ভাইয়া আমি বয়স সংশোধনের জন্য একটি 300 টাকার স্টাম্পে হলফ নামা করেছি। কিন্তু ৩ পেইজের এই হলফ নামাটি ২ পেইজ আপলোড করার অপশন দিছে। তাহলে এখন আমি আরেক পেইজ কিভাবে দিব?
ভাই ফরম ১ এ ঠিকানা টা বুঝলাম,,বাকি যে ঘর গুলা আছে,,আমার বাবার নামটাও সংশোধন প্রয়োজন,,ঠিকানার পাশাপাশি পিতার নামের ঘরেও,,কি ভূল এবং সঠিক নাম লেখা যাবে,,আর লিখলে কি তা সংশোধন হবে
Ai papers golo ki ager address ar nirbachon office a dite hobe?
Na, notun address a
জমা কোথায় দিবো ? যেখানে স্থানান্তর হতে যাচ্ছি সেখানে? না কি আমার স্থায়ী ঠিকানা যেখানে আছে অইখানে?
ভাইয়া আমি বয়স সংশোধনের জন্য একটি 300 টাকার স্টাম্পে হলফ নামা করেছি। কিন্তু ৩ পেইজের এই হলফ নামাটি ২ পেইজ আপলোড করার অপশন দিছে। তাহলে এখন আমি আরেক পেইজ কিভাবে দিব?
পিডিএফ ফাইল করে নিন।
৯ নং ওয়ার্ড এ আছে ৮ নং ওয়ার্ড এ যাবো ওয়ার্ড পরিবর্তন করতে চাই এটা প্রসেসিং কি স্থায়ী ঠিকানার মতোই
না বর্তমান ঠিকানা পরির্তনের নিয়মে করবেন আগে। সংশোধন হওয়ার পরে ৮নং ওয়ার্ডকে স্থায়ী ঠিকানা করার জন্য স্থায়ী ঠিকানা পরিবর্তনের নিয়মে আবেদন করবেন
@@120_mdsarowarhossain8অসংখ্য ধন্যবাদ সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন আমি একজ টেলিকম এন্ড কম্পিউটার দোকানী অনলাইন এর এসব কাজ কারি
ভাই ফরম ১ এ ঠিকানা টা বুঝলাম,,বাকি যে ঘর গুলা আছে,,আমার বাবার নামটাও সংশোধন প্রয়োজন,,ঠিকানার পাশাপাশি পিতার নামের ঘরেও,,কি ভূল এবং সঠিক নাম লেখা যাবে,,আর লিখলে কি তা সংশোধন হবে
না, সেটার জন্য আলাদা আবেদন করতে হবে। সে বিষয়ে এই চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন।
আবেদন ফরম কোথায় জমা দিব..যেখানে বর্তমান কার্যলয় আছি সেখানে নাকি যেখানে স্থানান্তর হবে সেখানে।
যেখানে স্থানান্তর হবেন
ভাই, বর্তমান ও স্থায়ী উভয় ঠিকানা ফুল চেঞ্জ হবে। এবং ভোটার এরিয়া সংশোধিত বর্তমান ঠিকানায় করতে চাই। এটা কি করা যাবে? কিভাবে করবো??
ভাই আমার নাম সংশোধন, ও উভয় ঠিকানা পরিবর্তন করা দরকার
স্ত্রী, স্বামীর ঠিকানায় স্থায়ী ঠিকানা পরিবর্তণ করতে চাইলে জন্ম নিবন্ধণ ছাড়া কিভাবে করা যাবে?
ভাইয়া আইডি কার্ড যদি স্মার্ট কাড হয়ে যাবে তাহলে সেই স্মার্ট কাডটি কিভাবে নতুন করে পাবো????
স্মার্টকার্ড একবার পেয়ে থাকলে আপাতত আর সংশোধিত স্মার্টকার্ড পাবেননা।
ইংলিশ নাম বানান ঠিক করতে কত দিন লাগে অনলাইন জমা দেয়ার পরে
যথেষ্ট প্রমাণ দাখিল করতে পারলে ২/৩ সপ্তাহ।
স্হায়ী ঠিকানা পরিবর্তন হতে কতদিন সময় লাগে
সকল কাগজপত্র ঠিক থাকলে সাধারণত সাত থেকে একুশ কর্মদিবসের মধ্যেই হয়ে যায়।
এই বেডা আমি ফুলেনেওয়াজ
আমার স্থায়ী ঠিকানা সংশোধন করতে চাই।।৮ নং ওয়ার্ড থেকে ৭ নং ওয়ার্ডে আসতে চাচ্ছি
বন্ধু ❤️❤️❤️
ভাইয়া ফেসবুকে আপনাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিছি একসেপ্ট করেন প্লিজ
Eto eto request er majhe ki name a khujbo?
ভাইয়া কষ্ট করে একটু reply দিয়েন আমি আপনাকে বিস্তারিত বলছি :
আমার,
1 বর্তমান ঠিকানা: চাঁদপুর
২) স্থায়ী ঠিকানা: মিরপুর
৩) স্থায়ী ঠিকানায় ভোটার (মিরপুর )
Change করে চাই :
1 বর্তমান ঠিকানা: মিরপুর
২) স্থায়ী ঠিকানা: চাঁদপুর
৩) বর্তমান ঠিকানায় ভোটার (মিরপুর)