গুলিস্তান পার্ক / মতিউর রহমান পার্ক, গুলিস্তান, ঢাকা| Gulisthan park, Mothiur Rahman Park, Gulisthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • গুলিস্তান পার্ক / মতিউর রহমান পার্ক, গুলিস্তান, ঢাকা| Gulisthan park, Mothiur Rahman Park, Gulisthan
    #st travels
    #Gulisthan park dhaka
    মতিউর রহমান পার্ক ঢাকা
    রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান। ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর যানজট ওই এলাকার নিত্যদিনের চিত্র। ওই এলাকায় দীর্ঘদিন অযত্নে-অবহেলায় পড়েছিল শহীদ মতিউর পার্ক। সংস্কারের পর পার্কটি মানুষকে সবুজের মাঝে স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে।
    সরেজমিন দেখা যায়, একসময়ের অবহেলিত পার্কটি সেজেছে নতুন রূপে। এখানে রয়েছে শতবর্ষী অনেক বৃক্ষ। যেগুলোর নিচে বসে মানুষ ক্লান্তি দূর করার চেষ্টা করছেন। সবুজের ছোঁয়ায় ফেলছেন স্বস্তির নিশ্বাস। পার্কের ভেতরে রয়েছে বাগানবিলাস গাঁদাসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছ। এছাড়াও রয়েছে আম, জাম, ঝাউ, মেহগনি, দেবদারু, গাব, পাতাবাহার, একাশিয়া, ইউক্যালিপটাস, বকুলসহ নানা প্রজাতির গাছগাছালি।
    দর্শানর্থীদের বিনোদনের জন্য পার্কের ভেতরে রয়েছে নাগরদোলা, হেলিকপ্টার, ট্রেন, পুকুরে আছে প্যারেড বোট, বাচ্চাদের সিলিভার, ভূতের ঘর, সুইমিং পুল, খাবারের জন্য আছে ক্যান্টিন, রয়েছে ব্যায়ামাগার ও গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট স্থান।
    পার্কে প্রবেশ ফি ১০ টাকা। আর প্রতিটি রাইডের জন্য দিতে হয় ৩০ টাকা। পার্কের ভেতরে পুকুরের দৃশ্য উপভোগ করতে তৈরি করা হয়েছে একটি বসার জায়গা। পুকুরের চারদিকের পাড় বাঁধাই করা। পুকুরে রয়েছে একটি দৃষ্টিনন্দন ঘাট। পার্কে বিভিন্ন রঙের বাতিও যুক্ত করায় সৌন্দর্য বেড়েছে। এছাড়া আছে দোতলা ব্যায়ামাগার। ব্যায়াম করার জন্য সব ধরনের সরঞ্জাম রয়েছে সেখানে। ভবনটির ভেতর থেকে দুই দিকের দৃশ্য উপভোগ করা যায়।
    ২০১৭ সালে ওই প্রকল্পের আওতায় ডিএসসিসি এলাকার ১৯টি পার্ক ও ১২টি খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের আওতায় ইতোমধ্যে অনেক পার্ক খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। শহীদ মতিউর রহমান দর্শনার্থীদের জন্য ২০২২ সালের মার্চে উন্মুক্ত করে দেওয়া হয়।
    শহীদ মতিউর রহমান পার্কের দায়িত্বে থাকা আবুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আগে পার্কটি উন্মুক্ত ছিল। এখন প্রতি বছর ইজারা দেওয়া হয়। শুক্রবার-শনিবার দর্শনার্থী বেশি আসে। শুক্রবারে ১৫শর মতো টিকিট বিক্রি হয়। অন্যদিন ৭০০-৮০০ টিকিট বিক্রি হয়। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকে।
    Music credit
    Song: Cartoon - On & On (feat. Daniel Levi) [NCS Release]
    Music provided by NoCopyrightSounds
    Free Download/Stream: ncs.io/onandon
    Watch: • Cartoon, Jéja - On & O...
    Song: LÖVI - Pretty
    Music provided by Vlog No Copyright Music.
    Video Link:
    • LÖVI - Pretty (Vl...
    Song: Syn Cole - Reflect [NCS Release] Music provided by NoCopyrightSounds Free Download/Stream: ncs.io/reflect Watch: ncs.lnk.to/refl...
    Song: TheFatRat - Rise Up (Vlog No Copyright Music)
    Music provided by Vlog No Copyright Music.
    Video Link:
    • TheFatRat - Rise ...

ความคิดเห็น • 2

  • @user-zr6st9wl7q
    @user-zr6st9wl7q 15 วันที่ผ่านมา

    এই পার্কটি কী সরকারি ছুটির দিনে ও খোলা থাকে????

    • @sttravelsshamim
      @sttravelsshamim  12 วันที่ผ่านมา

      জি ছুটির দিনেও খোলা থাকে