আমার কোন বন্ধু নেই কবিতার আবৃত্তি শিখি | poem recitation tutorial on amar kono bondhu nei

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • আমার কোন বন্ধু নেই কবিতার আবৃত্তি শিখি | poem recitation tutorial on amar kono bondhu nei
    সঞ্চালন - আনিসুল ইসলাম
    আমার কোন বন্ধু নেই - সাদাত হোসাইন
    আমার কোনো বন্ধু নেই,
    যার কাছে আমি নিজেকে ভেঙেচুরে, খুচরো পয়সার মতো জমা রাখতে পারি।
    যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি।
    সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই।
    বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিলো।
    দূরের পথে ট্রেনে যেমন থাকে, পাশের সিটে। গল্প হয়, দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে 'আমি দিচ্ছি, আমি দিচ্ছি' যুদ্ধ হয়। সিগারেটের বাড়িয়ে দেয়া টুকরো ফুঁকে, 'এই যে নিন ফোন নম্বর, এদিকটাতে আবার এলে ফোন করবেন', বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়।
    এই যে আমি পথ হাঁটছি, রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট, ক্লেদ,
    এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ,
    তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই।
    প্রবল দহন দিনের শেষে, যার ছায়াতে জিরোবো ভেবে ফিরে আসার ইচ্ছে হয়,
    তেমন একটা ছায়ার মতন, আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই।
    একলা দুপুর উপুর হলে বিষাদ ঢালা নদীর মতন,
    একলা মানুষ ফানুশ হলে, নিরুদ্দেশ এক বোধির মতন,
    হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই।
    আমার কোনো বন্ধু নেই।
    আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই,
    ভুল মানুষে, যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই,
    হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস বাতাস ভেবে,
    নির্বাসনের একটা জীবন মাড়িয়ে যাই।
    আমার কোনো বন্ধু নেই,
    যার কাছে আমি নিজেকে ভেঙেচুরে, খুচরো পয়সার মতো জমা রাখতে পারি।
    যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি।
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------
    Hello, my dear friends, This is Anisul Islam. I have been working as an Announcer and Presenter on Bangladesh Television, Chattogram Center, Chattogram, Bangladesh. I am not only a performer on TV but also a poem lover and reciter. I have been trying to make videos on poem recitation, correct pronunciation, mobile video editing tutorial, building up a career in media, and human skill-developing related topics. If you can focus on dreams and being more passionate, success will be yours. I hope this video will be grateful for you to learn things as I am trying to deliver.
    Follow Me On Insta: / ​
    Follow Me on FB: / anis.cu09
    #anisulislamofficial
    #anisulislamerabritti

ความคิดเห็น • 27

  • @club8445
    @club8445 ปีที่แล้ว +1

    😊 khub bhalo laglo ar khub sundor lagche ar khub upokar holo thanks for your support 😊

  • @AbidaSultanaEite
    @AbidaSultanaEite 3 ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং আমি অনেকটা উপকৃত হলাম

  • @sakiluae9164
    @sakiluae9164 11 หลายเดือนก่อน +1

  • @shailaakterofficial9816
    @shailaakterofficial9816 2 ปีที่แล้ว

    খুব উপকৃত হলাম, অনেক ধন্যবাদ আপনাকে।

  • @shajahanrabi9740
    @shajahanrabi9740 3 ปีที่แล้ว +1

    Via ami jototoko abriti sikecilam and Abriti kortam amer mone hoccilo amer ar sikte hove na, but joto ber aponake follow korte ci totoei kico sika hocce amer, thanks via, god bless you via,

  • @esratahammed7777
    @esratahammed7777 3 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ, আমি নিজে নিজে চেষ্ট করছিলাম।আপনার এই ভিডিওটি অনেক কাজে লাগবে আশা করি।

  • @mamatanathroydas8345
    @mamatanathroydas8345 2 ปีที่แล้ว

    কি অপূর্ব সুন্দর 👏👏

  • @sukantabag2822
    @sukantabag2822 3 ปีที่แล้ว

    *অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ*

    • @AnisulIslamOfficial
      @AnisulIslamOfficial  3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ ভাই ❤️❤️❤️

  • @asimkumar6604
    @asimkumar6604 3 ปีที่แล้ว

    Wow,,,,,,,very nice sir,,,,,

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 3 ปีที่แล้ว

    অনন্য পরিবেশনা!

  • @purnikabaruaomi9726
    @purnikabaruaomi9726 3 ปีที่แล้ว

    অনেক ভালো লাগলো।নতুন কিছু শিখতে পারলাম।

  • @tanjinaafrozekeya8471
    @tanjinaafrozekeya8471 3 ปีที่แล้ว

    খুব সুন্দর।

  • @noiritamumu4212
    @noiritamumu4212 3 ปีที่แล้ว

    ভালো হয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।আমার এটার বেশ প্রয়োজন ছিল।❤️😇

  • @ajrinapriya8401
    @ajrinapriya8401 3 ปีที่แล้ว

    কবিতা শেখার ইচ্ছা পূরন হল ধন্যবাদ

  • @raishusmom5813
    @raishusmom5813 3 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ ধনু..... 💛

  • @sopnoalo
    @sopnoalo 3 ปีที่แล้ว

    খুব ভালো লাগছে।

  • @robinmahmudofficial4826
    @robinmahmudofficial4826 2 ปีที่แล้ว

    ভাইয়ার দেশের বাড়ি কি রাজবাড়ী?

  • @voiceofmahmudbd4041
    @voiceofmahmudbd4041 2 ปีที่แล้ว

    apner shate dekha korte chai...ami dhaka thaki kivabe korte pari bolben plz

  • @nasirsikder20
    @nasirsikder20 3 ปีที่แล้ว +1

    উচ্চারণ ঠিকঠাক মতো করতে পারলে আর রেজিস্টার চেপে কন্ঠ ভারি করতে পারলেই কি আবৃত্তি হয়ে যায় ! শিল্প কি শুধুই কৌশল অবলম্বন !

    • @AnisulIslamOfficial
      @AnisulIslamOfficial  3 ปีที่แล้ว +1

      কৌশলটা গুরুত্বপূর্ণ, কিন্তু কবিতা বা আবৃত্তি ভালোবাসার বিষয়। কিন্তু সুন্দর উচ্চারণ করতে হলে কৌশল সম্পর্কে জানতে হবে। কবিতা আবৃত্তি করার জন্য ভারী কন্ঠের প্রয়োজন নেই। শুদ্ধ উচ্চারণ মেইনটেইন করা প্রয়োজন।