দেশের নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তার প্রশ্ন উঠে এসেছে । খুলনার সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন বি কোম্পানি এই সন্ত্রাসী সংগঠনের মূল প্রতিষ্ঠাতা কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবু এবং তার দুই ভাই রসূল এবং রাব্বি। তারা নিজেরা চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা আরো অপকর্ম পরিচালনা করে। এবং এই দোষ চাপিয়ে দেয় সাধারণ মানুষের উপর।এই শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ভাই রসুল এবং রাব্বি খুলনা শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করে থাকে।এদের কারণে খুলনার যুব সমাজ আজ হুমকির মুখে।সাধারণ মানুষ এদের বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা এদের সম্পর্কে কথা বলারই সাহস পায় না।এদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হোক । রাব্বি চৌধুরীর চামচারা ছাত্রদলের নাম ভাঙিয়ে এই রকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে। ৫ই আগস্ট এর পর থেকে শুরু হয় খুলনায় B company নামের সন্ত্রাসীর তান্ডব। শান্তির শহর খুলনাকে অশান্ত করে তুলেছে B company এর কিছু বেপরোয়া ডাকাত । সবাইকে বলে বেড়ায় প্রশাসন নাকি তাদের পকেটে হয়তো তার কিছু হলেও সত্যতা রয়েছে না হলে প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিভাবে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হল এই রকম বেপরোয়া সন্ত্রাসীর হাত থেকে কবে আমরা মুক্তি পাবো ? কেমন স্বাধীনতা অর্জন করলাম আমরা? প্রশাসন এর কাছে আমার massage গুলো পাঠানো হোক। আল্লাহ এর কাছে একটাই চাওয়া ধ্বংস হোক এই সকল সন্ত্রাসী ফিরে আসুক শান্তি । সবাইকে নিন্মক্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো facebook.com/share/p/15KJQPFxii/
খুলনা অঞ্চলে সেনাবাহিনী নৌবাহিনী দ্বায়িত্বে আছে। তাদের আরো সচেতন হওয়া উচিৎ, পুলিশতো বরাবরই জনগণের বিপক্ষে অবস্থান করে টাকা এবং ক্ষমতার কাছে পুলিশ দায়বদ্ধ।
আমাদের খুলনা কত শান্তশিষ্ট ছিল আর এখন কত ভয়াবহতায় রূপ নিয়েছে হে আল্লাহ আমাদের খুলনা কে হেফাজত করো
খুলনার পাড়ায় পাড়ায় কবে শান্তি ছিলো ভাই😂
দেশের নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তার প্রশ্ন উঠে এসেছে ।
খুলনার সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন বি কোম্পানি এই সন্ত্রাসী সংগঠনের মূল প্রতিষ্ঠাতা কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবু এবং তার দুই ভাই রসূল এবং রাব্বি। তারা নিজেরা চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা আরো অপকর্ম পরিচালনা করে। এবং এই দোষ চাপিয়ে দেয় সাধারণ মানুষের উপর।এই শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ভাই রসুল এবং রাব্বি খুলনা শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করে থাকে।এদের কারণে খুলনার যুব সমাজ আজ হুমকির মুখে।সাধারণ মানুষ এদের বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা এদের সম্পর্কে কথা বলারই সাহস পায় না।এদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হোক ।
রাব্বি চৌধুরীর চামচারা ছাত্রদলের নাম ভাঙিয়ে এই রকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে।
৫ই আগস্ট এর পর থেকে শুরু হয় খুলনায় B company নামের সন্ত্রাসীর তান্ডব।
শান্তির শহর খুলনাকে অশান্ত করে তুলেছে B company এর কিছু বেপরোয়া ডাকাত ।
সবাইকে বলে বেড়ায় প্রশাসন নাকি তাদের পকেটে হয়তো তার কিছু হলেও সত্যতা রয়েছে না হলে প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিভাবে?
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হল এই রকম বেপরোয়া সন্ত্রাসীর হাত থেকে কবে আমরা মুক্তি পাবো ? কেমন স্বাধীনতা অর্জন করলাম আমরা?
প্রশাসন এর কাছে আমার massage গুলো পাঠানো হোক।
আল্লাহ এর কাছে একটাই চাওয়া ধ্বংস হোক এই সকল সন্ত্রাসী ফিরে আসুক শান্তি ।
সবাইকে নিন্মক্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো
facebook.com/share/p/15KJQPFxii/
প্রতিদিনি রাতে ঠুসঠাস আওয়াজ সুনি।
হ্যা ঠিক বলেছেন
ঠিক
একই দেশ যখন ২ বার স্বাধীন হয় তখন এমন অবস্থা ই হয় 😅😅😅
ফখরুদ্দিনের মত তত্ত্ববোধিনী সরকার না হলে দেশের আইন পরিস্থিতি কখনো ভালো হবে না😢
রাত হলে এদিক ওদিক দিয়ে শুধু গুলির আওয়াজ শোনা যায়
ঢাকার অবস্থা আরো ভয়াবহ
Ki hsss amder Khulna 😢😢😢
ভাবতেই অবাক লাগে এইটা খুলনা
খুলনা অঞ্চলে সেনাবাহিনী নৌবাহিনী দ্বায়িত্বে আছে। তাদের আরো সচেতন হওয়া উচিৎ, পুলিশতো বরাবরই জনগণের বিপক্ষে অবস্থান করে টাকা এবং ক্ষমতার কাছে পুলিশ দায়বদ্ধ।
নতুন স্বাধীনতার সুফল।
বোঝাই যাচ্ছে যে আপসোস লীগ করিস।
খুলনা একটা শান্ত জায়গা ছিল এখন আর নাই
hahaha aamra shobai raaja aamder ei raajar raajotte😉😉
এই ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই,কারা এর সাথে জড়িত তাদের খুঁজে বের করুন।
অন্যায়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর আরো কঠোর হতে হবে না হলে দেশ থেকে অপরাধ কোনদিন কমবে না ।
বরিশাল আরো খারাপ 😢
খুলনা না,, সারা বাংলাদেশের অবস্থা একই রকম। অনিরাপদ।
খুলনার অবস্থা সত্যি খুবই খারাপ। এখানে কেউ আইন মেনে চলছে না।যে যা খুশি তাই করছে। প্রশাসন কে ভালো ভাবে দায়িত্ব পালন করতে হবে।
আরো বেশি করে সন্ত্রাসীদের জামিন দেওয়ার ব্যবস্থা করুন। দেশটাকে জাহান্নামে পরিণত হচ্ছে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ বেঁচে থাকার গ্যারান্টি চাই।
আইনসৃঙ্খলা বাহিনির বেতন বন্ধ করে দেওয়া হোক,,,,তাহলে ওরা ঠিক ঠাকই কাজ করবে হানে,,,,,
বিচার চাই
এটা খুবই ভালো সংবাদ 😅
পুলিশ পাইনা ঘুষ, দুর্নীতি করতে পারেনা তা পুলিশ কী করবে মাঠে নেমে যদি ওদের দুর্নীতি করতে না দেওয়া হয়।
Police kobe active hobe!!
বেশিরভাগ অন্যায় বিএনপির কাজ 😢
😢
Shame Govt. and shame Police.
Police কি করতেছে বে?
লাল স্বাধীনতা
B company
সমন্বয়ক হলে ঠিক আছে। আর যদি সাধারণ শিক্ষার্থী হয় তাহলে দুঃখজনক
কি আর বললো দোষ কাকে দিবো নিজেকে না অন্যদের
New bangkaistan
Kunider cross fair den.
অনেক কিছু হবে, আমরা দর্শক।
😅😅😅😅😅😅😅Bangladesh 😅😅😅😅
হা হা হা, এই সব কিলাররাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতা। টাকার বিনিময়ে এমন কোন কাজ নাই যে এরা করছে না
Sagol de a hal chash hoy na ata tar proman.
পুলিশের মধ্যে হতাশা কাটেনি কিন্তু ঘুষ নেয়াতো বন্ধ হয়নি। ঘুষ নেয়ার বিষয়ে কোন হতাশা দেখা যাচ্ছে না।
ঘুষ নেয়ায় মনোবল অটুট এখনও……
লাল স্বাধীনতা
লাল স্বাধীনতা