স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন। স্যার জমিতে বেগুনের বেগুন চাষে জমিতে বেগুনের চারা রোপণ না করে সরাসরি জমিতে বেগুনের বীজ রোপণ করলে ফলনশীল হবে কি না সে বিষয়ে আপনার গবেষণা মুলক পরামর্শ চাই
ভাই , আজ জানলাম জমি ও বেড তৈরি এবং মালচিং বিছানো । এরপর ধারাবাহিক ভাবে চারা রোপণ এবং শুরু থেকে কখন, কি পরিমান সার, কিটানাশক, ছত্রাক নাশক, পিজিয়ার, অনুখাদ্য ইত্যাদি ব্যবহার করতে হবে ? বিস্তারিত জানালে উপকৃত হব। অসংখ্য ধন্যবাদ ও দোয়া রইল। ময়মনসিংহ থেকে।
বিশেষ করে , স্প্রের সিডিউল (কিটনাশক ও ছত্রাক নাশক ও ভিটামিন) কখন, কোনটি, কি পরিমান স্প্রে করতে হবে একটা ছক আকারে দিলে সবাই উপকৃত হবে , ইনশা আল্লাহ।
এমনটাই আশা করেছিলাম। অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার উৎস আমাদের অনুপ্রেরণা যোগাবে। খুব তাড়াতাড়ি ভিডিও টি করা চেষ্টা করেছি তথ্য দেওয়ার জন্য এতটুকু উপকার হলে ভালো লাগবে
মালচিং দিয়ে মরিচ চাষ এর উপর একটি ভিডিও দিবেন ভাই। উপকৃত হবো।
২ ফুট বেডের জন্য ১মিটার মালচিং সব চেয়ে ভাল
এখানে মালচিং পেপার দিওয়াটা সঠিক হয়নি। আর মটিও আরো ভালো করে নিতে হতো। এখানে সমস্যা হবে গাছে জল ও সার পেতে।
বেগুন বিক্রি শুরু হয়েছে
স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ
আপনি কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন।
স্যার জমিতে বেগুনের বেগুন চাষে
জমিতে বেগুনের চারা রোপণ না করে সরাসরি জমিতে বেগুনের বীজ রোপণ করলে ফলনশীল হবে কি না সে বিষয়ে
আপনার গবেষণা মুলক পরামর্শ চাই
ফলন হবে অবশ্যই, কিন্তু বেগুনের বীজ দিলে তো নিদিষ্ট দুরত্বে রোপণ করতে পারবেন না,নিজে চারা তৈরি করে চারা রোপণ করুন
বৃষ্টি হওয়ার পরে এক থেকে দুই ঘন্টা পানি জমে থাকে এমন জমিতে বেগুন চাষ করা যাবে কী?
না
ভাই , আজ জানলাম জমি ও বেড তৈরি এবং মালচিং বিছানো । এরপর ধারাবাহিক ভাবে চারা রোপণ এবং শুরু থেকে কখন, কি পরিমান সার, কিটানাশক, ছত্রাক নাশক, পিজিয়ার, অনুখাদ্য ইত্যাদি ব্যবহার করতে হবে ? বিস্তারিত জানালে উপকৃত হব। অসংখ্য ধন্যবাদ ও দোয়া রইল। ময়মনসিংহ থেকে।
ধন্যবাদ আপনাকে
ময়মনসিংহ কোথায় আপনার বাড়ি কোন থানায়
বোরন বিঘা প্রতি -২ কেজি
ম্যাগনেশিয়াম বিঘা -২ কেজি
ভাই ভাদলা ঘাসের কারণে পলিথিন ছিড়ে যাবে
না ঘাস উঠবেই না
দাদা বেগুনের জাত গোল না লম্বা ছিল
পার্পল কিং জাত ছিল
মরিচ চাষে মালচিং পেপার ব্যবহার করা যাবে এর উপর কোন ভিডিও আছে
জি আছে
ধন্যবাদ
মালচিং দিয়ে টমেটো চাষ করা যাবে কি ফলন কেমন হয়।
করা যাবে
ডলু চুন কি? পানের সাথে যে চুন খাওয়া হয় এটা কি সেই চুন? ডলু চুন কোথায় পাওয়া যায়, বিস্তারিত জানাইলে উপকৃত হব।
ডলো চুন বাজারে পাওয়া যায়
বেড তেওরির পরে সার দেয়ার মালচিং পেপারের বিচানোর পরে পানি সেছদিতে হবে
না
চারা যেভাবে লাগান চারাতে সেভাবে লাগানোর পরে পানি দিবেন
ভাই মালচিং পেপারের সারদেয়ার পরে পেপার বিচানোর কত দিন পরে চারা রোপণ করতে হবে
ধন্যবাদ সার দেওয়ার ৭-১০ দিন পর ভালো হবে
পরে সার দিতে হলে কি করে দিতে হবে
মুলত সব সার একবারেই দিলেই হয়, পরে লাগলে কম লাগে ড্রেনে দিতে পারবেন
Pani kibhabe Diya hoi
ড্রেন দিয়ে
যখন বেগুন ধরবে তখন কিভাবে সার দিব খেতে
জানালে খুব উপকৃত হব ধন্যবাদ
মালচিং প্রযুক্তিতে সার মুলত একবারই দেওয়া হয়
ভাই মোবাইল নাবার দিবেন
নামবার দিলে ভাল হয়
ধন্যবাদ আপনাকে আমরা কোন প্রডাক্ট মার্কেটিং করিনা, আর ওনি লোকালি ছাড়া বাহিরে দিতে চায় না,কিছু দিন আগে ওনার স্বামী মারা গেছে
Numberta din dada
ভিডিও করার আর কোন কৃষক পাননি
আপনার আছে কি