ভালো বলছেন, এই গানটা কেমন যেন একটা নস্টালজিক সুখ এনে দেয়, সেই সুখটা সবাই ধরতে পারে না সবাই অনুভব করতে পারে না, যারা সেই সুখটা অনুভব করতে পারে না তারা সত্যি অভাগা
আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোন ভাষায় এতটা মিষ্টি, এতোটা সুরেলা, এতটা অর্থপূর্ণ গানের এই বিপুল সম্ভার আছে যেমনটা আছে আমাদের এই বাংলা ভাষাতে । সত্যি বাংলা ভাষা আমাদের সবচেয়ে বড় সম্পদ । এই ভাষার জন্য আমাদের পূর্ববর্তী প্রজন্ম জীবন দিয়ে গেছেন তার মর্যাদা রক্ষার জন্য । এখন আমাাদেরর দায়িত্ব হলো এই ভাষার মাহাত্ব্য সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া আমাদের গল্প, গানে, কবিতায়, নাটকে, চলচ্চিত্রে ।
হায়!!!! কি সুর!!! কি কথা!!! কি গায়কী আর অভিনয়ের এক্সপ্রেসন!!!!😍😍😍সবসময়ের প্রিয় তালিকায় গানটা😍😍😍এই কোয়ারেন্টাইনে মনের আবেগ আর একান্তভাবে সময়গুলো আরো সুন্দর করার জন্য একটা গান ই যথেষ্ট 😇😇😇😇
হৃদয় ছোয়া গান, কালজয়ী এই গান ও হয়তো একদিন হারিয়ে যাবে কেননা আমাদের পরের Generation এই গান গুলো বুজেনা বা বুজতে চায়না তার জন্য তাদের শোনা ও হয়না । এই রকম কেন হয়, বলতে পারেন ? আসলেই কি একদিন সব হারিয়ে যাবে ?
তুমি গানটা শুনেছ আজ..হয়তো কাল ও শুনবে..আর আমি সম্বভত ২০০০/২০০১ সালে প্রথম Etv তে দেখেছিলাম.. সেই যে ভাল লাগা আজ কত বছর হল..এক বিন্দুও শুনার স্বাধ কমেনি..আজও You tube চালু করলে গানটা চোখে ভাসলে একবার হলেও শুনি..এগুলো কালজয়ী গান..যুগের পর যুগ গান প্রিয়াসী হ্নদয়ে গুন গুন করে বাজবে..+Ishrak Rafid
অসাধারণ ভাল লাগায় ডুবে যাই এমন সব গানের সাথে... সেলিনা আজাদ খুব বেশী গান করেন নি, কিন্তু যা করেছেন তা শ্রোতাদের অন্তরে রয়ে গেছে যুগ যুগ ধরে ! আজও এই গানে কতটা মজে যাই গানের ভালবাসায়...
অসাধারণ, innocence voice আমি আর কোনো গায়িকার মধ্যে দেখিনা যেটি আমি সেলিনা ম্যাডাম এর গলায় পাই। আমাদের বাঙালী জাতির দূর্ভাগ্য যে ওনার গুটি কতক গান ই আমরা শুনতে পারবো।
পুরোনো দিনের বাংলা ছবিগুলোর মধ্যে আমার সবচাইতে প্রিয় গান। এমন কোন দিন নেই যে দিন আমি অন্তত একবারের জন্য হলেও এর দু’একটা পংক্তি না গাই। এমন সুন্দর গান এখন আর সৃষ্টি হয় না।
2019 e keo sunche ei gaan? Jotoi sunchi totoi valo lage... Eto sundr voice, expression, choreography... ❤Prosongsar vasha nai... ❤❤ Koto sundor chilo ager ei gaan gulo..snigdhotay vora.. Mon tai vlo hoye gelo... ❤
কে বলেছে এই গানগুলো এখনকার জেনারেশন বোঝেনা বা শুনেনা? আমার মেয়ে ৫ বছর বয়স, এই গানটা তার সবথেকে প্রিয় এবং হাজারবার শুনে। সে কি বোঝে কে জানে, কিন্তু সে বলে এই গানটা শুনলে নাকি তার কেমন একটা মায়া লাগে।
Je vabe Bangladesher manush indian gaan, movie, serial dekhtese ekdin hoto Bangladeshe kono movie toiri hobena, gaan o likha hobena, sei din ei sob gaan Banglar manush ke kandabe, thanks for upload this nice song.
mostafa kkhan ভাই আপনার মূল্যবান মতামত এর জন্য ধন্যবাদ এবং সহমত, কষ্ট হয় মর্ডান যূগের ছেলে মেয়েদের কার্যকলাপ রেন্ডিয়ার প্রতি আকৃষ্ট হওয়া, আমাদের কালচার কৃষ্টি সব ভুলে যায় অতিত,ধিক্কার জানাই মর্ডান যূগের কালচারকে -ধন্যবাদ
I watched this movie at the age of 6 when and it was 1977. I went to see this movie with my Mom and in that time 1st floor was the only for woman but any child can go with his/her Mom. Now I am 46 my Mom has departed her soul 2011. I have lot of memorial moment with this movie. We had a record and later audio tape of this movie song. So nice song , this song will live until Bangla language alive. This is very touchy and memorable . I like this song very much. Thank you for uploading this nice song for us.
Jokhon khub kosto pai selina azad ai song ta sunle amr shob kharap kosto jano cokher poloke muche jai....tokhon nijer mon ta jano hoye jai nishpap baby r moto...oi shomoi jodi jonmo grohon korte partam tobe dekhte petam pritibita kotto shundor shorol.....
এই গানটা শুনলে অনেক কষ্ট লাগে,,,কারণ আমার বয়স ২৫ বছর,,আমার মনে হয় এক দিন তারা ও আমার মত ছিলো,,আজ তাদের অনেক বয়স হয়েছে,,তাদের যৌবন কাল ছিল আজ তা শেষ হয়ে গেছে,,,এক দিন আসবে আমাদের ও শেষ হয়ে যাবে,,
It is very sweet song. I used to hear this song from Khulna or Dhaka radio station but had never seen. Now, through internet I feel lucky to watch this lovely song and lovely lady, Kabori. Would anyone please tell me the name of the Hero. Thanks for uploading this song.
একেই বলে গান,আর একেই বলে অভিনয়। কত যে মনের মাধুরী দিয়ে গানটা গাইলো। আর কবরী কত নিখুঁত ভাবে যে ফুটিয়ে তুললো। মিশে গেল সব আবেগ।
৬৬৬ জন গুণী(!) শ্রবণশক্তিহীন মানুষকে এক সাগর সমবেদনা।
এই যে এতো সুন্দর গানটা তারা নিতে পারলো না, মায়া হয় তাদের জন্য।
২০১৯ আর কেউ শুনছেন?
ভালো বলছেন, এই গানটা কেমন যেন একটা নস্টালজিক সুখ এনে দেয়, সেই সুখটা সবাই ধরতে পারে না সবাই অনুভব করতে পারে না, যারা সেই সুখটা অনুভব করতে পারে না তারা সত্যি অভাগা
এরা বাদাইমার কাস্টমার!😆😆😆
Vaiya 2020 a ami sunechi
@@sheikhriya1375 আমিও
আমি শুনছি
আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোন ভাষায় এতটা মিষ্টি, এতোটা সুরেলা, এতটা অর্থপূর্ণ গানের এই বিপুল সম্ভার আছে যেমনটা আছে আমাদের এই বাংলা ভাষাতে । সত্যি বাংলা ভাষা আমাদের সবচেয়ে বড় সম্পদ । এই ভাষার জন্য আমাদের পূর্ববর্তী প্রজন্ম জীবন দিয়ে গেছেন তার মর্যাদা রক্ষার জন্য । এখন আমাাদেরর দায়িত্ব হলো এই ভাষার মাহাত্ব্য সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া আমাদের গল্প, গানে, কবিতায়, নাটকে, চলচ্চিত্রে ।
Yes , you have said properly about the bengali language heritage .
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
আকাশে বাতাসে জাগবে
প্রানেরও কাঁপন
বনেতে মনেতে লাগবে
মধুরও লগন
ফুলেরা হাসবে
ভ্রমর আসবে
সুরেতে গাইবে
তরুলতা
পাষাণেরও প্রান জাগাবো
প্রানেতে দোলা লাগাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
আমি তো রবো না চিরদিন
রবে না এই ক্ষণ
হারানো স্মৃতিটি ছবিতে রবে গো
তখন
যখনি দেখবে আমারি ছবি
মনেতে পড়বে কত কথা!!
তুলিরও ছোয়ায় এঁকে যাবো
ভাবনাগুলো রেখে যাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা
Nice
tnx
Nice
ধন্যবাদ
Thanks
এই গানটা যতই শুনি মনটা ততই কোমল হয়ে যায়, সে সঙ্গে চোখে পানি এসে যায় কত উন্নত মননশীল ছিল অামাদের চলচ্চিত্র, অাজ কোথায় হারিয়ে ফেললাম 😰
Atiqur Rahman god son
Thik
যানিনা কখনো এই ধরনের গান আর কখনো আমাদের দেশে হবে কিনা। এবং এই ধরনের ধষ"ক শ্রোতা তৈরী হবে কিনা।
Akdom thik
এখন গান কথা ও সুর বিহীন, শুধু ডেন্স আর অঙ্গ ভঙ্গি, ফাঈট্টা যায়, ফাইট্টা যায়, খাটটা কাপছে কেন, তিনি ঘামছেন কেন?
হায়!!!! কি সুর!!! কি কথা!!! কি গায়কী আর অভিনয়ের এক্সপ্রেসন!!!!😍😍😍সবসময়ের প্রিয় তালিকায় গানটা😍😍😍এই কোয়ারেন্টাইনে মনের আবেগ আর একান্তভাবে সময়গুলো আরো সুন্দর করার জন্য একটা গান ই যথেষ্ট 😇😇😇😇
হৃদয় ছোয়া গান, কালজয়ী এই গান ও হয়তো একদিন হারিয়ে যাবে কেননা আমাদের পরের Generation এই গান গুলো বুজেনা বা বুজতে চায়না তার জন্য তাদের শোনা ও হয়না । এই রকম কেন হয়, বলতে পারেন ? আসলেই কি একদিন সব হারিয়ে যাবে ?
akhono shuni , ki je valo lage
আমি এই টাইপের গানগুলো বেশি শুনি
wrong ... apnar poer gen,. khub pochonder sathei ai type er gaan sune... goon goon kore gaan gay ooo
amar jonmer 20 years ager gaan... ajkei prothom shunlam aar gaan tar preme pore gelam... old is gold!!!
তুমি গানটা শুনেছ আজ..হয়তো কাল ও শুনবে..আর আমি সম্বভত ২০০০/২০০১ সালে প্রথম Etv তে দেখেছিলাম.. সেই যে ভাল লাগা আজ কত বছর হল..এক বিন্দুও শুনার স্বাধ কমেনি..আজও You tube চালু করলে গানটা চোখে ভাসলে একবার হলেও শুনি..এগুলো কালজয়ী গান..যুগের পর যুগ গান প্রিয়াসী হ্নদয়ে গুন গুন করে বাজবে..+Ishrak Rafid
অসাধারণ গান
সেলিনা আজাদের গান গুলোর মধ্যে যেন যাদু আছে।।।।
৬০ এর দশকের গান আর আমি এই একবিংশ শতাব্দীর ছেলে।অথচ এ গানটা দেখে মন ভরে যাচ্ছে।
সত্যিই আমাদের অতীত অনেক সুন্দর।
ভালবাসি তোমায় মিষ্টি মেয়ে।
খুব সুন্দর একটা গান, বারবার শুনলেও আরো শুনতে মন চায় ।
Truly mesmerizing! I have heard this song so many times now, still can't resist the tune.
অসাধারণ ভাল লাগায় ডুবে যাই এমন সব গানের সাথে... সেলিনা আজাদ খুব বেশী গান করেন নি, কিন্তু যা করেছেন তা শ্রোতাদের অন্তরে রয়ে গেছে যুগ যুগ ধরে ! আজও এই গানে কতটা মজে যাই গানের ভালবাসায়...
এই গান কখন ও পুরাতন হয় না এই হৃদয়ের গান
গ
খুব কষ্ট হয় যখন ভাবি আর কখনো সেই দিন গুলোতে ফিরে যেতে পারবোনা....😢
কোথায় যে হারিয়ে গেল সেই সোনালী দিনগুলো. কি সুন্দর গান. এ গান গুলো শুনলে ডিজিটাল বাংলদেশ ভুলে যেতে ইচ্ছে করে, আগে কি সুন্দর দিন কাটাতাম.
Khub misti ak ta gan...1000 bar ar upore sunei jasc..mon vore na😍
অসাধারণ, গানগুলো যত শুনি ততই ভালো লাগে। সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা থাকলেই এত সুন্দর গান করা সম্ভব। আর তাই এখনো আমরা ইউটিউবে এ গানগুলোই খুঁজে বেড়াই।
Voot by
P
এখন গান কথা ও সুর বিহীন, শুধু ডেন্স আর অঙ্গ ভঙ্গি, ফাঈট্টা যায়, ফাইট্টা যায়, খাটটা কাপছে কেন, তিনি ঘামছেন কেন?
প্রায় চল্লিশ বছর পর এই মিষ্টি গানটা শুনলাম। মন অতীতে চলে গেছে।
গানটা শুনার সময় কেমন যেন একটা স্নিগ্ধতা ভর করে,সাথে নায়িকার মন ভোলানো,ঐন্দ্রজালিক একটা হাসি।এমন মায়াবী হাসি মানুষ হাসে কি করে!
সত্যি বলেছেন।এই নায়িকার নাম কি?
কবরী সোহেল রানা
@@pradipchattaraj2846 Enar name holo--Sarah Begum Kobori and Mishti meye.
@@pradipchattaraj2846 এই মহানায়িকা কবরী। তিনি আর আমাদের মাঝে নেই গত ১৭-৪-২০২১ রাত ১২:৩০ মিনিটে মাত্র ৭০ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন
আজাদ রহমান গত সপতাহে সবাইকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। তাই এই কালজয়ি অসাধারন সুরের মূর্ছনায় গান টি শুনলাম বার বার।
Thanks for uploading this song.This song bring my marriage day and black & white Picture. That time was no color picture and really I enjoy it.
হারিয়ে যেতে ইচ্ছে করে সেই দিনগুলিতে --
"আমিতো রবোনা, চিরদিন রবেনা এই ক্ষণ"
গানের কথার মতোই মিষ্টি মেয়ে কবরী আর নেই, চলে গেছেন না ফেরার দেশে.......
অসাধারণ, innocence voice আমি আর কোনো গায়িকার মধ্যে দেখিনা যেটি আমি সেলিনা ম্যাডাম এর গলায় পাই। আমাদের বাঙালী জাতির দূর্ভাগ্য যে ওনার গুটি কতক গান ই আমরা শুনতে পারবো।
আমার বয়স এখন ৬৪ /যখন ৬০ টের. দশকের গান গুলি শুনি তখন মনে হয় আমার বয়স এখনো ১৮ - - -
যদি সব সাগরের জল
Gan golo ato a to valo lagsa prama pora galam
Amar moner kotha tai
amar boyosh akhono atharo, kinto poribarer shobaike niye purono diner gan shunte valo lage, shonoy jotoi paltak bangla mon komol, tar konthe komol shure manay,
আমার খুবই পছন্দের এই গানগুলো।
Azad Rahman did so many works but this is definitely his best work. Selina Azad sung very nicely.
কবরি মেম এর মৃত্যুর পর কে কে এই গান শুনতে এসেছেন আমার মতো ???
ami
এটা প্রিয় একটা গান।
আগেও শুনছি এখনো শুনি।
ধন্যবাদ আজাদ রহমান স্যারকে
আমি
@@gamingmisbahyt2703 আমিও
@@najmulhossainshuvo8429 আমিও
Song of my age! ever green! Azad rahaman and his beloved Selina Azad !!!!!!
শালীনতা বজায় রেখে কত চমৎকার উপস্থাপন এই ধরনের সিনেমা বাংলাদেশের মাটিতে আর কখনো হবে না ৮/১১/২৪ তারিখ দেখলাম /শুনলাম
পুরোনো দিনের বাংলা ছবিগুলোর মধ্যে আমার সবচাইতে প্রিয় গান। এমন কোন দিন নেই যে দিন আমি অন্তত একবারের জন্য হলেও এর দু’একটা পংক্তি না গাই। এমন সুন্দর গান এখন আর সৃষ্টি হয় না।
সময়ের সাথে হয়ত অনেক কিছু বদলে যেতে পারে কিন্তু মন কাড়া এই গানগুলি চিরদিন অমলিন রয়ে যাবে মানুষের মনিকোঠায়।
Saeed Rashid
humm
Saeed Rashid
Saeed Rashid
Saeed Rashid
২০২০ এ শুনছি.... কি এক অনুভূতি কাজ করে এ গান গুলোয়! মনে হয় আমি এই স্বচ্ছল ফেসবুকীয় আধুনিক যুগে না জন্মে যদি সেই সাদা কালোর জগতে জন্মাতাম।
SALINA AZAD ER KONTHE GANTA JEMONE MISTY UNI DEKTHE O ONEK ONEK SWEET.ALLAH TAKE DIRGHO JIBE KORUN.
2019 e keo sunche ei gaan?
Jotoi sunchi totoi valo lage...
Eto sundr voice, expression, choreography... ❤Prosongsar vasha nai... ❤❤
Koto sundor chilo ager ei gaan gulo..snigdhotay vora.. Mon tai vlo hoye gelo... ❤
কে বলেছে এই গানগুলো এখনকার জেনারেশন বোঝেনা বা শুনেনা? আমার মেয়ে ৫ বছর বয়স, এই গানটা তার সবথেকে প্রিয় এবং হাজারবার শুনে। সে কি বোঝে কে জানে, কিন্তু সে বলে এই গানটা শুনলে নাকি তার কেমন একটা মায়া লাগে।
Mahbubur Rahman This is the ultimate success of the song- timelessness.
Je vabe Bangladesher manush indian gaan, movie, serial dekhtese ekdin hoto Bangladeshe kono movie toiri hobena, gaan o likha hobena, sei din ei sob gaan Banglar manush ke kandabe, thanks for upload this nice song.
Ja true sundor ebong bhalobashar ta thikie thakbe etai every culture er evolution and its outcome. i believe truth and beauty never dies
mostafa kkhan ভাই আপনার মূল্যবান মতামত এর জন্য ধন্যবাদ এবং সহমত,
কষ্ট হয় মর্ডান যূগের ছেলে মেয়েদের কার্যকলাপ রেন্ডিয়ার প্রতি আকৃষ্ট হওয়া, আমাদের কালচার কৃষ্টি সব ভুলে যায় অতিত,ধিক্কার জানাই মর্ডান যূগের কালচারকে -ধন্যবাদ
গানের প্রতিটি কথাই আবেদনময়ী! যাই -ই বলি না কেন ? এ এক অনবদ্য সৃস্টি।
রায়ের বাজার এর " মুক্তি " সিনেমা হলে ছবি টা দেখে ছিলাম।
ভালো লাগার মতো একটা গান।
Ferdous Jamil কবে দেখে ছিলেন ভাই ?
Which year ?
হারান দিঙ্গুলি মনে পরে যায় ...।।
knocking my golden days.
thanks .
অনেক অনেক সুন্দর গান। সেলিনা অাজাদের কন্ঠে চির সবুজ কবরী ম্যাডামের উপস্হাপনায় অসাধারন গান।
Aha kotoina modhur gaan chilo monta vore gelo ! Jemon gaaner kotha temon gaayoki. ......what a great singer selina aazad.
Azad Rahman er ekti opurba srishti Salina Azad er konthe onek chamatkar hoyeche.Upload er jonno dhannobad.
I watched this movie at the age of 6 when and it was 1977. I went to see this movie with my Mom and in that time 1st floor was the only for woman but any child can go with his/her Mom. Now I am 46 my Mom has departed her soul 2011. I have lot of memorial moment with this movie. We had a record and later audio tape of this movie song. So nice song , this song will live until Bangla language alive. This is very touchy and memorable . I like this song very much. Thank you for uploading this nice song for us.
Pranab Biswas u r absolutely right p dada.
Thanks my brather=sohalrana somortok gusty#01740870647
গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পীর সৌজন্যে অনবদ্য সৃষ্টি এই সংগীত চিরকাল বেচে থাকবে।
আমি তো রবো না চিরদিন
রবে না এই ক্ষণ
হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন
যখনি দেখবে আমারি ছবি
মনেতে পড়বে কত কথা RIP MISTY NAIYIKA 16April2021
এসব গান এক একটা কালজয়ী সৃষ্টি।। যুগের পর যুগ চলে গেলেও এসব গানের আবেদন রয়ে যাবে চিরন্তন।।
মন কাড়া এই গানগুলি চিরদিন অমলিন রয়ে যাবে মানুষের মনিকোঠায়।
কন্ঠ কী...বাহ্ অসাধারণ 😍✌️
What a wonderful creation of Azad Rahman!! Any the lyrics!!
একজনমে মানুষের সব ইচ্ছে বোধহয় পূরণ হয়না।কিন্তু গানটি শোনার সময় কোথায় যেন হারিয়ে যাই। কত পুরনো গান। এখনো সেই প্রথম মুগ্ধতার আমেজ !
সবার কমেন্ট দেখে কিছু লেখার ভাষা হারিয়ে ফেলেছি ...অসাধারণ গান অসাধারণ কমেন্ট সাথে
Selina Azad... Ae-Silpi Ki Akhon-o Jibito Achen...??? Nice Voice...!!!👍👍👍
ha, achhen...
ছোটবেলা থেকে এখনো শুনি,কখনোই অরুচি ধরে নি, বেঁচে থাকুক গানগুলো যুগযুগ ধরে
সেলিনা আযাদের গাওয়া সেরা সেরা সেরা গান, কত অসাধারন গান, মন ছুয়ে যায় বারবার।
যতবার শুনি ততই ভালো লাগে..... ২০২০ এ কেউ কি শুনছেন??
পুরানা দিনের গান এখনো হৃদয় ছুঁয়ে যায় ।
Right
সেলিনাে আজাদের কণ্ঠে এবং কবরীর লিপসিংএ গানটি খুবই অসাধারণ। এখনকার দিনে এমন গান হয় না। এগান কোনদিন হারাবে না।
Jokhon khub kosto pai selina azad ai song ta sunle amr shob kharap kosto jano cokher poloke muche jai....tokhon nijer mon ta jano hoye jai nishpap baby r moto...oi shomoi jodi jonmo grohon korte partam tobe dekhte petam pritibita kotto shundor shorol.....
এই গান গুলো শুনলে ফেলে আসা দিন গুলোতে ফিরে যেতে ইচ্ছে করে। মনটা কেমন যেন হাহাকার করে উঠে।
বাংলাদেশ এ এই গান হাজার হাজার বছর সেরা হয়ে থাকবে
Excellent job. The voice, lyrics and singing of the song has been amazing and acting as very well 👌 🎶
সেলিনা আজাদ ও আজাদ রহমান দু‘জনেই বাংলাদেশে গানের জগতে রত্ন।
এখন গান কথা ও সুর বিহীন, শুধু ডেন্স আর অঙ্গ ভঙ্গি, ফাঈট্টা যায়, ফাইট্টা যায়, খাটটা কাপছে কেন, তিনি ঘামছেন কেন?
এই গানের হাত থেকে এড়িয়ে যাওয়া অসম্ভব। বার বার ফিরে আসা। প্রেমে পরা।
2019 এর অক্টোবরে কে কে এই গান শুনছো আমার মত????
ami
আমি তো পুরাই স্তব্ধ...
এমন সুন্দর একটা গানেও ৬০৪ টা ডিসলাইক...?
হাজার বছরের শ্রেষ্ঠ নায়ক সুপারস্টার সোহেলরানা ও ভিলেনরাজ জসিম
এই গান গুলো কোন দিন মন থেকে ভূলা যাবে না। দিদি তোমরা সকলে অমর হয়ে থাকবে চিরকাল।26.05.2020.
A PIECE OF GOLD FROM THE GOLDEN DAYS OF OUR FILM INDUSTRY
কবুরী 😍যদি ও উনি আমার জন্মের অনেক আগের নাইকা!
But Still my Forever CRUSH ❤
ভালোবাসা যখন দৈহিক সম্পর্ক এর উর্দ্ধে
অন্তরের অন্তঃস্থলে থেকে আসে; তখনই এই গানটির মর্যাদা আসবে।
কবরী আপা তোমাকে অনেক অনেক ধন্যবাদ ?? তোমার তুলনা হয়না?? তুমি আমাদের দেশের অহংকার??
ভাল লাগার গান,ভালবাসার গান,অনুভবের গান,শিহরন জাগানো গান,এত সুন্দর করে কে আর গাইতে পারে! মনটাই ভরে গেল।
যারা মনের মানুষকে মনের কথাগুলো বলতে পারেনা তারাই অসহায়।এই গানটি তাদেই মনের কথা।
গানের মধ্যে কেমন যেন একটা মাধুর্য লুকিয়ে আছে।যতো শুনি ততই ভালোলাগে!!
এই গানটা শুনলে অনেক কষ্ট লাগে,,,কারণ আমার বয়স ২৫ বছর,,আমার মনে হয় এক দিন তারা ও আমার মত ছিলো,,আজ তাদের অনেক বয়স হয়েছে,,তাদের যৌবন কাল ছিল আজ তা শেষ হয়ে গেছে,,,এক দিন আসবে আমাদের ও শেষ হয়ে যাবে,,
কত সাহিত্য আর রসে ভরা ছিল আগের গান গুলো।
৭০১ জন মানুষ গানটিকে ডিজলাইক দিছে!!! 😱
কিভাবে!! তাদের দেখার বড় সাদ জাগে।
গান শুনলে আবার সেই বয়সে ফিরে যেতে ইচ্ছে করে
মনটা কেঁদে ওঠে কোথায় ছিলাম
কোথায় এলাম, ইস😭😭
গানটি শুনলে মনকে ছুয়ে যায় এ গান কোনও দিন পুরাতন হবে না ,যত শুনবে মনে হবে আরও শুনি'
যে গানে শালীনতা থাকে তা কখনো পুরাতন হয় না।
Azad Rahman and Azad Rahman, all are on eternal journey.
অসাধারণ গান ।
ধন্যবাদ অপরিসীম।
It makes me wonderful remembrance of my lovely beautiful mother land Bangladesh
Thankyou brother
Osadaron gan ...vbci aj theke otiter sinemagulo aktu holeo dekhbo
What a beautiful song, movie and mood!!!
It is very sweet song. I used to hear this song from Khulna or Dhaka radio station but had never seen. Now, through internet I feel lucky to watch this lovely song and lovely lady, Kabori. Would anyone please tell me the name of the Hero. Thanks for uploading this song.
Sohel Rana.
One of the finest song i have ever heard
যতবার শুনি ততবারই মুগ্ধ হই
মাসুদ রানা। কিছু কিছু গান চিরন্তন। আজও ভীষন ভাললাগে।
মাসুদরানা গানেও শ্রেষ্ঠ।
.
আমার ও
@@sajidachowdhury9203
Hi
হাজার বছরের শ্রেষ্ঠ নায়ক সুপারস্টার সোহেল রানা ও কবরী
ato sundor akta ganar desher manus amra !! la la la go___
Oshomvob rokomer akta hurt touching song.....😍😍😍😍😍😍
ষষ্ঠ/ সপ্তম শ্রেনিতে পড়াকালীন সময়ে সুযোগ পেলেই গুন গুন করতাম। খুবই প্রিয় ছিল গানটি।
হাজার বছরের সেষট নায়ক সুপার ষটার সোহেলরানা এবং কবরি অভিনীত মাসুদ রানা
সেই কবে থেকে... মন রাঙিয়ে চলেছি....! এখনো অনেকটা পথ রয়েই গেলো... পিচ্চিপুচ্চি... ♥
Arjun Dbyo Thakur 🤣
Really unforgettable, Very melodious song.
মাসুদরানা গানেও শ্রেষ্ঠ।
আহ কি সুন্দর গান কোথায় হারিয়ে গেল সেই ৮০ ৯০ দশকের দিনগুলি i miss you day
আমার জন্মেরআগে এই গান সৃষ্টি হয়েছে। আমি এ যুগের হলেও এই ধরনের গান খুব ভালো লাগে। বন্ধুরা বলে আমি নাকি সেকালের পুরনো মানুষ।জানিনা আমি কেমন।
অসাধারণ কথা। অসাধারণ চিত্রায়ন। অসাধারণ অভিনয়।অসাধারণ গায়কী।
এই গান আমাকে খুব টানে।।
এই গান শুনলে হারিয়ে যাই
সেই অতীতে.......
One of my fav song..nd my highest singing song it was😍
আহা! মুগ্ধ হয়ে গেলাম ❤️
আমার একটি অত্যন্ত প্রিয় বাংলা গান। খুব সুন্দর কথা মায়াবী সুরে..