ছোটবেলায় মার কাছে একটা গল্প শুনেছিলাম, যে খানে এক লোক পরি দেখে পাগল হোয়ে গিয়েছিল। পথে পথে ঘুরত আর বলত "আর এক বার দেখতে চাই"।আপনার গান শুনে শুধু বলতে ইচ্ছে করে "আর একবার শুনতে চাই"......ভালো থাকবেন
তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো ঘুম-ভাঙানিয়া তোমায় গান শোনাবো চমক দিয়ে তাই তো ডাকো বুকে চমক দিয়ে তাই তো ডাকো ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো এলো আঁধার ঘিরে পাখি এলো নীড়ে তরী এলো তীরে বুঝি আমার হিয়া বিরাম পায় নাকো ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো আমার কাজের মাঝে মাঝে কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুখজাগানিয়া তোমায় গান শোনাবো
Hi Emon last 40 years we out of Bengal and settled in Mumbai.I love togore songs and other types of songs really pinch us.Your God gifted and free voice millions of your fans.My good wishes always with you . Keep it flow more and more.
Dear Iman Chakraborty, We would like to have more and more and more songs from you. Your video presentation is excellent. You have added new life to Tagore songs. We are eagerly waiting for your songs. Thank you and thanks again
Beaufiful narration. Wonderful Voice sang with total dedication and devotion to the excellent wording of Tagore sangeet . My heart dances at this time of dawn
You touch me, filling my goblet With unearthly grace And then, disappear -- I wonder if you remain unseen Behind my wall of pain, You who spark awake my sorrow!
আমার জীবন35 বছর পার করলাম। এতদিন পরে বুঝলাম জীবনের মানেটা কি আপনার গান শোনার পর। 5 মিনিট 36 সেকেন্ডের গান একমিনিট মনে হচ্ছে বার বার শুনছি। অমর হয়ে থাকবেন আমার জীবনে ❤️❤️❤️
গানটা আগে থেকেই খুব ভালো লাগতো,তবে সুনীল গঙ্গোপাধ্যায়ের "রানু ভানু"পড়ার পর এই গানটার প্রতি আসক্তি বেড়ে গেছে,লাইনগুলো too relatable..... Two hearts beat each to each🖤♥️🖤♥️
Rabindra sangeet er kache kono gaan ashte parbe nh konodin o r thik tmne iman dir moto kono singer hote parenh oshadharon iman di ki blbo jmn gaan ta gaile thik tmnei abritti ta ufffff....r ki blbo..😘😘❤❤❤
গানটা শুনলে অশ্রু-বারি আর বাধা মানতে চায় না 😓😓 এ যেন এক স্বর্গসুখানুভুতির পরশে এক আবেগাচ্ছ্বাসিত মন পুলকিত হয়ে উঠে শুষ্ক মরুভূমি সদৃশ হৃদয়ভূমিতে অনবরত বারি সিঞ্চনে সিক্ত করে আত্মার তৃপ্তি ঘটায় ও মৃত সঞ্জীবনীর ছোঁযায় অমরত্বের আস্বাদন লাভ করে । প্রতিটি বাঙালির হৃদয়ে অমর তুমি❤❤❤ অমর তোমার সৃষ্টি ❤❤❤, আমার শত সহস্র প্রণাম তোমার চরণ-তলে 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
. ২২ . 01. 23. ইমনের গান আগের চেয়ে অনেক দরদী হচ্ছে । তবে সে যখন লম্ফ - ঝম্প মার্কা গান করে তখন মনে হয় সে রবীন্দ্রসঙ্গীতের গানের উপযুক্ত নয় । এই সঙ্গীতের প্রতিটি শব্দের এক বিশেষ স্থান আছে । শব্দের বাঁকে বাঁকে এর ব্যাঞ্জনার প্রকাশ যেটা সুরের মধ্যদিয়ে প্রকাসিত হয় , গানে সেটা ফুটিয়ে তোলাই প্রকৃত দীক্ষা । . .
ছোটবেলায় মার কাছে একটা গল্প শুনেছিলাম, যে খানে এক লোক পরি দেখে পাগল হোয়ে গিয়েছিল। পথে পথে ঘুরত আর বলত "আর এক বার দেখতে চাই"।আপনার গান শুনে শুধু বলতে ইচ্ছে করে "আর একবার শুনতে চাই"......ভালো থাকবেন
তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম-ভাঙানিয়া
তোমায় গান শোনাবো
চমক দিয়ে তাই তো ডাকো
বুকে চমক দিয়ে তাই তো ডাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
এলো আঁধার ঘিরে
পাখি এলো নীড়ে
তরী এলো তীরে
বুঝি আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমার কাজের মাঝে মাঝে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
Nice didi
Nice didi
অনুভূতি প্রকাশের ভাষাও কোথায় যেন হারিয়ে যায়.....হারিয়ে যেও না ....আরো আরো গান শুনিও আমাদের
তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখ
ওগো ঘুম-ভাঙানিয়া, বুকে চমক দিয়ে তাই তো ডাক'
ওগো দুখজাগানিয়া ॥
এল আঁধার ঘিরে, পাখি এল নীড়ে, তরী এল তীরে
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো, ওগো দুখজাগানিয়া ॥
আমার কাজের মাঝে মাঝে, কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে।
আমার পরশ ক'রে প্রাণ সুধায় ভ'রে তুমি যাও যে সরে--
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক, ওগো দুখজাগানিয়া ॥
সুন্দর
All of golden songs always touch my heart effectively.
I blessed when hearing those songs.
Khub thik bolechho kono kichhur mohe jeno a gaan na bhuli
এলো আঁধার ঘিরে🌃,পাখি এলো নীড়ে🕊️,তরী এলো তীরে🛶,বুঝি আমার হিয়া বিরাম পাইনকো🙂😌
কেমন যেন শিহরন জাগে এই গানটা শুনলে ! অদ্ভুত সুন্দর ! 🙏♥️
Darun
eto sundor gaan gao tumi Imon... mon jeno kothai harie jai....."Tomai gaan sonabo" apurbo geacho..eto anuvuti eto abeg ....mugdho hoechi....suvo kamona roilo tomar jonno....
Hi Emon last 40 years we out of Bengal and settled in Mumbai.I love togore songs and other types of songs really pinch us.Your God gifted and free voice millions of your fans.My good wishes always with you .
Keep it flow more and more.
অসাধারণ একটা অনুভুতি, খুব সুন্দর ধন্যবাদ।
Apnar gan hajar bar sunleo mon vore na .thank you mam'm.....
অসাধারণ, অসাধারণ, বলে বোঝাতে
পারবো না
Tumi to darun abritti koro didi....All rounder
Thik
অপুর্বখুব ভাল লাগল ঈশ্বর আপনার মঙ্গল করুন
Dear Iman Chakraborty, We would like to have more and more and more songs from you. Your video presentation is excellent. You have added new life to Tagore songs. We are eagerly waiting for your songs. Thank you and thanks again
Beaufiful narration. Wonderful Voice sang with total dedication and devotion to the excellent wording of Tagore sangeet .
My heart dances at this time of dawn
Many thanks Iman C.
uff ....iman di.....tomar golar sur amar hridoy chhuye jay.....rabindra sangeet jno pran pay tomar surer chhoyay😊😊😍😍
Oshadharun....👌👌👌
Soo nice pleasing song presentation god bless you
Excellent.....!!.... So Lovely the song...... Very Classy your sweet voice..... Ma'am Iman Chakraborty. 🙏😘👌🔥😇🎶🍁🌱🌼
very nice arrangement throughout journey, soo heart touching, imon always my fev singer
Aro sunte chai robindra sangeet tomar golai. ...khub sundor😊😍
কোনো ভাষা নেই প্রশংসার শুধু চোখের জল এসে যায়
oshadharon ekta gaan.. nd u r one of most fvrt singers of mine. love u Iman💜👍
Ashadharan gaan geche❤️❤️🧡🧡
অসাধারণ সৃষ্টি কবির.. শুনলেই মনটা উদাস হয়ে যায় সাথে এক মধুর আবেশ সৃষ্টি করে....
true lines through heart.... spell bound..... heart touching feelings.... awsm awsm
অসাধারণ ইমন দিদি❤
ইমন দি ❣❣💙আবেগমাখা কন্ঠ
Iman mam er voice ta eto sundor j sob gan sunte valo lagee
তুমি কেমন করে গান করো হে গুনী।
আমি অবাক হয়ে শুনি।
❤Beautiful
Madam kayekta word ektu anya mone holo
Kannahasir dola
Byathar aralete
Jadio gaan asadharan hoeche❤
Ami Bangali hoe gorbito karon ta na hole Kobi gurur ei heart touching composition Iman mamer konthe sunte partam na.
Etoh sundar kore ki kore gaile di tumi ai ganta ar tumi etoh sundar abritti korte paro love u di💕💕💕
Onek shundor ....... 💞💞💞💞
Aj theke bodhhoy ektu ektu fan hoyechi Iman chakrobortir
sperb.... wonderful ...........kono kotha hbe na.....sotti national award paba joggo.......
যে কোনো গানে যদি তোমার গলার আওয়াজ পাই সেটা আরো স্পেশাল হয়ে যায়... Love you
চোখে জল এসে গেল। অসাধারণ।
You touch me, filling my goblet
With unearthly grace
And then, disappear --
I wonder if you remain unseen
Behind my wall of pain,
You who spark awake my sorrow!
মন ছোঁয়া গান,,,,,,
এই সব গান মনের ঔষধ,,,
Thik bole6en
কি অপূর্ব !
Iman chokrabort all stage program down load sent massage Samir Kumar Biswal then I am V V happy
Amra Rabindrik Psychotherapy Research Institute a ae mon bhalo korar kaj tai kori Robi Thakur ar gan dea....
আমার জীবন35 বছর পার করলাম।
এতদিন পরে বুঝলাম জীবনের মানেটা কি আপনার গান শোনার পর। 5 মিনিট 36 সেকেন্ডের গান একমিনিট মনে হচ্ছে বার বার শুনছি। অমর হয়ে থাকবেন আমার জীবনে ❤️❤️❤️
darun.,wonderful 😍. tomay gan sonabo is very butyful song for ever .my ferrite song❤❤❤
Subarna Mukherjee
(
Akhon thik
Gaanta sune chokher jol dhore rakhte parlam na 😭
well..... you r fvrt singer iman...... may allah bless u..... wish u all the best....
Awesome, so delightful to listen,
Beautiful poetry &soulful music Hadsoft to you Rabindranath Tagores. I am filling proud.OR Imaon was wall sang the song.
অপূর্ব কন্ঠস্বর
Prokash korar kono bhasa khuje pacchi na..etotai jibonto nibedan Rabithakurer uddesye..bhalo thako❤
Tomai gaan sonabo....Darun Darun Darun
khub bhalo laglo didi
𝙈𝙤𝙣 𝙘𝙝𝙪𝙮𝙚 galo🥰
অসাধারণ !!!
খুব সুন্দর লাগলো।
Apurbo laglo gaan ta shunte...
Fantastic really Heart touching
Tomar golai Ahbrity ae prothom sunlam khub sundor laglo Imon di.....
গানটা আগে থেকেই খুব ভালো লাগতো,তবে সুনীল গঙ্গোপাধ্যায়ের "রানু ভানু"পড়ার পর এই গানটার প্রতি আসক্তি বেড়ে গেছে,লাইনগুলো too relatable.....
Two hearts beat each to each🖤♥️🖤♥️
খুবই চমৎকার!
Rabindra sangeet er kache kono gaan ashte parbe nh konodin o r thik tmne iman dir moto kono singer hote parenh oshadharon iman di ki blbo jmn gaan ta gaile thik tmnei abritti ta ufffff....r ki blbo..😘😘❤❤❤
There are many better singers than Rabindranath Tagore.
khub valo ekta gaan .Mon chuye jaye
খুব ভালো লাগলো এই গানটা মন ছুঁয়ে গেলো ☺☺☺
দারুন লাগলো....
এক কথায় just অসাধারণ
ইমন দি তোমার আবৃত্তির গলা এবং গানের গলা খুব সুন্দর শান্তি ময় মায়াময়
Wonderful, there can be anything second to it.
Oshadharon khub valo
Very beautifully sung Iman
🌻🌻🌻🌿🌳🌿🌅🌅কি বোলবো, কিছু বলবার ভাষা নেই, খুব খুব খুব ভালো থাকুন এই কামনা করি, জয় মা সরস্বতী, ইমন গলার জাদু আছে,
Sune mon huhu kore uthlo oho ossom
Imaner gan amar je ki bhison bhalo lage, ta ami bole bojhate parbo na, ekhetre ganer songe songe path o hoyeche opurbo 😌😌
গানটা শুনলে অশ্রু-বারি আর বাধা মানতে চায় না 😓😓 এ যেন এক স্বর্গসুখানুভুতির পরশে এক আবেগাচ্ছ্বাসিত মন পুলকিত হয়ে উঠে শুষ্ক মরুভূমি সদৃশ হৃদয়ভূমিতে অনবরত বারি সিঞ্চনে সিক্ত করে আত্মার তৃপ্তি ঘটায় ও মৃত সঞ্জীবনীর ছোঁযায় অমরত্বের আস্বাদন লাভ করে । প্রতিটি বাঙালির হৃদয়ে অমর তুমি❤❤❤ অমর তোমার সৃষ্টি ❤❤❤, আমার শত সহস্র প্রণাম তোমার চরণ-তলে 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Very nice singing.
Dear sister #Iman.
apurba..........
My febarite song jata suni tato valo lage
ইমনের গলায় এই গানের দরদ অনুভব করা যায় না।
Khub clean song loved it
Simply Class. . God Bless. .
অসাধারণ।
Khub sundor 😍😍
খুব সুন্দর মন ভোরে গেল
Awesome. One of my favourite song.
10 ber sunlam ek tana
একাকীত্বের মধ্যেও একটা পূর্ণতা আছে। নিজেকে ভালো করে জানার অবকাশ পাওয়া যায়।
Yes
অতিনাটকিয়তা কেন করেন। সহজ হতে পারেন না। একটা সহজ কথাকে দুর্বোধ্য করে
গানটা এতবার শুনি তবুও মন ভরে না।
.
২২ . 01. 23.
ইমনের গান আগের চেয়ে অনেক দরদী হচ্ছে । তবে সে
যখন লম্ফ - ঝম্প মার্কা গান
করে তখন মনে হয় সে রবীন্দ্রসঙ্গীতের গানের উপযুক্ত
নয় ।
এই সঙ্গীতের প্রতিটি শব্দের
এক বিশেষ স্থান আছে । শব্দের বাঁকে বাঁকে এর ব্যাঞ্জনার প্রকাশ যেটা সুরের মধ্যদিয়ে প্রকাসিত হয় , গানে সেটা ফুটিয়ে তোলাই প্রকৃত দীক্ষা ।
.
.
Mam,Ami apner fan hoyechhi apner kanthe Rabidra Sangeet sune.please Rabindra Sangeet beshi Kore gaiben.
তুমি হৃদয় দিয়েে গাও, তাই তোমার গান এত ভালো লাগে
Jotobar suni kom sona hoi.e ek onno anuvuthi
Your song touch my heart
Iman..tumi asadharon 😉😉
Osadaron didi. ...👌👌👌❤❤❤
সত্যিই ভালো বাসলে এরকম ই হয় তোমার গান টা মন উদাস করা
she has just nailed it......
Too good di ❤️
দারুণ।
অপূর্ব, অসাধারণ 👏👏
kanna j thamena mone pore jay amar sei sob harano dingulo khub aj mone pore jay😥😥👌👌👌😥😥😥
Aa ha ki darun...
i couldn't stop my tears in my eyes .... ❤️❤️ sometimes...
I am impressed by the song
Khub sundar geyechen
Very nice,Iman and my best poet Rabindranath Tagore
হৃদয় হতে উৎসারিত।
khub Sundar hoyeche bt gan ta not save kore rekhechen kno
Veri nice with soft emotions...
In a word fantastic madam
আমার পরশ করে, প্রান সুধার ভরে তুমি যাও যে সরে।বুঝি আমার ব্যাথার আড়ালেতে দাড়িয়ে থাক।