One of the best blog ever I have seen. বাংলাদেশে এতবড় (পৃথিবীর বৃহত্তম) এবং এত সুন্দর sea beach আছে জানা ছিল না। সমুদ্রে speed boat journey র thrill একদম live মনে হচ্ছিল।এই episode টা দেখে বাংলাদেশে যাওয়ার ইচ্ছেটা অনেক প্রবলতর হল। আপনাদের দুজনকেই অনেক শুভেচ্ছা।
Apnara dada bangladeser kono khobor e rakhen na.. apnara indian people ra bangladesh er history somporke komo dharona nei. emon vab kore jeno kolkata kono urope country... ata dukhojonok.. amra kintu india ba kolkata somporke onek kisu jani.. jeta apnara bangladesh somporke janen na.. kosto dea thakle sorry.
দাদা অসাধারণ ।।। ছেড়া দ্বীপে ড্রোন সুট টা দেখতে পেলে আরো ভালো লাগতো ।।। তবুও জাস্ট অসাধারণ ।।। বাড়িতে বসে বাংলাদেশ দেখে ফেললাম শুধুমাত্র তুমি আর বনিদির জন্যে , এছাড়া মিজু ভাই আর সানাদির অবদান অসাধারণ ❤️❤️❤️
অপুর্ব দৃশ্য!!! 💕 বৈদিক দা.... তুমি ড্রোন সট্-এর মাধ্যমে এতো সুন্দর করে পুরো কক্সেস বাজারের নীল সমুদ্রকে কভার করেছো..উফ্!! সত্যি-ই ভাষাহীন 😌💕 আর তার পাশাপাশি টেকনাফ্ থেকে সেন্ট্ মার্টিন যাওয়া পথের আনন্দ-অনুভূতি ও সেখান থেকে ছেঁড়া দ্বীপের কিছু অংশ....❤️💕 অতি সত্বর চেষ্টা করো ড্রোনটা ঠিক করার, ওঠার ভুমিকাও গুরুত্বপূর্ণ। 💕 মিজু ভাইয়ার হাত-ও অতি শীঘ্রই ঠিক হয়ে উঠুক এই কামনা করি...💕 পরের এপিসোড গুলোর অপেক্ষায় আছি.... 💕 ❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕
কক্স বাজার এর ভিডিও আগে দেখেছি , আপনার উপস্থাপনা বেশ ভালো ড্রোন তা খারাপ হয়ে যাবার দরুন কিছু ভালো দৃশ্য মিস করলাম , আরেকটা ব্যাপার বেশ ভালো লাগলো আপনার ভিডিও গুলো দেখে ছোট দেশ ইনফ্রাস্ট্রাকচার এ বেশ মনোযোগ দিয়েছে যেটা একটা দেশ কে এগিয়ে নিতে সাহায্য করে ...বর্তমান সরকার কে সাধুবাদ জানাই ....আপনাদের অনেক শুভেচ্যা জানাই ....তবে সব কিছুর মধ্যে ভারত এর পশ্চিম বংগো এর সাথে এতো মিল যে বিদেশ লাগছেই না সেটাই যদিও স্বাভাবিক কারণ এক দেশ দু ভাগে ভাগ হয়েছে ....
ডঃ মুহম্মদ শহীদুল্লাহর ভাষায় বলবো, ❝আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার চেয়েও বড় সত্য আমরা বাঙালি।❞ দাদা বৌদির জন্য শুভ কামনা রইলো। বাংলাদেশে স্বাগত। 🇧🇩
খুব সুন্দর episode... Cox Bazar এর scene গুলি অপূর্ব, drone ta ভালো থাকলে আরো shots দেখতে পেতাম but কি আর করা যাবে!! Hopefully speedboat ride করে কারোর sea sickness হয় নি. Mizu r হাত কেমন আছে? সবাই ভালো থেকো আর Bangladesh এর গল্প শোনাতে থাকো 👍👍👏👏
পাসপোর্ট থাকলে একদম সহজ এতো কঠিন কিছু নয় একবার ভিসা নিলে ছয় মাস আসা যাওয়া করা যায় যেই কোন সময় আর কলকাতা টু কক্সবাজার মনে হয় ৬০০থেকে ৭০০ কিলোমিটার হবে, বাস বা বিমানে আসা যায় আর সামনের বছর থেকে ট্রেন চালু হতে যাচ্ছে ঢাকা টু কক্সবাজার ৪০০কিলোমিটার রাস্তা।
বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি ইন্ডিয়ানরা যে দেশে যায় সে দেশের জিনিসপত্র চুরি করে,, ইন্ডিয়ান এক দম্পতি ইন্দোনেশিয়ার 1 হোটেল থেকে চুরি করেছে দুবাইয়ের এক হোটেল থেকে চুরি করেছে😢 এটা কিন্তু খুব খারাপ কাজ
আমি যখন এই road দিয়ে যখন যাই গত জানুয়ারীতে ২০ তারিখ আমার বৌ ও আমার ছেল ছিল এইটা আমার first time ছিল আমি সত্যিই কাঁদছিলাম এই দৃশ্য দেখে তোমাকে ধন্যবাদ এইটার সম্পর্কে বলার জন্য ভাল থেকো
Khub bhalo lagche you both are enjoying, ebar kno janina mone hcche kolkata firey aso ebar... Onek din hye gelo, tomader almost daily vlogs dekhar habit ta miss korchi...r miju bhai r sana apu ke kolkata theke onek bhalobasa r suveccha... Tader channel o subscribed kore felechi... R khub bhalo enjoy kore firey aso with full of international experience 🤗... ❤ from kolkata
I wanna visit Bangladesh once... I hope one day both the countries would enjoy each other's country without any hassle... I want to visit my forefather's house in Maymansingha at Mandal Sen village....
BOATS shown here are the regional marine vehicles built in special architectural fashion adjusting the sea's rough nature / behaviour for travellers' safety initially by the Portuguese settlers at Chottogram coastal area around 400yr ago... ... mostly they r fishing and commercial boats...
দাদা, তুমি আমাদের দেশকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করেছো । অসংখ্য ধন্যবাদ দাদা । অনেক অনেক শুভ কামনা তোমার ও বনি দিদির জন্য । পরের বার শ্রীমঙ্গল আসলে আমার বাসায় থাকবে ।।
দাদা আমি আপনার ১৮৭ নাম্বার সাবস্ক্রাইবার। প্রথম থেকেই আপনার ভিডিওর বড় ভক্ত। আমার মনে আছে লাদাখ ভ্রমণের সময় যখন ভিডিও দিতে দেরি হলো তখন নক করেছিলাম ইনস্টাগ্রামে। আপনি রিপ্লাই দিয়েছিলেন৷ সেই থেকে আপনার প্রতি শ্রদ্ধাবোধ৷ আমার দেশে এসেছেন৷ ভালোবাসা নিবেন। ইতি সৈকত,নরসিংদী জেলা,ঢাকা,বাংলাদেশ।
রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সাজেক ভ্যালি, নীলাদ্রি, নীলগিরি, নীলাচল, সাদা পাথর সিলেট, এসব এলাকা বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট প্লেস। এসব জায়গায় গিয়ে ভ্লগ করলে আপনার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে।
These type of boat is being called as "SHAMPAN" May be you have heard the very famous Chittagonian song "ওরে ও সাম্পানওয়ালা.. তুই মোরে করলি দিওয়ানা". These Shampan Boats two corner is being made very high than the middle part of the boat because these boats are specially built for going to deep sea for fishing and this shape helps this boat to maintain good balance and float nicely on the high tide and in the large big waves of the Bay of Bengal.
কক্সবাজার ও সেন্টমার্টিনের সৌন্দর্য ক্যামেরা বা ভিডিওতে তুলা সম্ভব না। সত্যিই এক অপূর্ব সুন্দর কক্সবাজার ও সেন্টমার্টিন। সেন্টমার্টিন পর্বটা মনে হয়েছে তড়িঘড়ি করে করা, আর একটু স্থির করে বীচ পয়েন্টগুলো দেখানো উচিৎ ছিলো।
Just checking the comments section Most people from West Bengals have very positive feelings about Bangladesh unlike other states people don't know why
So what's the filling of our beautiful Cox's Bazar and Saint Martin?????? Hope it's a fabulous experience of your lifetime..... loving every bit of your travel experience filling proud of Mizu bhai and Sana the way they are companionship.... Stay safe..
স্পিড বোটে গিয়ে তোমরা একটা জিনিস মিস করেছো। যখন জাহাজ দিয়ে যায় তখন পুরো জাহাজ ঘিরে সিগাল বা শঙ্খচিল উড়তে থাকে।লোকজন চিপস ছুড়ে দেয় ওরা উড়ন্ত অবস্থায় ধরে নেয়।
Really Bangladesh is a natural beauty ...love from ❣️❣️🇮🇳
কি দৃশ্য দেখলাম অপূর্ব পার্থিব সৌন্দর্য অপূর্ব বাংলাদেশ ❤❤
Maa🙏🏼
Dada uni apnar ma naki
@@BaidikChatterjee দাদা আপনার মাকে সালাম🥰
সালাম মা বাংলাদেশী ভাইদের পক্ষ থেকে
Tomader k dhonobad
যেমন দেশটা সুন্দর তেমন মানুষগুলোও সুন্দর সর্বোপরি ততোধিক সুন্দর তোমার ভিডিও।
মিজু get well soon.
Happy journey to all.
One of the best blog ever I have seen. বাংলাদেশে এতবড় (পৃথিবীর বৃহত্তম) এবং এত সুন্দর sea beach আছে জানা ছিল না। সমুদ্রে speed boat journey র thrill একদম live মনে হচ্ছিল।এই episode টা দেখে বাংলাদেশে যাওয়ার ইচ্ছেটা অনেক প্রবলতর হল। আপনাদের দুজনকেই অনেক শুভেচ্ছা।
তোমাদের ভারত অনেক বড়।অনেক সুন্দর জায়গা আছে সেখানে। বাংলা দেশ ছোট কিন্তু অনেক সুন্দর জায়গা
আছে এখানে।একবার বেড়াতে এসো।
You are welcomed.
ধন্যবাদ। খুব চেষ্টা করছি next year এ যাওয়ার।
বাংলাদেশেও সুন্দর ঘোরার জায়গা আছে
th-cam.com/video/5iE6KFbIzL8/w-d-xo.html
Apnara dada bangladeser kono khobor e rakhen na.. apnara indian people ra bangladesh er history somporke komo dharona nei. emon vab kore jeno kolkata kono urope country... ata dukhojonok..
amra kintu india ba kolkata somporke onek kisu jani.. jeta apnara bangladesh somporke janen na..
kosto dea thakle sorry.
একসময় বাংলাদেশ উন্নত হওয়ার নেপথ্যে থাকবে পোর্ট সিটি চিটাগং এবং কক্সবাজার
🇧🇩❤️ Love Cox’s Bazar
অসংখ্য ধন্যবাদ
বাংলাদেশ কে এভাবে তুলে ধরার জন্য।
বাংলাদেশের মানুষের হসপিটালিটি খুব ভালো ❤️🥀
তোমার র বনির জন্য অনেক আশীর্বাদ , ভালোবাসা রইলো। বাংলাদেশ খুবই সুন্দর র ওখানকার মানুষ জন খুবই ভালো।
মনোমুগ্ধকর! বাংলাদেশ কে এতটা সুন্দর করে তুলেছো,, বলার ভাষা নেই। ধন্যবাদ💕,, ❤love from Coochbehar...
❤
চারিদিকে অনেক vlog আছে, আর অনেক international vlog ও দেখেছি but তোমাদের এই বাংলাদেশ journey just অন্য level 🔥❤️😊
দাদা অসাধারণ ।।।
ছেড়া দ্বীপে ড্রোন সুট টা দেখতে পেলে আরো ভালো লাগতো ।।।
তবুও জাস্ট অসাধারণ ।।। বাড়িতে বসে বাংলাদেশ দেখে ফেললাম শুধুমাত্র তুমি আর বনিদির জন্যে ,
এছাড়া মিজু ভাই আর সানাদির অবদান অসাধারণ ❤️❤️❤️
অসাধারণ লাগলো ... যেটুকু ড্রোনে শটস দেখেছি তাতেই মুগ্ধ ... স্পিড বোট জার্নিটা সত্যি দারুন রোমাঞ্চকর ... কক্স বাজার যে ওয়ার্ল্ডের লংগেস্ট বীচ এটা জানা ছিলনা. ধন্যবাদ তোমাকে.
🙏🏼
অপুর্ব দৃশ্য!!! 💕
বৈদিক দা.... তুমি ড্রোন সট্-এর মাধ্যমে এতো সুন্দর করে পুরো কক্সেস বাজারের নীল সমুদ্রকে কভার করেছো..উফ্!! সত্যি-ই ভাষাহীন 😌💕 আর তার পাশাপাশি টেকনাফ্ থেকে সেন্ট্ মার্টিন যাওয়া পথের আনন্দ-অনুভূতি ও সেখান থেকে ছেঁড়া দ্বীপের কিছু অংশ....❤️💕
অতি সত্বর চেষ্টা করো ড্রোনটা ঠিক করার, ওঠার ভুমিকাও গুরুত্বপূর্ণ। 💕
মিজু ভাইয়ার হাত-ও অতি শীঘ্রই ঠিক হয়ে উঠুক এই কামনা করি...💕
পরের এপিসোড গুলোর অপেক্ষায় আছি.... 💕
❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕
নিজের দেশকে এতো সুন্দর করে তোমার জন্য দেখতে পেলাম। ধন্যবাদ #দাদাদিদি❤️❤
কক্স বাজার এর ভিডিও আগে দেখেছি , আপনার উপস্থাপনা বেশ ভালো ড্রোন তা খারাপ হয়ে যাবার দরুন কিছু ভালো দৃশ্য মিস করলাম , আরেকটা ব্যাপার বেশ ভালো লাগলো আপনার ভিডিও গুলো দেখে ছোট দেশ ইনফ্রাস্ট্রাকচার এ বেশ মনোযোগ দিয়েছে যেটা একটা দেশ কে এগিয়ে নিতে সাহায্য করে ...বর্তমান সরকার কে সাধুবাদ জানাই ....আপনাদের অনেক শুভেচ্যা জানাই ....তবে সব কিছুর মধ্যে ভারত এর পশ্চিম বংগো এর সাথে এতো মিল যে বিদেশ লাগছেই না সেটাই যদিও স্বাভাবিক কারণ এক দেশ দু ভাগে ভাগ হয়েছে ....
বাংলা দেশে আপনাকে স্বাগতম।আমার দেশের সৌন্দর্যকে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 😊।ভালোবাসা রইল আপনাদের প্রতি🥰🇧🇩❤️🇮🇳।
সত্যিই দাদা বাংলাদেশ খুব ভালো জায়গা। R Bay of Bengal এর কালার টা অসাধারন।
বাংলাদেশে থাকতে থাকতেই তোমাদের সাবস্ক্রাইবার ১০০০০০ ক্রস করবে ......❤️
আর বাঙালির গর্বের ভাষা দিবস ঢাকাতেই পালন করে এসো ......
সত্যিই খুব ভালো লাগে
যখন আমার বাংলাদেশ কে
অন্য দেশের মানুষেরা এসে represent করে
তখন নিজের দেশ নিয়ে গর্ব হয়
এই দেশের মানুষ নিয়ে না
মনোমুগ্ধকর কি সুন্দর অপূর্ব দৃশ্য দেখলাম ৷😲🥰👍🙏🌍🌎🌏🇮🇳🤝🇧🇩💜💙💛🤍💚
ডঃ মুহম্মদ শহীদুল্লাহর ভাষায় বলবো, ❝আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার চেয়েও বড় সত্য আমরা বাঙালি।❞
দাদা বৌদির জন্য শুভ কামনা রইলো। বাংলাদেশে স্বাগত। 🇧🇩
খুব সুন্দর episode... Cox Bazar এর scene গুলি অপূর্ব, drone ta ভালো থাকলে আরো shots দেখতে পেতাম but কি আর করা যাবে!! Hopefully speedboat ride করে কারোর sea sickness হয় নি. Mizu r হাত কেমন আছে? সবাই ভালো থেকো আর Bangladesh এর গল্প শোনাতে থাকো 👍👍👏👏
Na na sir speechboat ride kore karor e sea sickness hoi ni..ami vebechilam amar hobe sei moto medicine sathe nie gechilam 😀
ইস্ যদি এক দেশ ই থাকতাম,কতই না ভালো হতো।❤️
পাসপোর্ট থাকলে একদম সহজ এতো কঠিন কিছু নয় একবার ভিসা নিলে ছয় মাস আসা যাওয়া করা যায় যেই কোন সময় আর কলকাতা টু কক্সবাজার মনে হয় ৬০০থেকে ৭০০ কিলোমিটার হবে, বাস বা বিমানে আসা যায় আর সামনের বছর থেকে ট্রেন চালু হতে যাচ্ছে ঢাকা টু কক্সবাজার ৪০০কিলোমিটার রাস্তা।
European union er moto visa free travel kora geleo mon e shanti pawa jeto. 😭
𝒗𝒊𝒔𝒂 𝒑𝒂𝒔𝒑𝒐𝒓𝒕 𝒄𝒐𝒔𝒕 𝒏𝒐𝒕 𝒔𝒐 𝒎𝒂𝒏𝒚
Permanent gele janaben Bharot sarkar free tkt diche....one way
বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি ইন্ডিয়ানরা যে দেশে যায় সে দেশের জিনিসপত্র চুরি করে,, ইন্ডিয়ান এক দম্পতি ইন্দোনেশিয়ার 1 হোটেল থেকে চুরি করেছে দুবাইয়ের এক হোটেল থেকে চুরি করেছে😢 এটা কিন্তু খুব খারাপ কাজ
Speed boat er bacha duto puro Boss attitude 😎
BD jawar icheta 2 times bere glo dada.
You have scheduled this trip in a very organized way. ❤️
ইন্দোনেশিয়া থেকে শুভেচ্ছা🇲🇨🇲🇨... । এটা ইন্দোনেশিয়া পৌঁছে যাবে...
অপূর্ব সুন্দর। আমি 1999 এ এক বছর ভারতের লক্ষ্যদ্বীপ এ আগাট্টি দ্বীপে এয়ারপোর্টে পোস্টিং করেছি। সেই সব দিনের কথা মনে পড়ে গেলো।
Darun place...amazing view of sea Beach and speed boats experience is good..🤘
তোমাদের বাংলাদেশ ব্লগের প্রেমে পড়ে গেছি। পরবতী’ ভিডিওর অপেক্ষায় থাকি। খুবই ভাল লাগছে। আমাদের বাংলাদেশ কে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্যে।
আমি যখন এই road দিয়ে যখন যাই গত জানুয়ারীতে ২০ তারিখ আমার বৌ ও আমার ছেল ছিল এইটা আমার first time ছিল আমি সত্যিই কাঁদছিলাম এই দৃশ্য দেখে তোমাকে ধন্যবাদ এইটার সম্পর্কে বলার জন্য ভাল থেকো
আবার চলে আসুন না হয় Bro
Dekhe ichche korche ekhuni beria jai. Lovely keep it up 👍🏾
Darun laglo vlog ta, Bangladesh er ae jayga kakhono keo tule dhore ni - je ato sundor. Kolkata y bose darun upobhog korlam 👍👍👍
আপনি সেন্টমার্টিন লিখে ইউটিউবে সার্চ দিন কম করে ১০০ভিডিও পাবেন তাও আবার হাই রেজুলেশন ভিডিও।
সুধু কক্সবাজার শহরে বছরে ২০ লক্ষ পর্যটক আসে।
তবে বাংলাদেশে বিদেশি টুরিস্ট দের চাইতে অভ্যন্তরীন টুরিস্ট অনেক বেশি।
Khub bhalo lagche you both are enjoying, ebar kno janina mone hcche kolkata firey aso ebar... Onek din hye gelo, tomader almost daily vlogs dekhar habit ta miss korchi...r miju bhai r sana apu ke kolkata theke onek bhalobasa r suveccha... Tader channel o subscribed kore felechi... R khub bhalo enjoy kore firey aso with full of international experience 🤗... ❤ from kolkata
ফেব্রুয়ারিতে ঘুরে আসছি সেন্টমার্টিন😍২ রাত ছিলাম সেন্টমার্টিন দ্বিপে ভাই সেই মজা রাতের সমুদ্রের আওয়াজ আহ ভুলার মত না😭
দাদা একবারে ফুরাই বাংলাদেশ ঘুরলেন আর আমি বাংলাদেশি হয়েও সেই সোভাগ্যটা এখনো হলো না😭🥲
অসাধারণ লাগলো। বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। তোমার বাংলাদেশ ব্লগ সব গুলোই অসাধারণ লাগছে। তোমার আন্তর্জাতিক ট্রিপ 100 শতাংশ সফল। ❤❤❤
এখন পর্যন্ত যতগুলো ব্লগ বানিয়েছো দাদা এটা বেস্ট ছিল,পুরো ফাটিয়ে দিয়েছো,কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ টা অসাধারণ লেগেছে।
Welcome to Bangladesh প্রিয় পশ্চিমবঙ্গের খালতো ভাইরা..❤️❤️
100k আর বেশি দূরে নেই। খুব তাড়াতাড়িই হয়ে যাবে।🖤❤️🖤❤️
Darun experience Dada.
Khub bhalo laglo. Blog dekhe
Mone hochhilo amio jano Bangladesh tomar sathe ghurchi.
নিজের দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের আগে অনেক ব্লক দেখেছি কিন্তু আজকের এই ব্লকটা বেস্ট ❤️💝🇧🇩🇮🇳
বাংলাদেশ ভ্রমণের জন্য ধন্যবাদ,
শুভেচ্ছা ও শুভকামনা রইল।
কক্স বাজার এবং সেন্ট মার্টিনকে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ❤️🇧🇩❤️
Sara Bangladesh Guro Bangladesh Ar prama Pora Jaba ❤️ Best Of Luck Brother ❤️
Very nice sea view by your drone.. never made it before like you... you were just looking our Jackishrof 😍🇮🇳
দাদা, তোমার বর্ণনায় আমি অভিভুত। তুমি এত সুন্দর ভাবে বাংলাদেশের সৌন্দর্য কে তুলে ধরলে, তোমাকে সেলাম।
Tomra jevabe Bangladesh ke present korle.Osadharan.Bangladesh satti darun.Bises kore Cox bazar.
অসাধারন.....প্রতিটা মুহুর্ত enjoy korlam.
এত ভালো 1 টা vlog দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।
অপূর্ব সুন্দর দৃশ্য দেখলাম মন্মধো করা 🏄❤️
বাংলাদেশ কে নিয়ে এতো সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।।
❤️❤️❤️❤️❤️❤️❤️
Somoy TV te toder interview ta dheklam...khub balo laglo....r coxbazar khub sundor with awsomee shots....Saint Martin bapok
I am from BD. Tnx for visiting and showing our country to your countries people. Tnx & enjoy
Osadharon. Onek ojana kichu janlam ai vlog a.. Opurbo soundarjyo. Thank you so much . God bless🙏. Stay safe and take care.
100K soon 🔥
আর পার্বত্য চট্টগ্রামে যাচ্ছো নাকি?
I wanna visit Bangladesh once... I hope one day both the countries would enjoy each other's country without any hassle... I want to visit my forefather's house in Maymansingha at Mandal Sen village....
একটা জিনিস খুব পরিষ্কার তুমি ওখান থেকে ফিরে তো আসবে কিন্তু মন থেকে বাংলাদেশে কোনদিনই মুছবে না
0:31-0:37 Darun shot.. Heavy laglo.. Khub vul na hole eta prothom bar dekhlam out of focus theke focus e single shot e..
দাদা বাংলাদেশের সুন্দরবন টা একটু cover করো প্লিজ দাদা একবার দেখতে চাই বাংলাদেশ থেকে সুন্দরবনকে কেমন লাগে🥺প্লিজ দাদা
তুমি তাহলে Mohsin Ul Hakim এর ভিডিও গুলো দেখো। ওনার চ্যানেলের বেশিরভাগই সুন্দরবনের ভিডিও।
Drone shot ta just osam ...
But island drone shot ta just Miss korchhi
Darun laglo bhai . Protyekta jaiga fatafati... Drone niye mon kharap koro na bhai, ager shots gulo bepok chilo....
আমাদের বাংলাদেশের সৌন্দর্যটা আপনার চ্যানেলে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
দাদা আর মাত্র 2.9k subscriber লাগবে যতো তাড়াতাড়ি হক পুরো হয়ে যায় যাতে
দাদা india কবে ফিরবা
I'm from রায়গঞ্জ,পশ্চিমবঙ্গ
Amio St. Martin e gachi. Seta obosso akta carrebien island ! 22000 km away from India. France ba UK theke direct flight ache. Seta o osombhob sundor.
BOATS shown here are the regional marine vehicles built in special architectural fashion adjusting the sea's rough nature / behaviour for travellers' safety initially by the Portuguese settlers at Chottogram coastal area around 400yr ago... ... mostly they r fishing and commercial boats...
দাদা, তুমি আমাদের দেশকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করেছো । অসংখ্য ধন্যবাদ দাদা । অনেক অনেক শুভ কামনা তোমার ও বনি দিদির জন্য । পরের বার শ্রীমঙ্গল আসলে আমার বাসায় থাকবে ।।
ছেড়াদ্বীপ ভোড় ৬-৭ টায় সবচেয়ে সুন্দর লাগে।তখন আকাশ এবং সাগর দুটোই নীল থাকে।
কক্সবাজার ভ্রমণ ভিডিও টা খুব দারুন ছিল অনেক ভালো লাগলো দেখে
দাদা আমি আপনার ১৮৭ নাম্বার সাবস্ক্রাইবার। প্রথম থেকেই আপনার ভিডিওর বড় ভক্ত। আমার মনে আছে লাদাখ ভ্রমণের সময় যখন ভিডিও দিতে দেরি হলো তখন নক করেছিলাম ইনস্টাগ্রামে। আপনি রিপ্লাই দিয়েছিলেন৷ সেই থেকে আপনার প্রতি শ্রদ্ধাবোধ৷ আমার দেশে এসেছেন৷ ভালোবাসা নিবেন।
ইতি সৈকত,নরসিংদী জেলা,ঢাকা,বাংলাদেশ।
দীপ গুলো খুব সুন্দর , ড্রোন শট ভিষন সুন্দর আর কি দেখাতে পারবো না 😭 ,পরের ভিডিও জন্য অপেক্ষায় আছি Love 💕 you dada
দাদা প্রাকৃতিক সৌন্দর্য যেভাবে তুমি তুলে ধরেছ ,, just awesome ♥️♥️
দাদা এবং দিদিভাই ভালোবাসা নিও♥️♥️ বাংলাদেশ থেকে তোমাদের ছোট্ট ভক্ত রাজ ♥️♥️🇧🇩🇧🇩
❤️
@@BaidikChatterjee Dada♥️♥️
Sotti Darun dada no words Sudhu feel koro r kichu na
আরো অনেক দূর এগিয়ে যাও র খুব তাড়াতাড়ি তোমাদের 1 মিলি পূরণ হয়ে যাবে।
নৌকা যেটা দেখালে সেটাকে সাম্পান বলে, সমুদ্রে মাছ ধরার জন্য বিশেষ ভাবে তৈরি হালকা ওজনের এই নৌকা। মজার বিষয় হচ্ছে এটা সহজে ডোবে না।
Tomar aei tour ta dekhe eta keno mone hocche je women empowerment er bapar e Bangladesh india r theke agiyea acche..
উমেন ইমপাওয়ারমেন্ট ইনডেক্সে ভারতের থেকে বাংলাদেশ বেশ এগিয়ে।
ওমেন এম্পাওয়ার্মেন্ট বাংলাদেশ ১০০মধ্যে ৩৫% আর ভারত ওমেন এম্পাওয়ার্মেন্ট ১০০মধ্যে ২০% আছে।
রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সাজেক ভ্যালি, নীলাদ্রি, নীলগিরি, নীলাচল, সাদা পাথর সিলেট, এসব এলাকা বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট প্লেস। এসব জায়গায় গিয়ে ভ্লগ করলে আপনার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে।
These type of boat is being called as "SHAMPAN" May be you have heard the very famous Chittagonian song "ওরে ও সাম্পানওয়ালা.. তুই মোরে করলি দিওয়ানা". These Shampan Boats two corner is being made very high than the middle part of the boat because these boats are specially built for going to deep sea for fishing and this shape helps this boat to maintain good balance and float nicely on the high tide and in the large big waves of the Bay of Bengal.
কক্সবাজার ও সেন্টমার্টিনের সৌন্দর্য ক্যামেরা বা ভিডিওতে তুলা সম্ভব না।
সত্যিই এক অপূর্ব সুন্দর কক্সবাজার ও সেন্টমার্টিন।
সেন্টমার্টিন পর্বটা মনে হয়েছে তড়িঘড়ি করে করা, আর একটু স্থির করে বীচ পয়েন্টগুলো দেখানো উচিৎ ছিলো।
আপনারা আমাদের দেশে এসেছেন আর ভালবাসা নিয়ে ফিরবেন🥰🥰
Just checking the comments section Most people from West Bengals have very positive feelings about Bangladesh unlike other states people don't know why
আজ তোমাদের interview টা দেখলাম feeling Proud 👏 তোমার r বনি জন্য আর Vlog টা Solid🤟🏻🤟🏻🤟🏻🤟🏻🤟🏻
❤️
অসাধারণ!! দারুণ দারুণ সৌন্দর্য! One of the best vlog..!! 👌👍👌
So what's the filling of our beautiful Cox's Bazar and Saint Martin?????? Hope it's a fabulous experience of your lifetime..... loving every bit of your travel experience filling proud of Mizu bhai and Sana the way they are companionship.... Stay safe..
❤️
কি দিচ্ছ গো বৈদিক দা তুমি... আমিতো অন্ধ হয়ে যাবো এবার তোমার ব্লগ দেখে😃,, কোলকাতা ঢাকুরিয়া থেকে দেখছি ... Love you dada❤
Vison sundor laglo dada,ei vabei cholte thakle tomar lokhe tmi thik pouche jabe dada❣️❣️🇮🇳🇮🇳
❤️
Wow! Tobe dron shot a St. Martin aro valo lagto.miss hoye galo.
খুব ভালো লাগলো,, পরের পর্বের অপেক্ষায় রইলাম
Before Bangladesh series 87K & today 97K
Bay of Bengal er opor diye 1 hr 10 min er thrilling speed boat journey ta just osadharon!
Dada ami didir stamina dekhe obak hoie jacchi uni kivabe tomar Sathe tal milacche. Hat's off Didi tomk
দাদার ক্যামেরাতে বাংলাদেশের সৌন্দর্য ফুটে উঠেছে
As usual Dron short ta asadharan.
But dron short ta miss korlam Saint Martin beach e.
Chaliye jao ..
Khub khub bhalo lagche Bangladesh series
বাংলাদেশের সবচেয়ে সুন্দর এলাকা বানদরবন নিয়ে একটি প্রতিবেদন করবেন 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Daarun video 👍👍👍, sab mega ship breaking yard miss koro na, lifetime experience hoye jaabe.
অনেক সুন্দর হয়েছে দাদা
Apnk tnx Bangladesh k eto sundor Kory tuly dorar jonno
❤️❤️
দাদা শেষ পাতে মিষ্টির মতো মন ভরিয়ে দিলে 👍👌👌👌
3000 more to go..... ❤️❤️❤️. Ei series tai 100k reach korabe.
স্পিড বোটে গিয়ে তোমরা একটা জিনিস মিস করেছো।
যখন জাহাজ দিয়ে যায় তখন পুরো জাহাজ ঘিরে সিগাল বা শঙ্খচিল উড়তে থাকে।লোকজন চিপস ছুড়ে দেয় ওরা উড়ন্ত অবস্থায় ধরে নেয়।
দারুন...দারুন...দাদা 👌👌👌👌। কিন্তু তোমার ড্রোন শট আর দেখা যাবে না..এটা ভেবে মনটা খারাপ হয়ে গেলো 😔
Tumi to boss celebrity hoye gacho bangladesh giye go ahead bro
Aare na na
খুব ভালো লাগলো। মানস ভ্রমণ হয়ে গেলো। পরের টার জন্যে আগ্রহ রহিল।
mashaallah love you my brother and sister ❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩