রাসূল (ﷺ) সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন সুন্নাহগুলো নিয়ে রচিত একটি চমৎকার বই এটি। এক মলাটের ভিতর চলে এসেছে, প্রিয় নবী কখন কী করতেন, ফজরের আগে কী করতেন, ফজরের পর কী করতেন, ওযুর সময় কী করতেন, নামাজে কী কী পড়তেন, মসজিদে গিয়ে আগে কী কী করতেন এবং মসজিদ থেকে বের হয়ে কী করতেন-এভাবে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত নবীজির আমল, আযকার এই বইতে উঠে এসেছে। . এই বইয়ের পেছনে লেখকের মূল উদ্দেশ্য ছিল, মুসলিম উম্মাহ বর্তমানে যেভাবে সুন্নাত পালনে উদাসীনতা ও শিথীলতাও প্রদর্শন করেছে, এর বিপরীতে অনুপ্রেরণা যোগানো। কারণ, এগুলো ছেড়ে দেয়ার মাধ্যমে উম্মাহ শুধু আমল থেকেই নিজেকে বঞ্চিত করছে না, বড় বড় অনেক কল্যাণও হাতছাড়া হয়ে যাচ্ছে। আসুন, নবীজির সুন্নাহগুলো জানি এবং নিজেদের জীবনে প্রয়োগ করি। • বইঃ দৈনন্দিন সুন্নাত ও যিকির সংকলন: ড. আবদুল্লাহ ইবনে হামূদ আল-ফুরাইহ অনুবাদ-সম্পাদনা: প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া পৃষ্ঠা সংখ্যা: ১৬০ মুদ্রিত মূল্য: ১৮৫ টাকা
জনাব ইউনুস সাহেব তারাবীর এই প্রশ্নটি গতকাল এ,টি,এন বাংলায় করেছেন।আজকে বৈশাখী টি,ভিতে করেছেন। আবার আজকে এন,টি,ভিতে করলেন।সব চ্যানেলে প্রায় একই উওর পেয়েছেন।আপনি প্রায়শই একই প্রশ্ন বিভিন্ন চ্যানেলে করেন।কেন এই রকম করেন জানিনা তবে অন্যকে প্রশ্ন করার সুযোগ দেয়ার জন্য এই রকম না করার জন্য অনুরোধ করা গেল।
জাযাক'আল্লাহ খাইরান 🤲
Alhadulillah ❤❤❤😊😊😊USA
আলহামদুলিল্লাহ
গুরুত্বপূর্ণ আলোচনা।
অনুগ্রহপূর্বক ফুল এপিসোড দিবেন ।
চমৎকার আলোচনা। জাজাকাল্লাহু খাইরান
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই সৌদি আরব মক্কা থেকে।
রাসূল (ﷺ) সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন সুন্নাহগুলো নিয়ে রচিত একটি চমৎকার বই এটি। এক মলাটের ভিতর চলে এসেছে, প্রিয় নবী কখন কী করতেন, ফজরের আগে কী করতেন, ফজরের পর কী করতেন, ওযুর সময় কী করতেন, নামাজে কী কী পড়তেন, মসজিদে গিয়ে আগে কী কী করতেন এবং মসজিদ থেকে বের হয়ে কী করতেন-এভাবে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত নবীজির আমল, আযকার এই বইতে উঠে এসেছে।
.
এই বইয়ের পেছনে লেখকের মূল উদ্দেশ্য ছিল, মুসলিম উম্মাহ বর্তমানে যেভাবে সুন্নাত পালনে উদাসীনতা ও শিথীলতাও প্রদর্শন করেছে, এর বিপরীতে অনুপ্রেরণা যোগানো। কারণ, এগুলো ছেড়ে দেয়ার মাধ্যমে উম্মাহ শুধু আমল থেকেই নিজেকে বঞ্চিত করছে না, বড় বড় অনেক কল্যাণও হাতছাড়া হয়ে যাচ্ছে। আসুন, নবীজির সুন্নাহগুলো জানি এবং নিজেদের জীবনে প্রয়োগ করি।
•
বইঃ দৈনন্দিন সুন্নাত ও যিকির
সংকলন: ড. আবদুল্লাহ ইবনে হামূদ আল-ফুরাইহ
অনুবাদ-সম্পাদনা: প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া
পৃষ্ঠা সংখ্যা: ১৬০
মুদ্রিত মূল্য: ১৮৫ টাকা
Asslamualikum, I request the authority please the presenter do not add anything. let the scholar speak.
জনাব ইউনুস সাহেব তারাবীর এই প্রশ্নটি গতকাল এ,টি,এন বাংলায় করেছেন।আজকে বৈশাখী টি,ভিতে করেছেন। আবার আজকে এন,টি,ভিতে করলেন।সব চ্যানেলে প্রায় একই উওর পেয়েছেন।আপনি প্রায়শই একই প্রশ্ন বিভিন্ন চ্যানেলে করেন।কেন এই রকম করেন জানিনা তবে অন্যকে প্রশ্ন করার সুযোগ দেয়ার জন্য এই রকম না করার জন্য অনুরোধ করা গেল।
সহমত! ধন্যবাদ! 🎉
Shomoshsha ki?uni mashallah etogula islami channel dekhe ,eta to valo