দাদা, আমি একজন সাইকোলজিক্যাল রোগী, একবার সুইসাইড করেছিলাম কিন্তু তাও ভাগ্য বাঁচিয়ে দেয়। পরে মৃণাল চক্রবর্তী স্যার এর পডকাস্ট দেখে জীবন কে দেখার দৃষ্টিকোণ বদলে গেছে। আমার মতো অনেকেই আছে সবার জন্য মৃণাল চক্রবর্তী স্যার কে ভবিষ্যতে আবার আনলে ভালো হবে। Thank you so much dada
মৃণাল sir আমিও ভোরে উঠে পড়াশোনা করেছি,যা পেতে চেষ্টা করেছিলাম তাই পেয়েছি,আপনার সাথে আমি 100% সহমত। Discipline না থাকলে জীবনে উন্নতি করা যায় না। thank you...❤❤
আমি মাধ্যমিকের আগে থেকেই এই ভাবেই পড়াশোনা করেছি, আর M.A. result published হবার আগেই School এ চাকরি পেয়েছি,যা আমার স্বপ্ন ছিল। আজ 16বছর হয়ে গেছে চাকরি করছি।ছাত্রদেরও আমি একই কথা বলি decipline না থাকলে জীবনের লক্ষ্যে পৌঁছানো যায় না।
মৃণাল স্যারের ভিডিও, আমি মানুষ কে দেখিয়ে অনেক ভাবে মটিভেইট করেছি।আমার পরিচিত একজন ভবগুরের মতো চলতো সে এখন স্যারের ১ম পডকাস্ট দেখার পর, গাড়ি কিনে নিজে সাবলম্বি এবং ডিসিপ্লিন জীবন যাপন করতেছে। স্যারের কথা শুনলেই শান্তি আসে ভিতরে। ভগবান মজ্ঞল করুন উনার💙🙏🏻
আজ ১৫.০৪.২০২৪ , মৃণাল বাবুর কথা গুলো ২ ঘণ্টা ধরে মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। অনেক কিছু জানতে পারলাম । আশীর্বাদ করুন , যেন আপনার দেখানো পথে যেন সারাজীবন চলতে পারি। সময়ের আগে সময় কে শুরু করা আর সময় শেষ হওয়ার আগে সময় কে শেষ করা - সত্যিই এই লাইনটা মন ছুঁয়ে গেছে। অরিজিৎ বাবুকেও অনেক ধন্যবাদ । আর যারা এই পডকাস্ট এ কমেন্ট করেছেন বা দেখছেন , সকলে খুব ভালো থাকুন, ভয়কে হারিয়ে জীবন যুদ্ধে এগিয়ে যান। আমরা প্রত্যেকে নিজেদের জীবন টাকে যেন সৎ , আদর্শ ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। যেটাই করি না কেনো , ভালোবেসে আনন্দ সহকারে করি। সবার চাওয়া পাওয়া পূর্ণ হোক। ❤ মৃণাল স্যার কে আবার চাই। সকলে খুব ভালো থাকুন 🙏 ধন্যবাদান্তে, অনন্ত গাঙ্গুলী, হাওড়া।
I believe & realize his one & only quotes " যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায় "। আর এই বোঝা_ খোঁজার মধ্যে যদি আন্তরিকতাটা থাকে তাহলেই যেকোন জিনিস পাওয়াটা খুব সহজ হয়।
স্ক্রল করতে করতে যখন এই ভিডিও টা সামনে আসলো তখন মনে হলো ওরে বাবা 2ঘণ্টার ভিডিও দেখব এত ধৈর্য আমার নেই . দেখতে দেখতে কমেন্ট টা করলাম. এখন 1ঘণ্টা 58 মিনিট . বাকরুদ্ধ হয়ে গেলাম . প্রণাম নেবেন মৃণাল বাবু 🙏
দাদা বাংলাদেশ থেকে শুনছি, আমি আপনার সব পডকাস্ট ই শুনি আপনার পডকাস্ট এর বিশেষত্ব হলো কোনো অহেতুক কথা বার্তা হয় না,অনেক ইনফরমেটিক কথাবার্তা হয়। এক কথায় অসাধারণ
আবার ওনার কথা শুনতে চাই..... অপেক্ষায় রইলাম....।।।। একটি পুরো সিনেমা যেখানে skip করে দেখি সেখানে এই পডকাস্ট এর পুরো এপিসোড টা দুঘন্টা ধরে মন্ত্রমুগ্ধ এর মত শুনছিলাম .....❤😊
I believe & realize his one & only quotes " যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায় "। আর এই বোঝা_ খোঁজার মধ্যে যদি আন্তরিকতাটা থাকে তাহলেই যেকোন জিনিস পাওয়াটা খুব সহজ হয়।
মৃণাল স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমি বাংলাদেশ থেকে আপনার সব ভিডিও ই দেখি। আমি যখনই হতাশায় আর ডিপ্রশনে থাকি তখন আপনার কথাগুলো শুনলে মনে হয় আমার ডিপ্রশন চলে গেছে। জীবন টা আবার বাঁচতে শিখে
প্রণাম স্যার।আমি জীবনে এমন একজন স্যার খুঁজেছিলাম ।পেয়েছি ।গতদিন বেলুড় মঠে মহারাজের ভান্ডারার দিন আপনাকে হঠাৎ দেখতে পেলাম ।পিছন পিছন দৌড়ালাম ।কিন্তু আপনি ১২ টা থেকে এক বক্তৃতায় যোগ দিতেন ।সেখানে পূর্ব নির্ধারিত যোগদান বিধি মেনে আমি সরাসরি আপনাকে শুনতে পেলাম না ।কিন্তু দেখতে পেলাম ।আমার মনটা সেদিন যে কতটা আনন্দ পেয়েছে বোঝাতে পারবো না ।...আগামী কোনো দিনে নিশ্চয়ই সাক্ষাৎ হবে।আমাদের জন্য ভালো থাকুন ।❤
Being a student of him...literally grateful...i took sessions from him..he have taught many things..not like other motivational speaker..he advised to change the root cause - lifestyle... specially for me as a student...the braun tricks he have taught me..helping me to learn things better ..also remember me for long time..thank you soo much also soo much grateful 🙏 for life
আমি যা চাই, তাই পাই। তবে ঝামেলা হয়। তবুও পেয়ে যাই। কিন্তু পড়ালেখা করতে পারলাম না, সার্টিফিকেট নেই তাই পদোন্নতি হয় না। ১৯ বছরের চাকরি জীবনে শুধুমাত্র ১টি পদোন্নতি। তারপরও সুখে আছি। ঈশ্বর ভালো থাকুক, আপন মনে।
বাংলাদেশ থেকে মৃণাল কান্তি সাহেব এর সাথে ১ম এপিসোড দেখে আপনার চ্যানেল এর সাথে পরিচয় ও সাবস্ক্রাইব করা । আজ এই ২য় এপিসোড দেখে সত্যি সত্যিই কৃতজ্ঞতা না জানিয়ে পারছিনা... অনেক অনেক ধন্যবাদ , আল্লাহ তায়ালা আপনাদের অশেষ মঙ্গল করুন । ❤ আমিন ❤
মৃণাল স্যার কে আরও ১০০ বার নিয়ে আসা হোক। আমি ওনার একজন স্টুডেন্ট। ওনার কথা Universe মনে রাখবে। ওনার ছবি দেখলেই আমরা নতুন Re-start করি। ❤❤❤ স্বরাজ নন্দী (পূর্ব বর্ধমান)
Mrinal sir k please aro onekbar ana hok. onake sotti dorkar.. bohu manusher dorkar, including me. Waiting for the next amazing podcast. khub khub valo laglo podcast ta Arijit da.
স্ক্রল করতে করতে এই পডকাস্ট টি আমার সামনে এসে পড়ল যেখানে 2 ঘন্টার সিনেমা দেখলেও বিরক্ত চলে আসে, সেখানে মৃণাল স্যারের পডকাস্ট দেখে মনে হল আমি দু মিনিটে শেষ করল । মৃণাল স্যারকে আবারো চাই🙏🙏🙏 আমার দেখা সেরা মটিভেটর
Satti Mrinal sir apnr katha gulo jotoi suni r o sunte iche hoi...nijk natun kore khuj pelam abr akbar downfall r smy..satti sir magician apni...khub valo laglo..
গত দু বছর আগে আমি সম্মানীও মৃনাল বাবুর একটি প্রোগ্রামে (স্থান- কোচবিহার) ওনার সান্নিধ্য লাভ করেছিলাম।ওনার বলা কথা গুলো আজও ভুলতে পারিনি। আশা রাখছি আবারো ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো ।। আপনার সেই অমূল্য বানি'' যে বোঝে সে খোঁজে ,আর যে খোঁজে সে পায় । সবাই কে সেদিন উদ্বুদ্ধ করেছিল।
এককথায় যদি বলি - অসাধারণ...এমন পডকাস্ট ইউটিউব জগতে খুবই দুর্লভ। অনেককিছু জানলাম, শিখলাম ; এবার সেগুলি জীবনে প্রয়োগ করতে হবে। মৃণাল স্যারের বলা Example বা ঘটনাগুলি সত্যিই দুর্দান্ত। ভালো থাকবেন ।🙏
অসাধারণ। উনার বক্তব্য আগে জানতে পারলে, সমাজকে হয়তো আরো বেশি কিছু দিতে পারতাম। অবশ্য এখনো অনেক সময় হাতে আছে, যেটিকে আপনার বক্তব্য দিয়ে আরো শাণিত করা যাবে।
মৃনাল বাবুর কথা গুলো একদম ঠিক। আমার ছেলে নিজেকে discipline রেখে আজকে সফল। আমার ছেলে সব সময় রাত 10 মধ্যে ঘুমিয়ে পড়ে।ভোর 3/3-50 ঘুম থেকে উঠে এখন ও।ও নিজের চেষ্টায় SSC Exam দিয়ে clear করে Income tax চাকরি করছে।jcit PA।জীবনে discipline খুব খুব দরকার।
আমি আমার মতো লেভেল থেকে ঠিক এই কাজটাই করি। আমি একজন জ্যোতিষ ও মাতৃ সাধক, আমার ক্লায়েন্টদের আমি পাথর দি না, খুব দরকার না হলে রেমেডিও দিনা, যা দি, তা কিছু প্র্যাকটিস, যা তাদের কনফিডেন্স আর কনসেনট্রেশান বাড়িয়ে তাদের সফল করে। মৃণাল বাবুর অনুষ্ঠান মন দিয়ে দেখছি আর উপলব্ধি করছি শেখার আর জানার এবং প্রাপ্ত শিক্ষা ও জ্ঞানের প্রায়োগিক ফল সত্যি অসাধারণ। শোনা, আত্তীকরণ করা আর তার ব্যবহারিক প্রয়োগ মানুষ কে রেজাল্ট দেয়, হয় মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করে, অথবা সফল হয়, হারায়না কিছুই। 😊
বাংলাদেশ থেকে দেখছি এবং যখন প্রথম এপিসোড দেখেছি তখনথেকে মৃণাল বাবুর সাথে আর একটা এপিসোড দেখার অপেক্ষায় ছিলাম। দাদা সবথেকে ভালো হয় এবং আমরা এটাই চাই যদি প্রতি মাসে/ দুইমাসে একটি এপিসোড ওনার সাথে করাযায়। ❤❤❤❤❤❤❤
Erokom well educated manushera kono din ei politics e dhare ka6e jan na....karon enara janen politics holo emon ekta jaiga jekhane positivity r jaigai negetivity kei besi priority deoa hoi....r uni jodi dhoken onake onar total positive mindset change korte hobe.... Ami chai na uni Chief Minister ba Prime Minister hon....ami Mrinal Chakraborty k as Mrinal Chakraborty hisebei dekhte chai
মৃণাল চক্রবর্ত্তী বাবুর সাথে যারা যোগাযোগ করতে চান তাঁদের জন্য ওনার নম্বর আমরা Pinned করে রাখলাম - +91 9830333323
Thank you
Thank you so much
Thank uu
Thank u
Thank you
দাদা, আমি একজন সাইকোলজিক্যাল রোগী, একবার সুইসাইড করেছিলাম কিন্তু তাও ভাগ্য বাঁচিয়ে দেয়। পরে মৃণাল চক্রবর্তী স্যার এর পডকাস্ট দেখে জীবন কে দেখার দৃষ্টিকোণ বদলে গেছে।
আমার মতো অনেকেই আছে সবার জন্য মৃণাল চক্রবর্তী স্যার কে ভবিষ্যতে আবার আনলে ভালো হবে।
Thank you so much dada
❤
Ekdom.
Apni counseling Koran.
Ekdom )😊
নিজের ধর্মকে অসম্মান করে অন্য ধর্মে গেলে তো হবেই।
আমি কান্না করেছি এই পডকাস্ট শুনে আরো অনেকবার চাই মৃণাল চক্রবর্তী স্যার কে
একটা মানুষ কি ভাবে এই রকম কথা বলতে পারে ????? বাকরুদ্ধ ।।।।।। সম্পূর্ণ বাকরুদ্ধ ।।।।। দুর্ধর্ষ❤❤❤
আপনার পডকাস্টে, আরো অনেকবার চাই মৃণাল চক্রবর্তী কে❤
Aro akber chai sair❤
Sir ke barbar pele khusi hbo❤
Hmm chai
রহস্য ময় গল্পটি, খুব সুন্দর,
রহস্যময় দিক নিদর্শন একই
হলেও, সেদিকে যে,, যেভাবে
লক্ষ্য করে, সে সেভাবেই বুজে
নিতে পারে,
মৃণাল sir আমিও ভোরে উঠে পড়াশোনা করেছি,যা পেতে চেষ্টা করেছিলাম তাই পেয়েছি,আপনার সাথে আমি 100% সহমত। Discipline না থাকলে জীবনে উন্নতি করা যায় না। thank you...❤❤
কতদিনের মধ্যে আপনি ফল পেয়েছেন?
আমি মাধ্যমিকের আগে থেকেই এই ভাবেই পড়াশোনা করেছি, আর M.A. result published হবার আগেই School এ চাকরি পেয়েছি,যা আমার স্বপ্ন ছিল। আজ 16বছর হয়ে গেছে চাকরি করছি।ছাত্রদেরও আমি একই কথা বলি decipline না থাকলে জীবনের লক্ষ্যে পৌঁছানো যায় না।
hi
@@robiulhossen4414হে ডিসি সিলিন না, থাকলে,
শুরু থেকেই, সব কিছুই ভঙ্গ
হয়ে যায়,
ডিজিটাল যুগে যেখানে ২ মিনিটের বেশি ভিডিও দেখা হয়না সেখানে ২ ঘন্টার অধিক ভিডিও ২ বার দেখা,,,,,, সত্যি অসাধারণ কথা গুলো মাইন্ড ব্লোয়িন।
মৃণাল স্যারের ভিডিও, আমি মানুষ কে দেখিয়ে অনেক ভাবে মটিভেইট করেছি।আমার পরিচিত একজন ভবগুরের মতো চলতো সে এখন স্যারের ১ম পডকাস্ট দেখার পর, গাড়ি কিনে নিজে সাবলম্বি এবং ডিসিপ্লিন জীবন যাপন করতেছে।
স্যারের কথা শুনলেই শান্তি আসে ভিতরে।
ভগবান মজ্ঞল করুন উনার💙🙏🏻
আজ ১৫.০৪.২০২৪ , মৃণাল বাবুর কথা গুলো ২ ঘণ্টা ধরে মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। অনেক কিছু জানতে পারলাম । আশীর্বাদ করুন , যেন আপনার দেখানো পথে যেন সারাজীবন চলতে পারি। সময়ের আগে সময় কে শুরু করা আর সময় শেষ হওয়ার আগে সময় কে শেষ করা - সত্যিই এই লাইনটা মন ছুঁয়ে গেছে। অরিজিৎ বাবুকেও অনেক ধন্যবাদ । আর যারা এই পডকাস্ট এ কমেন্ট করেছেন বা দেখছেন , সকলে খুব ভালো থাকুন, ভয়কে হারিয়ে জীবন যুদ্ধে এগিয়ে যান। আমরা প্রত্যেকে নিজেদের জীবন টাকে যেন সৎ , আদর্শ ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। যেটাই করি না কেনো , ভালোবেসে আনন্দ সহকারে করি। সবার চাওয়া পাওয়া পূর্ণ হোক। ❤
মৃণাল স্যার কে আবার চাই। সকলে খুব ভালো থাকুন 🙏
ধন্যবাদান্তে,
অনন্ত গাঙ্গুলী, হাওড়া।
স্যার কে অনেক অনেক ধন্যবাদ
আমরা চাই মৃণাল চক্রবর্তী স্যার কে যেন এইরকম পডকাস্ট এ আরো অনেক বার দেখতে পাই।
Yes i am strong , 💪 I can do this.
I believe & realize his one & only quotes " যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায় "। আর এই বোঝা_ খোঁজার মধ্যে যদি আন্তরিকতাটা থাকে তাহলেই যেকোন জিনিস পাওয়াটা খুব সহজ হয়।
মৃণাল স্যারের কথা শুনে মন ভরে যায় ❤❤❤ মনে হয় শুনতেই থাকি
Decision change করার চেষ্টা করলাম এবং যেদিন successful হব সেদিন এসে আবার comment করে যাবো ।
Akdom right
Splendid
স্ক্রল করতে করতে যখন এই ভিডিও টা সামনে আসলো তখন মনে হলো ওরে বাবা 2ঘণ্টার ভিডিও দেখব এত ধৈর্য আমার নেই . দেখতে দেখতে কমেন্ট টা করলাম. এখন 1ঘণ্টা 58 মিনিট . বাকরুদ্ধ হয়ে গেলাম . প্রণাম নেবেন মৃণাল বাবু 🙏
দাদা বাংলাদেশ থেকে শুনছি,
আমি আপনার সব পডকাস্ট ই শুনি
আপনার পডকাস্ট এর বিশেষত্ব হলো কোনো অহেতুক কথা বার্তা হয় না,অনেক ইনফরমেটিক কথাবার্তা হয়।
এক কথায় অসাধারণ
আবার ওনার কথা শুনতে চাই..... অপেক্ষায় রইলাম....।।।।
একটি পুরো সিনেমা যেখানে skip করে দেখি সেখানে এই পডকাস্ট এর পুরো এপিসোড টা দুঘন্টা ধরে মন্ত্রমুগ্ধ এর মত শুনছিলাম .....❤😊
মৃণাল চক্রবর্তী স্যারকে কে কে ভালোভাবেন Like👍করুন।
Thanks all
I believe & realize his one & only quotes " যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায় "। আর এই বোঝা_ খোঁজার মধ্যে যদি আন্তরিকতাটা থাকে তাহলেই যেকোন জিনিস পাওয়াটা খুব সহজ হয়।
Guardian dairy বই টা কি বাংলায় লিখা ।আমি বাংলাদেশে কিভাবে বই টা পাবো জানাবেন দাদা
@@চিত্তযেথাভয়শুন্য-র৭জএকদম ঠিক
Ami 😊
মৃণাল বাবু সত্যি সত্যিই মহান ❤ ভালো থাকুন স্যার আপনি ❤
আমি মুগ্ধ হয়ে শুনছিলাম স্যারের কথাগুলো❤
এনার মেয়ে কতটা ভাগ্যবান ❤❤
একবার নয় , বারবার মৃণাল বাবুকে চাই। অনেক ধন্যবাদ জানাই 🙏🙏🙏
মৃণাল স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমি বাংলাদেশ থেকে আপনার সব ভিডিও ই দেখি। আমি যখনই হতাশায় আর ডিপ্রশনে থাকি তখন আপনার কথাগুলো শুনলে মনে হয় আমার ডিপ্রশন চলে গেছে। জীবন টা আবার বাঁচতে শিখে
যে বোঝে সে খোঁজে
আর যে খোজে সে পায়😊
অমার্ সপ্ন পুরোন হবেই👮
Eta studentder sathe share korechi
Insha'Allah😊
আমি বাংলাদেশ থেকে আপনার
পডকাস্ট শুনছি মানুষের জীবন।
কত সহজ মৃণাল স্যারকে না
শুনলে বোধহয় বুঝতে পারতাম না,,ধন্যবাদ নমস্কার 🙏🙏🙏🙏
আরেকবার আনুন 🥺
উনোর ক্লাস আনুন
আমার মনে হয় অনেক মানুষ উপকৃত কবে
Darun,,,,
যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পাই😇
আমরা সকলেই আবারও আপনাকে পেতে চাই..❤️
হয়তো আপনারও ভালো লাগবে আমাদের সকলকে পেয়ে 😊
প্রণাম স্যার।আমি জীবনে এমন একজন স্যার খুঁজেছিলাম ।পেয়েছি ।গতদিন বেলুড় মঠে মহারাজের ভান্ডারার দিন আপনাকে হঠাৎ দেখতে পেলাম ।পিছন পিছন দৌড়ালাম ।কিন্তু আপনি ১২ টা থেকে এক বক্তৃতায় যোগ দিতেন ।সেখানে পূর্ব নির্ধারিত যোগদান বিধি মেনে আমি সরাসরি আপনাকে শুনতে পেলাম না ।কিন্তু দেখতে পেলাম ।আমার মনটা সেদিন যে কতটা আনন্দ পেয়েছে বোঝাতে পারবো না ।...আগামী কোনো দিনে নিশ্চয়ই সাক্ষাৎ হবে।আমাদের জন্য ভালো থাকুন ।❤
বাংলার সেরা পডকাস্ট অরিজিৎ চক্রবর্তী দাদা❤
গত ৬ বছরের সকল ক্লান্তি আর অবসাদ দূর হয়ে গেছে। বাংলাদেশ থেকে আরো অনেকবার এই অনুষ্ঠানে চাই মৃনাল স্যার কে 💙
Iam from Bangladesh ❤❤
মৃণাল স্যার কে আরো একবার চায় , চায় চায়। কারা কারা আমার সহমত
Ami
Ami
Bag
@@sudiptahalder3410 , কি লিখছো , ভালো করে বল ,
চাই*
Podcast টা দেখে এমন কিছু শিখলাম যা জীবনে কোনো দিন শিখিনি । Minal chakraborty sir কে অনেক ধন্যবাদ। Arijit sir কে ধন্যবাদ এই podcast টা বানানোর জন্য।
অসাধারণ! এর থেকে ভালো কিছু বিশেষন এই মুহূর্তে দিতে পারলাম না।আর অরিজিৎ দা আপনাকে আমার দারুন লাগে।আপনারা দুজনেই দীর্ঘজীবী হন।
Being a student of him...literally grateful...i took sessions from him..he have taught many things..not like other motivational speaker..he advised to change the root cause - lifestyle... specially for me as a student...the braun tricks he have taught me..helping me to learn things better ..also remember me for long time..thank you soo much also soo much grateful 🙏 for life
আমি যা চাই, তাই পাই। তবে ঝামেলা হয়। তবুও পেয়ে যাই। কিন্তু পড়ালেখা করতে পারলাম না, সার্টিফিকেট নেই তাই পদোন্নতি হয় না। ১৯ বছরের চাকরি জীবনে শুধুমাত্র ১টি পদোন্নতি। তারপরও সুখে আছি। ঈশ্বর ভালো থাকুক, আপন মনে।
মৃণাল স্যার এর কথা শুনে অনেক কিছু বুঝতে এবং শিখতে পারলাম। একবার চেষ্টা করে দেখি না এই কথা গুলোর মতো চলে জীবন টা কেমন হয়।
বাংলাদেশ থেকে মৃণাল কান্তি সাহেব এর সাথে ১ম এপিসোড দেখে আপনার চ্যানেল এর সাথে পরিচয় ও সাবস্ক্রাইব করা ।
আজ এই ২য় এপিসোড দেখে সত্যি সত্যিই কৃতজ্ঞতা না জানিয়ে পারছিনা... অনেক অনেক ধন্যবাদ , আল্লাহ তায়ালা আপনাদের অশেষ মঙ্গল করুন । ❤ আমিন ❤
মৃণাল স্যার কে আরও ১০০ বার নিয়ে আসা হোক। আমি ওনার একজন স্টুডেন্ট। ওনার কথা Universe মনে রাখবে। ওনার ছবি দেখলেই আমরা নতুন Re-start করি। ❤❤❤
স্বরাজ নন্দী
(পূর্ব বর্ধমান)
জীবন পরিবর্তন করা বক্তব্য দিলেন মৃনাল স্যার 🙏🙏🙏
Mrinal sir k please aro onekbar ana hok. onake sotti dorkar.. bohu manusher dorkar, including me. Waiting for the next amazing podcast. khub khub valo laglo podcast ta Arijit da.
সত্যি অসাধারণ আপনি মানুষের রূপে ভগবান
যারা Highly sensitive person, সেই আবেগকে নিয়ন্ত্রণ করার উপায় যদি বলেন।
অনেক ধন্যবাদ এই এপিসোড টার জন্য।
সাধারণ জিনিসকে কিভাবে অসাধারণ করা যায় সেটার সুন্দর উপস্থাপন আগের এপিসোডের মত।
ধন্যবাদ, আপনাকে এমন কিছু উপহার দেওয়ার জন্য।
05.05.24
Podcast শুনলাম, সিদ্ধান্ত বদলালাম, জীবন আবার শুরু করবো ❤
মৃণাল বাবু আপনি সাধারণ মানুষ নন,মানুষ গড়ার কারিগর ❤
স্ক্রল করতে করতে এই পডকাস্ট টি আমার সামনে এসে পড়ল যেখানে 2 ঘন্টার সিনেমা দেখলেও বিরক্ত চলে আসে, সেখানে মৃণাল স্যারের পডকাস্ট দেখে মনে হল আমি দু মিনিটে শেষ করল ।
মৃণাল স্যারকে আবারো চাই🙏🙏🙏
আমার দেখা সেরা মটিভেটর
2 ঘণ্টা শেষ হয়ে গেল বুজতে পারলাম না ♥️ sir thanks you ✅
দীর্ঘ অপেক্ষার অবসান ❤ অনেক অনেক ধন্যবাদ আরও একবার মৃণাল বাবুকে আনার জন্য😊😊
মাঝে মাঝে আমাদের ব্রেন ওয়াশ করার জন্য মৃণাল বাবুর পডকাস্ট দেখতে চাই
দুই দাদাকেই অনেক অনেক ধন্যবাদ,আপনাদের অনেক সুস্থতা প্রার্থনা করি,,❤আবার মৃণাল দাদা কে চাই law of attraction শিখতে চাই ❤
কি অপূর্বভাবে উদাহরণ গুলো দিয়ে বোঝালেন।।ভালো থাকবেন।।❤❤
অপেক্ষায় রইলাম আরেকটি পর্বের জন্য,,যত শীঘ্র সম্ভব ওনাকে নিয়ে আবার একটি পর্ব করা হোক।।
Sir great salute ajke notun ki6u. Sikhlam❤❤❤ Pranam naben 🙏🙏
Satti Mrinal sir apnr katha gulo jotoi suni r o sunte iche hoi...nijk natun kore khuj pelam abr akbar downfall r smy..satti sir magician apni...khub valo laglo..
আবার চাই মৃণাল বাবু কে, আশা করব আবার এমন এপিসোড আমরা সবাই দেখতে পারব❤
আর কে কে এই পডকাস্টার জন্য অপেক্ষা করছিলেন আপনারা কমেন্ট এ জানান ধন্যবাদ 🙏❤
ধন্যবাদ সবাইকে like করার জন্য 🙏
আর সবাইকে ১লা বৈশাখ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ❤😊
গত দু বছর আগে আমি সম্মানীও মৃনাল বাবুর একটি প্রোগ্রামে (স্থান- কোচবিহার) ওনার সান্নিধ্য লাভ করেছিলাম।ওনার বলা কথা গুলো আজও ভুলতে পারিনি। আশা রাখছি আবারো ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো ।। আপনার সেই অমূল্য বানি'' যে বোঝে সে খোঁজে ,আর যে খোঁজে সে পায় । সবাই কে সেদিন উদ্বুদ্ধ করেছিল।
Excellent
ধন্যবাদ আপনাকে স্যার
Seraaa ❤
2 ghonta r movie skip kore dekhi kintu mrinal babu r podcast kono din skip kore dekhi ne ❤
এককথায় যদি বলি - অসাধারণ...এমন পডকাস্ট ইউটিউব জগতে খুবই দুর্লভ। অনেককিছু জানলাম, শিখলাম ; এবার সেগুলি জীবনে প্রয়োগ করতে হবে। মৃণাল স্যারের বলা Example বা ঘটনাগুলি সত্যিই দুর্দান্ত। ভালো থাকবেন ।🙏
সত্যি স্যার আপনার কথায় মানুষের জীবন বদলে যাবে,,,,,আপনাকে অনেক স্যালুট 🙏🙏🙏
মৃণাল স্যারের এই ভিডিও টা না দেখলে হয়তো জীবনের মানে টা ঠিক বুঝতে পারতাম না.....
Ato valo Podcast suneychi kina money korte parchi na..Apurbo 👌👌👌👍👏😍🙏
Mrinal Chakraborty sir ar lekha book Guardian diary book ta just excellent... thank you sir
অসাধারণ। উনার বক্তব্য আগে জানতে পারলে, সমাজকে হয়তো আরো বেশি কিছু দিতে পারতাম। অবশ্য এখনো অনেক সময় হাতে আছে, যেটিকে আপনার বক্তব্য দিয়ে আরো শাণিত করা যাবে।
Amader mission a niyomito moctest r school dress pare exam dite hato ajanno khub birakto hato...tabe amader Valor janno chilo thank you all teachers
Asadharon laglo 👏👏🙏🙏
তিনবার বিরতি নিয়ে পুরোটা মন থেকে অনুভব করলাম , দারুণ fresh লাগছে ❤
আমি ভাষা খুজে পাচ্ছিনা কিভাবে মৃনাল চক্রবর্তীকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাব। তিনি নি:স্বার্থভাবে মানুসের উপকার করছেন. অসাধারন ব্যাক্তিত্তবান আপনি, অশেষ ধন্যবাদ আপনাকে।
Best one 😊😊
Mrinal Sir aapnar kotha bolar dhoron khub sundor & kothagulo khub e precious 🙏
20:30 Student দের জন্য দারুণ❤
মৃনাল বাবুর কথা গুলো একদম ঠিক। আমার ছেলে নিজেকে discipline রেখে আজকে সফল। আমার ছেলে সব সময় রাত 10 মধ্যে ঘুমিয়ে পড়ে।ভোর 3/3-50 ঘুম থেকে উঠে এখন ও।ও নিজের চেষ্টায় SSC Exam দিয়ে clear করে Income tax চাকরি করছে।jcit PA।জীবনে discipline খুব খুব দরকার।
নববর্ষের দিনটা শুরু হলো এমন একজন মানুষের সাথে,,, অপেক্ষায় ছিলাম ❤... শুভ নববর্ষ সকলকে 🌿... ধন্যবাদ স্যারকে আমাদের কাছে পৌঁছে দেবার জন্য 😊
ভগবানের কাছে প্রার্থনা করি আপনি খুব খুব খুব ভালো থাকুন
অসংখ্য ধন্যবাদ আপনাকে। মৃণাল বাবুকে প্রণাম। এবং আপনাকেও প্রণাম আমাদের কাছে উনাকে উপস্থাপনা করার জন্য।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
মৃণাল চক্রবর্তী স্যারের কথা গুলো very interesting 🥰😌
নতুন করে বাঁচতে শিখায়😊☺️🤗
Thank you sir🥰
সত্যি কথাগুলো জীবন বদলে দেওয়ার মত।।
আমি আমার মতো লেভেল থেকে ঠিক এই কাজটাই করি। আমি একজন জ্যোতিষ ও মাতৃ সাধক, আমার ক্লায়েন্টদের আমি পাথর দি না, খুব দরকার না হলে রেমেডিও দিনা, যা দি, তা কিছু প্র্যাকটিস, যা তাদের কনফিডেন্স আর কনসেনট্রেশান বাড়িয়ে তাদের সফল করে। মৃণাল বাবুর অনুষ্ঠান মন দিয়ে দেখছি আর উপলব্ধি করছি শেখার আর জানার এবং প্রাপ্ত শিক্ষা ও জ্ঞানের প্রায়োগিক ফল সত্যি অসাধারণ। শোনা, আত্তীকরণ করা আর তার ব্যবহারিক প্রয়োগ মানুষ কে রেজাল্ট দেয়, হয় মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করে, অথবা সফল হয়, হারায়না কিছুই। 😊
আমিও শ্রী চক্রবর্তীর এই ধরনের আলোচনা খুব পছন্দ করি....
সত্যিই অসাধারণ, ২ ঘণ্টা নিমেষে কেটে গেলো ❤️
What an impeccable episode!!...... আবারও অপেক্ষায় থাকলাম.....
Thank you for this amazing hardwork 🎉🎈😍
Darun podcast 👌❤
আমি অপেক্ষা করেছিলাম।
পরের পডকাস্টের জন্য অপেক্ষা করে আছি।
অসাধারণ লাগলো দাদাভাই। অনেক ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশ থেকে দেখছি এবং যখন প্রথম এপিসোড দেখেছি তখনথেকে মৃণাল বাবুর সাথে আর একটা এপিসোড দেখার অপেক্ষায় ছিলাম।
দাদা সবথেকে ভালো হয় এবং আমরা এটাই চাই যদি প্রতি মাসে/ দুইমাসে একটি এপিসোড ওনার সাথে করাযায়।
❤❤❤❤❤❤❤
ভীষণ উপকৃত হলাম।অনেক ধন্যবাদ 🙏
আমি জানিনা এটা কি দেখলাম,মনে হল কোন জীবন্ত ঈশ্বর কিছু বলে গেলেন,আমার চোখ থেকে জল বেরোলো
সর্বদা,ভালো থাকবেন স্যার❤️🙏
অনেক কিছু জানতে পারলাম । অস্যংখ ধন্যবাদ । মৃণাল স্যারকে নিয়ে আরো অনেক অনেক ভিডিও চাই🙏🙏
এ যেন শেষ হয়েও হয়না শেষ......মন আরো চাই।।
কথাগুলো জীবন বদলে দেওয়ার মত।
অসাধারণ মন-মানসিকতা ও ব্যক্তিত্বের মানুষ মৃনাল স্যার 💙🇧🇩
সত্যি জীবন বদলে দিতে পারে খুব ভালো লাগলো ওনার কথা গুলো
দীর্ঘ অপেক্ষার অবসান হলো ❤️❤️❤️
kno
Just brilliant ❤❤❤Mrinal sir❤....ami onr kotha gulo feel korechi and cry korechi.....just unbelievable speech power and knowledge ❤❤❤
জীবন পরিবর্তন করার জন্য সেরা podcast❤️ এই ভিডিও কমপক্ষে ও ৩বার দেখবো🙏অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা🙏
really
এইরকম একটি ভিডিওর জন্য অনেক ধন্যবাদ রইল। অত্যন্ত প্রয়োজনীয় এই কথপোকথন। সত্যিই অনেকটা বদল ঘটেছে এবং ঘটছে জীবনে।
Mrinal sir apner autograph Amer kacche acche...😊❤❤❤❤
Apni 1 ber Ranaghat a eschilen tokhon niyechilam...❤❤❤
মৃণাল স্যারের কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে মন থেকে স্যারের জন্য আশীর্বাদ রইল ❤❤❤
মৃণাল চক্রবর্তী কে west bengal এর মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই 😢😢❤
Kano bhai bhalo lok tar gaye Kada chetaccho….
Erokom well educated manushera kono din ei politics e dhare ka6e jan na....karon enara janen politics holo emon ekta jaiga jekhane positivity r jaigai negetivity kei besi priority deoa hoi....r uni jodi dhoken onake onar total positive mindset change korte hobe....
Ami chai na uni Chief Minister ba Prime Minister hon....ami Mrinal Chakraborty k as Mrinal Chakraborty hisebei dekhte chai
তাহলে চু*রি, খু*ন, প*শ্চি*ম বাংলাদেশ, তোলাবা*জি ইত্যাদি করবে কে ?
স্যারের কথা মন জুড়িয়ে যায়।