সাহিত্যের প্রতি আমার অপরিসীম আকর্ষণ! এই আকর্ষণ থেকে স্নাতকে বাংলা সাহিত্যে ভর্তি হওয়া। বিভূতিবাবুর সবগুলা উপন্যাস পড়েছি। আমার সবচেয়ে প্রিয় "আরণ্যক"। পথের পাঁচালী পড়েছি অনেকবার, এখন পথের পাঁচালী নামটা শুনলেই গলা আটকে আসে, চোখ জ্বালা করে অপুর কথা ভেবে, দূর্গার পরিণতি ভেবে। মনে পড়ে অপুর স্বগতোক্তি, " আমি চাইনি দিদি,,তোকে ভুলিনি, ইচ্ছে করে ফেলেও আসিনি, ওরা আমায় নিয়ে যাচ্চে..!" কাল আমা পথের পাঁচালী উপন্যাসের উপর এক্সাম, আর আজ ঠেকে এসে চমক🌼 এপার বাংলা থেকে ভালোবাসা মীরদা❤️
সর্ব কালের অন্যতম শ্রেষ্ঠ কাহিনী। জীবনে প্রথম বার ' পথের পাঁচালী ' পড়ে কেঁদে ফেলেছিলাম। সেই গল্পই আবার পুনরায় প্রিয় মানুষের মুখে শুনতে চলেছি। সত্যিই এ এক অন্যরকম অনুভূতি।
গল্পের বই থেকে সিনেমার পর্দা, সেখান থেকে আবার অডিও স্টোরি... প্রতিবারই মন ভিজিয়ে দেয় নিশ্চিন্দিপুরের এই সাধারণ পরিবারের গল্পটি। বাংলা সাহিত্যের কালজয়ী সৃষ্টিগুলির মধ্যে একটি❤️ "শেষের কবিতা"-র আবদার করে গেলাম...
মহাভারত অনেকবার টিভি তে দেখেছি । কিন্তু গপ্প মীর এর ঠেক এ খুব শুনতে ইচ্ছে করে। এই প্রথম কমেন্ট করছি । আমার এই অনুরোধ টা দয়া করে রেখো। আমার মত কে কে মহাভারত শুনতে চাও।
মীর দা ... আমি বাংলাদেশ 🇧🇩থেকে বলছি । আপনার হয়তো আমাকে মনে নেই । আমি অনেক দিন আগে comment এ পথের পাঁচালীর request করেছিলাম । ভাবিনি আপনি reply দিবেন । সেইদিন reply পেয়ে যেমন খুশি হয়েছিলাম , আজকে গল্প শুনে তার থেকেও অনেক খুশি লাগছে 😍😍 আল্লাহর দোয়ায় "গপ্পো মীর এর ঠেক" এইভাবেই এগিয়ে যাক । এইটাই দোয়া করি❤❤❤
সেই রকম হয়েছে মীর দা | মনে হচ্ছিল যেনো চোখের সামনে বাস্তব দেখছি | আমি বাংলাদেশ থেকে | আমাদের স্কুলের পাঠ্য বইয়ে এই গল্প টার কিছুটা অংশ আম আটির ভেপু নামে দেওয়া আছে | আমার ইচ্ছে ছিলো গল্পের বই খানা কিনে পড়বো | কিন্তু আমার বাড়ি থেকে এই সবের জন্য টাকা দেওয়া হয় না | বলে কিনা ইস্কুলের বইই পড়ে না আবার গপ্পের বই পড়বে | আপনার এই উদ্যাগের কারণে প্রিয় গপ্পো গুলো শুনতে | আপনাকে অসংখ্য ধন্যবাদ | আল্লাহ আপনার ভালো করুক
এই ঠেকে দেবদাসের পর এটা সেরা উপস্থাপন। স্কুলে নির্বাচিত কিছু অংশ পড়েছিলাম কিন্তু এরকম ফিলিংস হয়নি। গল্পটা শুনতে শুনতে চোখ ভারি হয়ে উঠে সত্যি এই ঠেকে হাসি কান্না রহস্য সবই আছে। Thanks to team mir.
জন্ম নেওয়া নতুন আলোর মত ক্যাপ্টেন মীর অন্ধকার গামী পথযাত্রীদের পথ দেখিয়ে যাচ্ছেন। যে দিন যে সময় গুলিকে আমরা অতি তুচ্ছ মনে করি, পরবর্তী প্রজন্মের কাছে তা সোনালী শৈশবের মতো বারবার ফিরে আসতে চাই। তাই আসুন মন খারাপ না করে মনের আনন্দে কল্পনার জগতে ডুব দিই।😊🙏🏻
স্কুলে পড়ার সময় পথের পাঁচালীর একটি নির্বাচিত অংশ সিলেবাসে পড়েছিলাম , যে সময় দুর্গা মারা গেলো আর অপুরা গ্ৰাম ছেড়ে পাড়ি দিলো ট্রেনে করে ওই অংশ টা পর্যন্ত, অপু যখন ট্রেনে উঠবে আর দিদির কথা মনে করবে, এতো কষ্ট করেছিলো রেল গাড়ি দেখার জন্য কিন্তু সম্ভব হয়নি ওই মুহূর্ত টা পড়ে কতবার চোখে জল এসেছে , তারপর খুব আগ্রহ হয়েছিল এরপর কি হবে ,, সেই আগ্ৰহ থেকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্ৰ কেনা ,, সেই থেকে সাহিত্যর প্রতি টান আর বই প্রেমি হয়ে ওঠা ❤ বিভূতি বাবুর সম্পর্কে কেনো মন্তব্য করার যোগ্যতা আমার নেই একটাই কথা এনাকে অসাধারণ বলাটাও বোধ হয় কম ❤ আর ধন্যবাদ মীর দা তোমাকে একটার পর একটা এই রকম দুর্দান্ত উপহার দেওয়ার জন্য ❤❤
Hya 2014 e class 8 e portam amader bela thekei eta notun add hoyechilo. Sei Apu or baba r sathe khorgosh dekhte pelo okhan theke start hoyechilo 10 bochor baad o mone ache♥️.
'পথের পাঁচালী' আমার ইমোশন। সমস্ত কিছুর সাক্ষী। মন কেমনের জন্মদিন এলেই 'পথের পাঁচালি' নিয়ে বসে পড়ি।এখনো অবদি প্রায় ১০০ বারের ওপরে পড়ে ফেলেছি। প্রত্যেকবারই নতুন বলে মনে হয়। আমি বরাবরই মনে-প্রানে ছন্নছাড়া, পিছুটানহীন, উচ্চাকাঙ্খী অপু হতে চাই। কিন্তু দূর্গার মৃত্যুতে হুহু করে কেঁদে উঠি। ভেবে দেখি দূর্গার মৃত্যু না ঘটালে অপু হয়ে ওঠা প্রায় অসম্ভব। ক্যাপ্টেনের কাছে অনুরোধ রইলো অপুর 'অপরাজিত' হয়ে ওঠার গল্পটা শোনানোর।
Ami khali Chunibala Devi r glimpses gulo dekhte pachhi 😢. Sudhu matro ekti chhobi ekta manush ke amor kore dilo..... khub sundor production hocche 🥰 .Thank you Dada ❤❤❤❤❤.
"পথের পাঁচালী " গপ্পো মীরের ঠেকে হবে, ঘোষণা করা মাত্রই আমার পেয়ে গেলাম এবং শুনেও ফেলবো। আসলে তা এতটা সহজ নয়, এই প্রচন্ড গরমে অক্লান্ত পরিশ্রমে বলা ভালো মাথার ঘাম পায়ে ফেলে এই কালজয়ী উপন্যাস আমাদের উপহার দিচ্ছেন। সত্যিই ধন্যবাদ জানাই এমন ভাষা আমার কাছে নেই। 🙏🏻😊
সেই ক্লাস এইটে পড়েছিলাম আর তারপরে অপু-দূর্গা আমার স্বপ্নের চরিত্র হয়ে গিয়েছিল ❤...আর এখন স্নাতক স্তর শেষ হতে চলল আবার এই "Goppo Mirer Thek" এ আমার সবথেকে প্রিয় গল্পটা একেবারে audio তে শোনার সুযোগ পেলাম 😄..খুউউউউউউউউউব ভালো লাগল ❤...গল্পপাঠে তোমার গলাটা শুনে এত ভালো লেগেছে যে কী বলব ❤..মীর দা তুমি আর তোমার টিম আবার আমাকে সেই পুরোনো দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেলে ❤...এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের ❣️
ছোটোবেলায় মা এর কাছে গপ্পো শুনতাম...মা এর পাশে শুয়ে গপ্পো শোনার আনন্দ অন্যরকম ছিল...মা এর কাছে পথের পাঁচালী শুনে খুব কেঁদেছিলাম...আজ আবারো কাঁদতে হবে বুঝতে পারছি... অনেক ধন্যবাদ ক্যাপ্টেন আবারো সেই এক অনুভূতি ফিরিয়ে দেওয়ার জন্য ❤️❤️
এ এক অসাধারণ লেখনীর গল্প পাঠের অনন্য দক্ষতার মাধ্যমে শ্রোতৃমনে আবেগ ,অনুভুতির এক দীর্ঘস্থায়ী অনুরণন মুগ্ধ করে রাখল। শ্রী মীর ও তার সহ- কলাকুশলীদের পরম মঙ্গল প্রার্থনা করি।
এ তো জীবনের গল্প, মানুষের গল্প, প্রকৃতি যেখানে কাহিনীর উপাদান নয় বরং নিজেই চরিত্র, আটপৌরে জীবনের মাঝে লুকিয়ে থাকা জীবনের শাশ্বত সত্য, হৃদয় খুঁড়ে তুলে আনা এক অনন্য জীবন সংগীত যা যুগ যুগ ধরে গ্রামের মেঠো পথ, আমবাগান , ফেলে আসা ভিটে, বন কলমি , ও আশ শ্যেওড়ার বনে নেমে আসা সকাল সন্ধ্যার আলোয় ধ্বনিত হবে , বৃষ্টির প্রতিটি কনায়, ঝড়ের পড়ে যাওয়া আমের গন্ধে মুখরিত হবে , বাঁশ ঝাড়ের মড় মড় শব্দে প্রবাহিত হবে , কাশের বনের দোলায়, রেল গাড়ির পথ ধরে অপু দুগ্গার পায়ের চিহ্ন প্রকট হবে , বার বার প্রবাহিত হবে মানুষের জীবন সংগীত অলিন্দে অলিন্দে .....
একদম ঠিক বলেছেন। ৯০ দশকের পর যারা জন্মেছে তাদের জন্য বাঙলা সাহিত্যের এই রত্ন ভান্ডারের সাথে পরিচিত করার জন্য Goppo Mirer Thek ও মীর দা কে অনেক সাধুবাদ। চালিয়ে যাও।
ভাই-বোনের সুখ দুঃখের মিলে মিশে কথা বার্তা,, যেন সত্যি সত্যি তারা অপু দুর্গা তে পরিণত হয়েছে... excellent 👌 💚 আর এগুলো সব সম্ভব আমাদের পরম প্রিয় মানুষ, মীর আফসার আলীর জন্যই যথার্থ হচ্ছে.. hat's up 🙏 🙏 🙏 গপ্পো মীর এর ঠেক এর গপ্পো মীর.. ❤️💚❤️💚❤️🌹🔥🌹
অসাধারণ সকলেই খুব সুন্দর পাঠ করেছে। মীর দার কথা নতুন করে কিছু বলার নেই কেননা সে সর্বদাই পাঠক বা শ্রোতার মন জিতে নিয়ে চলেছে ও সাথে শিশু শিল্পী দু জনই অপু ও দুর্গা। শুধুই মুগ্ধতা সাথে উদাসী বাঁশির সুর সত্যিই মন কেমন করে ওঠে।
আবার যেন শৈশবকে নতুনভাবে দেখতে চলেছি। পথের পাঁচালী আমাদের সবার খুব কাছের একটি গল্প। গল্পটি অজান্তেই যেন আমাদের শৈশবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এতটাই আপন একটি গল্প। অপেক্ষায় থাকলাম। উর্নিমালা বসুকে "রামের সুমতি"-র পর আবার গপ্পো মীর-এর ঠেকে শুনবো। ওনার অভিনয় অসাধারণ হবেই, কোনো সন্দেহ নেই। আর বাকি সবাই দারুন।
ছোটবেলায় সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়ে ছিলাম তার পর য ত বার পড়েছি ততবার পড়তে ইচ্ছা করে তার পরে আজ গপ্পো মীরের ঠেকে শুনছি তোমার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই মীরা দা ❤❤❤
মীর দা, কিছু দিন আগেই পথের পাঁচালী পড়েছিলাম, তারপর হঠাৎ কি মনে হতে সিনেমা টাও দেখেছি। হঠাৎ দেখি তোমার ঠেকে পথের পাঁচালী সত্যি বলতে শুরু তেই যেই ব্যাকগ্রাউড মিউজিক এর গান টা চোখে জল এনে দিয়েছে। তোমার কাজের প্রশংসা করার মতো আমার ভাষা নেই। ঠাকুর জী তোমার মঙ্গল করুন।
বাংলা ভাগ করতে পারো! কিন্তু বাংলার প্রাণ সাহিত্য কিভাবে ভাগ করবে? এই ভাষার মায়া আর এই ভাষার প্রতি ধ্বনির গাঁথুনিতে বাঁধা সকল সাহিত্যকর্ম কিভাবে আলাদা করবে? আমরা ভাষায় এক আমরা বাংলায় এক আর সেই পথ চলা সুগম করেছে পথিক মীর দা💕 এভাবেই এগিয়ে যাও মীর দা এভাবেই রয়ে যাও সবার মনে love from Bangladesh❤❤❤
I am from Bangladesh 🇧🇩🇧🇩 But r8 now i am in Kolkata. পথের পাচালী অনেক আগে পড়েছি। মীর দা এবং পুরো টিমকে ধন্যবাদ। ১ম পর্ব কলকাতায় এবং ২য় পর্ব বাংলাদেশে। Love from Bd 🇧🇩🇧🇩❤️❤️
সবাই অসাধারণ। কাউকে নিয়ে কিছু বলার নেই। কিন্তু কেন জানি না পাপিয়া দিদির কথা বলতেই হচ্ছে। তিনি এক কথায় অনবদ্য। এক ই গলায় এত রকম স্বর আর দিব্যি ভালো লাগে শুনতে। যে চরিত্র গুলোতে তিনি অভিনয় করেন সেখানে তাঁকে ছাড়া অন্য কাউকে ভাবাই যায় না যেন। আমি অধীর আগ্রহে পরের পর্বের অপেক্ষায় থাকলাম। ❤❤❤❤
মীর দাদাগো ভগবানের কাছে প্রার্থনা করব তুমি হাজার বছর বাঁচো তোমার মত পথের পাঁচালী কি গো আর পাঠ করে শোনাতে পারে,তুমি রেডিও মির্চিতে যেমন অসাধারণ ব্যোমকেশ তেমন এখানেও সেটা পাঠক অবিরাম ভালোবাসা তোমার জন্য ভালো থেকো আর তোমার মাধ্যমে সবাইকে ভালো রেখো ❤❤❤❤
নিঃশব্দে হারিয়ে যাওয়া শৈশবের সুখ,দুঃখ আজ বড়ো মনে পরে। মনে পড়ে আদরের খেলনা বাটি , অবুজ বন্ধুদের কথা। অপেক্ষাই রইলাম এক এবং অদ্বিতীয় উপস্থাপনার জন্য।😊💖🙏🏻
এনাদের প্রস্তাবনা আমাদের কে সত্যিই খুবই দূর্বল করে দিচ্ছে দিনের পর দিন🫠 প্রতিটা চরিত্র এতটা নিঁখুদ করে তুলে ধরছে আমাদের কাছে যে পাগলের মতন শুনতে আমরা বাধ্য 🙌🏼 আমরা আজীবন তোমাদেরকে চাই ❤
এই গল্পটির সঙ্গে আমার প্রথম সাক্ষাত cinema হিসেবে, cinema টি প্রথম বার দেখে খুব কঁদেছিলাম তাই আর দেখিনি, এই গল্প টাও একবারই পড়েছি সেই একই কারনে,আজ audio রূপান্তরও শুনলাম...সত্যি বলতে কী এই গল্পের মধ্যেকার যে innocence টা আছে সেটা আমার খুব ভালো লাগে, আজ মীর sir-এর channel এর এই উপস্থাপনায় সেই innocence টা আরেকবার অনুভূত হলো...একইরকম ভাবে ঠিক যেমনটা প্রথমবার বইটা পড়ে হয়েছিলো। এবারে পরের সপ্তাহের heart break এর জন্যেও নিজেকে তৈরি করতে হবে...এই ধরণের গল্প গুলোর সার্থকতাও এই সহজ সরল নিখাদ অনুভূতি গুলোর জন্যই। কিন্তু এসব গল্পের করুন পরিণতি গুলো বারে বারেই মনকে কষ্ট দেয় আর তাই সেই কষ্টগুলোকে এড়াবার জন্যই হয়তো এই গল্পটাও একবার শুনে দ্বিতীয়বার আর শুনব না... অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে মীর sir এমন একটা গল্প ঠেকে উপস্থাপন করার জন্য
আহা আবার এক ইতিহাসের সাক্ষী থাকছি আমরা , আপনাদের এই প্রচেষ্টা সফল হল ❤ অনেক দিনের আব্দার ছিল "পথের পাঁচালী" শেষে শুনতে পাচ্ছি খুব খুব খুশি হয়েছি 😊 চোখের সামনে দেখতে পাচ্ছি সেই গ্রাম বাংলার দৃশ্য ❤❤❤❤
Pray 5 bochor hoye geche ei golpo ta school e porechilam....shei golpo ta konodin j audio story er maddhome shunte parbo konodin bhabi ni..Goppo Mirer Thek shob oshombhob k shombhob korche.. Thank u Mir Sir 🙏
Pather Panchali is one the classical book film rather a diamond which portray's those classical Bengali days..and mir da has done again remarkable way to express this story...it bring me into tears...mir da tumi aro boro hoy..❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽
ছোটবেলায় বাংলা বই এর পাঠ্য ছিল ' পথের পাঁচালি ' তারপর আরও প্রায় পাঁচ বার পড়েছি আর এবার শুনলাম ... অপু দুর্গার এমন নিখুঁত ছেলেমানুষী চোখে জল এসে যায় ... আর উপস্থাপনা এমন যে শুনছিলাম না চোখের সামনে দেখছিলাম জানি না !! অসাধারণ ❤
সত্যি বলতে কি শৈশবে ছোটো বেলায় বই এ পড়া বিভূতিভূষণ বনদ্যোপাধ্যায়ের এই করুণ গল্পটি তখন আমার চোখে জল এনেছিল, আবার গপ্পো মীর এর ঠেক এ মীর দার মূখে শুনতে চলেছি এ কথা মনে করে মন টা আবার শৈশবের সেই দুঃখের কথা মনে পড়ে যায় 🥺🥺, গল্পটি হৃদয় ছুঁয়ে গেছে 😣😔ভালোবাসা নিয়ো কলকাতা থেকে ❤❤❤মির দা ❤❤
2022 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলায় 89 পেয়েছিলাম। আমার এই সাফল্যের পিছনে সানডে সাসপেন্সর মীর স্যার, অগ্নি দা, দীপ দা এদের অবদান অনস্বীকার্য 😊 তোমরা আমাকে বাংলা ভাষাটাকে ভালোবাসতে শিখিয়েছ ❤। অসংখ্য ধন্যবাদ 🙏 আরও সুন্দর সুন্দর গল্পের আশা রাখলাম 😊❤।
অনেক অপেক্ষার পর অবসান এর স্বস্তি, সামনে এলো হৃদয় বিদীর্ণ করা গপ্পো পথের পাঁচালী.. এখন আর কোনো কথা নয়.. শুধুই মীর আফসার আলীর দরদী কন্ঠে শুনি কান্না ভেজা অনুভূতি মাখা গপ্পো টা.. 😢❤😢🎉🙏🔥🙏🔥🙏🤗🤗
এটা উপন্যাস নয়, বাঙালির একসময়ের সমাজকাঠামোর দলিল, যেখানে বাঙালির শিল্পীসত্ত্বার শিকড় নেমে গেছে। এটা শুধু উপন্যাস নয়, একটি আকাশ, যেখানে অনন্ত আনন্দ নিয়ে উড়ে বেড়াই আর সম্পদের মতোই অন্তরে সেই আনন্দ লালন করি।💖❤💕😊🙏
আমার ছোটবেলা ঠিক এইভাবে কেটেছে।এই রকম ঘটনার সথে আমি পরিচত। গল্পটা শুনে চোখে জল চলে এলো। ছোট বেলার কথা মনে পড়ে গেলো। 😢😢😢। আমি গ্রামের ছেলে , আমার বয়স26
Class VII এ পড়ার সময় মহালয়ার আগেরদিন সারারাত আর মহালয়ার সারাদিন ধরে পড়ে বই টা শেষ করেছিলাম, সেই ২০১৭ এর কথা। ছোটো ছিলাম কত কেঁদেছিলাম...অপু দুর্গার সেই মিষ্টি পিসিমার মৃত্যু, দুর্গার মৃত্যু, সেই রেলগাড়ি দেখতে যাওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যাওয়া… সব মিলে এতদিন পর আবার গল্প টা শুনতে পেয়ে বেশ অন্য রকম লাগছে ❤️
ওসব ছাড়ো কাকা। আগের দিন অনেকে বলছিলো সানডে সাসপেন্স নাকি দারুন, আজ ১০ টা গোল দিল ক্যাপ্টেন ss কে। আর দীপ দা ভালো, কিন্তু ওই সচিন আর বিরাট এর মধ্যে যা পার্থক্য তাই ক্যাপ্টেন আর দীপ এর মধ্যে 🙏
এতদিন বই এবং সিনেমা উপেক্ষা করেছি শুধুমাত্র কাঁদার ভয়ে কিন্তু আর থাকতে পারলাম না শুনে ফেললাম । 13 মিনিট যেতে না যেতে চোখে জল যার জন্য তিনি হলেন অসাধারণ একজন কণ্ঠশিল্পী উর্মিমালা বসু । যাদের কন্ঠ রয়েছে সবাইকে আমার কুর্নিশ ও শ্রদ্ধা জানাই । ধন্যবাদ গপ্পোমীরের ঠেক । 5/7/24
অনবদ্য। পথের পাঁচালী শুনে নতুন করে নিশ্চিন্দিপুরের হত দরিদ্র পরিবারের দুঃখ কষ্ট আনন্দ,অল্পতে সুখী হওয়ার কাহিনিতে মুগ্ধ হলাম। আগামী পর্বের জন্য সাগ্রহে অপেক্ষায় রইলাম।
মানুষ জীবন একবার পায় আর আমার এই এক জীবনে এখন এটাই মনে হয় যদি গপ্পো মিরের ঠেক তৈরী না হতো , দেবদাস আর পথের পাঁচালী র মতো গল্প আমি শুনতে পেতাম না , অজস্র ধন্যবাদ টিম গপ্পো মিরের ঠেক কে ।❤❤❤❤❤❤
এই গল্পটা যতবারই শুনি ততবারই চোখ ভোরে আসে জলে। এর আগে শুনেছি এই গল্পটা যখন উপস্থাপন করা হয়েছিল, এখন আবার শুনছি আমার ভাইয়ের সাথে। আমার মা এই গল্পটা যতবার শোনে ততবার নিজের ছোটোবেলায় ফিরে যায়। অনেক কুর্নিশ তোমাকে মীর দা। এই রকম ভাবেই অপূর্ব এবং অসামান্য গল্প/ উপন্যাস উপস্থাপন করুন , আমরা সবাই তোমার পাশে থাকবো মীর দা।❤❤
নমস্কার আমাদের জাদুকর, একটা কালজয়ী উপন্যাসকে শ্রুতি মাধ্যমের মধ্যে দিয়ে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ক্যাপ্টেন তোমায়। যেমন হাসিয়েছো, যেমন কাদিয়েছো, ঠিক ততটাই বুঝিয়েছো আমাদের শেকড়ের প্রতি টান ঠিক কত খানি। দুটো পর্বই অনবদ্য, আপ্লুত ক্যাপ্টেন। জয় বাংলাভাষা, জয় বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ও গল্প ভান্ডার। জয় গপ্পো মিরের ঠেক। ------------- গপ্পো মিরের ঠেক এর এক শ্রোতা ❤
04/05/24 আজ কিছু কাজ ছিল তাড়াহুড়ো করে 8 pm er মধ্যে সব কাজ complete করে 9 টা কখন বাজবে অপক্ষা করছিলাম 😊 ক্যাপ্টেন এর ঠেকে ঐতিহাসিক উপন্যাস পথের পাঁচালী শুনবো বলে😊😊😊 love you captain ❤❤❤
অসাধারণ অনবদ্য এক উপস্থাপনা....... প্রত্যেকের নিখুঁত অভিনয় প্রত্যেক টা চরিত্র কে জীবন্ত করে তুলেছে যেন শুনছি না চোখের সামনে দেখছি ...... আহা সুর খানা মন টা কে সমতালে আনন্দিত ও ব্যাথিত করে তুলছে..... অনেক অনেক ধন্যবাদ মীর দা কে এবং গপ্পো মীরের ঠেকের প্রত্যেক টি কলাকুশলী দের ❤❤❤❤❤
@realmir da.... এই গল্পটি বাঙালির তথা ভারতের একটি ঐশ্বর্য ... আর তুমি আজ তোমার গল্প বলার সত্তা দিয়ে তাকে সোনার তবকে মুড়ে দিলে যেনো ❤❤❤❤... এতো সুন্দর পরিবেশনা... চরিত্র নির্বাচন... শব্দের উপযুক্ত ব্যবহার ... সব কিছু দিয়ে যে উপহারটি দিলে তার জন্যে আমরা তোমার কাছে সত্যিই কৃতজ্ঞ.... Thank you দাদা... Thank you সব artist দের... পরের episode এর অপেক্ষায় রইলাম ... ❤❤❤❤❤❤
পথের পাঁচালীর সাথে অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে। যখন পড়েছিলাম তখন শুধু ভাই বোনের চির অমলিন মধুর সম্পর্ক ই মন কেড়েছিল। এই বার এত সুন্দর উপস্থাপনা ও সবার অসাধারণ অভিনয় শুনে নিজেকে যেন ওদের জায়গায় কল্পনা করে এক অপরিসীম আনন্দ পেলাম। গ্রাম বাংলার প্রকৃতি ও চরিত্রদের সারল্য মন জুড়িয়ে দিল।
এই নিয়ে চারবার শুনছি গল্পটা যতবার শুনছি যেন ছোটবেলাকার সেই চিন্তা সেই ভাবনা এরমধ্যে চলে যাচ্ছি।।। গল্পটা 50 বার সোনারপরে ও মন ভরবেনা।। Tnx captain ❤❤।। অপু ❤ দুগ্গা 😊😊।। যারা শুনছো তারা কমেন্ট করে জানান ❤❤❤
সত্যি বলতে কি নিজের মাতৃ ভাষায় লেখা এই চিরকালীন সাহিত্যের সংক্ষিপ্ত সংস্করণ শুনতে সবসময় ভালো লাগে না। কিন্তু আজ আর নিজেকে আটকাতে পারলাম না। কত স্মৃতি ভিড় করে আসছিল ...মায়ের পুরোনো শাড়ীর মিষ্টি গন্ধের মত...
অসাধারণ বাচনভঙ্গিতে বিভূতিভূষণের লেখনী যে মাত্রা নিয়েছে তা শুনে গায়ে কাঁটা দিয়ে ওঠে, চোখে জল আসে। বাংলা সাহিত্য ছাড়া এই অনুভূতি আর কেউ দিতে পারবেনা। ❤
পথের পাঁচালী পড়ে আর সিনেমা দেখে যে ভালোলাগা টা জমেছিল মনে,সেটা আমি নষ্ট করতে চাইনি বলে এতদিন শুনিনি এটা। কিন্তু আজ প্রথম পর্ব শুনে চোখ ভেসে গেল,মন গুঁড়ো গুঁড়ো হয়ে গেল... মীর তোমাকে অনেকনেক ধন্যবাদ❤ দুগ্গার কথকী সবচেয়ে ভালো লাগলো গো,আহা অপূর্ব😘😍
সাহিত্যের প্রতি আমার অপরিসীম আকর্ষণ! এই আকর্ষণ থেকে স্নাতকে বাংলা সাহিত্যে ভর্তি হওয়া। বিভূতিবাবুর সবগুলা উপন্যাস পড়েছি। আমার সবচেয়ে প্রিয় "আরণ্যক"।
পথের পাঁচালী পড়েছি অনেকবার, এখন পথের পাঁচালী নামটা শুনলেই গলা আটকে আসে, চোখ জ্বালা করে অপুর কথা ভেবে, দূর্গার পরিণতি ভেবে। মনে পড়ে অপুর স্বগতোক্তি, " আমি চাইনি দিদি,,তোকে ভুলিনি, ইচ্ছে করে ফেলেও আসিনি, ওরা আমায় নিয়ে যাচ্চে..!"
কাল আমা পথের পাঁচালী উপন্যাসের উপর এক্সাম, আর আজ ঠেকে এসে চমক🌼
এপার বাংলা থেকে ভালোবাসা মীরদা❤️
😊
😅😅😅😮vv😅😅 52:16 😅😅😅😮😅😅😅 52:16 😅😅😅😅
A
🥹💜
❤😊
অপু দুগগার সাথে 'পথের পাঁচালী' প্রথম পর্ব কেমন লাগল? কমেন্ট করে জানাও গপ্পোমীরকে।
মীরদা রবীন্দ্রনাথ ঠাকুর লেখা গোরা উপণ্যাস শোনাবেন
নিঃসন্দেহে বিকল্পহীন উপস্থাপনা , একেবারে গ্রামের সহজ সরল জীবন ফিরে গিয়েছিলাম ক্ষণিকের জন্য । অনেক ধন্যবাদ।🙏🏻🙏🏻
এক কথায় অসাধারণ ❤
আমার তো খুব সুন্দর লেগেছে , খুব সুন্দর।
দূর্দান্ত বললেও কম বলা হবে। ছোট অপু তো অসাধারণ।
সর্ব কালের অন্যতম শ্রেষ্ঠ কাহিনী। জীবনে প্রথম বার ' পথের পাঁচালী ' পড়ে কেঁদে ফেলেছিলাম। সেই গল্পই আবার পুনরায় প্রিয় মানুষের মুখে শুনতে চলেছি। সত্যিই এ এক অন্যরকম অনুভূতি।
গল্পের বই থেকে সিনেমার পর্দা, সেখান থেকে আবার অডিও স্টোরি... প্রতিবারই মন ভিজিয়ে দেয় নিশ্চিন্দিপুরের এই সাধারণ পরিবারের গল্পটি।
বাংলা সাহিত্যের কালজয়ী সৃষ্টিগুলির মধ্যে একটি❤️
"শেষের কবিতা"-র আবদার করে গেলাম...
আচ্ছা বেশ ❤❤❤❤❤
শেষের কবিতা মাস্ট চাই,,,ক্যাপ্টেন।
আপনার সাথে একমত ,,
শেষের কবিতা শুনতে চাই
মহাভারত অনেকবার টিভি তে দেখেছি । কিন্তু গপ্প মীর এর ঠেক এ খুব শুনতে ইচ্ছে করে। এই প্রথম কমেন্ট করছি । আমার এই অনুরোধ টা দয়া করে রেখো। আমার মত কে কে মহাভারত শুনতে চাও।
L th-cam.com/video/-TQvSoDMFC8/w-d-xo.htmlsi=iADNIbyo7C_Af1cM
কেউ না.......
Sunte chai
Sunte chai
Amio sunte chai
এভাবেই একদিন রবি ঠাকুরের ' চোখের বালি ' উপন্যাসটি শুনতে চাই 😊❤
thanks you sir
ami o sunta chi
Amio sunta chai mir da
সাথে মনিহারা উপন্যাসটি ও
Amio
মীর দা ... আমি বাংলাদেশ 🇧🇩থেকে বলছি । আপনার হয়তো আমাকে মনে নেই । আমি অনেক দিন আগে comment এ পথের পাঁচালীর request করেছিলাম । ভাবিনি আপনি reply দিবেন । সেইদিন reply পেয়ে যেমন খুশি হয়েছিলাম , আজকে গল্প শুনে তার থেকেও অনেক খুশি লাগছে 😍😍
আল্লাহর দোয়ায় "গপ্পো মীর এর ঠেক" এইভাবেই এগিয়ে যাক । এইটাই দোয়া করি❤❤❤
Amio request korechilm reply korechilen.r aj sunchi pother Panchali
@@recipewithria7333 বাহ🥰😍
শুনে খুশি হলাম🥰😍
🇧🇩
Same same but different 😂
Omg same same but defrent @jsconstruction3831
জীবনে প্রথম যে উপন্যাস পড়ে চোখে জল আসে, তা কি কখনো ভোলা যায়...
আমারো জীবনের প্রথম উপন্যাস
সেই রকম হয়েছে মীর দা | মনে হচ্ছিল যেনো চোখের সামনে বাস্তব দেখছি | আমি বাংলাদেশ থেকে | আমাদের স্কুলের পাঠ্য বইয়ে এই গল্প টার কিছুটা অংশ আম আটির ভেপু নামে দেওয়া আছে | আমার ইচ্ছে ছিলো গল্পের বই খানা কিনে পড়বো | কিন্তু আমার বাড়ি থেকে এই সবের জন্য টাকা দেওয়া হয় না | বলে কিনা ইস্কুলের বইই পড়ে না আবার গপ্পের বই পড়বে | আপনার এই উদ্যাগের কারণে প্রিয় গপ্পো গুলো শুনতে | আপনাকে অসংখ্য ধন্যবাদ | আল্লাহ আপনার ভালো করুক
বাঙ্গালীকে আত্মআবেগের কান্নায় ভাসিয়ে সেই অশ্রুসিক্ত জলে এভাবেই বেঁচে থাকুক অপু দূর্গার মতো হাজারো চরিত্র। ❤
এই ঠেকে দেবদাসের পর এটা সেরা উপস্থাপন। স্কুলে নির্বাচিত কিছু অংশ পড়েছিলাম কিন্তু এরকম ফিলিংস হয়নি। গল্পটা শুনতে শুনতে চোখ ভারি হয়ে উঠে সত্যি এই ঠেকে হাসি কান্না রহস্য সবই আছে। Thanks to team mir.
সামনের সপ্তাহটা শুনো, ওটায় একটা সারপ্রাইজ আছে 😊।
@@realmir nischoi sunbo. Vabteo parini tumi reply korbe thanks ❤️❤️❤️
Boi tar naam chhilo mone hoy Aam aatie bhenpu amaro porechhilam
@@realmirতারানাথ মধুসুন্দরী দেবির আবির্ভাব এর অপেক্ষায় আছি সেই প্রথম থেকে 😢
@@realmir ki
জন্ম নেওয়া নতুন আলোর মত ক্যাপ্টেন মীর অন্ধকার গামী পথযাত্রীদের পথ দেখিয়ে যাচ্ছেন। যে দিন যে সময় গুলিকে আমরা অতি তুচ্ছ মনে করি, পরবর্তী প্রজন্মের কাছে তা সোনালী শৈশবের মতো বারবার ফিরে আসতে চাই। তাই আসুন মন খারাপ না করে মনের আনন্দে কল্পনার জগতে ডুব দিই।😊🙏🏻
bhari bhalo
Asadharon......
স্কুলে পড়ার সময় পথের পাঁচালীর একটি নির্বাচিত অংশ সিলেবাসে পড়েছিলাম , যে সময় দুর্গা মারা গেলো আর অপুরা গ্ৰাম ছেড়ে পাড়ি দিলো ট্রেনে করে ওই অংশ টা পর্যন্ত, অপু যখন ট্রেনে উঠবে আর দিদির কথা মনে করবে, এতো কষ্ট করেছিলো রেল গাড়ি দেখার জন্য কিন্তু সম্ভব হয়নি ওই মুহূর্ত টা পড়ে কতবার চোখে জল এসেছে , তারপর খুব আগ্রহ হয়েছিল এরপর কি হবে ,, সেই আগ্ৰহ থেকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্ৰ কেনা ,, সেই থেকে সাহিত্যর প্রতি টান আর বই প্রেমি হয়ে ওঠা ❤ বিভূতি বাবুর সম্পর্কে কেনো মন্তব্য করার যোগ্যতা আমার নেই একটাই কথা এনাকে অসাধারণ বলাটাও বোধ হয় কম ❤ আর ধন্যবাদ মীর দা তোমাকে একটার পর একটা এই রকম দুর্দান্ত উপহার দেওয়ার জন্য ❤❤
একদম সত্যি।
Hya 2014 e class 8 e portam amader bela thekei eta notun add hoyechilo. Sei Apu or baba r sathe khorgosh dekhte pelo okhan theke start hoyechilo 10 bochor baad o mone ache♥️.
হঠাৎ চোখটা ভিজে এলো,বুঝলাম এ কোনো দুঃখে অশ্রু নয়,ছোটবেলার সেই প্রিয় রূপকথার দেশে পুনরায় ফিরে যেতে পেয়ে এক অপার্থিব আনন্দ! ধন্যবাদ ক্যাপ্টেন!!!
নয়- দশ বছর বয়সে প্রথম পড়েছিলাম। তারপর আরো অনেকবার পড়েছি।গল্প শুনতে শুনতে ছেলেবেলার সেই স্মৃতি রোমন্থন করছিলাম। অসম্ভব ভালো লাগলো ❤
'পথের পাঁচালী' আমার ইমোশন। সমস্ত কিছুর সাক্ষী। মন কেমনের জন্মদিন এলেই 'পথের পাঁচালি' নিয়ে বসে পড়ি।এখনো অবদি প্রায় ১০০ বারের ওপরে পড়ে ফেলেছি। প্রত্যেকবারই নতুন বলে মনে হয়। আমি বরাবরই মনে-প্রানে ছন্নছাড়া, পিছুটানহীন, উচ্চাকাঙ্খী অপু হতে চাই। কিন্তু দূর্গার মৃত্যুতে হুহু করে কেঁদে উঠি। ভেবে দেখি দূর্গার মৃত্যু না ঘটালে অপু হয়ে ওঠা প্রায় অসম্ভব। ক্যাপ্টেনের কাছে অনুরোধ রইলো অপুর 'অপরাজিত' হয়ে ওঠার গল্পটা শোনানোর।
নিশ্চই শোনাবো ❤❤❤❤
@@realmir রবিবার পুরো জমজমাট ক্যাপ্টেন রিপ্লাই করেছেন।♥️♥️♥️♥️♥️♥️☺️☺️☺️🤗🤗
🎉
🎉
Ami khali Chunibala Devi r glimpses gulo dekhte pachhi 😢. Sudhu matro ekti chhobi ekta manush ke amor kore dilo..... khub sundor production hocche 🥰 .Thank you Dada ❤❤❤❤❤.
"পথের পাঁচালী " গপ্পো মীরের ঠেকে হবে, ঘোষণা করা মাত্রই আমার পেয়ে গেলাম এবং শুনেও ফেলবো। আসলে তা এতটা সহজ নয়, এই প্রচন্ড গরমে অক্লান্ত পরিশ্রমে বলা ভালো মাথার ঘাম পায়ে ফেলে এই কালজয়ী উপন্যাস আমাদের উপহার দিচ্ছেন। সত্যিই ধন্যবাদ জানাই এমন ভাষা আমার কাছে নেই। 🙏🏻😊
অসাধারণ । ছোট্ট অপু কী মিষ্টি আর দুর্গার কন্ঠের তো প্রেমে পরে গেছি। অনেক ধন্যবাদ মীরদা। দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম ❤
সেই ক্লাস এইটে পড়েছিলাম আর তারপরে অপু-দূর্গা আমার স্বপ্নের চরিত্র হয়ে গিয়েছিল ❤...আর এখন স্নাতক স্তর শেষ হতে চলল আবার এই "Goppo Mirer Thek" এ আমার সবথেকে প্রিয় গল্পটা একেবারে audio তে শোনার সুযোগ পেলাম 😄..খুউউউউউউউউউব ভালো লাগল ❤...গল্পপাঠে তোমার গলাটা শুনে এত ভালো লেগেছে যে কী বলব ❤..মীর দা তুমি আর তোমার টিম আবার আমাকে সেই পুরোনো দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেলে ❤...এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের ❣️
ছোটোবেলায় মা এর কাছে গপ্পো শুনতাম...মা এর পাশে শুয়ে গপ্পো শোনার আনন্দ অন্যরকম ছিল...মা এর কাছে পথের পাঁচালী শুনে খুব কেঁদেছিলাম...আজ আবারো কাঁদতে হবে বুঝতে পারছি... অনেক ধন্যবাদ ক্যাপ্টেন আবারো সেই এক অনুভূতি ফিরিয়ে দেওয়ার জন্য ❤️❤️
এ এক অসাধারণ লেখনীর গল্প পাঠের অনন্য দক্ষতার মাধ্যমে শ্রোতৃমনে আবেগ ,অনুভুতির এক দীর্ঘস্থায়ী অনুরণন মুগ্ধ করে রাখল। শ্রী মীর ও তার সহ- কলাকুশলীদের পরম মঙ্গল প্রার্থনা করি।
এ তো জীবনের গল্প, মানুষের গল্প, প্রকৃতি যেখানে কাহিনীর উপাদান নয় বরং নিজেই চরিত্র, আটপৌরে জীবনের মাঝে লুকিয়ে থাকা জীবনের শাশ্বত সত্য, হৃদয় খুঁড়ে তুলে আনা এক অনন্য জীবন সংগীত যা যুগ যুগ ধরে গ্রামের মেঠো পথ, আমবাগান , ফেলে আসা ভিটে, বন কলমি , ও আশ শ্যেওড়ার বনে নেমে আসা সকাল সন্ধ্যার আলোয় ধ্বনিত হবে , বৃষ্টির প্রতিটি কনায়, ঝড়ের পড়ে যাওয়া আমের গন্ধে মুখরিত হবে , বাঁশ ঝাড়ের মড় মড় শব্দে প্রবাহিত হবে , কাশের বনের দোলায়, রেল গাড়ির পথ ধরে অপু দুগ্গার পায়ের চিহ্ন প্রকট হবে , বার বার প্রবাহিত হবে মানুষের জীবন সংগীত অলিন্দে অলিন্দে .....
অনেকদিন আগে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখেছিলাম, আজ শুনতে শুনতে যেন চোখের সামনে ভাসছে দৃশ্য গুলো। অসাধারণ উপস্থাপনা❤️❤️🥰।বিশেষ ধন্যবাদ গপ্পমিরের ঠেক এবং পুরো দলকে
মাত্র 39 minutes শুনে মন এত খারাপ হয়ে গেলো, আপনজন এর মৃত্যু তেও এত হয়নি। অদ্ভুত ইমোশন ! অসাধারণ শ্রুতি নাট্য।
একদম ঠিক বলেছেন। ৯০ দশকের পর যারা জন্মেছে তাদের জন্য বাঙলা সাহিত্যের এই রত্ন ভান্ডারের সাথে পরিচিত করার জন্য Goppo Mirer Thek ও মীর দা কে অনেক সাধুবাদ। চালিয়ে যাও।
দারুণ দারুণ ভাবে কষ্টটা আবার দগদগে হয়ে উঠলো গপ্পো শুনে.. 😢😢😢 ভীষণ কষ্ট দরদ মাখা গপ্পো লেখা চারটি খানি কথা নয়.. নমস্কার 🙏 "বিভুতিভূষণ বন্দোপাধ্যায়" 🙏 নমস্কার..আর মীর আফসার আলী কে অজস্র ধন্যবাদ এই গপ্পো উপহার দেওয়ার জন্য.. 🤗 🎉🤗 🎉🤗 🙏 🙏 🙏
ভাই-বোনের সুখ দুঃখের মিলে মিশে কথা বার্তা,, যেন সত্যি সত্যি তারা অপু দুর্গা তে পরিণত হয়েছে... excellent 👌 💚 আর এগুলো সব সম্ভব আমাদের পরম প্রিয় মানুষ, মীর আফসার আলীর জন্যই যথার্থ হচ্ছে.. hat's up 🙏 🙏 🙏 গপ্পো মীর এর ঠেক এর গপ্পো মীর.. ❤️💚❤️💚❤️🌹🔥🌹
অসাধারণ সকলেই খুব সুন্দর পাঠ করেছে। মীর দার কথা নতুন করে কিছু বলার নেই কেননা সে সর্বদাই পাঠক বা শ্রোতার মন জিতে নিয়ে চলেছে ও সাথে শিশু শিল্পী দু জনই অপু ও দুর্গা। শুধুই মুগ্ধতা সাথে উদাসী বাঁশির সুর সত্যিই মন কেমন করে ওঠে।
অপূর্ব মীর দা অপূর্ব। আমার মুখে আর ভাষা ফুটছে না বিশ্বাস করো। সেই ছোটবেলার দুপুর ফিরিয়ে আনার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ।
আবার যেন শৈশবকে নতুনভাবে দেখতে চলেছি। পথের পাঁচালী আমাদের সবার খুব কাছের একটি গল্প। গল্পটি অজান্তেই যেন আমাদের শৈশবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এতটাই আপন একটি গল্প। অপেক্ষায় থাকলাম।
উর্নিমালা বসুকে "রামের সুমতি"-র পর আবার গপ্পো মীর-এর ঠেকে শুনবো। ওনার অভিনয় অসাধারণ হবেই, কোনো সন্দেহ নেই। আর বাকি সবাই দারুন।
ছোটবেলায় সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়ে ছিলাম তার পর য ত বার পড়েছি ততবার পড়তে ইচ্ছা করে তার পরে আজ গপ্পো মীরের ঠেকে শুনছি তোমার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই মীরা দা ❤❤❤
ছোটবেলায় পড়বে এত সুন্দর বুঝতে পারিনি। ছোটবেলাকার সেই মুহূর্তগুলো যেন আজ পুনরায় যাপন করছি। ধন্যবাদ মীর স্যার❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
মীর দা, কিছু দিন আগেই পথের পাঁচালী পড়েছিলাম, তারপর হঠাৎ কি মনে হতে সিনেমা টাও দেখেছি। হঠাৎ দেখি তোমার ঠেকে পথের পাঁচালী সত্যি বলতে শুরু তেই যেই ব্যাকগ্রাউড মিউজিক এর গান টা চোখে জল এনে দিয়েছে।
তোমার কাজের প্রশংসা করার মতো আমার ভাষা নেই।
ঠাকুর জী তোমার মঙ্গল করুন।
বাংলা ভাগ করতে পারো!
কিন্তু বাংলার প্রাণ সাহিত্য কিভাবে ভাগ করবে? এই ভাষার মায়া আর এই ভাষার প্রতি ধ্বনির গাঁথুনিতে বাঁধা সকল সাহিত্যকর্ম কিভাবে আলাদা করবে?
আমরা ভাষায় এক আমরা বাংলায় এক আর সেই পথ চলা সুগম করেছে পথিক মীর দা💕
এভাবেই এগিয়ে যাও মীর দা
এভাবেই রয়ে যাও সবার মনে
love from Bangladesh❤❤❤
I am from Bangladesh 🇧🇩🇧🇩
But r8 now i am in Kolkata.
পথের পাচালী অনেক আগে পড়েছি।
মীর দা এবং পুরো টিমকে ধন্যবাদ।
১ম পর্ব কলকাতায় এবং ২য় পর্ব বাংলাদেশে।
Love from Bd 🇧🇩🇧🇩❤️❤️
থ্যাংক ইউ মীর দা, স্কুলের গরমের ছুটিতে প্রথম পথের পাঁচালী পড়ার অনুভূতি ফিরিয়ে দেওয়ার জন্য। সেই একই সুদূরের পথে আজ আবার মন চলে গেল।
❤❤❤❤❤❤❤
Love from Bangladesh... Agriculture University
খুব ভালো লাগছে শুনতে।❤😢
ইন্দিরা ঠাকুরণের মৃত্যুর সময়ের লাইনগুলো যখন পড়ছিলে,তখন খুব কেঁদেছি। ❤
গল্পটা খুব সুন্দর।❤
আমার খুব প্রিয় গল্প এটা।❤
সবাই অসাধারণ। কাউকে নিয়ে কিছু বলার নেই। কিন্তু কেন জানি না পাপিয়া দিদির কথা বলতেই হচ্ছে। তিনি এক কথায় অনবদ্য। এক ই গলায় এত রকম স্বর আর দিব্যি ভালো লাগে শুনতে। যে চরিত্র গুলোতে তিনি অভিনয় করেন সেখানে তাঁকে ছাড়া অন্য কাউকে ভাবাই যায় না যেন। আমি অধীর আগ্রহে পরের পর্বের অপেক্ষায় থাকলাম। ❤❤❤❤
এই প্রথম পথের পাঁচালী জানলাম।
কখনো পড়া হয়নি আর সিনেমা ও দেখা হয় নি এই 26 বছরের জিবনে।
মুগ্ধ হলাম। 💖🥺✨
উফ্। কী অসাধারণ একটি কালজয়ী উপন্যাস।আমি কমকরে চারবার পড়েছি। সেটা আজ গপ্পো মীর এর টেক এ শুনব!!!!!!!! অপেক্ষা করছি
Mir da আপনি যে সেরা, আপনিই যে Captain সেটা আপনার কাজ বারবার প্রমাণ করে। Sunday Suspense থেকে শুরু করে "গপ্পো মীরের ঠেক" প্রথম দিন থেকেই আপনার ভক্ত।
ওগো মীর আফসার আলী,, মায়ের কন্ঠে অপুর গপ্পো শোনার বিবরণ খানা এমন ভাবে তুমি বর্ননা দিচ্ছ awesome 👍 👍 ❤ ছোট্ট অপু টাও কেমন টুকরো টুকরো মহাভারতের গপ্পো মুখস্ত করেছে.. অভিনব মীর আফসার আলীর পরিচালন ক্ষমতা.. 🎉 🙏👍🙏👍🙏😊✌️
থ্যাংক ইউ ❤❤❤❤❤। ভয়ে ভয়ে ছিলাম, পারব তো? 😊
@@realmirদূর্দান্ত হচ্ছে.. আর আমিও কাঁদছি.. দুর্গার জন্য.. 😢😢😢
@@realmirদাদা তুমি চিরজীবী হও
মীর দাদাগো ভগবানের কাছে প্রার্থনা করব তুমি হাজার বছর বাঁচো তোমার মত পথের পাঁচালী কি গো আর পাঠ করে শোনাতে পারে,তুমি রেডিও মির্চিতে যেমন অসাধারণ ব্যোমকেশ তেমন এখানেও সেটা পাঠক অবিরাম ভালোবাসা তোমার জন্য ভালো থেকো আর তোমার মাধ্যমে সবাইকে ভালো রেখো ❤❤❤❤
গপ্পো মিরের ঠেকের আরেকটা অসাধারণ উপস্থাপনা এই উপন্যাসটা। ছোট্ট অপুর কন্ঠটা কী যে মিষ্টি আদর করতে ইচ্ছে করছে 😊
আমার গ্রাম কে ঘিরে এই গল্প 🤗
রায়েদের বাগান, রেললাইন সব জায়গায় কল্পনা করতে পারছি অপু-দূগ্গা কে😍
APNAR KOTHAY BARI...
কিছু মনে করবেন না। তাপসী, এই ব্যাপারে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পারি??
Jaega tar nam?
নিঃশব্দে হারিয়ে যাওয়া শৈশবের সুখ,দুঃখ আজ বড়ো মনে পরে। মনে পড়ে আদরের খেলনা বাটি , অবুজ বন্ধুদের কথা। অপেক্ষাই রইলাম এক এবং অদ্বিতীয় উপস্থাপনার জন্য।😊💖🙏🏻
এনাদের প্রস্তাবনা আমাদের কে সত্যিই খুবই দূর্বল করে দিচ্ছে দিনের পর দিন🫠 প্রতিটা চরিত্র এতটা নিঁখুদ করে তুলে ধরছে আমাদের কাছে যে পাগলের মতন শুনতে আমরা বাধ্য 🙌🏼
আমরা আজীবন তোমাদেরকে চাই ❤
এই গল্পটির সঙ্গে আমার প্রথম সাক্ষাত cinema হিসেবে, cinema টি প্রথম বার দেখে খুব কঁদেছিলাম তাই আর দেখিনি, এই গল্প টাও একবারই পড়েছি সেই একই কারনে,আজ audio রূপান্তরও শুনলাম...সত্যি বলতে কী এই গল্পের মধ্যেকার যে innocence টা আছে সেটা আমার খুব ভালো লাগে, আজ মীর sir-এর channel এর এই উপস্থাপনায় সেই innocence টা আরেকবার অনুভূত হলো...একইরকম ভাবে ঠিক যেমনটা প্রথমবার বইটা পড়ে হয়েছিলো। এবারে পরের সপ্তাহের heart break এর জন্যেও নিজেকে তৈরি করতে হবে...এই ধরণের গল্প গুলোর সার্থকতাও এই সহজ সরল নিখাদ অনুভূতি গুলোর জন্যই। কিন্তু এসব গল্পের করুন পরিণতি গুলো বারে বারেই মনকে কষ্ট দেয় আর তাই সেই কষ্টগুলোকে এড়াবার জন্যই হয়তো এই গল্পটাও একবার শুনে দ্বিতীয়বার আর শুনব না...
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে মীর sir এমন একটা গল্প ঠেকে উপস্থাপন করার জন্য
অপুর গলার স্বর এতো মিষ্টি,,,, শুনেই প্রাণটা জুড়িয়ে যায়,,, মাঝে মাঝে চোখে জলও চলে আসে।
অপুর গলাটা সেরা হয়েছে কে কে একমত❤❤❤❤
একমত ❤️
একদম ❤
সত্যি তাই গলাটা অসাধারণ ❣️
আছি দাদা 😢😭
Ami o
আহা আবার এক ইতিহাসের সাক্ষী থাকছি আমরা , আপনাদের এই প্রচেষ্টা সফল হল ❤ অনেক দিনের আব্দার ছিল "পথের পাঁচালী" শেষে শুনতে পাচ্ছি খুব খুব খুশি হয়েছি 😊 চোখের সামনে দেখতে পাচ্ছি সেই গ্রাম বাংলার দৃশ্য ❤❤❤❤
Pray 5 bochor hoye geche ei golpo ta school e porechilam....shei golpo ta konodin j audio story er maddhome shunte parbo konodin bhabi ni..Goppo Mirer Thek shob oshombhob k shombhob korche.. Thank u Mir Sir 🙏
Pather Panchali is one the classical book film rather a diamond which portray's those classical Bengali days..and mir da has done again remarkable way to express this story...it bring me into tears...mir da tumi aro boro hoy..❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽
ছোটবেলায় বাংলা বই এর পাঠ্য ছিল ' পথের পাঁচালি ' তারপর আরও প্রায় পাঁচ বার পড়েছি আর এবার শুনলাম ... অপু দুর্গার এমন নিখুঁত ছেলেমানুষী চোখে জল এসে যায় ... আর উপস্থাপনা এমন যে শুনছিলাম না চোখের সামনে দেখছিলাম জানি না !! অসাধারণ ❤
🥺
খুবই ভালো পাঠ হচ্ছে। সকলের অভিনয়ও মনোমুগ্ধকর। অপুর গলা শুনে ‘অপুর সংসার’-এর ‘কাজল’-এর গলা মনে পড়ে যায়-“বাবার বুঝি টিকি থাকে?”
ছোটবেলা তে, দুপুর বেলা মায়ের পাশে শুয়েপড়ে গপ্পো শুনতাম। আর মা এমন ভাবে পথের পাঁচালী শুনিয়ে ছিল যে কান্না করেছিলাম, আবার আজও কান্না পাবে😢
সত্যি বলতে কি শৈশবে ছোটো বেলায় বই এ পড়া বিভূতিভূষণ বনদ্যোপাধ্যায়ের এই করুণ গল্পটি তখন আমার চোখে জল এনেছিল, আবার গপ্পো মীর এর ঠেক এ মীর দার মূখে শুনতে চলেছি এ কথা মনে করে মন টা আবার শৈশবের সেই দুঃখের কথা মনে পড়ে যায় 🥺🥺, গল্পটি হৃদয় ছুঁয়ে গেছে 😣😔ভালোবাসা নিয়ো কলকাতা থেকে ❤❤❤মির দা ❤❤
অসাধারণ !! শিশুর চাঁদের হাঁসি ও চাঁদের মতো মুখ ।❤
দাদা অসম্ভব সুন্দর 😊
ধন্যবাদ এত সুন্দর একটা উপহার এর জন্য ❤
অপূর্ব গায়ে কাঁটা দিয়ে উঠলো শুনতে শুনতে ❤
পুঁচকে দুটো কি মিষ্টি কি সুন্দর অভিনয়
2022 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলায় 89 পেয়েছিলাম। আমার এই সাফল্যের পিছনে সানডে সাসপেন্সর মীর স্যার, অগ্নি দা, দীপ দা এদের অবদান অনস্বীকার্য 😊 তোমরা আমাকে বাংলা ভাষাটাকে ভালোবাসতে শিখিয়েছ ❤। অসংখ্য ধন্যবাদ 🙏 আরও সুন্দর সুন্দর গল্পের আশা রাখলাম 😊❤।
❤❤❤❤❤❤❤❤❤❤
অনেক অপেক্ষার পর অবসান এর স্বস্তি, সামনে এলো হৃদয় বিদীর্ণ করা গপ্পো পথের পাঁচালী.. এখন আর কোনো কথা নয়.. শুধুই মীর আফসার আলীর দরদী কন্ঠে শুনি কান্না ভেজা অনুভূতি মাখা গপ্পো টা.. 😢❤😢🎉🙏🔥🙏🔥🙏🤗🤗
এটা উপন্যাস নয়, বাঙালির একসময়ের সমাজকাঠামোর দলিল, যেখানে বাঙালির শিল্পীসত্ত্বার শিকড় নেমে গেছে। এটা শুধু উপন্যাস নয়, একটি আকাশ, যেখানে অনন্ত আনন্দ নিয়ে উড়ে বেড়াই আর সম্পদের মতোই অন্তরে সেই আনন্দ লালন করি।💖❤💕😊🙏
১০০% শতাংশ সঠিক বলেছেন।
@@subhajitnayek837 ❤🙏😊
@@subhajitnayek837🙏❤😊
বাহ্ বাহ্ 👏🏻
@@samratsarkar1257 🙏😊
Captain এর কন্ঠে "পথের পাঁচালী" শুনে উপভোগ করতে পারব ভেবে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে....🥺
এবার শুধু গপ্পো শুরু হওয়ার অপেক্ষা..❤️😌
আমার ছোটবেলা ঠিক এইভাবে কেটেছে।এই রকম ঘটনার সথে আমি পরিচত। গল্পটা শুনে চোখে জল চলে এলো। ছোট বেলার কথা মনে পড়ে গেলো। 😢😢😢। আমি গ্রামের ছেলে , আমার বয়স26
❤❤❤
Class VII এ পড়ার সময় মহালয়ার আগেরদিন সারারাত আর মহালয়ার সারাদিন ধরে পড়ে বই টা শেষ করেছিলাম, সেই ২০১৭ এর কথা। ছোটো ছিলাম কত কেঁদেছিলাম...অপু দুর্গার সেই মিষ্টি পিসিমার মৃত্যু, দুর্গার মৃত্যু, সেই রেলগাড়ি দেখতে যাওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যাওয়া… সব মিলে এতদিন পর আবার গল্প টা শুনতে পেয়ে বেশ অন্য রকম লাগছে ❤️
অসাধারণ বলেও কম হবে সাহিত্য কে জীবন্ত করে তুলতে পারেন লেখকগণ আর সেই জীবন্ত লেখ্য চলমান হয়ে ওঠে আপনাদের গল্প বলার ধরন আর কন্ঠ শিল্পীর সৌন্দর্য্যে।
আজ মীরদা কাল দীপদা অডিও গল্পের জগতে দুজন অতুলনীয় ব্যক্তিত্ব❤❤❤
ওসব ছাড়ো কাকা। আগের দিন অনেকে বলছিলো সানডে সাসপেন্স নাকি দারুন, আজ ১০ টা গোল দিল ক্যাপ্টেন ss কে। আর দীপ দা ভালো, কিন্তু ওই সচিন আর বিরাট এর মধ্যে যা পার্থক্য তাই ক্যাপ্টেন আর দীপ এর মধ্যে 🙏
@@arkajyotimukherjee6724 দীর্ঘদিন পর একজন স্পষ্টভাষী মানুষ দেখলাম।🙏🏽
@@arkajyotimukherjee6724 dada bolchilam compare na korei dujonkei sunle besi valo hoina??...ami apni ke onader certificate dewar
@@shubhayubiswas654আমি আমার মতামত দিলাম মাত্র। কেউ না মানতেই পারে। আমি দুটোই শুনি, কে ভালো বোঝার জন্য।
এত কান্না কোনোদিন ও আসেনি। সত্যি মেয়েদের কোনো ঘর হয়না। কোনোকালেই হয় নি। সবি কথার কথা
এতো সুন্দর,এতো সাবলীল, আর অপু চরিত্রের বাচ্চাটা মন কেড়ে নেয়… ইশ কতো সুন্দর অভিনয় ♥️♥️♥️♥️
এতদিন বই এবং সিনেমা উপেক্ষা করেছি শুধুমাত্র কাঁদার ভয়ে কিন্তু আর থাকতে পারলাম না শুনে ফেললাম । 13 মিনিট যেতে না যেতে চোখে জল যার জন্য তিনি হলেন অসাধারণ একজন কণ্ঠশিল্পী উর্মিমালা বসু । যাদের কন্ঠ রয়েছে সবাইকে আমার কুর্নিশ ও শ্রদ্ধা জানাই । ধন্যবাদ গপ্পোমীরের ঠেক । 5/7/24
সেরা উপহার হতে চলেছে after কালের মন্দিরা
মীরদা you are the best ❤❤❤❤❤
অপুর চরিত্রে কণ্ঠ দেওয়া বাবুটা খুব খুব সুন্দর কাজ করেছে। একদম সেরা ❤️❤️❤️
প্রথম এ মোহন বাগান এর ফাইনাল ম্যাচ তার মীর স্যার এর কণ্ঠস্বর উফফ আজ জমে যাবে। মোহন বাগান 💚❤️
কি যে আনন্দ নিয়ে শুনছি লিখে বুঝানো কোন ভাবেই সম্ভব নয়।অনেক অনেক অনেক ভালবাসা আর ধন্যবাদ মীর দা।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️খুব বেশি খুশি আমি😊
অনবদ্য। পথের পাঁচালী শুনে নতুন করে নিশ্চিন্দিপুরের হত দরিদ্র পরিবারের দুঃখ কষ্ট আনন্দ,অল্পতে সুখী হওয়ার কাহিনিতে মুগ্ধ হলাম। আগামী পর্বের জন্য সাগ্রহে অপেক্ষায় রইলাম।
আহা কি অনন্য
কি সুন্দর 😇🙂↕️ ভালোবাসা অফুরন্ত ত্রিপুরা থেকে ❤ মীর দা and গ্রুপ 🎉
পুরো জমে গেলো কিন্তু বৃষ্টি টাই হলো নাহ ! 😊❤😢মন টা ভরে গেল স্নিগ্ধতায় 🥰💖 মীর দা এবং তোমার টীম কে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই।❤🤩💖✨🌸😇☺️
আমিও ভেবেছিলাম কাল রাতে বৃষ্টি হবে 😐😐😐
বৃষ্টির জন্য প্রাণটা আকুপাকু করছে 😢😓🥺🤧মীর দা 💖😊🤩🥰💖✨🌸@@realmir
@@realmir bristi kintu hoyeche 3 din er mathay😅
মানুষ জীবন একবার পায় আর আমার এই এক জীবনে এখন এটাই মনে হয় যদি গপ্পো মিরের ঠেক তৈরী না হতো , দেবদাস আর পথের পাঁচালী র মতো গল্প আমি শুনতে পেতাম না , অজস্র ধন্যবাদ টিম গপ্পো মিরের ঠেক কে ।❤❤❤❤❤❤
এই গল্পটা যতবারই শুনি ততবারই চোখ ভোরে আসে জলে। এর আগে শুনেছি এই গল্পটা যখন উপস্থাপন করা হয়েছিল, এখন আবার শুনছি আমার ভাইয়ের সাথে। আমার মা এই গল্পটা যতবার শোনে ততবার নিজের ছোটোবেলায় ফিরে যায়। অনেক কুর্নিশ তোমাকে মীর দা। এই রকম ভাবেই অপূর্ব এবং অসামান্য গল্প/ উপন্যাস উপস্থাপন করুন , আমরা সবাই তোমার পাশে থাকবো মীর দা।❤❤
নমস্কার আমাদের জাদুকর,
একটা কালজয়ী উপন্যাসকে শ্রুতি মাধ্যমের মধ্যে দিয়ে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ক্যাপ্টেন তোমায়। যেমন হাসিয়েছো, যেমন কাদিয়েছো, ঠিক ততটাই বুঝিয়েছো আমাদের শেকড়ের প্রতি টান ঠিক কত খানি। দুটো পর্বই অনবদ্য, আপ্লুত ক্যাপ্টেন।
জয় বাংলাভাষা, জয় বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ও গল্প ভান্ডার। জয় গপ্পো মিরের ঠেক।
------------- গপ্পো মিরের ঠেক এর এক শ্রোতা ❤
04/05/24 আজ কিছু কাজ ছিল তাড়াহুড়ো করে 8 pm er মধ্যে সব কাজ complete করে 9 টা কখন বাজবে অপক্ষা করছিলাম 😊 ক্যাপ্টেন এর ঠেকে ঐতিহাসিক উপন্যাস পথের পাঁচালী শুনবো বলে😊😊😊 love you captain ❤❤❤
যতবার গল্পও টা পড়েছি , আর সিনেমা তে দেখেছি ততবার চোখের জল ধরে রাখতে পারি না , আজ আবারও পারলাম না ❤ ❤️
ধন্যবাদ এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য ❤️❤️
নেক্সট এপিসোডটাও শুনো কিন্তু 😊😊😊
@@realmir অপেক্ষায় রইলাম ❤️☺️
অসংখ্য ধন্যবাদ আমার এবং অন্যদেরও অনুরোধে 'আরন্যক' ঠেকে দেওয়ার জন্য❤❤❤
অসাধারণ অনবদ্য এক উপস্থাপনা....... প্রত্যেকের নিখুঁত অভিনয় প্রত্যেক টা চরিত্র কে জীবন্ত করে তুলেছে যেন শুনছি না চোখের সামনে দেখছি ...... আহা সুর খানা মন টা কে সমতালে আনন্দিত ও ব্যাথিত করে তুলছে..... অনেক অনেক ধন্যবাদ মীর দা কে এবং গপ্পো মীরের ঠেকের প্রত্যেক টি কলাকুশলী দের ❤❤❤❤❤
মনটা জুড়িয়ে গেলো। মনে হলো সেই অপু-দুগগার জগতে চলে এসেছি। ।
I love samapan mishra
His voice is fabulous ❤❤❤❤
I'm very happy to see him as apu 🎉🎉🎉🎉🎉
@realmir da.... এই গল্পটি বাঙালির তথা ভারতের একটি ঐশ্বর্য ... আর তুমি আজ তোমার গল্প বলার সত্তা দিয়ে তাকে সোনার তবকে মুড়ে দিলে যেনো ❤❤❤❤... এতো সুন্দর পরিবেশনা... চরিত্র নির্বাচন... শব্দের উপযুক্ত ব্যবহার ... সব কিছু দিয়ে যে উপহারটি দিলে তার জন্যে আমরা তোমার কাছে সত্যিই কৃতজ্ঞ.... Thank you দাদা... Thank you সব artist দের... পরের episode এর অপেক্ষায় রইলাম ... ❤❤❤❤❤❤
পরের এপিসোডে একটা চমকও আছে ❤❤❤
মীর দা আপনি ভগবান ❤ আমাদের এত সুন্দর গল্প শোনান
পথের পাঁচালীর সাথে অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে। যখন পড়েছিলাম তখন শুধু ভাই বোনের চির অমলিন মধুর সম্পর্ক ই মন কেড়েছিল। এই বার এত সুন্দর উপস্থাপনা ও সবার অসাধারণ অভিনয় শুনে নিজেকে যেন ওদের জায়গায় কল্পনা করে এক অপরিসীম আনন্দ পেলাম। গ্রাম বাংলার প্রকৃতি ও চরিত্রদের সারল্য মন জুড়িয়ে দিল।
কী মিষ্টি অপু দুগ্গার কন্ঠদুটি! খুব ভালো লাগলো
অসাধারণ মীরদা।দূর্গা আর অপুর কন্ঠস্বর খুব মিষ্টি।গল্পটা ছোটবেলার সুখময় মুহূর্তের স্মৃতির কথা মনে করিয়ে দেয়।
শেষ পর্বটা শুনে নাও, চলে এসেছে 😊😊😊।
I think the best gift to Satyajit Ray on his Birthday in disguise....keep it up Mir da and his team .
থ্যাংক ইউ ❤❤❤❤❤
অপু - দুর্গা ,সত্যাজিৎ বাবু যেভাবে আমাদের সমানে ফুটিয়ে তুলেছেন ,আশা রাখছি তোমরাও পারবে টিম মীরদা
কতবার পড়েছি এর আগেও অনেকবার শুনেছি কিন্তু যতোবার শুনেছি বা পড়েছি ততোবার মনেহয় যে আরও শুনি আরও পড়ি আর সেই অপু আর দুর্গার সাথে সেই মাঠে মাঠে ঘুরে বেড়াই
অপুর কথা বলার ধরন টা অসম্ভব মায়াবী। মন ভালো হয়ে যাওয়া ভয়েস ❤ 🇧🇩
এই নিয়ে চারবার শুনছি গল্পটা যতবার শুনছি যেন ছোটবেলাকার সেই চিন্তা সেই ভাবনা এরমধ্যে চলে যাচ্ছি।।।
গল্পটা 50 বার সোনারপরে ও মন ভরবেনা।।
Tnx captain ❤❤।।
অপু ❤ দুগ্গা 😊😊।।
যারা শুনছো তারা কমেন্ট করে জানান ❤❤❤
পথের পাঁচালী গল্পঃ টা যেন আমাকে আবার নতুন করে ছোটো বেলার কথা মনে করিয়ে দিচ্ছে
সত্যি বলতে কি নিজের মাতৃ ভাষায় লেখা এই চিরকালীন সাহিত্যের সংক্ষিপ্ত সংস্করণ শুনতে সবসময় ভালো লাগে না। কিন্তু আজ আর নিজেকে আটকাতে পারলাম না। কত স্মৃতি ভিড় করে আসছিল ...মায়ের পুরোনো শাড়ীর মিষ্টি গন্ধের মত...
অসাধারণ বাচনভঙ্গিতে বিভূতিভূষণের লেখনী যে মাত্রা নিয়েছে তা শুনে গায়ে কাঁটা দিয়ে ওঠে, চোখে জল আসে। বাংলা সাহিত্য ছাড়া এই অনুভূতি আর কেউ দিতে পারবেনা। ❤
পথের পাঁচালী পড়ে আর সিনেমা দেখে যে ভালোলাগা টা জমেছিল মনে,সেটা আমি নষ্ট করতে চাইনি বলে এতদিন শুনিনি এটা।
কিন্তু আজ প্রথম পর্ব শুনে চোখ ভেসে গেল,মন গুঁড়ো গুঁড়ো হয়ে গেল... মীর তোমাকে অনেকনেক ধন্যবাদ❤
দুগ্গার কথকী সবচেয়ে ভালো লাগলো গো,আহা অপূর্ব😘😍