02. Mrittu Utpadon Karkhana - Shonar Bangla Circus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.พ. 2020
  • #ShonarBanglaCircus #HyenaExpress
    Song: Mrittu Utpadon Karkhana
    Band: Shonar Bangla Circus
    Album: Hyena Express
    All songs performed by Shonar Bangla Circus
    Recorded at Jatra Biroti, Dhun Studios & Studio 100 Miles.
    Album mixed by Dewan Anamul Hasan Raju
    Mastered at Echo Bass Studios by Saad Chowdhury
    Personnel:
    Probar Ripon: Lyrics, Tune, Vocals, Acoustic guitar
    Seth Panduranga Blumberg: Electric guitar
    Shakil Haque: Bass, Backing vocals
    Saad Chowdhury: All keys
    Dewan Anamul Hasan Raju: Drums
    Sound effects: Rajesh Saha
    Album cover: Shohag Habib
    Band logo and cover design: Jahir Uddin Zoomon and Shohag Habib
    Special thanks to:
    Anusheh Anadil, Jatra Biroti, Jeff Moore, Tanha Zafreen, Armando Cepeda, Buno, Naymuzzaman Prince
    Email: s.banglacircus@gmail.com
    Facebook: bit.ly/3a81Ze5
    মৃত্যু উৎপাদন কারখানা:
    আমরা মৃত্যু উৎপাদন করি
    কথায়,ইচ্ছায়,সাধনায় আর কারখানায়
    আমরা মৃত্যু উৎপাদন করি
    মহামারী শিশুদের প্রিয় খেলনা
    যুবকরা ভালোবাসে মরে বেঁচে থাকতে,
    অকাল মৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার
    আমরা মৃত্যু উৎপাদন করি
    সেই বুলেটটা কোথায় ?
    যার গায়ে আমাদের মৃত্যুর নাম লিখে রাখা
    তার জন্য পাঁজরের ভেতর পেতে রেখেছি সিংহাসন
    আর তাই ধুয়েমুছে ফুঁ দিয়ে দিন কাটাই,
    জীবনকে সময়ের ছুটকা ছাটকা পরিহাস জেনে
    বহুপুরুষ ধরে আমরা পেশায় কসাই,
    আমরা মৃত্যু উৎপাদন করি ।
    মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল
    রক্তের সেচে ফসল ফলে ফসল ফলে দেদার
    সুর্যকে দেখে মনে হয়
    ফেরেশতাদের তাক করে রাখা কামানের গোলা
    আমরা মৃত্যু উৎপাদন করি
    প্রতিটি মৃত্যুর সাথে
    প্রতিটি লাশের সাথে
    বিনামূল্যে দিয়েছি একটি করে গোলাপ
    পরিহাসের বিষয় হলো
    সেই গোলাপের রঙটিও লাল !
    তোমার শিশুর হাসির মত লাল !
    তোমার প্রেমিকার কপালের টিপের মত লাল !
    তোমার শরীরে বয়ে চলা রক্তের মত লাল !
    আমরা মৃত্যু উৎপাদন করি
    ধ্বংস যেহেতু মানব চেতনার সেরা ফসল
    তাই নিজের মেরুদণ্ড হাতে দাঁড়িয়েছি
    নিজের মাংসপিণ্ডের সামনে
    আমরা মৃত্যু উৎপাদন করি
    © Shonar Bangla Circus 2020
  • เพลง

ความคิดเห็น • 973

  • @StoneXofficial65
    @StoneXofficial65 ปีที่แล้ว +480

    বেচেঁ থাকলে চিরকাল শুনে যাবো।। কখনো ভুলে গেলে কেও লাইক দিয়ে জানিয়ে দিয়েন 😅

    • @mdtousif2920
      @mdtousif2920 9 หลายเดือนก่อน +2

      Dilam vai like

    • @sharift
      @sharift 9 หลายเดือนก่อน +1

      জেগে উঠো

    • @VlogofficialBangladesh
      @VlogofficialBangladesh 8 หลายเดือนก่อน

      জেগে উঠো ভাই আমার ☠️💔

    • @fahimahmed6940
      @fahimahmed6940 8 หลายเดือนก่อน

      আপনার রুচিতে আসলেই সমস্যা আছে।

    • @mdratul5626
      @mdratul5626 8 หลายเดือนก่อน

      বেচে আছিরর রে

  • @PROHORI
    @PROHORI 4 ปีที่แล้ว +752

    মৃত্যু থেকে না পালিয়ে এমন উপস্থাপন মানেই সোনার বাংলা সার্কাস 🌿

    • @ASRupam
      @ASRupam 2 ปีที่แล้ว +10

      হুদা ভাই মইরা গেলে বাতাস হব।

    • @jahidhasan4505
      @jahidhasan4505 2 ปีที่แล้ว +3

      🥺🥺

    • @janedhar1944
      @janedhar1944 11 หลายเดือนก่อน +2

      Tek oy bolsan

    • @playmusic0162
      @playmusic0162 8 หลายเดือนก่อน

      Sylhet agriculture University theke sune ase abar sune gelam vhaloi laglo ❤

  • @j.mnuralam6222
    @j.mnuralam6222 7 หลายเดือนก่อน +52

    ব্যতিক্রমী একজন গায়ক। প্রত্যেকটা লাইন দিয়ে একেকটা উপন্যাস লেখা সম্ভব। ❤

  • @iftanik4604
    @iftanik4604 4 ปีที่แล้ว +312

    "সেই বুলেটটা কোথায়,যার গায়ে আমার মৃত্যুর নাম লিখে রাখা
    তার জন্য পাঁজরের ভিতর রেখেছি সিংহাসন"
    অদ্ভুত শিহরণ!

    • @Rajuahmed-iv6yh
      @Rajuahmed-iv6yh ปีที่แล้ว +1

      সেই বুলেটটা কোথায়, যার গায়ে আমার মৃত্যুর নাম লিখে রাখা।
      তার জন্য পাঁজরের ভিতর রেখেছি সিংহাসন

    • @hmmama1995
      @hmmama1995 10 หลายเดือนก่อน

      ​@@Rajuahmed-iv6yh😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @Miskatrahman007
      @Miskatrahman007 หลายเดือนก่อน

      সেই বুলেটটা কোথায়, যার গায়ে আমার মৃত্যুর নাম লিখে রাখা
      তার জন্য পাঁজরের ভিতরে রেখেছি সিংহাসন

    • @Monerjanala123
      @Monerjanala123 12 วันที่ผ่านมา

      সেই বুলেটটা কোথায় যার গায়ে আমার মৃত্যুর নাম লিখে রাখা।
      তার জন্য পাঁজরের ভিতরে রেখেছি সিংহাসন,
      যার জন্য নিজেকে তৈরি করে রেখেছি একদিন ধুলোয় মিশে যেতে। হাবিব

  • @Sadin_Ahmed_75
    @Sadin_Ahmed_75 7 หลายเดือนก่อน +20

    মৃত্যু থেকে না পালিয়ে এমন উপস্থাপন করার নামই সোনার বাংলা সার্কাস ❤️‍🩹

  • @s.mshuvo1146
    @s.mshuvo1146 3 ปีที่แล้ว +72

    বাংলা ব্যান্ডের সাথে ভালোবাসা, বিশ্বাস, সম্মান ও শ্রদ্ধাবোধ, মিশে থাকা অনেক অনেক আগে থেকেই। কিছু কিছু সময় দেশের কিছু কিছু অস্তিত্বহীন গান শুনে যখন মেজাজ, মাথা তথা রুচিতে ঘৃণা চলে আসে তখন এই বাংলা ব্যান্ড ইন্ড্রাস্ট্রির অপূর্ব কথা ও সূর সম্বলিত গানগুলো আবার নিজেকে নিজের দেশের মিউজিক ইন্ড্রাস্টির প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনতে এবং সাথে নিজের অস্তিত্বকে আবার পরিপুর্ণ করতে পারি। আর নিজেকে শুধু বুঝানোর চেষ্টা করি যে প্রতি দেশের মিউজিক ইন্ড্রাস্ট্রির মতো আমাদের দেশের কিছু, শুধু অল্প কিছু আবাল ও আবালের ন্যাকামীযুক্ত ঘেউ ঘেউ ধ্বনি সেই প্রসিদ্ধ দেশীয় মিউজিক ইন্ড্রাস্ট্রিকে কূলশীত করতে পারবে না বরং যারা যেমন এসেছে তেমনি হারিয়েও যাবে চোখের পলোকেই আর আমার দেশীয় মিউজিক ইন্ড্রাস্টি আবারো জরামুক্ত হবেই।
    👼👼🦸🦸❣️❣️শ্রদ্ধেয় মিউজিক শিল্পী পার্থ দাদা বলেছিলেন, কিছুটা এভাবে- "যারা এই জগতে এবং মার্কেটে যত দ্রুত এসেছে তারা ঠিক ততোটাই দ্রুতই নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাই স্বাভাবিক ও চিরসত্য"। আর যারা শুদ্ধ রুচিসম্মত এবং মিউজিক প্রেমি, যারা গানকে বিচার করে কথা, সূর এবং তাল-লয় দিয়ে তারা ব্যান্ড মিউজিকের বিশালতাকে অস্বীকার করতে পারবেন না বরং আমার আত্মবিবেকে যতটুকু বুঝতে পারি এবং আশেপাশের পরিবেশ দেখে, তাতে যারা ব্যান্ড মিউজিক ভক্ত তাদের অভিরুচি, কথাবার্তা ও চলাফেরাতে একটু স্বাবলীল, মনের দিক থেকে পরিষ্কার ও সভ্য হয়ে থাকে। যাই হোক, বাংলা সংগীত অঙ্গন(লোকগীতি, পল্লীগীতি, লালনগীতি, আধুনিক সহ আরো অনেক) ও বিশেষ করে ব্যান্ড মিউজিককে অন্তরের অন্তস্তল থেকে লালন করি, ভালোবাসি। যা জীবনের প্রতিটি কঠিন মুহূর্তগুলোতে নিজেকে পুনরায় ফিরে পেতে, নিজের অস্তিতকে পূনর্নিমাণে ও খোরাক মেটাতে প্রবলভাবে সাহায্য করে। পরিশেষে একটাই কথা, বিদেশী মিউজিক ইন্ডাস্ট্রির সেই মরিচিকার পিছে না ছুটে আসুন সবাই দেশীয় সুস্থ্য্‌, স্বাবলীল গানগূলোকে ভালোবাসি। প্রকৃত শিল্পীদের কদর করতে শিখি। অন্তত, তাদের পৃষ্ঠপোষক না হতে পারলেও তাদের গানের পটভুমি, সূর ও কথাগুলোকে বোঝার চেষ্টা করি, প্রকৃত গানের স্রষ্টা, শিল্পীদের জীবন, পথচলা ও স্বপ্ন জানার চেষ্টা করি। আশা করি, এতটুকু যদি কোনো সঙ্গীত প্রেমী করি তাহলে এই বাংলার মাটির সুরকে অগ্রাহ্য করা অসম্ভব। 😇😇😇
    "ভালোবাসার অন্তহীন আকাশ সোনার বাংলা সার্কাসের জন্য"।❤️❤️❤️

  • @mdomarosman7392
    @mdomarosman7392 4 ปีที่แล้ว +239

    কোন এক প্রজন্মের কাছে হয়তো এই গানটা সমাদ্রিত হবে, রেখে গেলাম এই কমেন্ট তাদেরই জন্য
    জেনো রেখো, বাংলাদেশ এর সবচেয়ে আন্ডাররেটেড ব্যান্ড ও গান এটাই।
    জেনো রেখো আমরাই অল্প কিছু লোক শুধুই এই গান শুনতাম।
    সারাদিন শুনতাম
    সারাক্ষণ শুনতাম

    • @MeHeDiHaSaN-ip9pv
      @MeHeDiHaSaN-ip9pv 3 ปีที่แล้ว +2

      alpo kichu loker modde ami ekjon!!!

    • @arkosduhumketu2370
      @arkosduhumketu2370 3 ปีที่แล้ว

      @@MeHeDiHaSaN-ip9pv amio

    • @RakibulHasan-jg2ky
      @RakibulHasan-jg2ky 3 ปีที่แล้ว

      এখনো চলছে... মৃত্যু উতপাদন করি!!

    • @tanvirhossine9597
      @tanvirhossine9597 3 ปีที่แล้ว +1

      বাল কামাইছো

    • @mdomarosman7392
      @mdomarosman7392 3 ปีที่แล้ว

      @@tanvirhossine9597 সেটা তো ৪০ দিনের মধ্যেই কামাই সারাবছর

  • @creativebangla10
    @creativebangla10 2 ปีที่แล้ว +36

    মানুষ ছাড়া পৃথিবীর আর কোনো শত্রু নেই ।

  • @muksedurrahmanemon3289
    @muksedurrahmanemon3289 4 หลายเดือนก่อน +9

    সেই বুলেটটা কোথায়,যার গায়ে আমার মৃত্যুর নাম লিখে রাখা!
    তার জন্য পাজরের ভিতর রেখেছি সিংহাসন"

  • @nazmulhasan4444
    @nazmulhasan4444 2 ปีที่แล้ว +18

    মৃত্যু যেখানে অনিবার্য,পালিয়ে না বেরিয়ে
    তার এমন চিত্রায়নই শ্রেয়🌸।

  • @mumtahinachowdhury1985
    @mumtahinachowdhury1985 3 ปีที่แล้ว +296

    সুন্দরের একটা সীমা থাকা দরকার!এই সৌন্দর্য তো মন এবং মস্তিষ্ক কাঁপিয়ে ফেলছে!💛

    • @farhinhossen
      @farhinhossen ปีที่แล้ว +2

      আফা একটু জ্যাংক হবে নাকি😶

    • @SidharthoRoy-cg3ex
      @SidharthoRoy-cg3ex 3 หลายเดือนก่อน

      আসলেই ভয়ংকর সুন্দর ♠️♠️

    • @bojbazbussa
      @bojbazbussa 2 หลายเดือนก่อน

      সত্যি সত্যি আমার গায়ের সব পশম বার বার দাড়িয়ে যাচ্ছে

  • @gadget-noob
    @gadget-noob ปีที่แล้ว +34

    এই গানগুলো যারা শুনে তারাও একধরনের বিশেষ মানুষ।🖤

    • @AkhiaklimaAkther
      @AkhiaklimaAkther หลายเดือนก่อน

      Asola vai kotha ta thik ❤❤❤🎉

    • @MdShuvo-po6ei
      @MdShuvo-po6ei หลายเดือนก่อน +1

      Actully vaiya gaan ta amra frnd ra pot korar time suni🙂

    • @mrbeats2213
      @mrbeats2213 หลายเดือนก่อน

      Sathe mod niyen vai , kora feelings 😅​@@MdShuvo-po6ei

  • @asst.engr.jakirhossain
    @asst.engr.jakirhossain 4 หลายเดือนก่อน +7

    মস্তিষ্কের কাপনে শরীরের লোম দাড়িয়ে গেল,
    কি যে অপূর্ব লিরিক।

  • @mostakimiqbal8422
    @mostakimiqbal8422 11 หลายเดือนก่อน +96

    ১০০ বছর পরেও যদি কেও গানটা শুনতে আসে তার রুচিকে সম্মান জানাই🙏🖤

  • @durjoysarkar6730
    @durjoysarkar6730 6 หลายเดือนก่อน +8

    মস্তিষ্ক কাঁপিয়ে ফেলছে!💛

  • @adilahonafshofiul2540
    @adilahonafshofiul2540 ปีที่แล้ว +21

    প্রতিটা লাইন যেন তোমার গাওয়া বুলেটের মতোই তীব্র হতে তীব্রতর হতে হতে হতে কলিজাকে একদম ছিন্ন ভিন্ন করে দিচ্ছে...
    বিঁধে যাচ্ছে আমার পুরো শরীরের শিরায় শিরায়
    টগবগ করছে রক্ত তোমার সেই রক্ত উৎপাদিত শরীরে..
    জয় হোক তোমার

  • @randomclips2000
    @randomclips2000 ปีที่แล้ว +31

    Lyrics-আমরা মৃত্যু উৎপাদন করি
    কথায়, ইচ্ছায়, আর সাধনায়, আর কারখানায়
    আমরা মৃত্যু উৎপাদন করি
    মহামারী শিশুদের প্রিয় খেলনা
    যুবকরা ভালোবাসে মরে বেঁচে থাকতে
    অকালমৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার
    আমরা মৃত্যু উৎপাদন করি
    সেই বুলেটটা কোথায়
    যার গায়ে আমার মৃত্যুর নাম লিখে রাখা?
    তার জন্য পাঁজরের ভেতর পেতে রেখেছি সিংহাসন
    আর তাই ধুয়ে-মুছে ফুঁ দিয়ে দিন কাঁটাই
    জীবনকে সময়ের ছুটকা ছাটকা পরিহাস জেনে
    বহুপুরুষ ধরে আমরা পেশায় কসাই
    আমরা মৃত্যু উৎপাদন করি
    মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল
    রক্তের সেচে ফসল ফলে, ফসল ফলে দেদার
    মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল
    রক্তের সেচে ফসল ফলে, ফসল ফলে দেদার
    সুর্যকে দেখে মনে হয়
    সুর্যকে দেখে মনে হয়
    সুর্যকে দেখে মনে হয়
    ফেরেশতাদের তাক করে রাখা কামানের গোলা
    আমরা মৃত্যু উৎপাদন করি
    প্রতিটি মৃত্যুর সাথে, প্রতিটি লাশের সাথে
    প্রতিটি মৃত্যুর সাথে, প্রতিটি লাশের সাথে
    বিনামূল্যে দিয়েছি একটি করে গোলাপ
    পরিহাসের বিষয় হলো সেই গোলাপের রঙটিও লাল
    তোমার শিশুর হাসির মতো লাল
    তোমার প্রেমিকার কপালের টিপের মত লাল
    তোমার শরীরে বয়ে চলা রক্তের মত লাল
    আমরা মৃত্যু উৎপাদন করি
    ধ্বংস যেহেতু মানব চেতনার সেরা ফসল
    ধ্বংস যেহেতু মানব চেতনার সেরা ফসল
    তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
    তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
    তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
    তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
    তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
    তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
    আমরা মৃত্যু উৎপাদন করি
    আমরা মৃত্যু উৎপাদন করি

  • @hdhridoy2894
    @hdhridoy2894 2 ปีที่แล้ว +11

    জীবন যেখানে শেষ ওখান থেকেই সোনার বাংলা সার্কাস মৃত্যু উৎপাদন কারখানা শুরু করেছে। যেই কারখানার সৈনিক আমরা🖤🖤

  • @MehediRafi-lq4fp
    @MehediRafi-lq4fp 10 หลายเดือนก่อน +24

    প্রিয় প্রবার রিপন দাদা আপনি আসলেই মৃত্যু উৎপাদন করেন সাথে আমাদের বাঁচিয়ে রেখেছেন ভালোবাসা চিরন্তন দাদা!❤

  • @shofolparvez1468
    @shofolparvez1468 ปีที่แล้ว +66

    গানটা যখন শুরু হলো,,মনে হচ্ছে ঝড় উঠবে,, আর তাই হলো,,,
    অতঃপর ঝড় শেষ হলো
    আর সব ঠান্ডা হয়ে গেলো, টগবগে গরমের মধ্যেও আমার শরীর শীতল হয়ে গেলো🙂
    কি দারুণ সৃষ্টি রিপন দাদার 💝

    • @alirezaraju4193
      @alirezaraju4193 ปีที่แล้ว

      সত্যিই অমায়িক...
      অসাধারণ ...!

    • @labuniaktar-cj5rw
      @labuniaktar-cj5rw 5 หลายเดือนก่อน

      Hmm

  • @meharafabir4848
    @meharafabir4848 ปีที่แล้ว +8

    গানটা গত ২ বছরে কত শত বার শুনছি হিসেব নেই। যত বার শুনি ততবারই মনেহয় প্রথমবার শুনছি। প্রতিবার শরিরের প্রতিটা অংশ টের পায় যে এমন কিছু একটা শুনতেছি যা চিরন্তন সত্য।মানব সভ্যতা যে পৃথিবী ধংষের নিকৃষ্ট খেলায় মেতেছে তা এই গানগুলো শুনলে চোখে ভাসে।ধন্যবাদ সোনার বাংলা সার্কাস এই মাস্টারপিস গুলোর জন্য।

  • @sohaggazi4063
    @sohaggazi4063 3 ปีที่แล้ว +15

    এই গুলা কি লিরিক।
    ভাইরে ভাই গায়ের পশম দাঁড়িয়ে যায়।
    পুরা লিরিক বিশ্লেষণ করলে আমার মস্তিষ্ক হ্যাং হয়ে যাবে।
    ধন্যবাদ সোনার বাংলা সার্কাস ❤️❤️❤️🌺

  • @riyadndc-gs1mg
    @riyadndc-gs1mg ปีที่แล้ว +5

    প্রেমিকার মৃত্যুর থেকে নিজের আত্নার অপমৃত্যুর প্রতিছবির নাম সোনার বাংলা সার্কাস.....

  • @TanbirRamim
    @TanbirRamim 4 ปีที่แล้ว +13

    আমার জীবনে এরকম গান খুব কমই শুনসি, অনেক অনেক ভালোবাসা সোনার বাংলা সার্কাসের জন্য!

  • @eshtiahmedrafi3002
    @eshtiahmedrafi3002 2 ปีที่แล้ว +12

    আমি মৃত্যুকে স্মরণ করে ভয় পেতাম ।। কিন্তু এই গানটা শোনার পর আমি মৃত্যুকে আলিঙ্গন করতে শিখেছি । । আমাদের হৃদয়ের ব্যান্ড সোনার বাংলা সার্কাস।।💝💝💝💝💝💝💝💖💖💖💖💖💖❤️❤️❤️❤️❤️❤️অনেক অনেক শুভকামনা রইলো আপনাদের জন্য

  • @mahmudtalib175
    @mahmudtalib175 3 ปีที่แล้ว +59

    এই গানের একটা মিউজিক ভিডিও হলে কি ভয়াবহ হতে পারে তা চিন্তা করেছেন? কি অসাধারন সব সৃষ্টি ❤️

    • @armanriyadturag4299
      @armanriyadturag4299 3 ปีที่แล้ว +8

      শুধু ভয়ংকর না
      মারাত্মক ভয়ংকর
      গানটা শুনলেই পশম দাড়িয়ে যাচ্ছে

    • @hms_mehu
      @hms_mehu 2 ปีที่แล้ว +3

      Right 👍

  • @KamrulIslam-ug9fi
    @KamrulIslam-ug9fi 4 ปีที่แล้ว +12

    সেই বুলেটটা কোথায় যার গায়ে আমার মৃত্যুর নাম লিখে রাখা ?
    তার জন্য পাঁজরের ভেতর পেতে রেখেছি সিংহাসন 🔥

  • @ArRataaN
    @ArRataaN 4 ปีที่แล้ว +60

    এইটা কি অদ্ভুত একটা ক্রিয়েশন রে ভাই!! কি বিভৎস সত্য সবকিছু! পা বাড়িয়ে দিচ্ছি প্রতিনিয়ত কুৎসিত সৌন্দর্যে!!

  • @YeaminIslam-uy8eg
    @YeaminIslam-uy8eg 7 หลายเดือนก่อน +4

    Pure goosebumps!! যত বার শুনি গায়ে কাটা দেয়....

  • @Mahir0208
    @Mahir0208 2 ปีที่แล้ว +16

    রক্তে আগুন জ্বালাময়ী লিরিক্স 🔥🔥
    সর্বকালের সেরা

  • @foysalkabirrashed3056
    @foysalkabirrashed3056 2 ปีที่แล้ว +11

    আমাদের সময়ের গান। আমরা বুকে বিপ্লবী চেতনা নিয়ে শুনি মৃত্যু উৎপাদন কারখানা। জয় সোনার বাংলা সার্কাস 🙏🙏

  • @suptomchy6321
    @suptomchy6321 4 ปีที่แล้ว +199

    কি রিলিক্স মাইরি😱
    প্রেট্রোল ছাড়াই জলছে🤘
    আমরা মৃত্যু উৎপাদন করি..!!
    আগুন জরানো লাইন 🖤
    আগামীর জন্য অনেক গুলা ভালোবাসা অবিরাম 🤘🖤❤

  • @himelshikdar4228
    @himelshikdar4228 2 ปีที่แล้ว +4

    এসব আন্ডাররেটেড গান যারা শুনে
    তাদের রুচির প্রতি শ্রদ্ধা রইলো।

  • @tanvir611
    @tanvir611 หลายเดือนก่อน +4

    কিছু সময়ের মধ্যে ১ মিলিয়ন হতে যাচ্ছে❤️

  • @tanvirislam8878
    @tanvirislam8878 2 ปีที่แล้ว +7

    সোনার বাংলা সার্কাস এর প্রতিটি গান যেন ভিন্ন ভিন্ন বাস্তবিক পরিস্থিতি নিয়ে সৃষ্টি 🌌

  • @mdrakib1173
    @mdrakib1173 8 หลายเดือนก่อน +28

    প্রথমবার Shonar Bangla Circus এর গান শোনলে আপনি কখনোই বোঝবেন না গান শোনছেন না কবিতা! অনেকেই অর্থই খুজে পাবেন না। হইতো একটু হাবিজাবি লাগবে গানগুলো। কিন্তু ব্যার্থ হয়ে যখন দ্বিতীয়বার শোনবেন আপনার মস্তিষ্কে কিঞ্চিৎ প্রভাব পরবে।তখন আপনি গানগুলো(লিরিক)নিয়ে ভাববেন। ভাবতে ভাবতে আবার শোনবেন। তার পরেই আপনি শেষ! নেশাগ্রস্ত হয়ে গেছেন!মাদকে নয়_অন্ধ দেয়ালে, মৃত্যু উৎপাদন কারখানায়, সূর্যের অন্ধকারে, এফিটাফে। ❤🌺

    • @al-amin4002
      @al-amin4002 2 หลายเดือนก่อน +1

      সহমত।আমিও প্রথম শুনে গানের কোনো মানে খুজে পাইনি।কিন্তু তো দেখছি একেকটা লাইন একেকটা ইতিহাস। বাসতবতার এক মহাজাগতিক চিত্র❤❤❤

    • @rashedjaman5843
      @rashedjaman5843 2 หลายเดือนก่อน

      মনের কথা গুলা বলছেন ভাই ❤️

  • @shouravbhuiyan6328
    @shouravbhuiyan6328 4 ปีที่แล้ว +39

    বাংলা রক সিনে এমন এক্টা ব্যান্ড দরকার ছিল। পূর্নতা পাইল।

  • @tuhinkhan7027
    @tuhinkhan7027 3 ปีที่แล้ว +6

    অনেক আগে ২জন বন্ধু এই ব্যান্ড সাজেস্ট করেছিল।ভাল হবেনা ভেবে এত কেয়ার করি নি।
    আজকে এই গান শুনার পর সত্যি সোনার বাংলা সর্কাসের ফ্যান হয়ে গেলাম।
    ওয়াও!!
    ওয়াট এ ব্যান্ড,মাই গডনেস😯♥️

  • @creativebangla10
    @creativebangla10 2 ปีที่แล้ว +11

    প্রতিটি মৃত্যুর সাথে, প্রতিটি লাশের সাথে
    বিনামূল্যে দিয়েছি একটি করে গোলাপ
    পরিহাসের বিষয় হলো সেই গোলাপের রঙটিও লাল.....
    তোমার শিশুর হাসির মতো লাল....
    তোমার প্রেমিকার কপালের টিপের মত লাল....
    তোমার শরীরে বয়ে চলা রক্তের মত লাল....
    আমরা মৃত্যু উৎপাদন করি.....!!❤️❤️❤️

  • @tuhinali7767
    @tuhinali7767 7 หลายเดือนก่อน +4

    এই ধরনের গান যারা শোনে তারা এক ধরনের বিশেষ মানুষ।

  • @mharnobb3329
    @mharnobb3329 ปีที่แล้ว +35

    আহা! এ যেন মৃত্যুর মতোই ভয়ংকর সুন্দর, এক একটি শব্দ এক একটি শব্দ বোমা,,, ভালোবাসা রইলো❤️

  • @khansabit1993
    @khansabit1993 2 ปีที่แล้ว +4

    অকাল মৃত্যু প্রেমিকের জন্য প্রেমিকার প্রিয় উপহার।

  • @MHNoyonvlog
    @MHNoyonvlog 4 ปีที่แล้ว +19

    অকাল মৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার🔥🔥🔥🔥

    • @noyonmazumdar471
      @noyonmazumdar471 3 ปีที่แล้ว +2

      ভাই আমার ও একটা রিপ্লাই রেখে যাচ্ছি আগামী প্রজন্মের জন্য,আপনার কমেন্ট বক্সে......
      আমরা মৃত্যু উৎপাদন করি😎

  • @metalbuzz7283
    @metalbuzz7283 4 ปีที่แล้ว +7

    কমেন্ট না করে পারলাম না কি আজব সৃষ্টি অসাধারন লিরিক্স আর কম্পোজ... খুব প্রিয় হয়ে যাচ্ছে দিন দিন সোনার বাংলা সার্কাস ♥️

  • @yeanurhassan2580
    @yeanurhassan2580 7 หลายเดือนก่อน +3

    Probar Ripon দাদা একদম অন্তীম গায়ক,
    তার গানের প্রত্যেক লাইন যেনো আশাবাদী, তার হৃদয়ের স্পন্দনে রয়েছে একরাশ তীব্র আকাঙ্খা
    সেটার বহিঃপ্রকাশ করেছে তার গানের প্রতিটি লাইনের স্তবকে🙂

  • @shahedislam4552
    @shahedislam4552 ปีที่แล้ว +3

    টিক বছর কানেক আগে গানটার সাথে পরিচয়।
    এখনো মাঝে মধ্যে হঠাৎ করে এসে দেখি এমন ভয়ানক সোনার বাংলা সার্কাস কেমন চলছে.🌸🌸

  • @rashedulhayat6498
    @rashedulhayat6498 ปีที่แล้ว +2

    সবখানে মৃত্যু…
    আমারে হায়না এক্সপ্রেস ডাকছে,
    বিদায়।

  • @mriduldebnath1765
    @mriduldebnath1765 7 หลายเดือนก่อน +3

    সেই বুলেটটা কোথায়,
    যার গায়ে আমার মৃত্যুর নাম লিখে রাখা❤

  • @shubjaan
    @shubjaan 9 หลายเดือนก่อน +9

    When philosophy and poetry met
    music we have this guy. রিপন দা ❤️

  • @alaminofficial2512
    @alaminofficial2512 8 หลายเดือนก่อน +4

    শুনলাম রিপন দাদা নাকি গান 😢
    এরকম করলে তোমার খবর আছে রিপন দা
    তুমি সবার সেরা যার কোন তুলনা হয় ❤

  • @voice_of_dada
    @voice_of_dada วันที่ผ่านมา

    কি বলবো আমি পাগলের মতো হয়ে গেলাম,, এ কি গান

  • @faukotha2000
    @faukotha2000 ปีที่แล้ว +2

    কোনো সাধারণ গান না এটা।
    কোনো সাধারণ গান এতো সুন্দর হতে পারে না ❤।
    ভালোবাসা আজীবন ❤

  • @ahmedjaber5857
    @ahmedjaber5857 3 ปีที่แล้ว +4

    তবে এই টা সত্য আমার মত রাত জাগা মানুষের কোন এক রাতের ঘুমের ওষুধ ছিল এই গান টা।
    #ধন্যবাদ_বিভা

  • @ovvikadg815
    @ovvikadg815 2 ปีที่แล้ว +4

    লিখছি, ৫ জুন ২০২২ চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় একটি কারখানা হয়ে উঠেছে মৃত্যু উৎপাদন কারখানায় । 😭 যেখানে মৃত্যু মিছিল বয়ে চলছে এখনও । 🙏

  • @tuhintalukder936
    @tuhintalukder936 10 หลายเดือนก่อน +2

    প্রিয় প্রবার রিপন ভাই, আপনার গানগুলি আমাকে ভীষণ কাঁদাচ্ছে, অনেক ভালো লাগছে, বারবার শুনছি।

  • @farhanhossain6391
    @farhanhossain6391 2 ปีที่แล้ว +2

    ২:৪০ মিনিট থেকে ধীরে ধীরে যখন তালে তালে হেডব্যাং করা শুরু করে তখন পুরাই আগুন।

  • @mbhhghghugfffd674
    @mbhhghghugfffd674 6 หลายเดือนก่อน +3

    প্রায় পঞ্চাশো-র্ধ্ব বার শুনছি !!❤❤ Just Wow❤❤
    ❤ Love from Tangail ❤

  • @Ingloriousvlogs
    @Ingloriousvlogs 4 ปีที่แล้ว +20

    Amraaaaaaaaaaaa.... Mone hoilo telowat kortesen ! ❤

  • @ujjal1919
    @ujjal1919 4 หลายเดือนก่อน +1

    মরে বেঁচে থাকা মানুষদের জন্য এই হয়তো এমন গান উৎসর্গ করছে সোনার বাংলা সার্কাস

  • @mashrafirahman8656
    @mashrafirahman8656 2 ปีที่แล้ว +3

    এই গান অনুতপ্ত করে তুলে। গাঁ চমচম করিয়ে তুলে। মনে করিয়ে দেয় নিজেদের করা পাপকে। গানের কথা গুলো প্রেমিকার সুঘ্রাণ থেকেও বেশি আকড়ে রাখে মস্তিষ্ককে। প্রতিটা লাইনের ভাবার্থ মন একবার বুঝে গেলে বারবার নাড়া দিবে। আরে যে বাস্তবতা। এ যেন আমিও আমার কৃতকর্ম মুখোমুখি। এত গভীর গান আমি বুঝতে পেরেছি এটা অনেক বড় সুভাগ্য বললে ভুল হবে না কোনো। বিশেষ করে কোনো লাইনের কথা বলা যাবে না। পুরো গানটাকে নিয়ে বলতে হবে। শ্রোতা এই গান নিজের মনের গভীরে অনুভব করতে পারলে বাহবা দেওয়া ছেড়ে নির্বাক হয়ে যাবে। বিবেক কাঁপনী দিয়ে ঔঠবে। স্তব্ধ হয়ে যাবে শ্রোতার চারপাশ। শুধু এই গানটা নয়। পুরোটা এলবাম জুড়ে স্তরে স্তরে সাজানো এক একটা কঠিন বাস্তবতা। যে বাস্তবতা মানবজাতিকে ভাবিয়ে তুলে।

  • @thinktank190
    @thinktank190 3 ปีที่แล้ว +4

    এমন সময় আসবে তখন হয়তো নতুন কোন মাধ্যম হবে যেখানে সবার কানে কানে ছড়িয়ে যাবে, মুখে মুখে শুনা যাবে।
    যেমন করে কত বছর পরে পৌছালো আমাদের কাছে যে জীবন ফরিং এর।

  • @samirhossain9948
    @samirhossain9948 2 ปีที่แล้ว +4

    ব্যান্ডের সৌন্দর্যের বহিঃপ্রকাশ।
    "সোনার বাংলা সার্কাস-forever"

  • @shajadurshohan1233
    @shajadurshohan1233 4 ปีที่แล้ว +5

    টেটালি ঝলসে গেলাম...প্রিয়❣

  • @eanarahman712
    @eanarahman712 3 ปีที่แล้ว +15

    নিজের মেরুদণ্ড হাতে দাড়িয়েছি নিজের মাংসপিন্ডের সামনে!
    This Line 💥💥💥

    • @manik6988
      @manik6988 3 ปีที่แล้ว

      বুঝাই বলবেন 🙂

    • @Mathew1290
      @Mathew1290 ปีที่แล้ว +1

      @@manik6988 bhai ei line er meaning onek deep, eikhane death ke portray kora hocche. Eikhane boltese je ekta manush tar nijer doshe nijer mrittu shorir er shamne dariye ache. However ami khub simply bollam, but eita onek deep and hotasha muluk ekti bakko. Pura gaan tai hocche kibhabhe manush shobhota nijer mrittu nijei nijer kache tene antese. Probar ripon bhai unar shob gaan onek addhatik bhabhe lekhen, jekhane prem, bhalobasha tuccho borong unar gaane prithibir boro boro shomossha jegular jonno prithibi mrittu borong korbe sheigula niye lekhe. Unar thinking ei jogot er baire, ek onnobhubon ne......

  • @nupurdev428
    @nupurdev428 2 ปีที่แล้ว +11

    প্রত্যেকটা গান শুনলাম আজ আপনাদের ।সব গান এতো অসাধারণ কেনো ?একেকটা মাস্টারপিস !
    গানগুলো দেড়িতে শুনলাম বলে এখন আফসোস হচ্ছে !

  • @ManikChandraroy-et2fx
    @ManikChandraroy-et2fx 4 หลายเดือนก่อน +1

    খোলা আকাশ ও ফাঁকা মাঠে বসে নিঃসঙ্গতায় আমরা মৃত্যু উৎপাদন করি শুনছি

  • @tanjilsiraj1933
    @tanjilsiraj1933 3 หลายเดือนก่อน +1

    কী সুর! কী কথা! এত সুন্দর কথা নেওয়ার মতো মস্তিষ্ক আমাদের কেন নেই! 😒😐💝💝

  • @abdurrouf2251
    @abdurrouf2251 3 ปีที่แล้ว +7

    ভাই শরীরের লোম সব দাঁড়িয়ে যাচ্ছে!! গানটা হিরোইন এর মতো লাগছে 🤘🤘

  • @premiumerza
    @premiumerza 3 ปีที่แล้ว +3

    আমরা,,, মৃত্যু উৎপাদন করি
    আহ 🖤

  • @sonjoyroy8221
    @sonjoyroy8221 9 หลายเดือนก่อน +2

    আমৃত্যু শুনে যাব এই গান ❤

  • @nazmulislammim204
    @nazmulislammim204 ปีที่แล้ว +2

    আমরা মৃত্যু উৎপাদন করি
    কথায়, ইচ্ছায়, আর সাধনায়, আর কারখানায়
    আমরা মৃত্যু উৎপাদন করি
    মহামারী শিশুদের প্রিয় খেলনা
    যুবকরা ভালোবাসে মরে বেঁচে থাকতে
    অকালমৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার
    আমরা মৃত্যু উৎপাদন করি
    সেই বুলেটটা কোথায়
    যার গায়ে আমার মৃত্যুর নাম লিখে রাখা?
    তার জন্য পাঁজরের ভেতর পেতে রেখেছি সিংহাসন
    আর তাই ধুয়ে-মুছে ফুঁ দিয়ে দিন কাঁটাই
    জীবনকে সময়ের ছুটকা ছাটকা পরিহাস জেনে
    বহুপুরুষ ধরে আমরা পেশায় কসাই
    আমরা মৃত্যু উৎপাদন করি
    মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল
    রক্তের সেচে ফসল ফলে, ফসল ফলে দেদার
    মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল
    রক্তের সেচে ফসল ফলে, ফসল ফলে দেদার
    সুর্যকে দেখে মনে হয়
    সুর্যকে দেখে মনে হয়
    সুর্যকে দেখে মনে হয়
    ফেরেশতাদের তাক করে রাখা কামানের গোলা
    আমরা মৃত্যু উৎপাদন করি
    প্রতিটি মৃত্যুর সাথে, প্রতিটি লাশের সাথে
    প্রতিটি মৃত্যুর সাথে, প্রতিটি লাশের সাথে
    বিনামূল্যে দিয়েছি একটি করে গোলাপ
    পরিহাসের বিষয় হলো সেই গোলাপের রঙটিও লাল
    তোমার শিশুর হাসির মতো লাল
    তোমার প্রেমিকার কপালের টিপের মত লাল
    তোমার শরীরে বয়ে চলা রক্তের মত লাল
    আমরা মৃত্যু উৎপাদন করি
    ধ্বংস যেহেতু মানব চেতনার সেরা ফসল
    ধ্বংস যেহেতু মানব চেতনার সেরা ফসল
    তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
    তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
    তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
    তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
    তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
    তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি নিজের মাংসপিণ্ডের সামনে
    আমরা মৃত্যু উৎপাদন করি

  • @mbmilton474
    @mbmilton474 ปีที่แล้ว +3

    ওরে ভাই কি আগুন ধরানো লিরিক্স 🔥🔥
    যুবকরা ভালোবাসে মরে বেঁচে থাকতে!
    অকাল মৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার 🙂🙏

  • @minhazhossain6559
    @minhazhossain6559 4 ปีที่แล้ว +9

    গানের শুরু থেকে শেষ পযন্ত অদ্ভুত রকমের ভয়ংকর সুন্দর ❤🖤
    প্রবর রিপন❤

  • @NewsofBangladesh00
    @NewsofBangladesh00 9 หลายเดือนก่อน +1

    এটা কোনো গান হতে পারে না,,, এটা হৃদয় থেকে বের হওয়া কথা,,,,, Never give up,,, ripon dada❤❤

  • @aldnane
    @aldnane 4 ปีที่แล้ว +62

    one of the best creations of the Decade!!!!

    • @obaidurrahman3647
      @obaidurrahman3647 4 ปีที่แล้ว +2

      Gaanta Pura shonar por bhujtesi parsi why Adnan bhai said what he said, and I agree. I'm glad I got to hear this.

    • @sumitraihan531
      @sumitraihan531 2 ปีที่แล้ว

      Undoubtedly

  • @moeenmolla6520
    @moeenmolla6520 4 ปีที่แล้ว +4

    সেই লেভেলের অস্থির এক্টা গান

  • @alirezaraju4193
    @alirezaraju4193 5 หลายเดือนก่อน +1

    আহ... কি অসাধারণ অগ্নিঝড়া লিরিক সাথে আবার গলা ফাটিয়ে দেওয়া সুর।
    সোনার বাংলা সার্কাসের কাছে সারা জীবনের জন্য ঋণী।
    এমন আরও মাস্টারপিসের অপেক্ষায় থাকবো>

  • @hridoyafrad6889
    @hridoyafrad6889 5 หลายเดือนก่อน +2

    বছরের পর বছর যুগের পর যুগ পার হয়ে গেলেও
    গান গুলো পুরাতন হবার নয়❤️

  • @imransayed2785
    @imransayed2785 3 ปีที่แล้ว +4

    কিছু গান একান্তই নিজস্ব ভাবে শুনতে ইচ্ছে হয়। হিংসে হয় অন্য কেউ শুনলে এই গানগুলো। 😊🖤

    • @saruchowdhury1719
      @saruchowdhury1719 2 ปีที่แล้ว +1

      হায়েনা এক্সপ্রেস এলবামটা শুনলে আমার দুইটা সত্ত্বা কাজ করে,
      ১.আমি চাই এই গান সবাই শুনুক,শুনে বুঝুক কতটা ভয়ংকর গান হতে পারে
      ২.আমি চাই না এই মাস্টারপিসগুলা অন্য কেউ শুনুক,অনেক আপন মনে হয়।

  • @abdullahalbashar5871
    @abdullahalbashar5871 2 ปีที่แล้ว +13

    আমি এই গান শুনি আর অবাক হয়ে ভাবি যে একটা ব্যান্ডের ভাবনা চিন্তা এত আধ্যাত্মিক কি করে হতে পারে।🤯
    গায়ে কাঁটা দেওয়ার মতো লিরিক্স।।🖤
    A master piece..👈

  • @unseenworlds3605
    @unseenworlds3605 ปีที่แล้ว +2

    Bhalobashar prober ripn vai 🖤

  • @raselrimol3339
    @raselrimol3339 2 ปีที่แล้ว +2

    জাস্ট মাইন্ড ব্লোয়িং লিরিক্স ❤️

  • @androidguide3122
    @androidguide3122 2 ปีที่แล้ว +3

    কি এক রকম অদ্ভুত ফিলিং...এরকম এর আগে কখনও কোনো গান শুনে হয় নি...
    অশেষ ভালোবাসা❣️

  • @PROHORI
    @PROHORI 4 ปีที่แล้ว +34

    Mrittu Utpadon Karkhana By Shonar Bangla Circus
    মৃত্যু উৎপাদন কারখানা - সোনার বাংলা সার্কাস
    আমরা মৃত্যু উৎপাদন করি
    কথায়,ইচ্ছায়,সাধনায় আর কারখানায়
    আমরা মৃত্যু উৎপাদন করি
    মহামারী শিশুদের প্রিয় খেলনা
    যুবকরা ভালোবাসে মরে বেঁচে থাকতে,
    অকাল মৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার
    আমরা মৃত্যু উৎপাদন করি
    সেই বুলেটটা কোথায়
    যার গায়ে আমাদের মৃত্যুর নাম লিখে রাখা ?
    তার জন্য পাঁজরের ভেতর পেতে রেখেছি সিংহাসন
    আর তাই ধুয়েমুছে ফু দিয়ে দিন কাটাই,
    জীবনকে সময়ের ছুটকা ছাটকা পরিহাস জেনে
    বহুপুরুষ ধরে আমরা পেশায় কসাই।
    মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল
    রক্তের সেচে ফসল ফলে ফসল ফলে দেদার
    সুর্যকে দেখে মনে হয়
    ফেরেশতাদের তাক করে রাখা কামানের গোলা
    আমরা মৃত্যু উৎপাদন করি
    প্রতিটি মৃত্যুর সাথে
    প্রতিটি লাশের সাথে
    বিনামূল্যে দিয়েছি একটি করে গোলাপ
    পরিহাসের বিষয় হলো
    সেই গোলাপের রঙটি লাল!
    তোমার শিশুর হাসির মত লাল!
    তোমার প্রেমিকার কপালের টিপের মত লাল!
    তোমার শরীরে বয়ে চলা রক্তের মত লাল!
    আমরা মৃত্যু উৎপাদন করি
    ধ্বংস যেহেতু মানব চেতনার সেরা ফসল
    তাই নিজের মেরুদন্ড হাতে দাঁড়িয়েছি
    নিজের মাংসপিণ্ডের সামনে
    আমরা মৃত্যু উৎপাদন করি

  • @AlAmin-zd1ik
    @AlAmin-zd1ik ปีที่แล้ว +2

    সত্যই সুন্দর,সুন্দরই সত্য।মৃত্যু হল সেই স্নিগ্ধ,নম্র,সত্য সুন্দর।আমরা সেই শৈল্পিক,সৌন্দর্যের প্রতিনিধি।যে সৌন্দর্যের অদৃষ্ট উৎপাদক,আর উৎপাদন আমরা।

  • @dark.essence24
    @dark.essence24 10 วันที่ผ่านมา

    গানের কথাগুলো বুঝতে হলেও যোগ্যটা লাগে , বাহ কি গান যেন আত্মা পরিশুদ্ধ করে গেল আগুন ও পানির সমষ্টিতে

  • @Adv.Rahman
    @Adv.Rahman 4 ปีที่แล้ว +6

    ভলতেয়ার লিরিক্স লিখলে এরকম হইতো। অসাধারণ অসাধারণ🤘

  • @RakibHasan-df7hm
    @RakibHasan-df7hm 2 ปีที่แล้ว +27

    সত্যি বলতে এই গান মুর্খতা মানুষের জন্য নয়!
    এই গান বুঝতে হলে আপনাকে একটু ট্যালেন্ট হওয়া লাগবেই।
    শুভকামনা রিপন ভাই,💚🥀

    • @mahmudul1288
      @mahmudul1288 ปีที่แล้ว

      এই গান যারা পুরোপুরি বুঝে ফেলেছে তারা মূর্খ

  • @alaminrhamanaornob3307
    @alaminrhamanaornob3307 ปีที่แล้ว +1

    এহহহহ ভাই!!
    কি লিরিক্স, আগুন জ্বলে গেছে

  • @sukoon_845
    @sukoon_845 5 หลายเดือนก่อน +2

    এমন মনে হয় যেন কোনো আরব্যরজনীর গল্পে চলে আসছি। 😇

  • @pritommondal6103
    @pritommondal6103 4 ปีที่แล้ว +83

    এই গানের জন্য একটা মিউজিক ভিডিও কল্পনা করুন।
    প্রাপ্ত বয়স্ক মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট!

    • @6.abdulazizfahim398
      @6.abdulazizfahim398 3 ปีที่แล้ว +1

      Hm music video korle valo hoy. Manus voutik enviromment ta feel korbe

    • @channelaftab5340
      @channelaftab5340 2 ปีที่แล้ว +1

      আসলে ভাই গান শুনার সমত মিউজিক ভিডিওটা নিজের মনে একা একাই তৈরী হয়ে যায়, আর অন্যের বানানো ভিডিও থেকে নিজের ভেতর তৈরি হওয়া ভিডিওটা অনেক বেশি ভয়ংকর

    • @NoOne-tg3xl
      @NoOne-tg3xl 2 ปีที่แล้ว

      @@channelaftab5340 Sundor bolsen 👌👍🏼

  • @arnobantor8839
    @arnobantor8839 2 ปีที่แล้ว +3

    আমাদের তারুণ্যের বার্ধক্য ক্রমেই যেনো বেড়ে চলেছে...

  • @shawon9387
    @shawon9387 2 ปีที่แล้ว +1

    যুবকরা ভালোবাসে মরে বেঁচে থাকতে
    অকালমৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার😊
    আমরা মৃত্যু উৎপাদন করি❤️
    Line ta best🖤🖤

  • @prantosaha1487
    @prantosaha1487 8 หลายเดือนก่อน +1

    1 million coming soon within 3-4 months 🎉

  • @deenahmed9813
    @deenahmed9813 3 ปีที่แล้ว +6

    প্রথম শুনেছিলাম ১৯ এর শেষের দিক টিএসসি তে। তারপর থেকে এই গানটার মধ্যে আটকা পড়ে গেসি৷

  • @alauddinajad223
    @alauddinajad223 4 ปีที่แล้ว +3

    অনবদ্য! ভয়ংকর সুন্দর!

  • @intehab_yt3184
    @intehab_yt3184 4 ปีที่แล้ว +2

    আমার বিশ্বাস হয় না।।..এ কেমন গান!!আমার মন মানসিকতা পুরাই চেঞ্জ😍

  • @shateenrahman5829
    @shateenrahman5829 3 ปีที่แล้ว +56

    This is without a doubt one of the finest pieces of music by one of the finest bands.
    Hopefully one day the band will receive the acclaim they deserve.

  • @amibangali8078
    @amibangali8078 4 ปีที่แล้ว +3

    ভালোবাসা, শুধুই ভালোবাসা - নিরন্তর।

  • @redwineofficial3486
    @redwineofficial3486 3 ปีที่แล้ว +10

    অদ্ভুত সুন্দর, কথা গুলো যেনো শরীর জুড়ে দৌড়ে বেড়াচ্ছে 🌼🖤