কবুতরের রানীক্ষেত রোগের লক্ষণ ও চিকিৎসা।১০০% সমাধান/Signs and treatment of pigeon's Ranikhet disease

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • কবুতরের রানীক্ষেত রোগের লক্ষণ ও চিকিৎসা।১০০% সমাধান/Signs and treatment of pigeon's Ranikhet disease
    ভিডিও তে জেভাবে বলা আছে ঠিক সেইভাবেই চিকিৎসা করার চেষ্টা করবেন। কোন কিছু জানার থাকলে কমেন্ট বক্স এ কমেন্ট করে জানাবেন, অনেক খুশি হবো সাহায্য করতে পারলে। আমার চ্যানেল টি নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভিডিও টি দেখার জন্য অনেক ধন্যবাদ ।
    যে কোন প্রয়োজনে আমার ফেইজবুকে যোগাযোগ করতে পারেন.
    Facebook page: / pigeon-plus-6071801630...
    Call : 01617756462 ( বিকাল ৫ টা থেকে ৭ টা এর মধ্যে কল করুণ )
    ১। ভ্যাকসিনেশনঃ
    রোগ ৫% এর বেশি হলে চিকিৎসা হিসেবে ভ্যাকসিনেশন খুবই ঝুঁকিপূর্ণ। এরকম ক্ষেত্রে ভ্যাকসিনেশনের দিকে না যাওয়াই উত্তম। একটা বিষয় মনে রাখা দরকার যে জীবাণু যেখানে বাসা বেঁধে আছে সেইখানেই কিন্তু ভ্যাকসিন-ভাইরাস বাসা বাঁধবে অর্থাৎ বংশবিস্তার করবে। সুতরাং রোগ বেশি আকার ধারণ করলে ভ্যাকসিন কাজ করার মতো জায়গাই পাবে না।
    যদি ভ্যাকসিন করতেই হয় তবে Lasota স্ট্রেইন এর ভ্যাকসিন করতে হবে। আর একটি কথা, এই রোগে যেহেতু কবুতর ঝিমায়, পানি ও খাদ্য খাওয়া কমিয়ে দেয়, তাই ভ্যাকসিন দ্বিগুন ডোজে করতে হবে। (বিঃদ্রঃ ৪০ দিন বয়স এর নিচের কবুতরকে ভেক্সিন আর এন্টিবায়োটিক দেয়া যাবেনা।)
    ভ্যাকসিন প্রয়োগ করলে কোন জীবানুনাশক দিয়ে স্প্রে করা যাবে না। তাতে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যেতে পারে। ভ্যাকসিন প্রয়োগের ৩ দিন পর আবার স্প্রে করা যাবে।
    ৩। এন্টিবায়োটিকঃ
    যেহেতু এটি ভাইরাস জনিত রোগ, তাই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধ করতে এন্টিবায়োটিক ব্যবহার করতে হয়। এক্ষেত্রে বহুল প্রচলিত এন্টিাবায়োটিক হলো সিপ্রোফ্লক্সাসিন ব্যবহারের কারন এটি খুব দ্রুত রক্তে মিশে যায় এবং এর বায়োলজিক্যাল হাফ লাইফও যথেষ্ট। ডোজ ১মিলি/২লিঃ পানিতে, আবশ্য আমরা ১মিলি/লিঃ পানিতে প্রয়োগ করার পরামর্শই বেশি দিয়ে থাকি।
    বিঃ দ্রঃ ভ্যাকসিন প্রয়োগ করে থাকলে তার ৮ ঘণ্টা পর এন্টিবায়োটিক ব্যবহার করুন।
    ৪। অন্যন্য ঔষধঃ
    যেহেতু ভাইরাল ডিজিজ আর এন্টিভাইরাল কোন ঔষধ প্রয়োগ সম্ভব হচ্ছে না তাই কবুতরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাই আমার কাছে সবচেয়ে বড় এন্টিভাইরাল ড্রাগ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন ঔষধ যেমন Immolyte (স্কয়ার), ১মিলি/লিঃ -এ প্রয়োগ করে বেশ ভালো ফল পাওয়া গিয়েছে। এগুলো ভ্যাকসিনের কার্যকারিতা বাড়াতেও সহায়তা করে।
    ~-~~-~~~-~~-~
    Please watch: "কিভাবে নর এবং মাদি কবুতর চিনবেন ? দেখুন সহজ সমাধান / Pigeon Plus/ 1080p HD"
    • কিভাবে নর এবং মাদি কবু...
    ~-~~-~~~-~~-~

ความคิดเห็น • 748

  • @seumkhan8352
    @seumkhan8352 4 ปีที่แล้ว +23

    জোস একটা চ্যানেল ভাই

    • @pigeonplus640
      @pigeonplus640  4 ปีที่แล้ว

      Thank you so much broader

    • @seumkhan8352
      @seumkhan8352 4 ปีที่แล้ว

      @@pigeonplus640 vaia apnar Facebook page এ massage disi.. aktu help এর jonno

    • @pigeonplus640
      @pigeonplus640  4 ปีที่แล้ว

      @@seumkhan8352 ki somossa brother?

    • @seumkhan8352
      @seumkhan8352 4 ปีที่แล้ว +1

      @@pigeonplus640 ভাইয়া আমার kobitor গুলো ঠিক মতো খাবার খাচ্ছে না

    • @pigeonplus640
      @pigeonplus640  4 ปีที่แล้ว

      @@seumkhan8352 problem ki jante perecen ?

  • @afsarulamin574
    @afsarulamin574 5 ปีที่แล้ว +6

    অনেক ধন্যবাদ আপনাকে। ভাল উপদেশ সহযোগিতা করার জন্য।

  • @mylifemystyle2846
    @mylifemystyle2846 4 ปีที่แล้ว +3

    অনেকের ভিডিওই তো দেখি। কিন্তু আপনার ভিডিও এবং বোঝানোর ধরন সত্যিই অসাধারন।

    • @pigeonplus640
      @pigeonplus640  2 หลายเดือนก่อน

      ধন্যবাদ ভাই

  • @aurafi3603
    @aurafi3603 2 ปีที่แล้ว +5

    সেরা একটা ভিডিও বানিয়েছেন ভাই 😘🖤।
    আল্লাহ-তায়ালা আপনার সহায় হউক ❤️

    • @pigeonplus640
      @pigeonplus640  2 หลายเดือนก่อน

      আলহামদুলিল্লাহ
      আপনার জন্য দোয়া রইলো ভাই

  • @mdahsanullah2156
    @mdahsanullah2156 5 ปีที่แล้ว +11

    ভাই আমি কবুতরের খামার করব ইনশাআল্লাহ,, আপনার কথা গুলি অনেক ভাল লাগছে,, আল্লাহ আপনা কে নেক হায়াত দান করুক,, আমিন,,

  • @picluchowdhury7079
    @picluchowdhury7079 4 ปีที่แล้ว

    কবুতরের রাণি ক্ষেত রোগের যে পরামর্শ গুলো দিলেন, অামার খুব ভালো লাগলো,অাপানে অনেক অনেক ধন্যবাদ।

  • @abdurrahimrahim5799
    @abdurrahimrahim5799 4 ปีที่แล้ว +2

    অনেক ধন্যবাদ,ভালো একটা উপদেশ দেওয়ার জন্যে,আমি একজন কাতার প্রবাসী

  • @bdmbangla2216
    @bdmbangla2216 5 ปีที่แล้ว +30

    আসসালামু আলাইকুম / একটি ভিডিও বানাবেন বিষয় কবুতরের মাসিক ঔষধ কোস কি কি এবং কোন রোগের কোন ওষধ খাওয়াবো কি নিয়মে কতদিন পরপর কতদিনের বাচ্চাকে বেকসিন করানো জাবে বা জাবে না

    • @pigeonplus640
      @pigeonplus640  4 ปีที่แล้ว +2

      Next insha'Allah shit kalin marshik korce er video asce

    • @mdhasanulhaquemilon711
      @mdhasanulhaquemilon711 4 ปีที่แล้ว

      zebano nasok bolte ki

    • @NahimSheikh-
      @NahimSheikh- 4 ปีที่แล้ว

      নাম্বার দেন

  • @md.farouqehassan5114
    @md.farouqehassan5114 3 ปีที่แล้ว

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি একজোড়া কবুতর দিয়ে শুরু করছি মাত্র। তো আপনার ভিডিও দেখে ১০% বুঝতে পারলাম যে আমার কবুতরের রানীক্ষেত রোগ হয়েছে। তাই আমি খুবই চিন্তিত ছিলাম। ধন্যবাদ

  • @habiburrahmankhan7940
    @habiburrahmankhan7940 3 ปีที่แล้ว +2

    ধন্যবাদ ভাই।অনেক সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য।

  • @jakirhossin5329
    @jakirhossin5329 4 ปีที่แล้ว +5

    আসসালামু আলাইকুম,,,,,ভাইয়া অনেক উপকার পেলাম আপনার ভিডিওটিতে, আমার একটি খামার করার আশা আছে এখন আমি এক জোরা সিরাজি কবুতর পালন করি একটি কবুতরের রানীখেত হয়েছে দু 'পায়ে দারাতে পারছে না পায়খানা সবুজ ওকন কমে গেছে এখন কি করব?

  • @mohammadgulzarahmad6595
    @mohammadgulzarahmad6595 5 ปีที่แล้ว +2

    আসসালামুলায়কুম, ভাই কেমন আছে। আপনার ভিডিও থেকে অনেক কিছু শিক্ষলাম, ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @shinchanworld6011
    @shinchanworld6011 4 ปีที่แล้ว +1

    Thank you brother I cannot tell you how much help you did to me I am very much happy to u thank you brother

  • @braydenhabibs3610
    @braydenhabibs3610 10 หลายเดือนก่อน +1

    ভিডিও টা দেখলে আগের কবুতরের কথা গুলা মনে পরে যায় 😇

  • @ranahamid3543
    @ranahamid3543 ปีที่แล้ว

    আপনার টিপস গুলো ভালো লাগছে। অবিরাম ভালোবাসা রইল

  • @sopnonildip1062
    @sopnonildip1062 4 ปีที่แล้ว +1

    ভাল লাগল ভাই.. অনেক ধন্যবাদ

  • @sifatahmed1254
    @sifatahmed1254 3 ปีที่แล้ว

    Very very important

  • @abuzafor4590
    @abuzafor4590 3 ปีที่แล้ว +5

    বাজনার কারনে কথা বুঝতে সমস্যা হচ্ছে ভাই। বাজনা না দিলে ভাল হয়। ধন্যবাদ।

  • @knowledgemedia2
    @knowledgemedia2 5 ปีที่แล้ว

    Kub valo lagi kub valo kori bujia bolam apni via tar jono thnx you via

  • @humayounkabir889
    @humayounkabir889 3 หลายเดือนก่อน

    অ‌নেক সুন্দর ভি‌ডিও এর জন‌্য অসংখ‌্য ধন‌্যবাদ । এক সময় ফো‌নে কথা বল‌বো । ইনশাল্লাহ ।‌

  • @hmahmadjubayer6203
    @hmahmadjubayer6203 4 ปีที่แล้ว +2

    অনেক ধন্যবাদ আপনাকে জাজাকাল্লাহ

  • @mohiuddinlivetv8764
    @mohiuddinlivetv8764 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ ভাই।

  • @md.mojumdarraj9407
    @md.mojumdarraj9407 4 ปีที่แล้ว +2

    অসম্ভব ভালো লেগেছে ভাই আপনার ভিডিও তাই সাবস্ক্রাইব করে নিলাম ❤

  • @mdemonovi5343
    @mdemonovi5343 2 ปีที่แล้ว

    Onk onk TnX brother tmk

  • @rajurajubarua9301
    @rajurajubarua9301 2 ปีที่แล้ว

    ভাই আপনার কাছে আমার অনুরোধ কবুতরের প্রত্যেকটি রোগের লক্কণ,চিকিৎসা,ঔষুধের নাম,পরিমান,মাসিক কোস প্রতিবেদন দিলে ভাল হয়।ভিডিও খুব ভাল হয়েছে।ধন্যবাদ

    • @rajurajubarua9301
      @rajurajubarua9301 2 ปีที่แล้ว

      ভ্যাকসিন একবার দেওয়ার কয়দিন পর আবার ভ্যাকসিন দেব।চামড়ার নিচে বা মাংসে দেব বলবেন।

  • @shortvideo833
    @shortvideo833 4 ปีที่แล้ว +2

    Thanks bro

  • @nayagarapho-pho2013
    @nayagarapho-pho2013 4 ปีที่แล้ว +2

    ধন্যবাদ, সুন্দর ভাবে বুজিয়ে দেওয়ার জন্য। ই-সেল আর ক্যালপ্লেক্স একসাথে পানিতে মিশিয়ে খাওয়ানো যাবে কি? প্লিজ জানাবেন।

  • @ektermahamud9947
    @ektermahamud9947 2 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম।
    আপনার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে।

  • @abdussalammollik3231
    @abdussalammollik3231 4 ปีที่แล้ว +1

    thank brother.

  • @mdjobayerislamzilani3411
    @mdjobayerislamzilani3411 2 ปีที่แล้ว

    Thankyou very much 😊

  • @mukeshroy2354
    @mukeshroy2354 5 ปีที่แล้ว +1

    Thanks you

  • @user-dm5jv8mc6j
    @user-dm5jv8mc6j 3 ปีที่แล้ว

    মাশাল্লাহ খুব সুন্দর একটা চ্যানেল

  • @r-bpigeonlofts
    @r-bpigeonlofts 4 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ

  • @mdnadim6467
    @mdnadim6467 5 ปีที่แล้ว

    ধন্যবাদ দেওয়ার জন্য

  • @a.s.mkhaild9034
    @a.s.mkhaild9034 4 ปีที่แล้ว

    It is a very helpful video for me.

  • @faiselsheikh3937
    @faiselsheikh3937 4 ปีที่แล้ว

    Very very... Thanks

  • @abdurrazzak2858
    @abdurrazzak2858 4 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও টি খুব ই ভাল লেগেছে, তবে পানি তে ঔষধ গুলানোর পর কতক খন পরজন্ত খাওয়ানোযাবে?

  • @rumonahmed2905
    @rumonahmed2905 5 ปีที่แล้ว

    খুবই ভালো লাগলো ভাই ,

  • @hrpiyasgaming1070
    @hrpiyasgaming1070 5 ปีที่แล้ว +1

    Thanks Bhai😍😍

  • @majharulhaque5257
    @majharulhaque5257 5 ปีที่แล้ว +4

    অসুখ হওয়ার আগে কোন প্রকার ঔষধ খাওয়াতে হবে নাকি জানাবেন।

  • @tauhidurrahman8687
    @tauhidurrahman8687 5 ปีที่แล้ว +7

    ভাই ২ টা প্রশ্ন আছে।
    ১: এই কোর্সটা কি সুস্থ ও অসুস্থ ২ রকম কবুতর কেই করা যাবে?? যদি যায় সুস্থ কবুতর কে কতো মাস পরপর করাবো??
    ২: ভ্যাকসিনটার দম কতো এবং কোথায় পাওয়া যেতে পারে??

    • @pigeonplus640
      @pigeonplus640  5 ปีที่แล้ว +1

      সুস্থ থাকাকালীন করান ভালো। ৩ মাশ পর পর করাবেন

    • @tawkirahmad7180
      @tawkirahmad7180 4 ปีที่แล้ว

      U

    • @marufahmed6158
      @marufahmed6158 4 ปีที่แล้ว

      @@pigeonplus640 ok

    • @delowarhossain7115
      @delowarhossain7115 2 ปีที่แล้ว

      ভ্যাকসিনটির দাম ৪০০ টাকা

  • @lailayeasmintalukdarlaily5752
    @lailayeasmintalukdarlaily5752 4 ปีที่แล้ว

    Valo bolechen. '. Thanks

  • @mijankhan1912
    @mijankhan1912 4 ปีที่แล้ว

    Nice video ,brother thank you,

  • @oaliorrahman2316
    @oaliorrahman2316 4 ปีที่แล้ว

    ভাই আপনার ভিডিওটা খুব ভাল লাগলো,

  • @mdrakibulislam4873
    @mdrakibulislam4873 4 ปีที่แล้ว +3

    তোমরা লাইক না দিলে ডিসলাই ও দিবা না এতো ভাল কাজ করে ডিসলাইক দাও আরে এতো কষ্ট করে তো আমাদের জন্যই করে

    • @pigeonplus640
      @pigeonplus640  4 ปีที่แล้ว

      শ্রদ্ধা ও সন্মান আপ্নার জন্য ভাই

  • @omorfarukriyad8475
    @omorfarukriyad8475 5 ปีที่แล้ว +2

    ভাইয়া আাপনার ভিডিওটা অনেক ভালো লাগলো । আমি কি same medicine গুলো টাকি্কে দিতে পারবো?

    • @pigeonplus640
      @pigeonplus640  4 ปีที่แล้ว

      Ji parben but poriman change hobe

  • @khalidwalid3328
    @khalidwalid3328 4 ปีที่แล้ว

    Vai apnaka onak onak thanks

  • @hajigonjpigeom7716
    @hajigonjpigeom7716 3 ปีที่แล้ว

    Thank you bay jan

  • @user-wu2ow5lc8y
    @user-wu2ow5lc8y 4 ปีที่แล้ว +1

    Thank you brother

    • @pigeonplus640
      @pigeonplus640  4 ปีที่แล้ว

      Thank you so much broader for being with me. I hope you had already subscribed to my TH-cam Channel th-cam.com/channels/rI1XD9w_50cABFwryy3-Jw.html
      if not, please subscribe to my channel and like the Facebook page facebook.com/pigeonplus.info.bd/
      and stay with Pigeon plus. 🙂🙂

  • @MdIsmail-rl7mj
    @MdIsmail-rl7mj ปีที่แล้ว +1

    Thanks vai 🥰vaccin ta koi mas por por dibo

    • @pigeonplus640
      @pigeonplus640  ปีที่แล้ว

      বছরে ১ বার দিলেই হবে

  • @MizanurRahman-nv7sy
    @MizanurRahman-nv7sy 4 ปีที่แล้ว +1

    ধন্যবাদ

  • @mdsabbir3222
    @mdsabbir3222 4 ปีที่แล้ว

    Thanks baia

  • @hafijulislam9535
    @hafijulislam9535 2 ปีที่แล้ว +1

    Thanks vi

  • @riponnath3023
    @riponnath3023 5 ปีที่แล้ว +3

    Nice

  • @fuadhasan7148
    @fuadhasan7148 4 ปีที่แล้ว

    ভাই আপনে কথা বলেন অনেক সুন্দর করে।

  • @Mizanur_Bhuiyan
    @Mizanur_Bhuiyan 4 ปีที่แล้ว

    Thank you.

  • @musicloverpj7648
    @musicloverpj7648 4 ปีที่แล้ว +1

    দাদা ciprocin-vet এর সাথে কি emmolyt দেবো ।না কি কিছু দিন বাদ দিয়ে দেবো ।।একটু বললে ভালো হয়

  • @robiulislam-ci9rx
    @robiulislam-ci9rx 4 ปีที่แล้ว

    thank you brother

  • @AbuTaher-fp6vw
    @AbuTaher-fp6vw 2 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই

  • @mdbashir1689
    @mdbashir1689 5 ปีที่แล้ว +1

    Thankyou

  • @lifepigeon7200
    @lifepigeon7200 4 ปีที่แล้ว +1

    tnx bro

  • @mdmoniruzzaman6458
    @mdmoniruzzaman6458 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম .ভাই কেমন আছেন?
    ভাই আপনার সাথে আমার খুব জরুরী কথা ছিলো.
    আপনার ভিডিও দেখে বুঝলাম আমার কবুতারের রানীখেত দেখা দিছে
    এখন কিভাবে ভ্যাকসিন ব্যাহার করবো সেটা জানার জন্যে কথা বলবো

  • @mylifemystyle2846
    @mylifemystyle2846 3 ปีที่แล้ว

    ভাইয়া আমি একজন আপনার অনেক বড় ভক্ত।আপনার ভিডিও আমি সব সময় দেখা এবং ফলো করি।তবে আজ ছোট্ট একটা প্রশ্ন মনে এসেছে।প্লিজ রাগ না করে যদি উত্তরটা দিতেন তাহলে খুবই ভাল হয়।
    ভাই ইমোলাইট ওষুধটা কি স্যালাইন জাতীয় ওষুধ? অথবা ইমোলাইটেরর পরিবর্তে কি লাইসোভিট ওষুধটা দেয়া যায়?

  • @omaulhasanujjal1779
    @omaulhasanujjal1779 5 ปีที่แล้ว +3

    ভেকসিন টার দাম কত এবং কিবাবে দিতে হবে জানালে উপকার হত।।।

  • @m.islam.35
    @m.islam.35 4 ปีที่แล้ว

    Thanks bhaiya

  • @sajedulalamsaju7506
    @sajedulalamsaju7506 5 ปีที่แล้ว +2

    ভাই বাজার থেকে কবুতর কিনে তাকে কিভাবে জীবাণুমুক্ত করবো? আর বাচ্চা ফুটার কয়দিন পর ভ্যাক্সিন দিতে হবে?

  • @tamimasadaungan6535
    @tamimasadaungan6535 4 ปีที่แล้ว +2

    ভাই এন্টিবায়োটিক খাওয়ানোর কত সময় পর ইমোলাইট খাওয়াবো ??

  • @md.saifulislamkhan3267
    @md.saifulislamkhan3267 5 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাইজান

  • @rashidul-hz3up
    @rashidul-hz3up 5 ปีที่แล้ว

    ভিডিওটা দেখে খুব ভালো লাগছে তাই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি।তবে ১:ভেক্সিন টা কিভাবে করবো একটু ভিডিও করে দেখালে ভালো হতো। আর ভাই আমি নতুন কবুতর পালন কারী।

  • @sumonkhan4788
    @sumonkhan4788 3 ปีที่แล้ว

    ভাই কথা গুলা খুব ভালো লাগছে।

  • @Mdyeasin-td8tf
    @Mdyeasin-td8tf 4 ปีที่แล้ว

    thank you...

  • @masudalkausar9030
    @masudalkausar9030 4 ปีที่แล้ว

    Good

  • @golamrabbanyjoy3637
    @golamrabbanyjoy3637 4 ปีที่แล้ว

    Tnank you vaiya

  • @farukhosan1732
    @farukhosan1732 4 ปีที่แล้ว

    Thanks

    • @pigeonplus640
      @pigeonplus640  4 ปีที่แล้ว

      Thank you so much broader for being with me. I hope you had already subscribed to my TH-cam Channel th-cam.com/channels/rI1XD9w_50cABFwryy3-Jw.html
      if not, please subscribe to my channel and like the Facebook page facebook.com/pigeonplus.info.bd/
      and stay with Pigeon plus. 🙂🙂

  • @Mdjunaid-rj1rc
    @Mdjunaid-rj1rc 4 ปีที่แล้ว

    Thanks vai

  • @user-xp7pb5ol4d
    @user-xp7pb5ol4d 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @hossainbillal5993
    @hossainbillal5993 5 ปีที่แล้ว

    Thank you Vaiya

  • @taslimuddin1707
    @taslimuddin1707 2 ปีที่แล้ว +2

    Injection na, Khawar Jonno ( panite) kon vaccine dite Hobe for different different diseases

    • @mamridhaamin5935
      @mamridhaamin5935 2 ปีที่แล้ว +1

      খাওয়ানোর ভ্যাকসিন বললে ভাল হতো

    • @pigeonplus640
      @pigeonplus640  2 ปีที่แล้ว

      Lasota stain

  • @mdibrahimkhalil7248
    @mdibrahimkhalil7248 4 ปีที่แล้ว

    Best solution

  • @triple.com.bd.fashion
    @triple.com.bd.fashion 5 ปีที่แล้ว +1

    Onek vallagce video ta😍♥

  • @dowlamirza5025
    @dowlamirza5025 5 ปีที่แล้ว +1

    ‍Antibiotics Ciprocine ১লিটার পানিতে সব কবুতর তো খাবেনা ও immolyte কয়দিন খাওয়াতে হবে, সব কবুতর যদি ঐ ঔষধ পানি না খায় তাহলে কি ভাবে খাওয়াবো,....আর ভ্যাকসিন ইন্জেক্শন না দিয়ে কি সিরিন্জের মাধ্যমে খাওয়ানো যাবে কি ।

  • @serajulislam5973
    @serajulislam5973 5 ปีที่แล้ว

    thank

  • @KamalHossain-sl3ly
    @KamalHossain-sl3ly 4 ปีที่แล้ว

    good.

  • @md.rayhankabir7716
    @md.rayhankabir7716 5 ปีที่แล้ว

    ভাইয়া ভিডিওটা খুব ভালো লাগলো

    • @pigeonplus640
      @pigeonplus640  5 ปีที่แล้ว +1

      ধন্যবাদ ভাই। আমি আশাবাদী আপনি আমার এই চ্যানেল টি কে শেয়ার করে আরো মানুষের কাছে পউছে দিবেন। আমার আমার পাশে থাকবেন।

  • @MdJewel-ss2rd
    @MdJewel-ss2rd 4 ปีที่แล้ว

    ok

  • @mehrabislam9255
    @mehrabislam9255 5 ปีที่แล้ว

    Hello vai..apnar video valo laglo..ami notun kobutor patelsi..safetyr jonno e rog thak ba na thak common ki medicine khawabo jodi ektu bolten.

  • @fukkvfjmmbukk
    @fukkvfjmmbukk ปีที่แล้ว

    Vai.. Vido ta dekhe valo laglo... Amar kobutor.. Ranikhet.. Hoyece.. 4 pair.. More gece.. Akhon akta kobutor ranikhet ar sob lokhon gulai ase.. Ar 3 din dhore.. Tobutor ta aktu tal hoye gece.. Matha baka kore thake.. .. Too akhon amar.. Ki kora ucit... Plzz....vai aktu bolben

  • @engrzakirhossainshakil2960
    @engrzakirhossainshakil2960 3 ปีที่แล้ว +1

    ভাই অামাকে দোকানদার Izovac Lasota 1000 ডোসের ভ্যাকসিন টা দিছে।এবং অামাকে ভ্যাকসিন টা ৩ ফোটা করে মুখে খাওয়াতে বলছে অামি তাই করছি।অামার লফটে রানীক্ষেত রোগ টা অাক্রমণ করছে।অামার ১৫/১৬ টা কবুতর মারা ও গেছে।অামি সুস্থ অসুস্থ সব কবুতরকে ঐ ভ্যাকসিন টা ৩ ফোটা করে খাওয়াইসি।

    • @pigeonplus640
      @pigeonplus640  3 ปีที่แล้ว

      Ekhon jegulo bachar bachbe. R na bachar bachbe na.

  • @nazmulstar1664
    @nazmulstar1664 5 ปีที่แล้ว +1

    Vai vidio ta really vlo lagsa..❤❤

  • @mohiuddinahmedmasum5180
    @mohiuddinahmedmasum5180 4 ปีที่แล้ว +2

    কতটা দিন পযন্ত, এবং মাসে কতবার খাওয়াতে হবে

  • @pallobShumon
    @pallobShumon 11 หลายเดือนก่อน +1

    amr kobutor jhimai na but khawa dawa komai diase r paikhana shobuj hosse & patla aktu a khetre ki ranikhet hoyese?

  • @bkccmusic6875
    @bkccmusic6875 4 ปีที่แล้ว +1

    এন্টিবায়োটিক কি সুস্থ /অসুস্থ সব কবুতরকে খাওয়াতে পারব?

  • @mehedihassan-uj6mq
    @mehedihassan-uj6mq 4 ปีที่แล้ว +1

    আচ্ছা ভাইয়া আমার কিছু কবুতরের বাচ্চা এবং বড় কবুতরের ফাউল পক্স হয়েছে এবং চোখে দেখতে পায় না আর বাকি কবুতর গুলি আক্রান্ত হচ্ছে কি ওষুধ দিলে তাড়াতাড়ি সেরে যাবে প্লিজ জানাবেন

  • @noyonsp3963
    @noyonsp3963 2 ปีที่แล้ว +1

    ভাই মন থেকে বলছি আপনার মত করে এমন সহজ করে কেও ভিডিও বানাতে পারবে না,

    • @pigeonplus640
      @pigeonplus640  2 ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ ভাইয়া। চ্যানেল টি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করছি।

    • @noyonsp3963
      @noyonsp3963 2 ปีที่แล้ว

      কবুতরের বিষয় বস্তুু জানার জন্য শুধু মাএ আপনার চ্যানেলটি সাবস্কাইপ করে রেখেছি

  • @mahirwasi1651
    @mahirwasi1651 3 ปีที่แล้ว

    ভাই আপনার ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। কিন্তু আপনি অতিরিক্ত কথা বলে ১০ মিনিটের ভিডিও ১৭ মিনিট বানাইছেন।

    • @pigeonplus640
      @pigeonplus640  3 ปีที่แล้ว

      আগের ভিডিও গুলো একটু বড় হয়েছিলো। কিন্তু বরতমান গুলো তেমন বড় হচ্ছে না

  • @mofizulislam9172
    @mofizulislam9172 2 ปีที่แล้ว

    আমার একটি কবুতর ঠান্ডা লাগছে ভেটনারি ডাঃ দেখে ঔষধ দিয়েছে কিন্তু বুঝতে পারছি না আমিতো নতুন করে শুরু করেছি, আমাকে একটু উপদেশ দেওয়ার অনুরোধ রইলো ধন্যবাদ আমি মফিজুল ইসলাম গাজীপুর থেকে ধন্যবাদ

  • @Technicalimrul
    @Technicalimrul 5 ปีที่แล้ว

    আপনার ভিডিও অনেক ভালো,ভাই আমি খাচায় লহ্মা আরো কিসু কবুতর পুসি,তো কবুতর কে কি গসল করাতে হয় আমি সঠিক জানি নি ওনেকে আনেক রকম বলে, আমি কনফিউজ যে করাতে হয় কী না, রোগ হয় না বা কি। আপনি কবুতরের গছল নিয়ে একটি ভিডিও দিয়েন, ভিডিও পেতে বসে রই লাম

  • @sohrabalam6606
    @sohrabalam6606 4 ปีที่แล้ว

    ভাই আমি আপনার ভিডিও প্রথম দেখেছি.
    আর আমি কনর্পাম হলাম আমার কবুতর রানিখেত রোগে মারা গেছে.
    আপনার চেনেল সাব্সক্রাইব করলাম.
    ঔষদ গোলোর দাম কত পরবে????

  • @mdemran-ox9me
    @mdemran-ox9me 5 ปีที่แล้ว +1

    ভাইজান সুস্থ কবুতরকে কি দেয়া যাবে ভ্যাকসিনটা
    আর একটু যদি নামটা বলদিতেন ভালো হতো

  • @gmmrahman7483
    @gmmrahman7483 5 ปีที่แล้ว

    খুব ভাল লাগল।

    • @mdmosharof7106
      @mdmosharof7106 5 ปีที่แล้ว

      ভাইয়া আমার একটা কবুতর ফুলেবসে থাকে খাবার ও কমখায় এর চিকিসা কি