সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন ৫২ হাজার 🔥পল্লী বিদ্যুৎ চাকরি ২০২৪

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন ৫২ হাজার 🔥পল্লী বিদ্যুৎ চাকরি ২০২৪#bdjobcircular #newjobcircular #jobcircular
    নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)। প্রতিষ্ঠানটি সহকারী প্রকৌশলী পদে ১৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
    ১. পদের নাম: সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
    পদসংখ্যা: ৭
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫০ অথবা সিজিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অত্যাবশ্যক। কম্পিউটার চালনায় পারদর্শী ও অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণ থাকতে হবে।
    সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি পাওয়ার স্টেশন ভাতা, নিয়মিত আবাসন (খালি থাকা সাপেক্ষে) বা সংস্থার বিধি অনুসারে বাড়িভাড়া ভাতা, দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, মেডিকেল সুবিধা (প্রতিপূরণ), শিক্ষা ভাতা এবং কোম্পানির বিধি অনুসারে অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট প্রাপ্য হবেন।
    মূল বেতন: ৫২,০০০ টাকা।
    ২. পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
    পদসংখ্যা: ৭
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫০ অথবা সিজিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অত্যাবশ্যক। কম্পিউটার চালনায় পারদর্শী ও অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণ থাকতে হবে।
    সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি পাওয়ার স্টেশন ভাতা, নিয়মিত আবাসন (খালি থাকা সাপেক্ষে) বা সংস্থার বিধি অনুসারে বাড়িভাড়া ভাতা, দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, মেডিকেল সুবিধা (প্রতিপূরণ), শিক্ষা ভাতা এবং কোম্পানির বিধি অনুসারে অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট প্রাপ্য হবেন।
    মূল বেতন: ৫২,০০০ টাকা
    বয়সসীমা: ১৫ জুন ২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা কোটায় তাঁদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
    আরও পড়ুন: মাসিক ৫০ হাজার টাকা বেতনে ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
    চাকরির ধরন: প্রাথমিকভাবে শিক্ষানবিশ হিসেবে নিয়োগপত্র এক বছরের জন্য প্রদান করা হবে এবং শিক্ষানবিশকালের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল এক বছরসহ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে। প্রতি তিন বছর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে। অবসর গ্রহণের বয়স ৬০ বছর।
    আবেদনের নিয়ম: আগ্রহীরা এপিএসসিএল এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
    আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ৬৬৯ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
    keywords: পল্লী বিদ্যুৎ নিয়োগ চাকরির খবর ২০২৪,পল্লী বিদ্যুৎ চাকরি ২০২৪,চাকরির খবর,পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৪,পল্লী বিদ্যুৎ সমিতি,job circular,বিদ্যুৎ বিভাগে সরকারি circular 2024,palli bidyut new job circular,palli bidyut job circular,new govt job circular,new job circular,পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৪,job news,chakrir khobor,job circular 2024,govt job circular 2024,new jobs circular 2024,bd job circular 2024,job circular bd,bd jobs
    =================================================================
    👏Thank you for watching our video. please embed the video link and share it with your friends. please subscribe to our channel and press the bell icon to be updated.
    SUBSCRIBE 👉 / @updatenewsinfo24
    ===========================================

ความคิดเห็น • 7

  • @trustbdjobs
    @trustbdjobs 2 หลายเดือนก่อน +1

    লাষ্ট ডেট কবে

  • @user-pb2xs8ub3r
    @user-pb2xs8ub3r หลายเดือนก่อน

    ভাইয়া আমাকে কাজটা পেতে পারবো

    • @updatenewsinfo24
      @updatenewsinfo24  หลายเดือนก่อน

      Try করে দেখেন

    • @user-pb2xs8ub3r
      @user-pb2xs8ub3r หลายเดือนก่อน

      @@updatenewsinfo24ভাই আপনি কি বলছেন বুঝতে পারিনি

    • @user-pb2xs8ub3r
      @user-pb2xs8ub3r หลายเดือนก่อน

      @@updatenewsinfo24 আপনার কি নাম্বারটা দেওয়া যাবে

    • @updatenewsinfo24
      @updatenewsinfo24  หลายเดือนก่อน

      ভাই আপনার কথা আমি বুঝতে পারিনি আপনি কি বোঝাতে চাইছেন