আর কি বসবো এমন সাধুর সাধবাজারে । না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে ।। সাধুর বাজার কি আনন্দময় অমাবস্যায় পূর্ণ চন্দ্র উদয় আছে ভক্তির নয়ন যাঁর সে চাঁদ দৃষ্ট হয় তাঁর ভব বন্ধন জ্বালা যায় গো দূরে ।। দেবের দুর্লভ পদ সে সাধু নাম তাঁর শাস্ত্রে ভাসে ওসে গঙ্গা জননী পতিত পাবনি সাধুর চরণ সেও বাঞ্ছা করে ।। আমি দাসের দাস যোগ্য নই কোন ভাগ্যে এলাম এই সাধু সাধসভায় ফকির লালন কয় মোর ভক্তিহীন অন্তর এবার বুঝি প'লাম কদাচারে ।। -ফকির লালন সাঁই।।
আমি আজ কমান্ড করে গেলাম পৃথিবী যত কাল থাকবে তত কাল এই বাণী মানুষের কাছে অমর হয়ে থাকবে। এসআই আসাদ কুষ্টিয়া জেলা
আর কি বসবো এমন সাধুর সাধবাজারে ।
না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে ।।
সাধুর বাজার কি আনন্দময়
অমাবস্যায় পূর্ণ চন্দ্র উদয়
আছে ভক্তির নয়ন যাঁর সে চাঁদ দৃষ্ট হয় তাঁর
ভব বন্ধন জ্বালা যায় গো দূরে ।।
দেবের দুর্লভ পদ সে
সাধু নাম তাঁর শাস্ত্রে ভাসে
ওসে গঙ্গা জননী পতিত পাবনি
সাধুর চরণ সেও বাঞ্ছা করে ।।
আমি দাসের দাস যোগ্য নই
কোন ভাগ্যে এলাম এই সাধু সাধসভায়
ফকির লালন কয় মোর ভক্তিহীন অন্তর
এবার বুঝি প'লাম কদাচারে ।।
-ফকির লালন সাঁই।।
বাহ বাহ বাহ বাহ চমৎকার কালাম
মনে হয় আবার তুমার কাছে গান শিখি। নিজে গান গেয়ে মনের জ্বালা নিবারন করি। ধন্যবাদ নিলা তুমাকে।
Kanka
Oshadharon
মোহনীয় কন্ঠের জোরে
যমুনার জল উজান ধরে।
জুয়েল।
মনোমুগ্ধকর .... may God bless you 🙏
ভালো
অসাধারণ কন্ঠ
❤❤❤❤💛➕🆗👌👌
জয় হোক
আপুর নাম্বারটা দেওয়া জাবে
খুব ভালো লাগলো গানটা
জয় হোক
সুন্দর
জয়গুরু আলেক সাঁই
My Lina booh poooooh
Oi mia apnar pic dui jaygay deoar ki darkar silo
আলেক সাঁই
সাধু সাধু সাধু
জয় গুরু আলেক সাঁই
জয় গুরু