শসার চেয়ে কয়েকগুন ফলন। নাজিরপুরের ঐতিহ্যবাহী মরমা চাষ। জানুন সম্পূর্ণ চাষ পদ্ধতি। কৃষক কৃষাণী।
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- এই সবজিটা আমাদের দেশের সবার কাছে তেমন পরিচিত নয়। অপরিচিত হবার পেছনেও বেস কিছু কারন রয়েছে। এর প্রধান কারনগুলোর মধ্যে অন্যতম এর চাষাবাদের এরিয়া। মরমা শুধুমাত্র বরিশাল বিভাগের কয়েকটি উপজেলায় চাষ করা হয়। এর মধ্যে শিংহভাগ চাষ হয় নাজিরপুর উপজেলার বিল এলাকায়। নাজিরপুরের মনোহরপুর, গাওখালী, দেউলবাড়ী দোবরা, বৈঠাকাটা সহ আসেপাসের এলাকায়। চাষাবাদ সম্পর্কে জানার আগে জেনে নেই এই মরমা সম্পর্কে। এটি দেখতে কিছুটা সশার মত,কিন্তু আকারে সষার থেকে অনেক বড় হয়, কোন কোনটির ওজন পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে।গায়ের রং গারো সবুজ, লম্বা লম্বি অগভীর খাঁজ আছে তাতে হালকা হলদেটে ভাব থাকে , গায়ের ছোট ছোট বুটি থাকে যেগুলো দেখতে অনেকটা আচিলের মত, পাকলে খোসা শক্ত হয়ে যায় , রান্না করে অথবা কাঁচা দুভাবেই খাওয়া যায়।
কথা বলেছি এখানের অভিজ্ঞ চাষিদের সাথে, তাদের কাছ থেকে জেনেছি মরমা চাষ পদ্ধতি সম্পর্কে,
কিভাবে চাষ করা হয়, এর বীজ কিভাবে সংরক্ষন করা হয়, রোপন পদ্ধতি কেমন, কখন রোপন করা হয়, কেমন আয়-ব্যয় ইত্যাদি সম্পর্কে।
পুরো ভিডিওটি দেখলে মরমা চাষ সম্পর্কে আপনি সম্পূর্ণ একটি ধারনা পাবেন।
“কৃষক কৃষাণী” ফেসবুক পেজ-
/ krishokkrishani22
“কৃষক কৃষাণী” ফেসবুক গ্রুপ-
/ 839711180341675
#মরমা_চাষ #কৃষক_কৃষাণী #নাজিরপুর
❤❤❤❤❤❤
ধন্যবাদ।
ভাই চাষির নাম্বার টা দিলে ভালো হয়
চ্যানেলে যোগাযোগ করুন, ধন্যবাদ।
বীজ পেতে আগ্রহী
চাষীদের সাথে যোগাযোগ করলে পাবেন।