LED লাইট কিভা‌বে কাজ ক‌রে, কিভা‌বে একটা LED বি‌ভিন্ন রং তৈ‌রি ক‌রে । LED Working Principle.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • LED লাইট কিভা‌বে কাজ ক‌রে, কিভা‌বে একটা LED বি‌ভিন্ন রং তৈ‌রি ক‌রে । LED Working Principle.
    এই ভি‌ডিও‌তে আপনারা জান‌তে পার‌বেন, LED বা light Emitting Diode কি, কিভা‌বে কাজ ক‌রে এবং কিভা‌বে একটা LED Light বি‌ভিন্ন ধর‌নের আলো তৈ‌রি কর‌তে পা‌রে । তাছাড়া LED এর পিন গু‌লো য‌দি সমান ভা‌বে কাটা থা‌কে তাহ‌লে কি দে‌খে এর প‌জে‌টিভ নে‌গে‌টিভ চেনা যায় । ইত্যা‌দি বি‌ভিন্ন বিষয় জান‌তে VIDEO টি পু‌রো দেখার অনু‌রোধ রই‌লো । কারন Animation ব্যবহার ক‌রে খুব সহ‌জে বোঝা‌নোর চেষ্টা ক‌রে‌ছি ।
    এই ধর‌নের বেশ কিছু ভি‌ডিও এই চ্যা‌নে‌লে আছে । সেগু‌লো দেখার জন্য অনু‌রোধ রই‌লো । হয় তো আপনার উপকা‌রে আস‌বে ।
    ENGINEERING TECHNOLOGY
    channel এর পা‌শে থাকার জন্য
    আপনা‌কে অসংখ্য ধন্যবাদ ।
    #led
    #engineeringtechnology
    #RGBLED
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel is meant for EDUCATIONAL PURPOSE only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 262

  • @mohammadataurrahman1165
    @mohammadataurrahman1165 2 ปีที่แล้ว +21

    ভাই যত তাড়াতাড়ি সম্ভব পরের ভিডিও দেন,অপেক্ষায় রইলাম। শুধুমাত্র আপনার ভিডিওর শেষে adds না কেটে চালু রাখি।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว +10

      আপনা‌কে অসংখ্য ধন্যবাদ ভাইয়া । আল্লাহর রহম‌তে আপনা‌দের প্রচুর সা‌পোর্ট পে‌য়ে‌ছি । আমি যদ দ্রুত সম্ভব Video বানা‌নোর চেষ্টা ক‌রি, কিন্তু পড়া লেখার প্রচুর চাপ থাকার কার‌নে একটু দে‌রি হ‌য়ে যায় । কিন্তু সব সম‌য়ি আমি চেষ্টা ক‌রি কুয়া‌লি‌টি ঠিক রাখার ।

    • @mastartutorial3207
      @mastartutorial3207 ปีที่แล้ว +1

      @@Engineering-Technology কি নিয়ে পড়াশুনা করছো দাদা

  • @mparvez690
    @mparvez690 2 ปีที่แล้ว +8

    আপনার চেয়ে সুন্দর ভাবে বিষয়গুলোকে উপস্থাপন করে অ্যানিমেশনের মাধ্যমে বুঝিয়ে দেয়, এমন কোন বাংলা ইউটিউব চ্যানেল আমি এখন পর্যন্ত দেখিনি। অনেক ধন্যবাদ ভাই।
    আরো বেশি বেশি ভিডিও চাই, আরো দ্রুততম সময়ের মধ্যে।

  • @akramkhan7465
    @akramkhan7465 2 ปีที่แล้ว +2

    ভাইয়া আপনার বুঝানো ধরন অনেক আলাদা
    এবং বুঝতে কোনো সমস্যা হই না
    অনেক কিছু জানতে পারি ও শিখতে পারি
    মনে অনেক প্রশ্ন এবং উত্তর জানতে পারি
    অনেক ধন্যবাদ ভাইয়া

  • @gamengshohag2806
    @gamengshohag2806 2 ปีที่แล้ว +2

    প্রতিটি ভিডিও অনেক সুন্দর এবং শিক্ষানীয়, খুবি ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ ভিডিও গুলি বানানোর জন্য

  • @mdmukta2532
    @mdmukta2532 ปีที่แล้ว +2

    এত সুন্দর ভাবে মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে আপনি বুঝান আলহামদুলিল্লাহ

  • @cyrus9314
    @cyrus9314 ปีที่แล้ว +1

    খুব ভালো করে বুঝিয়েছেন ভাই!

  • @nuruddeenzahiyd5549
    @nuruddeenzahiyd5549 6 หลายเดือนก่อน

    অপূর্ব। দারুণ। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  6 หลายเดือนก่อน

      জাযাকাল্লাহু খাইরান ❤

  • @meherunnessakhatun4508
    @meherunnessakhatun4508 9 หลายเดือนก่อน

    Tomar video dekhe onek kichhu sikhechhi love you bro

  • @meherunnessakhatun4508
    @meherunnessakhatun4508 9 หลายเดือนก่อน

    Vai Ami saradin a tomar video 1 ta hole o Dekhi sob video sekhbo inshallah akta akta kore ,onek onek thanks ato hardwork kore video bananor jonno.

    • @Engineering-Technology
      @Engineering-Technology  9 หลายเดือนก่อน

      আপনা‌কে অসংখ্য ধন্যবাদ । আপনা‌দে‌র ভা‌লোবাসা আমার জন্য অনেক বড় অনু‌প্রেরনা । 🤍

  • @Sharewith_abdullah
    @Sharewith_abdullah 2 ปีที่แล้ว +3

    মাশাআল্লাহ,,,, ভাই, আপনার কাছ থেকে অনেক ভাল জিনিস শিক্ষা করতে পারছি। আল্লাহ আপনার মেধা ও নেক আমল বারিয়ে দেক,,,আমিন

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว +2

      জাযাকাল্লাহু খাইরান..

    • @Sharewith_abdullah
      @Sharewith_abdullah 2 ปีที่แล้ว

      @@Engineering-Technology ভাই ব্যাটারি সম্পর্কে A TO Z একটি ভিডিও দিলে উপকৃত হতাম,,,,

  • @sajibhowlader2863
    @sajibhowlader2863 ปีที่แล้ว +1

    ভাই বিভিন্ন রকমের আইসি নিয়ে আলোচনা করবেন। আইসির পিনগুলি আমাদের বুঝিয়ে দিবেন।যেমন গুগলে আইসির পিনগুলি সটকাট লেখা থাকে আমাদের বুঝতে অসুবিধা হয়।আসাকরি আপনি আমাদের ভালোকরে বুঝাবেন।
    আপনার ভিডিও থেকে অনেক কিছু শেখা যায়।

  • @nuclearman7382
    @nuclearman7382 2 ปีที่แล้ว

    Sobsomoi apner video er opekkhai thaki vaiyya

  • @user-gp9td3ec8h
    @user-gp9td3ec8h หลายเดือนก่อน

    স্যার আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করিবেন ভালো কাজের জন্য

    • @Engineering-Technology
      @Engineering-Technology  18 วันที่ผ่านมา

      জাযাকাল্লাহু খাইরান ❤

  • @Wahid3137
    @Wahid3137 2 ปีที่แล้ว +1

    ভাইয়া অনেক অনেক ধন্যবাদ অনুরোধকৃত ভিডিওটি দেওয়ার জন্য।♥♥♥
    এভাবেই যেন আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারেন এই দোয়া করি।🤲

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      জাযাকাল্লাহু খাইরান..ভাইয়া

  • @Mdbabu-ol8sn
    @Mdbabu-ol8sn 10 หลายเดือนก่อน

    অনেক ভালো লাগছে সত্যি অসাধারণ ধন্যবাদ ভাই আপনার পরবর্তী ভিডিও দেখবো

  • @firojalom9901
    @firojalom9901 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আপনার প্রত্যেকটি ভিডিও আমাকে অনুপ্রাণিত করে। ধন্যবাদ আপনাকে।

  • @dark_web_developer
    @dark_web_developer 2 ปีที่แล้ว +1

    ভাই আপনার ভিডিও গুলো অনেক সুন্দর লেগেছে। আর বোঝানোর সিস্টেমটাও অনেক সুন্দর।
    আমি রিকমেন্ড করবো ভাই SMD DIODE, SMD RESISTOR, SMD CAPACITOR কোড ভ্যালু নিয়ে ভিডিও বানান।
    এটা অনেক দরকারী,এখন সমস্ত pcb তে SMD কম্পোনেন্ট ব্যাবহার করে।
    যেগুলো কোনটা কি বোঝা যায়না।

  • @nuclearman7382
    @nuclearman7382 2 ปีที่แล้ว

    Vaiyya apner video+apner voice dutoi khub Valo lage..Ei rokom shoto shoto video chai vaiyya...

  • @mahbubhasandae
    @mahbubhasandae 2 ปีที่แล้ว

    আপনার প্রতিটি ভিডিও অনেক সুন্দর এবং শিক্ষানীয়

  • @shamal888
    @shamal888 2 ปีที่แล้ว

    ভাইয়া আপনার সব ভিডিও আমি দেখেছি । আর এই ভাবে ভিডিও দিতে থাকলে আমার electronic ব্যাপারে সব দেখা হয়ে যাবে।
    thanks.🙏🙏🙏

  • @subhadipjana7343
    @subhadipjana7343 2 ปีที่แล้ว

    Vai arokom aro vedio anen please🙏.............. Best of luck from 🇮🇳 india

  • @Technicaletc123
    @Technicaletc123 2 ปีที่แล้ว +2

    আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছি।
    এই রকম শিক্ষা মুলক ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়ো ভাই

  • @uzzal280
    @uzzal280 ปีที่แล้ว

    ভাইয়া আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছি।ধন্যবাদ

  • @MdTuHiN-vs8hb
    @MdTuHiN-vs8hb ปีที่แล้ว

    অসাধারন এক্সপ্লেইন। একেবারে সহজ ভাষায়!

  • @pareshkerani4105
    @pareshkerani4105 ปีที่แล้ว

    Dada tomar video valo laga

  • @ashibminimodels6836
    @ashibminimodels6836 2 ปีที่แล้ว

    Bolchi tomar video sera lage tumi video protedin uplod karo

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      Thank you so much ভাইয়া, আমি চেষ্টা ক‌রি খুব দ্রুত video upload করার কিন্তু পড়া লেখার খুব চাপ থাকার কার‌নে একটু দে‌রি হ‌য়ে যায় ।

  • @janalchakma7036
    @janalchakma7036 ปีที่แล้ว

    সব ভিডিও গুলো শিক্ষনীয় , অনেক কিছু জানার ও শেখার আছে .. ধন্যবাদ ভাই । ভাই একটা ভিডিও দেন এসি সিনক্রোনাস জেনারেটর কিভাবে কাজ করে বিদ্যুৎ উৎপন্ন করে?

  • @mahadehasan1830
    @mahadehasan1830 2 ปีที่แล้ว

    আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে খুব ভালো করে বোঝাতে পারেন 🥰🥰👍👍

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      আপনা‌কে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

  • @mdmostakim2884
    @mdmostakim2884 2 ปีที่แล้ว

    ভাই আপনার ভিডিও গুলো দেখে উপকৃত হয় । এরকম ভিডিও আরো বেশি বেশি তৈরি করুন

  • @ShopnoSeri
    @ShopnoSeri 2 ปีที่แล้ว

    ভাই ভিডিও একটু দ্রুত দিলে ভাল হয় এই চ্যানেলের ভিডিও দেখলে ক্লিয়ার বুঝতে পারি তাই অপেক্ষায় থাকি।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      আমিও খুব চেষ্টা ক‌রি তাড়াতা‌ড়ি Video বানা‌নোর । কিন্তু ভাইয়া পড়া‌লেখার চাপ বে‌ড়ে যাওয়ার কার‌নে একটু দে‌রি হ‌য়ে যা‌চ্ছে । please কিছু ম‌নে কর‌বেন না । একটু দে‌রি‌তে হ‌লেও অবশ্যই Quality full video আপনা‌দের উপহার দি‌তে থাক‌বো

  • @mdmukta2532
    @mdmukta2532 ปีที่แล้ว

    my favourite channel ET

  • @anayetkabir3474
    @anayetkabir3474 2 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই আমাদের চাহিদাগুলা গুরুত্ব দেওয়ার জন্য।

  • @ALIMKHAN-ou2wx
    @ALIMKHAN-ou2wx 2 ปีที่แล้ว

    আপনার এনিমেশন ভিডিও এবং বুঝানোর স্বচ্ছতা আমার খুবই ভালো লাগে। আশা করি আরোও সুন্দর ভিডিও দেখতে পারব। আই সি সম্পর্কে ভিডিও দেখার আসাই রইলাম ভাই।

  • @YouTubeFact776
    @YouTubeFact776 2 ปีที่แล้ว

    Bhi mosfet igbt neay video anen ❤️❤️ best of luck for INDIA 🇮🇳

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      Thank you vai..
      MOSFET niye already video diyechi vai. Channel ta ghure dekhun please

  • @MDSELIM-dd3mo
    @MDSELIM-dd3mo ปีที่แล้ว

    মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আরো ভালো জ্ঞানের অধিকারী করুক।

  • @beehiveeducation5300
    @beehiveeducation5300 ปีที่แล้ว

    খুব সুন্দর!

  • @khaledakhanom3361
    @khaledakhanom3361 5 หลายเดือนก่อน

    Excellently analized

  • @ronyahmed150
    @ronyahmed150 2 ปีที่แล้ว

    Vaiya apnar video er jonno opekkhai thaki,,,ebar ekta bleeder resistor calculation kivabe kora hoi ekta video den vaiya,,Please please vaiya

  • @arnobzubair8303
    @arnobzubair8303 2 ปีที่แล้ว

    ভাই আপনার ভিডিও গুলো আমার কাছে খুব ভালো লাগে। ভাই ic নিয়ে যদি দু একটা ভিডিও বানাবেন তাহলে খুব উপকৃত হতাম। ধন্যবাদ

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      ইনশা আল্লাহ, পরব‌র্তি Video টা IC এর ওপর হ‌বে ।
      Thank you so much..

  • @Jamal690
    @Jamal690 2 ปีที่แล้ว

    Good luck
    Thanks for this video

  • @MdTuHiN-vs8hb
    @MdTuHiN-vs8hb ปีที่แล้ว

    ওয়াটার লেবেল ইন্ডিকেটরের ভিডিওর অপেক্ষায় আছি যা আমার প্রজেক্ট গুলির মদ্ধে অন্যতম একটি প্রজেক্ট।
    সার্কিটটি ১২ ভোল্টে চলবে। প্লিজ ভাইয়া একটা ভিডিও দিবেন তারাতারি।
    অনেক কিছু শিখতে পেরেছি আপনার ভিডিও গুলি দেখে।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      ভাইয়া আস‌লে পড়া লেখার খুব চাপ থাকার কারনে তাড়াত‌া‌ড়ি Video দি‌তে পা‌রি না । আন্ত‌রিক ভা‌বে দুঃ‌খিত তার জন্য ।
      আপ‌নি চার পাচটা BC547 transistor নি‌বেন ট্রান‌জিস্ট‌রের output a LED লাগা‌বেন R বেজটা পা‌নির ম‌ধ্যে দি‌বেন । R ব্যাটা‌রির থে‌কে একটা প‌জে‌টিভ তার সরাস‌রি পা‌নির ম‌ধ্যে দি‌য়ে দি‌বেন । তাহ‌লে পা‌নি যখন ব্যাটা‌রির প‌জে‌টিভ তার R ট্রান‌জিস্ট‌রের বেজ তার‌টি‌কে টাচ কর‌বে তখন LED টি জ্ব‌লে উঠ‌বে ।
      একটু দে‌রি‌তে হ‌লেও আমি অবশ্যই চেষ্টা কর‌বো এটা নি‌য়ে ভি‌ডিও বা‌নি‌য়ে Explain করার । ধন্যবাদ ।

  • @movie8short
    @movie8short ปีที่แล้ว

    সকল video download দিছি তোমার channel এর

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว +1

      ভাইয়া আমার ভি‌ডিও গু‌লো আপনার ভা‌লো লা‌গে শু‌নে খুব ভা‌লো লাগ‌লো ।
      আস‌লে ভাইয়া TH-cam এর অ্যালগ‌রিদম এমন ভা‌বে লেখা যে, যখন কেউ কো‌নো video তে click ক‌রে পু‌রো ভি‌ডিও না দে‌খে চ‌লে যায়, তখন youtube ম‌নে ক‌রে সেই video টা হয় তো ভা‌লো না । এজন্য viewers click করেই চ‌লে যা‌চ্ছে । এতে একটা চ্যা‌নে‌লের অনেক ক্ষ‌তি হয় । আশা ক‌রি আপ‌নি সেই ক্ষ‌তি টা চা‌বেন না ।
      ধন্যবাদ ভাইয়া ।

  • @manojmandal996
    @manojmandal996 2 ปีที่แล้ว +1

    ❤️ From 🇮🇳 💕🌼 💙 ❤️ .
    👍👍👍

  • @muntasirmoon9188
    @muntasirmoon9188 ปีที่แล้ว

    good explanation than my Ph. D holder professor !!

  • @techabhijit5304
    @techabhijit5304 ปีที่แล้ว

    Nice video 👌. How to repair display in all types of weight machine?please explain with video.

  • @mylaip5120
    @mylaip5120 ปีที่แล้ว

    খুব বালো

  • @ta.tanvir1516
    @ta.tanvir1516 2 ปีที่แล้ว

    Vai airokom aro video chi

  • @selectrical2560
    @selectrical2560 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️ Next video DADA

  • @out-editors1digital
    @out-editors1digital ปีที่แล้ว

    Ami assam theke দেখেছি

  • @mr.rakib...420
    @mr.rakib...420 11 หลายเดือนก่อน

    Nice bro

  • @raselkhan8243
    @raselkhan8243 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই...

  • @ShyamsankarBiswas
    @ShyamsankarBiswas 27 วันที่ผ่านมา

    Excellent

  • @aliislam5819
    @aliislam5819 10 หลายเดือนก่อน

    জাজাকাল্লাহ খইরান

  • @bindasssnl2893
    @bindasssnl2893 2 ปีที่แล้ว

    ভাই dmx নিয়ে একটা ভিডিও কর dmx কি সিগন্যাল পাঠায় যা বিভিন্ন কালার করা যায়

  • @shameemahmed2744
    @shameemahmed2744 ปีที่แล้ว

    ভাই, আপনি যে LED দেখালেন আমরা ঘর আলো করতে যে LED লাইট ব্যবহার করি তা কিন্তু এরকম না। এগুলি সাদা। এগুলির উপর একটা ভিডিও করার অনুরোধ রইল। ভাল থাকবেন।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว +1

      ভাইয়া LED যে‌মনি হোক মূল বিষয় একই । আপ‌নি SMD LED এর কথা বল‌ছেন । সেগু‌লোর ম‌ধ্যেও ঠিক এই রকম PN junction থা‌কে । শুধু ঐগু‌লো‌কে একটু চ্যাপটা ক‌রে তৈ‌রি করা হয় R এগু‌লো‌কে লম্বা ক‌রে ।

  • @lybahtafannum2340
    @lybahtafannum2340 ปีที่แล้ว

    Awesomeeeee

  • @user-mx1bc7wn2m
    @user-mx1bc7wn2m 3 หลายเดือนก่อน

    ধন্যবাদ ভাই

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 หลายเดือนก่อน

      জাযাকাল্লাহু খাইরান ❤

  • @saibalroychowdhury9380
    @saibalroychowdhury9380 4 หลายเดือนก่อน +1

    Dada Amar Bari Katha😊

  • @Khalid-rm9kv
    @Khalid-rm9kv 2 ปีที่แล้ว

    আল্লাহ তাআলা আপনাকে সুস্থ ও নিরাদে রাখুক!

  • @m.djubaerahmad9302
    @m.djubaerahmad9302 2 ปีที่แล้ว

    Nice video. ❤️

  • @mdgolammostafarasul4011
    @mdgolammostafarasul4011 ปีที่แล้ว

    Many many thanks

  • @shafimshafim9897
    @shafimshafim9897 ปีที่แล้ว

    1 day you will have more than 1 million subscribers ins Allah

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      ইনশা আল্লাহ... জাযাকাল্লাহু খাইরান.

  • @mohammadataurrahman1165
    @mohammadataurrahman1165 2 ปีที่แล้ว

    ভাই ইলেকট্রিক হর্ণ কিভাবে কাজ করে? এর সবগুলো পার্টসের কাজ নিয়ে যদি একটা ভিডিও বানাতেন প্লিজ🙏🙏🙏

  • @sk.saidulislam1297
    @sk.saidulislam1297 ปีที่แล้ว

    Vai network theorem diye kivabe quick and difficult math solve kora jai emn video banan. Jekono circuit solve kora jabe.

  • @faysalkhan7620
    @faysalkhan7620 2 ปีที่แล้ว

    Thanks love u vai

  • @md.nurulislam2313
    @md.nurulislam2313 ปีที่แล้ว

    ভাই সুন্দর করে একটা ২০ থেকে ৩০ ওয়র্ডের মধ্যে এল ই ডি লাইট তৈরী করে দেখান যেন ১০/১২ বছর চলে। তাহলে সবারই উপকার হবে।

  • @talhaahmed5859
    @talhaahmed5859 ปีที่แล้ว

    আর সহজ শব্দে আলচনাৱ অনুৱোধ রইল

  • @rakib935
    @rakib935 ปีที่แล้ว

    Nice❤

  • @sohanhossain1871
    @sohanhossain1871 2 ปีที่แล้ว

    Good gob

  • @abhibiswas6872
    @abhibiswas6872 2 ปีที่แล้ว

    Nice video

  • @mdfahmidhossen6671
    @mdfahmidhossen6671 ปีที่แล้ว

    ভাই নট গেট সম্পর্কে একটা ভিডিও করলে খুশি হতাম

  • @RsZone0
    @RsZone0 ปีที่แล้ว

    ভাইয়া টাইম সিস্টেম সুইচ কিভাবে তৈরি করা যায় প্লিজ একটা ভিডিও দেন প্লিজ প্লিজ প্লিজ ...............।

  • @rentusaha8964
    @rentusaha8964 2 ปีที่แล้ว

    Nice dads

  • @electronic413
    @electronic413 ปีที่แล้ว

    background কালো রাখলে animation গুলো দেখতে সুবিধা হয়

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      আপনার পরামর্শের জন্য ধন্যবাদ

  • @mahadehasan1830
    @mahadehasan1830 2 ปีที่แล้ว

    ভাই ভোল্ট এম্পিয়ার কন্ট্রোল করা যায় এমন একটি চার্জার তৈরি করা নিয়ে একটি ভিডিও বানান প্লিজ প্লিজ.... 🙏🙏

  • @mdshishirahammed
    @mdshishirahammed ปีที่แล้ว

    Vai, akta problemer karone kichudin apnar video continue korte parini,,, onek miss korechi apnar video.

  • @AnandpuriTv
    @AnandpuriTv ปีที่แล้ว +1

    আমি একটি মাল্টিমিটার কিনব একুরেট মেজারমেন্ট করার জন্য ভালো হবে কোনটি

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว +1

      "sanwa" othoba "uni -t" brand er multimeter use korte paren.
      THANK YOU

  • @mirajulislam7139
    @mirajulislam7139 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @StupidFilms
    @StupidFilms 2 ปีที่แล้ว

    ধন্যবাদ❤️

  • @bengalihungry
    @bengalihungry ปีที่แล้ว

    একটি বিষয়ের উপর আপনার থেকে জানতে চাই এ বিষয়ের উপর একটি ভিডিও বানালে আপনার থেকে উপকৃত হব।
    বিষয়টি হলো একটি এলইডি লাইট ভোল্টেজ বেশি হলে অটোমেটিক অফ হয়ে যায়, আবার ভোল্টেজ কম হলে অটোমেটিক অফ হয়ে যায় এটা কি কারনে হয়। এটা কোন ইলেকট্রনিক ডিভাইসের কারণে হয় বলতে পারবেন কি।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      ভাইয়া আপনার প্রশ্নটা আমি ঠিক ম‌তো বুঝ‌তে পা‌রি নি, আপ‌নি য‌দি R একটু clear ক‌রে বল‌তেন তাহ‌লে বুঝ‌তে সু‌বিধা হ‌তো ।
      ধন্যবাদ ।

  • @mdshopik8775
    @mdshopik8775 11 หลายเดือนก่อน

    কেপাচিটার এর গানিতিক হিসাবের একটি ভিডিও দিন। DC গুলো

    • @Engineering-Technology
      @Engineering-Technology  9 หลายเดือนก่อน

      ok ভাইয়া আমি চেষ্টা কর‌বো এই বিষ‌য়ে একটা video বানা‌নোর ।
      ধন্যবাদ ।

  • @mslina4222
    @mslina4222 2 ปีที่แล้ว

    অটো কাট অফ সার্কিট নিয়ে একটি ভিডিও বানান

  • @user-Good.boy25A
    @user-Good.boy25A ปีที่แล้ว

    ভাই আমি এক টা ব্যাটারী চার্জার বানাতে চাই ব্যাটারী চার্জার টাতে দুটা এলিড বাতি থাকবে চার্জ হলে এক টা লাল বাতি জলবে আর ফোল চার্জ হলে নীল বাতি জলবে কি কি লাগ তে পারে এই চার্জর টাতে এক টা ভিডিপ বানান।

  • @rafikulislam2480
    @rafikulislam2480 2 ปีที่แล้ว

    ভাই আমি ইলেকট্রনিক্স রিপিয়ারিং শিক্ষতে চাই cercit deagram ar vedio din

  • @nsanimation6663
    @nsanimation6663 ปีที่แล้ว

    Vai optocopler niye video dou

  • @Akash-sd8lu
    @Akash-sd8lu 27 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @tanvirislam4866
    @tanvirislam4866 2 ปีที่แล้ว

    vai hall effect sencor nie video bananor kotha vulo na kintu

  • @monowarhossenbabu2565
    @monowarhossenbabu2565 ปีที่แล้ว

    আইসি নিয়ে ভিডিও টা দেন ভাই

  • @sammodiy2109
    @sammodiy2109 ปีที่แล้ว

    ভাই আমি LDR এর সারকিট বানানোর জামেলা বাদ দিয়ে, বাজারে কিছুটা সুইচ এর মতো দেকতে একধরনের LDR পাওয়া জায়৷ যার ভেতরে মনে হয় সারকিট বানিয়ে দেওয়া হয়৷ এখন আমার প্রশ্ন এগুলো কি AC/DC সব ক্ষেত্রে ব্যবহার করতে পারব৷

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      ঐখা‌নে য‌দি রি‌লে লাগা‌নো থা‌কে, তাহ‌লে অবশ্যই রি‌লের Output a আপ‌নি AC বা DC যে কো‌নো কা‌রেন্ট use কর‌তে পার‌বেন ।
      ধন্যবাদ ।

  • @hasanmiah5922
    @hasanmiah5922 ปีที่แล้ว

    ভাই আপনার সাথে আমার কিছু কথাছিল

  • @enamulislammg
    @enamulislammg ปีที่แล้ว

    Nice

  • @firojalom9901
    @firojalom9901 ปีที่แล้ว

    ভাইয়া একটা কথা বলতে চাই।

  • @sohelislam4966
    @sohelislam4966 2 ปีที่แล้ว

    ভাই মাল্টিমিটার নিয়ে একটা ভিডিও চাই

    • @Engineering-Technology
      @Engineering-Technology  2 ปีที่แล้ว

      Multimeter video ai channel Ache vaiya. please Channel ta ghure dekhen.
      THANK YOU.

  • @rajupramanik6298
    @rajupramanik6298 ปีที่แล้ว

    Sir curcrit a kono components jodi missing taka tahole bujbo koto components er man ?

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      eita hut kore bola jai na vaiya. eitar jonno apnar experience dorkar.
      THANK YOU

  • @mdfahimhossain3977
    @mdfahimhossain3977 ปีที่แล้ว

    ভাই সকল প্রকার সেন্সর এর নাম ও কাজ সম্পর্কে জানতে চাই,,
    এ বিষয়ে বাংলায় কোনো ভালো মানের ভিডিও নেই ❤❤

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      ok ভাইয়া আমি চেষ্টা কর‌বো এই বিষ‌য়ে video বানা‌নোর ।
      ধন্যবাদ ।

  • @suvankarpolley668
    @suvankarpolley668 ปีที่แล้ว

    ♥️♥️❣️❣️🙏🙏

  • @bablumondal7718
    @bablumondal7718 11 หลายเดือนก่อน

  • @buddhadebbhunia1383
    @buddhadebbhunia1383 2 ปีที่แล้ว

    Thank you so much

  • @nafiznasima3386
    @nafiznasima3386 ปีที่แล้ว

    ভাইয়া LED light একটি পেন্সিল battery দিয়ে জলে না কেন। যদি এই বিষয়ে আলোচনা করেন তাহলে উপকৃত হব।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว +1

      Vai LED er voltage Battery voltage theke besi hole jolbe na. Jemon 4 volt er LED LIGHT 1.5 volt er pencil battery diye jolbe na.
      THANK YOU

    • @nafiznasima3386
      @nafiznasima3386 ปีที่แล้ว

      @@Engineering-Technology thanks vaiya 🙂💜

  • @firojalom9901
    @firojalom9901 ปีที่แล้ว

    কথাটা হচ্ছে একটা rc receiver কি যেকোনো rc remote দিয়ে চালানো যাবে?

    • @Engineering-Technology
      @Engineering-Technology  ปีที่แล้ว

      বিষয়টা হ‌চ্ছে, প্র‌তিটা RC রি‌সিভা‌রের ম‌ধ্যেই আলাদা আলাদা ic থা‌কে । একটা রি‌সিভা‌রের ম‌ধ্যে যেই ic বা যেমন কো‌ডিং use করা হ‌য়ে‌ছে, ঠিক সেই হি‌সে‌বে RC রি‌মোট টা‌কে তৈ‌রি করা হয় । তাই কো‌নো রকম ম‌ডিফাই ছাড়া সাধারনত এক ব্রা‌ন্ডের রি‌মোট দি‌য়ে অন্য ব্রা‌ন্ডের ভিভাইস চল‌বে না ।
      ত‌বে আপ‌নি য‌দি RC রি‌মো‌টের output সিগনালটা বের ক‌রে, ঐ signal এর আদো‌লে একটা রি‌সিভার‌কে ম‌ডিফাই কর‌তে পা‌রেন, তাহ‌লে যে কো‌নো rc remote দি‌য়ে যে কো‌নো receiver কে control কর‌তে পার‌বেন ।
      ধন্যবাদ ।

    • @firojalom9901
      @firojalom9901 ปีที่แล้ว

      @@Engineering-Technology ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ।