আমি গিয়েছিলাম এই জায়গাটায়। খাবারের ভেতর চুল পেয়েছিলাম। কিচেন টা এত অন-হাইজেনিক। বিলিং কাউন্টারের পেছনেই হচ্ছে কিচেন টা, বাইরে থেকে দাঁড়িয়ে দেখা যায়। ওখান থেকে পার্সেল করে নিয়ে যায় লোকেরা। আমার খাবারের বিল করাতে গিয়ে দেখলাম, একজনের খাবার পার্সেল করছেন। খাবারগুলোকে এত বাজে ভাবে হ্যান্ডেল করছেন, আমার তো দেখে গা গুলিয়ে যায়। খাবার প্যাক করতে করতে কিছুটা রাইস বাইরে পড়ে গেল, ওমনি লোকটি সেগুলোকে কালেক্ট করে আবার সেই কন্টেইনারে ভরে দিল। এইসব কান্ড দেখে তো আমি একদম অবাক। আমার তো ভেবেই ঘৃণা পেয়ে গেল যে একটু আগেই আমি যেসব খেলাম সেগুলো কি যে কিভাবে তিনি হ্যান্ডেল করেছেন। পুরোটা ছি ছি।
Eram true unpaid review e sobai chai.. Continue ur clear opinion reviews.. keep it up..👌
Thank you sooo much❤
আমি গিয়েছিলাম এই জায়গাটায়। খাবারের ভেতর চুল পেয়েছিলাম। কিচেন টা এত অন-হাইজেনিক। বিলিং কাউন্টারের পেছনেই হচ্ছে কিচেন টা, বাইরে থেকে দাঁড়িয়ে দেখা যায়। ওখান থেকে পার্সেল করে নিয়ে যায় লোকেরা। আমার খাবারের বিল করাতে গিয়ে দেখলাম, একজনের খাবার পার্সেল করছেন। খাবারগুলোকে এত বাজে ভাবে হ্যান্ডেল করছেন, আমার তো দেখে গা গুলিয়ে যায়। খাবার প্যাক করতে করতে কিছুটা রাইস বাইরে পড়ে গেল, ওমনি লোকটি সেগুলোকে কালেক্ট করে আবার সেই কন্টেইনারে ভরে দিল। এইসব কান্ড দেখে তো আমি একদম অবাক। আমার তো ভেবেই ঘৃণা পেয়ে গেল যে একটু আগেই আমি যেসব খেলাম সেগুলো কি যে কিভাবে তিনি হ্যান্ডেল করেছেন। পুরোটা ছি ছি।
Seki!! Thle ami akai na jar vlo lge ni, sune kharap lglo, oder uchit aro hygienic way te sb ta handle kora, jai hok okhane thle r jaoa jbena
❤❤
❤