লালনের খাতা নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ! ফেরত চান ভক্তরা! | Lalon Fakir | Jamuna TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 996

  • @ABLX23
    @ABLX23 ปีที่แล้ว +194

    শান্তিনিকেতনের কর্তৃপক্ষের উচিত বাংলাদেশকে খাতাটি ফিরিয়ে দেওয়া।

    • @shahjahanhowladar6076
      @shahjahanhowladar6076 ปีที่แล้ว +9

      খাতা ফিরত চাই গাজা কেমনে টানতে হয় সেই গবেষণা লেখা আছে। ফিরত চাই দিতে হবে।🤣🤣🤣

    • @k.m.sabbirahmedshanto74
      @k.m.sabbirahmedshanto74 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @shafiulalamreman1266
      @shafiulalamreman1266 ปีที่แล้ว

      সহমত। মন থেকে ভালবাসা এই গবেসকদের। রবিন্দ্রনাত ঠাকুর একটা চোর। চুরির স্বভাব ছিলো রবি ঠাকুরের। চোরের বাচ্চা চুরি করে খাতা নিয়ে গিয়েছে। চুরি করে কবিতা, গান নিজের নামে লিখে নোবেল পেয়েছে।

    • @arpanchakraborty635
      @arpanchakraborty635 ปีที่แล้ว

      Ei khata bharoter sompotti, konobhabei bangladesh er hote pare na

    • @HumanityKindness-l2w
      @HumanityKindness-l2w 3 วันที่ผ่านมา

      Dobo na.

  • @fatehalam6289
    @fatehalam6289 ปีที่แล้ว +29

    শান্তি নিকেতনের উচিত লালন পান্ডুলিপি ফেরত দিয়ে নিজেদের গর্বিত করা বিশ্বে এমন অনেক নজির রয়েছে।

  • @dozengroup7605
    @dozengroup7605 ปีที่แล้ว +402

    আগে জানতাম নজরুলের সাথে বাটপারি করছে,,,এখন দেখি লালনের সাথেও,,,বাহ গুরু বাহ,,,
    আদর্শ কবি,লেখক একজনই,,,
    আমাদের দুখু মিয়া❣️❣️

    • @Anisvlog2570
      @Anisvlog2570 ปีที่แล้ว +51

      বাটপাররা সব খানেই বাটপারি করে। প্রিয় কবি কাজী নজরুল ইসলাম ❤️✌️

    • @helloratulfromusa1676
      @helloratulfromusa1676 ปีที่แล้ว

      ছাগলের ৩ নাম্বার বাচ্চা

    • @helloratulfromusa1676
      @helloratulfromusa1676 ปีที่แล้ว

      রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরষ্কার পান তখন নজরুল ইসলাম ৯/১০ দশম শ্রেণির ছাত্র!
      আর লালন কে বিশ্বদরবারে চিনিয়েছে বিশ্বকবি ও বরি ঠাকুর, তা না হলে লালনকে তেমন কেউ চিনতো না!!! বাঙ্গালিরা সবসময় বেইমান হয়!!!
      লালনের গান, সৃষ্টি বিশ্বে তুলে ধরেছে বরি ঠাকুর!!!

    • @shopons.p479
      @shopons.p479 ปีที่แล้ว +18

      নজরুলের দাঁড়ি খানা ও টেনে ছিড়ে নিয়ে গিয়ে নিজের গালে লাগিয়ে ছে রবি,, এজন্যই নজরুলের গালে দাঁড়ি নেই,,, 🤣🤣🤭

    • @taslimulhassan317
      @taslimulhassan317 ปีที่แล้ว +1

      @@sa.santumallick7439 You are not enough educated to understand or talk about this things. Would you mind if I ask about your educational qualification? cause you are talking as if you are scholar or something like that.

  • @lovebangladeshanna1747
    @lovebangladeshanna1747 ปีที่แล้ว +35

    লালনের গান দিয়ে রবীন্দ্র সংগীত পরিচালনা এতো দিন পর হলেও জানতে পারলাম

  • @nishighor-6335
    @nishighor-6335 ปีที่แล้ว +20

    লালন সাঁইয়ের বানী
    তার লেখা গান এগুলা বাংলাদেশের সম্পদ আমরা ফেরত চাই

    • @Prodip294
      @Prodip294 ปีที่แล้ว

      লালন কিন্তু ধর্ম মানতেন না

  • @jewelkhan6819
    @jewelkhan6819 ปีที่แล้ว +11

    রবীন্দ্রনাথ তাহলে উনিশ-বিশ করে বড় কবি হয়েছে।

  • @jayasengupta5632
    @jayasengupta5632 ปีที่แล้ว +25

    খাতাটি খুব ভাগ্য জোরে কবি রবীন্দ্রনাথের হাতে ছিল বলে এতদিন সযত্নে সেটা রাখা আছে।
    এই খাতা অন্যের হাতে পড়লে তা নিশ্চিহ্ন হয়ে যেত।
    তাই কবি কবি কেই চেনে।
    এত বছরের খাতা সংরক্ষিত করে রাখার জন্য কবি রবীন্দ্রনাথকে সশ্রদ্ধ প্রণাম জানাই।🙏

    • @sisirlaha3647
      @sisirlaha3647 ปีที่แล้ว

      Thank you for valuable Comment .

    • @dr.alaminmollah
      @dr.alaminmollah ปีที่แล้ว

      খাতা চুরি করে নিয়ে ফেরত দেয় নাই আবার বড় বড় কথা চোরকে সাধু সাজানো হচ্ছে!!!

    • @bipuloffsetprinting8898
      @bipuloffsetprinting8898 6 วันที่ผ่านมา

      রবীন্দ্রনাথ নকল করেছেন লালনের কথা

    • @MahimKhandaker-l8v
      @MahimKhandaker-l8v 2 วันที่ผ่านมา

      রবীন্দ্রনাথ নকল টুকলি করেছে

  • @samironmondol928
    @samironmondol928 ปีที่แล้ว +17

    আমি কমেন্টে আসা সবার প্রতিই শ্রদ্ধা রেখে বলছি আমরা এমন দুজন মানুষকে নিয়ে মন্তব্য করছি কেন???আমরা মানছি ওটা রবী ঠাকুরের কাছেই ছিল, তা বলে সেটা চুরি কেন হবে?সাইজীর উপহার ও তো হতে পারে।তাছাড়া ওনাদের দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল।আমার কোনো এক দুঃসম্পর্কের বোন আমাকে একটা বই দিয়েছিল এখান থেকে আরো ১৬ বছর আগে।আজ সে আর নাই কিন্তু ঐ বইটা এখনে আমার কাছে আছে।তবে কী তার বর্তমান প্রজন্ম আমাকে ও চোর বলবে???ওনাদের মত মানুষদের নিয়ে এমন মন্তব্য করে আমরা একই সাথে দুজন মানুষকে ছোট না করি।যেহেতু আজ সাইজী নেই, তাই একমাত্র ঊনিই ভালো জানবেন সেটা চুরি নাকি এক মহান ব্যক্তির প্রতি আরেক সুহৃদ ব্যক্তির ভালোবাসার বঃহি প্রকাশ ছিল সেটা।যে কারণে এমন সৃষ্টি কাউকে দান করা যায়।আর একথাও হয়ত সাইজী জানতেন না যে তাঁর অবর্তমানে এই সৃষ্টিগুলো এত মহামূল্যবান সম্পদ হবে।তরপর ও আমরা চাইব এতদিন পরে এসেও যখন তার সন্ধান মিলল তো তাকে সাইজীর আশ্রমেই ফিরিয়ে দেওয়া হোক।
    কিছু ভুল হলে ক্ষমা করবেন।
    ধন্যবাদ।

  • @bimalkumarsutradhar2225
    @bimalkumarsutradhar2225 ปีที่แล้ว +26

    লালন তার এক একটি গানের জন্যই হাজারটা নোবেলের চেয়েও বড়।

  • @bappykhan1214
    @bappykhan1214 ปีที่แล้ว +16

    কাজী নজরুল ইসলাম প্রকৃত লেখক

    • @amnanshafol
      @amnanshafol 5 วันที่ผ่านมา

      লেখক/ কবি/শিল্পীদের মধ্যে প্রকৃত বলতে কোন বিভাজন নেই। তাঁরা প্রত্যেকেই এঁকে অন্যের দ্বারা বিভিন্নভাবে অনুপ্রাণিত এটাই আর্টের বৈশিষ্ট। কারণ আর্টে অরিজিনালিটি বলে কিছু নেই। কাজী নজরুল ইসলাম লেখক নন, কবি। ধন্যবাদ।

  • @MdRony-lk2el
    @MdRony-lk2el ปีที่แล้ว +33

    মূল খাতা চাই। ভারত থেকে ফেরত চাই। এই খাতা থেকে গানের সুর কপি করে রবি নিজের নামে চালিয়েছে।

    • @debabratabain
      @debabratabain ปีที่แล้ว

      তাই নাকি আপনি দেখি গাঁজা খেলে টাল হয়ে আছেন।অবশ্য আপনাদের মত অশিক্ষিতদের মুখে এটা মানায়।

    • @borhanuddinborhan1465
      @borhanuddinborhan1465 ปีที่แล้ว

      আমি আগে থেকেই রবি ঠাকুরের বিরোদ্ধে চুরির অভিযোগ করছি,,,

    • @naturestudio2262
      @naturestudio2262 ปีที่แล้ว

      Keno?

    • @daisyroy5062
      @daisyroy5062 ปีที่แล้ว

      Rabindranth made lalon Known to the world Do not make such insulting remark to the poet

    • @sohagsarker103
      @sohagsarker103 ปีที่แล้ว

      ​@@daisyroy5062 Rabindranath make Lalon🤣

  • @towfikshuvo1662
    @towfikshuvo1662 6 วันที่ผ่านมา +1

    দুজনই সম্মানিত ব্যাক্তি।আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লালন ভক্তদের কাছে খাতাটি হস্তান্তর করে নিজেদের সম্মান অটুট রাখবে।

  • @jewelrana3836
    @jewelrana3836 ปีที่แล้ว +143

    সরকারের দৃষ্টি আকর্ষণ করছি,, অবিলম্বে ভারত সরকারের সাথে আলোচনা করে মূল বই টি বাংলাদেশে আনা হোক এবং যারা লালন ভক্ত ,, তথা লালন সাঁই এর আস্তানায় যারা দায়িত্বে আছেন তাদের কাছে দেওয়া হোক যাতে এই জ্ঞান ধারার সংগীত দেশে এবং বিদেশে ছড়িয়ে পড়ে।

    • @monjurelahi7414
      @monjurelahi7414 ปีที่แล้ว

      সমস্যা কি।দেশ তো সেই কবেই বিকিয়ে দিয়েছে জারজ আওয়ামী সরকার।অলিখিত ভারতের অঙ্গরাজ্য হয়েই তো আছে।

    • @Eternal_truths
      @Eternal_truths ปีที่แล้ว

      দরকার নেই
      গানবাজনা শুনা শয়তানের কাজ

    • @sakhawat7193
      @sakhawat7193 ปีที่แล้ว +10

      ইউটিউব এ সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছো তুমি?😂😂😂

    • @sayedhasan.925
      @sayedhasan.925 ปีที่แล้ว

      লালন থেকে আমরা কি জ্ঞান অর্জন করেছি?😂 আর দেশর মাটিতে ঐ বই ফিরে আসলে কোন দিক থেকে লাভেবান হবো???
      গালি দেওয়া মতো লোক অনেক আছে কিন্তু বোঝাবার মতো খুব কম লোক আছে//

    • @mohammadsohag7001
      @mohammadsohag7001 ปีที่แล้ว

      😂😅

  • @ArifRahman-jy7ys
    @ArifRahman-jy7ys ปีที่แล้ว +26

    সারা ভারতবর্ষের মানুষ লালনের পান্ডুলিপি লালনের তীর্থস্থানে ফেরত চাই ✊ বাংলাদেশ ও ভারতের গভর্নমেন্টের উচিত এ ব্যাপারে সহযোগিতা করা

    • @shafiulalamreman1266
      @shafiulalamreman1266 ปีที่แล้ว

      সহমত। মন থেকে ভালবাসা এই গবেসকদের। রবিন্দ্রনাত ঠাকুর একটা চোর। চুরির স্বভাব ছিলো রবি ঠাকুরের। চোরের বাচ্চা চুরি করে খাতা নিয়ে গিয়েছে। চুরি করে কবিতা, গান নিজের নামে লিখে নোবেল পেয়েছে।

    • @surajitdas5778
      @surajitdas5778 ปีที่แล้ว +1

      একজন ভারতীয় হিসাবে আমি আপনার সাথে একমত

  • @Abir761
    @Abir761 ปีที่แล้ว +5

    বাহ কী দারুন ! রবীন্দ্রনাথ ঠাকুরের এই শান্তিনিকেতনে ইন্টারন্যাশনাল বয়েজ হোস্টেল থেকে এই খবরটা দেখছি

  • @raihanafridi9082
    @raihanafridi9082 ปีที่แล้ว +17

    রবিঠাকুরকে আমার আগে থেকেই সন্দেহ হতো☹️☹️

    • @m_sharif
      @m_sharif ปีที่แล้ว

      Ora to jomidari-o kena silo.. krishok der upor ottachar korto..

    • @rakinmahdin8799
      @rakinmahdin8799 ปีที่แล้ว

      🤣🤣

  • @suboronkumer7236
    @suboronkumer7236 ปีที่แล้ว +98

    এটা আমাদের দেশের সম্পদ। ভারত সরকারের উচিত মুল কপি বাংলাদেশ সরকারের হাতে হস্তান্তর করা

    • @shahjahanhowladar6076
      @shahjahanhowladar6076 ปีที่แล้ว +4

      খাতা ফিরত চাই গাজা কেমনে টানতে হয় সেই গবেষণা লেখা আছে। ফিরত চাই দিতে হবে।🤣🤣🤣

    • @suboronkumer7236
      @suboronkumer7236 ปีที่แล้ว

      @@shahjahanhowladar6076 যার মানসিকতাই ছোট সে রান্না করা ডালকেও ছোট বাচ্চার গু ভাবে

    • @sciencelogic2958
      @sciencelogic2958 ปีที่แล้ว +3

      নজরুল সংগীত কবিতা উপন্যাস, রবীন্দ্র সংগীত কবিতা উপন্যাস নাটক, নৃত্যনাট্য...এসব ভারতের সম্পদ~ তোরা ফিরিয়ে দে সব~ সাথে তোদের জাতীয় সংগীত ও

    • @piaraahmed9683
      @piaraahmed9683 ปีที่แล้ว +2

      Suboren kumar
      দাদা ঠিক বলেছেন

    • @piaraahmed9683
      @piaraahmed9683 ปีที่แล้ว +1

      @@sciencelogic2958 গাধা
      আমাদের কাছে তাদের নিজেদের কোনো লিখিত কপি নেই । আমাদের কেউ তাদের লেখা কোনো কপি নিয়ে এসে ফেরত দেয়নি, এমনটা হয়নি। রবীন্দ্রনাথ বরাবরই চোর স্বভাবের। আমাদের যেটা জাতীয় সংগীত এটাও রবীন্দ্রনাথ অন্য একজনের সুর নকল করে গানটি লিখেছেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানিয়েছে

  • @maksudrussell3252
    @maksudrussell3252 ปีที่แล้ว +23

    এই খাতায় কী নতুন কোন গান রয়েছে? রবীন্দ্রনাথের প্রতি অশেষ কৃতজ্ঞতা এতো পুরোনো গানের খাতা সঠিকভাবে সংরক্ষণের জন্য।

    • @julkernyne8925
      @julkernyne8925 ปีที่แล้ว

      Rabindronath churi kore niye jai Lalon er khata. O 1 ta chor!

    • @Shuvo_debnath132
      @Shuvo_debnath132 ปีที่แล้ว

      Bc

    • @artravels8929
      @artravels8929 ปีที่แล้ว

      রবীন্দ্রনাথ ঠাকুর এটা সংরক্ষণ করেনি চুরি করেছে

    • @multipresents9046
      @multipresents9046 ปีที่แล้ว

      রবিন্দ্রনাথ খাতা কি এমনে এমনেই নিছিলো গবেষনা করলে দেখা যাবে রবিন্দ্রনাথের অনেক গল্প গানের মধ্যে লালনের অনেক কথা ঢুকানো আছে। যেমনটা যেমনটা গগন হররের গান এবং সুর নকল করে হয়েছে আমার সোনার বাংলা

  • @saifurrahmanbd3314
    @saifurrahmanbd3314 วันที่ผ่านมา +2

    কোরআন, হাদিস, সাহাবিদের বাণীর পর লালন সাইজীঁর অমৃত গান গুলোও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো গবেষণা করা প্রয়োজন।

  • @Looking-something
    @Looking-something ปีที่แล้ว +37

    সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা আর বেশিদিন টিকে না,,,,,

    • @_Cycle_Rider46
      @_Cycle_Rider46 ปีที่แล้ว +1

      hmm🎉

    • @anikbarman9082
      @anikbarman9082 ปีที่แล้ว

      Apnara toh eishob jinish dekhte paren na ekhon tanatani korchen keno

  • @MdsakibAhmed-iz2uf
    @MdsakibAhmed-iz2uf ปีที่แล้ว +1

    লালন বানী দিয়ে কবি হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর

  • @rahulramim3450
    @rahulramim3450 ปีที่แล้ว +28

    রবি আসলেই টাউট ছিলো

    • @sunnydasani6629
      @sunnydasani6629 ปีที่แล้ว +13

      যেমন লাদেন আল্লাহর টাউট ছিল

    • @jobayerrakib2519
      @jobayerrakib2519 ปีที่แล้ว +4

      @@sunnydasani6629 durga make pondabo bangladesh eee

    • @atiqurdeder6581
      @atiqurdeder6581 ปีที่แล้ว

      ​@@sunnydasani6629
      ওটা, ৩নং গলাচিপাদের কাজ ছিল, লাদেন কে দোষী না বানালে হোগায় বাস খেত

    • @riponraja6274
      @riponraja6274 ปีที่แล้ว

      Humm

    • @jobayerrakib2519
      @jobayerrakib2519 ปีที่แล้ว

      @JAMES BOND 007 আয় কুমিল্লার মতো চুদে ছেড়ে দিব

  • @shihabbm9717
    @shihabbm9717 ปีที่แล้ว +106

    সারা জীবন ই দেখলাম বাংলাদেশের সেরা জিনিসগুলো ভারতের কাছে রেখে দিয়েছে......ভারত বাংলাদেশেকে শাসন ও শোষণ করছে আজীবন...মাছ খায় ভারত আর কাটা খায় বাংলাদেশ

    • @Buramanus126
      @Buramanus126 ปีที่แล้ว +8

      তোমরাও তো আমাদের তিস্তার জল খাও

    • @shihabbm9717
      @shihabbm9717 ปีที่แล้ว

      @@Buramanus126 তিস্তার জল আমাদের অধিকার... তাও তো দাও আমাদের ক্ষতি করার জন্য....আন্তর্জাতিক আইন অনুযায়ী শুস্ক সময়ে জল দিতে হবে ২২৬০০ কিউসিক...আর দাও কত ৬০০ কিউসিক...আর বর্ষা মৌসুমে আমাদের জল দিয়ে ডুবিয়ে দাও...তাইলে কেমন হলো...তোমরা শুস্ক সময়ে আমাদের ২২০০০ কিউসিক পানি খাও...আবার এতো কথা কিভাবে আসে দাদা

    • @7Sujoy
      @7Sujoy ปีที่แล้ว +14

      কারণ ও গুলো সব ভারতের, ১৯৭১ এর আগে বাংলাদেশ নামে দেশ এই বিশ্বে ছিল না। যাছিল সব ভারত ছিল, আর সব শেষে আবার ভারতই থাকবে।

    • @TMA1100
      @TMA1100 ปีที่แล้ว

      ​@@Buramanus126 তোমরাও তো চীনের জল খাও

    • @TMA1100
      @TMA1100 ปีที่แล้ว +1

      ​@@7Sujoy নিজেরে বেশি বড় পন্ডিত মনে কর।

  • @BDSWA9315
    @BDSWA9315 ปีที่แล้ว +5

    সারা জীবন ই তো দেখে আসছি,, বাংলাদেশের সেরা জিনিস গুলা ভারত এসে নিয়ে যায়।

  • @zoweltalukder6015
    @zoweltalukder6015 ปีที่แล้ว +13

    এভাবেই বাংলাদেশের সম্পদ সব ভারত চলে যাচ্ছে।

    • @joyvk1360
      @joyvk1360 ปีที่แล้ว +2

      যখন নিয়ে গিয়েছিলেন তখন বাংলাদেশ ভারতের অংশ ছিল।

  • @barisaltv2.0
    @barisaltv2.0 ปีที่แล้ว +8

    লালনের গান আমার খুব ভালো লাগে
    আমিও দাবি জানাচ্ছি আসল খাতাটি যেন কুষ্টিয়াতে ফিরত আসে

    • @shahjahanhowladar6076
      @shahjahanhowladar6076 ปีที่แล้ว

      খাতা ফিরত চাই গাজা কেমনে টানতে হয় সেই গবেষণা লেখা আছে। ফিরত চাই দিতে হবে।🤣🤣🤣

  • @azhaarali5400
    @azhaarali5400 ปีที่แล้ว +13

    এই খাতা ফিরত চাই।। এটা রবী ঠাকুরের খাতা না।। এটা,বাংলাদেশের খাতা সম্পদ।। আমরা ফিরত চাই।।

    • @chaidi328
      @chaidi328 ปีที่แล้ว +2

      খাতা কি করবা মুমিন।

  • @asadahmmed1164
    @asadahmmed1164 ปีที่แล้ว +57

    সবাই কি পাগল হয়ে গেলেন নাকি?রবি ঠাকুর একজন গুণী মানুষ ছিলেন, আর লালন শাহ ও গুণী মানুষ ছিলেন, লালন শাহ হিন্দু না মুসলিম ছিলেন?অথচ হিন্দু মুসলিম নিয়ে কাদা ছোড়াছুড়ি, মনে রাখা দরকার তারা দু'জনই গুণী মানুষ ছিলেন আর তখন ভারত বাংলাদেশ একটা দেশ ছিল, অতএব গুণী মানুষদের বিষয়ে কমেন্ট করার সময় ভেবে চিন্তে কমেন্ট করুন,

    • @pial990
      @pial990 ปีที่แล้ว +4

      আপনার মন্তব্যটা খুব ভালো লাগলো। আপনি সঠিক কথা বলেছেন।

    • @ॐशान्तिः
      @ॐशान्तिः ปีที่แล้ว +2

      Right

    • @chompokroy4198
      @chompokroy4198 ปีที่แล้ว +2

      আপনার চিন্তা ধারাকে সালাম

    • @raisterlite3257
      @raisterlite3257 ปีที่แล้ว +1

      খোঁজ নিয়ে দেখেন লালন শাহ হিন্দু ছিলেন প্রথমে

    • @pial990
      @pial990 ปีที่แล้ว +3

      @@raisterlite3257 আপনার এই জ্ঞানের উৎস কি সেটা জানতে চাচ্ছি ভাইয়া?

  • @voiceofmomin9003
    @voiceofmomin9003 ปีที่แล้ว +22

    সত্য টা জানানোর জন্য ধন্যবাদ

  • @banglaycricket
    @banglaycricket ปีที่แล้ว +39

    A history that has left an irremovable mark on the fabric of time.. 🏆🇧🇩 ❤️

    • @sciencelogic2958
      @sciencelogic2958 ปีที่แล้ว

      সমস্যা নেই, দুনিয়াতে কিছুই পারমানেন্ট নয়। দেশে ১০০% শরিয়ত লাগু করুন, জাতীয় সংগীত ও রিমুভ হয়ে যাবে। 😂 আফসোস করার দরকার কি??
      ৯৩% মমিন অধ্যুষিত দেশে খেলাফত প্রতিষ্ঠা তো খুবি সহজ, নয় কি??

  • @protivarmela
    @protivarmela ปีที่แล้ว +2

    আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। জাতীয় সংগীতের সুর লালনের গান থেকে নেয়া হয়েছে, দাবি ছিল সকলের।

    • @prithibisheel9664
      @prithibisheel9664 7 วันที่ผ่านมา

      না এটা গগন হরকরার গান

  • @imranhrashed3057
    @imranhrashed3057 ปีที่แล้ว +10

    এখন গবেষনা করে বের করা হোক এই খাতা থেকে কি কি চুরি করা হয়েছে

  • @imransheikh5465
    @imransheikh5465 ปีที่แล้ว +2

    রবীন্দ্রনাথ সুবিধাজনক লোক না আগেই প্রমাণিত।

  • @mdmoinuddin9229
    @mdmoinuddin9229 ปีที่แล้ว +10

    সত্য প্রকাশ হবে, এটাই সত্য, লালন সত্য।

    • @shafiulalamreman1266
      @shafiulalamreman1266 ปีที่แล้ว

      সহমত। মন থেকে ভালবাসা এই গবেসকদের। রবিন্দ্রনাত ঠাকুর একটা চোর। চুরির স্বভাব ছিলো রবি ঠাকুরের। চোরের বাচ্চা চুরি করে খাতা নিয়ে গিয়েছে। চুরি করে কবিতা, গান নিজের নামে লিখে নোবেল পেয়েছে।

  • @niazahammedkhan5939
    @niazahammedkhan5939 ปีที่แล้ว +12

    নিয়ে গিয়েছিলেন না বলে চুরি করেছিলেন বলা উচিৎ...

    • @solecrusader3087
      @solecrusader3087 ปีที่แล้ว

      যেই ভাবে হিন্দুর ভূমি বাংলাদেশ দখল করে রেখেছে

    • @biswajitsarkar7822
      @biswajitsarkar7822 ปีที่แล้ว

      আপনি তো দেখছি বড়ই অশিক্ষিত।

  • @alamin-24
    @alamin-24 ปีที่แล้ว +10

    এই ভাবেই সে বিশ্ব কবি😅

  • @আমিনআঁকনএরগান
    @আমিনআঁকনএরগান ปีที่แล้ว +2

    বাংলা সাহিত্যে সবচাইতে বড় ভাবুক লালন শাহ্ চীরকাল অমর রইবেন।।

  • @Monirulislam-tc3sv
    @Monirulislam-tc3sv ปีที่แล้ว +68

    পরের মেধায় লিখিত কবিতা গান নিয়ে নিজের বলে চালিয়ে আজ তিনি বিশ্ব কবি,

    • @p.a.a.63
      @p.a.a.63 ปีที่แล้ว +5

      ভুল কমেন্ট। লালনের গান অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান লিখেছেন।

    • @ahmednn5547
      @ahmednn5547 ปีที่แล้ว +1

      Sahitter ki bal janen apni.hudai ulta palta kotha bolen.

    • @zayedulalam2023
      @zayedulalam2023 ปีที่แล้ว +6

      😂 মানে মন চাইল আর একটা মন্তব্য করে দিল। 😂😂😂

    • @noyon4611
      @noyon4611 ปีที่แล้ว +5

      কারো সম্পর্কে না জানলে এরূপ মন্তব্য করা স্বাভাবিক।

    • @shafiulalamreman1266
      @shafiulalamreman1266 ปีที่แล้ว

      সহমত। মন থেকে ভালবাসা এই গবেসকদের। রবিন্দ্রনাত ঠাকুর একটা চোর। চুরির স্বভাব ছিলো রবি ঠাকুরের। চোরের বাচ্চা চুরি করে খাতা নিয়ে গিয়েছে। চুরি করে কবিতা, গান নিজের নামে লিখে নোবেল পেয়েছে।

  • @GolamRabbani-mv8xr
    @GolamRabbani-mv8xr ปีที่แล้ว +22

    মূল কপি অবশ্যই ফেরত দিতে বাদ্য থাকবে। অনুলিপি ঠিক না থাকতে পারে।

  • @milondas7303
    @milondas7303 ปีที่แล้ว +11

    ফিরিয়ে আনা হোক 🙏🙏🙏

  • @TanvirAhmed.pickme
    @TanvirAhmed.pickme ปีที่แล้ว +4

    আমাদের কুষ্টিয়া 😻 মিস করি অনেক😐

  • @kabirmoni2726
    @kabirmoni2726 ปีที่แล้ว +24

    রাষ্ট্র রাষ্ট্র মাধ্যমে আলোচনা করা হোক এবং এবং আসল পান্ডুলিপি বাংলাদেশে ফেরত আনা হোক আর রবীন্দ্রনাথকে ধিক্কার জানানো হোক

    • @alonealone2925
      @alonealone2925 ปีที่แล้ว +2

      রঠা বলে কথা

    • @sunnydasani6629
      @sunnydasani6629 ปีที่แล้ว

      তোরা কনভার্টেড মুসলিমরা ধিক্কারের যোগ্য, যাদের ডিএনএ হিন্দুদের আর ধর্ম পালন করে আরবদের

    • @astikmandal2972
      @astikmandal2972 ปีที่แล้ว +1

      কুলাঙ্গার

    • @alonealone2925
      @alonealone2925 ปีที่แล้ว

      @@astikmandal2972 কি রে মালু চলে এলি ঘেউ ঘেউ করতে, ইংরেজদের দালাল রঠা ঠাকুর কে নিয়ে এতো দরদ কিসের

  • @khanhasanmahadi3735
    @khanhasanmahadi3735 ปีที่แล้ว +13

    অতো কথা না, খাতা ফেরত চাই। দিতে হবে দিতে হবে.........?

    • @solecrusader3087
      @solecrusader3087 ปีที่แล้ว +1

      শুধু খাতা নয় যা যা নিয়েছে সব ভারত কে ফেরত দিতে হবে বদলে অখণ্ড ভারতের অংশ বাংলাদেশ বা পূর্ব বঙ্গ ভারত কে ফেরত দিতে হবে । হিসেব বরাবর

  • @tanvirhossain8130
    @tanvirhossain8130 ปีที่แล้ว +6

    মানে রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গান থেকে উৎসাহিত হয়েছিলেন।

  • @mdmahadehasanrooky1591
    @mdmahadehasanrooky1591 ปีที่แล้ว +1

    কবি গরু রবীন্দ্রনাথ ঠাকুর ☕😄

  • @ফকিরনির্জন
    @ফকিরনির্জন ปีที่แล้ว +3

    জয় হোক বিশ্ব মানবতার মানব ধর্মের

  • @shahidulislam-le9yh
    @shahidulislam-le9yh ปีที่แล้ว

    রবীন্দ্রনাথ একজন ক্রেমিনাল প্রকৃতির কবি ছিল

  • @ngdkamrulgmaing7091
    @ngdkamrulgmaing7091 ปีที่แล้ว +8

    লেখক যিনি তাকেই তার প্রাপ্য কৃতিত্বটা দেওয়া উচিৎ লালন শাহ্ একজন লেখক যার লেখা বই রবিন্দনাথ ঠাকুর নিয়েছে তাই যার লেখা গান তাকেই ফিরিয়ে দেওয়া উচিৎ 😥

  • @BangladeshNice-lx9bt
    @BangladeshNice-lx9bt ปีที่แล้ว

    রবীন্দ্রনাথ ঠাকুর। জমিদার ছিলেন যা ইচ্ছে তাই করতেন। উনি গান ছন্দ কবিতা ভালোবাসত। উনি পড়তে ও লিখতে পারতেন। আসলে উনার বেশি ভাগ লেখা গান ও কবিতা বাংলাদেশের তখনকার সাধারণ মানুষের কাছ থেকে কপি করা...!

  • @imamrazastudent4997
    @imamrazastudent4997 ปีที่แล้ว +9

    এই খাতা আনলে তো রবিঠাকুরের সব যাবে। সে তো আর বিশ্ব কবি হিসাবে থাকে না

  • @akinbinmstofakamal2725
    @akinbinmstofakamal2725 ปีที่แล้ว +13

    অবিলম্বে ফেরত চাই!

    • @Prodip294
      @Prodip294 ปีที่แล้ว

      লালন কিন্তু ধর্ম মানতেন না!

  • @mohammadmethun2.0
    @mohammadmethun2.0 7 วันที่ผ่านมา

    আমরা কুষ্টিয়া বাসি চাই সাঁইজির গানের মূল খাতা লালন একাডেমীতে ফিরিয়া আনা হোক এটা আমাদের কুষ্টিয়ার বাসীদের সম্পদ

  • @mdzafor2916
    @mdzafor2916 ปีที่แล้ว +9

    ঢাকা ভার্সিটি ঢাকায় 😢 হওয়ার বিরোধী ছিলো রবি 🎉ঠাকুরের 😢😢

  • @lutforrahman7498
    @lutforrahman7498 ปีที่แล้ว +1

    বাংলাদেশের সম্পদ বাংলাদেশে ফেরত চাই

  • @kamruzzaman8826
    @kamruzzaman8826 ปีที่แล้ว +5

    ধন্যবাদ

  • @Sanatan887
    @Sanatan887 ปีที่แล้ว

    আহা! সাম্প্রদায়িক কমেন্টগুলো দেখে অনেক ভালো লাগছে। সব সাম্প্রদায়িক কমেন্টগুলো একদিন সোনার বাংলা গড়তে সাহায্য করবে। 🙏

  • @anindyahriju2426
    @anindyahriju2426 ปีที่แล้ว +3

    রবীন্দ্রনাথ সেই পাণ্ডুলিপি নিয়ে গিয়েছিলেন বলেই আজ লালনকে আমরা এইভাবে জানতে পারছি; লালনের লালন হিসেবে প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ কার্পণ্য করেনি- শেষ বয়সে এসে নিজেকে রবিবাবু রবীন্দ্র বাউল হিসেবে নিজেকে জাহিরও করেছে। এইসব কিছু হয়েছে লালনকে তিনি অকৃত্রিমভাবে ভালোবেসেছিলেন ব’লে! বাঙালির ইতিহাসের দিকে তাকালে দেখবেন যে বাঙালিররা তাদের কোনো গুরুত্বপূর্ণ ইতিহাস কিংবা গ্রন্থ কিংবা দলিলাদি সংরক্ষণ করতে পারেনি- আমাদের শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কার করা হয়েছে গোয়াল ঘরে; রবীন্দ্রনাথ লালনের পাণ্ডুলিপি ভাগ্যিস নিয়ে গিয়েছিলেন নাহলে এর দশা খুব একটা উন্নত হতো ব’লে মনে হয় না। এবং লালনের আজ এই প্রতিষ্ঠা এত তীব্র হতো কিনা তাও ভাববার বিষয়। বাঙালি মুসলমান রবীন্দ্রনাথকে আক্রমণের একটা বিষয় পেলেই হ’লো একবারও ভেবে দেখার প্রয়োজন মনে করে না যে তিনি একজন কবি আর কবির পক্ষে অপরাধ অসম্ভবই নয় শুধু অকবিসুলভও!

  • @legendboy6915
    @legendboy6915 ปีที่แล้ว

    রবি ঠাকুর ও হয়তোবা নকল করেছিলেন ___
    .
    Respect ❤️❤️🇳🇿❤️❤️

  • @omerfaruk8003
    @omerfaruk8003 ปีที่แล้ว +8

    মানুষের কুকর্ম কখনো চাপা থাকে না।

    • @Jobsenseinfo
      @Jobsenseinfo ปีที่แล้ว

      আবাল চোদা কয় কি

    • @omerfaruk8003
      @omerfaruk8003 ปีที่แล้ว

      @@Jobsenseinfoকথার মধ্যে খারাপ কি পেলে।
      মানুষের জ্ঞানের পরিচয় কথাই,

    • @Jobsenseinfo
      @Jobsenseinfo ปีที่แล้ว

      @@omerfaruk8003 লালনের খাতা নিয়ে গেয়েছিলেন রবীন্দ্রনাথ। কুকর্ম কই থেকে আইলো?

    • @omerfaruk8003
      @omerfaruk8003 ปีที่แล้ว

      @@Jobsenseinfo রবীন্দ্রনাথের অনেক গান ও সুর অন্য থেকে থেকে চুরি করা এটা কি জানো।

  • @mmrahman6486
    @mmrahman6486 ปีที่แล้ว +2

    ভোলাই শাহ্ এর চেয়ে লালনের অনেক বেশি গান খাতায় লিখে রাখতেন যশোরের মনির উদ্দিন শাহ্।সেই খাতা কোথায়? সেটাও কি এই জমিদার বাড়িতে চলে যেতে পারে?
    রবীন্দ্রনাথের উপর লাননের গান ও লালনের কথোপকথন বিরাট প্রভাব ফেলেছিল। ফলসৃতিতে রবীন্দ্রনাথ নিজেও লালন ধাঁচের গাণ রচনা করেন।
    এক্ষেত্রে কি লালনের দু চারটা নিজের বলে চালিয়ে দেওয়ার সম্ভাবনা আছে?

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว +1

      অনুপ্রানিত হওয়া আর চুরি করা ভিন্ন জিনিস, প্রমান ছাড়া চুর বলেন কিভাবে?

  • @Nabil-kb2pw
    @Nabil-kb2pw ปีที่แล้ว +3

    দেশে ফিরত আনতে হবে।দেশীয় মূল্যবান বই।লুটেরাদের কাছ থেকে বই আনতে হবে

  • @anunoyon3729
    @anunoyon3729 ปีที่แล้ว +1

    লালন, রবি, নজরুল কোন লেখার মধ্যে মিল আছে কেউ যদি বলতেন? বাংলাদেশের সবাই গুজব বিশ্বাসী।

  • @sunnojibon5353
    @sunnojibon5353 ปีที่แล้ว +3

    ফিরে আসুক এই অমূল্য সম্পদ

  • @Maxi-n9i
    @Maxi-n9i 7 วันที่ผ่านมา

    অশান্তি নিকেতনের গানের চেয়ে লালন শাহের গান অনেক সুন্দর লাগে

  • @shamimhasanxmshamim7948
    @shamimhasanxmshamim7948 ปีที่แล้ว +7

    জয় হোক সাইজি👏

  • @milonyasin
    @milonyasin ปีที่แล้ว +1

    হুম সেই ওরিজিন কপি নিয়ে গবেষণা করে,বর্তমান দেশের অভাব দুর্নীতি দূর করে যেতে পারে।খুবই দরকারি সেটা সেটা দিয়ে,সমাজের মানুষের খুব উপকার হবে।অথচ আলারি বা ঘরের উঁচু স্থানে রাখা কুরআন টা গবেষণা করে কিছু করা যায় কি না সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই তাই না?

  • @raihanmahmud193
    @raihanmahmud193 ปีที่แล้ว +19

    জয় গুরু🖤💤

  • @enamhaq1904
    @enamhaq1904 ปีที่แล้ว +1

    কে জানে রবিদ্রনাথ হয়তে এখানে থেকেও অনেক কিছু কপি করে ছে..?

  • @Respect-Matters
    @Respect-Matters ปีที่แล้ว +10

    আপনাদের দোয়া ও ভালোবাসায় দেশের জন্য ভালো কিছু করতেছি। ❤🏏🇧🇩

  • @opriosotto816
    @opriosotto816 ปีที่แล้ว +1

    আরও কারো খাতা নিয়েছে কিনা খতিয়ে দেখা হোক।

  • @lisantahmed1076
    @lisantahmed1076 ปีที่แล้ว +4

    আমি আগেই জানতাম আমাদের সাইজির/ নজরুলের তাছাড়া ও বিভিন্ন কবিদের কবিতা সে পত্রিকা প্রকাশ করবে বলে নিয়া যায়তো, পড়ে ওদের নামে প্রকাশ না করে সে নিজের নামে প্রকাশ করত।

    • @sabiridkhan4251
      @sabiridkhan4251 ปีที่แล้ว

      মাদ্রাসা ছাপ সাহিত্য বিশারদগণ,
      আপনাদের অনেকেই হয়তো এমন আছেন যাদের বয়স তার বাবার বয়সের চেয়ে ১/২দিন বেশি।তো যারা তাদের বাপের চেয়ে বয়সে বড়, তারা এড়িয়ে যেতে পারেন।বাকিরা ভেবে অনুগ্রহ করে দেখবেন::-
      অনেকের দাবী এই যে রবি ঠাকুর নজরুলের লেখা চুরি করে নোবেল জিতেছেন।
      নজরুল ১৮৯৯ সালে জন্মেছিলেন আর রবীন্দ্রনাথ ১৯০৬-১৯১০ পর্যন্ত যে কবিতা গুলো লিখেছেন তাদের মধ্য থেকে নির্বাচিত কবিতা নিয়ে ১৯১০ সালে গীতাঞ্জলি প্রকাশিত হয়।পরে এই গীতাঞ্জলি ও আরো কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করে song offerings নামে বই আকারে প্রকাশিত হয় (সম্ভবত ১৯১২ সালে)।
      এই বই এর জন্য রবি ঠাকুর ১৯১৩ তে নোবেল পান। কবিতাগুলোর রচনা কালে নজরুলের বয়স ছিল ৭-১০, বই বের হওয়ার সময় ১১। তখন নজরুল ইসলাম লিখতে শুরু করেছেন কিনা, সেটা নিয়েই সংশয় আছে।
      বি.দ্র. - নজরুল ইসলামের ১ম লেখা ছাপা হয় ১৯২১ এ।
      এখন রবি ঠাকুর কিভাবে নজরুল ইসলামের লেখা চুরি করে নোবেলজয়ী হলেন, সেটা আপনারাই ভেবে দেখুন😂

    • @krishnakuntaldas930
      @krishnakuntaldas930 ปีที่แล้ว

      যে কাজী নজরুলের কথা বলছেন তাঁর জন্ম ও কিন্তু ভারতবর্ষে। যখন বাংলাদেশে তাঁকে আনা হয় তখন তিনি অসুস্থ ছিলেন। তিনি সুস্থ থাকলে এখানে আসতেন কিনা সেটা নিয়েই সন্দেহ আছে।আর আপনি যে কথা গুলো বললেন তার কোনো সোর্স দেখাতে পারবেন?

  • @mmtareq573
    @mmtareq573 ปีที่แล้ว

    Khubi valo khobor,jogi fakir ke news dekhe khubi valo laglo❤️❤️❤️

  • @sainulislam5820
    @sainulislam5820 ปีที่แล้ว +21

    মামলা দায়ের করা হোক,!

    • @achieverscircle5941
      @achieverscircle5941 ปีที่แล้ว

      খ্যাপা...লালন এর কথা তুমি বোঝ না...তাই এমন কথা বলছো

  • @MdRipon-xu3yw
    @MdRipon-xu3yw ปีที่แล้ว +1

    আমাদের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও চুরি করে নিয়ে যেত শুনেছি ।এখন শুনি লালন শার গান চুরি করে নিয়ে গেছে।ওনায় পাইছে কি?

    • @hijiibijii9324
      @hijiibijii9324 หลายเดือนก่อน

      Kothay shunsen egula?

  • @sohelhossainemran2691
    @sohelhossainemran2691 ปีที่แล้ว +7

    রবীন্দ্রনাথ ঠাকুরপোর আবার চুরি টুরি করার স্বভাবও আছিলো তাইলে😅😅🤣

    • @badhonsaha593
      @badhonsaha593 ปีที่แล้ว

      গাধা,,,লালন লিখতে পারতো না,,,তাই রবী ঠাকুর তার গান লিখে দিত।
      দিন ভরে যদি কানের ভিতর আজাংলা সব কিছু ঢুকাস,,তাইলে তো এসব বুদ্ধিমান জিনিস মাথায় ঢুকবে না।😅

    • @greenkingdom285
      @greenkingdom285 ปีที่แล้ว

      চুরি না, এমনেই এক জেলা থেকে অন্য জেলায় হস্তান্তরিত করেছিলো।

    • @baskishorts3718
      @baskishorts3718 ปีที่แล้ว

      Bangladesh tokhon thodi chilo boka chele😅😅😅

  • @rohmankholil2382
    @rohmankholil2382 ปีที่แล้ว +1

    জয় গুরু,, জয় গুরু,,,জয় হুক লালন সাইজির,,

    • @ashrafulalam6223
      @ashrafulalam6223 ปีที่แล้ว

      জয় গরু লালন গরু।

    • @rohmankholil2382
      @rohmankholil2382 ปีที่แล้ว

      @@ashrafulalam6223 মুর্খ,,,অমানুষ

  • @hamimsarder7105
    @hamimsarder7105 ปีที่แล้ว +9

    ঠাকুরের বিচার করা হক

    • @whoami9164
      @whoami9164 ปีที่แล้ว +1

      কি জন্য বিচার করা হবে?
      ওনি খাতাটাকে সংরক্ষণ করার জন্য? নাকি খাতাটাকে কালের অতল গহ্বরে তলিয়ে যাওয়া হতে রক্ষার জন্য?

  • @mdmonirhosen895
    @mdmonirhosen895 ปีที่แล้ว +1

    ধন্যবাদ
    নতুন কিছু জানলাম।

  • @helsinki125
    @helsinki125 ปีที่แล้ว +20

    জয়গুরু ❤️🙏

    • @nishankhanbd
      @nishankhanbd ปีที่แล้ว +2

      😂😂

    • @helsinki125
      @helsinki125 ปีที่แล้ว

      @@nishankhanbd তোর কাটা বাড়াটা ভেটকায় দিলি 🤣🤣

    • @sciencelogic2958
      @sciencelogic2958 ปีที่แล้ว

      ​@ইমন ঝোই- Emon Jhoi দেখলি~ তুই কতো পরিমান লেড়িকুকুরের স্বভাব এডপ্ট করে বসে আছিস?? 😋
      "তোর সব মানুষের প্রতি সম্মান" তোর পুটকি চিরে খুজতে হবে কি?? 😂

    • @sciencelogic2958
      @sciencelogic2958 ปีที่แล้ว

      ​@@nishankhanbd রবীন্দ্রনাথ বাংলাদেশের ও গুরুদেব

    • @sciencelogic2958
      @sciencelogic2958 ปีที่แล้ว

      @Arisa Dukter দুনিয়া বলছে

  • @hasanzeem1985
    @hasanzeem1985 ปีที่แล้ว +1

    রবীন্দ্রনাথের আসল চেহারা চিনে কয়জনে,,,,,,,,,,

  • @jewelkhan4433
    @jewelkhan4433 ปีที่แล้ว +7

    স্যার ও অন্যদের কাছে শোনতাম যে রবীন্দ্রনাথ নাকি অনেকের লেখা নিজের বলে চালিয়েছেন। ভয়ে নাকি আসল লেখকরা মোখ খুলেননি।

    • @joyvk1360
      @joyvk1360 ปีที่แล้ว

      যারা এসব বলে তারা বাংলা সাহিত্যের বিরুদ্ধে,, রবীন্দ্রনাথ বিশ্ব কবি । তিনি বাংলা সাহিত্যে নতুনত্ব সৃষ্টি করেন ।

    • @lisantahmed1076
      @lisantahmed1076 ปีที่แล้ว +2

      সত্য, ১০০% তখন সে জমিদার পরিবারে জন্ম নিয়েছিলেন তাই ভয়ে কেউ কিছু বলত না। সত্য একদিন প্রকাশ হবে এটাই বাস্তব।

  • @sahebmahmudsvlog7895
    @sahebmahmudsvlog7895 ปีที่แล้ว +1

    মূল কপি ফেরত দেয়া হোক,এটা ১০০% অধিকার

  • @prkk6279
    @prkk6279 ปีที่แล้ว +5

    জয় গুরু

  • @MRSoUL-bg4nw
    @MRSoUL-bg4nw ปีที่แล้ว +1

    লালনের খাতা নিয়ে গিয়েছিলো যমুনা টিভির সাংবাদিক 😂

  • @indurkani9617
    @indurkani9617 ปีที่แล้ว +4

    তাকে কি ভাবে বিশ্ব কবি বলব....????

  • @rmshoumik7742
    @rmshoumik7742 ปีที่แล้ว

    নতুন লালনগীতি রিলিজ হওয়ার অপেক্ষায় আছি।

  • @metrolife1292
    @metrolife1292 ปีที่แล้ว +10

    জয় গাজা ঠাকুর

  • @szsumon
    @szsumon ปีที่แล้ว +2

    আমার বাবা অনেক আগে আমাকে বলেছিলেন এ কথা।এখন তার প্রমাণ পাইলাম

  • @obaidurrahmanraju2945
    @obaidurrahmanraju2945 ปีที่แล้ว +4

    লালন তোমার প্রতি আমার ভিশন ভালোবাসা সবসময় থাকবে

  • @zinnatulofficial8951
    @zinnatulofficial8951 ปีที่แล้ว +4

    জমিদার যখন.... কবি গুরু! কথা/কবিতা সবকিছু তার! জয় গুরু।

  • @nktech90
    @nktech90 ปีที่แล้ว

    ফিরিয়ে আনা হোক বইটি,, জয় গুরু

  • @hazratbakkar218
    @hazratbakkar218 ปีที่แล้ว +11

    আল্লাহ হেদায়েত দান করুক আমিন

  • @ashikahmed9069
    @ashikahmed9069 ปีที่แล้ว +1

    অন্যর লেখা চুরি করে আজ সে বিশ্বকবি 😅 😅

  • @BashirAhmed-mo5vl
    @BashirAhmed-mo5vl ปีที่แล้ว +4

    কবিগুরু না চোর গুরু 😅

  • @mehedirobin944
    @mehedirobin944 ปีที่แล้ว +1

    প্রথমে যে গানটা - "আমারে চিনিনে আমি" ওটা পুরো রেকডিং করতে পারতেন❤

  • @djringtone970
    @djringtone970 ปีที่แล้ว +13

    গাঁজা খেয়ে খেয়ে ভক্তদের অবস্থা কি🤪🤪🤪

    • @shakibshibly00
      @shakibshibly00 ปีที่แล้ว +2

      Are era kara, kon groho theke elo era

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 ปีที่แล้ว

      নবী আর সাহাবী যেভাবে মদ খেতো আর কি।

    • @sazninrose
      @sazninrose ปีที่แล้ว +2

      Apni kheyechen gaja ei ato important kotha niya o fajlami

  • @md.ratanali1283
    @md.ratanali1283 ปีที่แล้ว +1

    রবি ঠাকুর তো নোবেল পুরষ্কার পেয়েছে লালনের জন্য।

  • @srijonbhattacharjee4713
    @srijonbhattacharjee4713 ปีที่แล้ว +2

    লালন শাই কে পরিচিত করেছিলেন রবীন্দ্রনাথ ভুলে গেলে হবে না। উনি যদি লালনকে তুলে না ধরণে লালনের ল টাও কেউ জানতো না।

    • @obydullahridoy1380
      @obydullahridoy1380 ปีที่แล้ว

      লালনের জন্ম কবে আর চোর ঠাকুরের জন্ম কবে?

    • @malihanargis603
      @malihanargis603 ปีที่แล้ว

      তাই নাকি তাহলে শুনুন কারো প্রতিভা কেউ কোনো দিন আটকে রাখতে পারে না চেষ্টা থাকলে একদিন তা প্রকাশ পাবেই এই যেমন ধরুন আপনার কমেন্ট করার প্রতিভা কেউ আটকে রাখতে পারেনি 🙂🙂

  • @sohanurrahman9450
    @sohanurrahman9450 ปีที่แล้ว +2

    এভাবেই রবীন্দ্র কবি হয়েছে?🙂

  • @sahidhussain3583
    @sahidhussain3583 ปีที่แล้ว +90

    যাক মৃত্যুর ৩০ বছর পর জীবিত হয়ে এসে একটি দেশের জন্য জাতীয় সংগীত রচনা করা যায়।ঠাকুর দা মারা গেলেন ১৯৪১ সালে আর বাংলাদেশ জন্মই নিলো ১৯৭১ সালে!! বিষয় অদ্ভুত নয়তো কি 😄?!

    • @komolRoy480
      @komolRoy480 ปีที่แล้ว

      ​@ইমন ঝোই- Emon Jhoi হুম 😬🤣🤣🤣

    • @FireIsSabbir46
      @FireIsSabbir46 ปีที่แล้ว +4

      আমার ও ইচ্ছা একদিন অনেক বড়ো ইউটিউবার হবো, যা টাকা পাবো গরিব মানুষদের হেল্প করবো আল্লাহ্ তুমি আসা পুরুন করে দিও আমিন
      সবাই সাপোর্ট কইরেন প্লিজ'

    • @helsinki125
      @helsinki125 ปีที่แล้ว

      গান-টান সব বন্ধ, এখন থেকে মিউজিকসহ কোরান তেলওয়াত শুরু হোক

    • @nasimahmed3959
      @nasimahmed3959 ปีที่แล้ว +44

      মানুষ বেঁচে যায় তার কর্মের মাধ্যমে আর আপনাক মত ছাগল মরে যায় তার মৃত্যুর মাধ্যমে।

    • @mdromel722
      @mdromel722 ปีที่แล้ว +2

      আমি কোথায় পাবো তারে,আমার মনের মানুষ যেরে।