আহা কি আনন্দ! অন্তরা মিত্রের কণ্ঠে খুঁজে পাবেন চিরসবুজ এই গানের এক নতুন স্বাদ। আপনি হারিয়ে যাবেন সুরের জাদুকরীতে. th-cam.com/video/IO2w0F7OD-w/w-d-xo.html
আমি একজন 19বছরের মেয়ে। ছোট থেকেই এসব গান শুনে আসা (বাবা এসব গান খুব শুনতেন) । এ যুগে এসব গান মানুষ শুনতে চাইনা , কিন্তু ছোট্ট থেকেই এই গান গুলো শুনতে আমার ভালো লাগে। আর কেনো জানি না এই গান গুলোই কী আছে যতবার বার ই শুনি মন এর ভেতরে একটা একটা খুশি একটা দুঃখ একসাথে নাড়া দিয়ে ওঠে। কিন্ত শেষ অব্দি এই গান গুলোই এই দুনিয়ার সকল মোহ, মায়া, কষ্ট, চিন্তা সব থেকে দূরে নিয়ে যায় আর এক শান্তি মন এর কোনে জায়গা করে নেয়।❤
কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালুচরে কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে হায় গো হৃদয়, তবুও তোমার আশা কেন যায় না যতটুকু চায়, কিছু তার পায় না কিছু তার পায় না কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালুচরে প্রতিদিনই ওঠে নতুন সূর্য প্রতিদিনই আসে ভোর ওঠে না সূর্য, আসে না সকাল জীবন আঁধারে মোর জীবন আঁধারে মোর পৃথিবী আমারে দিলো যে ফিরায়ে সে যেন ডাকিয়া কয় নাহি হেথা ঠাঁই, আমি তোর কেহ নয় ক্লান্ত চরণ আকুল আঁধারে পথ শুধু খুঁজে মরে বেদনার বালুচরে কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে
সবাইকে জেনারেশনের কাঁটাতারে আটকে রাখা যায়না।অনেকেই আমার মতো এই পুরোনো জেম গুলো খোঁজে বের করে শুনে ও সঠিক ভাবে মূল্যায়ণ করে। তথাকথিত আধুনিকতার নামে এই ধরণের লিজেন্ডারি মানুষের গান অনেকেই শুনতে চায়না।হায় যদি ওরা বুঝতো এই সব গানের মর্ম!
সেই ১৫ বছর বয়স থেকে গানটা শুনছি আজও জীবন যুদ্ধে বার বার পরাজিত হয়ে গানটা শুনতে আশি।আবার আসবো কেউ মনে করিয়ে দিলে বা জীবনের সাথে লড়তে লড়তে ক্লান্ত হলে।❤️❤️
Kon ek madachchod er beta dekhlam sedin comment koreche, kishor kumar na ki kichu ta sahrukh Khan er kachakachi jete pare, ami taake reply diyecho je. Sahrukh more porer jonmeo ar kishore kumar er ordhek o hote parbe na,
কিশোর কুমার পৃথিবীর অষ্টম আশ্চর্য অবশ্য আমার কাছে। কেউ অন্য ভাবে নেবেন না। আশা জীর গাওয়া এই বাহার এসে কী গান শুনিয়ে যায় গান টি কোন মুভির এবং যদি আপলোড করেন। অনুরোধ রইলো।
Everyone spoke about our the great Kishore da.. But no one remembered the the legendary unsung music director our SHYAMYAL MITRA DADA who actually insisted kishireda n only kishireda to sing this song when there were many more options like hemanta mukheeeje n manna dey 😢😢
একবিংশ শতাব্দীর আধুনিক যুগের ছোট্ট ছেলে আমি কিন্তু কেন জানি না এই গানগুলো তথা হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মান্না দে এনাদের গানগুলো এত ভালোবাসি। নিজেকে আর আধুনিক করে তোলা হলো না, হতে চাই না। প্রনাম নেবেন শ্রদ্ধেয় সকল সুরকার। যেখানেই থাকুন ভালো থাকুন। শান্তি ❤️❤️
ধন্য আমরা পশ্চিম বঙ্গ বাসী ধন্য আমরা ভারত বাসী কিশোর কুমারের কনঠে অনবদ্য গান শোনার সৌভাগো অর্জন করেছি । তিনি হলেন গানের জগতের মহীরুহ। তাঁর মত গায়ক না হয়েছে না হবে।
Absolutely horrendous background visuals which are diametrically opposed to the mood, spirit and theme of this iconic song.. Hats off to Gauri Prasanna Mazumder ji for the superb lyrics, Shyamal Mitra ji for the lovely music and Kishore Kumar ji for his profound..out-of-this-world rendition.. The freshness n the appeal of this song have remained intact decades after decades after decades...
এটা আমার ওতি প্রিয় এক মানুষের প্রিয় গান কীনতু আজ আর এই মায়ার প্রিথীবিতে নেই এই গান টা শুনে চোখে জল এশে গেল আমার ওতি প্রিয় মানুষ আমার দাদু সে চলে গেছে আজ ৩ বছর কীন্তু আমি এখনও প্রতি দিন এই গানটা শুনি
যত পরিকল্পনাই থাক না কেন, সকল পরিকল্পনা যে মহান সৃষ্টিকর্তার।ভাগ্যের লিখন সে ছাড়া কেউ বলার সাধ্য রাখে না।আমরা গণক কে দিয়ে হাতের রেখা দেখায়।কিন্তুু যার হাতই নাই তার ভাগ্য কেমনে কী??
ছোটো বেলায় এই সব গান কেনো জানি না খুবই ভালো লাগতো আর আজকে বড়ো হয়ে গানের প্রতি লাইন যেন নিজের জীবনে চরম সত্যিই হয়ে দাঁড়িয়েছে। বুকে প্রতি টা কথা যেন বাজে। যারা পায় তারা সব দিক থেকেই পায় আর যারা পায় না কোনো দিক দিয়েই পায় না।
I have no words to comment for this unforgatable song but have only heart to fill Even after 72years old my heart sings countless times whenever I listen this song My regards with Great Kishor Kumar Gauriprasana Majumdar and Shayamal Mitra
কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে হায় গো হৃদয় তবুও তোমার আশা কেন যায় না যতটুকু চায় কিছু তার পায় না কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে প্রতিদিনই ওঠে নতূন সূর্য প্রতিদিনই আসে ভোর ওঠে না সূর্য আসে না সকাল জীবন আঁধারে মোর পৃথিবী আমারে দিল যে ফিরায়ে সে যেন ডাকিয়া কয় নাহি হেথা ঠাঁই আমি তার কেহ নই ক্লান্ত চরণ আকুল আঁধারে পথ শুধু খুঁজে মরে
আহা কি আনন্দ! অন্তরা মিত্রের কণ্ঠে খুঁজে পাবেন চিরসবুজ এই গানের এক নতুন স্বাদ। আপনি হারিয়ে যাবেন সুরের জাদুকরীতে.
th-cam.com/video/IO2w0F7OD-w/w-d-xo.html
🎉
Qqqqqq
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
😊😊😅😅
्ंॉेके, suaiiawakkaqua.
আমি একজন 19বছরের মেয়ে। ছোট থেকেই এসব গান শুনে আসা (বাবা এসব গান খুব শুনতেন) । এ যুগে এসব গান মানুষ শুনতে চাইনা , কিন্তু ছোট্ট থেকেই এই গান গুলো শুনতে আমার ভালো লাগে। আর কেনো জানি না এই গান গুলোই কী আছে যতবার বার ই শুনি মন এর ভেতরে একটা একটা খুশি একটা দুঃখ একসাথে নাড়া দিয়ে ওঠে। কিন্ত শেষ অব্দি এই গান গুলোই এই দুনিয়ার সকল মোহ, মায়া, কষ্ট, চিন্তা সব থেকে দূরে নিয়ে যায় আর এক শান্তি মন এর কোনে জায়গা করে নেয়।❤
দারুণ শব্দে বাক্যে আমার অনূভুতিটাই যেন প্রকাশ করলেন।
Khub vlo
Same
আমিও ছোট বেলা থেকে এসব গান শুনে বড় হয়েছি। বাবা মা শুনতেন, তাদের সাথে আমরাও। ৯০ এর জেনারেশন আমরা যারা সব ধরণের গানের স্বাদ পেয়েছি❤
Akta bishesh anubhuti.
ছোটোবেলায় যখন এসব গান শুনতাম তখন মর্ম বুঝতাম না।🙈🙈
আর এখন এসব গানের প্রতিটি লাইন যেন তিরের মতন বুকে বাঁধে। 💘💘💘💞
Ekdom
Hmm🥺💘
ঠিক বলেছেন
thik sotti bolechen apni
একদম সত্যি কথা।
উফ আজ ও ভোলা যাবে না, গায়ে কাটা দেয় এই অপূর্ব গান একমাত্র কিশোরদাই পারেন এমন দরদ সৃষ্টি করতে অনন্য সাধারণ।
যখন দুনিয়ার সব গানের প্রতি বিতৃষ্ণা আসে.. তখন এসব শুনি , অমৃত যেন❤❤❤
Absolutely right 👍
আমারও মনের কথা তুমি বললে, এই গান বলে দেয় আমি বাঙালি আমি বাঙালি, আমার হৃদয় কেঁদে ওঠে 😢😢😢😢😢😢😢
এসব গান জাদুঘরে সাজিয়ে রাখার মতো। অসাধারণ।
ছোটবেলায় দেখতাম পূজোর দিনে মাইকে এসব গান বাজত। কত মধুর ছিলো সেদিনগুলো।❤️❤️❤️
🍁👌❣ right
Amadero paray ei Gan ta prime Gan chilo. Amon kono bochor jaini jekhane durga pujoi ei Gan baje ni
আর বড় হবার সাথে সাথেই এই গান দুঃখের স্মৃতির সঙ্গ নিয়ে নিল....I AM VERY VERY HAPPY....I SWEAR...
❤ akdam ❤❤❤❤
ekhon dingulo aro bhalo
Kishore kumar ai gaan ta mon chuye ja.i kishore kumar gaaner jogoter bhogoban
এই গান টা শোনার সময় পিছনে ফেলে আসা ব্যার্থতা আর কষ্টরা কোত্থেকে যেন ছুটে চলে আসে। কিশোর কুমার যেনো কষ্ট গুলো কে মধুর করে গাইলেন। ❤️
গানের কথা ও সুর অপূর্ব! এক অব্যক্ত বেদনায় মনটি ভারাক্রান্ত হয়ে উঠেছে।
Mind is filled with unexposed pain hearing such song singing by famous singer Kishore Kumar.
@@nazrulislam-vm6zl sa
Thanks for Shyamal Mitra
শ্যামল মিত্রের সুরে অসাধারণ গান । গানের গুরুদেব কিশোর কুমারের কন্ঠে ❤
এরকম সহজ গায়কী খুব ই দূর্লভ আর কবে হবে সেইটাও খুব বলা কঠিন। কিশোর কুমার এক বিরাট প্রাপ্তি আমাদের।
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিশিদিন খেলা করে
বেদনার বালুচরে
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
হায় গো হৃদয়, তবুও তোমার আশা কেন যায় না
যতটুকু চায়, কিছু তার পায় না
কিছু তার পায় না
কে জানে কেন যে আমার আকাশ
মেঘে মেঘে শুধু ভরে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিশিদিন খেলা করে
বেদনার বালুচরে
প্রতিদিনই ওঠে নতুন সূর্য
প্রতিদিনই আসে ভোর
ওঠে না সূর্য, আসে না সকাল
জীবন আঁধারে মোর
জীবন আঁধারে মোর
পৃথিবী আমারে দিলো যে ফিরায়ে
সে যেন ডাকিয়া কয়
নাহি হেথা ঠাঁই, আমি তোর কেহ নয়
ক্লান্ত চরণ আকুল আঁধারে পথ শুধু খুঁজে মরে
বেদনার বালুচরে
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
3:18 Top Line... ওঠেনা সূর্য আসেনা সকাল জিবন আধারে মোর ❤😢😢
ছেলেবেলায় যখন বাবা শুনতেন তখন ভালো লাগতো না
আজ দেখো, সেই গানগুলোই বারংবার শুনি ❤🙏🏻
সবাইকে জেনারেশনের কাঁটাতারে আটকে রাখা যায়না।অনেকেই আমার মতো এই পুরোনো জেম গুলো খোঁজে বের করে শুনে ও সঠিক ভাবে মূল্যায়ণ করে। তথাকথিত আধুনিকতার নামে এই ধরণের লিজেন্ডারি মানুষের গান অনেকেই শুনতে চায়না।হায় যদি ওরা বুঝতো এই সব গানের মর্ম!
My favorite singer, love from bangladesh 💕🇧🇩
সেই ১৫ বছর বয়স থেকে গানটা শুনছি আজও জীবন যুদ্ধে বার বার পরাজিত হয়ে গানটা শুনতে আশি।আবার আসবো কেউ মনে করিয়ে দিলে বা জীবনের সাথে লড়তে লড়তে ক্লান্ত হলে।❤️❤️
হৃদয় গহীন কতটা ক্ষতবিক্ষত হলে এমন সুর সৃষ্টি হয়! গানের প্রতিটা কথা যেন অন্তরের ভিতরে গিয়ে না বলা কষ্ট গুলোকে অঝোর ধারায় বর্ষণ করে।
তোমাকে না পাওয়ার বেদনা অপূর্ণাঙ্গ এই গানের মধ্যে এ লুকিয়ে আছে ❤
বাস্তবতা যখন মানুষের স্বপ্নগুলোকে অর্থহীন করে তোলে, সে পাগলের মত ছোটে কিছু আঁকড়ে ধরে বাঁচার জন্য।
তোমার কণ্ঠস্বরে সব কষ্ট যেন মধুর হয়ে যায়। 🙏🙏🙏🙏❤️
আহা তীরের মতো বুকে বাঁধছে, কি আশায় বাঁধী খেলা ঘর, হটাৎ যেনো সব শেষ হয়ে গেল কোনো এক কাবৈশাখী ঝড়ে, 😭😭
অসাধারণ গান কোন দিন পুরাণ হবে না , উত্তম কুমার আর কিশোর কুমার legend ,সারা জীবন আমাদের মনে মাঝে থাকবে 🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌
আমার চাচা শুনতো গানগুলো। ছোটবেলায় বুজতাম না। কিন্তু এখন আমার এই গানগুলো খুবই প্রিয়❤
"কিশোর কুমার" গুরুদেবের নামটাই যথেষ্ট গোটা বিশ্ববাসীর কাছে..কোটি কোটি প্রণাম. 🙏🙏🙏
@@aryan-oh5qm অঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅ
@@aryan-oh5qm pay
0po
@@amitmaity4928 স
Kon ek madachchod er beta dekhlam sedin comment koreche, kishor kumar na ki kichu ta sahrukh Khan er kachakachi jete pare, ami taake reply diyecho je. Sahrukh more porer jonmeo ar kishore kumar er ordhek o hote parbe na,
কিশোর কুমার পৃথিবীর অষ্টম আশ্চর্য অবশ্য আমার কাছে। কেউ অন্য ভাবে নেবেন না। আশা জীর গাওয়া এই বাহার এসে কী গান শুনিয়ে যায় গান টি কোন মুভির এবং যদি আপলোড করেন। অনুরোধ রইলো।
*মহাগুরুর এতো গান! কিন্তু সবথেকে দার্শনিক গানখানি সবচেয়ে বড় দার্শনিক-মহানায়ক ঠোঁটে নিয়ে নিলেন*
🙏🙏🙏🙏🙏
কিশোর কুমার এ দুনিয়ায় রত্ন।❤
Legend kisore da. Apni amader chere kothao janni. Amader madyei aro 1000 year takben. Ki voice
Ei gaaner atota deep feelings Kishore Kumar bolei fotano sombhob hoyechhe ...pronam janai Gurudev ke....
Words can't express the feelings behind this song. Kishore saab was sent to earth by God to be the only partner in our lonely life.
তুমি সেদিন একজন সফল প্রেমিক হয়ে উঠবে যেদিন তোমার কিশোর কুমার রবীন্দ্র সঙ্গীতের সাথে নিজেকে একান্ত করে নিতে পারবে ।
*উত্তম... কিশোর ... উত্তম... অনন্তকাল... অন্তরিক্ষব্যাপ্ত... অনন্যসুন্দর...*
বাকি সব কথার কথা
মনের মতো গান ❤❤❤❤❤❤
Only tumi chara ai gun keu korte parbe na its true you onyl great sir.
অসাধারণ গান❤
গানের ওপারে উত্তম এপারে কিশোর। উৎকর্ষতার শেষ সীমা। উৎকর্ষ কে এরপরে আর টানা যায় না। কণ্ঠে কি প্যাথোস! কি স্পষ্ট উচ্চারণ তবুও কতোটা মেলোডিইয়াস।
👍
Well said 💯🎉❤
Asadharon bhalo ak ta gaan joto bar suni mon ta bhorey jai joto din ai gaan gulo thak bey kishor Kumar jibito thak beyn amader sobai kar majhey. 🙏🙏🙏🙏🙏
এ যেন জীবনের সংগীত😢জীবনের উপসংহার
কিশোর কুমার গুরুদেব তুমি আমার জন্য ঈশ্বর , প্রতিদিন সকালে গান দিয়ে আমার দিন শুরু করি , তোমার জানাই কোটি প্রণাম ।🌹🌹👍👍
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Everyone spoke about our the great Kishore da.. But no one remembered the the legendary unsung music director our SHYAMYAL MITRA DADA who actually insisted kishireda n only kishireda to sing this song when there were many more options like hemanta mukheeeje n manna dey 😢😢
Jato sakole age hobe ai gaan gulo protyek manusher jibone sathe joriye jabe 👍👍
একবিংশ শতাব্দীর আধুনিক যুগের ছোট্ট ছেলে আমি কিন্তু কেন জানি না এই গানগুলো তথা হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মান্না দে এনাদের গানগুলো এত ভালোবাসি। নিজেকে আর আধুনিক করে তোলা হলো না, হতে চাই না। প্রনাম নেবেন শ্রদ্ধেয় সকল সুরকার। যেখানেই থাকুন ভালো থাকুন। শান্তি ❤️❤️
শ্যামল মিত্র সুর আর কিশোর দার কন্ঠ। অনবদ্য একটা জুটি।❤
এক কথায় অসাধারণ🙏🙏🙏
One and only Kishore Kumar. Man with golden voice. Pranam Gurudev. 🙏. What a voice and feeling.
Gurudev....ai ganer feelings e alada..sansar ta ekta maya..
অদ্বিতীয় ও অতুলনীয় কিশোর।
ছোটবেলায় পূজোর দিনে এসব গান বাজত। কত মধুর ছিলো সেদিনগুলো।......JUG JUG DHARE CHALBE EISAB GANGULO...KOTO JUG CHALBE TA BOLA JABE NA.......
গান টা ছোট বেলা থেকে শুনতাম, সিনেমা টা দেখার সৌভাগ্য হয়েছিল 1980 সালের 13 এপ্রিল সঙ্গীত সিনেমা হল কৃষ্ণ নগরে,
The voice of the host is maddening ! Appreciated!
He is the Legendary kishore kumar. So it must has to be maddening!
""ভারত রত্ন"" কিশোর কুমার সাহেব আপনাকে শত কোটি প্রণাম 🙏🙏
Wow
100%
@@ayangaming6813 ]
Subscribe to our Mix Station for Bengali Remixes and Lofi curated music. youtube.com/@saregamabengalimixstation
কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে কি অসাধারণ. গান এর কণ্ঠ কিশোর কুমার র সঙ্গে শ্যামল মিত্র এর মিউজিক আর গৌরী মজুমদার র লেখা
Very interesting song of Guru
Prithibi amare dilo je firaye ki line tar mane osadharon
অনেক বছর কেটে গেছে
বাবাকে দেখতাম গানটি সুনতে, আজ আমিও সুনছি। আজীবন বুকের মাঝে থেকে যাবে 🙂
পুরনো দিনের গানগুলো শুনলে অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। আর যদি কিশোর কুমার হয়, তাহলে তো কথাই নেই।
Can I get Urdu or English subtitles?
ধন্য আমরা পশ্চিম বঙ্গ বাসী ধন্য আমরা ভারত বাসী কিশোর কুমারের কনঠে অনবদ্য গান শোনার সৌভাগো অর্জন করেছি । তিনি হলেন গানের জগতের মহীরুহ। তাঁর মত গায়ক না হয়েছে না হবে।
নো শোর, অনলি কিশোর❤মৃত্যুর আগে পর্যন্ত কিশোর স্যারের গান শুনতে চাই।
একদম ঠিক
কিশোর কুমার একটাই hoy ,,ভাগ্যবান আমরা, যে এই God gift gan sunte pai
Absolutely horrendous background visuals which are diametrically opposed to the mood, spirit and theme of this iconic song..
Hats off to Gauri Prasanna Mazumder ji for the superb lyrics, Shyamal Mitra ji for the lovely music and Kishore Kumar ji for his profound..out-of-this-world rendition..
The freshness n the appeal of this song have remained intact decades after decades after decades...
চিরদিনের গান ..আজও হৃদয় ছুঁয়ে যায় ...উত্তম কুমারের অভিনয় ও কিশোর কুমারের কণ্ঠ অনবদ্য ...কালজয়ী গান
0p0000p0p0
Yes
এটা আমার ওতি প্রিয় এক মানুষের প্রিয় গান কীনতু আজ আর এই মায়ার প্রিথীবিতে নেই এই গান টা শুনে চোখে জল এশে গেল আমার ওতি প্রিয় মানুষ আমার দাদু সে চলে গেছে আজ ৩ বছর কীন্তু আমি এখনও প্রতি দিন এই গানটা শুনি
Man is mortal but their work is immortal 🙏🙏🙏🙏
গানটি তে কমেন্ট রেখে গেলাম ,কেউ লাইক করলে নোটিফিকেশন এলে যতদিন বেচে থাকবো এসে গান টা শুনে যাবো
আমার বয়েস , 21,কিন্তু আমার খুব প্রিয় গান এটা ☺️♥️☺️
এই গান এই শিল্পীর জন্যই বিখ্যাত।কিশোর কুমারের মতন গত ৫০০ বছর আগে ও কোনো শিল্পী জন্মায় নি আগামী ৫০০ বছর পরেও এইরকম একজন শিল্পী হবেনা ।
Opurbo! Kishore Kumar was a God gifted singer. Salute Kishore Da.
অসাধারন একটি গান। বার বার শুনি, বার বার চির সবুজের মতো ভাল লাগে।
apurba gan
এই সব গান শুনলে হৃদয় ছুঁয়ে যায়, কারা যে dislike দেয় বুঝিনা বাপু।
পৃথিবীতে সবাই ভাত রুটি খায় না, কিছু প্রাণী ঘাসও খায়
@@nabinbairagi শুধু ঘাস খায় না সাথে লতাপাতা ও খায়,,
Honey singh er paa chata jara tara dislike dieche.
যারা ডিসলাইক দেয় মনে করবেন সেগুলো হলো লাথখোর এর দল।
কি অপূর্ব, যতই পুরনো হোক সবসময় নতুন।
TILL THIS PLANET IS ALIVE,KISHORE KUMAR WILL BE ALIVE IN OUR HEARTS,I DO BELIEVE IT FROM THE CORE OF MY HEART,I MEAN IT.
এ গান যত শুনি ততো শুনতে মন চায়,এ সব গান কনদিন পুরন হবার নয়, এবং হাড়ায়ে যাবে না ।
Fabulous.........no comparison.........the one & only kishore da can do this.....love u Guru
এ গান যত শুনি ততো শুনতে মন চায়,এ সব গান কনদিন পুরন হবার নয়।
Mohammad Selim vgggghhhhm
দাদা বাংলায় লিখেছেন তাও বানান ভুল......প্রতিদিন একটু বাংলায় লিখবেন তাহলে আশা-করি বাংলা বানান-এ ভুল অল্প হলেও কম হবে.....ধন্যবাদ ☺
দাদা বাংলায় লিখেছেন তাও বানান ভুল.......প্রতিদিন একটু বাংলায় লিখবেন তাহলে আশা-করি বাংলা বানান-এ ভুল কম হলেও হতে পারে.......ধন্যবাদ ☺☺
গানটি সত্যি কাল-জয়ী গান
অসাধারণ একটা গান !!!!!
যত দিন পৃথিবী আছে তত দিন এ গান থাকবে
অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রনাম 🙏🙏🙏
জন্মদিনে প্রনাম
সত্যি এসব গান কোন দিনও পুরোনো হবেনা
Sotti tai❤️
২০৯০ সালে ও সেরা থাকবে দাদা আপনার গান অসাধারণ লেগেছে
🌹 গৌরীপ্রসন্ন মজুমদার এর কথায় কিশোর কুমারের কণ্ঠে *অমানুষ * ছবি তে অসাধারণ অনবদ্য গান। যাহা ভূলা যায় না।🙏🎧🌹🙏
আ হা কি অপূর্ব গান মন টা ফ্রী হয়ে গেল
হৃদয়ের মাঝে গাতা থাকবে এমন মন জুরানো গান
কিছু গান আছে,যত শুনি ততো আরও বেশি ভাল লাগে।
এটা তেমন-ই একটা।
অসাধারণ !!!!!!!
যত পরিকল্পনাই থাক না কেন, সকল পরিকল্পনা যে মহান সৃষ্টিকর্তার।ভাগ্যের লিখন সে ছাড়া কেউ বলার সাধ্য রাখে না।আমরা গণক কে দিয়ে হাতের রেখা দেখায়।কিন্তুু যার হাতই নাই তার ভাগ্য কেমনে কী??
ছোটো বেলায় এই সব গান কেনো জানি না খুবই ভালো লাগতো আর আজকে বড়ো হয়ে গানের প্রতি লাইন যেন নিজের জীবনে চরম সত্যিই হয়ে দাঁড়িয়েছে। বুকে প্রতি টা কথা যেন বাজে। যারা পায় তারা সব দিক থেকেই পায় আর যারা পায় না কোনো দিক দিয়েই পায় না।
পৃথিবীর এক নম্বর গান ❤️
Ki vabe baniechhen ato sundar gan?? Gan r vasar sathe sur r surer sathe gala o gayoki ato sangotipurna!! 🙏🙏🙏
GURU DEB KISHORE DA....
AAP NER CHORONA AAMAR KOTI KOTI PRONAM JANA E
ALWAYS WE MISS YOU ❤♥😢
I have no words to comment for this unforgatable song but have only heart to fill Even after 72years old my heart sings countless times whenever I listen this song My regards with Great Kishor Kumar Gauriprasana Majumdar and Shayamal Mitra
অসাধারণ গান।চিরকাল মনে রাখবো গুরুজী।
সত্যিই গানটা শুনে এমন মনে হলো যে ছোটবেলায় সেই স্বর্ণালী রঙিন দিনগুলো যেনো দুঃস্বপ্নের মত এক সমুদ্রের ঢেউ মুহূর্তের মধ্যেই ধুয়ে নিয়ে গেলো 🥺🥺🥺😞😞😞
কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে
হায় গো হৃদয় তবুও তোমার আশা কেন যায় না
যতটুকু চায় কিছু তার পায় না
কে জানে কেন যে আমার আকাশ
মেঘে মেঘে শুধু ভরে
প্রতিদিনই ওঠে নতূন সূর্য প্রতিদিনই আসে ভোর
ওঠে না সূর্য আসে না সকাল জীবন আঁধারে মোর
পৃথিবী আমারে দিল যে ফিরায়ে সে যেন ডাকিয়া কয়
নাহি হেথা ঠাঁই আমি তার কেহ নই
ক্লান্ত চরণ আকুল আঁধারে পথ শুধু খুঁজে মরে
"Ami tar ke ho noi"- please correct
ধন্যবাদ
হে ভগবান তোমার কাছে করজোড়ে মোর এই মিনতি যেন কারোর জীবনে এই পরম সত্যিটা জীবনে ন
Lyrics, Music, Singer...Awesome, Sublime, Heavenly, Legendary...short of words....becoz what ever we say is understatement 👌👌👌🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অতুলনীয় ❤️
Bhaa kishore da ki gaan gaiso tumi amar jeboner obosta shoman oygese..bedonar baluchore
❤😢 প্রতিদিন উঠে নতুন সূর্য় প্রতিদিন আসে ভোর! এই লাইন টা আমার জীবনের সাথে মিলে যায়❤😢
গান টা নিয়ে মন্তব্য নিষ্প্রয়োজন,এক কথায় অসাধারণ। কিন্তু এই গানের সাথে এ ছবিগুলো মানায় না।
Dil chu liya..best kishore da
গৌরি প্রসন্ন মজুমদার কে কে স্মরণ করে এরকম সুন্দর গান লেখার জন্য?
ভাল লাগল আপনার Common
আমার কাছে সেরা 😄😄💖💖
Yes sir
Akdom thik kotha
Agree lyricist also needs recognition..
This is Kishore Kumar's world. We are just living in it
এমন কন্ঠ আর হবেই নাই এমন গান ও আর হবেই নাই অমর কিশোর কুমার