সুপ্রিয় দর্শক, আপনাদের বহুল কাঙ্খিত নাটক “হাবুর স্কলারশিপ”। সকলের চাওয়াতেই প্রথম এবং দ্বিতীয় পর্ব প্রচারের পর তৃতীয় পর্বের অংশ থেকে পূর্ণ ধারাবাহিক আকারে পরবর্তী পর্বগুলো ক্রমান্বয়ে পেতে থাকবেন। পর্বগুলো দেখুন : th-cam.com/play/PL2AUWLoZWMKox19m-q51rOeQpT6VWS4Sf.html
মাথা নষ্ট হয়ে গেলো কান্না ধরে রাখতে পারলাম না❤ আমাদের দেশে এখনো ভাল পরিচালক আছে দেখে অনেক আনন্দিত হলাম। ধন্যবাদ রাশেদ ভাই,ও তানজিকা কে। ধন্যবাদ পরিচালকে ও নাটকের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাই কে অনেক ধন্যবাদ ও ভালবাসার রইলো ❤
এ নাটক অসাধারণ,,, মানুষের কলিজায় লাগার মত একটা অতুলনীয় বাস্তব সত্য নাটক,,হাজার সালাম এ নাটকের সবাইকে,, এত সুন্দর করে আমাদের দেশের ভালোবাসাকে ফুটিয়ে তুলার জন্য ❤❤❤❤
খোদার কসম,,আসমান জমিন সাক্ষী,, নাটকটা দেখে চোখের পানি আটকাতে পারছি না কিছুতেই 😭😭 আমার ২৯+ বছর জীবনে এমন নাটক অথবা সিনেমাও কখনো দেখিনি ✅ এই নাটক চিত্র জগৎ ও নাট্য জগৎ কে হার মানিয়েছে,এটা ১০০% নোবেল পাওয়ার যোগ্য আমি আমার খুর্দ জ্ঞান থেকে বলছি 😰✅✅
আমি একজন ভারতীয় হয়েও এই নাটকটি দেখে অঝড়ে কেদেছি। নাটক টি একদিকে গ্রাম বাংলার রাজনীতির বাস্তব রূপ আর অন্যদিকে একজন গ্রামের সহজ সরল ছেলের নির্ভীক চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে ❤️🙏🇮🇳
রাশেদ সীমান্তের সবগুলো নাটকে কিছু একটা মেসেজ জাতিকে দিয়ে যায়* সবগুলো নাটক এমন হওয়া উচিত , অশ্লীল না হয়েও সুন্দর অভিনয় করে দর্শকদের মন জয় করা যায়❤❤
আজকে রাতে হাবুর স্কলারশিপ নাটকটি দেখলাম, এটা কি নাটক দেখলাম নাকি বাস্তব জীবন।সত্য কথা বলতে কি রাত জেগে নাটক দেখার কোন অভ্যাস আমার নেই। আমি এই নাটকের পরিচালক, প্রযোজক এবং অভিনয়শিল্পী সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।সত্যিকার অর্থে আমাদের দেশকে আমরা যদি এভাবে ভালবাসতে পারি তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়ার আমাদের পক্ষে দ্রুত সম্ভব।প্রত্যেক বাঙালি যদি মন থেকে বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
কিছু জায়গায় মনের অজান্তেই চোখে পানি চলে আসছে।এরকম ভালো রেজাল্ট করে আমিও ফোনে আম্মুর সাথে কথা বলতে কান্না করেছিলাম।আল্লাহ সবার বাবা মাকে ভালো রাখুক।আমিন
যখন আমার দেশের প্রত্যেকটি মানুষ এই নাটকের কথক চরিত্র 'হাবু' এর মতো অনুরুপ চরিত্রের অধিকারী হবে তখনই আমার সোনার বাংলা বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে।
কি বলবো এই নাটক সম্পর্কে, বলার ভাষা হারিয়ে ফেলেছি❤❤ অসাধারণ একটা নাটক, শিক্ষনীয় একটা নাটক, যেখানে ফুটে উঠেছে দেশপ্রেম, শিক্ষকের মর্যাদা, পিতামাতার স্বপ্ন পূরণ, আরও অনেক কিছু❤
এককথায় অসাধারণ 👌। জাতীয় পুরস্কার দেওয়া উচিৎ ছিল এই নাটকটিকে। সত্যি আমি মুগ্ধ সত্যি আমি আমার জীবনের প্রথম এমন নাটক দেখলাম ❤। পরিচালক ও সমস্ত কর্মকর্তা এবং অভিনেতা অভিনেত্রী দের ধন্যবাদ 😊।
আমার জীবনে প্রথম এই রকম নাটক দেখা। কিসের বড় বড় সিনেমা এর কাছে মনে হয় সব তুচ্ছ। ধন্যবাদ পরিচালককে এ রকম একটি নাটক পরিচালনা করার জন্য এবং সেই সাথে জাতীয় পুরস্কার পাওয়ার জন্য দাবি জানাচ্ছি।
নাটকটি আসলেই মনমুগ্ধকর। শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছেন পরিচালক। এমন করে ক-জন ভাবে বলুন। সবাই নিজের উন্নতি চায়,, পরিবর্তন চায়। কিন্তু দেশের উন্নতি কিংবা পরিবর্তন কোনটা নিয়েই আমরা ভাবিনা।
আমি অনেক শক্ত মানুষ, এ ধরনের নাটক সিনেমায় আমি কখনো আপ্লুত হয় নাই জীবনের প্রথম আপ্লুত হয়েছে মেইড ইন বাংলাদেশ দেখে, আর আজকে আপ্লুত হলাম হাবুর স্কলার্শিপ 2 দেখে। আসলে আমি নাটকটা দেখতেছিলাম বরিশালের আঞ্চলিক ভাষা গুলো শিখার জন্য কিন্তু এমনভাবে দেশপ্রেম এবং দেশের কথা বলা হয়েছে আমি পরিচালক জনকে খুজতেছি উনি আসলে কতটুকু মেধাবী কত চিন্তা করার পরে এই জিনিসটা রচনা করতে ঐ। ভাই আপনাকে ধন্যবাদ করে ছোট করবো না কোনদিন সামনে পেলে আপনাকে আমি একটা স্যালুট জানাবো।
আমার জীবনে দেখা নাটকের মধ্যে এটি সবার সেরা।স্যালুট রাশেদ সীমান্তকে তার অসাধারণ অভিনয়ের জন্য।এই নাটকে তার অসাধারণ দেশপ্রেম প্রকাশ পেয়েছে।একান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
সেলুট ভাই আপনাকে❤❤❤❤❤ কি আর বলবো, আমি খুদ্র একটা মানুষ কিছু বলার ভাসা নেই আমার আনেক আনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনাদের। যদি আমার এই কমেন্টা পড়েন, এই ছোট ভাইটার সালাম নিবেন 🎉🎉
শেষের দশ মিনিট দেখে চোখের পানি চলে আসলো। বাস্তব সত্য তুলে ধরার জন্য নাটকের পরিচালক ও রাশেদ সীমান্ত ভাইকে অসংখ্য ধন্যবাদ। এটা শুধু একটা নাটক নয় এটা আমাদের জাতির জন্য শিক্ষার এবং জ্ঞানের বিষয়।
এই প্রথম আমি কোনো বাংলাদেশি নাটক দেখে কান্না কোরলাম. পরিচালকের কাছে অনুরোধ থাকলো যে 1 ও 2 যেভাবে পরিচালনা কোরেছে 3 ও সেই একই শিক্ষা, প্রেম, ভালোবাষা, মায়ের ও পিতার স্নেহ নিয়ে আসবে.
আমি একজন মালয়েশিয়া প্রবাসী, এই নাটকের গল্পের মধ্যে অসংখ্য পজেটিভ ম্যাসেজ রয়েছে, যেটা ভেতরটাকে নাড়িয়ে দিয়েছে । অসংখ্যবার কেঁদেছি, হেসেছি । খুব, খুব, খুব ভালো লেগেছে । রাশেদ সীমান্ত ভাই ও নায়কা চরিত্রের অভিনয় অসম্ভব ভালো লেগেছে ❤ । আপনাদের কাছে অনুরোধ, এমন সুন্দর নাটক ভবিষ্যতে আমরা আরো দেখতে চাই ।
নাটক না শুধু বাস্তবতা কথা। নাটকের শেষে দিকে নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। সত্যি নাইকা টা অসাধারণ সব সময় পাশে ছিলো। আসলে নাইকা কে রেখে যাওয়ার ঠিক হয়নি। ৩ পব দূত চাই।
ভাই আপনার কথাটা সত্য। আমি তেমন একটা নাটক মুভি দেখিনা। আজ রাতে সাড়ে বারোটার দিকে হাবু স্কলারশিপ প্রথম পর্ব যখন দেখলাম আমার খুব ভালো লাগলো তাই দ্বিতীয় পর্ব দেখলাম। আমিও দেশকে ভালোবেসে চোখে পানি আটকাতে পারলাম না। ❤দোয়া করি আবার প্রবাসী ভাইয়েরা ভালো থাকুক। ❤❤❤❤❤
রাশেদ সীমান্ত ভাইয়া তার নাটক খুব সূন্দর। তার নাটকে আছে শিক্ষনীয় অনেক কিছু। হাবু ভাই তার পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসার জন্য অভিন্দন। আর তার ভালবাসার অপেক্ষা থাকালাম, আবার নেক্সটে হাবুর স্কলারশিপ ৩ আসবে।
এরকম শিক্ষনীয় এবং আবেগময় নাটকের ৩ পার্ট নিয়ে আসার অনুরোধ জানাই পরিচালকের আছে । আমারা অপেক্ষায় থাকব, আমরা আশাকরি খুব শীঘ্রই এই নাটকের ৩ পার্ট আপনারা দর্শকদের উপহার দিবেন
এত সুন্দর অর্থবহ নাটক বহুদিন দেখিনা। হৃদয়টা সত্যি ছুঁয়ে গেল। অসাধারণ!! যদি পার্ট -৩ আনা সম্ভব হয় তবে সিনেমা হলে গিয়ে নাটকটি উপভোগ করবো বলে আশা করছি।। নাট্যকার, পরিচালক মহোদয় ও অভিনেতা অভিনেত্রীদের❤ এমন অসাধারণ নাট্য সৃষ্টি ও উপস্থাপনার জন্য অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ।।
বলার ভাষা হারিয়ে ফেলছি, এতো ভালো লাগছে যা বলে শেষ করতে পারবো না ভিষণ ভিষণ সুন্দর হইছে,🤗🥰 সত্যি বলতে আমিও চোখে পানি ধরে রাখতে পারিনি, মনে হচ্ছিলো চোখের সামনে বাস্ত সত্যি, আর হ্যা এতো সুন্দর একটা অভিনয় উপহার দেওয়ার জন্য💝 আপনাদের অনেক অনেক ❤️ধন্যবাদ ভাইয়া এবং আপু কে আমার ভালোবাসা অভিরাম আপনাদের জন্য সব সময় ❤️❤️আর অবশ্যই সিজন ৩ চাই এবং খুব তারাতারি
আমার জীবনের সেরা নাটক কোন সন্দেহ নাই। পুরো নাটক টি এখন দেখলাম প্রথমে মন খুলে হেসেছি কিন্তু ভাবতে পারি নাই শেষে এসে এভাবে আমাকে কাদতে হবে। স্কিনে নাটক দেখে এত আবেগ হয় আজকে বুঝেছি। পরিচালক ভাই কে অসংখ্য ধন্যবাদ। স্যালুট 🙏
হাবুর স্কলারশিপ - ৩ চাই। দয়া করে, আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। আমার মতো অনেকেই নাটক টিকে মন থেকে ভালোবাসেছে। 😊😊 কমেন্ট টা করলাম এখন রাত ৩:৩৮ মিনিট। খুব ভালোবাসে নাটক টা দেখেছি। আমি ও বরিশালের ছেলে। এই নাটক দেখে দেশ প্রেম জেগে ওঠে। আমার মনে হয় প্রতিটা মানুষ তার নিজের দেশকে ভালোবাসে।💙💙 ও আমার দেশের মাটি। আমার দেশের মানুষ। 🇧🇩
কি লিখব ভাই, ভাষা নাই দেশের প্রতি এত ভালবাসা প্রকাশ করা যায়, সাথে সুন্দরী স্টুডেন্ট রেখেও নিজেকে ঠিক রাখা যায়, এক কথায় অভাবনীয়, পরিচালক কে স্যালুট জানাই।
আমার হৃদয় ছুয়েছে দুটো বিষয়: এক সম্বর্ধনা অনুষ্ঠানে "তুমি যাবে ভাই যাবে মোর সাথে..." এই কবিতা আর ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা..(ব্রিলিয়ান্ট) ২য় যেটা ভাল লেগেছে "মা বাবার সন্তানের জন্য কান্না" ধন্যবাদ! হাজেন সাহেব ভাল ভাল নাটক উপহার দেন! কিন্তু আপনার সবচেয়ে বড় ভাল কাজ হলো সবার আগে মা মাটি দেশকে সম্মান দেয়া! দোয়া রইল!সেই সাথে আপনার আরো আরো সৃষ্টিকর্মের প্রত্যাশা করছি!❤
এই নাটক ও নাটকের অভিনেতা অভিনেত্রী এবং পরিচালককে সর্বোচ্চ পুরষ্কার দেয়া উচিত। যেম এমন নাটক সবাই তৈরি করার উৎসাহ পায়। আর এ নাটককে সিনেমা হলগুলোতে দেখানোর ব্যাবস্থা করার জোর দাবি জানাচ্ছি। স্যালুট পরিচালককে, তিনি এ নাটকের মাধ্যমে জীবন এবং দেশ গড়ার অনেক গুরুত্বপূর্ণ ম্যাসেজ আমাদের দেয়া হয়েছে।
ছোটকালে বাংলা সিনেমা দেখে কেঁদেছি, কিন্তু ৪৫ এ এসে বাংলা নাটক দেখে কাঁদতে হবে ধারণাও করতে পারি নাই। গল্পের লেখক এবং পরিচালক উভয়কেই অসংখ্য ধন্যবাদ। এই নাটকের সকলের জন্য রইল অসংখ্য ভালোবাসা।
সুপ্রিয় দর্শক,
আপনাদের বহুল কাঙ্খিত নাটক “হাবুর স্কলারশিপ”। সকলের চাওয়াতেই প্রথম এবং দ্বিতীয় পর্ব প্রচারের পর তৃতীয় পর্বের অংশ থেকে পূর্ণ ধারাবাহিক আকারে পরবর্তী পর্বগুলো ক্রমান্বয়ে পেতে থাকবেন। পর্বগুলো দেখুন : th-cam.com/play/PL2AUWLoZWMKox19m-q51rOeQpT6VWS4Sf.html
❤❤❤❤😢
P0p11¹¹
⁸⁰09😊
আমার দেখা সবচাইতে ভালো লাগার একটি নাটক ধন্যবাদ সবাইকে
👉 হাবুর স্কলারশিপ পর্ব ৩ চাই।
পর্ব ৩ অবশ্যই দিবেন।
১জন ২জন নয় অনেক মানুষ অপেক্ষায় আছে পর্ব ৩ দেখার জন্য।👍👍👍👍👍
ভাই আমিও আপনার সাথে একমত
পর্ব ৩ চাই
প্লিজ প্লিজ ভাই ৩পাট দেন প্লিজ
১০০% চাই পর্ব ৩
Yes
মাথা নষ্ট হয়ে গেলো কান্না ধরে রাখতে পারলাম না❤ আমাদের দেশে এখনো ভাল পরিচালক আছে দেখে অনেক আনন্দিত হলাম। ধন্যবাদ রাশেদ ভাই,ও তানজিকা কে। ধন্যবাদ পরিচালকে
ও নাটকের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাই কে অনেক ধন্যবাদ ও ভালবাসার রইলো ❤
এ নাটক অসাধারণ,,, মানুষের কলিজায় লাগার মত একটা অতুলনীয় বাস্তব সত্য নাটক,,হাজার সালাম এ নাটকের সবাইকে,, এত সুন্দর করে আমাদের দেশের ভালোবাসাকে ফুটিয়ে তুলার জন্য ❤❤❤❤
যার ভিতরে বিন্দু মাত্র দেশের প্রতি ভালবাসা আছে,সে অবশ্যই নাটকটি দেখে অঝরে অশ্রু ঝড়াবে।ধন্যবাদ পরিচালককে
খোদার কসম,,আসমান জমিন সাক্ষী,, নাটকটা দেখে চোখের পানি আটকাতে পারছি না কিছুতেই 😭😭 আমার ২৯+ বছর জীবনে এমন নাটক অথবা সিনেমাও কখনো দেখিনি ✅
এই নাটক চিত্র জগৎ ও নাট্য জগৎ কে হার মানিয়েছে,এটা ১০০% নোবেল পাওয়ার যোগ্য আমি আমার খুর্দ জ্ঞান থেকে বলছি 😰✅✅
আমি একজন ভারতীয় হয়েও এই নাটকটি দেখে অঝড়ে কেদেছি। নাটক টি একদিকে গ্রাম বাংলার রাজনীতির বাস্তব রূপ আর অন্যদিকে একজন গ্রামের সহজ সরল ছেলের নির্ভীক চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে ❤️🙏🇮🇳
একজন ভারতীয় হয়ে 🇮🇳 চোখের জল আটকাতে পারলাম না, অনেক কিছু শিখলাম ❤❤ রাশেদ ভাই সত্যি বাংলাদেশের রত্ন ❤
ছোট্ট এই মাতৃভূমির পক্ষ থেকে আপনাকে ভালোবাসা ভাই।
আপনার কথা শুনে ভাললাগলো
ধন্যবাদ ভাই
@@mdkawsarmahmud5456❤❤❤❤
অবশ্যই নাটকটির পার্ট ৩ প্রয়োজন,পরিচালককে অনুরুধ করছি তৃতীয় পর্ব দিন ❤❤❤❤❤❤❤❤❤❤❤অনেক প্রশ্ন আছে, সব প্রশ্নের সমাধান চাই নাটকটির,লাভ ইউ হাবু ভাই ❤❤❤❤❤❤
R8 bro plz unload 3
😊 বাবুর স্কলারশিপের তৃতীয়
❤🎉❤😊🎉❤🎉
রাশেদ সীমান্ত + তানজিকা আমিন,, ৩য় পর্ব চাই, যাতে প্রকৃত ভালোবাসার জয় হয় এবং মাস্টার সাহেব তার যথার্থ সম্মান পান।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমাদের নাটকের সাথেই থাকুন।
♥️♥️♥️
@@MidEnterpriseজ্বী সাথেই আছি,,,কিন্তু ৩য় পর্ব কি আমরা দেখতে পাবো জানাবেন প্লিজ প্লিজ
vai apnar kothar sathe akmot janitesi pat 3na asle mon ta khub kharap lagbe
Super
রাশেদ সীমান্তের সবগুলো নাটকে কিছু একটা মেসেজ জাতিকে দিয়ে যায়*
সবগুলো নাটক এমন হওয়া উচিত , অশ্লীল না হয়েও সুন্দর অভিনয় করে দর্শকদের মন জয় করা যায়❤❤
Bangladesh sera natok bole gosona kora hok
Ai dabi Amar
Right
❤❤😂😂
@@mdemonkhan7604 ' 7 yg77
❤
আজকে রাতে হাবুর স্কলারশিপ নাটকটি দেখলাম, এটা কি নাটক দেখলাম নাকি বাস্তব জীবন।সত্য কথা বলতে কি রাত জেগে নাটক দেখার কোন অভ্যাস আমার নেই। আমি এই নাটকের পরিচালক, প্রযোজক এবং অভিনয়শিল্পী সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।সত্যিকার অর্থে আমাদের দেশকে আমরা যদি এভাবে ভালবাসতে পারি তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়ার আমাদের পক্ষে দ্রুত সম্ভব।প্রত্যেক বাঙালি যদি মন থেকে বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
প্লিজ প্লিজ হাবুর স্কলারশিপ থ্রি চাই চাই আমার সাথে কে কে একমত আছেন
ami o chai
Plzplz bhai scholarship 3 chai must
Amio
Amio chai
Ami o
এতো ভালো হতে পারে নাটক!!!! বাংলাদেশের নাটক সকল সিনেমাকে হার মানায়।।। অসম্ভব সুন্দর অভিনয়।
কিছু জায়গায় মনের অজান্তেই চোখে পানি চলে আসছে।এরকম ভালো রেজাল্ট করে আমিও ফোনে আম্মুর সাথে কথা বলতে কান্না করেছিলাম।আল্লাহ সবার বাবা মাকে ভালো রাখুক।আমিন
নাটক হওয়া উচিত সমাজের দর্পণ, সত্যি বাংলা নাটক অনেক সুন্দর বাংলা নাটকের জয় হোক।
নাটকটা শুধু বিনোদনের জন্যই নয়। নিজের জন্য এবং নিজের দেশের জন্য অনেক শিক্ষনীয়। ধন্যবাদ নাটকের পরিচালক কে এবং সকল অভিনেতা-অভিনেত্রীকে।
হাবুর স্কলারশিপ -৩ চাই। আমার সাথে কে কে একমত।
1:45:14
যখন আমার দেশের প্রত্যেকটি মানুষ এই নাটকের কথক চরিত্র 'হাবু' এর মতো অনুরুপ চরিত্রের অধিকারী হবে তখনই আমার সোনার বাংলা বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে।
পরিচালক কে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য।
একটা কথা খুব ভালো লাগলো > খালা, চাচী যত ভালোই হক না কেনো 'মা' হয় না, মা তো মা।❤❤❤❤
এই নাটকটা যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি, কতবার যে নাটকটা দেখলাম। ধন্যবাদ পরিচালককে এমন নাটক উপহার দেওয়ার জন্য।
আমি একজন প্রবাসী, লাস্টের কথাগুলো, কলিজায় তীরের মত লাগছে, চোখে জল এসে গেছে 😢😢😢
কি বলবো এই নাটক সম্পর্কে, বলার ভাষা হারিয়ে ফেলেছি❤❤ অসাধারণ একটা নাটক, শিক্ষনীয় একটা নাটক, যেখানে ফুটে উঠেছে দেশপ্রেম, শিক্ষকের মর্যাদা, পিতামাতার স্বপ্ন পূরণ, আরও অনেক কিছু❤
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনাদের প্রশংসাই আমাদের অনুপ্রেরণা।
এককথায় অসাধারণ 👌। জাতীয় পুরস্কার দেওয়া উচিৎ ছিল এই নাটকটিকে। সত্যি আমি মুগ্ধ সত্যি আমি আমার জীবনের প্রথম এমন নাটক দেখলাম ❤। পরিচালক ও সমস্ত কর্মকর্তা এবং অভিনেতা অভিনেত্রী দের ধন্যবাদ 😊।
এই নাটকটা জাতীয় পুরস্কার পাওয়ার দাবি জানাচ্ছি❤❤❤❤
আমি ও এক মত
একমত
সহমত
জাতীয় পুরস্কার পাওয়া দরকার কারণ
শিক্ষিত বিচারক নেই
শিক্ষিত বিচারক থাকলে এই নাটক
দেশের ভাবমূর্তি নষ্ট করার অপরাধে
মামলা করা উচিত ছিল।
আমিও একমত
এইরকম নাটকই চিন্তা-চেতনা, ভাবনা, মন-মানসিকতা, সর্বোপরি সমাজ ও দেশের সুন্দর পরিবর্তন সাধনের নাটক।
Bangladesh sera natok bole gosona kora hok
জনাব রুমি সাহেব কে সারা দেশের লোক মিস করে, দারুণ একজন ভালমানুষ ও অভিনেতা ছিলেন।
তিনি নেই সেই কারনেই এই নাটকের ৩ আর আসবে না
আমার দেখা মতে, এটি দেশের প্রতি ভালবাসা নিয়ে সবচেয়ে হৃদয় স্পর্শক নাটক।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমাদের সাথেই থাকুন।
অসাধারণ সুন্দর ছিল নাটক টা...❤️❤️❤️
নাটকের শেষ অংশ দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। দেশের বাইরে গেলে বুঝা যায় দেশের প্রতি মায়া। পরিচালক একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
রুমি স্যার জীবনের বিদায় লগ্নের সাথে সাথে এমন একটা অভিনয় সূচনা করে গেলেন যা দর্শকের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবে
বাংলাদেশের ১৩ কোটি মানুষের হয়ে বলছি, নাটকটা অনেক ভালো লাগছে, আমরা তিন নাম্বার পর্ব আশায় থাকবো। 😢
আপনি ত ২০০৯ ২০১০ চলে গেলেন বাংলাদেশে ১৮ কোটি মানুষ আছে। ১৩কোটি না 😅😅😅
আমিও
13 কোটি মানে??
এক মত
লাষ্ট পর্বটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না।।।😢😢😢 ধন্যবাদ এতো সুন্দর ও সামাজিক নাটক রচয়িতা করার জন্য 😊😊
আমার জীবনে প্রথম এই রকম নাটক দেখা। কিসের বড় বড় সিনেমা এর কাছে মনে হয় সব তুচ্ছ। ধন্যবাদ পরিচালককে এ রকম একটি নাটক পরিচালনা করার জন্য এবং সেই সাথে জাতীয় পুরস্কার পাওয়ার জন্য দাবি জানাচ্ছি।
নাটকটি আসলেই মনমুগ্ধকর। শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছেন পরিচালক। এমন করে ক-জন ভাবে বলুন। সবাই নিজের উন্নতি চায়,, পরিবর্তন চায়। কিন্তু দেশের উন্নতি কিংবা পরিবর্তন কোনটা নিয়েই আমরা ভাবিনা।
পাগল যে কাঁদাতে পারে, তা আজ বুঝলাম , পাগল আর পাগলি কে অসংখ্য দোয়া ভালো বাসা ও অভিনন্দন রইলো ,, প্লিজ ৩য় পার্ট টা খুব তারাতাড়ি দিবেন,
ধন্যবাদ। সঙ্গেই থাকুন।
সেষ টা দেখার পরে আর চোখের পানি আটকাতে পারি নাই 😂😂😂😂 আই লাভ ইউ নাটক টা ❤❤❤ হাবিবুর ভাই আই লাভ ইউ ❤❤❤ সবার অভিনয় টা অনেক সুন্দর হয়েছে ❤❤❤
এর আগে কবে এতসুন্দর শিক্ষণীয় নাটক দেখেছি মনে নাই❤
নির্মাতাকে অন্তর থেকে ধন্যবাদ💙💜
শেষের ১২ মিনিট সময় একবার ও মনে হয় নাই অভিনয়, এতো নিখুঁত অভিনয় কেমনে করে। অসাধারণ Expression ❤
আমি অনেক শক্ত মানুষ, এ ধরনের নাটক সিনেমায় আমি কখনো আপ্লুত হয় নাই জীবনের প্রথম আপ্লুত হয়েছে মেইড ইন বাংলাদেশ দেখে, আর আজকে আপ্লুত হলাম হাবুর স্কলার্শিপ 2 দেখে। আসলে আমি নাটকটা দেখতেছিলাম বরিশালের আঞ্চলিক ভাষা গুলো শিখার জন্য কিন্তু এমনভাবে দেশপ্রেম এবং দেশের কথা বলা হয়েছে আমি পরিচালক জনকে খুজতেছি উনি আসলে কতটুকু মেধাবী কত চিন্তা করার পরে এই জিনিসটা রচনা করতে ঐ। ভাই আপনাকে ধন্যবাদ করে ছোট করবো না কোনদিন সামনে পেলে আপনাকে আমি একটা স্যালুট জানাবো।
এমন কোন মানুষ নেই যে, নাটকের শেষ অংশ টা দেখে কাঁদবে না ।
জ্বি ভাই,, খোদার কসম শেষে চোখের পানি আটকাতে পারেনি কিছুতেই 😭😭
আমার জীবনে দেখা নাটকের মধ্যে এটি সবার সেরা।স্যালুট রাশেদ সীমান্তকে তার অসাধারণ অভিনয়ের জন্য।এই নাটকে তার অসাধারণ দেশপ্রেম প্রকাশ পেয়েছে।একান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
সেলুট ভাই আপনাকে❤❤❤❤❤
কি আর বলবো, আমি খুদ্র একটা মানুষ কিছু বলার ভাসা নেই আমার
আনেক আনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনাদের।
যদি আমার এই কমেন্টা পড়েন, এই ছোট ভাইটার সালাম নিবেন 🎉🎉
ধন্যবাদ। আপনাদের উৎসাহই আমাদের নতুন নতুন কাজের প্রেরণা।
দেখি কে কে পড়তে পারেন আর যারা পারেন তারা লাইক দিবেন لااله الاالله محمد رسول الله
এমন নাটক উপহার দেওয়ার জন্য পরিচালক কে হাজার সেলুট।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এমন আরো শিক্ষণীয় নাটক দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।
বাংলাদেশের সকল স্ট্যুডেন এ নাটকটি দেখা উচিত। ধন্যবাদ নাটক প্রযোজক ও স্কিপ রাইটারকে।।
ধন্যবাদ বরিশালের গর্ব আমাদের বরিশালের ভাষা এত সুন্দর করে উপস্হাপন করার জন্য ❤
কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। মাঝেমাঝে এমন কিছু নাটক আসে যা কল্পনাকে ও হার মানায়❤❤❤❤
অসাধারণ অসাধারণ
আমি আবেগে আপ্লুত বাংলাদেশ দিনে দিনে মেধাশূন্য হয়ে পড়ছে এমন নাটক তুলে ধরার জন্য পরিচালক কে আমার সেলুট।
আপনার মতামতের জন্য ধন্যবাদ, সাথে থাকুন।
শেষের দশ মিনিট দেখে চোখের পানি চলে আসলো। বাস্তব সত্য তুলে ধরার জন্য নাটকের পরিচালক ও রাশেদ সীমান্ত ভাইকে অসংখ্য ধন্যবাদ। এটা শুধু একটা নাটক নয় এটা আমাদের জাতির জন্য শিক্ষার এবং জ্ঞানের বিষয়।
নাটকটি একদম মন ছুঁয়ে গেছে,,💯✌️
আশা করি নাটকটির পর্ব ৩ দিবেন 😊
আমার সাথে কে কে একমত ❓
Ami ak mote
Ami aci vai 🎉
অসাধারণ একটি নাটক খুব শিক্ষনিয় এক দেশ প্রেম এর চিএ তুলে ধরা হয়েছে ধন্যবাদ পরিচালককে এত সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য
পর্ব ৩ দেখার অপেক্ষায় রইলাম বেচে থাকলে দেকবো, এটার চাইতেও অনেক অনেক ভালো লাগবে সে টুইস্ট এখানে দেখানো হয়েছে।।
❤❤❤সত্যিই নাটকটা অসাধারণ, অনেক শিক্ষানীয় বিষয় এই নাটকে রয়েছে। ধন্যবাদ নাটকের পরিচালক এবং সকল অভিনেতা-অভিনেত্রিদের।❤❤❤
এই প্রথম আমি কোনো বাংলাদেশি নাটক দেখে কান্না কোরলাম. পরিচালকের কাছে অনুরোধ থাকলো যে 1 ও 2 যেভাবে পরিচালনা কোরেছে 3 ও সেই একই শিক্ষা, প্রেম, ভালোবাষা, মায়ের ও পিতার স্নেহ নিয়ে আসবে.
যত তাড়াতাড়ি পারেন 3 নম্বর পর্ব আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা অনেক আশায় আছি অনেক সুন্দর হয়েছে
আপনে আমার মুখের কথা বলেছেন
hmm bro.. thik, 3 cai
❤
Vai etai sob part.
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
মাসটার এর অভিনয় দেখে চখের পানি ধরে রাখতে পারিনি,ধন্যবাদ
আমি একজন মালয়েশিয়া প্রবাসী,
এই নাটকের গল্পের মধ্যে অসংখ্য পজেটিভ ম্যাসেজ রয়েছে, যেটা ভেতরটাকে নাড়িয়ে দিয়েছে । অসংখ্যবার কেঁদেছি, হেসেছি । খুব, খুব, খুব ভালো লেগেছে । রাশেদ সীমান্ত ভাই ও নায়কা চরিত্রের অভিনয় অসম্ভব ভালো লেগেছে ❤ । আপনাদের কাছে অনুরোধ, এমন সুন্দর নাটক ভবিষ্যতে আমরা আরো দেখতে চাই ।
নাটক না শুধু বাস্তবতা কথা। নাটকের শেষে দিকে নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। সত্যি নাইকা টা অসাধারণ সব সময় পাশে ছিলো। আসলে নাইকা কে রেখে যাওয়ার ঠিক হয়নি। ৩ পব দূত চাই।
আমাদের দেশকে এই ভাবে তুলে ধরার আর কোনো ভালো মাধ্যম আছে কিনা আমার জানা নাই। অব্যশই ৩য় সিরিজ চাই ❤❤❤
সেইরকম ভাই এককথায় মাশাআল্লাহ আপনি এগিয়ে যান দোয়া ও ভালোবাসা অবিরাম।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এমন আরো সুন্দর সুন্দর নাটক দেখতে আমাদের সাথেই থাকুন।
একটি আবেগময়ী নাটক🥲🥲
সিজন ৩ এর অপেক্ষায় রয়ইলাম👍👍
আশা করি খুব তারাতাড়ি সিজন ৩ দেখতে ও উপভোগ করতে পারবো 🥰🥰🥰❤️❤️❤️
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। সঙ্গেই থাকুন।
@@MidEnterprise@MidEnterprise জ্বী সাথেই আছি,,,কিন্তু ৩য় পর্ব কি আমরা দেখতে পাবো জানাবেন প্লিজ প্লিজ
আমাদের সমাজের কিছু মানুষের চোখ খুলে দেওয়ার জন্য এরকম একটা নাটকই যথেষ্ট আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।❤❤❤
খুব ভালো লেগেছে সামনে আরো চাই অসমাপ্ত গুলো সমাপ্ত করার জন্য।
কিসের আরফান নিশো, কিসের তাহসান। কিসের অপূর্ব, কিসের মোশারফ করিম। রাশেদ সীমান্ত আসল রিয়েল হিরো।❤❤❤লাভ ইউ ব্রো❤❤❤❤❤
মোশারফ করিম ,,,,,
রাশেদ, মোশাররফের ছোট ভাই
ভারতীয় পরিচালকদের এগুলো দেখে একটু শেখা উচিত। ❤ From india
Tnx bro❤❤❤
❤
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ, আসলে ভারত সবসময় বৈদেশিক সংস্কৃতি নিয়ে চিন্তা করে এতে আমাদের দেশে অনেক ক্ষতির কারন।
ওদের natok এখন প্রাচীন jatra pala
আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নাটকের মধ্যে ১ টি হয়ে থাকবে হাবুর স্কোলারশিপ স্যালুট বাংলাদেশ স্যালুট রুমি স্যার
আমি আমার জীবনে দুটো নাটক দেখে কেঁদেছি। প্রথমত কোথাও কেউ নেই, দ্বিতীয়ত হাবুর স্কলারশিপ -২। হাবুর স্কলারশিপ -৩ দেখার অপেক্ষায় রইলাম।
এক জন্য শিক্ষকের কান্না এমনি হয়, শিক্ষক রা সম্মানের, ভালোবাসী স্যার
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ভাই আপনার কথাটা সত্য। আমি তেমন একটা নাটক মুভি দেখিনা। আজ রাতে সাড়ে বারোটার দিকে হাবু স্কলারশিপ প্রথম পর্ব যখন দেখলাম আমার খুব ভালো লাগলো তাই দ্বিতীয় পর্ব দেখলাম। আমিও দেশকে ভালোবেসে চোখে পানি আটকাতে পারলাম না। ❤দোয়া করি আবার প্রবাসী ভাইয়েরা ভালো থাকুক। ❤❤❤❤❤
পর্ব ৩ যদি ২০ বছর পরেও আসে আমি অপেক্ষায় থাকবো।
এযাবতকালের শ্রেষ্ঠ নাটক ❤
সাথে থাকার জন্য ধন্যবাদ।
@MidEnterprise জ্বী সাথেই আছি,,,কিন্তু ৩য় পর্ব কি আমরা দেখতে পাবো জানাবেন প্লিজ প্লিজ
হাবুর স্কলারশিপ ৩য় পার্ট চাই❤
সবকিছু মিলিয়ে এতোটাই ভালো যা প্রকাশ করবার মতো ভাষা আমার জানা নাই।। শুধু বলবো কৃতজ্ঞতা রইলো🙏
রাশেদ সীমান্ত ভাইয়া তার নাটক খুব সূন্দর। তার নাটকে আছে শিক্ষনীয় অনেক কিছু। হাবু ভাই তার পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসার জন্য অভিন্দন। আর তার ভালবাসার অপেক্ষা থাকালাম, আবার নেক্সটে হাবুর স্কলারশিপ ৩ আসবে।
হাবু স্কালারশিপ ৩ এর অপেক্ষায় রইলাম ❤আমার অন্তরের অন্তরস্থাল থেকে রাসেদ সিমান্ত ভাইকে ধন্যবাদ।
নাটক দেখে খুবই আমি মুগ্ধ হইলাম।
নাটকটি জাতীয় পুরস্কার পাবে সেই কামনা করি
নাটক দেখে খুবই আমি মুগ্ধ হইলাম।
কি নাটক রে বন্ধু
একবার হাসি পায় আবার কান্না পায় নাটকের তৃতীয় অংশ দেখতে চাই
অনেকদিন পর অনেক সুন্দর একটা নাটক দেখলাম।কান্না আটকে রাখতে পারিনি।নাটকের গল্প,প্রতিটি চরিত্র অনবদ্য। এক কথাই অসাধারণ।
হুম
রাশেদ সীমান্ত কেন সেরা অভিনেতার পুরস্কার পেলেন না আমার বুঝে আসেনা । রাশেদ সীমান্তর এক নাটক নিশো অপূর্বের একশো নাটকের সমান । যাই হোক পার্ট ৩ চাই
তৃতীয় পর্ব চাই আর এই নাটক ও অভিনয় অনেক সুন্দর হইছে জাতীয় পুরোস্কর চাই।।
অসাধারণ অসাধারণ একটা গল্প,,৩য় পর্ব দেখতে চাই
এরকম একটি অসম্ভব সুন্দর নাটক এর জন্য পুরস্কার পাওয়ার যোগ্য।
হাবুর স্কলারশিপ ৩ এর অপেক্ষায় রইলাম ❤❤
সাথে থাকার জন্য ধন্যবাদ।
@@MidEnterpriseতিন র্পব কি দেখতে পাব।
তিন র্পব কি দেখতে পাব।
@@MidEnterprise@MidEnterprise জ্বী সাথেই আছি,,,কিন্তু ৩য় পর্ব কি আমরা দেখতে পাবো জানাবেন প্লিজ প্লিজ
এরকম শিক্ষনীয় এবং আবেগময় নাটকের ৩ পার্ট নিয়ে আসার অনুরোধ জানাই পরিচালকের আছে । আমারা অপেক্ষায় থাকব, আমরা আশাকরি খুব শীঘ্রই এই নাটকের ৩ পার্ট আপনারা দর্শকদের উপহার দিবেন
নাটকটা আসলেই খুবই সুন্দর ফেসবুক থেকে কিছু অংশ দেখি তারপর ইউটিউব থেকে সার্চ দিয়ে নাটকটা ফুল দেখি নাটকের পরিচালক কে অসংখ্য ধন্যবাদ
অনেক শিক্ষনীয় একটি নাটক। সবাই যদি এভাবেই ভাবতে পারতো তাহলে বাংলাদেশ সোনার বাংলা দেশ হতে বেশি সময় লাগতো না।❤❤❤❤❤❤❤
সত্যি এমন জায়গায় নাটকটি শেষ হবে, ভাবতেই পারি নি, আমি সত্যি বিমোহিত 💖💖
এত সুন্দর অর্থবহ নাটক বহুদিন দেখিনা। হৃদয়টা সত্যি ছুঁয়ে গেল। অসাধারণ!! যদি পার্ট -৩ আনা সম্ভব হয় তবে সিনেমা হলে গিয়ে নাটকটি উপভোগ করবো বলে আশা করছি।। নাট্যকার, পরিচালক মহোদয় ও অভিনেতা অভিনেত্রীদের❤ এমন অসাধারণ নাট্য সৃষ্টি ও উপস্থাপনার জন্য অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ।।
বর্তমান নাটকে প্রেম আর ভালোবাসা নিয়ে চলছে এই নাটকের মধ্যে অনেক কিছু শেখার আছে
বলার ভাষা হারিয়ে ফেলছি, এতো ভালো লাগছে যা বলে শেষ করতে পারবো না ভিষণ ভিষণ সুন্দর হইছে,🤗🥰 সত্যি বলতে আমিও চোখে পানি ধরে রাখতে পারিনি, মনে হচ্ছিলো চোখের সামনে বাস্ত সত্যি, আর হ্যা এতো সুন্দর একটা অভিনয় উপহার দেওয়ার জন্য💝 আপনাদের অনেক অনেক ❤️ধন্যবাদ ভাইয়া এবং আপু কে আমার ভালোবাসা অভিরাম আপনাদের জন্য সব সময় ❤️❤️আর অবশ্যই সিজন ৩ চাই এবং খুব তারাতারি
আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
নাটক গুলো ওনেক সুন্দর। অার ৮ পব এক সাথে করে চারবেন কেমন সুন্দর হবে
@@MidEnterprise@MidEnterprise জ্বী সাথেই আছি,,,কিন্তু ৩য় পর্ব কি আমরা দেখতে পাবো জানাবেন প্লিজ প্লিজ
আমার জীবনের সেরা নাটক কোন সন্দেহ নাই। পুরো নাটক টি এখন দেখলাম প্রথমে মন খুলে হেসেছি কিন্তু ভাবতে পারি নাই শেষে এসে এভাবে আমাকে কাদতে হবে। স্কিনে নাটক দেখে এত আবেগ হয় আজকে বুঝেছি। পরিচালক ভাই কে অসংখ্য ধন্যবাদ। স্যালুট 🙏
হাবুর স্কলারশিপ - ৩ চাই।
দয়া করে, আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। আমার মতো অনেকেই নাটক টিকে মন থেকে ভালোবাসেছে। 😊😊
কমেন্ট টা করলাম এখন রাত ৩:৩৮ মিনিট। খুব ভালোবাসে নাটক টা দেখেছি। আমি ও বরিশালের ছেলে। এই নাটক দেখে দেশ প্রেম জেগে ওঠে। আমার মনে হয় প্রতিটা মানুষ তার নিজের দেশকে ভালোবাসে।💙💙
ও আমার দেশের মাটি। আমার দেশের মানুষ। 🇧🇩
রাশেদ সীমান্তের নাটকগুলো সব সময় অসাধারণ হয়। এবং সামাজিক কিছু নৈতিকতার শিক্ষা থাকে।
কি লিখব ভাই, ভাষা নাই দেশের প্রতি এত ভালবাসা প্রকাশ করা যায়, সাথে সুন্দরী স্টুডেন্ট রেখেও নিজেকে ঠিক রাখা যায়, এক কথায় অভাবনীয়, পরিচালক কে স্যালুট জানাই।
আমার হৃদয় ছুয়েছে দুটো বিষয়: এক সম্বর্ধনা অনুষ্ঠানে "তুমি যাবে ভাই যাবে মোর সাথে..." এই কবিতা আর ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা..(ব্রিলিয়ান্ট)
২য় যেটা ভাল লেগেছে "মা বাবার সন্তানের জন্য কান্না"
ধন্যবাদ!
হাজেন সাহেব ভাল ভাল নাটক উপহার দেন! কিন্তু আপনার সবচেয়ে বড় ভাল কাজ হলো সবার আগে মা মাটি দেশকে সম্মান দেয়া! দোয়া রইল!সেই সাথে আপনার আরো আরো সৃষ্টিকর্মের প্রত্যাশা করছি!❤
seriously it’s a motivational drama. That's why we want next episode as soon as possible. I also thank the director and the writer of this drama.
এই নাটক ও নাটকের অভিনেতা অভিনেত্রী এবং পরিচালককে সর্বোচ্চ পুরষ্কার দেয়া উচিত। যেম এমন নাটক সবাই তৈরি করার উৎসাহ পায়। আর এ নাটককে সিনেমা হলগুলোতে দেখানোর ব্যাবস্থা করার জোর দাবি জানাচ্ছি।
স্যালুট পরিচালককে, তিনি এ নাটকের মাধ্যমে জীবন এবং দেশ গড়ার অনেক গুরুত্বপূর্ণ ম্যাসেজ আমাদের দেয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে এই নাটকের অপেক্ষায় ছিলাম অবসান ঘটলো নাটকটি না দেখে ভালো-মন্দ কমেন্ট করলাম ❤️❤️❤️
আমার জীবনের শ্রেষ্ঠ একটা নাটক দেখলাম। চোখে পানি চলে আসলো 😢😢😢
ছোটকালে বাংলা সিনেমা দেখে কেঁদেছি, কিন্তু ৪৫ এ এসে বাংলা নাটক দেখে কাঁদতে হবে ধারণাও করতে পারি নাই। গল্পের লেখক এবং পরিচালক উভয়কেই অসংখ্য ধন্যবাদ। এই নাটকের সকলের জন্য রইল অসংখ্য ভালোবাসা।
শিক্ষকের কথাগুলো শুনে সত্যি কান্না আসছে 😢
শেষের কথাগুলো শুনে ভিতরে ফেঁটে কান্না চলে আসতেছে ভাইয়া বাস্তব কথাগুলো তুলে ধরছেন
❤❤ ভাষা প্রকাশ করার আগেই চোখের জ্বলে ছলছল করেছে
অসংখ্য ধন্যবাদ নাটকটার জন্য যার একটু হলেও শ্রম আছে,তাদের প্রতিটা মানুষকে।❤
আপনাদের কাছে বিনিত অনুরোধ হাবুর স্কলারশিপ নাটকটার ৩য় পর্ব দেওয়ার জন্য❤❤❤❤❤