কেন ডিপিএস বা মাসিক সঞ্চয় বা জীবন বীমা করেন না DPS Savings Insurance Explained in 5 Minutes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, ওয়েল্ডার, রাজমিস্ত্রি, রডমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার যারা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন কাজকর্ম করেন তারা কেন জীবন বীমা বা চিকিৎসা বীমা বা সন্তানের জন্য শিক্ষা বীমা বা মাসিক সঞ্চয় বীমা (DPS) করেন না। ‘একটু জানতে চাই”। **একবারও কি চিন্তা করে দেখেছেন আপনার আয়ে আপনার পুরো পরিবার চলে যদি কোন দুর্ঘটনাবসত আপনি পরিবারে না থাকেন তাহলে এই পরিবারটার কি হবে!
    *** ভাই আমাকে খারাপ ভাববেন না, আমরা সবাই জানি বীমা মানেই বাটপার। কিন্তু আমরা যে ফ্যাক্টরি গুলোতে কাজ করি সেই ফ্যাক্টরি গুলোর সকল আসবাপত্র, তৈরিকৃত প্রোডাক্ট, মেশিন, বিল্ডিং, গাড়ি সবকিছু বীমা করা। যদি বীমা কোম্পানিগুলো খারাপ হতো তাহলে, তারা এত কোটি কোটি টাকার সম্পদ বীমা করত না। একটা কোম্পানি, আগুন লেগে যদি সবকিছু পুড়ে যায় তাহলে কোম্পানির বীমা করা থাকার কারণে সমপরিমাণ অর্থে চেয়েও বেশি, বীমা থেকে ক্ষতিপূরণ হিসাবে পায়।
    *** আর আমরা সাধারণ শ্রমিক কিছুই পাই না কারণ আমাদের বীমা করা থাকে না। কর্মক্ষেত্রে আমাদের দুর্ঘটনা ঘটলে চিকিৎসার জন্য কোম্পানিগুলো সামান্য কিছু টাকা দিয়ে দায় সারে, যা দিয়ে আমরা ভালোভাবে নিজের চিকিৎসা করতে পারিনা আবার কিছু কোম্পানি সামান্য কিছুও দেয় না।
    *** যদি প্রত্যেকটা শ্রমিকের একটি চিকিৎসা বীমা বা কোন ডিপিএস জাতীয় বীমা করা থাকে তাহলে সে যদি কখনো অসুস্থ হয় তার চিকিৎসা বাবদ যতো টাকা খরচ হবে সব বীমা কোম্পানি বহন করবে। আর যদি তার জীবনে কোন দুর্ঘটনা না ঘটে তাহলে মেয়াদ শেষে জমানো টাকা লাভ সহ ফেরত পাবে। আর যদি ডিপিএস চলাকালীন লাইভ লস করে তাহলে সাত দিনের ভিতর বীমার পূর্ণ টাকা লাভ সহ ফেরত পাবে।
    আসলে সব বীমা কোম্পানি খারাপ না। ভালো-মন্দ সব জায়গায় আছে। ভালো কোন কোম্পানিতে দেখে শুনে বীমা করলে লাভ আছে কিন্তু লস নেই। সেরকম একটি ভালো বীমা কোম্পানি হল “সোনালী লাইফ ইন্সুরেন্স”
    এই কোম্পানি প্রত্যেক মাসে শতভাগ বিমা দাবি পরিশোধ করে। বীমার মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে চেক প্রদান করে এবং যে দিন মেয়াদ শেষ হয় সেই দিনে গ্রাহক ব্যাংকের মাধ্যমে টাকা পায়। মৃত্যু দাবি সর্বোচ্চ সাত দিনের মধ্যে পরিশোধ করা হয়। অত্যাধুনিক আইটি সিস্টেম থাকার কারণে বিকাশ, রকেট, নগদ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রিমিয়ামের টাকা সরাসরি কোম্পানিতে জমা দেয়া যায়। নগদ টাকা হাতে লেনদেন করা হয় না।
    এই কোম্পানিতে মাসে ১০০০ টাকা করে দশ বছর মেয়াদী একটি ডিপিএস করলে মেয়াদ শেষে কত টাকা এবং কি কি সুযোগ সুবিধা পাবেন
    প্রথমত ডিপিএস টি ভালো ভাবে চালালে দশ বছরে টাকা জমা হবে এক লক্ষ বিশ হাজার
    আপনি মেয়াদ শেষে ফেরত পাবেন লাভ সহ এক লক্ষ আশি হাজার টাকা থেকে 2 লক্ষ টাকার মত
    এই কোম্পানিটি ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত তাই কোম্পানির লাভ বেশি হলে আপনিও লাভ বেশি পাবেন আর কোম্পানির লাভ যদি কম হয় তাহলে আপনি কম লাভ পাবেন
    দ্বিতীয়তঃ এই ডিপিএস চলাকালীন যদি আপনি কোন বড় ধরনের অসুস্থ হন তাহলে তার চিকিৎসা খরচ বাবদ দেড় লক্ষ টাকা পর্যন্ত এককালীন দিয়ে দেবে। যার ফেরত নিবে না।
    তৃতীয়তঃ কর্মক্ষেত্রে আপনার যদি কোন অঙ্গহানি হয়ে যায় যেমন হাত পা চোখ এগুলো ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যায় তাহলে তখন থেকে ডিপিএস এর কিস্তি দিতে হবে না। এবং সাত দিনের মধ্যে ১০ বছর চালানোর পর যে টাকা পাওয়া কথা ছিল সেই টাকা পেয়ে যাবেন
    চতুর্থত ডিপিএস চলাকালীন বা ডিপিএস এর এক কিস্তি দেয়ার পর যদি কোন গ্রাহকের মৃত্যু হয় তাহলে তার নমিনি ৭ দিনের মধ্যে বিমা অংকের সমপরিমাণ টাকা পাবে।
    পঞ্চমতো ডিপিএস চালানোর মেয়াদ ৩ বছর হলে এখান থেকে আপনি বিনা সুদে লোন নিতে পারবেন।
    ***যদি কেউ করতে চান তাহলে আমার ইনবক্সে মেসেজ করুন।
    ডিপিএস
    ডিপিএস মানে কি
    সঞ্চয়
    বীমা
    বীমা কি
    জীবন বীমা
    ইলেকট্রিশিয়ান
    বীমা কাকে বলে
    ডিপিএস জীবন বীমা
    DPS bank
    insurance agent
    dps jibon bima
    #DPS #ডিপিএস #বীমা #ব্যাঙ্কওবীমা

ความคิดเห็น • 4

  • @t_hs_m4799
    @t_hs_m4799 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ 😊

  • @Ek.Emran.123
    @Ek.Emran.123 หลายเดือนก่อน +1

    ভাই আমি ৩টা কারেন্ট খাম্বা আনতে চাই.. কি ভাবে আনতে পারবো.. বলে উপকার হতাম

    • @PowerTechTutorial
      @PowerTechTutorial  หลายเดือนก่อน

      এটার জন্য আপনার স্থানীয় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে হবে ভাই