৩০০০টাকা মিষ্টির কেজি, অবাক ভোক্তা কর্মকর্তা | Sweet Price | Vokta Odhikar | Kalbela
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #voktaodhikar #voktaodhidoptorovijan #sweetprice #bdnews #kalbela
৩০০০টাকা মিষ্টির কেজি, অবাক ভোক্তা কর্মকর্তা | Sweet Price | Vokta Odhikar | Kalbela
Welcome to Kalbela News! We've got your back for breaking news, current affairs, politics, entertainment, sports, and more - all in one spot. Our awesome team is all about giving you the real scoop, keeping you in the loop on what matters.
Hit that subscribe button now so you won't miss a thing! Join our growing community of savvy viewers. Thanks for choosing Kalbela News as your go-to news source!
»» Our Facebook Pages:
Kalbela Online: / kalbelanewsonline
Kalbela World: / kalbelaworld
Kalbela : / kalbeladigital
Kalbela Entertainment: / kalbelaentertainment
Kalbela Sports: / kalbelasports
kalbela.com : / kalbelaonline
Kalbela News: / kalbelanewsmedia
»» Our TH-cam Channels:
Kalbela News: / @kalbelanews24
Kalbela World: / @kalbelaworld24
Kalbela Entertainment: / @kalbelaentertainment
Kalbela Sports: / @kalbelasports24
Kalbela : / @kalbelaonline
»» Our Other Social Platforms:
TikTok: / kalbela_news
Instagram: / kalbela_news
Twitter: / kalbeladigital
LinkedIn: / kalbeladigital
Sound Cloud : / kalbelanews
For More Update, Stay Tuned!
Website : www.kalbela.com
Kalbela has the sole rights to all contents and it does not give permission to any business entity or individual to use these contents except The Daily Kalbela (Kalbela Media Limited).
Fair Use Notice:
This channel may utilize certain copyrighted materials without explicit authorization from the rights holders. However, the materials used here are employed within the bounds of "Fair Use," as defined in The Copyright Act 2000, Law No. 28 of the year 2000 of Bangladesh, under Chapter 6, Section 36, and Chapter 13, Section 72. In accordance with this law, "Fair Use" is permissible for purposes such as critical analysis, commentary, news reporting, educational instruction, scholarly research, and similar uses. "Fair Use" allows for the utilization of copyrighted material in ways that would otherwise constitute infringement. The primary aim is to promote non-profit, educational, or personal use, thus favoring the principle of fair use.
"Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976" permits "fair use" for purposes including criticism, commentary, news reporting, teaching, scholarly research, and more. This provision in copyright law allows for the utilization of copyrighted content that might otherwise be considered infringement. It is designed to tip the balance in favor of non-profit, educational, or personal use.
Keywords: latest bangladeshi news | top bangla news | Kalbela News | Kalbela Online | Bangla songbad | News Bangladesh | Bangladesh news | Breaking News | bangla news online | Bangladesh News| news | | desher khobor | saradesh | Bangladesh news | interesting news | updates now | trend now | দেশের খবর | সারাদেশ | বাংলাদেশের খবর | কালবেলা | কালবেলা নিউজ
আপনারা যে টাকা জরিমানা করেন " সেটা তাদের ১ দিনের আয়ের চেয়েও কম 😅😅
যার জন্য সাবধান হয়না😅
আইন, শাস্তি, যত কঠিন হবে, তারা ততই সচেতন হবে ❤
কঠিন বিচার করে আইনের আওতায় রিমান্ডে দিয়ে সবাই করাই সমভাব
Sohomot
ভোক্তা অধিদপ্তর বিতর্ক হয়ে যাচ্ছে যেখানে জরিমানা করা দরকার ১০ -২০ লক্ষ সেখানে অল্প আর যেখানে বেশি জরিমানা করে।
ভোক্তা অধিকারের আইনে এত ক্ষমতা নাই
@@MRXenon-o8b১লক্ষ তো দিতে পারে
Sorboccho 50k
@@Random23 amito 1 lokko ditay o dekhlam sorbosso 50 kibaby bolben 🤔🤔😊
নির্দিষ্ট আইন আছে, আইনের বাহিরে গিয়ে জরিমানা করা যাবে না।
*লোক দেখানো অভিযাব*
*ফলাফল দিন শেষে শুন্য*
*কঠিন থেকে কঠিন হতে হবে*
Chor jodi churi kore..joto kothin hon..kaj hobe na..
sottyo.. kono lav hoyna ovijan kore.. kothin shsti dile somvob
যারা কিনে তাদের খুঁজে বের করুন আয়ের উৎস বের করুন দেখবেন 3000 না 300 টাকায় কিনতেও সাহস পাবে না, তখন দাম এমনি কমে যাবে
একদম ঠিক কথা।
Jara freelancing kore?tader ki bolben?
Got scammed
এতো টাকার মিষ্টি কিনে কে তাদের বের করেন তাদের টাকা আশে কোথা থেকে,দেখেন ছাগল কান্ড হিসাব আসবে।
Are deshe ki boro lok nai
Correct 💯
Bal ache boro lok@@KAZISAMIFOOtBall
বেকুবের মতো কথা,
অনিয়ম পেলে কঠিন থেকে কঠিন শাস্তি দাবী করছি।
এরা টাকাকে তেজপাতা মনে করে জরিমানা করা হোক ১০ লক্ষ টাকা
বসুন্ধরা গ্রুপে যায় না কেন, স্বপ্ন তে যায় না কেন
বসুন্ধরা গ্রুপে কেন যাবে ভাই,এদের সকল পণ্য উন্নত মান সম্মত। তাদের আটা,ময়দা,তেল,ডাল,নুডলস সহ সকল পণ্য আনরজাতিক মানের।
@@shimul1972দালাল😂😂
একটা পন্যের কি দাম হবে সেটা নির্ভর করে:
-- পন্য কি কি উপাদান দিয়ে তৈরি
-- উপাদান এর পরিমাণ কতটা
এরপর ভিত্তি করে মূল্য নির্ভর করে।
কীভাবে এক কেজি মিষ্টির দাম তিন হাজার টাকা হয়??????
-- যেখানে এক লিটার দুধের দাম -- সর্বোচ্চ ১০০/- টাকা।
-- এবং অন্যান্য কি উপাদান দিয়ে তৈরি তার একটা হিসাব প্রতিটি মিষ্টির প্যাকেট এ লিখে রাখা উচিত।
Jeta likhe rakhbe seta e to dibe na thikh mato, era panner man er cheye dokan er sondorjer gurutto besi diye thake,ar ulta palta price nirdaron kore
এক সময় মিস্টির দোকানে কাজ করতাম অনেক কিছু জানি বুঝি কিন্তু কিছু বলতে পারছি না।
জাফরান ভোগ মিস্টি ৩০০০|= কেজি প্রথম শুনলাম।
এই মিষ্টি কি দিয়ে তৈরি করে জাতি জানতে চাচ্ছে....?
যাদের এমপি মন্ত্রী দের মতো হারাম ইনকাম তারাই খেতে পারবে
রাশিয়ানে.........দিয়ে।😊
ব্যাটা বুঝনা এটা তার বউ তার মায়ের এবং দোকানের মহিলা কর্মচারীর দুধ দিয়ে তৈরি করে তাই এটার এত দাম বুঝো না ব্যাপারটা
আমি জানতে চাচ্ছি না কারণ পাগল ছাড়া আর কেউও এই মিষ্টি কিনবে না,lol😂
স্বর্নের প্রলেপ দিয়ে,,,,
এগুলোর কাস্টমার যারা স্বৈরাচারী সরকারের মন্ত্রী ছিলেন তারাই খরিদ করতে পারবে সাধারণ মানুষ কিন্তু পারবে না
100% bhai
akhon jara asa tara kentasa nah??akhon to r hasena nai tahola aigolo khai ka??😢😢😢
বাংলাদেশের মিস্টির কেজি ৩০০০ টাকা আমার ধারণার বাইরে ছিল!!
এইসব মিস্টির ক্রেতা কারা এবং কি দিয়ে বানানো??
দুর্নীতির টাকা হইলে 300 টাকার মিষ্টি 3000 টাকা হয় এটাই স্বাভাবিক
তোমার বাবা বানায় ২০০টাকায় মিষ্টি 😂😂😂
@@MDHamimIslamShefat misty minimum 240 tk te bikkry hoitese sada ta
১২০ টাকা করে কেজি ও মিষ্টি পাওয়া যায় তবে সেটার মান ও তেমন,তবে সে জন্য ৩০০০ /- সম্পূর্ণ অযৌক্তিক, এটা অস্ত্র ছাড়া ডাকাতি। @@MDHamimIslamShefat
240৳ te ata dea misty hobe 😂😂
@@Alaksa-shop You have no idea bro. But if you want to try premium misty(from brand shop) then apnake atleast 600 tk spend korte hobe.
স্যারের ব্যবহার ও কথার মাধুর্যতা অনেক ভালো লাগে।
ইন্ডিয়া তে ৫০০০০ টাকা প্রতি কিলো মিষ্টি ও পাওয়া যায়। এতে কি হলো , ও মানুষ কে বিক্রি করতে পারছে, জোর করে তো কিনতে বলছে না। যে সস্তা মিষ্টি খেতে চায় সে সস্তা খাবে। যে দামি খেতে পারবে দামি খাবে।
যারা কিনছে তাদের ইনকাম সোর্স দেখা দরকার
নাম মাত্র অভিযান।
জীবনে প্রথম বার শুনলাম এমন কিছু আর এতো দাম সবকিছু শুধু বাংলাদেশে সম্ভব 😂
হালাল ইনকামে এই দামের মিষ্টি কি খাওয়া সম্ভব???
না
সম্ভব
সঠিক বলেছেন ভাই
ji possible. Tobe tara kisher dud use kore sweet banay eita jante chai
যোগ্যতা থাকলে সম্ভব। অযোগ্যদের জন্য ১০ টাকা কেজি কিনাও সম্ভব না
মেয়াটা খুবই স্মার্ট। ❤
দামে তো কোন প্রভাব পড়ে না। সাধারণ মানুষের সাধ্যের বাইরে।
এই রকম অভিযান সারাদেশেই দরকার।
হাউজিং কোম্পানি গুলোতে অভিযান পরিচালনা করা উচিত
আরে ভাই, এরা তো লুটেরাদের টাকাই লুটতেছে, সমস্যা কি?
তারচেয়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের পকেট যারা কাটতেছে, তাদেরকে ধরেন।
350 tk kg কত কেজি লাগবে আপনাদের আমাকে বলেন? টাকা মনে হচ্ছে গাছের পাতা
Manos kina kano boycott korlai hoi
বাজার এ মনে হয় জান না, এদের তো কমই আছে অন্য দোকানের তো আরো দাম 😅
অবৈধ ভাবে যাদের কোটি কোটি টাকা ইনকাম করে এই মিষ্টি সুধু তাদের জন্য কারন তাদের তো টাকা নষ্ট করার জাইগা পাই না।তাই এসব কিনে পার্টি করে
Tai naki @@ksr2070
pore video dekhte cai kal bela thake .amar prio online new chinnel ei ta
উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা যেখানে ৩৬০০ টাকা কেজির বিস্কুট খেত সেখানে ৩০০০ টাকার মিষ্টি খুব একটা অদ্ভুত মনে হয় না
আইন গরীব দের এক
বড়লোকদের জন্য আরেক
এদের শান্তি দেওয়া উচিৎ
South Korea থেকে দেখলাম জানলাম 😅😅😅
Fine coren
এক কেজি মিষ্টির দাম 3 হাজার টাকা অথচ রেখেছেন সাধারণ প্লাষ্টিকপাত্রে কি দারণ আমাদের দেশ। এর আগে শুনেছিলাম জিলাপী এক কেজি 10 হাজার টাকা পরে জানলাম সোনা দেয়া আছে। কি অবাক আমরা দুনিয়ার তথা সমাজের বিলাসিতা নিয়ে প্রতিনিয়ত ভাবছি। 😏🤒😴
ভাই তাহলে কি বালতি ইউজ করবে?
আমাদের পাশের দোকানে সুগার ফ্রী মিষ্টি এটা কেজি ৬৫০ টাকা
স্যার আমার জীবনেয় এই প্রথম শুনেছি 3000 হাজার মিষ্টি
গুলশানের ভবনের এক এক তলার মাসিক ভাড়া ৮ থেকে ১২ লক্ষ টাকা - ওই ভাড়ার টাকা দিয়ে ৩০০ টাকার মিষ্টি কী খেয়ে পোষাবে??
আই ভাই তিন হাজার কেন দশ হাজার দিয়ে মিষ্টি বিক্রি করুক, যার টাকা আছে সে খাবে, এইসব না দেখে গরিবের খাবার দেখেন ডাল, মাছ, ভাত, এগুলোর দাম কমান।
ভাই মিষ্টি এই প্রথম দেখলাম 3000 টাকা কেজি, আমার বাপের যুগেও দেখেনি।
ঢাকা চিড়িয়াখানার মধ্যে বিভিন্ন খাদ্য পণ্যের দাম প্যাকেটের গায়ে লেখা মূল্যের থেকেও বেশি টাকা নেওয়া হয়। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ চিড়িয়াখানায় আসে।
স্যার, অনেক অনেক ধন্যবাদ।
ছোট প্রশ্ন হচ্ছে, আমরা কাস্টমার যারা ক্রয় করতে যাই, আমরা কিভাবে জানবো প্রডাক্ট এর তারিখ, তাদেরকে জিজ্ঞেস করলে এমনভাবে তাকায়, তখন কাস্টমার লজ্জায় চুপ হয়ে যায়, প্লিজ! আমাদের জন্য প্রডাক্ট এর তারিখ জানা বা ডিসপ্লের ব্যবস্থা করলে উপকৃত হব।
Sir..jarimanar Poriman eto kom keno.sir beshi kore korben please..
ঢাকা শহরের ভালো কোয়ালিটির মিস্টি বেশিরভাগ ৭০০-১২০০ টাকা,প্রিমিয়াম সুইটসের মিস্টির দাম প্রথম থেকেই বেশি কিন্তু কোয়ালিটিও বেস্ট। কাস্টমার যদি থাকে দামী মিস্টির তাহলে ভোক্তা অধিকারের সমস্যা কোথায়?তোমরা দেখ ভেজাল করছে কি না,ওজনে কম দিচ্ছে কি না।যাদের টাকার সমস্যা তারা দোকানের মিস্টি কিনে না খেয়ে বাসায় বানায়ে খেতে পারেন। এতে যদি না পোসায় তাহলে মিস্টি খাওয়া বন্ধ করে দেন স্বাথ্য ভালো থাকবে। এতো চাপ নেওয়ার দরকার নাই।
যেইটা ফেরত নিয়ে যায় বিক্রি না হলে বলতেসে সেইটাই যে আবার কাল নতুন মিষ্টি বলে দোকানে পাঠায় না তার কি প্রমাণ ।?????
কারখানায় গিয়ে দেখা উচিত । একমত হলে লাইক দিন
Bishnu store 💕
এই সকল ব্যবসায়ী দের এখনি আইনের আওতায় আনা হোক কঠিন বিচার শাস্তি হওয়া উচিত।।
কাঁচা বাজারে যান প্রিমিয়ামের মিস্টি সবাই খায়না,যা সবার প্রয়োজন সেগুলো কন্ট্রোল করার চেস্টা করেন
সারাদিন কাঁচাবাজারে পড়ে থাকে উনি চোখে দেখান না...? টাকা কয়েকদিন ইলিশ বাজারে অভিযান চালালো আপনি জানেনই না। না জেনে মন্তব্য করা উচিত নয়
@@KajolKhan-t4g শুধু অভিযান করলে চলবেনা দাম কমানোর ব্যবস্হা করতে হবে।ওনি শুধু চিন্হিত করে চলে আসবেন আর আমরা ক্যামেরায় দেখে জানবো তা একজন সরকারী কর্মকর্তার কাজ না ভাই।
বেক্সিমকোর একটি মিষ্টির দোকান আছে ওটাতে ভোক্তা অধিকারের অভিযান চাই
আমরা সাধারণ মানুষ যা কিনে খাই সেগুলোর দাম কমানোর ভাই, ওগুলো বড়লোকের খাবার ওনারা কিনে খেতে পারে,
যাদের টাকা আছে তাদের জেল দিতে হবে আর যাদের টাকা নেই তাদের টাকা জরিমানা করতে হবে। তাহলে কাজ হবে মনে হয়। জরিমানা এবং শাস্তি আরো বাড়াতে হবে। তা নাহলে এগুলো চলতে হবে।
পৃথিবীর অনেক দেশেই অনেক খাবার এক্সপেনসিভ। সাধারণ মানুষ এদের ভোক্তা নয়। এদের না ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করুন। ফালতু অভিযান বন্ধ করুন।
রাইট
সাজার কোন আইন কি আপনাদের কাছে নাই শুধু জরিমানা জরিমানা খেলা করতেছেন জনগনের সাথে। আপনাদের প্রতি জনগণের আস্থা আছে সেই আস্থা ধরে রাখেন।
ভোক্তা অধিকার আই ওয়াস করে,
Joy BANGLA
ভয়ে জরিমানা করে নাই।
জি খানে রেড করা হয় আগে যোগাযোগ করলে শিখানে সব গুছানো হয়ে যায়। আর যেইখানে যোগাযোগ হয় না সেইখানে সব সমস্যা ধরা পড়ে। বেশির ভাগ ইন্টারকানেকশন মেইনটেইন করে করা হয়।😅
3000 টাকা সুগার ফ্রি মিষ্টি। ধরেন ১০০০ টাকা মিষ্টি বাবদ, ৫০০ টাকা কেজি প্রতি কারেন্ট বিল আর ফ্রিজ ভাড়া বাবদ ৫০০ টাকা দোকান ভাড়া বাবদ কেজি প্রতি ৫ ০০ টাকা আর কর্মচারী বাবদ কেজি প্রতি ২০০ আর দোকানের খরচ বাবদ কেজি প্রতি ৩০০ এই ৩০০০ টাকা
আপনাদের কাছে জোর হাত করে বলছি সিলেটে একটু ভুক্তা অধিকার পরিচালনা করেন,এই মাত্র বাজারে জিজ্ঞেস করলাম ইলিশ কেজি ৬০০ গ্রাম দাম চায় ১৫০০ টাকা পিয়াজ চাইছে ১১০ আর ১২০ টাকা।
অনেকে বলছেন জরিমানা বেশি করার জন্য, আসলে জরিমানাটা করতে আইনের বিধান মোতাবেক করা হয়। জরিমানা করার চাইতে বড় শাস্তি হচ্ছে জনগণকে অবহিত করার কারণে তাদের বেচা বিক্রি কমে যাবে এটাই তাদের সব চাইতে বড় শাস্তি।
দাম তো হবেই, পরমাণু ইউরুমিনিয়াম তৈরি মিষ্টি
ভোক্তা অধিকারের জরিমানা দেখে সন্দেহ মনে হয়, সে হয়তো বুঝায় অল্প জরিমানা করলাম, ঘুষ ঠিক জায়গায় দিয়ে আসো তাছাড়া জরিমানা বড় হবে।
যিনি ইন্সপেকশানে গেছেন তার প্রতি অনুরোধ করেই বলি। যত বেশি পারেন বাসায় নিয়ে যান। দাম যেহেতু ৩০৫০ টাকা প্রতি কেজি সেহেতু সোনা চান্দি কিছু পাবেনই।
আর যদি না পান তাহলে মামলা দায়ের করুন কেন এক কেজি মিষ্টির দাম ৩০৫০ টাকা
নিত্য পন্যের দাম যেভাবে বাড়ছে ওই দিকে একটু নজর দেন।
নিত্য পন্যের দাম কমাতে পারলে আমাদের মত সাধারন মানুষের উপকারে হবে।
৩,০০০ টাকার মিষ্টি আমরা খামুও না, আমাদের দরকারও নাই।
প্রিমিয়াম সুইটস নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে সেরা ব্র্যান্ডেড মিষ্টি। প্রিমিয়াম সুইটস সব কিছুতেই হাইজেনিক মেনটেন করা হয়, এবং ডেইলি ফ্রেশ মিষ্টি পাওয়া যায়। প্রিমিয়াম সুইটস মিষ্টির কাস্টমার হাই ক্লাস, হাই প্রোফাইল।❤❤❤
ধনী রাষ্ট্রের মধ্যে এক কেজি মিস্টির এত দাম হয় না, আর বাংলাদেশের কথা কি বলবো। আমাদের বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র হয়ে যাচ্ছে🥲🥲🥲
অরজিনাল এক কেজি ঘী দাম 1200, আজ ছানার দাম 350 । সম্পূর্ণ ভুয়া মিষ্টি। কোন সৎ লোকের মিষ্টি কিনে খেতে পারবে না।
ওনারে ভালো মনে করতাম ওনি মানুষের বাহুবা পাবার জন্য কাজ করে নয় তো ওনাকে মানুষ ভয় পাবে না কেন
মনে হয় যারা দুর্নিতি করে ওনাকে দেখলে তারা খুশি হয়
বাংলাদেশে সব কিছুই সম্ভব (১) এক কেজি মিষ্টি (৩০০০) তিন হাজার টাকা তা-ও মাএ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন
মিষ্টি দোকানে গিয়ে এসির বাতাস খেয়ে অভিযান না চালিয়ে খুচরা বাজারে গিয়ে সাধারণ মানুষের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা উচিত
বাংলাদেশের এমন কন মানুষ আছে যারা ৩০০০/২০০০ টাকা কেজি মিষ্টি কিনে খায় 🫵🏼😢😡
2010 সাল থেকে,
প্রিমিয়াম সুইটস, বস সুইটস,
এদের মিষ্টি 5000-7000 করে কেজি বিক্রি করে,
এত দিনে অভিযান করে লাভ কি?
তাদের প্রোডাক্ট কোয়ালিটি 100%
অভিনয় অভিযান।
অবাক বিষয় সাত সকালেই এত বিক্রি এসব মিষ্টির! কাস্টমার বহু!
চট্টগ্রামে প্রত্যেক বেকারিতে অভিযান চালানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি বক্তা অধি দপ্তর কে বিশেষ করে চট্টগ্রামের পাহাড়তলী ঈদগাহ কাঁচা রাস্তায় অবস্থিত রুপসা বেকারিতে কারন এরা ৫ ই আগস্টের পরে প্রত্যেকটা জিনিসের দাম অতিরক্ত বাড়িয়ে দিয়েছে
onek daam rakhe
This kind of shop should have digital cash register.
আমি অনেক দেখেছি ভোক্তা অধিকার নামমাত্র জরিমানা করে, 300 টাকা কেজি মিষ্টি খেতে পারে না সাধারণ মানুষ এখানে 3000 টাকা কেজি মিষ্টি, জানিনা কি দিয়ে তৈরি হয়, আমাদের দেশ অনেক উন্নত এখন এর জন্যই মিষ্টির দাম মাত্র 3000 টাকা কেজি
অবৈধ টাকাকে রূপান্তরিত করার প্রক্রিয়াগুলোই এমনভাবে তৈরি বিভিন্ন পন্যের মূল্য অত্যাধিক বৃদ্ধি করে বাজারজাত করার মাধ্যমে। এদের আড়ালে থাকে কালো তালিকাভুক্ত মানুষগুলো।
Minimum 10 lakh taka jorimana kora ouchat, bablu from dhaka
এত দামের মিষ্টি কোন স্বৈরাচার খায়
Premium sweets ,Bikrompur ,meena sweets ,Nonny dhoren
এ সমস্ত প্রতিষ্ঠানে কমপক্ষে ৫ লাখ টাকা জরিমানা করা দরকার।
জরিমানা কি অপরাধে করবে??
কাস্টমার কে বাসি পচা দিছে নাকি ডেট ওভার দিছে নাকি ওজনে কম দিছে কোনটা???
জব্বার সাহেব মিষ্টির দোকান খুব ভালোবাসে। টিপটপ থাকা যায়। ইলিশের মোকাম ও কাঁচা বাজারে তার যত অনীহা। কেনরে ভাই??
আওয়ামিলীগ নাইত এখন ৩০০০ টাকা কেজি কে খাইবে 😅
Bnp aste na bhai ki bolen
এখন সমন্বয়করা খাচ্ছে। সাথে জামায়াতে ইসলামি। কয়দিন পর বিএনপি খাবে
66/ 76 /L samanya dairy products start
Ghee 1400/3300 hotepare bhalo quality eto inflation
India te 2024
Next ?
Kaukei Bose thakle hobe na
Social media theke dure hoteu hobe efforts dite hobe
এই মিষ্টি মঙ্গল গ্রহের এই জন্য এতো দাম 😂😂😂
কে খায় এ মিষ্টি আমরা তো কোন দিন খেতে পারবো না। হায়রে বাংলাদেশ মিষ্টি র এতো দাম। sir বাসায় নিয়ে জান আর শাস্তি দেন সারা বাংলাদেশের সব বাসায় ১কেজি করে মিষ্টি ওরা দেবে ভিখারি থেকে মেথর কেউ বাদ যাবে না। তবেই ওদের সঠিক শাস্তি হবে। আমি হলে আমি এই শাস্তি দিতাম।
২০০ টাকা কেজি মিষ্টি খাইতে পারিনা
যাই হোক হোক দেখতে তো পারলাম 😅
ধানমন্ডিতে Dosa express নামে একটা রেস্টুরেন্ট আছে সব কিছুর দাম এত বেশি ধারনান বাইরে,
full video koi pabo
স্যার ভয় পেয়েছেন
20 হাজার টাকা কেজি বিক্রি হয়েছিল জিলাপি। সেখানে অভিযানের ভিডিও চাই।
এতো দামী মিষ্টি কে খায়😳!! আল্লাহ রেএ
এই সভ জায়গার বড়ো ধরনের জরিমানা করা উচিং কিন্তু এনারা সেটা করে না, অল্প টাকা জরিমানা করে আর ছোট জায়গায় বড়ো ধরনের জরিমানা করে, এই গুলো করা তো ঠিক না,,,,
মূলত আসলেই এদেশের এমন অনেক কিছুই আছে যা নামে খাঁ ...
এর কারন দুর্নীতি অবৈধ অর্থ...
আমারে সর্বোচ্চ বড় হোটেলের চেয়ে ভালো লাগে লোকাল চানা মিষ্টি আছে এমন কিছু দোকান...
আমার ১ মিস্টি কিনতে হলে ১০ দিন কাজ করা লাগবে
দামতো কমই।।আরো ৯ বছর আগেও ৩০০০টাকা করে মিষ্টি কিনেছি।।।
সারা দেশে কি ২ , ১ জন ভোক্তা অধিকার কর্মকর্তা । নাকি সারা দেশে ব্যাপক ভাবে অভিযান করা উচিত
আমি চাই টাকা না ১০/২০/৩০/কিংবা ৬মাসের জেল only মালিক no স্টাফ 😢
দিছ ইজ বাংলাদেশ
সারা দিনে ১০ কেজি মিষ্টি বিক্রি করলেই চলে এত কষ্ট করে লাভ কি?
এইসব না করে উনাদের বলেন ডিম আর মুরগির বাজারে যেতে। ডিমের খাঁচি কিভাবে ৪০০+ হয়?