঠিক কথাই বলেন, শুভ কামনা রইল।
Perfectly said vaiya. Relating it with my real life in AIUB studying BBA. It's a disaster completely. Having CGPA more than 3.80 but don't have the confidence to do good in career because not done with real life practice here. The knowledge without experience is like null and the CGPA is only a number!!😥
Bro it's not BBA's fault. It is a fault of our educational system
Amio eivar bba nite cacchilam but apnr kotha dekhe vabte hobe
@@diyasamiya7955ekhn ki kortasen
Tahole korbo ta ki.....ki nibo...aiub te BBA te holo aebar akhon ki korbo plz hlp?
??
Bhai! You are a life saver❤❤
Take love❤
সেই ভাই এক কথায় সেই💯❤
(Even though I am 2years late for this video) First of all I want to show my gratitude and appreciation for this content. Thank you for saying the cold hard facts! What I learned from this video is that no matter what you study or practice if you approach generalized approach you become obsolete. No wonder billionaires or millionaires whenever asked how to do it they always say to read. In order to sustain ones career in any niche you have to keep on reading, learning, thinking and executing. You have given me a new way to think. Hats off man!
An Anticipated explanation after all the controversy about this topic. Thanks for elaborating on it.
আসসালামু আলাইকুম ভাইয়া।আপনার ভিডিও কম বেশি দেখার চেষ্টা করি আপনার কথা গুলো অনেক ভালো লাগে।যদিও এই ভিডিও টা আর্টস দের জন্যনা ভাই তারপর ও কথা গুলো অনেক সত্যিই বলেছেন আমি ভর্তি পরীক্ষার জন্য গত বছর প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু পরীহ্মা দেওয়া হইনাই এখন নেশনাল ইউনিভার্সিটি এর আওতাধীন সরকারি কলেজে ভর্তি হলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে আর এখন সবাই বলছে একটা প্রশ্নের জন্য কম পহ্মে হলেও ৪/৫ পেইজ লিখতে হবে তাও মুখস্ত 🙂 সবখানেই ভাইয়া মুখস্ত জিনিসটা কেই প্রাধান্য দেয়া হয় না লিখলে তো আরো খারাপ।